মা গঙ্গার কৃপা না থাকলে তাঁর উৎসে সশরীরে যাওয়া যায়না । বয়স ও স্বাস্থ্য যখন অনুকূল ছিল তখন অনেক বার প্রস্তুতি নিয়েও যাওয়া হয়নি। এখন দুটোই প্রতিকূল। আপনার এই সিরিজ দেখতে দেখতে মানসিকভাবে গোমুখ ভ্রমণ করছি।খেদ মিটে গেল। আপনি ধন্যবাদের ঊর্দ্ধে। এগিয়ে চলুন।আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
অসাধারণ বললেও ভুল হবে, মনে হলো এক স্বর্গীয় অনুভূতি পেলাম! আপনার সম্পর্কে বলতে গেলে বলতে হয় " ঐ মহামানব আসে" - সত্যিই অক্লান্ত পরিশ্রমের ফসল এই ভিডিওটি! অদ্ভুত সুন্দর এবং দুর্গম পথের দৃশ্য দেখালেন! শুভকামনা নিরন্তর ❤
কি বলবো? কি বলবো? যে কঠিন পরিস্থিতিতে, যে দুঃসহ কষ্ট স্বীকার করেও এত সুন্দর, এমন তথ্যনির্ভর চিত্রায়ন আপনি করছেন, তাকে অসাধারন বলতেও লজ্জা হয়। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যা দেখলাম, পথ নেই। বোল্ডারের উপর পা ফেলে ফেলে এই রাস্তা বেয়ে ওঠা আর সাথে সাথে এই পথের ভিডিও তোলার মতো অসাধ্য সাধন করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। খুব সুন্দর দৃশ্য দেখলাম। ভালো লাগলো। তবে ভাগীরথীর উপর ব্রিজ নির্মাণ কেন করা হচ্ছে না বুঝে উঠতে পারলাম না। ব্রিজ একান্তই দরকার। 👍
দাদা শুধু বোল্ডার হলেও বলতাম "ঠিক আছে"। তপোবনের পথে উপর থেকে পাথর পড়ছে। কখন যে গায়ে পড়বে তার ঠিক নেই। অনেক যায়গায় ৬৫/৭৫ ডিগ্রী ঢাল রাস্তা এবং শুধুই ঝুরো মাটি। পা দিলে মাটি ধসে যাচ্ছে। যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
অসাধারণ!কতটা মনের জোর এবং শারীরিক সক্ষমতা থাকলে এই অভিযান করা যায় তা আপনারা দেখালেন।তেষট্টি বছরের যুবক এবং দলের সব সদস্যকে অভিনন্দন।সুস্থ থাকুন,এগিয়ে যান।
Durdanto r eto durgam .sob milie asaadharon.voyongkor sundor drishyo paharer.chok ferano jay na.aapnar vdo r madhyome sob dekhchhi.valo thakun sushtho thakun.
ভাই অদ্ভুত লাগছে খুবই। আজ থেকে চল্লিশ বছর আগে গিয়েছি গোমুখ কিন্তু সে পথ যেন অন্য। চীরবাসা ভুজবাসায় কি সুন্দর জঙ্গলে ভরা। ভয়াবহ গ্লেসিয়ার পেরিয়েছি চোখ বন্ধ করে কিন্তু এই ধরণের কোনো ট্রলারে চাপতে হয়নি।
ভগবানের অনেক অনেক আশির্বাদ থাকলে তবেই এই সব ভয়ঙ্কর সুন্দর জায়গাতে যাওয়া সম্ভব হয় । অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্ব। মুগ্ধ হয়ে শুধু দেখছি। অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য ভাই ।
Khub bhalo laglo abar oi pathorer upor diya hatte dekhe khub bhoy hochilo. Tabe char dik ato sundor ar tar sathe ei channo chara trak sotti abhaboniyo prapti. Jarna nodi ar dure barofe dhaka uchu uchu pahar ar tar modhe diya hata nodir pare tabu fela sotti experience bhasai barnona karar na. Parer parber asai roilam
অসাধারণ ,অনবদ্য , এই ভিডিও টি । খুব কষ্ট করেই এই স্বর্গের দেশে পৌছেছেন । ❤ আপনার মাধ্যমে আমরাও স্বপ্নের দেশ দেখার সৌভাগ্যের ভাগিদার হলাম । অনেক ধন্যবাদ ভাই আপনাকে । ❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার দেখা সেরা গোমুখ-তপোবন video. Music selection ছিল চমৎকার। তপোবনে রাত্রি বাসের একটা ছোট video এর অনুরোধ রাখলাম। ভালো থাকুন, সুস্থ শরীরে সবাই বাড়ি ফিরে আসুন এই প্রার্থনা করি
Thanks
পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
