Dristi prodip jele khujechi tomay | Different touch | দৃষ্টি প্রদীপ জ্বেলে খুজেঁছি তোমায়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @user-vg4bg5te8v
    @user-vg4bg5te8v 5 ปีที่แล้ว +1213

    ৩০ বছর পর শুনলাম,স্মৃতিময় হয়ে পড়লাম! বর্ষার প্রথম বৃষ্টির দিন প্রথমবারের মতো প্রেম নিবেদন করেছিলাম!আজও তাঁর হাত ধরে ৫২ বছরের জীবন নিয়ে পথ চলেছি! গানটি আমার কত ভাল লাগার বুঝাতে পারবোনা,শুধুই সমৃতিময় হয়ে পড়লাম!আজও মেলবোর্ন জুড়ে শীতেও শুধু বৃষ্টি ! যাকে নিয়ে এই গানের ভাল লাগা তিনি আমার পাশেই বসা!

    • @ovimanishanto9343
      @ovimanishanto9343 5 ปีที่แล้ว +37

      আপনার কথার অনুভুতিটা অন্য রকম যার মানে আমার মতো মানুষ খুজে পাবে না দোয়া করি ভালো থাকুন ভালোবাসার মানুষটার সাথে

    • @mariyambhuiyan6833
      @mariyambhuiyan6833 5 ปีที่แล้ว +18

      বেচে থাকুক ভালবাসা💕

    • @morshed1975
      @morshed1975 5 ปีที่แล้ว +11

      Have a nice time with your life partner.

    • @aksarhussain949
      @aksarhussain949 5 ปีที่แล้ว +17

      অসাধারণ গান।
      বেঁচে থাকুক আপনাদের ভালবাসা যুগ যুগ ধরে।
      দোয়া রইল।
      Watching from London

    • @sujanroy88
      @sujanroy88 5 ปีที่แล้ว +14

      আবেগ আপ্লুত হয়ে গেলাম আপনার কথায় । 😔😔😔 পরিবারের সকলকে নিয়ে ভালো থাকেন এই শুভ কামনা রইলো । বাংলাদেশ গাজীপুর, ঢাকা থেকে আমি সুজন

  • @khanakashmd9839
    @khanakashmd9839 ปีที่แล้ว +33

    প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤

    • @lxmaishayt
      @lxmaishayt 11 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @mizudewan9872
      @mizudewan9872 11 หลายเดือนก่อน

      Right

  • @syedimran1570
    @syedimran1570 5 ปีที่แล้ว +143

    "যত দিন রহিবে পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
    তত দিন চির সবুজ রহিবে ৮০-৯০ দশকের এসব প্রানপ্রিয় গান" !! !!
    নব প্রজন্ম হায় !
    কী যে গান গায় !!
    দু দিনেই হারিয়ে যায় !!!
    একবার যে শুনিবে ৮০-৯০ দশকের গান,
    বার বার তার হৃদয়ে উড়িবে তারুণ্য-নিষান !!
    স্মৃতিপটে সবার জাগিবে অতীত কল্পনা,
    এসব গান আমরা কোনোদিন ভূলবো না !!
    চির দিন রয়ে যাবে স্মৃতি অম্লান !!!

    • @ahsanshanto
      @ahsanshanto 3 ปีที่แล้ว +1

      Indeed...we are so lucky

    • @abdullahmamum3341
      @abdullahmamum3341 2 ปีที่แล้ว +1

      বড় ভাই শেখ হাছিনা জানেননি

  • @sifat53
    @sifat53 4 ปีที่แล้ว +81

    আমি ৫৫, আজ অনেকদিন পরে এই গান শুনলাম, আরেকবার তরুণ হলাম। মজার ব্যাপার হলো, ঠিক ঐ ঢেউ টা আবারও হৃদয়ে লাগলো। আমাদের সময়ের এই গানে, শুধূ ভালোবাসাই ছিলো না, সাথে ছিলো প্রান ।

  • @blusky7810
    @blusky7810 2 ปีที่แล้ว +86

    আমি ৮০ দশকের না ,এই যুগের একজন,কিন্তু ৮০/৯০ দশকের গান ছাড়া আমার হৃদয় অন্য গান টাচ করতে পারে না,,,লাভ ইউ বস ❤️❤️

    • @tusarahmed5912
      @tusarahmed5912 ปีที่แล้ว +1

      ফ্রেশ মন আপনের ভাই।

    • @mdazim3733
      @mdazim3733 ปีที่แล้ว +1

      😮😅😂❤❤❤❤❤

  • @momin9922
    @momin9922 6 ปีที่แล้ว +76

    Different Touch..... এর দৃস্টি প্রদীপ জ্বেলে, এই গানটি আমি ১৯৯১ সালে প্রথম শুনেছিলাম,আজ আবার শুনলাম।সেই পুরনো সৃতি'তে ফিরে গেলাম...... ধন্যবাদ Different Touch.

