মানুষ চিনবেন কীভাবে ।। বিয়ে করবেন কাকে ।। মানুষ চেনার ৪টি বৈজ্ঞানিক উপায় ।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • মানুষে চেনার বৈজ্ঞানিক কোন উপায় আছে? বন্ধু নির্বাচন। বিয়েতে হলে ভুল, সারা জীবন দিতে হয় সেই ভুলেরই মাশুল। বিয়ে করবেন কাকে? বিয়ে করবেন না কাকে? কার সাথে চলবেন না? কে আপনার সর্বনাশ করবে পারে? বিয়ে, চাকরি, সমাজ সংসার সর্বত্র মানুষ চেনা চাই।
    তো মানুষ চিনবেন কীভাবে?
    বিখ্যাত DISC মডেলের আলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজভাবে বিশদভাবে মানুষ চেনার উপায় বলা আছে । আপনার সাথে মিলবে নাকি মিলবে না - তা জানতে পারবেন এই ভিডিও থেকে।
    relationships, husband-wife relationships, how to get a good job in Bangladesh, mental health, positive parenting, tips, happy marriage, marriage, how to spot a liar, divorce, relationship, relational crisis. relationship crisis, break up, How to be happy in life, life partner in islam, marriage islam, how to get a good job in Bangladesh, mental health, positive parenting,
    বিয়ের আগে যা জানতেই হবে, বিয়ে করার নিয়ম, বিয়ে করার সঠিক সময় কখন, বিয়ে করার জন্য কি কি প্রয়োজন, বিয়ে করার আগে করণীয়, বিয়ে করার পরে কি করতে হয়, ইসলামে বিবাহ, স্বামী-স্ত্রী
    Music: TH-cam Audio Library
    Dreamland by Aakash Gandhi
    জীবনকে বদলানোর, স্মার্ট হওয়ার এত সহজ উপায় এই দুনিয়াতে আর নেই। জীবনে প্রতারিত না হতে চাইলে, জীবনে ভালো থাকতে হলে, ভোগান্তি কমাতে হলে আপনার চারপাশের মানুষদের Type জানতে হবে।
    Please visit to get all materials 100% Free: teccareertalks...
    Also, you can get all materials, and vocabulary books free in Telegram.
    Please follow us on Telegram: t.me/englishcarbd
    #people #understanding #marriage #relationship #relationshipgoals #career #successmindset #successmotivation #inspirational #knowledgeispower #influencers

ความคิดเห็น • 889

  • @learnenglishbybangla
    @learnenglishbybangla  4 ปีที่แล้ว +90

    বিয়ে করেছেন না করবেন? প্রেমে পড়েছেন না প্রেমে পড়বেন? চাকুরি করছেন না করছেন? সব কিছুর জন্য মানুষ চিনতে হবে, ভুল হলে সর্বনাশ। এই ভিডিওটি দেখলে যে কোন মানুষ ঠিকভাবে চিনতে পারবেন।

    • @shymsundhorsarkar9459
      @shymsundhorsarkar9459 3 ปีที่แล้ว +6

      Apnar whatsapp number dinto

    • @eternalbliss3573
      @eternalbliss3573 3 ปีที่แล้ว +2

      Sir, I এর পূর্ণ রূপ কী???

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +9

      Influential. Thank you so much.

    • @shafiqulislamshafiq1045
      @shafiqulislamshafiq1045 3 ปีที่แล้ว +1

      আমাদের বাংলাদেশে মিথ্যাকে প্রতিষ্টিত করার জন্য ডি
      শব্দের কাজ করে।

    • @zubaidabizu8978
      @zubaidabizu8978 3 ปีที่แล้ว +2

      @@eternalbliss3573?

  • @bibek3793
    @bibek3793 3 ปีที่แล้ว +18

    I must say, “you have chosen a very strong subject”..... younger generation and parents must watch.....

  • @anwarhossen9058
    @anwarhossen9058 3 ปีที่แล้ว +73

    জানলাম তবে অনেক দেরিতে, যখন সব কিছু শেষ, যাই হউক নতুন কিছু শিখলাম, যা অনেক তথ্যবহুল। আপনাকে অনেক ধন্যবাদ।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +9

      আপনাকেও অনেক ধন্যবাদ। প্রতিদিনই তো আমাদের মানুষের সাথে যোগাযোগ করতে হয়। প্রতিদিনই আমরা মানুষ বুঝে কথা বলা, কাজ করা, পাশে থাকা, পাওয়া, দেয়া সবকিছুই প্রতিদিনই একটু একটু করে কাজে লাগাতে পারি।

    • @shahidarahmanmunney3079
      @shahidarahmanmunney3079 3 ปีที่แล้ว +3

      আমিও,,,,

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +3

      অনেক অনেক ধন্যবাদ।

    • @nusrathuq7086
      @nusrathuq7086 3 ปีที่แล้ว +2

      😂🤣🤣😂

    • @what_legend
      @what_legend 3 ปีที่แล้ว +1

      @@learnenglishbybangla Thanks a lot . I Like your video so much stay safe

  • @sultanajahan6636
    @sultanajahan6636 4 ปีที่แล้ว +9

    This video is very helpful. It is good that people are watching it. এই ভিডিওটি হাজার হাজার মানুষের দরকার।

