খুব সুন্দর উপস্থাপনা। আর একটা কথা বলি যে নারায়ণ যখন তপস্যা করছিলেন তখন মাতা লক্ষ্মী নিজেই বদ্রী গাছ রূপে ছায়া দান করেছিলেন। সেজন্য নারায়ণ এখানে বদ্রীর নাথ মানে বদ্রীনাথ রূপে পূজিত। কলিযুগ যখন শেষ হবে তখন নর নারায়ণ পর্বতদ্বয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে। তখন বদ্রীনাথ এখান থেকে অন্তর্ধান হবেন এবং ভবিষ্য বদ্রীতে প্রকট হবেন। এটাই কথিত আছে। কলিযুগ শেষের সঙ্কেত পাওয়া যাবে নৃসিংহ অবতারের অঙ্গ খসে পরার মধ্য দিয়ে। আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয়🙏 ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারা 🙏
সত্যি বলতে আপ্লুত হলাম... আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তাই বুবুর চোখের জল আমার চোখেও জল এনে দিয়েছে... ভালো মানুষদের সাথে এমনই হয়... বদ্রীনাথ সকলের মঙ্গল করুন 🙏🙏🙏
আপনারা বলছেন, কাঁদছেন বলতে বলতে আর শুনতে শুনতে আমি কাঁদছি। ঈশ্বর এভাবেই তাঁর উপস্থিতি অনুভব করান তাঁর কৃপাদৃষ্টি দিয়ে, বোঝার ক্ষমতা যাদের দেন তারাই হয়ত বুঝি। খুব ভালো থাকবেন আপনারা ।
এত আবেগময় ভিডিও আগে কোনদিন দেখিনি। চক্ষু কর্ণ সার্থক হ'ল। আপনি পঞ্চবদ্রী, ছোট চারধাম ও বড় চারধামের যে তথ্য দিলেন তা অতীব গুরুত্বপূর্ণ। আর বৌদির আনন্দাশ্রু দেখে এই উপলব্ধি হ'ল চোখের জলই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ নিবেদন।।
ঈশ্বর মিলিয়ে দেন অনিন্দ্য দা। আপনার বক্তব্যের সাথে মিলিয়ে প্রাকৃতিক রূপ দর্শন...মন্দিরের অসাধারন স্থাপত্য...আপনার এই ব্লগটি আমার কাছে বাংলার ব্লগিং এর একটি পথপ্রদর্শক হয়ে থাকবে। ১৯৯৮ সালে বদ্রীবিশাল দর্শন করা আমি নতুন করে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওঁ নমঃ বাসুদেবায় নমঃ।
অসাধারণ অপূর্ব সুন্দর পরিবেশন .... আমার মত যারা এখনও এই তীর্থস্থান দর্শন করার সুযোগ পাইনি তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ... বুম্বা চক্রবর্তী বরানগর
এই পৃথিবীতে সুখী সেই যার প্রচুর টাকা আছে না ভাই সুখী সেই যে ইনকাম এর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ভ্রমন করে শান্তি মেলে তাতে আপনারা সবথেকে সুখী মানুষ তারসঙ্গে যারা ভ্রমন পিপাসু মানুষ তারাও কারন যারা ভ্রমন করেনা তারা এই শান্তি বুঝবে না । ❤❤
সুখ কিন্তু , একেক জনের কাছে একেক রকম! কারো কাছে টাকা ব্যাংকে জমা রেখেই সুখ, কোনো দিন কিছু ভোগ না করে, শুধুমাত্র এটা ভেবেই সুখ, যে আমি ধনী আমার টাকা আছে!
