30 বছর আগের ব্যান্ড, দলগত পারফরম্যান্স,কত চমৎকার, সংগীতের একটা স্ট্যান্ডার্ড তারা সেট করে গেছেন। অথচ এখনকার গান গুলো সব ব্যাক্তিগত, অমুক শিল্পীর গান, তমুক শিল্পীর গান। তাইতো শ্রোতাদের মনে দাগ কাটার মত এখন আর গান তৈরি হয় না। এখনকার সুপারহিট গান গুলো 2----4 বার শোনার পর শেষ, আর শুনতে ইচ্ছে করে না।
Aaj 2024 er 21june raat 12 ta seei ager dingulote fire gechi.jokhoni aiee gaanta sunee amaar boyos aamar sontaan songshar sob vule jaai amar sei dintite fera jaai.mon theke doaa roiloo miles er jonno miles er baba .mayer jonno
বিটিভিতে এই গানটি দেখে মাইলসের সাথে পরিচয়। ৯০ কি ৯১। তার আগে তাদের নামও শুনিনি। সোলস, নোভা, ডিফারেন্ট টাচ, ফিডব্যাক, অবসকিউর তখন সেরা ব্যান্ড ছিল। মাইলসের এই গান আমাকে মুগ্ধ করেছিল। সময়ের থেকে একটু বেশি আধুনিক, স্মার্ট আর মিউজিকে ছিল ভিন্নতা। সব মিলিয়ে মাইলস আমাকে অতি মাত্রায় আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্ত সে সময় অডিও ক্যাসেট রিলিজ না হলে একটা গান ইচ্ছা করলেই শোনা যেত না। এই গানটাও আমি বিটিভিতে দেখার পর বহুদিন খুজে পাইনি দ্বিতীয় বার শোনার জন্য। কি যে ব্যকুল ছিলাম তা কেউ বুঝবে না।
আহাঃ কি ভালোবাসা মাইলস্ এর প্রতি ❤❤আমার ও অবস্থা সেম ছিলো ভাই ❤ কিন্তু হঠাৎ আজকে টিভি তে হেড লাইন দেখছি,,মাইলস্ ব্যান্ডের ভোকা লিস্ট শাফিন আহমেদ আর নেই 😢😢 আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ❤
আজ সমাপ্ত হল একজন কিংবদন্তির অধ্যায়💔 ব্যান্ড মিউজিক যারা ভালোবাসে তারা সারা জীবন আপনাকে এবং আপনার গানকে মনে রাখবে। আপনার সৃষ্টি করা গান বাংলার বাংলার মানুষের হৃদয়ে সব সময় থাকবে। আমারা গভীর ভাবে শোকাহত আপনার মৃত্যুতে 💔
আমি শুনছি আজকে আবার ২৯/১২/২০২৩আবার হয়তো শুনবো কারণ এই গান গুলো কখন পরাতন হয় না যত বার শুন মনে নতুন শুনছি,,,, যত বেঁচে থাকবো তত দিন শুনবো,, হয় বুড়ো বয়সে নাতি নাতনিকে নিয়েও শুনবো
সংগীতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শাফিন আহমেদ ভাই, দুনিয়া থেকে চলে গেছেন যেখানেই থাকুন আপনি ভালো থাকবেন। আপনাকে মনে রাখবে মানুষ আপনার গানের মাধ্যমে,অনেক মিস করবো আপনাকে।
25 - 07 - 24 এ কেমন চলে যাওয়া প্রিয় শাফিন স্যার ফিরিয়ে দাও, পাহাড়ি মেয়ে, ভুলবোনা তোমাকে, প্রথম প্রেমের মতো, পিয়াসি মন, চাঁদ তারা সূর্য, পলাশীর প্রান্তর গানগুলো যখন শুনব, তখন কিভাবে মেনে নেব আপনি নেই আর আমাদের মাঝে। কত আশা ছিল মাইলস্ এ আবারো আপনাকে এক স্টেজে দেখব, সেই স্বপ্ন আর পূর্ণ হলনা। মাইলস্ মিশে আছে হৃদয়ে, মাইলস্ মিশে আছে আবেগে। মাইলস্ কথাটা আসলেই সর্বপ্রথম যে নামটা চলে আসে, সেই শাফিন আহমেদ নাকি আর নেই.. 😭