মা গঙ্গার কৃপা না থাকলে তাঁর উৎসে সশরীরে যাওয়া যায়না । বয়স ও স্বাস্থ্য যখন অনুকূল ছিল তখন অনেক বার প্রস্তুতি নিয়েও যাওয়া হয়নি। এখন দুটোই প্রতিকূল। আপনার এই সিরিজ দেখতে দেখতে মানসিকভাবে গোমুখ ভ্রমণ করছি।খেদ মিটে গেল। আপনি ধন্যবাদের ঊর্দ্ধে। এগিয়ে চলুন।আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।
খুব সুন্দর ভিডিও টা অসাধারন লাগলো দেখতে ধন্যবাদ আপনাকে দাদা ভালো থাকবেন
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
অসাধারণ বললেও ভুল হবে, মনে হলো এক স্বর্গীয় অনুভূতি পেলাম! আপনার সম্পর্কে বলতে গেলে বলতে হয় " ঐ মহামানব আসে" - সত্যিই অক্লান্ত পরিশ্রমের ফসল এই ভিডিওটি! অদ্ভুত সুন্দর এবং দুর্গম পথের দৃশ্য দেখালেন! শুভকামনা নিরন্তর ❤
অনেক ধন্যবাদ। আমি নিতান্তই সাধারণ মানুষ। পাশে থাকুন, দেখতে থাকুন।
What a trek ! Both Physical and mental strength are needed in this trekking. Enjoyed Akash Ganga River and Tapoban trek.
Thank you
কি বলবো? কি বলবো? যে কঠিন পরিস্থিতিতে, যে দুঃসহ কষ্ট স্বীকার করেও এত সুন্দর, এমন তথ্যনির্ভর চিত্রায়ন আপনি করছেন, তাকে অসাধারন বলতেও লজ্জা হয়। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এর থেকে বড় প্রাপ্তি আর কিই বা হতে পারে!
Asadharon drishya. Anek dhanyabad apnake.....eto jhunki niyeo sabtai dyakhanor chesta korechhen bhalo thakben.
হ্যাঁ যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি। খুব ঝুঁকিপূর্ণ জায়গা তো দেখতে পারিনি।
অসাধারণ লাগল এই পর্ব
ধন্যবাদ মনোজদা
যা দেখলাম, পথ নেই। বোল্ডারের উপর পা ফেলে ফেলে এই রাস্তা বেয়ে ওঠা আর সাথে সাথে এই পথের ভিডিও তোলার মতো অসাধ্য সাধন করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। খুব সুন্দর দৃশ্য দেখলাম। ভালো লাগলো। তবে ভাগীরথীর উপর ব্রিজ নির্মাণ কেন করা হচ্ছে না বুঝে উঠতে পারলাম না। ব্রিজ একান্তই দরকার। 👍
দাদা শুধু বোল্ডার হলেও বলতাম "ঠিক আছে"। তপোবনের পথে উপর থেকে পাথর পড়ছে। কখন যে গায়ে পড়বে তার ঠিক নেই। অনেক যায়গায় ৬৫/৭৫ ডিগ্রী ঢাল রাস্তা এবং শুধুই ঝুরো মাটি। পা দিলে মাটি ধসে যাচ্ছে। যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
Ei porbo khub valo legeche amar Swapno kaku
Darun deklam. God bless you.❤❤❤❤❤
পাশে থাকুন। ভালো থাকুন।
Asadharan scenery and video.
পুরো সিরিজটা পর পর দেখুন
Apurbo, khub valo hoyeche video ta Swapno kaku
Daarun presentation 👍👍👍😊
ধন্যবাদ
অসাধারণ ট্রেকিং। সত্যিই খুব দুর্গম আর ভয়ঙ্কর রাস্তা। খুব রোমাঞ্চকর একটি ভিডিও দেখলাম। খুব ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
asadharon nil akasher niche baraphabrito sringo raji, gomukh darshon kore darun laglo, sundar ucchal akash ganga nodi
Thank you
অসাধারণ!কতটা মনের জোর এবং শারীরিক সক্ষমতা থাকলে এই অভিযান করা যায় তা আপনারা দেখালেন।তেষট্টি বছরের যুবক এবং দলের সব সদস্যকে অভিনন্দন।সুস্থ থাকুন,এগিয়ে যান।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
darun dada agiea jan aro
,❤️
খুব ভালো লেগেছে
দেখতে থাকুন।
@@swapnopaul আপনার বলার ভঙ্গিমাও খুব ভাল
দাদা আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনার চোখ দিয়ে আমার মানস ভ্রমণ হলো...আমি ২০১৬ সালে গোমুখ, তপোবন ট্রেক করে এসেছি...ভীষণ কঠিন এই ট্রেক।
সেই সাথে রিস্কি
Ek kothai onobodoo🎉
ধন্যবাদ।
Durdanto r eto durgam .sob milie asaadharon.voyongkor sundor drishyo paharer.chok ferano jay na.aapnar vdo r madhyome sob dekhchhi.valo thakun sushtho thakun.