'Good luck' একেই বলে। ঈশ্বর আছেন কি না জানিনা। আমিও বিশ্বাস করি না তবে গুড লাক ও ব্যাড লাক ভীষণ ভাবেই মানি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি বার, তিথি, ক্ষণ, ঠাকুর প্রণাম বা স্মরণ করে কাজে বেরোলেও অনেক সময় ব্যর্থ হতে হয়। আবার কিছু না করেও আশাতীত সাকসেস পাওয়া যায়। তবে আমি মনে করি প্রবল ইচ্ছা শক্তি ও চেষ্টা করলে সাকসেস রেট অনেক অনেক বেশি হয়ে থাকে।
Apnar ae blog dekhte eto late holo khub kajer cape achi blog dekhte dekhte mone hochchilo ami o apnader sathe achi Ishor achen tenarai amader chalona korchen joy Bodri bishal
আপনার ব্লগ এই প্রথম দেখলাম। খুবই ভালো লাগলো।আপনার ভিডিও ও উপস্থাপনা খুবই ভালো।ভালো থাকবেন।ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ।আমি ভেবেছিলাম উনি কেদারনাথ পায়ে হেঁটে যেতে পারবেন না।কিন্তু উনার মনের জোর ও ইচ্ছা শক্তি সব বাধা অতিক্রম করে বাবা কেদারনাথ কে দর্শন করেছেন।উনাকে অনেক অনেক অভিনন্দন।
বুবুর বর্ণনা শুনে আমার ও চোখে জল এলো। ভক্তের ডাকে ভগবান বিচলিত হন। বর্ণনা অসাধারণ। সেই সাথে পশ্চাতে যে ভক্তিগীতি , শুনে মন ভরে গেল। ভালো থাকবেন।বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
Mon pran poripurno hoye gelo...odvut ek valo laaga r voktite mon pran aapluto hoye gelo...soshorire na giyeo sottyo ke anuvab korlam...chokhe bar bar jol ese jachchilo aapnar sabolil bornona sune...onek dhonyobad aapnake.. Khub valo thakun aapnara...
আগেও বলেছি বারবার এবং এখনো বলছি আপনারা সত্যিই অশেষ ভাগ্যবান ও ভাগ্যবতী। নাহলে এই ভাবে দেব দর্শন করা সহজ নয়। বোন বুবুর ভক্তি মিশ্রিত এই আনন্দাশ্রু আমাদের মনকেও আপ্লুত করে। এই দুর্গম পথে যাত্রার শারীরিক ক্লেশ কে তুচ্ছ.করে যেভাবে হাসিমুখে পুরো ভিভিওটি উপস্থাপন করলেন দুজনে তা ভাষায় বর্ননা করা যায়না। আগের ভিডিওটিতে বোন বুবু যে অতি প্রোয়োজনীয় তথ্যগুলি ভ্রমনার্থী দের উদ্দেশে দিয়েছেন তার জন্য কোন ধন্যবাদ ও সাধুবাদ যথেষ্ঠ নয়। এই আন্তরিকতা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ঈশ্বর আপনাদের সংগে আছেন। খুব ভাল থাকবেন সবাই।
আপনাদের কেদারনাথের ব্লগ টা দেখার পর কিছু আপনার মতই একটা মত প্রকাশ করতে গেলাম কিন্ত কিছু প্রবলেম এর জন্য পারিনি ।একটা কথা ওই ঘোড়ার ওপর ভর করে যারা যায় তারা বোঝে না কি কস্ট পায় ওই অবলা জীব গুলো ভালো করে মালিকরা খাবার দেয় না শুধু ব্যবসার খাতিরে ওদের ব্যবহার করে আমি ওই দৃশ্য গুলো দেখি না।আপনার জন্য বদ্রিনাথ দর্শন করতে পারলাম ।সত্যি ভগবান আছেন বলেই আপনি তাকে দর্শন করলেন আপনারই ছাত্র র জন্য এটা আপনার মতই ভাল মানুষের সঙ্গে হয়।আর আপনার জ্ঞান কথা বলার ভঙ্গি আমাকে ভীষন মুগ্ধ করে ।আপনি খুব ভাগ্যবান তাই এত ভ্রমন করতে পারেন।আপনারা ভাল থাকুন।
