যে ছিলো দৃষ্টির সীমানায় - শাহনাজ রহমতউল্লাহ || Je Chilo Dhristir Simanay - Shahnaz Rahmatullah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 630

  • @AzadHossain-oy1ou
    @AzadHossain-oy1ou 6 หลายเดือนก่อน +72

    ছবি ছিল সাদা কালো, দিন ছিল সোনালী, মন ছিল রঙীন, কোথায় হারিয়ে গেল সেই দিন!

    • @rehanakabir4882
      @rehanakabir4882 4 หลายเดือนก่อน

      সব কিছু হারিয়ে গেছে মোবাইলের মধ্যে। জীবনের আনন্দ কি এটা আমরা জানি, আজকের ছেলে মেয়েরা কোথায় পাবে সেই দিনগুলো।

    • @AjitDash989
      @AjitDash989 4 หลายเดือนก่อน

      একদম

  • @reshma996
    @reshma996 2 ปีที่แล้ว +292

    এ গান এফএমএ শুনে আমার আব্বু গভীর রাতে নারায়ণগঞ্জ (কর্মক্ষেত্র) থেকে হেঁটে নরসিংদী(বাড়িতে) চলে এসেছিলেন,আম্মু খুবই অসুস্থ ছিলো তখন,আব্বুর মনে ছিলো আম্মুকে হারানোর ভয়!!
    বড় হওয়ার পর আব্বুর কাছে শুনেছিলাম এই গল্পটা,এরপর প্রায়ই এ গানটা শুনতে আসি,আজও আসলাম(২০২২)

    • @md.borhanuddin5086
      @md.borhanuddin5086 2 ปีที่แล้ว +23

      প্রিয়জন কে হারানোর ভয়ে ওনি এত দূরের পথ একাই হেটে চলেগেছেন এটাই রিয়েল লাভ,,,

    • @robiulislamfaysal9947
      @robiulislamfaysal9947 ปีที่แล้ว

      💛🙂

    • @popybanik7925
      @popybanik7925 ปีที่แล้ว

      ❤❤❤

    • @P.Haque.9243
      @P.Haque.9243 ปีที่แล้ว +11

      আপনার বাবা-মায়ের সুস্থতা কামনা করছি।

    • @freespirit9769
      @freespirit9769 ปีที่แล้ว +3

      Allah onader mato ashol valobasa sob husband wife er moddey dik, sob husband wife onk goveer bindone jukto takuk. Ameen. Ekon er relationship gulu aktu vetore duke deklei deka jai sobgulu fake, otoba valobasa sunno sudu badone atkano

  • @anisrahman3497
    @anisrahman3497 2 ปีที่แล้ว +574

    অত্যন্ত দুর্ভাগা ভদ্রমহিলা। তার গাওয়া একাধিক গান বেঁচে থাকবে অনন্তকাল। মজার ব্যাপার হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় সংগীত হিসেবে বিবেচিত " জয় বাংলা, বাংলার জয়" এবং বিএনপির দলীয় সংগীত " প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ" দুটি গানই তার কন্ঠে গাওয়া। এ রকম অসাধারণ কন্ঠ আর কখনো ফিরে পাব না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার গাওয়া গান দলীয় সংগীত হিসেবে গ্ৰহন করেছেন শুধু এই অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্য সম্মান পেলেন না। আপনার জন্য সমগ্ৰ জাতির পক্ষে আমার সশ্রদ্ধ সালাম।

    • @mdsharifshaifulislam8235
      @mdsharifshaifulislam8235 ปีที่แล้ว +4

      ভালোবাসা ওভিরাম

    • @M1ronHasan
      @M1ronHasan ปีที่แล้ว +7

      Right

    • @mahtabmawla8792
      @mahtabmawla8792 ปีที่แล้ว +1

      Shei tulonay Thakur r dui ta gaan dui desher 🇧🇩🇮🇳national anthem ❤

    • @learntolivealone3406
      @learntolivealone3406 11 หลายเดือนก่อน +10

      তাঁর মতো সংগীত প্রতিভা এ উপমহাদেশে বিরল। ❤❤❤❤

    • @vabnaart-fx4wh
      @vabnaart-fx4wh 11 หลายเดือนก่อน +9

      জেমস এর বাংলাদেশ গানে যদি বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান দুইজনের একজনের নাম বাদ দিতো তাহলে সেটা প্রতিদিন বাজাইতো

  • @sheuliakter8369
    @sheuliakter8369 11 หลายเดือนก่อน +44

    আমার প্রিয় শিল্পি বাংলাদেশে এরকম মায়া কন্ঠ আর কখনও আসবেনা।অদ্ভুত সুরে হারিয়ে যাই বারবার।

    • @NaeimaSultana
      @NaeimaSultana 11 หลายเดือนก่อน +1

      You're absolutely right ❤

    • @SMAMazed-ex5df
      @SMAMazed-ex5df 3 หลายเดือนก่อน

      বলার ভাষা অব্যক্ত যন্ত্রণায় কাতরায় এবং গুমরে গুমরে মরে গেলেই হয়তোবা ভাল হত।

    • @SMAMazed-ex5df
      @SMAMazed-ex5df 3 หลายเดือนก่อน

      বলার ভাষা অব্যক্ত যন্ত্রণায় কাতরায় এবং গুমরে গুমরে মরে গেলেই হয়তোবা ভাল হত।

  • @asmziauddinahmed1964
    @asmziauddinahmed1964 5 หลายเดือนก่อน +16

    ওনার মতো এত বড় শিল্পীর পুরস্কার বা পদকের প্রয়োজন নাই, কারণ ওনার গান অনন্তকাল মানুষের মাঝে থেকে যাবে। বাংলা দেশাত্মবোধক গানের সর্বকালের সেরা গানগুলির মধ্যে ওনার একাধিক গান আছে।