  • @learnenglishbybangla
    @learnenglishbybangla  3 ปีที่แล้ว +25

    ভালোবাসার মানুষ হোক আর অফিসের বস হোক বা যেই মানুষই হোক না কেন, যার সাথেই আমরা যোগাযোগ করতে চাই না কেন, প্রতিটি মানুষের টাইপ জানতে হবে। টাইপ জানতে পারলে তার সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে, কার্যকরী হবে। মানুষের টাইপ না যেনে তার জন্য কোন সমাধান অনেক সময় ভালোর চেয়ে খারাপ করে। প্রতিটা মানুষই আলাদা। তার ধরণ জানতে পারলে জীবনে অনেক দ্বন্দ্ব কমে যাবে, সমাজ অনেক সুস্থ হবে।

  • @jahangirmolla1430
    @jahangirmolla1430 3 ปีที่แล้ว +12

    একজনের মাঝেই এই কটা চরিত্র থাকা সম্ভব যেমন আমি, আমার মাঝেই আমি এক এক সময় এক একটা চরিত্রের উপস্থিতি দেখতে পাই ।

  • @Abdullahskbd
    @Abdullahskbd 2 ปีที่แล้ว +2

    আমি অদ্ভুতভাবে মানুষের সাথে কিছুক্ষণ কথা বললে বুঝে ফেলি যে মানুষ টি কেমন হতে পারে। আর সত্য নাকি মিথ্যা বলছে বুঝে ফেলি আর প্রায় নব্বই ভাগ সত্য হয়। আমি নিজেই অবাক হয়ে যায়।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  2 ปีที่แล้ว +1

      Great

    • @Abdullahskbd
      @Abdullahskbd 2 ปีที่แล้ว +1

      @@learnenglishbybangla কিন্তু এটা নিজেকে ভালো থাকতে দেয়না।

  • @abutahermuhammad510
    @abutahermuhammad510 3 ปีที่แล้ว +23

    পুষ্প আপনার জন্য ফুটেনা। আসুন আমরা সকলের জন্য নিজেকে নিবেদিত করি। মহান আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবেন।

  • @saidulhoquekhansujon814
    @saidulhoquekhansujon814 4 ปีที่แล้ว +6

    খাজা ভাই, অনেকদিন পরে আপনাকে শুনছি। মনে হলো আপনার সামনেই বসে শুনছি। আপনি অনেক ভালো বলেছেন ভাই। আপনার প্রতিটি বক্তব্য অনুসরণীয়।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +4

      আপনি ভালো মানুষ। সব সময়েই পাশে আছি। চেষ্টা করছি ভালো কিছু করার। দোয়া করবেন।
      আর এই ভিডিওটি অনেকের দরকার। বিশেষ করে জেলা শহরে বা বিভাগীয় শহরেও এই ধরনের খুবই #সহায়ক স্কিলসগুলো মিস করে। জানানোর মানুষ কম।
      আপনি তাদের জানাবেন, শেয়ার করবেন। বহু মানুষের এতে উপকার হবে।
      দুনিয়া থেকে আমরা সবাই চলে যাবো। যাওয়ার আগে যতটা মানুষের কল্যাণ করে যেতে পারি, ততোটাই মঙ্গল

    • @saidulhoquekhansujon814
      @saidulhoquekhansujon814 4 ปีที่แล้ว

      ইনশাল্লাহ ভাইজান। আমি সবসময়ই ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করি।

  • @mahbubulhasan1807
    @mahbubulhasan1807 3 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম স্যার । আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাঝাকুমুল্লাহ খইরন। খুবই কল্যাণকর বিষয়। ছাত্র-ছাত্রী সহ সকল মানুষেরই এই বিষয়ে(DICS) আমল করা প্রয়োজন, l_Type হওয়ার চেষ্টা করা। মহান আল্লাহ্ তায়ালা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @zahidhasan4925
    @zahidhasan4925 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ, নিজেকে নতুন করে নিজের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  2 ปีที่แล้ว +1

      আপনার এই সুন্দর কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে। অনুপ্রেরণা দেয়ার মানুষ খুব বেশি হয় না। আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

  • @EnglishWithNinabd
    @EnglishWithNinabd 4 ปีที่แล้ว +17

    এই ভিডিওটি একদিন হাজার হাজার মানুষ দেখবে। জীবনের সিদ্ধান্ত গ্রহণে মানুষ চেনা খুব জরুরি। এখানে যেভাবে বলা হয়েছে, তাতে আমরা অনেকটাই মানুষকে নতুন করে জানতে পারবে।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      আপনার কথা সত্যি হচ্ছে। এটি হাজার হাজার মানুষই দেখছে। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @helaluddin1361
    @helaluddin1361 3 ปีที่แล้ว +3