আমি আপ্লুত । দিদির চোখের জলের সঙ্গে আমিও অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলাম ।আপনারা খুবিই পুন্যাবান তাই এ সম্ভম হয়েছে । আপনাদের জন্যা আমরা গর্বিত ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন । আপনাদের চোখে আমরা দেখি । ৭০+ তাই আর যাওয়া সম্ভম নয় । তবু আপনাদের মাধ্যমে নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকি ।আবার বলি ভালো থাকবেন।
সত্যিই অনবদ্য এবং অপুর্ব সুন্দর ঐশ্বরিক শক্তির মনোরম অভাবনীয় প্রাকৃতিক শোভাবর্ধনের সাক্ষী হয়ে থাকলাম জয় বদ্রী নারায়ণের পাদপদ্মে আমার বিনম্র প্রনাম লহো সকলের মঙ্গল করো প্রার্থনা অব্যাহত থাক 🍃🌺🍃🌺🍃🌺🍃🌺🪔🙏🙇♀️🙇♀️🙇♀️
আমার ও তিনবার সৌভাগ্য হয়েছে বদ্রীনাথ দর্শনের কিন্তু আপনাদের কাছ থেকে এমন স্বর্গীয় অনুভুতির কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো ।মন ভরে গেল ।জয় বদ্রী বিশাল 🙏🙏
ভিডিওটা দেখতে দেখতে চোখ থেকে জল গড়িয়ে গেল। আপনারা অনেক ভাগ্যবান। শৌভিককে উনিই পাঠিয়েছেন, নাহলে এই হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে উনি এত বছর পরে কিভাবে খুঁজে পেলেন।
খুব সুন্দর উপস্থাপনা। আর একটা কথা বলি যে নারায়ণ যখন তপস্যা করছিলেন তখন মাতা লক্ষ্মী নিজেই বদ্রী গাছ রূপে ছায়া দান করেছিলেন। সেজন্য নারায়ণ এখানে বদ্রীর নাথ মানে বদ্রীনাথ রূপে পূজিত। কলিযুগ যখন শেষ হবে তখন নর নারায়ণ পর্বতদ্বয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে। তখন বদ্রীনাথ এখান থেকে অন্তর্ধান হবেন এবং ভবিষ্য বদ্রীতে প্রকট হবেন। এটাই কথিত আছে। কলিযুগ শেষের সঙ্কেত পাওয়া যাবে নৃসিংহ অবতারের অঙ্গ খসে পরার মধ্য দিয়ে। আপনাদের দ্বারা আমাদের ও বদ্রীনাথ দর্শন হয়ে গেলো। জয় বদ্রী বিশাল কী জয়🙏 ঈশ্বরের কৃপা লাভ করুন আপনারা 🙏
আপনার এই মন্তব্যটি পিন কমেন্ট করে রাখলাম । অনেকের উপকার হবে । তথ্যগুলির জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
@@AnindyasTravelogue 🙏
Sir please apnar no ta ektu deben.Kedarnath samporke kichhu information newar chhilo.
নর পরবত হলেন অরজুন লারায়ন হলেন শ্রীকৃষন শ্রী কৃষন উরুর উপরে একটি ফুল রেখে সৃষ্টি করেন সরগের অপসরা urboshi
অপূর্ব সুন্দর ,মন ভরে গেল ।
আপনারা খুবই পূণ্যবান। সত্যি সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে স্বয়ং নারায়ন আপনাদের ব্যাকুলতায় সারা দিয়েছেন।
জয় বদ্রীনাথ।
🙏🙏🙏 ভগবান শ্রী শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ সকলের মঙ্গল কর প্রভু 🙏🙏🙏
❤️
সত্যি বলতে আপ্লুত হলাম... আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তাই বুবুর চোখের জল আমার চোখেও জল এনে দিয়েছে... ভালো মানুষদের সাথে এমনই হয়... বদ্রীনাথ সকলের মঙ্গল করুন 🙏🙏🙏
আপনারাও ভালো থাকবেন । জয় বদ্রীবিশাল 🙏🙏
Amio chokher jol dhore rakhte parlam na...Bubu r aabeg feel korlam.