    • @lxmaishayt
      @lxmaishayt 11 หลายเดือนก่อน

      আমি শুনেছি ১৯৯০সালে।

    • @obaidwali6630
      @obaidwali6630 7 หลายเดือนก่อน

      Same, 91 e ami class 9 e portam. Tokhon ei gan onek hit silo.

  • @freenfreshbd9692
    @freenfreshbd9692 6 ปีที่แล้ว +44

    নব্বই দশকের অন্যতম সেরা ব্যান্ড ডিফারেন্ট টাচ।এই ব্যান্ডের গান সব সময় এভার গ্রীন।

  • @ziaulhoque2551
    @ziaulhoque2551 6 ปีที่แล้ว +75

    তখন মাত্র সদ্য কৈশর পেরিয়ে তারুন্যের ডাকে সাড়া দিচ্ছি মাত্র। জীবনটা ছিলো হাজার রং এ রঙিন, উচ্ছল। কিন্তু সেই উচ্ছলতা আর রঙ না থাকলেও এই গানগুলোর সাথে সাথে সৃতিগুলো এখনো উজ্জ্বল হয়ে ধরা দেয়। মনে হয় সেদিনেরইতো সৃতি।

  • @weirdboy1787
    @weirdboy1787 3 ปีที่แล้ว +91

    কমেন্ট রেখে গেলাম,আমার সন্তানরা কোন একদিন দেখে বুজবে,তার বাবার পছন্দ এর গান

    • @eidinets
      @eidinets 3 ปีที่แล้ว

      সেলুট

    • @shazedahassan1169
      @shazedahassan1169 5 หลายเดือนก่อน

      Baccha ra ke bangla bujbe?

  • @sadiyaakter4297
    @sadiyaakter4297 2 หลายเดือนก่อน +1

    অসাধারন গান❤❤

  • @tuhin883
    @tuhin883 6 ปีที่แล้ว +28

    সকল কমেন্টস পড়ে মনে হচ্ছে আমি এই অনুভূতিতে নবাগত ।
    শুভকামনা সকল জায়ান্টদের

    • @SamSam-fk1sx
      @SamSam-fk1sx 2 ปีที่แล้ว

      গানটা শুনে পুরনো দিনের কথা গুলি মনে পড়ে যায়

  • @shahnazparveen7843
    @shahnazparveen7843 5 ปีที่แล้ว +29

    ২০ বছর পর আজও এই গান গুলো জীবন্ত,আর এখনকার গান গুলোর ২০ দিনও প্রাণ থাকেনা

  • @monirhossain633
    @monirhossain633 6 ปีที่แล้ว +194

    ডিফরেন্ট টাচের এই ক্যাসেট টা আজ ও আমার কাছে আঁছে ।

  • @choruinir
    @choruinir ปีที่แล้ว +7

    ৭০০ টাকা দিয়ে একটা ওয়াকম্যান কিনেছিলাম, তখন বাছাইকৃত ১০ টি গান রেকর্ড করতাম ৩০ টাকা দিয়ে। ১০ টি গানের মধ্যে এই গানটি ছিল। সারাদিন হেডফোন দিয়ে গান শুনতাম। দিনগুলো আর ফিরে আসবে না কিন্তু ইচ্ছে করলেই গানের মধ্যে ফেলে আসা দিনের কথা মনে করি।

  • @shamimmollik5552
    @shamimmollik5552 ปีที่แล้ว +9

    কিছু সৃষ্টি অমর হয়ে থাকবে। তেমনি এরকমই এ গান। যুগযুগান্তর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এ গান। আহারে জীবন! 🌹

  • @chyafrin
    @chyafrin 11 หลายเดือนก่อน +8

    খুব খুব, দারুন,একটি,,, গান, অসাধারণ
    সীমাহীন,,,,আর, কোন, ভাষা, নেই বলার,,, সীমা, ছেরে, গেছে, মনে হয়,

  • @aktarnicemilon403
    @aktarnicemilon403 3 ปีที่แล้ว +24

    মেসবাহ, মুগ্ধতায় হারিয়ে যাই
    তোমার গানে, ধধন্যবাদ বন্ধু।

  • @manilaislamsumon137
    @manilaislamsumon137 7 ปีที่แล้ว +154

    গান শুনে শৈশব কেটেছে, এখনো গানটা শুনে হারিয়ে যাই ফেলে আসা শৈশবের দিনগুলিতে, কিন্ত বড়ই আফসোস হয় যখন মনে হয় চাইলেও আর ফিরে যেতে পারব না

  • @alizahossain4488
    @alizahossain4488 3 ปีที่แล้ว +7

    এত আবেদনময় গান!!! আমার তো অনেক অনেক ভাল লাগছে!!! বার বার শুনতে ইচ্ছে করে

  • @abusalek2593
    @abusalek2593 7 ปีที่แล้ว +575

    এই গানের সাথে অনেক স্মৃতি,,, বয়স এখন ৫০ এর কোঠায়,,,, তবুও নস্টালজিয়ায় মনে হয় তরুন হয়ে যাই, কিন্তু যাকে ঘিরে রোমান্চ, তার কোন ভ্রুক্ষেপ নেই,,,, সব ভুলে সে তার দায়িত্ব পালনে ব্যাস্ত। শুধু গান টা রয়ে যাবে অাবহমান কাল ধরে,,,,

    • @md.rayhansobhan902
      @md.rayhansobhan902 7 ปีที่แล้ว +7

      Ha Ha...... Oder to manus korte hobe.... Bt it's the mystery of life....