  • @rubelsarkar7177
    @rubelsarkar7177 2 ปีที่แล้ว +91

    কিংবদন্তী এ শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো, তার অনবদ্য সৃষ্টি যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয় ছুঁয়ে যাবে।

  • @mdhossainalishakh
    @mdhossainalishakh ปีที่แล้ว +37

    কি অসাধারণ গান.. কি দরদ কি আবেগ।
    গিতীকার ও সুরুকার এবং কণ্ঠশিল্পী শাহনাজ রহমাতুল্লাহ কে।
    স্যালুট এবং অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ❤❤

    • @ferdousalomtomal8631
      @ferdousalomtomal8631 7 หลายเดือนก่อน +1

      সিনেমার নাম যেনো কি ভাই?

  • @mamunkhandaker1351
    @mamunkhandaker1351 ปีที่แล้ว +58

    যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে বেশি ভুল বুঝেছিল। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গান বেঁচে থাকবে। গানটা শুনলে কি যে অনুভূতি আসে সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না অতীতের সব স্মৃতি দুঃখ কষ্ট বেদনা আনন্দ সবকিছু ভিড় করে এই মনের দুয়ারে এই কিংবদন্তি শিল্পী কে জানাই বিনম্র শ্রদ্ধা।

    • @mdekram2567
      @mdekram2567 11 หลายเดือนก่อน +2

      ভাইয়ের মনে হয়,গানের কলিগুলো অতীতের কোন ঘটনার সংগে একটু বেশিই মিলে যায় তাই এত অসম্ভব,,,,,,,,, অনুভূতি।ব্যাপার না ভাই আপনার সাথে আমরাও কয়েকজন আছি

    • @PopeAkter-qv2mq
      @PopeAkter-qv2mq 3 หลายเดือนก่อน

      রাইট

  • @rituakter8213
    @rituakter8213 3 ปีที่แล้ว +52

    মায়াবী সুর সংগীত অসাধারণ কণ্ঠ
    আই লাভ ইউ শাহনাজ রহমতউল্লাহ ম্যাডাম।
    আল্লাহ্ আপনাকে জান্নাত বাসি করুক।
    আমিন।

  • @azizulislam3295
    @azizulislam3295 8 หลายเดือนก่อน +20

    বিবিসির জরিপে বাংলা ভাষায় গান গাওয়া শিল্পীদের মধ্যে এক হতে বিশটি গানের মধ্যে শাহানাজ রহমত উল্লার গাওয়া চারটি গান স্থান পায ভারতের কত বাঘাবাঘা শিল্পীদের একটি গান ও স্থান পায় নাই ।এই শিল্পী জীবিত থাকতে সঠিক মূল্যায়ন পায়নি । জীবনের শেষদিকে বেশ কিছু বছর কোন গান গাননি । এই পরিবারের কাছে বাংলাদেশ চলচ্চিত্র ও চলচ্চিত্রের গান মানুষের মনে যুগ যুগ ধরে বেঁচে থাকবে ।

    • @souravde2357
      @souravde2357 7 หลายเดือนก่อน

      BBC bhokti is just a colonial hangover … BBC is not the last word in deciding

    • @shaikhjabedurrahman5743
      @shaikhjabedurrahman5743 4 หลายเดือนก่อน

      True

  • @alamgirmohiuddin6745
    @alamgirmohiuddin6745 ปีที่แล้ว +20

    আমার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। তার সাধ্যমত আমাদের ভালোবেসেছেন। যতদিন পৃথিবীতে এই বাবা নামক মানুষটি ছিল বুঝিনি তার শূণ্যতা। প্রায় তিন বছর হলো আমার বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আজ খুব বেশী মনে হয় এ গানটি যেন এ বেদনা থেকেই লেখা ও ‍সুর করা হয়েছে।

    • @jacuzziworld
      @jacuzziworld 9 หลายเดือนก่อน

      baah apnr kotha mon chuye gelo. apnr babake jeno Allah jannat nosib koren doa roilo.