সত্যিই মন থেকে তাকে স্মরণ করলে তিনিই তাঁর দূত কে পাঠিয়ে দেন আমিও আপনার আবেগের সাথে নিজেকে জুড়ে নিলাম
জয় বদ্রী বিশাল 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Khub khub bhalo laglo,God bless you❤❤❤❤❤.
Khub khub bhalo laglo. Akta katha bolchie. Eije bolchen na apnader shate je aolukik ghotana gulo ghotche , tar karon holo apnara khub khub bhalo manush tai. Bhogoban apnader shatei thaken shob shomai. Bhalo thakben.
আমি ২০১২ সালে গিয়েছিলাম ভীষণ ভালো দর্শন করেছিলাম আজ আপনার ভিড়িও টা দেখে খুব ভালো লাগলো ❤️❤️
Amar khub valo laglo .
Khub valo laglo jai shree Vishnu jai shree Krishna namaste 🙏
আপনারা বলছেন, কাঁদছেন বলতে বলতে আর শুনতে শুনতে আমি কাঁদছি। ঈশ্বর এভাবেই তাঁর উপস্থিতি অনুভব করান তাঁর কৃপাদৃষ্টি দিয়ে, বোঝার ক্ষমতা যাদের দেন তারাই হয়ত বুঝি। খুব ভালো থাকবেন আপনারা ।
আপনিও ভালো থাকবেন 🌹
Superb Darun Laaglo joy Badrivishal
প্রকৃত ভক্ত না হলে নারায়ণ তাকে এই ভাবে দর্শন দেননা,সত্যিই আপনারা খুব ভাগ্যবান, ঠাকুর সব সময়ই আপনাদের সহায়ক হন।
সত্যিই সবই ইশ্বরের কৃপা 🙏
@@AnindyasTravelogue amk apner contact ta deben plz...ki6u ki6u jinis amr apner theke janar 6ilo
সরল এবং সৎ মানুষ, সর্বোপরি ঐকান্তিক ভক্তদের জন্য ভগবান এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আন্তরিক প্রণাম জানাই 🙏🙏
দাদা খুবই সুন্দর লাগলো। অপূর্ব উপস্থাপনা।
এত আবেগময় ভিডিও আগে কোনদিন দেখিনি। চক্ষু কর্ণ সার্থক হ'ল। আপনি পঞ্চবদ্রী, ছোট চারধাম ও বড় চারধামের যে তথ্য দিলেন তা অতীব গুরুত্বপূর্ণ। আর বৌদির আনন্দাশ্রু দেখে এই উপলব্ধি হ'ল চোখের জলই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ নিবেদন।।
অসংখ্য ধন্যবাদ 🙏
খুব সুন্দর বর্ণনা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ইচ্ছাটা আন্তরিক হলে ভগবান সহায় হন।
খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা অসাধারন লাগলো দেখতে ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর লাগছে দারুণ একটা ভিডিও
Khub sundar laglo, apnader jonnoi ei manas bhraman somvob hochhe, dhanyobad
ঈশ্বর মিলিয়ে দেন অনিন্দ্য দা। আপনার বক্তব্যের সাথে মিলিয়ে প্রাকৃতিক রূপ দর্শন...মন্দিরের অসাধারন স্থাপত্য...আপনার এই ব্লগটি আমার কাছে বাংলার ব্লগিং এর একটি পথপ্রদর্শক হয়ে থাকবে। ১৯৯৮ সালে বদ্রীবিশাল দর্শন করা আমি নতুন করে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওঁ নমঃ বাসুদেবায় নমঃ।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
এইসব অসাধারণ টুকরো টুকরো ঘটনাই ত জীবন সমৃদ্ধ করে। ধন্যবাদ।
অতীব সত্য ।
খুব ভালো লাগলো আর আপনাদের উপস্থাপনার প্রশংসা না করে পারা যায় না । সুস্থ থাকুন ভালো থাকুন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অসাধারণ অপূর্ব সুন্দর পরিবেশন ....
