Marriage is first. I married 21 years old. I have half dozen children. I am successfully leading couple life not only with children but also grandchildren too.
দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসেবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)। জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, বন্ধু হিসেবে এমনকি আত্মীয় ও প্রতিবেশী হিসেবে কী করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনাদর্শে। প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) দেখতে কেমন ছিলেন একজন নবীপ্রেমিক মাত্রই জানতে আগ্রহী হয়ে উঠবেন। প্রিয় নবীর আকার-আকৃতি সম্পর্কে অনেক সাহাবি (রা.) থেকে বর্ণনা পাওয়া যায়। ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোত্কৃষ্ট উদাহরণ। সর্বক্ষেত্রে শোভন আচরণের প্রতীক ছিলেন তিনি। হযরত মুহম্মদ (সা.) কে জীবনের সবক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এর মাধ্যমে নবীপ্রেমের প্রকাশ ঘটে। হযরত মুহম্মদ (সা.) কে অনুসরণের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলা সম্ভব হয়। ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (সা.) কেমন ছিলেন তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে। আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) তোমাদের মতো দ্রুত কথা বলতেন না। তিনি এমনভাবে কথা বলতেন যে, কেউ তা (শব্দ সংখ্যা) গণনা করতে চাইলে সহজেই গণনা করতে পারত (বোখারি ও মুসলিম থেকে মিশকাতে)। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) এর মুখ দিয়ে কখনো অশ্লীল কথা, অভিশাপ বাক্য ও গালির শব্দ বের হয়নি। অসন্তোষের সময় তিনি বলতেন, তার কী হয়েছে, তার চেহারা ধূলিমলিন হোক (বোখারি থেকে মিশকাতে)। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) আলুথালু চুলবিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন, তোমাদের কোনো ব্যক্তি নিজেকে কুশ্রী বানায় কেন? অতঃপর তিনি হাতের ইশারায় তার চুল ছেঁটে পরিপাটি করতে বললেন (তাবারানির আল-মুজামুস সগির)। আবদুল্লাহ ইবনুল হারিস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত মুহম্মদ (সা.) এর চাইতে অধিক মুচকি হাসিদাতা আর কাউকে দেখিনি (তিরমিজি থেকে মিশকাতে)। হযরত মুহম্মদ (সা.) এর মেজাজে রুক্ষতাও ছিল না এবং তিনি এতটা উচ্ছলও ছিলেন না যে, সামান্য কথাবার্তায় অট্টহাসিতে ফেটে পড়বেন। বরং এ ব্যাপারে তার কর্মপন্থা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কখনো হযরত মুহম্মদ (সা.) কে অট্টহাস্য করতে দেখিনি যে, তাঁর আলজিভ দেখা যায়। তিনি কেবল মুচকি হাসতেন (বোখারি থেকে মিশকাতে)। হজরত আলী (রা.) তাঁর আকৃতির বর্ণনা দিয়ে বলেন, প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) অত্যধিক লম্বাও ছিলেন না, একেবারে বেঁটেও ছিলেন না; বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির। তাঁর মাথার চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না; বরং মধ্যম ধরনের কোঁকড়ানো ছিল। তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তাঁর চেহারা একেবারে গোল ছিল না; বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল-সাদা সংমিশ্রিত। চক্ষুর বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা লম্বা। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। গোটা শরীর ছিল পশমহীন, অবশ্য পশমের চিকন একটি রেখা বক্ষ হতে নাভি পর্যন্ত লম্বা ছিল। হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু ছিল মাংসে পরিপূর্ণ। যখন তিনি হাঁটতেন তখন পা পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উচ্চ স্থান হতে নিচের দিকে নামছেন। যখন তিনি কোনোদিকে তাকাতেন তখন ঘাড় পূর্ণ ফিরিয়ে তাকাতেন। তাঁর উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুওত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন। বস্তুত তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন (শেষ নবী)। তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দাতা, সর্বাপেক্ষা সত্যভাষী। তিনি ছিলেন সর্বাপেক্ষা কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) জীবনাদর্শ অনুসরণের তাওফিক দান করুন।