    • @গোয়ালঘর-শ৫খ
      @গোয়ালঘর-শ৫খ 6 ปีที่แล้ว +4

      +Md.Rayhan Sobhan ঠিক তাই

    • @KamrunNahar-zf8uu
      @KamrunNahar-zf8uu 6 ปีที่แล้ว +11

      Abu Salek আপনার একটা মন আছে বুজতে পারলাম

    • @josimuddin381
      @josimuddin381 6 ปีที่แล้ว +4

      আপনি ও আমার মত ভাই

    • @EngrTarek0
      @EngrTarek0 6 ปีที่แล้ว +3

      copy korlam as my comments

  • @ajgorhossain1008
    @ajgorhossain1008 5 ปีที่แล้ว +55

    ৩০বছর পর গানটি শুনে আবার আগের আবেগী অবস্থা ফিরে গেলাম.

  • @nazmunchowdhury2303
    @nazmunchowdhury2303 5 ปีที่แล้ว +26

    আমার সৌভাগ্য যে এসব গান শৈশব থেকে শুনছি।।। আজ সন্তানকে শুনালাম।।। শুনবে আর বুঝবে ওরা সবাই কতো হতভাগা, কারন এখন আর বাংলাদেশে এরকম গান হয়না (হবেওনা)।

  • @khondokerrokonuddin5217
    @khondokerrokonuddin5217 3 วันที่ผ่านมา +1

    ৩৫ বছর আগের গান এখনো নতুনের মত। সেই সুর সেই অনুভূতি।

  • @yzx9122
    @yzx9122 7 ปีที่แล้ว +112

    কান্না করে দেয়ার মতো গান
    বর্তমানে বস্তাপচা গানগুলো.কি কখনও শুধরাবে না !

    • @AmirHossain-kx4ko
      @AmirHossain-kx4ko 6 ปีที่แล้ว +2

      Vi kono gaanke kharap kore montobo korben na karon amio gaan suni so akta kotha mone rakhben singer jemon gaan tao hobe temon ok

  • @SomaDas-kq4fr
    @SomaDas-kq4fr 7 ปีที่แล้ว +101

    গান গুলি শুনে পুরান কথা মনে পড়ে যায়্ । আবার যদি সেই সময়গুলি ফিরে পেতাম। গান শুনে মন কেমন করে। যা কাউকে বলা বা বোঝান যায় না।

    • @m.a.rlifeislightandsad.79
      @m.a.rlifeislightandsad.79 7 ปีที่แล้ว +1

      Soma Das yes

    • @amratinjon9916
      @amratinjon9916 4 ปีที่แล้ว

      Nice

    • @babuzaman6263
      @babuzaman6263 4 ปีที่แล้ว

      soma das apni kothai

    • @babuzaman6263
      @babuzaman6263 4 ปีที่แล้ว

      soma das apni asla amer koj niean

    • @taposkumardas4228
      @taposkumardas4228 3 ปีที่แล้ว

      সত্যি যদি সেই দিন গুলো ফিরে পেতাম তাহলে আর ভুল করতাম না ।

  • @JahirulIslam-lm4eo
    @JahirulIslam-lm4eo 8 ปีที่แล้ว +128

    এক যুগ বাদে গানটি শুনলাম, খুব ভালো লাগলো আর অজানা বেদনাতেও কেন জানি বুকটা কেপেঁ উঠলো।

    • @greenshadow5418
      @greenshadow5418 7 ปีที่แล้ว

      দিষ্টি প্রদিপ জেলে খুঁজেছি তোমায়, এ জিবন
      কেটেছ দিন ও রাত একা একা বেদনার বালুচরে একা একা

    • @itmsassociatesltd.2643
      @itmsassociatesltd.2643 6 ปีที่แล้ว +1

      yes myne too so so golden moment past way

    • @syedimran1570
      @syedimran1570 5 ปีที่แล้ว +1

      "যত দিন রহিবে পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
      তত দিন চির সবুজ রহিবে ৮০-৯০ দশকের এসব প্রানপ্রিয় গান" !! !!
      নব প্রজন্ম হায় !
      কী যে গান গায় !!
      দু দিনেই হারিয়ে যায় !!!
      একবার যে শুনিবে ৮০-৯০ দশকের গান,
      বার বার তার হৃদয়ে উড়িবে তারুণ্য-নিষান !!
      স্মৃতিপটে সবার জাগিবে অতীত কল্পনা,
      এসব গান আমরা কোনোদিন ভূলবো না !!
      চির দিন রয়ে যাবে স্মৃতি অম্লান !!!