আমার মত যারা এখনও এই তীর্থস্থান দর্শন করার সুযোগ পাইনি তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ...
বুম্বা চক্রবর্তী
বরানগর
Apnadr ato simple vaba ato sundor uposthapon.. khub valo laglo ❤
এই পৃথিবীতে সুখী সেই যার প্রচুর টাকা আছে না ভাই সুখী সেই যে ইনকাম এর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ভ্রমন করে শান্তি মেলে তাতে আপনারা সবথেকে সুখী মানুষ তারসঙ্গে যারা ভ্রমন পিপাসু মানুষ তারাও কারন যারা ভ্রমন করেনা তারা এই শান্তি বুঝবে না । ❤❤
সুখ কিন্তু , একেক জনের কাছে একেক রকম! কারো কাছে টাকা ব্যাংকে জমা রেখেই সুখ, কোনো দিন কিছু ভোগ না করে, শুধুমাত্র এটা ভেবেই সুখ, যে আমি ধনী আমার টাকা আছে!
@@travelandfoodwithsagarika356 তা ঠিক 😂
Ami o ekmat ❤❤❤❤❤❤
'Good luck' একেই বলে। ঈশ্বর আছেন কি না জানিনা। আমিও বিশ্বাস করি না তবে গুড লাক ও ব্যাড লাক ভীষণ ভাবেই মানি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি বার, তিথি, ক্ষণ, ঠাকুর প্রণাম বা স্মরণ করে কাজে বেরোলেও অনেক সময় ব্যর্থ হতে হয়। আবার কিছু না করেও আশাতীত সাকসেস পাওয়া যায়। তবে আমি মনে করি প্রবল ইচ্ছা শক্তি ও চেষ্টা করলে সাকসেস রেট অনেক অনেক বেশি হয়ে থাকে।
Apnar ae blog dekhte eto late holo khub kajer cape achi blog dekhte dekhte mone hochchilo ami o apnader sathe achi Ishor achen tenarai amader chalona korchen joy Bodri bishal
Shotti Narayan apnader kripa korechhen....videoti dekhe amiyo apluto hoye porechhi ...bhalo thakben dujone ❤
Darun lageche mone hoche Ami apnader songe tirtho korlam.khub sundor.
দারুন সুন্দর একটি পর্ব আমি চোখের জল ধরে রাখতে পারিনি
Ajker video ta satti i onobodyo❤...khub bhalo laglo❤....
আপনাদের এতো ভালো দর্শন এর কথা শুনে আমার ও চোখে জল এসে গেলো সত্যি বিশ্বাস একটা ভীষণ বড়ো জিনিস বিশ্বাস আর ভক্তি থাকলে বোধহয় এটা সম্ভব
সত্যিই তাই 🙏
Khub khub bhalo laglo joy badrinarayan
আপনার ব্লগ এই প্রথম দেখলাম। খুবই ভালো লাগলো।আপনার ভিডিও ও উপস্থাপনা খুবই ভালো।ভালো থাকবেন।ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ।আমি ভেবেছিলাম উনি কেদারনাথ পায়ে হেঁটে যেতে পারবেন না।কিন্তু উনার মনের জোর ও ইচ্ছা শক্তি সব বাধা অতিক্রম করে বাবা কেদারনাথ কে দর্শন করেছেন।উনাকে অনেক অনেক অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏 সঙ্গে থাকবেন ।
And a special thanks 😊 to you Sir and Mam for your unique erudite informative video.
asadharon ek kothay
অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখলাম
awsadharon laglo kedarnath... badri narayan bhromon er video....aha...... protita background music er byabohar mon chhuye gelo...bhalo thakun aapnara 🙏
অনেক ধন্যবাদ 🙏
বুবুর বর্ণনা শুনে আমার ও চোখে জল এলো।
ভক্তের ডাকে ভগবান বিচলিত হন।
বর্ণনা অসাধারণ।
সেই সাথে পশ্চাতে যে ভক্তিগীতি , শুনে মন ভরে গেল।
ভালো থাকবেন।বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
🙏🙏
thakur er kripa apnader upor. tnar lila dekhlam apnader sathe. thank you
Ajker vlog dekhe mon bhore gelo
Ashadharon, apnara satti e purnaban, bhagabaner ashim kripa ❤🙏🪔
Darunn Akta Drisho Upbhog Korlam..Dhonabad Apnadar.