  • @mdmohidur3735
    @mdmohidur3735 ปีที่แล้ว +51

    আসলেই সেই চেনা মুখ কতদিন দেখিনি।হয়তো আর দেখাও হবে না।অথচ একটা সময় তার সাথে কত সময় কেটেছে😢।কত সৃতি😢😢

    • @Sahanasiddique-cb2ym
      @Sahanasiddique-cb2ym ปีที่แล้ว

      Srityer janala khule cea thake tomai dekbo bole

    • @AdibaBuri-ed5hb
      @AdibaBuri-ed5hb 9 หลายเดือนก่อน

      😢😢

    • @deenachowdhury4776
      @deenachowdhury4776 9 หลายเดือนก่อน +1

      ঠিক আমার মনের কথা গুলো আপনে বলে দিলেন ৷ কি যে এক ধরনের কষ্ট তা কোন ভাবেই বুঝানো সম্ভব না ৷ অনেক ব্যস্ততার মধ্যে নিজের জন্য যখন একটু সময় করতে পারি, তখনই এই গান টা শুনি আর মনে মনে ভাবি কি থেকে কি হয়ে গেলো ৷ 🇨🇦

    • @FaceBook-x1p
      @FaceBook-x1p 8 หลายเดือนก่อน

      Yes ami o

    • @mdishaalsiddik5921
      @mdishaalsiddik5921 4 หลายเดือนก่อน +1

      মনের চাপা কষ্ট ,কাউকে বুঝানো সম্ভব নয়😢

  • @ahmedromanmridha3682
    @ahmedromanmridha3682 10 หลายเดือนก่อน +5

    এমন মায়াবী কন্ঠ সৃষ্টি কর্তা প্রদত্ত উপহার।
    এই গানটি সকল প্রজন্মের জন্য একটি কালজয়ী গান

  • @abir8902
    @abir8902 2 ปีที่แล้ว +136

    মানুষ কত সুন্দর ভাবে বলদে যায় তাই না।কত স্মৃতি, কত কথা এ সব কথা মনে পরলে চোখ থেকে মনের অজান্তেই জল গরিয়ে পরে। গানটার সাথে কত স্মৃতি জরিয়ে আছে,, বলে শেষ করা যাবে না,,,, খুব মিস করি তাকে,,,,,,, 😢 😢😢

    • @najifaislamnajifaislam8849
      @najifaislamnajifaislam8849 2 ปีที่แล้ว +3

      😭😭😭😭😭

    • @azimnsd
      @azimnsd 2 ปีที่แล้ว +2

      খুবই দুঃখজনক

    • @mohammadakbarkhan6499
      @mohammadakbarkhan6499 2 ปีที่แล้ว +1

      Right

    • @ziaulislam9772
      @ziaulislam9772 2 ปีที่แล้ว +2

      আমার মনের কথা বলেছেন ভাই। এখন শুধু বেদনা ভরা অতিত।

    • @saniakabir9744
      @saniakabir9744 ปีที่แล้ว +1

      Same to you

  • @muhammadwahidulislam6494
    @muhammadwahidulislam6494 2 ปีที่แล้ว +21

    কতো পুরাতন গান। যতবার শুনি ততবারই ভালো লাগে। অস্থির সুর। সেই চেনা মুখ কোথায় হারিয়ে যায়। যতোটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল। সে হারালো কোথায় কোন দূর অজানায়

  • @ishtiaqueahmed3775
    @ishtiaqueahmed3775 ปีที่แล้ว +10

    Madam Shanaz Rahmatullah died on 23 March 2019 of a heart attack at her residence in Baridhara at the age of only 67. May Allah forgive and grant her Jannat ul Ferdous. Thanks to Late Shanaz Rahmatullah for presenting hundreds of unforgettable songs. Bangladesh will remember her for these significant contributions.

  • @pulokchandoakash
    @pulokchandoakash 13 วันที่ผ่านมา +1

    কোথায় আমাদের সুর তটনী শাহানাজ ম্যাম আর কোথায় শেয়া ঘোষাল, কী হারালাম আমরা, আগামী ১০০ বছরে আপনি সবার উপরে থাকবে ম্যাম শাহানাজ, 🥰🥰

  • @imtiazahmedrana4924
    @imtiazahmedrana4924 2 ปีที่แล้ว +47

    যতবার ঐ গান টা শুনি,, ততবারই চোখ দিয়ে পানি পড়ে..!

  • @sirajulhaque5625
    @sirajulhaque5625 2 ปีที่แล้ว +12

    আহ্
    গানটি হৃদয় থেকে তুলে আনা।
    সত্যিই অসাধারণ।
    বলার কিছু নেই।

  • @rehanaparvin5402
    @rehanaparvin5402 2 ปีที่แล้ว +46

    যত খানি সুখ দিয়েছিলো
    তার বেশী ব্যাথা দিয়ে গেল
    স্মৃতি তাই আমারে কাঁদায়।
    😥😥😥😥😥😥😥😥

    • @aliraihan4696
      @aliraihan4696 2 ปีที่แล้ว +1

      এটা জগতের নিয়ম। জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, যে যাবার সেই চলে যাবে।তারপর নিজেকে ভালোবাসুন।

    • @riadmahmud3350
      @riadmahmud3350 ปีที่แล้ว

      tai aponi kadte janen

    • @alimahmudfaisal7885
      @alimahmudfaisal7885 ปีที่แล้ว

      ভালোবাসা এমনি

    • @abcdeichi
      @abcdeichi ปีที่แล้ว

      This words makes us emotional and cry❤

  • @MdSirajulislam-mt3yz
    @MdSirajulislam-mt3yz 9 หลายเดือนก่อน +2

    সে হারালো কোথায় কোন দূর অজানায় সেই চেনা মুখ কতোদিন দেখিনি।
    এক কথায় অসাধারণ গান

  • @KhairulIslam-qv9ow
    @KhairulIslam-qv9ow ปีที่แล้ว +1

    সেরা ম্যাম! আপনি এমন এক লিজেন্ড যিনি অসাধারন গান দিয়ে থাকবেন শতক এর পর শতক। বেশী অসাম বেশী জোস, সেরা ম্যাম সেরা!