  • @BanglaSongsYoutube
    @BanglaSongsYoutube 5 ปีที่แล้ว +6

    একদম কৈশোরে নিয়ে গেলো গানটা। ধন্যবাদ যে এটা অাপলোড করেছেন।

  • @souravchakraborty3687
    @souravchakraborty3687 3 ปีที่แล้ว +7

    এক মায়াজড়ানো কণ্ঠস্বর । অসাধারণ সুন্দর লাগলো। হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

  • @abonaser7431
    @abonaser7431 6 ปีที่แล้ว +23

    কোথায় তোমরা ভাই। আবার আসো আমাদের মাঝে আগের মত। প্রমিথিউজ হয়ে

  • @JASumon-wt2wp
    @JASumon-wt2wp 6 ปีที่แล้ว +57

    এতো গান নয়, প্রান।

  • @ShamimKhan-zw6sv
    @ShamimKhan-zw6sv 2 หลายเดือนก่อน +1

    অসাধারণ ভালো লাগার গান

  • @dulaldey9958
    @dulaldey9958 ปีที่แล้ว +6

    প্রথম যখন ক্যাসেট রিলিজ হয় তখই কিনেছিলাম, পাশেই পাটুয়াটুলী। এই ক্যাসেটের সবগুলি গানই শ্রুতিমধুর। ৯০ দশকের গানগুলি এখনও শুনি,প্রায়ই শুনা হয়।

  • @jamiulislam5089
    @jamiulislam5089 6 ปีที่แล้ว +24

    ২০-২৫ বছর পর গান টা শুনলাম। অনেক খুঁজেছি। ভাল লাগল।

  • @khorshidalam2355
    @khorshidalam2355 3 ปีที่แล้ว +9

    সময় মে কতটা পার হয়েছে ,
    অনেকদিন পর তা ,
    তালে-তালে হৃদয়ের মাঝে,
    বেজে উঠেছে 💕ঢেউ তুলেছে,
    হু হু করে কেঁদে উঠেছে ।।
    🌄🌄🌄🌄💕🌄🌄🌄🌄
    মূহুর্তেই ফিরে যাওয়া সেই ,
    ২৫ বছর পিছনে ।। অসাধারণ ।।

  • @shamminessa2588
    @shamminessa2588 2 ปีที่แล้ว +1

    SE e choto bela gaan ta shuneachilam. Akhon tou ato nice voice, nice kotha paowa jai na. Really old is gold.

  • @ayesharhaman105
    @ayesharhaman105 6 ปีที่แล้ว +70

    যদি বয়সটা কে রিওাইন করা যেতো, ছোট বেলার সেই দিন গুলি ফিরে পেতাম

  • @raselpatowary947
    @raselpatowary947 5 หลายเดือนก่อน +2

    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়। আহ্ লিরিক্স❤️

  • @parvesshahin663
    @parvesshahin663 4 ปีที่แล้ว +9

    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়,
    ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়,
    এ জীবনে তুমি ছাড়া, আর কিছু নাই
    হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই।
    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়,
    ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।
    কেটেছে বিনিদ্র রাত একা একা,
    বেদনার বালুচরে, মেলেছি পাখা। (২)
    তুমিহীনা এ জীবন ভালো লাগে না
    এ মনের গভীরেতে ব্যথা দিও না।
    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়,
    ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।
    কত পার্বন আসে যায়
    তুমি এলে না,
    মনো দ্বিপ নিভে গেছে
    আর জ্বলে না। (২)
    তুমিহারা এ ভুবনে কিছু চাই না
    এ মনের বন্দরে তে ফিরে এসো না
    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়,
    ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়,
    এ জীবনে তুমি ছাড়া, আর কিছু নাই
    হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই।
    দৃষ্টি প্রদীপ জ্বেলে, খুঁজেছি তোমায়,
    ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়।

  • @krishnakumer7385
    @krishnakumer7385 2 ปีที่แล้ว +1

    চমৎকার একটা গান শুনে অনেক ভালো লাগছে।

  • @sumiyasadia2839
    @sumiyasadia2839 4 ปีที่แล้ว +6

    এই গানের সাথে ছাএ জীবনের অনেক সৃতি মিশেে আসে এখনো অবসরে মনে পরে। ধন্যবাদ এই ডিফেনটাশ গান দলের সকল সদ্যস কে।