অপূর্ব লাগলো, মনটা ভোরে গেলো
🙏🙏🙏 অসাধারণ একটি অভিজ্ঞতা আপনাদের ! ভালো থাকবেন | ঈশ্বর মঙ্গলময় | 🙏🙏🙏
অপূর্ব সুন্দর অসাধারণ.. 👌
একটু সময় নিয়ে শান্ত মনে দেখলাম। আমার এই ভিডিও দেখার পর থেকেই মনের ভেতর থেকেই নিজেই নিজের মধ্যে আছি কিছুটা সময় ।❤ভাল থাকবেন দাদা ও দিদি❤❤❤❤
অনেক ধন্যবাদ 🙏
দারুণ অভিজ্ঞতা সত্যি নারায়ণ আপনাদের সাথে আছেন এরকম অলৌকিক ঘটনা ভাবা যায় না জয় বদ্রি বিশাল🙏🙏🙏
Excellent presentation of the holy shrine.
দিদি আপনার ভক্তি দেখে আমার ও চোখে জল এলো... 🙏🏻
Mon pran poripurno hoye gelo...odvut ek valo laaga r voktite mon pran aapluto hoye gelo...soshorire na giyeo sottyo ke anuvab korlam...chokhe bar bar jol ese jachchilo aapnar sabolil bornona sune...onek dhonyobad aapnake..
Khub valo thakun aapnara...
অনেক ধন্যবাদ 🙏
আগেও বলেছি বারবার এবং এখনো বলছি আপনারা সত্যিই অশেষ ভাগ্যবান ও ভাগ্যবতী। নাহলে এই ভাবে দেব দর্শন করা সহজ নয়। বোন বুবুর ভক্তি মিশ্রিত এই আনন্দাশ্রু আমাদের মনকেও আপ্লুত করে। এই দুর্গম পথে যাত্রার শারীরিক ক্লেশ কে তুচ্ছ.করে যেভাবে হাসিমুখে পুরো ভিভিওটি উপস্থাপন করলেন দুজনে তা ভাষায় বর্ননা করা যায়না। আগের ভিডিওটিতে বোন বুবু যে অতি প্রোয়োজনীয় তথ্যগুলি ভ্রমনার্থী দের উদ্দেশে দিয়েছেন তার জন্য কোন ধন্যবাদ ও সাধুবাদ যথেষ্ঠ নয়। এই আন্তরিকতা সত্যিই মনকে ছুঁয়ে যায়। ঈশ্বর আপনাদের সংগে আছেন। খুব ভাল থাকবেন সবাই।
অসংখ্য ধন্যবাদ । জয় বদ্রীবিশাল 🙏
সব চেয়ে সুন্দর আপনাদের কথাবার্তা ও উপস্থাপনা । মনে হচ্ছিল যেন আমার ও দর্শন হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ জানাই এই দুর্লভ vdoটির জন্যে ।
অসংখ্য ধন্যবাদ 🙏
অপূর্ব সুন্দর। গায়ে কাঁটা দিয়ে উঠলো।
আমরা খুবই ভগবানের বিশ্বাসী, বুবু দির কথা শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো, সত্যি স্বয়ং নারায়ণ আপনাদের সাথে রয়েছেন।আমরা অপেক্ষা তে আছি কবে ডাক পাবো 🙏🙏