    আমার মাঝে I ও C ক্যারেক্টারের মিল আছে। Thanks bro

  • @alien-human369
    @alien-human369 3 ปีที่แล้ว +1

    আপনার ব্যাখ্যাটি সহজ সরল ও খুবই মাধুর্যপূর্ণ। ভালো লেগেছে। ধন্যবাদ।
    "সচেতনতা ও বুদ্ধিমত্তা মানুষকে অভিযোজিত হতে সহায়তা করে"
    🙏,আমি মনে করি, মানুষকে অল্প সংখ্যক টাইপ এ নির্বাচন করলে, ভুল হবে।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @mouddin3892
    @mouddin3892 3 ปีที่แล้ว +5

    Very good concepts. It works for the known people . But when u try to make a relation with a new one ,it takes time to know each other .but sometimes we don't get enough time, and we did a great mistake which makes miserable our rest life.

  • @sulatachakraborty4908
    @sulatachakraborty4908 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো দাদা।অনেক কিছু শিখলাম।কিন্তু নিজের মানুষ গুলো যখন আঘাত দেয়,ক্ষতি করে,তখন মনে হয় আপন মানুষেরাই যখন এইরকম করে,তখন অন্য জন করলে আর ক্ষতি কি।তবে আমি আপনার ভিডিও দেখে খুব অনুপ্রাণিত হলাম।এইরকম ভিডিও আরও দেখতে চাই।আপনি ভালো থাকবেন দাদা🙏🙏🙏🙏

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      এত সুন্দর করে লিখেছেন, অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mahmudaibnat6748
    @mahmudaibnat6748 3 ปีที่แล้ว +2

    Egulo sob baccha der jonno. Job songsar suru korar por C type er manush seka khete khete aste aste D type hoye jay tarpor aste aste S type hoye jay. Sobai I type hote chay but Ultimately sobay mixed type hoye jay. Ekek jon ekek somoy ekek manusher sathe ekek rokom achoron kore.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      অনেক সুন্দর করে বলেছেন। অনেক অনেক ধন্যবাদ।

  • @abutahermuhammad510
    @abutahermuhammad510 3 ปีที่แล้ว +8

    A good Muslim & believer is the best for a life partner. He or she will not fraud/cheat partner. According to Islam you must see below 4 criteria but not compromising number( 1). It is must. Other options are bonus:
    ★ Righteous
    ★ Family Background
    ★ Looks
    ★ Wealth

  • @hridoynandi6522
    @hridoynandi6522 3 ปีที่แล้ว +7

    Thank you sir for valuable topic. It is very important for this time and forever.

  • @md.jamilhossen2412
    @md.jamilhossen2412 4 ปีที่แล้ว +10

    I'm thinking that you are a person of I character.
    Thank you so much for your valuable teaching.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +3

      What a great complement! Thank you so much. your comment inspires me. Leaders inspire others. You are a leader too.

  • @casperqueen7946
    @casperqueen7946 3 ปีที่แล้ว +4

    I am the combination of C & I, and he is fully type I & sometimes also behaves like D.
    First it was difficult to maintain relationship with him,but now i feel happy.Because i can clearly make him out.

  • @farjanayeasmin5311
    @farjanayeasmin5311 ปีที่แล้ว +1

    Ki sundor alochona.onek onek valobasa apnar jonno.doa roilo Allah apnake sustho rakhun sob somoy.onek guruttopurno alochona

  • @roysaswati7027
    @roysaswati7027 3 ปีที่แล้ว +5

    অসাধারণ ভিডিওটি। অনেক কিছু জানতে পারলাম, Thanks for You.

  • @publicplace7577
    @publicplace7577 3 ปีที่แล้ว +8

    ধন্যবাদ স্যার । আমি কোন দিন কাউকে মন থেকে স্যার বলিনি । কারন সবার মাঝেই দেখেছি নিজেকে বড় করার জন্য সবাই ছদ্দবেশ ধরে। আর সেই জন্যেই আমি কোন দিন কাউকে মন থেকে স্যার বলে ডাকিনি । কিন্তু আজকে কেন যেন আপনাকে স্যার বলতে ইচ্ছা করছে। স্যালুট স্যার???????????

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      আপনার জন্য মন থেকে অনেক ভালোবাসা থাকলো। ❤️❤️

    • @wahidasaifunnesa6051
      @wahidasaifunnesa6051 3 ปีที่แล้ว

      মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য্যশীল হতে সাহায্য করুন আমীন।

  • @ascrafts1311
    @ascrafts1311 3 ปีที่แล้ว +4

    বাহ খুব ভাল বললেন😆
    তবে যারা সংসার জীবনে S character এর হয়ে অন্যের কাঁছে I character সেজে থাকে তাদের কোন শ্রেনীতে ফেলা উচিত জানাবেন প্লিজ।

  • @riponahmad9195
    @riponahmad9195 4 ปีที่แล้ว +6

    sir , Assalamu alikum .amar akta question ta holo, kew ki ecche korle nijeke change korte parbe na asolei seta genetics goto chaileo change korte parbena ? please janaben.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว

      Change is possible. Total change may not be possible, like anger. With training, education we can control our anger. Ability to control is also a change.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment.