  • @zrrajon7999
    @zrrajon7999 6 ปีที่แล้ว +27

    আমি এই গানটা এক নাগাড়ে ২০ বার শুনি। তাও মনে ভরে না। অসাধারণ সৃষ্টি-----।

  • @md.marufhossain4009
    @md.marufhossain4009 7 ปีที่แล้ว +50

    ২০ বছর পর আজও এই গান গুলো জীবন্তগানটি শুনলাম, খুব ভালো লাগলো

  • @nahidarahi.5657
    @nahidarahi.5657 5 ปีที่แล้ว +6

    সেই ছোট্ট বেলার গান,মনে হয় এইতো সেদিন কোথায় গেল কিশোরী বেলা, কোথায় গেলে তুমি? দৃষ্টি প্রদিপ জেলে আমি আজও খুঁজি তোমায়।😩😩😩

  • @shahabuddin3336
    @shahabuddin3336 7 ปีที่แล้ว +82

    গানটা শুনার পর মনে হয় সেই শৈশবে ফিরে গেছি,,,,,,

  • @skysajib6728
    @skysajib6728 ปีที่แล้ว +1

    সর্বশেষ কবে শুনেছি মনে নাই
    আবার শুনলাম।
    ১৯৯৬ সালে জন্ম, ছোট ভাই ছিলাম
    কিন্তু ডিফারেন্ট টাচ, মাইলস, সোলস,
    শিরোনামহীন আরো অনেক নাম জানা বা ভুলে গেছি তাদের এর অর্থ, শুর শুনলে একটা টাচ লাগে

  • @abusayeed9935
    @abusayeed9935 6 ปีที่แล้ว +47

    বিশ বছর আগে ডিফারেন্ট টাচের লাইভ কনসার্ট দেখার জন্য যে বিপদজনক পাগলামী গুলি করেছিলাম, এখন মধ্য বয়সে এসে সেগুলি মনে করলে আতঁকে উঠি। অনেক দিন পর গানটি শুনে নষ্টালজিক হয়ে গেলাম।

    • @redalert7574
      @redalert7574 6 ปีที่แล้ว +1

      Sayeed , aktu bolen ki korsilen?

    • @JannatulFerdous-ee8wy
      @JannatulFerdous-ee8wy 5 ปีที่แล้ว

      ৯৩,৯৪ সাল বা তার আগে তখন অসম্ভব রকম ভালো লাগতো গানটা।

    • @masumahmed2749
      @masumahmed2749 4 ปีที่แล้ว

      Nice song please bai jodi singer name ta boltan

  • @monirfaiter8487
    @monirfaiter8487 5 ปีที่แล้ว +2

    Awesome! Evergreen Mejbah vai

  • @badrunnaher2658
    @badrunnaher2658 ปีที่แล้ว +5

    এইসব গান ও ভোলা যায়না।সেই সব দিন ও ভোলা যায়না। নিজের জীবনের সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে।আজ ও গানগুলো চির সবুজ। এই গান গুলো কখন ও পুরোনো হবে না।

  • @বেস্টবিডি.কম
    @বেস্টবিডি.কম 2 ปีที่แล้ว +1

    চমৎকার একটা গান। যত শুনি তত ভালো লাগে।
    # HAPPY.💛

  • @saberaawal2167
    @saberaawal2167 5 ปีที่แล้ว +3

    Khubbbbbbbbeeeeee vhalo lage gaan ta.....amar moner kotha bole.....singer ke ek bar jobi nijer chokhe dhektam.....ta hole khub khushe hotam..

  • @wahiduzzmanwahid1525
    @wahiduzzmanwahid1525 5 ปีที่แล้ว +14

    টিনএজ বয়সে এসে গানটির সাথে পরিচিত হয়েছিলাম, আজও সেরকমই লাগে

  • @rejaulkarim9129
    @rejaulkarim9129 6 ปีที่แล้ว +14

    Different touch mane ভিন্নতা .....এই গান গুলো শুনলে মনে পরে যায় ছোট বেলার কথা .....অসাধারণ. গান

  • @tanvirkhan4584
    @tanvirkhan4584 2 ปีที่แล้ว +1

    চির অমর গান, এসব গানের ভিতর একটা প্রাণ আছে।

  • @rajibnandi7989
    @rajibnandi7989 5 ปีที่แล้ว +10

    কোনো কারণে টরন্টোতে পালিয়ে যায় ১৯৯৯ সালে দেশের প্রতি অনেক বেশি রাগ অভিমান ছিল এমনকি বাকি জীবনের কখনো বাংলাদেশে আসা হবে না। কিন্তু এইধরণের গান শুনার পর মন চায় আবার দেশে ফিরে আসতে। কিন্তু যাদের কারণে টরন্টোতে পালিয়ে যাই। যানিনা ওরা কে কোথায় কিভাবে আছে। দোয়া করি আল্লাহ তায়ালা যেন ওদের কে সুখে শান্তিতে রাখে। কোনো অপরাধ না করেও চোরের মত পালিয়ে গেছি কিছু ফালতু লোকের প্রতি হিংসার কারণে।