Apnara valo thakun, chakraborty pribar ata chay
খুব ভাল লাগছে আপনাদের vlog দেখতে।সত্যিই সবকিছুই ঠাকুরের ইচ্ছে।
Dada, সত্যিই অপূর্ব দৃশ্য, মন প্রাণ সব ভরে গেল। 🙏🏻🙏🏻 জয় বদ্রীনাথ 🙏🏻🙏🏻🧡🧡
Apnader uposthapona khubi sundor.❤❤
চোখ সার্থক হলো খুব ভালো লাগলো
হে বদ্রীনাথ জি আমার খুব ইচ্ছা
আপনাকে দর্শন করার।
আমাকে সেই সুভাগ্য করে দিন।
খুব সুন্দর খুব সুন্দর লাগলো ভিডিও টি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য । জয় বাবা বদ্রীনাথ 🙏🌹🙏।
ঠাকুরের অসীম কৃপা ....khub bhalo laglo ❤❤
সত্যিই ঈশ্বর করুণাময়। আপনাদের কথা শুনতে শুনতে চোখ ভিজে গেলো। ভালো থাকুন আপনারা। 🙏
একটি শব্দ ই মনে এলো।
অসাধারণ 🎉।
🥰🥰
Khub bhalo laglo dada onek dhonnobad, apanader amar onek pronam 🙏🙏🙏🙏🙏
❤️❤️
আপনাদের কেদারনাথের ব্লগ টা দেখার পর কিছু আপনার মতই একটা মত প্রকাশ করতে গেলাম কিন্ত কিছু প্রবলেম এর জন্য পারিনি ।একটা কথা ওই ঘোড়ার ওপর ভর করে যারা যায় তারা বোঝে না কি কস্ট পায় ওই অবলা জীব গুলো ভালো করে মালিকরা খাবার দেয় না শুধু ব্যবসার খাতিরে ওদের ব্যবহার করে আমি ওই দৃশ্য গুলো দেখি না।আপনার জন্য বদ্রিনাথ দর্শন করতে পারলাম ।সত্যি ভগবান আছেন বলেই আপনি তাকে দর্শন করলেন আপনারই ছাত্র র জন্য এটা আপনার মতই ভাল মানুষের সঙ্গে হয়।আর আপনার জ্ঞান কথা বলার ভঙ্গি আমাকে ভীষন মুগ্ধ করে ।আপনি খুব ভাগ্যবান তাই এত ভ্রমন করতে পারেন।আপনারা ভাল থাকুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 🌹
Darun darun laglo🙏🙏🙏
অসাধারণ লাগলো আপনারা যেভাবে দর্শন করলেন সত্যি তো ঈশ্বর আছেন ।🙏🙏🙏🙏
প্রাণ ছুয়ে গেলো, জয় বাবা Badrinath
খুব ভাল লাগল, ধন্যবাদ
আপনারা সত্যি ই ভাগ্যবান। খুব ভালো লাগলো।
Mon bhore gelo Dada,Bubu .... satti kotha thakurer kripa na hole erokom bhabe dorshon kora jai na ...amaro chokhe jal ese gechhe Bubu tomar sathe ...❤️❤️❤️👍🙏🙏🧘🧘
Apnader pronam 🙏🏻khub bhaggo ban apnara. Ami o osru dhore rakhte parchina video ta dekhe.