  • @asmazumder5920
    @asmazumder5920 3 ปีที่แล้ว +4

    I'm from India. I like this. Thanks

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      It’s a great pleasure to listen from you. You are most welcome.

    • @asmazumder5920
      @asmazumder5920 3 ปีที่แล้ว +2

      @@learnenglishbybangla
      Thank you again and I hope you will give us more useful valuable video gifts

  • @jadobroy1510
    @jadobroy1510 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ প্রিয় স্যার।সুন্দর এবং প্রয়োজনীয় তত্ত্ব সম্বলিতএকটি উপস্থাপনার জন্য।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য।

  • @shawonsutradhar8109
    @shawonsutradhar8109 2 ปีที่แล้ว +1

    Thanks sir, I learned a lot.

  • @miahannan7517
    @miahannan7517 4 ปีที่แล้ว +8

    আসসালামু আলাইকুম স্যার,,, খুবই ভালো লাগছে,,, আপনার আলোচনা।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই সুদনর মন্তব্য আমাদের অনুপ্রাণিত করছে।

  • @tahminaakther3853
    @tahminaakther3853 ปีที่แล้ว +1

    স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    খুব ভালো একটি তত্ত্ব দিলেন।

  • @poloktalukder4741
    @poloktalukder4741 3 ปีที่แล้ว +1

    I am a communication student and love your efforts for what you are doing.Thanks.

  • @MdSakib-hy9hl
    @MdSakib-hy9hl 3 ปีที่แล้ว +5

    "A Leader is a dealer of hope"
    Only Leadership right thats powerful attitude will help our poor condition.
    Nice,
    I didn’t know u but tremendous video it is!
    Provide more.
    Thank u, sir.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      Thank you so much. Your marvellous comment inspires a lot.

  • @hamidsk3605
    @hamidsk3605 3 ปีที่แล้ว +5

    Congratulation. Dear. Sir. I. Follow ur. Lecture. Be. Attentive.

  • @krishnabasukamal1422
    @krishnabasukamal1422 3 ปีที่แล้ว +5

    Appreciate ur effort . Simple rule of life grow urself and help to grow others.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      Your excellent comment motivates me to do more good things for people. Thank you so much.

  • @swapana4532
    @swapana4532 3 ปีที่แล้ว +1

    Thanks. Which Character is best for 'I' Character?

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      'I' type people can manage any type of people. People are mixed type. I type people may hap certain percentage of C, D, of S and every type is like that. If I is with good percentage of C, they can deal C very well. and so the others in the same way. 'Which character is the best for I type' - you can find it easily which other percentage in I are.

    • @swapana4532
      @swapana4532 3 ปีที่แล้ว +1

      Thanks for Your response, Regards.

  • @amitdus326
    @amitdus326 4 ปีที่แล้ว +6

    This is 1st time I'm watching your video. It's really helpful. Thanks a lot.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +1

      Thank you so much. Your comment inspires me.
      DISC model helps us many ways. I have learned it after 35! so sad!
      Our young generation should learn it before 25.

  • @charlesdas2367
    @charlesdas2367 2 ปีที่แล้ว +1

    PLS IMPROVE SOUND QUALITY FOR CLEAR listening.

  • @ninaskitchen9580
    @ninaskitchen9580 3 ปีที่แล้ว +1

    Excellent video. Thank you for sharing such valuable knowledge. I have never get such an complete video with every details.

  • @tonmoyrana6739
    @tonmoyrana6739 3 ปีที่แล้ว +1

    good vedio, thank you, you are my boss. thank you very much.

  • @mamun151079
    @mamun151079 3 ปีที่แล้ว +2

    আপনার কথাগুলি ইউনিভার্সেল, কিন্তু সমস্যাটা হলো, বিয়ের ক্ষেত্রে এভাবে যাচাই-বাছাই করে বিয়ে-শাদী সম্ভব হয় না। আসলে এইসব ক্ষেত্রে যদি সবকিছু যাচাই-বাছাই করে অংক করে করা সম্ভব হতো, তাহলে পৃথিবীতে এতো আশান্তি থাকত না।
    আরেকটা বিষয় হল, কিছু কিছু মানুষ মিশ্র ক্যারেক্টারের, যেমন আপনি যে ক্যারেক্টার গুলির কথা বললেন, কিছু মানুষের মাঝে তার একটা আছে, কারো মাঝে আবার তার দুইটা ক্যারেক্টার মিল আছে, কারো মাঝে আবার তিনটা মিল আছে, কারো মাঝে আবার চারটাও মিল থাকতে পারে, সবাই কিন্তু একরকম হয় না।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      অনেক সুন্দর করে লেখার জন্য অনেক ধন্যবাদ।
      শেষের কথাগুলো পুরোপুরি ঠিক আছে। সবার মধ্যেই মিশ্র আছে। যেটি বেশি থাকে, সেটিই তার টাইপ।
      আর প্রথম অংশে বলতে গেলে, আজকাল তো ছেলেমেয়েরা প্রচুর মেলামেশার পরেই বিয়ে করে। আগের দিন তো বদলে গেছে। চাইলে তো এখন যাচাই বাছাই করা সম্ভব।