অসম্ভব প্রিয় গানগুলো।।।।আমি গানগুলো যখন থেকে শুনি এখনও সেই প্রথম ভালোলাগার মতই ফিল হয়।।।খুব বেশি প্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আপনাকে হারিয়ে শোকাহত এ মন।ভালো থাকবেন ওপারে
সেই স্কুল জীবন থেকে মাইলস্ এর গান অনেক ভালো লাগে। ঢাকা নটরডেম কলেজ এ ৯৩-৯৫ ব্যাচ এ পড়ার সময় জানতে পারলাম শাফিন ভাই আমার কলেজ এর সিনিয়র বড় ভাই। আর সর্ব শেষ ২৪ জানুয়ারি ২০২৪ নটরডেম কলেজ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কনসার্ট আসে মাইলস্। সামনে থেকে সারাক্ষণ ডান্স করলাম একমাএ আমি। আর ঐ দিন ই শেষ দেখা, কথা আর সেলফি তুলা ছবি আজও আমার হৃদয়ে দাগ কাটে। মিস ইউ বড় ভাই। মাইলস্ এর জন্য শুভকামনা রইলো সব সময় 🙏❤️💚🌹
প্রবাসে থাকার সময় মাঝে মাঝে মাইলসের কয়েকটি গান শুনতাম, এখন দেশে ছুটিতে এসে শুনলাম শাফিন আহমেদ আর আমাদের মাঝে নেই, মনের মধ্যে একটু ব্যাথা অনুভব করলাম, তাই মাইলসের কয়েকটি গান শুনে মনটা শান্ত করতে চেষ্টা করছি,
অনেক ভালবাসি মাইল্স,অনেক ভালোবাসি শাফিন মানাম হামিন আহমেদদেরকে।সেই ৯৫ সাল থেকে শুনছি মাইল্স এর গান, সেই ভালোলাগা এখনো রয়ে গেছে।। একটুও বিলিভ হয়ে যায় নি।উপরে ভালো থাকবেন প্রিয় শিল্পী। ঈশ্বর আপনাকে চিরশান্তি দান করুক।
কি অসাধারণ, হ্যাপি আকন্দের এই গান। কি সুর, কি গানের কথা । ছোট বেলা থেকেই শুনছি, বিমুগ্ধ চিত্তে মন্ত্র মুগ্ধ হয়ে। তরুণ প্রজন্মের হার্টথ্রব এই গান, সত্যিই বিমোহিত প্রজন্মের পর প্রজন্ম।
সেই ছোটবেলা যখন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন শুনতাম ভাইয়া শাফিন আহমেদ(মাইলস্) এর এই গানগুলো বাজাতেন। এখন আমি ২৭।এই যুগের গানের চেয়েও কয়েক কয়েক গুণ বেশি বিমোহিত করে আমাকে শাফিন আহমেদ এর গাওয়া গান গুলো। আমি যখন বুড়ো হবো হয়তো তখনও এই গান গুলো শুনবো।❤️❤️❤️❤️
ছোট বেলার প্রিয় একটি গান।মাইলসের নাম শুনলেই চোখে তাদের ক্যাপ আর সানগ্লাসের স্টাইল ভেসে ওঠে।রাতে এক সহকর্মী কারাওকে তে গানটি প্রাকটিস করলো।আর সকালে শিল্পীর মৃত্যুর খবর শুনতে পেলাম।
৭ বছর বয়স আমার যখন, তখন শাফিন স্যারের জন্মদিন গান শুনে তার ভক্ত হয়েছিলাম, চিরকাল মনে থাকবে তাঁকে এবং তাঁর মাইলস কে✨। মাইলসের গান গেয়ে আসছি যখন থেকে গানের সুর তোলা শিখেছি তখন থেকেই এবং এভাবেই তাঁকে আমি স্মরণে রাখবো চিরকাল✨🖤
গান কি শুনবো?? আমি তো সারাক্ষন ওনার স্টাইল দেখছিলাম। বাব্বা কত স্মার্ট। এখনকার জেনারেশান এর ধারে কাছেও নেই। ১০ বছর আগের প্রোগ্রাম তার মানে বয়সও ৫০+ কিন্তু মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ছাত্র
২০০৩ সালে পত্রিকায় পড়েছিলাম মাইলসের প্রতিধ্বনি এ্যালবাম আসবে ,আসতে আসতে ২০০৬ সালে আসছিল। আগের এ্যালবাম গান কত যত্ন করে করা হতো ,এখন তো এক রাতেই গান বের হয়ে যায়।