Satty Apnader madhyame Lord Badrinarayan ke darshan karlam. Apner upasthapana eto bhalo lage . Jay Badrinarayan ji
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আমি আপ্লুত । দিদির চোখের জলের সঙ্গে আমিও অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলাম ।আপনারা খুবিই পুন্যাবান তাই এ সম্ভম হয়েছে । আপনাদের জন্যা আমরা গর্বিত ।ভালো থাকবেন ,সুস্থ থাকবেন । আপনাদের চোখে আমরা দেখি । ৭০+ তাই আর যাওয়া সম্ভম নয় । তবু আপনাদের মাধ্যমে নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকি ।আবার বলি ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন 🌹
আপনারা খুব ভালো মানুষ আর সৌভাগ্যবান, টিসি নারায়ণ আপনাদের কৃপা করেছেন 🙏
অসাধারন লাগল । আসলে আপনারা সত্যিই মানুষ হিসাবে খুবই ভালো আর ভগবানের কৃপা সর্বদা আপনাদের সাথেই আছে । খুব ভালো লাগলো আপনাদের এই ভিডিও। ভালো থাকবেন
🙏🙏
Opekkhay Chilam...Badri Bishal Ji Kobe Aschen....Darun Darun Dada...Mon Bhore Gelo ❤❤❤
এক কথায় অসাধারণ হয়েছে ব্লগ টা , জয় শ্রী লক্ষ্মী নারায়ণ ❤❤❤
সত্যিই অনবদ্য এবং অপুর্ব সুন্দর ঐশ্বরিক শক্তির মনোরম অভাবনীয় প্রাকৃতিক শোভাবর্ধনের সাক্ষী হয়ে থাকলাম জয় বদ্রী নারায়ণের পাদপদ্মে আমার বিনম্র প্রনাম লহো সকলের মঙ্গল করো প্রার্থনা অব্যাহত থাক 🍃🌺🍃🌺🍃🌺🍃🌺🪔🙏🙇♀️🙇♀️🙇♀️
জয় বদ্রীবিশাল 🙏
সৌভিক সত্যই ভগবানের দূত ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল❤❤❤❤
দারুন, কিছু আগের স্মৃতি ফিরে এলো।
Khub valo laglo sune chokhe jal ese jay
We are deeply indebted to you for our dream journey in the ensuing Saptami and Navami Day .
Joy Baba Badrinath .pranam baba.you are lucky people.khoob sundar video.
আপনাদের আবেগ আমার মনকে ছুযেগেল
Wonderful....Teacher der eta ee prapti...bhalo guru der student ra chiro kal mone rakhe...khub khub bhalo laglo
Sotti e kichu bolar bhasha hariye felechi ... Narayan er osesh kripa 🙏
আপনার উপস্থাপনা সত্যিই অপূর্ব,সব ভিডিও গুলো আমি দুচোখ ভরে দেখেছি,জয় বাবা বদ্রিনারায়ান,জয় বাবা কেদার নাথ
Khub khub sundor r khub valo laglo
আমার ও তিনবার সৌভাগ্য হয়েছে বদ্রীনাথ দর্শনের কিন্তু আপনাদের কাছ থেকে এমন স্বর্গীয় অনুভুতির কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো ।মন ভরে গেল ।জয় বদ্রী বিশাল 🙏🙏
জয় বদ্রীবিশাল 🙏
সত্যি ই চোখে জল এসে গেল সাথে শরীরে অপূর্ব শিহরণ
সত্যিই আপনাদের উপর ঈশ্বরের অনেক আশীর্বাদ। এই video দেখে আমার চোখেও আনন্দ অশ্রু ভরে উঠেছে।
Khub bhalo lagalo.Tomrra prabhur kripa peyecho. God bless you Jay ma jaytusritamkrishna 🙏♥️
আপনারা সত্যিই ভাগ্যবান, কষ্ট করিলেই কেষ্ট মিলে, আরওএগিয়ে যান। আপনাদের অনেক অনেক শুভ কামনা।
খুব ভাল লাগল। ইশ্বর আপনাদের সাথে আছে ।ভাল থাকবেন।
খুব ভালে লাগলো। তিনিই স্রস্টা, তিনিই পালন কর্তা। ভালো থাকুন 🙏
খুব সুন্দর!মন শান্ত হয় এই দর্শনে!প্রণাম❤🙏🏻...
Osadharon.... shotti hoy.......
Apurba legeche...apnara khuby Bhagyaraj.
ভিডিওটা দেখতে দেখতে চোখ থেকে জল গড়িয়ে গেল। আপনারা অনেক ভাগ্যবান। শৌভিককে উনিই পাঠিয়েছেন, নাহলে এই হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে উনি এত বছর পরে কিভাবে খুঁজে পেলেন।
সত্যিই তাই । এটাই অনেকে বুঝতে চায় না । সেদিন ওইভাবে দর্শন না হলে আমাকে শূন্য হাতেই হরিদ্বার ফিরে আসতে হতো ।
Anak bachat aga dechachilam apnar video decha monta vora galo