আপনিও খুব ভালো থাকুন।
দারুন লাগলো ♥️
Khubsundar Valo thakben ❤❤❤❤❤
ধন্যবাদ
Prothome apnake salute janai
Eai durgom path atikram korechen terpor eto sundar video amader kache pouche diyechen
Next videor opekhay
ধন্যবাদ। সঙ্গে থাকুন
Khub khub bhalo laglo.
ধন্যবাদ
দুর্দান্ত! ভীষণ ভালো লাগল ।হিমালয়ের সৌন্দর্য তুলনাহীন।
ধন্যবাদ দিদি।
অসাধারণ দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল |
ধন্যবাদ
অদ্ভুত সুন্দর একটি পর্ব দেখলাম। এর আগে এত বিশদ ভাবে গোমুখ তপোবন ট্রেক আমি দেখিনি। আপনি নেশা লাগিয়ে দিচ্ছেন ।
তপবন বিস্তারিত ভাবে ঘুরিয়ে দেখাবো।
Ashadharon laglo dada
ধন্যবাদ
এক কথায় অসাধারণ 👌 খুব ভালো লাগলো 👍❤
ধন্যবাদ অরুপ দা
@@swapnopaul ❤️🥰
অসামান্য এক পর্ব! যেমন মুগ্ধ প্রকৃতি, তেমনই কঠিন সে জার্নি। দুর্দান্ত আপনার উপস্থাপনা।
ধন্যবাদ। দেখতে থাকুন।
ভাই অদ্ভুত লাগছে খুবই। আজ থেকে চল্লিশ বছর আগে গিয়েছি গোমুখ কিন্তু সে পথ যেন অন্য। চীরবাসা ভুজবাসায় কি সুন্দর জঙ্গলে ভরা। ভয়াবহ গ্লেসিয়ার পেরিয়েছি চোখ বন্ধ করে কিন্তু এই ধরণের কোনো ট্রলারে চাপতে হয়নি।
সে রাস্তা ভেঙে গেছে। এখন অন্য রাস্তা দিয়ে যেতে হয়।
খুব ভাল লাগল, কি দুর্গম আর কি সৌন্দর্য্য প্রকৃতির। সাংঘাতিক বিপজ্জনক, আপনাদের কি অসীম সাহস আর মনের জোর!
সাহস আর মনের জোর ছাড়া যাওয়া অসম্ভব।
অসাধারণ একটা পর্ব, বিপদসংকুল রাস্তা, প্রকৃতির নয়নাভিরাম এবং রুক্ষরুপ দুটোই চোখে পড়লো, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। 💖💐👌
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
অসাধারণ দাদা।
অসাধারণ, অপূর্ব ।এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার জানা নেই।
পাশে থাকুন।
সাবলিল বিবরন, আমার পুরোনো টুর, উপভোগ করলাম।ধন্যবাদ
অসাধারণ, অনবদ্য, এত কঠিন ট্রেক, এত বিপদ অসুবিধার মধ্যেও কেমন সহজ সরল ভাবে উপস্থাপনা করেছেন, বিস্তারিত ভাবে সব দেখিয়েছেন , কুর্নিশ আপনাকে।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার।
Asadharan take care
দেখতে থাকুন।
Nice video. Thanks
Thank you too
দারুণ ছবি তুলেছ স্বপ্ন।ভারি ভালো লাগলো।
ধন্যবাদ দিদি। ভালো লাগলো আপনার কমেন্ট।
অসাধারন
ধন্যবাদ।
খুব খুব সুন্দর লাগলো আমি আপনার ব্লগ দেখে তুঙ্গনাথ পায়ে হেঁটে উঠে ছি। ভালো থাকবেন
এগুলোই তো প্রাপ্তি।
Durdanto sabdota khub choto bole monehocche,osadharan ,osadharan,osadharan
অনেক ধন্যবাদ।
ভগবানের অনেক অনেক আশির্বাদ থাকলে তবেই এই সব ভয়ঙ্কর সুন্দর জায়গাতে যাওয়া সম্ভব হয় । অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্ব। মুগ্ধ হয়ে শুধু দেখছি। অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য ভাই ।
ভালো থাকুন দিদি।
অনবদ্য একটি trekking দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Khub bhalo laglo abar oi pathorer upor diya hatte dekhe khub bhoy hochilo. Tabe char dik ato sundor ar tar sathe ei channo chara trak sotti abhaboniyo prapti. Jarna nodi ar dure barofe dhaka uchu uchu pahar ar tar modhe diya hata nodir pare tabu fela sotti experience bhasai barnona karar na. Parer parber asai roilam
পরের পর্বে তপোবন ঘুরিয়ে দেখাবো।
ভাল লাগল।পথের সৌন্দর্য সব দূর্গমতাকে তুচ্ছ করে দেয়।তাইতো মানুষ ছুটে আসে।অনেক ধন্যবাদ।
একদমই তাই।
Darun lagche, khub kosto dekhei bujhte parche. Sabdhane thakun. Sabdhane bari firun.