শাফিন ভাই আমার অনেক পছন্দের একজন শিল্পী এবং শাফিন ভাইয়ের আজ থেকে প্রায় আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে আমি ওনার লাইভ কনসার্ট দেখেছি শাফিন ভাই অসাধারণ গান গান শুনতে অনেক ভালো লাগে ❤❤❤ জানিনা আল্লাহ উনাকে কিভাবে রেখেছে তাই আমি শাফিন ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে শাফিন ভাইয়ের সব ধরনের ভুল ত্রুটি ও পাপ কাজ ক্ষমা করে দিও শাফিন ভাই কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আমিন 😭
আপনি এভাবে চলে যাবেন কল্পনারও করি নাই বাংলাদেশের মানুষ অনেক মনে করবে আপনাকে। আপনি গান করতে গিয়ে করতে পারলেন না চলে গেলেন।"চার তারা সূর্য নাও তুমি নয় পাহাড়ি ঝরনা যদি বলি ভূল তোবুও হবে ভুল তোমার তুলোনা হয় না।"
আমাদের ৯০ দশকের শিল্পী। দিন দিন আমাদের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে এভাবেই চিরদিনের জন্য। কেনো এমন হয়? এই স্মৃতিগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি।এই প্রজন্মের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি।
আমার প্রিয় ব্যান্ড মাইলস💙✔️ তাদের গান একদমই আলাদা কখনো পুরানো হবে না, তাদের এই গান গুলা ,,,তাদের মিউজিক এ অন্যরকম একটা স্বাদ আছে যেটা অন্য কোনো ব্যান্ড এ নাই ❤❤
কি চেয়ছি কিইবা পেলাম ৷ কি হারিয়েছি আর হারাবার কিইবা আছে ৷ সেই কথা গুল ভাবতে ভাবতে যখন মাথায় গোলমাল পাকিয়ে ফেলি৷ তখন এই গানটি চালু করে শুনতে থাকি ৷ মনটা এতই ভাল হয়ে যায় যে নিজেকে পুরনো স্মৃতির মাঝে হারিয়ে ফেলি ৷
Singerka bolce apnar aey ganta amar prio say chotto thaka suna asce i love our bangladesh band song thank you shafin bhai ame apnaca chin moitrer ak program a dakhace banejjo mala thaka geacelam ganta ame beson posando core i satisfied
2004 সালে বাংলালিংক মিডিয়া ট্যুর - বাংলাদেশের সমস্ত টিভি এবং পত্রিকার বিভিন্ন প্রতিনিধিরা কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে রাতে কনসার্ট হয়েছিল, আমি এই গানটি গেয়েছিলাম, আমি এবং আমার প্রিয় সহকর্মী সুমন ভাই উপস্থিত ছিলাম. শাফিন ভাইএর প্রতি শ্রদ্ধা নিবেদন করি.
যত দিন বাঁচব ততদিন আমার প্রিয় শিল্পীর গান শুনবো। নদিয়া। পশ্চিম বঙ্গ। ভারত।।
30 বছর আগের ব্যান্ড, দলগত পারফরম্যান্স,কত চমৎকার, সংগীতের একটা স্ট্যান্ডার্ড তারা সেট করে গেছেন। অথচ এখনকার গান গুলো সব ব্যাক্তিগত, অমুক শিল্পীর গান, তমুক শিল্পীর গান। তাইতো শ্রোতাদের মনে দাগ কাটার মত এখন আর গান তৈরি হয় না। এখনকার সুপারহিট গান গুলো 2----4 বার শোনার পর শেষ, আর শুনতে ইচ্ছে করে না।
একবার শুনতেই কষ্ট হয়।
@@shirajummoni2451 ami apnar sathe akmot.