  • @mahbubur-rahman9393
    @mahbubur-rahman9393 หลายเดือนก่อน

    এত মধুর কন্ঠস্বর আর আসবেনা। আমার খুবই পছন্দের এই শিল্পীর সব কয়টি গানই অসাধারন। আফসোস আমরা তাকে হারিয়েছি । ❤

  • @Suhag-j5m
    @Suhag-j5m ปีที่แล้ว +1

    আমি শতভাগ শিউর দিয়ে বলতে পারি এমন কিংবদন্তি বাংলাদেশে আর আসবেনা
    কি অসাধারণ মেলোডি...
    দোয়া রইলো ওনি যেখানে আছে আল্লাহ যেন ভাল রাখে

  • @melikeme938
    @melikeme938 11 หลายเดือนก่อน +2

    শাহনাজ রহমতুল্লাহ ওনাকে নিয়ে বলার কিছু নেই। এই গানের মূল শিল্পী তিনি হলেও এখানে অন্য কেউ কন্ঠ দিয়েছেন।

  • @evanahmed-u9b
    @evanahmed-u9b 21 วันที่ผ่านมา +1

    বাংলাদেশের সবচাইতে নান্দনিক এবং সুন্দর কণ্ঠের নারী সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহ । জাতি হিসাবে আমরা এতোটা নীচ এবং দৈন্য যে উনার মতো একজন কালজয়ী , অসাধারণ শিল্পীর মূল্যায়নই করিনাই । উনার মতো অসীম প্রতিভাবান শিল্পী ভারতে জন্মগ্রহণ করলে ভারত সরকার তাকে কমপক্ষে ২০ বার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় পদকে ভূষিত করতো।

  • @tahminamasud8255
    @tahminamasud8255 11 หลายเดือนก่อน +2

    সেই চেনা মুখ কতদিন দেখিনি। অপূর্ব। অসাধারণ।

  • @monirshuvro9929
    @monirshuvro9929 หลายเดือนก่อน

    আপনি নেই কিন্তু আপনার গান বেঁচে থাকবে যুগ থেকে যুগান্তরে বাংলার প্রতিটা মানুষের কন্ঠে। আপনি বেঁচে থাকবেন আমদের স্মৃতিতে । ওই পারে ভাল থাকুন প্রিয় শিল্পী।

  • @abdullahalsakib5323
    @abdullahalsakib5323 ปีที่แล้ว +15

    বউকে পাশে নিয়ে শুনতেছি।
    আর জীবন উপভোগের জন্য চাঁদ ও তারা দেখতেছি💗

  • @SaidulIslam-xp8pb
    @SaidulIslam-xp8pb 10 หลายเดือนก่อน +4

    ।।। আমার অনেক পছন্দের একটা গান
    ধন্যবাদ এতো সুন্দর একটি কন্ঠ দিয়ে গানটি উপহার দেওয়ার জন্য।।। ১৭/০৩/২০২৪
    ❤সাইদুল /সখিপুর, টাংগাইল ❤

  • @rabeyaakterrikta1127
    @rabeyaakterrikta1127 หลายเดือนก่อน +1

    আমৃত্যু কষ্ট পেয়ে যাওয়াটাই হয়তো জীবন !

  • @farhanaakter9726
    @farhanaakter9726 2 ปีที่แล้ว +15

    সেই চেনা মুখ কতদিন দেখিনি, আসলেই তাই। মনে হয় গানটি শুধু আমার জন্য‌ই লেখা।।

    • @sayamsheikh4563
      @sayamsheikh4563 2 ปีที่แล้ว

      কেমন আছেন আপনি এখন???

    • @alimahmudfaisal7885
      @alimahmudfaisal7885 ปีที่แล้ว

      চমৎকার বলেছেন

  • @alauddinfahad3084
    @alauddinfahad3084 ปีที่แล้ว +8

    From generation to generation, many singer will continue to cover this song. None will surpass amazing combination of voice, music, lyrics, and tune. Only a few bengali song could touch standard of this song!

  • @mdalmamunsiddiqe5516
    @mdalmamunsiddiqe5516 3 ปีที่แล้ว +20

    গানটি শুনলে আমার ভালোবাসার মানুষটির কথা মনে পড়ে যায় ।।। খুব ভালোবাসতাম তাকে।।।। গানটির সাথে আমার জীবনের অনেকটা মিল রয়েছে ।।

  • @fhaminaaktersamme3379
    @fhaminaaktersamme3379 ปีที่แล้ว +4

    গানের কথা ,শিল্পীর প্রতিভা মন ছুঁয়ে যায় । এই গান গুলো দেখলে মনে হয় এখনের গান গুলো সেই তুলনায় অনেক পিছনে , সঠিক সংস্কৃতি চর্চা তখনই হতো । ❤

  • @tapashroy6296
    @tapashroy6296 10 หลายเดือนก่อน

    এই গান গুলি আমাদের কলেজ লাইফ এ শুনে বড় হয়েছি। এখনও মাঝে মাঝে শুনি এবং অতীতে চলে যাই। ওনার অনেক ভালো গানের মধ‍্যে আর একটি গান হলো। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়