খুব হার্ড ট্রেক। কষ্ট তো হবেই।
ভয়ঙ্কর পথ তো শুধুই বোল্ডার পথ বলে কিছু নেই অনেক কষ্ট করে ভিডিওটা করেছেন ধন্যবাদ
নিচে পা মচকানোর ভয়, উপর থেকে পাথর পড়ার ভয়।
দুর্দান্ত লাগলো, এবার পরের পর্বের অপেক্ষা 🙏🏻😊
পরেরটাও ভালো লাগবে।
Khub bhalo, apnader jonno ai jayga gulo dekhta pachhi dhonnobad apnader sokol ka.
পাশে থাকুন।
Apurba, Asadharon video dekhlam dada, carry on
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Onek Dhanyavaad, eto protikulatar modhye o eto sundar ekta vdo deyar jonno.
ধন্যবাদ। সঙ্গে থাকুন। আরো অনেক কিছু আছে।
Very good, Excellent, Outstanding.....No words to say.
Thank you so much
Khub.bhalo.laglo.joy.baba.bhola.nath.joy.ma.gangga.khub.kasto.kare.vedeo.korechen.sabai.bhalo.thakun
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Video ta dekhe mon bhore gelo. Thanks for the efforts.
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Khub valolagche aprer video gulo nijer ghorer iccha probol hochey
গোমুখ যেতে পারেন।
Khub sundor laglo ❤Thanku 🙏
পরের পর্ব দিয়েছি
Asadharonnnn❤❤
ধন্যবাদ
কি কঠিন রাস্তা। তবু সেটা জয় করে এগিয়ে গেছেন নিদিষ্ট গন্তব্যে। খুব ভালো লাগলো
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Asadharon dada.
Thanks apnake eai video ta upohar debar janno.
ধন্যবাদ। পাশে থাকুন।
স্বপ্নের সাথে স্বপ্নিল পথে বহুদিনের স্বপ্নের দেশে। স্বপ্নকে দেখে নতুন করে স্বপ্ন জেগে উঠল।
আপনার মতো এতো সুন্দর বিস্তৃত আর কেউ দেখায়নি।🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ। উদ্বুদ্ধ হলাম।
কি অসাধারণ একটা VDO upload করেছেন, অনেক পুণ্যের ফল এটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ❤
সঙ্গে থাকুন। অভিযান এখনো শেষ হয়নি।
অসাধারণ লাগলো আজকের পর্ব
সঙ্গে থাকুন।
অসাধরন ট্রেকিং, শিবালিক পাদদেশ অপূর্ব। জয় মা গঙ্গা, হর হর মহাদেব🙏🙏🙏
হর হর মহাদেব
Apurba. Bhison bhalo laglo
ধন্যবাদ
দুর্দান্ত
অপূর্ব দৃশ্যাবলী, সত্যিই আপনাদের জীবন সার্থক।
ওখানে পৌঁছাতে পেরে আমিও ধন্য হয়েছি।
দারুন দারুন
Apekhha kore chilam,ato darun laglo j vasa te prokas kara jabe na,apnar jonno suvechha roilo
এখনো অনেক কিছু বাকি আছে।
too hard
Khubi bhayankar trek.Maner jor na thakle e trek kara khub khatin.
ঠিক কথা
Darun dada opurbo sundor ei rup.kichu bolar vasha nei sudhu mugdho hoye dekhchi.apnar moner jor onek na hole ei jayga te asa jay na
.
তপবনে যেতে সত্যিই মনের জোর আর সাহস দরকার।
Thank you for showing us the path of the trek. Tapoban a dream land. Salute to you for covering such a place.