See Lara cini chara ekhon
@@shirajummoni2451এসব গান আপনাদের জন্য নয়, আপনারা ইমরান, হিরো আলম আর মাহফুজের গান শুনুন আপনারা তাদের শ্রোতা।
@@sahinchoudhury7558 এ গান বুঝার মতো ক্লাশ আপনার নাই। বুঝাই আপনি হিরো আলমের ভক্ত
আজ কমেন্ট করে গেলাম(১৪.৩.২০২৪) রোজার তিনটা চলে। আজ থেকে আরো৫০ বছর মানুষ এই গান গুলো শুনবে আর আমাদের কমেন্ট পরবে আর ভাববে গান গুলো কত জনপ্রিয় ছিলো
Aaj 2024 er 21june raat 12 ta seei ager dingulote fire gechi.jokhoni aiee gaanta sunee amaar boyos aamar sontaan songshar sob vule jaai amar sei dintite fera jaai.mon theke doaa roiloo miles er jonno miles er baba .mayer jonno
সৃতি রেখে গেলাম মানুষ যুগ যুগ ধরে গানটি শুনবে যদি কেউ কমেন্ট এর রিপ্লে দায় তাহলে আবার শোনা হবে প্রিয় গানটি
২০২৪ সালে এসেও শুনি কেননা আমি ৯০ এর লিজেন্ড
আপনার রুচি অসম্ভব সুন্দর
❤
🎉
❤
এখন রাত ৩.৫০ মিনিট গানটা শুনছি আর ৩০ বছর আগে ফিরে গেলাম।
আর ভাবছি অতীতের স্মৃতি
বিটিভিতে এই গানটি দেখে মাইলসের সাথে পরিচয়। ৯০ কি ৯১। তার আগে তাদের নামও শুনিনি। সোলস, নোভা, ডিফারেন্ট টাচ, ফিডব্যাক, অবসকিউর তখন সেরা ব্যান্ড ছিল। মাইলসের এই গান আমাকে মুগ্ধ করেছিল। সময়ের থেকে একটু বেশি আধুনিক, স্মার্ট আর মিউজিকে ছিল ভিন্নতা। সব মিলিয়ে মাইলস আমাকে অতি মাত্রায় আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্ত সে সময় অডিও ক্যাসেট রিলিজ না হলে একটা গান ইচ্ছা করলেই শোনা যেত না। এই গানটাও আমি বিটিভিতে দেখার পর বহুদিন খুজে পাইনি দ্বিতীয় বার শোনার জন্য। কি যে ব্যকুল ছিলাম তা কেউ বুঝবে না।
আহাঃ কি ভালোবাসা মাইলস্ এর প্রতি ❤❤আমার ও অবস্থা সেম ছিলো ভাই ❤
কিন্তু হঠাৎ আজকে টিভি তে হেড লাইন দেখছি,,মাইলস্ ব্যান্ডের ভোকা লিস্ট শাফিন আহমেদ আর নেই 😢😢
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ❤
..
আজ সমাপ্ত হল একজন কিংবদন্তির অধ্যায়💔
ব্যান্ড মিউজিক যারা ভালোবাসে তারা সারা জীবন আপনাকে এবং আপনার গানকে মনে রাখবে।
আপনার সৃষ্টি করা গান বাংলার বাংলার মানুষের হৃদয়ে সব সময় থাকবে।
আমারা গভীর ভাবে শোকাহত আপনার মৃত্যুতে 💔
❤❤
chotobela mone korie daye eishob gaan.
আজ শাফিন ভাই আর আমাদের মাঝে নেই। ইয়াং জেনারেশনদের মধ্যে এই গানগুলো বেচেঁ থাকবে। আর আপনাকে আমরা দেখতে পাবনা। কিন্তু এই স্মৃতি গুলো থেকে যাবে😢😢
আমি শুনছি আজকে আবার ২৯/১২/২০২৩আবার হয়তো শুনবো কারণ এই গান গুলো কখন পরাতন হয় না যত বার শুন মনে নতুন শুনছি,,,, যত বেঁচে থাকবো তত দিন শুনবো,, হয় বুড়ো বয়সে নাতি নাতনিকে নিয়েও শুনবো
সংগীতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শাফিন আহমেদ ভাই, দুনিয়া থেকে চলে গেছেন যেখানেই থাকুন আপনি ভালো থাকবেন। আপনাকে মনে রাখবে মানুষ আপনার গানের মাধ্যমে,অনেক মিস করবো আপনাকে।
বিদায় শাফিন আহমেদ। এই গাণগুলো আমাদের যৌবনের সময়ের-বেশ স্মৃতি কাতর।
কোথায় হারিয়ে গেল সেই দুরন্ত শৈশব,মাইলস সোলস, অবসকিউর,অপূর্ব সেই গান গুলি আর কখনো সৃষ্টি হবে না মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে সেই গানগুলো
শাফিন আহমেদ এর মৃত্যু তে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন
শাফিন ভাইয়ের মৃত্যুর পরে কে কে শুনতেছেন? 😢
Ami 😢😢😢😢
Ami😢
Me
আছি
Ami😢
Ami India Bengal theke bolchi...
MILES er gaan choto belay theke sunchi ...