  • @mkzaman2688
    @mkzaman2688 2 ปีที่แล้ว +19

    গানটার প্রেমে পড়ে গেছি, হঠাৎ মন খারাপ হলে, গানটা শুনি।

  • @sabina3620
    @sabina3620 2 ปีที่แล้ว +10

    সে হারালো কোথায় কোন দুর ...... অস্থির সুন্দর গান

    • @sakibahmmed5334
      @sakibahmmed5334 2 ปีที่แล้ว

      সত্যি আপু অসাধারন এই গানটা

  • @tanukitchen40
    @tanukitchen40 ปีที่แล้ว +31

    এই গানটা শুনলেই একজন মানুষের কথা মনে পড়ে যায়। চোখে পানি চলে আসে।

  • @parvezakter8786
    @parvezakter8786 7 หลายเดือนก่อน

    এমন‌ অসাধারন‌ প্রতিভা‌ সুধু‌ এই‌ বাঙলাতেই‌ জন্মে ।‌ সত্যি এই‌ চেনা‌ মুখ‌ আর‌ এই‌ চেনা‌ সুর‌ কত‌ দিন‌ সুনি‌ নি‌।‌ বেচে‌ থেকো‌ অনন্ত কাল‌ তুমি‌ এই‌ অভাগা‌ বাঙ্গালি জাতির‌ প্রানে‌ যখনি‌ তোমার‌ কন্ঠের গান‌ সুনবে‌ এই‌ জাতি‌ আর‌ তখনি‌ তুমি‌ শরোদ্ধা‌ ভরে‌ আমাদের‌ মনে‌ শৃতি‌ চারিত‌ হবে।

  • @sujankhan168
    @sujankhan168 5 หลายเดือนก่อน +3

    মায়াবি কন্ঠ আর মধুর সুরের মুর্চনায় হারিয়ে গেলাম।❤

  • @fahimaakther523
    @fahimaakther523 ปีที่แล้ว +3

    একটা সময় ছিল এ গানটা ইচ্ছা হলেই গাইতাম আর এখন শুনলেও চোখের পানি ঝরঝর করে পড়ে। মানুষের জীবনের সাথে সাহিত্যের কথা গুলো মিলে যায়।

  • @rebekasultana8229
    @rebekasultana8229 7 หลายเดือนก่อน +2

    আমার পছন্দের একজন শিল্পী । তাঁর গাওয়া প্রত্যেকটা গান আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ সহজ করে দিন তাঁর জীবনে বাকী দিনগুলি। আমীন ,,,

  • @alltimegaming010
    @alltimegaming010 4 หลายเดือนก่อน +1

    কিংবদন্তি শিল্পীর এই গান অমর হয়ে থাকবে চিরকাল মনের কথা রাজু করে কণ্ঠে প্রমাণ করে গেছেন বাংলার মাটিতে আর কোনদিন আসবেনা সালাম জানাই থাকবেন ম্যাডাম থাকবেন শাহনাজ রহমাতুল্লাহ এর দিন নিজেই জাতিতার মত মূল্যায়ন করতে পারোনা বড় দুর্ভাগে আমরা এত কন্ঠ আর আমরা কোনদিনই পাবো না গানটি আমাদের সকলের সকল উপরে ভালো থাকবেন ম্যাডাম বেশি করুন

  • @sahidulislam3468
    @sahidulislam3468 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤
    আহ মুগ্ধতা, কিংবদন্তি মহীরুহ আমাদের শাহনাজ রহমতউল্ল্যাহ

  • @d_96
    @d_96 3 ปีที่แล้ว +59

    কিছু লাশ আজও তার খুনীকে ভালোবাসে 💔

    • @d_96
      @d_96 2 ปีที่แล้ว +1

      @Shopna Khan ডায়লগ নয়, আমার মনের কথা বলছি।

    • @RahulRoy-he4fh
      @RahulRoy-he4fh 2 ปีที่แล้ว

      @Shopna Khan eta onar dialogue na ei dialogue ami er ageo onek bar sunechi.uni copy korchen

    • @mdalomgir7320
      @mdalomgir7320 ปีที่แล้ว

      চমৎকার অসাধারণ উক্তি

    • @ferdousalamsiddiqui2990
      @ferdousalamsiddiqui2990 ปีที่แล้ว

      1:55 1:57 1:58 1:59 2:00

    • @ShahAlam-pu9fw
      @ShahAlam-pu9fw ปีที่แล้ว +2

      আপনি কে ভাই? সাধারনের মুখে এই উক্তি আসার কথা নয়! আপনার দুঃখ ভরা মলিন মুখে ছুয়ে দিতে মন চায়। ভাল থাকার চেষ্টা করবেন। জীবন মূল্যবান, আপনাকে আপনার চেয়ে কেউ বেশি ভালবাসবে না।

  • @HasanKamrulHasan-y7r
    @HasanKamrulHasan-y7r 8 หลายเดือนก่อน

    কন্ঠস্বরের প্রেমে পড়ে গেলাম,,কি কোকিল কন্ঠ মাশাআল্লাহ

  • @imrulkayes5020
    @imrulkayes5020 2 ปีที่แล้ว +6

    মানুষ কত দ্রুত কতো সুন্দর ভাবে বলদে যায় তাই না? শেষের দিন গুলোতে তুমি আমাকে যে কষ্ট দিলে কখনোই ভাবিনাই তুমি এত কষ্ট দিতে পারো আমাকে। খুব বেশি মিস করি তোমাকে। অনেক ভালো থেকো!