    • @mamun151079
      @mamun151079 3 ปีที่แล้ว +1

      আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক গবেষণা করে কথাগুলি বলেন।
      তবে পরের বিষয়টিতে আমরা উৎসাহিত না করি। কারণ ইসলামের সীমানার মধ্যে থাকাটাই মানুষের জন্য কল্যাণ।

  • @md.abdullah6465
    @md.abdullah6465 3 ปีที่แล้ว +5

    Thank you sir for your valuable information.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      You are most welcome. Your thanks inspire me.

    • @mahirahmed2100
      @mahirahmed2100 3 ปีที่แล้ว

      Vai Amar Jebona s Namar manosh amar jebon nostokorsa amar 2 salaer marina baca ace

  • @md.nuraalam6654
    @md.nuraalam6654 4 ปีที่แล้ว +5

    you r really great sir...This is a good suggestion for every body.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +1

      Your comment inspires us. Thank you so much and please be with us.

  • @jahanarashely9952
    @jahanarashely9952 3 ปีที่แล้ว +1

    Bhaiya very useful post.

  • @sanzidaafrin8506
    @sanzidaafrin8506 4 ปีที่แล้ว +4

    I caracter ar hola, secrifice. Korta korta sas, onk a to somay a use kora.. Toba onk somman pouya jay.... Thanks sir..☺

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว

      আপনার প্রতিটা বাক্য ঠিক আছে।

  • @ahsanhabibsourav
    @ahsanhabibsourav 3 ปีที่แล้ว +3

    What is full definition for I ?? Its like i mean D for direct...

  • @abedulmawlaabed6814
    @abedulmawlaabed6814 2 ปีที่แล้ว +1

    A lot of thanks !

  • @mahfuzurrahman1998
    @mahfuzurrahman1998 3 ปีที่แล้ว +1

    Searching this kinds of lecture for long time.. Thanks for your lecture.. And it’s the best applying lecture ever in man's life.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      You are most welcome. Your excellent comment inspires me a lot.

  • @user-ws3tu2zc5b
    @user-ws3tu2zc5b 3 ปีที่แล้ว +3

    ভাই ধন্যবাদ অনেক জীবন ঘনিষ্ঠ একটা ভিডিও বানিয়েছেন।I Character মানুষ গুলোকে শুধু সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বোপরি সকলেই শুধু ব্যবহার করে। তাদেরকে কেউ বাঁচতে দেয়না । আমি আমার বাবার জীবন এবং আমার জীবন দিয়ে দেখেছি এবং আমাদের জাতীয় জীবনে দেখেছি বঙ্গবন্ধু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন দিয়ে। আমাদের জাতীয় জীবনের এই দুই আই চরিত্রের মানুষই এই জাতির জন্য নিজেদের জীবনকে কোরবানি দিয়ে গেছেন কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের জাতির এক বিরাট সংখ্যক মানুষ ই এদেরকে খুব মন্দ ভাষায় গালিগালাজ করে।তাই আমাদের দেশে আই চরিত্রের মানুষের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে। সত্যিই আমরা বড় দূরভাগা জাতি।

    • @wahidasaifunnesa6051
      @wahidasaifunnesa6051 3 ปีที่แล้ว

      শতভাগ সত্য কথা। শুভকামনা রইলো আপনার জন্য।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      আপনার জন্যও অনেক শুভকামনা থাকলো।

  • @marufhasan8418
    @marufhasan8418 3 ปีที่แล้ว +1

    আমি অনেক সেক্রিফাইস করি,কাউকে কড়াভাবে কথা বলি না বললেউ পরে নিজে কস্ট পাই কেনো তারে বললাম না বললেউ ত চলত,নিজের ভুল স্বীকার করি, আমি ভুল না করলেউ যদি কেউ আমারে কড়া ভাবে কথা বলি আমার মন খারাপ হয়ে যায়,কারো সাথে ঝগড়া করে থাকতে পারি না(ভালো লাগে না ঝগড়া করতে),অভিযাগ খুবই কম করি, যেটা সঠিক সেটা মেনে নেয় সেটা আমার বিপক্ষে গেলোই।
    তাহলে আমি কোন টাইপ এর মানুষ???
    প্লিজ বলবেন স্যার

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      80% C+20% I (আপাতত মনে হচ্ছে)। অনেক ধন্যবাদ।