😊 🎶 🎸
এই গান বাপ, ঠাকুরদা, ছেলেপেলে, নাতি, নাতনি, নাতি নাতনিদের নাতি, নাতনির আমলেও পুরোনো হবেনা👌👌👌👌👌👌👌👌
১০০%
রাইট
একদম 🙂
Tor nang suneni
Evergreen
25 - 07 - 24
এ কেমন চলে যাওয়া প্রিয় শাফিন স্যার
ফিরিয়ে দাও, পাহাড়ি মেয়ে, ভুলবোনা তোমাকে, প্রথম প্রেমের মতো, পিয়াসি মন, চাঁদ তারা সূর্য, পলাশীর প্রান্তর গানগুলো যখন শুনব, তখন কিভাবে মেনে নেব আপনি নেই আর আমাদের মাঝে। কত আশা ছিল মাইলস্ এ আবারো আপনাকে এক স্টেজে দেখব, সেই স্বপ্ন আর পূর্ণ হলনা। মাইলস্ মিশে আছে হৃদয়ে, মাইলস্ মিশে আছে আবেগে। মাইলস্ কথাটা আসলেই সর্বপ্রথম যে নামটা চলে আসে, সেই শাফিন আহমেদ নাকি আর নেই.. 😭
অসম্ভব প্রিয় গানগুলো।।।।আমি গানগুলো যখন থেকে শুনি এখনও সেই প্রথম ভালোলাগার মতই ফিল হয়।।।খুব বেশি প্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আপনাকে হারিয়ে শোকাহত এ মন।ভালো থাকবেন ওপারে
২০২৪ সাল এখন,তবুও এই গান শুনলে কতো আবেগ ভালোবাসা এখনো মনে পড়ে যায়। ননস্টালজিক হয়ে পরি এখনো
সেই স্কুল জীবন থেকে মাইলস্ এর গান অনেক ভালো লাগে। ঢাকা নটরডেম কলেজ এ ৯৩-৯৫ ব্যাচ এ পড়ার সময় জানতে পারলাম শাফিন ভাই আমার কলেজ এর সিনিয়র বড় ভাই। আর সর্ব শেষ ২৪ জানুয়ারি ২০২৪ নটরডেম কলেজ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কনসার্ট আসে মাইলস্। সামনে থেকে সারাক্ষণ ডান্স করলাম একমাএ আমি। আর ঐ দিন ই শেষ দেখা, কথা আর সেলফি তুলা ছবি আজও আমার হৃদয়ে দাগ কাটে। মিস ইউ বড় ভাই। মাইলস্ এর জন্য শুভকামনা রইলো সব সময় 🙏❤️💚🌹
প্রবাসে থাকার সময় মাঝে মাঝে মাইলসের কয়েকটি গান শুনতাম, এখন দেশে ছুটিতে এসে শুনলাম শাফিন আহমেদ আর আমাদের মাঝে নেই, মনের মধ্যে একটু ব্যাথা অনুভব করলাম, তাই মাইলসের কয়েকটি গান শুনে মনটা শান্ত করতে চেষ্টা করছি,
😢
অনেক ভালবাসি মাইল্স,অনেক ভালোবাসি শাফিন মানাম হামিন আহমেদদেরকে।সেই ৯৫ সাল থেকে শুনছি মাইল্স এর গান, সেই ভালোলাগা এখনো রয়ে গেছে।। একটুও বিলিভ হয়ে যায় নি।উপরে ভালো থাকবেন প্রিয় শিল্পী। ঈশ্বর আপনাকে চিরশান্তি দান করুক।
কি অসাধারণ, হ্যাপি আকন্দের এই গান। কি সুর, কি গানের কথা । ছোট বেলা থেকেই শুনছি, বিমুগ্ধ চিত্তে মন্ত্র মুগ্ধ হয়ে। তরুণ প্রজন্মের হার্টথ্রব এই গান, সত্যিই বিমোহিত প্রজন্মের পর প্রজন্ম।
দিধায় পড়ে যাই, কোনটা আগে শুনবো চাদ তারা না আর কতো কাল না পাহাড়ী মেয়ে ইত্যাদি ইত্যাদি না পিয়াসী মন।
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
শাফিন আহমেদ চির বিদায়😢😢😢 গানগুলো স্মৃতি বহন করবে।
😢😢
কোথায় হারিয়ে গেল সেই সোনালী বিকেল.....চোখ ভিজে যাওয়া স্মৃতি রোমন্থন......!!!