    • @raselsuman
      @raselsuman ปีที่แล้ว +1

      আল্লাহ ভালো রাখুক

  • @tanzimkhan2482
    @tanzimkhan2482 3 หลายเดือนก่อน

    আমি যখন ৫ বছরের ছিলাম তখন আমার বাবা এই গানটি শুনতো...
    তখন থেকেই এই গানটি ভাল লাগত...
    আজ হঠাৎ এই গানটির কথা মনে পড়ে গেল....

  • @ziaurrahman9733
    @ziaurrahman9733 4 หลายเดือนก่อน

    কি অসাধারন গান গেয়েছেন তিনি।বাংলা ভাষা যতদিন থাকবে এই অমর শ্লিপী মানুষের মাঝে বেঁচে থাকবেন।

  • @nituakterakther4372
    @nituakterakther4372 หลายเดือนก่อน

    গানের প্রত্যেকটা কথা হৃদয়ে দাগ কেটে নেয়। প্রত্যেকটা কথা বাস্তব জীবনের সাথে মিল।

  • @AmzadHossain-i4f
    @AmzadHossain-i4f หลายเดือนก่อน +1

    Heart renting song

  • @MorningStar-n4c
    @MorningStar-n4c 3 หลายเดือนก่อน +2

    ২০১১ সালের দিকে আমি আজিমপুরে একটা কোয়ার্টারে সাবলেট ছিলাম।সীমা নামের একজন রুমমেট ছিলো, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি।ও এই গানটা প্লে করতো, ওকে অনেক মিস করি।

  • @উজ্জ্বলইসলামসরকার
    @উজ্জ্বলইসলামসরকার 3 หลายเดือนก่อน +1

    একটা গান যতটা সুন্দর হতে পারে এই গানটা ঠিক ততটা সুন্দর। এর চেয়ে সুন্দর সৃষ্টি আর হতে পারে না।

  • @saymaferdoushi311
    @saymaferdoushi311 6 หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ দারুণ কন্ঠ

  • @patriotic5932
    @patriotic5932 ปีที่แล้ว +6

    প্রিয় মানুষকে হারানোর কষ্ট যে কত বেদনার তা যে হারাইছে সে জানে।

  • @ashimday9296
    @ashimday9296 หลายเดือนก่อน +2

    ৯০ দশকে রেডিওতে শুনে বড়ো হয়েছি,এখন ও ভালোই লাগে, ২০২৪,১১,১২

  • @abedinshohag7508
    @abedinshohag7508 3 หลายเดือนก่อน +2

    সাবিনা ইয়াসমিন, কনক চাপার থেকে অনেক ভালো গান গেয়েও শাহনাজ রহমতুল্লাহ অনেকটাই আলোহীন ছিলেন। মিডিয়া আইকনে আসেননি। হয়তো অনেকটা বর্ণচোরা ছিলেন। কিন্তু রুচিশীল মানুষজন ঠিকই উনাকে খুঁজে নিয়েছে। অসাধারণ এক কন্ঠ তোমার প্রেয়সী। তুমি বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা চিরদিন তোমার কন্ঠের প্রেমে মুগ্ধ হবো।

  • @TrzTangail93
    @TrzTangail93 ปีที่แล้ว +1

    এই সেই গান হাজারো ব্যাস্ততার মধ্যেই একটু খানি একাকী বিষন্ন ভগ্নহৃদয় নিয়ে
    তোমাকে মনে করি,ভালো থাকো তোমার স্বামী সন্তান নিয়ে দোয়া রইলো,😢😢এই কথা লিখে সৃতি হিসেবে রেখে গেলাম,

  • @spsabbirbd
    @spsabbirbd 2 หลายเดือนก่อน

    আমি এখনো আপনার গান শুনি আপনি বেচে থাকলে আমি আপনার কাছে অনুরোধ করতাম আমাকে এই গান টা সরাসরি আপনার কন্ঠে শুনানোর জন্য ❤
    দোয়া করি আল্লাহ আপনাকে বেহেস্ত নসীব করুক

  • @ekramulislam2108
    @ekramulislam2108 29 วันที่ผ่านมา

    Marvelous singer ever find in our earlyaged , every song of this legendary singer are so beautiful that seems to be heard again and again , her voice was so clear , I remember always this lovely voice hasn't come in our country not sure, I think she is the one of the best singer always every people love her song so much for all the time , God bless her in her departed soul peacefully,

  • @ferozahmed5844
    @ferozahmed5844 7 หลายเดือนก่อน +1

    She is a top class singer above all with fantastic
    Voice quality ever born in Bangladesh.