  • @mohammedhossain5
    @mohammedhossain5 3 ปีที่แล้ว +1

    ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
    ভাই আপনাকে অনেক ধন্যবাদ,
    শুচিন্তিত বিষয় নিয়ে সুন্দর ও গ্রহনযোগ্য বিশ্লেষন তুলে ধরার জন্য!!
    ইহা সবাই মনোযোগসহকারে দেখা এবং
    বুঝা উচিত বলে মনে করি। আপনার দীর্ঘ জীবন কামনা করি। আল্লাহ আপনার সহায় হউন। আমিন।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ আপনার মঙ্গল করুন। অশেষ ধন্যবাদ।

  • @sitalkumardas3258
    @sitalkumardas3258 ปีที่แล้ว +1

    Thank You Sir.

  • @nazmulhassan521
    @nazmulhassan521 4 ปีที่แล้ว +6

    আমাদের পারিপার্শ্বিক জীবনে তিন ধরনের লোক দেখতে পাওয়া যায় কিন্তু আই টাইপের লোক এখন আর দেখা যায় না!

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +2

      আসলেই তাই। আই টাইপের লোক আমাদের অনেক লাগবে।

  • @labiba-lubabaeducationfami9657
    @labiba-lubabaeducationfami9657 3 ปีที่แล้ว +1

    This is khaja বলাটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি।

  • @chaitalimitra1788
    @chaitalimitra1788 3 ปีที่แล้ว +1

    Onekkkk dhannyobad Sir. Ak Dadar comments er Moto aamio bolbo jaanlam but onek derite, kintu er saathe ei vebe aanondo hocche je deri holeo onek Kichu jaante to parlam. Jeta onek kaaje laagbe. R aapni khubb sundor kore bakkhya korechen. 🙏👍

  • @jerinhumaira2810
    @jerinhumaira2810 4 ปีที่แล้ว +7

    Sir,,,,,,,,MARVELLOUS...... Thank you 😊😊😊

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว

      Thank you so much for your inspiring comment. Please share with your favourite persons.

  • @mdnuralomkhanjoy7893
    @mdnuralomkhanjoy7893 3 ปีที่แล้ว +1

    Sir, according to your words, match with, ' i

  • @mojammelmojammel9286
    @mojammelmojammel9286 2 ปีที่แล้ว +1

    ভালোবাসা অবিরাম খাজা ভাই

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  2 ปีที่แล้ว

      নিরন্তর ভালোবাসা আছে, থাকবে। এই চ্যানেলটি তৈরি করেছি গ্রাম পর্যায়ের ছেলেমেয়ে, তরুণ পেশাজীবীরাও যেন উপকৃত হতে পারে। তাদের কাছে একটু পৌঁছে দিবেন।

  • @dipmondal2130
    @dipmondal2130 3 ปีที่แล้ว +1

    Very very useful information.... এটা আমার সারাজীবন কাজে লাগবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জীবনে এগিয়ে যান, শুভকামনা থাকলো।

  • @shibuhalder225
    @shibuhalder225 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @md.nazmulhossain836
    @md.nazmulhossain836 3 ปีที่แล้ว +4

    আমার মধ্যে এ ৪ টাইপ-ই আছে;লাইফের বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      অসাধারণ। অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য।

    • @md.nazmulhossain836
      @md.nazmulhossain836 3 ปีที่แล้ว +1

      @@learnenglishbybangla ধন্যবাদ

  • @sweetmangojeko7212
    @sweetmangojeko7212 3 ปีที่แล้ว +4

    ভিডিও ও ভয়েস কোয়ালিটি আরো একটু ভালো করতে পারেন। শুভ কামনা রইল 💝

  • @mintukumarshil9217
    @mintukumarshil9217 3 ปีที่แล้ว +5

    সুন্দর হলো, কথা গুলো সত্য,

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      আপনাকে অনেক ধন্যবাদ ❤️

  • @user-qt8li2ef2h
    @user-qt8li2ef2h 3 ปีที่แล้ว +3

    Aslmuaikum,very nice ,now I fully understand ND enjoy,this,,thank u so much, jakulah kairan,

  • @naonrioy9490
    @naonrioy9490 3 ปีที่แล้ว +1

    Good information for them who did not still marry.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      বিয়ে ছাড়াও তো মানুষ চিনতে হয়!

  • @dollyrehana113
    @dollyrehana113 3 ปีที่แล้ว +4

    সবার আগে নিজেকে চিনে,জেনে বুঝে নিয়ে নিজেকে তৈরি করতে চাওয়া?

  • @dhrobonil
    @dhrobonil 4 ปีที่แล้ว +5

    This is the best tool for #people management.