খুব মিস করবো শাফিন আহমেদ কে।পরপারে ভালো থাকবেন।আল্লাহ আপনার সহায় হোক,আমিন
সেই ছোটবেলা যখন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন শুনতাম ভাইয়া শাফিন আহমেদ(মাইলস্) এর এই গানগুলো বাজাতেন। এখন আমি ২৭।এই যুগের গানের চেয়েও কয়েক কয়েক গুণ বেশি বিমোহিত করে আমাকে শাফিন আহমেদ এর গাওয়া গান গুলো। আমি যখন বুড়ো হবো হয়তো তখনও এই গান গুলো শুনবো।❤️❤️❤️❤️
Hum
আমি যখন পুরাই যুবক তখনকার গান। পাগল করা গান। আমি কমেন্ট করে গেলাম একদিন আমার ছেলের চোখে পড়বে।
স্মৃতি রেখে গেলাম পরের প্রজ্জমও শুনে বলবে আমাদের পূর্ববর্তী মানুষ এর শুনা গান গুলা অনেক সুন্দর ছিলও 😊
ছোট বেলার প্রিয় একটি গান।মাইলসের নাম শুনলেই চোখে তাদের ক্যাপ আর সানগ্লাসের স্টাইল ভেসে ওঠে।রাতে এক সহকর্মী কারাওকে তে গানটি প্রাকটিস করলো।আর সকালে শিল্পীর মৃত্যুর খবর শুনতে পেলাম।
শাফিন ভাই আল্লাহ ডাকে চলে গেছেন পরপারে। আপনার সৃষ্টি করা সংগীত চীরদিন হ্রদ মন্ডরীরে থাকবে।
খুব সুন্দর একটি গান। love from Kolkata
মাইলস্ এর অসাধারণ একটি গান।
৭ বছর বয়স আমার যখন, তখন শাফিন স্যারের জন্মদিন গান শুনে তার ভক্ত হয়েছিলাম, চিরকাল মনে থাকবে তাঁকে এবং তাঁর মাইলস কে✨। মাইলসের গান গেয়ে আসছি যখন থেকে গানের সুর তোলা শিখেছি তখন থেকেই এবং এভাবেই তাঁকে আমি স্মরণে রাখবো চিরকাল✨🖤
কোথায় গেল সেই সোনালি অতীত, কতশত স্মৃতি জড়িয়ে আছে😢😢 গানগুলির সাথে।।
দুই ভাই জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকছেনা পর আমাদের জন্য কষ্টের।
মাইলস্ মানেই একটা বেচে থাকার অনুভূতি।🖤🥀ভালোবাসার শাফিন ভাই ❤️
গানটা শুনলে অদ্ভুত এক শিহরণ অনুভূত হয়।
আমি ১০০ বছর এই গানটি শুনবো, তার পর ও মন ভরবে না
৯৭ থেকে শুনছি এখোনো শুনি জানিনা যতোবার শুনি ততোবার শুনতে মনে লাভইউ শাফিন আহমেদ 💓💓💓💓💓💓🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹
২০২৪ এ আবারও শুনলাম, অপারে ভালো থাকবেন শাফিন ভাই, আল্লাহ যেন আপনাকে বেহেশত নসিব করেন...
অনেক প্রিয় গানটা, গানটাতে অন্যরকম অনুভূতি কাজ করে। গানের প্রত্যেকটি লাইন যেন হৃদয় স্পর্শ করে আমার।💞💞
অসাধারণ সৃষ্টি। ২০২৪ সালেও মনে হয় কত আধুনিক, কি মিষ্টি কথা সুর, দারুণ
গানটা আমার আব্বার মুখে শুনেছিলাম তখন থেকে আজ অব্দি শুতেছি আজ আমার ২৭ আমার আব্বার ৫৪ আব্বার মুখে শুনেছিলাম যখন আমার ১৭ এত বছর পর ও একই ফিলিংস
ভালো লাগল।শাফিন আহমেদ এর জন্য মনটা ব্যাথিত।
মাইলস ব্যান্ড এর কোন ঝুড়ি নাই, প্রতিটা গান এতো সুন্দর, আজ তোমার জন্মদিন, ফিরিয়ে দেও আমারী প্রেম ফিরিয়ে দেও, এ গান গুলো খুব সুন্দর
অসাধারণ একটি গান ❤❤ রাকিব পাবনা
গান কি শুনবো?? আমি তো সারাক্ষন ওনার স্টাইল দেখছিলাম। বাব্বা কত স্মার্ট। এখনকার জেনারেশান এর ধারে কাছেও নেই। ১০ বছর আগের প্রোগ্রাম তার মানে বয়সও ৫০+ কিন্তু মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ছাত্র
শাফিন আহমদ মারা যাওয়ার পর , আজ আমার মত কে কে এই গানটি শুনতে আসছেন। স্মৃতি হয়ে থাকবে এই গানগুলো 😢
আমি
@@highwaytofeel6825 👍
গানগুলো শুনলেই ভালোবাসার দিনগুলোতে ফিরে যাই। স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে।
দেখো প্রজন্ম আমরা কি শুনে বড় হয়েছি!❤
মনে হলো ঐ সময়ের গানের বয়সে চলে গেছি। মনে পড়ে গেল স্কুল জীবনের ক্লাশ মেটদের কথা