  • @RanaMallik-c4i
    @RanaMallik-c4i 16 วันที่ผ่านมา

    সেই মুখ আর সত্যি দেখতে পাবো কিনা জানি না। আমার সব চেয়ে পছন্দের গান।

  • @mohsinparvez3973
    @mohsinparvez3973 ปีที่แล้ว +6

    হাজারো মুখের ভিড়ে ,আমার সেই চিরচেনা প্রিয় মুখটা কে খুজে বেডায়।
    যতটুকু ভুল হয়েছিলো তার বেশি ভুল বুঝে ছিলো

  • @lifepartakin
    @lifepartakin หลายเดือนก่อน

    সুখের পরিবর্তে ব্যথা বেশি দিছে। তাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুখে রাখেন।

  • @abc-yb9fx
    @abc-yb9fx ปีที่แล้ว +1

    যত খানি সুখ দিয়ে ছিলো তার বেশি ব্যাথা দিয়ে গেলো স্মৃতি তাই আমারে কাঁদায় 😢😢😢😢সে হারালো কোথায় কোন দূর অজানায়,,

  • @parvin4687
    @parvin4687 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ beautiful

  • @abdulalim-vw8xz
    @abdulalim-vw8xz 9 หลายเดือนก่อน +1

    গানটি শুনলে কেন জানি পুরনো কিছু কথা কিছু স্মৃতি মনে পড়ে যায়। গানটি আমার জীবনের সাথে একদম মিলে গেছে। ভালো থাকুক প্রিয় মানুষ টা😢

  • @manwarmunna359
    @manwarmunna359 4 หลายเดือนก่อน

    What a voice!!! One of the best song by Shahnaj Rahmatullah❤

  • @mdmosarofhossan672
    @mdmosarofhossan672 17 วันที่ผ่านมา

    ছোটবেলার কথা মনে পড়ে যায় গানটি শুনে।

  • @AdnanRobyn
    @AdnanRobyn 11 หลายเดือนก่อน

    This one, and "Khola Janalay Raat" was my mother's favorite song.
    From Saskatchwan, Canada.

  • @shimulahmed8559
    @shimulahmed8559 2 ปีที่แล้ว +7

    প্রিয় অন্তরা॥
    আজ যেমন আমি তোমাকে ভালবেসে অবহেলিত হয়তো কোন একদিন তুমিও আমাকে ভালবাসবে তার চেয়ে বেশি কিন্তু সেই ভালোবাসাটা সময়ের ব্যবধানে হারিয়ে যাবে!

    • @zishanzio9652
      @zishanzio9652 ปีที่แล้ว

      এটা আপনার ফেইক কনফিডেন্স।অন্তরারা এসব মনে রাখেনা

  • @uttombormon7562
    @uttombormon7562 4 หลายเดือนก่อน

    সোনালী দিনের সিনেমা।আর সিনেমা দেখি না!
    অতীত আমাকে কাঁদায় 😢।
    কি মুধুর বলা বাহুল্য।।

  • @mdelias6966
    @mdelias6966 หลายเดือนก่อน +1

    এই গানটা শুনলেই তোমার কথা মনে পড়ে যায। তুমি আমি অনেক দূরে আজ, দুই জনের আলাদা সংসার, কিন্ত এই গানটা শুনলে খুব মনে পড়ে তোমাকে। ১ যুগেও তোমাকে ভুলতে পাড়ি নাই সারাজীবন ও সম্ভব হবে না মনে হয়। যেখানেই থাকো ভালো থাকো। ১২/১২/২৪

  • @emonhossain9305
    @emonhossain9305 ปีที่แล้ว +1

    বদলে যাওয়া শহরে, তোমার বদলে যাওয়ায় খুব বেশি অবাক হইনি প্রিয়।
    খুব ইচ্ছে করে জানতে, এতোটাই জরুরি ছিলো হঠাৎ বদলে যাওয়াটা,,
    এতো রঙের ভিতর আজও আমার রঙটা বদলাতে পারিনি😭😭

  • @nadimahmed8584
    @nadimahmed8584 4 หลายเดือนก่อน

    what a song! The lyrics, music, and Madam Shahnaz were awesome...best romantic Bengali song .

    • @nadimahmed8584
      @nadimahmed8584 3 หลายเดือนก่อน

      😅😅😮😮😮🎉z 1:37

  • @Fmshamim66
    @Fmshamim66 ปีที่แล้ว +5

    How someone can sing so melodious; incredible!!

  • @tamaraalam3458
    @tamaraalam3458 ปีที่แล้ว +1

    সে হারালো কোথায় কোন দুর অজানায়
    সে চেনা মুখ কত দিন দেখিনি 😢😢

  • @ferdousalam8226
    @ferdousalam8226 3 หลายเดือนก่อน +1

    সেই চেনা মুখ কতদিন দেখিনি, জানি না আর দেখতে পাব কি না?