  • @jahedulrasel2805
    @jahedulrasel2805 3 ปีที่แล้ว +1

    Jei din first shunchilam gaan ta..sei din e hriyode jaiga kore niyechilo...❤️❤️❤️

  • @rokon-ujjaman1542
    @rokon-ujjaman1542 9 ปีที่แล้ว +14

    বেশি বেশি গান লোড করবেন আমাদের জন্য। খুব ভালো লাগলো

  • @zharnaahmed4171
    @zharnaahmed4171 ปีที่แล้ว +2

    Sei 90 saler priyo apner gaan gulo ei 23 sale jokhon shuni eki rokom abeg probon hoye pori .Apner tulona shudhu apni .valo thakben ❤️

  • @salimahmed5217
    @salimahmed5217 3 ปีที่แล้ว +2

    আজ ৫৯ বছর পার করে ও এত ডিজিটাল চাকচিক্য এর মাঝে মনে হয় আগের ফেলে আসা দিন গুলি ভাল ছিল।

  • @aoncholexpress1852
    @aoncholexpress1852 5 ปีที่แล้ว +7

    এই গানটি অামার কাছে ১৪২৬ বাংলা নববর্ষের উপহার হয়ে গেছে, কারণ গানটা আমি এই প্রথম শুনেছি । গানটা শুনে খুব ভাল লেগেছে,অামি গানটাকে ভালবেসে ফেলেছি।।

  • @এনামুলহকতালুকদার
    @এনামুলহকতালুকদার 2 ปีที่แล้ว +2

    সেই ৩০টি বছর পড় আবারও সেই দৃষ্টি প্রদীব শুনলাম।১৯৯০/৯১ সালে রাত ২/৩টা পর্যন্ত জেগে থেকে বার বার এই গান শুনেছি, তবুও মনে একদম ক্রান্তবোদ করি নাই।আজ আবারও শুনলাম এখন সময় রাত ৩টা ১২ মিনিট তারিখ ১৩.৭.২০২২ সাল। আবারও রয়ে গেল সৃতি।

  • @SkSk-hr8oq
    @SkSk-hr8oq 8 ปีที่แล้ว +20

    অনেক দিন পর শুনলাম অনেক ভালো লাগলো ।

  • @souravmahmud3252
    @souravmahmud3252 ปีที่แล้ว +1

    প্রতিদিন শোনার মতো একটি গান। গানটি ভালোবাসার মানুষের কথা মনে করিয়ে দেয়!

  • @romanrashid9132
    @romanrashid9132 6 ปีที่แล้ว +15

    এখনও গলা ছেড়ে গাই, পুরনো অনেক প্রিয় গানের মধ্যে এটি একটি!

    • @SohelRana-uk2jg
      @SohelRana-uk2jg 4 ปีที่แล้ว

      বলুন তো এই গানটির সর্বপ্রথম গায়ক কে?

  • @habiburrashidbabu8873
    @habiburrashidbabu8873 2 ปีที่แล้ว +2

    কত শতবার শুনেছি নিজেও জানি না।
    হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাইলেও কি তা ফিরে পাওয়া যায় ??

  • @babulakhter6014
    @babulakhter6014 3 ปีที่แล้ว +5

    অসাধারণ স্মৃতিময় ৯০ দশকের এ গান গুলো। খুব আবেগ তাড়িত হয়ে যাই সেই স্বর্ণালী সময়ের জন্য।

  • @এনামুলহকতালুকদার
    @এনামুলহকতালুকদার 3 ปีที่แล้ว +2

    আমি ১,এনামুল তাং ২,মিটু,৩,হাসিব ৪,লিটন,ও ৫,সেলিম আমরা - ৩০/৩২ বছর আগে আপনার এই গান বার বার শুনতাম কয়েক বন্ধু মিলে।আজও আপনার গান আছে নেই আমার কয়েক জন বন্ধু। না ফেরার দেশে চলে গেছেন,এখন সবই যেন স্মৃতি ভরা বেদনা বহন করচ্ছি।

  • @asmarimu8032
    @asmarimu8032 7 ปีที่แล้ว +18

    magical voice... 1st time sunlam age suni nai

    • @sabbirahamed2239
      @sabbirahamed2239 6 ปีที่แล้ว +3

      Asma Rimu he is our childhood legend and the song was released in 80' decade.