চাঁদ তারা সুর্যের মতো অনন্তকাল থাকবে এই গান। ধন্যবাদ মাইলস্।
এমন গান উপহার দেওয়ার জন্য অসংখ ধন্যবাদ।এসব গান কখনও পুরাতন হবার নয়।
Right vai
কোথরিয়ে গেলেন আপনি?আপনার অনুপস্থিতি বাংলা সঙ্গীত কাঁদাবে।😥😥😥😥😥
গানগুলো শাফিন ভাইকে আমাদের মাঝে বাচিয়ে রাখবে। ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন।
ভালোবাসার শাফিন ভাই বাংলাদেশের কিংবদন্তি গায়ক। বগুড়া থেকে নিরন্তর শুভকামনা ও অবিরাম ভালোবাসা।
💐🌺💙💜🎸🎸🎤🎤🤙🤙✌✌
The 90S
The memories 😍
Those golden days🤔
Missing that life😷
Life was beautiful 😶
chad Tara surjo nou tumi
যখন ২০১২-১৩সন্ধ্যার সাথে রিলেশনে ছিলাম অনেক শোনা হতো শাফিন আহমেদ এর গান গুলো। সে নাই কিন্তু এই গান গুলো এখনো শোনা হয় ২০২২
শাফিন আহমেদ এর মৃত্যু তে আমরা শোকাহত। এমন কন্ঠ আর ১০০ বছরে হয়তো ফিরে আসবে না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন
ফিরে যাই সেই শৈশবে যখন এই প্রিয় গানগুলো ছিল, প্রিয়জনেরা ছিল। আহা
এই গানগুলোর সাথে মিশে আছে সেই সোনালী শৈশব, এই গানগুলো শুনলে সে শৈশব চোখের সামনে এখনো ভাসমান । 😰😰
২০০৩ সালে পত্রিকায় পড়েছিলাম মাইলসের প্রতিধ্বনি এ্যালবাম আসবে ,আসতে আসতে ২০০৬ সালে আসছিল। আগের এ্যালবাম গান কত যত্ন করে করা হতো ,এখন তো এক রাতেই গান বের হয়ে যায়।
শাফিন ভাই আমার অনেক পছন্দের একজন শিল্পী এবং শাফিন ভাইয়ের আজ থেকে প্রায় আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে আমি ওনার লাইভ কনসার্ট দেখেছি শাফিন ভাই অসাধারণ গান গান শুনতে অনেক ভালো লাগে ❤❤❤ জানিনা আল্লাহ উনাকে কিভাবে রেখেছে তাই আমি শাফিন ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে শাফিন ভাইয়ের সব ধরনের ভুল ত্রুটি ও পাপ কাজ ক্ষমা করে দিও শাফিন ভাই কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আমিন 😭
তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি -------------- !❤❤❤
অতীত মনে পরে যায় মাইলস্। কত যে শুনেছি।
এই গান গুলো শুনলে মনে পইড়া যায় এক দিন বাংগালী ছিলাম রে।
ছোট বেলা থেকে গান গুলো শুনতে শুনতে আমার দাঁড়ি পেকে গেছে ভালো লাগা এতটুকু কমেনি আর অবাক লাগে শাফিন আহমেদ হামিন আহমেদ এর ফ্যাশন সচেতনতা দেখে!
এক বন্ধুর বাসায় কারনে অকারণে যেতাম। আর সুযোগ পাইলে জোরে সাউন্ড দিয়ে গানটা শুনতাম।
ধন্যবাদ
শেখ সাদি রোজেন।
উকিল পাড়া, ভোলা।
অসাধারণ একটা গান অনেকদিন পরে শুনলাম মনে পরে যায় ফেলে আসা দিন আমার খুব প্রিয় একটা গান অসাধারণ ভাই শাফিন ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
আজকে ২৪-০৭-২৪, শাফিন আহমেদ মৃত্যু বরণ করেছেন। RIP Shafin Ahmed।
আমার খুবই প্রিয় শিল্পী ছিলেন।
Phenomenal thinker ❤
শিল্পী আজ বিদায় নিয়েছেন কিন্তু তিনি তার গানের মাধ্যমে অমর হয়ে থাকবে।
RIP Shafin Bhai. You will be missed 😢
😪😭💔💔
যখন কিছু বুঝতে শিখেনি তখন থেকে আজ পর্যন্ত শুনছি কিন্তু পুরনো মনে হয়না💞💞
Same here. First cassette i ever bought was প্রতিশ্রুতি from Miles, was barely 10 yrs old then
I am agree with you
,@@rizwanshahrukh798 ,hf
Thek tai
Amio ei kothai tai likte chaicelam🥰
মাইলস্ মানেই একটা বেচে থাকার অনুভূতি। 🖤🥀 ভালোবাসার শাফিন আহমেদ ভাই ❤