  • @most.tajnurakter8796
    @most.tajnurakter8796 2 ปีที่แล้ว +4

    মানুষ হৃদয় ভরা স্মৃতি দিয়ে হারিয়ে যায়☺

  • @sochinmarma1151
    @sochinmarma1151 11 หลายเดือนก่อน

    প্রকৃত ভালোবাসার অনুভূতিটা ভীষণ সুন্দর।। তোমার সাথে ভুল করে বুঝেছি - আমি শুধু তোমাকেই ভালোবাসতাম, কেবল তোমার সাথেই আমার ভালোবাসা ছিল, কিন্তু প্রকৃতির নিয়তি.....তুমি আমার হৃদয়ে আছো প্রতিটি মুহুর্তে, প্রতিটি ক্ষণে।।। ভালোবাসি রি 🙏🙏

  • @shahidibnhasan5358
    @shahidibnhasan5358 ปีที่แล้ว +2

    ডালিম তুমি আমাকে ক্ষতবিক্ষত করে দিয়ে যে কোথায় কোন অজানায় গেলে চলে,,, তোমার অভাগা জীবনে কি-ই বা পেলে! একবার জানতে চাওনি তোমার চির বিরহী,,, আমি শুধু-ই একা, জানি কোনদিন পাবনা আর তব দেখা,,

  • @GamingAbdullahGarena
    @GamingAbdullahGarena 10 หลายเดือนก่อน +1

    Master Piece in Bangla Songs

  • @noornabi5230
    @noornabi5230 3 หลายเดือนก่อน

    কি গান রে বাবা। কলিজা কেঁপে উঠল।

  • @rstv9565
    @rstv9565 2 ปีที่แล้ว +2

    যতখানি সূখ দিয়েছিল
    তার বেশী ব্যাথা দিয়ে গেল
    স্মৃতি তাই আমারে কাঁদায়।।
    যে ছিল দৃষ্টির....................
    এই গানটা না গাইলে কি-ই নয়???

  • @fatemajahan8795
    @fatemajahan8795 11 หลายเดือนก่อน

    Onek prio shilpi. ki modhur kontho. Allah apnake behest nosib koruk.

  • @NitayChan
    @NitayChan ปีที่แล้ว

    এই গানটি পুরো আমার জীবনের চরম সত্যি কথাগুলি।আমার হৃদয়ের গভীরের কথা গুলো এই গানটি বলা হয়েছে। 🙄😒😔😓🥲

  • @giyasuddin2555
    @giyasuddin2555 10 หลายเดือนก่อน

    এই গানটি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারপরেও এটিই বারবার শুনি। কারণ কি জানেন,এই গানের প্রতিটা লিরিক্সের সাথে আমার প্রিয়াকেও দেখতে পাই..৷ 😭

  • @hasantanvir789
    @hasantanvir789 ปีที่แล้ว

    অনেকের হয়ত প্রেমঘটিত বিষয় নিয়ে মনে পরে যায় তার প্রিয় মানুষ টাকে।
    কিন্তু, এই গানে আমার জীবনের একটা রংগীন অধ্যায় জরিত। কোন প্রেম নয়। তবে সেই মুহুর্ত গুলা আর সেই জীবন টা খুব মিস করি। এখনো শুনি সেই ২০০৯ থেকে। জীবন বড়ই অদ্ভুত, কত কত পরিবর্তন। চোখের পলকেরি বদলে যাচ্ছে।

  • @abdulquaiyum6312
    @abdulquaiyum6312 3 หลายเดือนก่อน

    "যে ভালোবাসায় অপ্রাপ্তি আছে, সেই ভালোবাসার কোন সমাপ্তি নেই" (Shawon)

  • @AISLokmanHakim
    @AISLokmanHakim ปีที่แล้ว +2

    কন্ঠটা এত শ্রুতিমধুর❤❤❤

  • @dhakametropolitanhighschoo7588
    @dhakametropolitanhighschoo7588 ปีที่แล้ว

    এগানটি শুনে কতদিন কেঁদেছি তা বলতে পারবো না। আমার বাবার সাথে কত কথা বাকী ছিল তা বলতে পারিনি। হারিয়ে ফেলেছি জীবনের তরে বাবাকে। আর কোনদিনও তার সাথে দেখা হবেনা।

  • @KaizarAli-y3p
    @KaizarAli-y3p 9 หลายเดือนก่อน

    অনন্তকাল ধরে এই সব গান মানুষের মনে বেঁচে থাকবে ।

  • @mahfuzelahe7984
    @mahfuzelahe7984 2 หลายเดือนก่อน

    সিলেট শহরের কানাইঘাট থেকে শুনতেছি Wed 20 Nov
    জেনারেশন Z এর পুলাপান আমাদের ও রুচি আছে,আমরাও এসব গানে আটকে যাই💓

  • @khandakerrzaman5637
    @khandakerrzaman5637 หลายเดือนก่อน

    Nothing can match this melodious song!

  • @ashabph
    @ashabph 3 หลายเดือนก่อน

    Beautiful singing by her. A legendary singer.
    Thank you ❤

  • @AklimaAkter-wj6im
    @AklimaAkter-wj6im 3 หลายเดือนก่อน

    অনেক স্মৃতি মনে করিয়ে দিল।
    ১০ অক্টোবর শুনছি।

  • @truthspeaker12
    @truthspeaker12 ปีที่แล้ว +2

    বাংলাদেশে থাকতে এই গানগুলা কখনো মন দিয়ে শুনা হয়নি, এখন মনে হয় এই গানের থেকে সুন্দর গান পৃথিবীতে নেই 🙂

  • @mr.sushant4572
    @mr.sushant4572 ปีที่แล้ว +9

    আজ কতো বছর হলো মধ্যরাতে বালিশে মাথা দিয়ে এই গান শুনতে শুনতে কোথায় যে হারিয়ে যাই...!

  • @nusratkamal9884
    @nusratkamal9884 6 หลายเดือนก่อน +1

    অ সা ধা র ণ !!!
    💙💙💙💙