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
ভয়ংকর সুন্দর।
ঠিক
Swapno uncle osadharon....
Darun
অসাধারণ ,অনবদ্য , এই ভিডিও টি ।
খুব কষ্ট করেই এই স্বর্গের দেশে পৌছেছেন । ❤
আপনার মাধ্যমে আমরাও স্বপ্নের দেশ দেখার সৌভাগ্যের ভাগিদার হলাম ।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে । ❤
আপনাদেরও এই অভিযানে সামিল করতে পেরে আমিও আনন্দিত।
Khub valo laglo
ধন্যবাদ
ভয়ংকর সুন্দর
একদম
Khub bhalo laglo.....
ধন্যবাদ।
❤ khubi sundar❤ Himalay Saab samay aamake akarshan kore ❤
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Darun adventurous trip cholchey. Sathey punnyo hochhey. Two in one trip.
Swargarohini trek ta next hok. Parben sure...
Jay Maa ganga.😊
ওটা বদ্রীনাথ লাইনে। মানা গ্রাম থেকে যেতে হয়।
@@swapnopaul correct.
Next trek oi ta hok. All the best
বেশি কিচ্ছু বলার নেই। এত ভয়ঙ্কর এবং অপূর্ব সুন্দর।❤ খুব অপেক্ষা করছিলাম ভিডিওদেখার জন্য। পরের পর্বের অপেক্ষায় রইলাম। অনেক ভালোবাসা নিও ভালো থেকো।
আপনিও ভালো থাকুন দিদি।
@@swapnopaul শুভ রাত্রি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার দেখা সেরা গোমুখ-তপোবন video. Music selection ছিল চমৎকার। তপোবনে রাত্রি বাসের একটা ছোট video এর অনুরোধ রাখলাম। ভালো থাকুন, সুস্থ শরীরে সবাই বাড়ি ফিরে আসুন এই প্রার্থনা করি
ছোটো নয়, বড় করেই পাবেন। তপোবনে ২ রাত ছিলাম। অনেক অভিজ্ঞতা আছে। সব তুলে ধরবো। তপোবন ঘুরিয়ে দেখাবো।
BHAI AAPNA-K DHANYABAD JANAI.
APURBO LAGLO.
ধন্যবাদ, সঙ্গে থাকুন।
সত্যি এতো কষ্ট করে ভিডিও, এতো ভালো কাজ হৃদয় ছুঁয়ে গেছে 😊❤️😊 আর হ্যাঁ ব্রিজ বানিয়ে দেওয়া দরকার গঙ্গা পেরোতে। প্রতিবাদ জানাই।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
Darun sir ❤🙏🙏🙏
ধন্যবাদ
Nice vdo
Unique
ধন্যবাদ
Dhonnyo ei jonmo
Dhonnyo ei Bharotborsho
100% correct.
Thanks
এই বয়সে আপনার এই কঠিন ট্রাকিং করেছেন ধন্য আপনারা।
ওম নমঃ শিবায়
মহাদেব আপনাদের সঙ্গে সব সময় আছে
আমার বয়েস কত?
Dada bhalo thakben ja drishho deklam romancho anubhab korchi background music asadharon
অনেক অনেক ধন্যবাদ।
Darun exciting episode...r prochur prochur sundor views pelam..besh kichu screenshot nilam..mon bhore ni ekdom..rasta kastokor r theke besi risky mone holo..boulder e paa foskale bhanga mochkano kono bapar noy...gomukh dekhkam.tapovan dekhlam..sarthok jibon.. tapovan puro heaven...okhane aapnara night stay korechen camp e bhabtei parchina...ekdom super episode
তপবনের রাস্তা রীতিমতো মৃত্যু ফাঁদ। পরের পর্বে তপবন ঘুরিয়ে দেখাবো।
@@swapnopaul darun
bhalo lglo ami 2006 e tapobon gechhilam tobe alada rute gomukh hoye gangotri glecier par kpre oi route aro tough chhilo carryon
গ্লেসিয়ার পার করা একটা কঠিন কাজ।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।অসাধারণ লাগলো
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Dengerous trake 😮
অবশ্যই।
1989 সালে গোমুখ গিয়েছিলাম। তখন এমন ট্রলি পার হয়ে ওপারে যেতে হত না। গঙ্গাকে ডানদিকে রেখে রাস্তা ছিল।
যাই হোক, আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
প্রথম খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। আরো তপোবন আছে এটা তো আগে জানতাম না।❤❤❤❤❤❤❤
এখানে স্বয়ং মহাদেব তপস্যা করেন।