  • @dailyexpress3660
    @dailyexpress3660 3 ปีที่แล้ว +20

    কিছু করার নাই।কারন যাচাই করে তো বিয়ে করা যায় না।

    • @pabitrapaul371
      @pabitrapaul371 3 ปีที่แล้ว +2

      এত যাচাই করতে গেলে বিয়ে হবে না

    • @amanullah9493
      @amanullah9493 3 ปีที่แล้ว

      @@pabitrapaul371 ল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্ল)ল্লল্ল))ল্লল্লল্ল)))))ল)))ল)ল্ল))ল্লল্লল্লল্ল)ল্লল))ল্লল্লল্লল্ল)ল্ল))ল)ল্লল্লল্লল্লল)))য়

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      ?

  • @mstsuraya4574
    @mstsuraya4574 3 ปีที่แล้ว +1

    আমার মধ্যে তো এই চার টা গুণই রয়েছে 🙂 মানুষ বুঝে এক এক রকম ব্যবহার করি,, কিন্তু আমি কেউ কিছু বললে আগে অনেক বেশি চিন্তা করতাম এবং কষ্ট পেতাম,,,

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ। আশা করছি এখন অত কষ্ট পান না।

  • @sanzidaafrin8506
    @sanzidaafrin8506 4 ปีที่แล้ว +5

    Apnar kotha gulo onk valo laglo..badtob sotto...

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি, ভালো লাগলে অন্যদেরও জানাবেন।

  • @nowrin1228
    @nowrin1228 3 ปีที่แล้ว +3

    ভিডিও দেখে বুঝলাম আমি সি টাইপের।।।।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      ইমোশন একটু নিয়ন্ত্রণে রাখা জীবনের জন্য ভালো।

  • @md.asadullaholi
    @md.asadullaholi 3 ปีที่แล้ว +1

    Thank you very much, sir.

  • @mehadihasan6466
    @mehadihasan6466 3 ปีที่แล้ว +1

    Very good idea 💡 Thanks for Real 👍 Scientific News

  • @MDSAGOR-pj4tb
    @MDSAGOR-pj4tb 3 ปีที่แล้ว +3

    Sir assalamu alaikum .....apnr video ta onk vlo lagche ...onk kichu janlam sik lam thanks.....

  • @AnowarHossain-cy8tx
    @AnowarHossain-cy8tx ปีที่แล้ว +1

    Thank you sir

  • @suvrosachin1726
    @suvrosachin1726 3 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আপনাকে, মূল্যবান তথ্য জানলাম....

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @shyamadebbarma9286
    @shyamadebbarma9286 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @RakibHasan-sn5il
    @RakibHasan-sn5il 3 ปีที่แล้ว +4

    Thank you so much. vary vary important

  • @tulizebunnaharnoor6985
    @tulizebunnaharnoor6985 3 ปีที่แล้ว

    আমি নিজের ভাব প্রকাশে ক্ষেত্র সবসময় সমস্যায় পরি।যার জন্য নিজেকে নিয়ে বিশন্নতা থাকতো। কারন আমি তাদের মূল্যায়ন কে গুরুত্ব দিতাম যারা আমাকে গুরুত্বহীন করতে সদা তৎপর ছিল।
    আপনার কাছ থেকে জেনে ভাল লাগল।দোয়া করবেন। দেখা যাক সামনে কতটা জয়ীতা হই।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว

      অনেক শুভ কামনা থাকলো। নিশ্চয় পারবেন।

  • @samarbhattacharjee689
    @samarbhattacharjee689 3 ปีที่แล้ว +2

    Very important think.please repret again thank you very much.

  • @sagorsk9161
    @sagorsk9161 ปีที่แล้ว +1

    Alhamdulillah amar moddhe I, collector ache🥰🥰

  • @MdMonirHossain-fu7iv
    @MdMonirHossain-fu7iv ปีที่แล้ว

    Would you please provide me your valuable book name of this lecture behind. Excellent vedio of yours.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  ปีที่แล้ว

      This is based on the famous DISC model. Just give a search on the internet.

  • @DinIslam-oy8lb
    @DinIslam-oy8lb ปีที่แล้ว +1

    Verry good concept

  • @sh3071-s8b
    @sh3071-s8b 3 ปีที่แล้ว +1

    Dear,Sir
    I say to respectfully that I like you and following. Because, I love and happy to learn others people and my friends. There people love and happy to learn others people i like and following this people. Your trips is great change in our life.
    Thank you❤️

  • @aditiroy3391
    @aditiroy3391 3 ปีที่แล้ว +1

    The video is an eye opener. Thanks dada for such informative content. Best wishes from India.

  • @nazmulislamsaikat1086
    @nazmulislamsaikat1086 3 ปีที่แล้ว +2

    খাজা ভাই, আপনার ভিডিওর জন্য ধন্যবাদ অনেক। সাউন্ড কোয়ালিটি আরো ভালো হওয়া প্রয়োজন। এদিকে একটু খেয়াল রাখবেন আশা করি।
    ইতি,
    আপনার এক ছোট ভাই।

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করছি। ❤️❤️

  • @mdjibon384
    @mdjibon384 3 ปีที่แล้ว +2

    sir nice your think, rights you r, Thank for the all, sir i corrector people now is very value lass all the people and is very sad for our future. Thank you sir please sir pray for me.