আজ চলে গেলেন তিনি,, না ফেরার দেশে,, মনে থাকবে সারা জীবন,, যত দিন বাচবো,,,বিদায় কিং বদন্তি,,❤❤❤❤
আপনি এভাবে চলে যাবেন কল্পনারও করি নাই বাংলাদেশের মানুষ অনেক মনে করবে আপনাকে। আপনি গান করতে গিয়ে করতে পারলেন না চলে গেলেন।"চার তারা সূর্য নাও তুমি নয় পাহাড়ি ঝরনা যদি বলি ভূল তোবুও হবে ভুল তোমার তুলোনা হয় না।"
What an elegant band❤❤
আজ ২৫/০৭/২০২৪ তারিখ বৃহস্পতিবার আমাদের প্রিয় ব্যান্ড মাইলস এর ভোকালিষ্ট শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রে মৃত্যুবরন করেছেন ।
আমাদের ৯০ দশকের শিল্পী। দিন দিন আমাদের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে এভাবেই চিরদিনের জন্য। কেনো এমন হয়? এই স্মৃতিগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি।এই প্রজন্মের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি।
I love miles .mon theke doaaa roiloo safin hamin er jonnno tader...maa babar jonno
এই প্রজন্মের পর পরের প্রজন্মও বিলুপ্ত হয়ে যাবে,কিন্তু এই গানগুলো কখনো বিলুপ্ত হবে না। 😍
উনিশশো নব্বই সনে প্রথম শুনি গানটা। কী যে অদ্ভূত ঘোর কাজ করেছিল বলার মত নয়।
২৫ জুলাই সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন ২০২৪ কিসের এতো তারা ছিল লিজেন্ড। 😭😭
মাঝে মাঝেই আসি গান টা সুনতে আমার ও আসবো শাফিন ভাইয়ের শরনে
আপনার গান গুলা আজীবন স্মৃতি হয়ে রয়ে যাবে😢প্রিয় শাফিন ভাই ওপারে ভালো থাকবেন😢
গান গুলা শুনলে ল্যাংটা কালের কিছু স্মৃতি চোখে ভাসে। ক্যাসেট। কি এক আজব।
ছোটবেলা থেকে শুনে বড় হইছি। ভালো থাকবেন প্রিয় শাফিন আহমেদ।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস।ভালোবাসা রইল❤️
আমার প্রিয় ব্যান্ড মাইলস💙✔️
তাদের গান একদমই আলাদা
কখনো পুরানো হবে না, তাদের এই গান গুলা ,,,তাদের মিউজিক এ অন্যরকম একটা স্বাদ আছে যেটা অন্য কোনো ব্যান্ড এ নাই ❤❤
পৃথিবী পুরনো হয়ে যাবে কিন্তু এই গান গুলো রঙিন থেকেই যাবে। মাইলস তুলনাহীন আজীবন।
কি চেয়ছি কিইবা পেলাম ৷ কি হারিয়েছি আর হারাবার কিইবা আছে ৷ সেই কথা গুল ভাবতে ভাবতে যখন মাথায় গোলমাল পাকিয়ে ফেলি৷
তখন এই গানটি চালু করে শুনতে থাকি ৷ মনটা এতই ভাল হয়ে যায় যে নিজেকে পুরনো স্মৃতির মাঝে হারিয়ে ফেলি ৷
তার চলে যাওয়ার এত বছর পর ও স্মৃতি ভুলতে পারি নি অভিমান অনেক খারাপ 😌 সময় থাকতে না ভাঙলে সারা জীবন এর আফসোস
Singerka bolce apnar aey ganta amar prio say chotto thaka suna asce i love our bangladesh band song thank you shafin bhai ame apnaca chin moitrer ak program a dakhace banejjo mala thaka geacelam ganta ame beson posando core i satisfied
2004 সালে বাংলালিংক মিডিয়া ট্যুর - বাংলাদেশের সমস্ত টিভি এবং পত্রিকার বিভিন্ন প্রতিনিধিরা কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে রাতে কনসার্ট হয়েছিল, আমি এই গানটি গেয়েছিলাম, আমি এবং আমার প্রিয় সহকর্মী সুমন ভাই উপস্থিত ছিলাম. শাফিন ভাইএর প্রতি শ্রদ্ধা নিবেদন করি.
One of the best & most melodious songs ever in Bangla band. I had listened it in my young age. From then till now it has kept its touch high.
গান গুলো শুনে মনে হয় অতিতে ফিরে গেছি।।
১৯৯১ এর মত আর গেতে পারবেন না। এক গান বারবার একই আবেগ আসবেনা