    • @sabbirahamed2239
      @sabbirahamed2239 6 ปีที่แล้ว +1

      Asma Rimu hajar kobitar majhe gaan ti sunte paren

    • @game_planet2013
      @game_planet2013 5 ปีที่แล้ว

      Oh. Really

    • @noorheartstouchsongnayan1918
      @noorheartstouchsongnayan1918 5 ปีที่แล้ว

      Asma Rimu Lovely Voice Awesome The Real Set Have Wit me

  • @nargiskarim8835
    @nargiskarim8835 4 หลายเดือนก่อน +1

    একসময় মন্ত্র মুগ্ধ হয়ে ‌যেতাম এই গান শুনে ‌আজ‍অনেক দিন পর শুনে হারিয়ে গেলাম সেই স্মৃতি তে

  • @mayinuddin9756
    @mayinuddin9756 6 ปีที่แล้ว +11

    প্রিয় গানগুলোর মধ্যে এটি অন্যতম।

  • @Grambanglatv319
    @Grambanglatv319 3 ปีที่แล้ว

    খুবই চমৎকার এক কথায় দারুণ পরের প্রজন্মের কাছে রয়ে গেলো আমাদের সময়ের এই গান

  • @delowarhossain5324
    @delowarhossain5324 6 ปีที่แล้ว +9

    জানি জীবনে আর সেই দিন কখন ও ফিরে আসবে না,তবু ও এই গান শুনলে পিয় মানুষের কথা মনে পড়ে

  • @sohagahmed-hq9mu
    @sohagahmed-hq9mu 5 ปีที่แล้ว

    Vhalobashar manush ter kotha mone pora galo.gr8 song

  • @BanglaMediaHouse24
    @BanglaMediaHouse24 5 ปีที่แล้ว +23

    গানটা অনেক সুন্দর। যতোবার শুনি ততোই শুনতে ইচ্ছে করে

  • @anwarhossin3723
    @anwarhossin3723 2 ปีที่แล้ว +1

    Just awesome ❤️

  • @xtasktaste0
    @xtasktaste0 5 ปีที่แล้ว +15

    What a wonderful school/college days we had! Thanks to all of our bands. They were well ahead of the time.

  • @RafiqulIslam-bz1tf
    @RafiqulIslam-bz1tf 2 ปีที่แล้ว +2

    আমি আছি এবং আমি থাকবো অনন্ত কাল তোমার হৃদয় জুড়ে

  • @BCPC100
    @BCPC100 6 ปีที่แล้ว +24

    I feel like to cry. I bought their cassette from sylhet zinda bazaar 1989.

  • @MdSifat-lh8sw
    @MdSifat-lh8sw 5 ปีที่แล้ว +1

    এই ধরনের গানগুলোর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু গানটি যখন প্রথমবার শুনেছিলাম তারপর থেকে শুধু এই গানটি শুনতে ইচ্ছে করে।

  • @crisbenrozario9508
    @crisbenrozario9508 ปีที่แล้ว +3

    এইসব স্মৃতি খভাবে ভুলবো,,৯০দশক শুধু এই এলবাম নশ আরো আছে,ভুলতে পারবোনা,আবার শেষ সময় পর্যন্ত থাকতে পারবোনা,আমরা কখনো বুড়ো হবোনা,এটাই বড় খাারাপ,অল্প বশসে চলে যাবো।

  • @nargiskarim8835
    @nargiskarim8835 4 หลายเดือนก่อน +1

    অনেক অনেক দিন পর হারিয়ে যাওয়া গান শুনে মনটা খুব ভালো লাগছে বিনম্র শ্রদ্ধা আর সম্মান এই গুনী শিল্পী র প্রতি

  • @mdronjumolla6949
    @mdronjumolla6949 6 ปีที่แล้ว +6

    Legendary singers 💖👈ছোটবেলায় শুন তাম, বড় ভাইরা বাজাত।

  • @atrjasif9956
    @atrjasif9956 2 ปีที่แล้ว +1

    নতুন প্রজন্মের কাছেও গানটি সেই

  • @Motivation-for-life38
    @Motivation-for-life38 7 ปีที่แล้ว +13

    দৃষ্টি প্রদীপ জ্বেলে
    খুঁজেছি তোমায়
    ফেলে আসা দিনগুলো
    মনে পড়ে যায় ।।
    এ জীবনে তুমি ছাড়া
    আর কিছু নাই
    হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
    কেটেছে বিনিদ্র রাত একা একা
    বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
    তুমি হীনা এ জীবন ভাল লাগে না
    এ মনের গভীরেতে ব্যথা দিও না
    দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
    ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
    কত পার্বণ আসে যায়, তুমি এলে না
    মন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে না ।।
    তুমি হারা এ ভূবনে কিছু চাই না
    এ মনের বন্দরে ফিরে এসো না
    দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
    ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
    এ জীবনে তুমি ছাড়া
    আর কিছু নাই
    হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায়.......Mituhin

  • @zakirkamal6154
    @zakirkamal6154 5 ปีที่แล้ว +2

    গায়ক মেজবাহ ও ডিফারেন্ট টাচ্ অতুলনীয়। খুব ভালোবাসি, খুবই।

  • @raziulrifat5026
    @raziulrifat5026 4 ปีที่แล้ว +4

    মুহূর্তেই চলে যাই অামাদের স্বর্ণালী শৈশবে। দুরন্ত কৈশোর। অাহ শৈশব! অাহ কৈশোর!