  • @csnoor12
    @csnoor12 3 ปีที่แล้ว +3

    4 Types ! D I S C model ; Direct , Stabilizing , Convenience, I character _ leadership

  • @mainuddin9460
    @mainuddin9460 3 ปีที่แล้ว +3

    অসাধারণ স্যার,,,অসংখ্য ধন্যবাদ,,,, I will try

  • @anowarahaque4799
    @anowarahaque4799 3 ปีที่แล้ว

    Amar moddhe (i) ar lokkhon onek ace and (D)ar kicu lokkhon ace ...manuske valo rakhte giye ,onner kotha khub besi vabi bole ami onek problem ar moddhe pori...r d ar moto ami jeta sotto setai bole feli manuske ar jonno dekheci oneker mon kharap hoye jay..tai sorasori bolar obvasgulo aktu holeo dur korar chesta korteci.Thank's

  • @suvroroy8787
    @suvroroy8787 3 ปีที่แล้ว +2

    Ato valo manus TH-cam a prothom dekhlam sir, valo thakben

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      আপনার এত সুন্দর মন্তব্য অনেক ভালো লাগলো। ভালো থাকুন সব সময়।

  • @clickiphone6576
    @clickiphone6576 3 ปีที่แล้ว +6

    চিনলাম তিন বছর দেরি হয়ে গেল,আমাকে ব্যবহার করে সে বিয়ের কাজটা আদায় করে নিল,🌹😭

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +5

      আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

    • @mohamad8976
      @mohamad8976 3 ปีที่แล้ว +1

      আমার একই সমস্যা

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +2

      এই ভুল থেকে শিখে এগিয়ে যেতে হবে। একই ভুল আশা করি আর হবে না।

  • @Pk45270
    @Pk45270 2 ปีที่แล้ว +1

    Excellent !

  • @aktarulmondal1079
    @aktarulmondal1079 2 ปีที่แล้ว +1

    Full form of '"I" character.

  • @afsanamunny8297
    @afsanamunny8297 3 ปีที่แล้ว +6

    যার ভিতর নিজের পরিবারের জন্য বিন্দুমাত্র প্রেম ভালবাসা দ্বায়িত্ব বোধ নেই সর্বদা ক্রেজি সে কোন টাইপের লোক ?

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  3 ปีที่แล้ว +1

      D+S

    • @dailyexpress3660
      @dailyexpress3660 3 ปีที่แล้ว +7

      বোন কেউ কারো নয়,নিজেকে নিজে মূল্য দিতে হবে।ভালোবাসতে হবে।

    • @afsanamunny8297
      @afsanamunny8297 3 ปีที่แล้ว

      মানুষ চিনতে চেষ্টা করেছিলাম। ভাবলাম যার বর্ননা দিলাম সে কোন টাইপের মধ্যে পড়ে। তাহলে বাকি দিন গুলি ভালো ভাবে কিভাবে পার করা যায় তার একটা দিক পেতাম যাই হোক....

    • @wahidasaifunnesa6051
      @wahidasaifunnesa6051 3 ปีที่แล้ว

      নিজেই সনাক্ত করুন , তিনি কোন টাইপের। ধন্যবাদ।

  • @sayonahmedte
    @sayonahmedte 3 ปีที่แล้ว

    ধন্যবাদ। চমৎকার আলোচনার জন্য। মানুষ যেমনই হোক সেটা C, D I কিংবা S আমি সবসময় একটা মানুষকে বিবেচনা করি সে কতটা সৎ আর মুমিন। কোন লিডার আমার কাছে অসৎ মনে হলে তার অনান্য গুনের জন্য আমি আমার বোন কিংবা মেয়ের বিয়ে দিবো না কখনো। সে যদি D টাইপও লোক হয় আর সৎ ও মুমিন হয় তাহলে তাকে মেয়ে দিতে আপত্তি থাকবে না।

  • @science.80
    @science.80 3 ปีที่แล้ว +3

    অাপনার কাছে অামার একটা প্রশ্ন অাপনি কোন টাইপি মানুষ?সে সম্পর্কে একটা ভিড়িও দিয়েন।

  • @jenis421
    @jenis421 4 ปีที่แล้ว +9

    No one can think of it. You think.That's why you're progressive.

    • @learnenglishbybangla
      @learnenglishbybangla  4 ปีที่แล้ว

      Please share with you colleagues and favorites persons. It may be helpful for them too to grow as a good professional

  • @rezaurrahman8876
    @rezaurrahman8876 3 ปีที่แล้ว +9

    খাজা বাবা মানুষের মাঝে মিশেই মানুষ চেনা য়ায় ইউটিউব ভিডিও দেখে নয়

  • @mashiurrahman5296
    @mashiurrahman5296 4 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাই। নিয়মিত ভিডিও চাই।