  • @tasnimshuvo6501
    @tasnimshuvo6501 5 ปีที่แล้ว +2

    অন্যবদ্য, অসামান্য, অতুলনীয়।
    😍😍😍

  • @mdsharifqiaum8775
    @mdsharifqiaum8775 6 ปีที่แล้ว +4

    ♦কিছুই বলার নেই, মনের মতো গান,অসাধারণ গান,♦

  • @md.dbabukuwait7611
    @md.dbabukuwait7611 6 ปีที่แล้ว +2

    এই গান সেই 1990 সালথেকে শুনে তেছি, অাজও শুনি! এসব গান চলবে সারা জীবন! জয়হোক বাংলা গানের!! কুয়েত প্রবাসী,,ঢাকা উত্তরা

  • @sabina3620
    @sabina3620 ปีที่แล้ว +3

    আমাদের ছোট বেলার গানগুলো কত্ত সুন্দর ছিল,গানের কথা,সুর সব কিছু অসাধারণ💜

  • @alaminsaikat8447
    @alaminsaikat8447 ปีที่แล้ว +2

    ছোটবেলার গান ছোটবেলার অনেক কথাঅনেক স্মৃতি মনে পড়ে গেল। আমার এলাকায় জোরে জোরে সাউন্ড বক্সে সব গান বাজানো হতো। আজ আবার এই গানটি শুনে সেই ছোটবেলায় চলে গেলাম ১৯৯৩ সালে।আবার যদি এই সব দিনগুলি ফিরে পেতাম ।

  • @tipsforsolution
    @tipsforsolution 5 ปีที่แล้ว +6

    এই গানগুলো শুনলে প্রবল ভালো লাগার সাথে কিঞ্চিৎ কষ্টও অনুভব হয়। কোথায় হারিয়ে গেলো সেই কৈশোর / তারুণ্যের দিনগুলি ।

  • @akilshah9516
    @akilshah9516 5 ปีที่แล้ว

    অসাধারণ 😒

  • @joyislamjoni7203
    @joyislamjoni7203 5 ปีที่แล้ว +3

    এই প্রজন্মের মানুষের কাছেও গানগুলো এতোভালো লাগে

  • @NurunNahar-lg2ke
    @NurunNahar-lg2ke ปีที่แล้ว +2

    আমার কান্না পাচ্ছে। কত কত বছর সেই পুরনো দিনে ফিরে গেছি।

  • @mosiyourrahman3479
    @mosiyourrahman3479 6 ปีที่แล้ว +22

    আমার নাম মশিউর রহমান।আমি সিংগাপুর পারি জমিয়েছি।মনে অনেক বাথা নিয়ে।গানগুলি শুনলে খনিকের জন্য ভুলে যা ই।

    • @losedarkhorse
      @losedarkhorse 5 ปีที่แล้ว

      Mosiyour Rahman enjoy Singapore and I hope Singapore looks after you. All the best from the rest 👍

    • @smshipon3411
      @smshipon3411 5 ปีที่แล้ว

      Mosiyour Rahman vay gan sune kisuy bula jai Na aro Beshi mone pore .apnar comment ta dekhe amar chokhe jol eshe gese.atay sudu Babi amar Moto Onek koster manush ase

    • @skreyaz9111
      @skreyaz9111 4 ปีที่แล้ว

      Dosto ami Riaz❤❤

  • @uzzalmollah
    @uzzalmollah 2 ปีที่แล้ว +2

    শিল্পী মেশবাহ গান গুলো এতো সুন্দর গেয়েছেন, শুনতেই ইচ্ছে করে

  • @khukusworld4390
    @khukusworld4390 3 ปีที่แล้ว +13

    আমরা ৯০ দশকের বাচ্চারা বুড়া হওয়ার পথে,কিন্তু এই গান গুলা কখন ই বুড়া হবে না...

  • @sinthiasweet5583
    @sinthiasweet5583 4 หลายเดือนก่อน +1

    আমার ছেলেবেলা কেটেছে এই গান শুনে কিন্তু তখন অর্থ বুঝতে পারতাম না আজ অনেক গুলো বছর পরে বুঝতে পারি কি হৃদয় ছুঁয়ে যাওয়া গান।

  • @saidulislamsumon9896
    @saidulislamsumon9896 8 ปีที่แล้ว +52

    অনেক দিন পর হঠাৎই মনে পরল

  • @dukheshohel9464
    @dukheshohel9464 ปีที่แล้ว +2

    এই গানটি যখনই শুনি অন্যরকম এক অনুভুতি হৃদয়ে দোলা দিয়ে যায় ৷
    হৃদয়ের গহিন গভির অন্তর স্থল থেকে যানাই হাজার হাজার অভিনন্ধন ৷ ষে এই গানটি পোস্ট করে পুরনো স্মৃতি গুল ধরে রেখেছেন ৷