আমার বয়স ২৮ সম্প্রতি আমি একটি কলেজে প্রভাষক পদে চাকরি পেয়েছি। বিয়ের অনেক প্রস্তাব আসছে। কিন্তু পরিবারে অনেক ক্রাইসিসের কারণে বিয়ের ইচ্ছা দিন দিন হারিয়ে ফেলতেছি। এই নিয়ে অনেক ডিপ্রেশনে আছি।
অভিনন্দন আপনাকে। পারিবারিক ক্রাইসিস থাকার পরেও আপনি চমৎকার একটি জব পেয়েছেন। এর অর্থ আপনি ক্রাইসিসের মধ্যেও এগিয়ে যেতে পারেন। আশা করছি, আপনার সমাধান আপনি বের করতে পারবেন। একটা ভালো বিয়েও কিন্তু অনেক ভালো সমাধান নিয়ে আসে অনেক সময়।
স্যার আমি বর্তমান অনার্স ফাইনাল ইয়ার আমার বয়স ২৪ বছর,, করোনাই দুইটা বছর শিক্ষাবর্ষ পিছিয়ে গেছে বর্তমান পার্টটাইম একটা জব করি ৮ থেকে ১০ হাজার টাকা স্যালারি পাই বাংলাদেশের যে পরিস্থিতি গ্রাজুয়েট শেষ করে তেমন ভালো জব পাওয়া যায় না ভাল জব পাইতে হইলে ঘুষ হিসেবে মোটা অংকের টাকা দিতে হয় বিনিময় চাকরিটা পাওয়া যায়, এখন আমার বড় ভাই বেরাদার বলতেছে দেশে চাকরি করে ১০-১৫ হাজার টাকা বেতনে বেশি পাওয়া যাবে না এর থেকে বিদেশ যাইতে, এখন স্যার আমার কি করা উচিত পরামর্শটা দিবেন
বড় ভাইরা যে সব সময় সত্যি বলে তা নয়। তারা তাদের মতো করেই বলে। আপনি আরেকটি খোঁজ খবর নিন। স্কিলস বাড়ানো দরকার। আপনি যে ধরনের জব করতে চান, তার জন্য দক্ষতা বাড়ান। আর বিদেশে একবার খেলে আর ফিরে আসা হয় না মানে আর স্থায়ীভাবে ফিরে আর আসা হয় না। সেগুলো ভেবে সিদ্ধান্ত নিবেন। জীবন আপনার, জীবনটা আপনি কীভাবে কাটাতে চান এবং তার জন্য কীভাবে তৈরি হচ্ছেন - তা গুরুত্বপূর্ণ।
এখনকার ছেলেমেয়েদের সেশনজেম নেই। প্রায় সবাই ২২-২৪ এর মধ্যেই পড়া শেষ করতে পারছে। এর পরে চাকরি পেয়ে গেলে বা আয়ের উৎস ঠিক থাকলে বিয়ে করা ভালো। মাঝামাঝিটা ২৫ হলে ভালো হয়। ২০ যেমন ভালো নয়, ৩০ ও ভালো নয়, পরিস্থিতি অনুকূলে থাকলে ২৫ এ বিয়ে করা ভালো। আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই দুই নৌকায় পা রেখে কিভাবে চলবো, যে কোনো একটা সিদ্ধান্ত দেন কোনটা আগে করবো। বাচ্চা যদি ২৭ সে নেই তার মানে বিয়ে করতে হবে ২৪ এয় মানলাম। । কিন্তু আমাদের সমাজে তো লেখাপড়া করেই ২৬ বছর শেষ। আর লেখা পড়া শেষ করে চিন্তা হয় ক্যারিয়ার এর তাহলে তো আরো ৫ বছর গিয়ে দাঁড়ায় ৩১ বছর পরে বাচ্চানেয়ার প্লানিং করতে করতে ৩৪-৩৫ তাহলে, কেমনে হয় আপনার কোথার তো কিছুই বুঝতেছিনা?
যারা আগে থেকে প্লান করে তারা দেখুন কীভাবে এগিয়ে যায়। এখন তো ২২ এর মধ্যে গ্রাজুয়েশন সম্ভব এবং প্রচুর ছেলেমেয়ে গ্রাজুয়েশন শেষ করছে। ২৪-১৫ এ তারা ভালো জব করছে। আগে থেকে প্লান করে সেভাবে এগিয়ে গেছে এত ঝামেলা হবে না। আপনার চারপাশেই তাকান। অনেকেই পারছে। অনেকেই ২৮-৩০ সুন্দর সংসার গড়ে ফেলতেছে। যারা পারছে না, তাদের দিকে বেশি ফোকাস না করে যারা পারছে তাদের দিকেও একটু দেখুন। তারা কীভাবে পারছে? নিশ্চয় আপনিও পারবেন।
স্যার আমি আপনার চ্যানেলের নতুন Subscriber,, স্যার আমি অনার্স ১ম বর্ষের একজন ছাত্র,, স্যার আমি বিয়ে করেছি এখন কি আমি কোনো সরকারি চাকরি পাবো?? মানে বিয়ে করার পর কি সরকারি চাকরি পাওয়া যায়?? অনুগ্রহ করে জানাবেন..
বিয়ে করবেন কাকে? এই নামের ভিডিও আছে আমার। দেখতে পারেন। সেখানে DISC এর বিস্তারিত আছে (D= Direct, I = Influential, S = Stabilizing, C = Conscientious )। আপনার সুন্দর প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর সম্ভব হলে অন্য মানুষদের জানাবেন। এতে অনেক মানুষের উপকার হবে।
আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট একটা ছেলে ভালো একটা সরকারি জব পাওয়া ছেলে হীরের টুকরো। আর একটা বেকার ছেলে মানে সমাজ তথা দেশের বোঝা। আর আমাদের দেশে একটা ছেলে ৭-১৫ টা সরকারি জবে ভাইবা দিয়েও চাকরি হয়না। কিন্তু ওই ছেলেটা ৩০ বছর পূর্ণ হয়ে যায় চাকরি পেতে। তখন ছেলেটা কী করবে স্যার??
এই দুনিয়ায় রিজিকের অভাব নেই। নিজেকে তৈরি করলে জবের অভাব নেই। সরকারি চাকরি তো মাত্র ১%, তাহলে বাকি ৯৯% এর তো সরকারি চাকরি তো হবে না। দেশে সব মিলে বছরে সরকারি চাকরি হয় ১৫-৩০ হাজার। আর চাকরি লাগে বছরে ২৫ লাখ! এখন চাকরির ৯৯% বেসরকারি চাকরি। হয় চাকরি না হয় ব্যবসা। দেশে এখন তরুণরা ব্যবসার দিকে ঝুকছে। সেটিও ভালো লক্ষণ। সময়কে কাজে লাগিয়ে নিজেদের সবদিক থেকে তৈরি করলে ভালো রিজিক আসবে, ইন শা আল্লাহ।
কিন্তু স্যার যে ছেলেটা তার প্রিয়জনকে একটা সরকারি জব ব্যতীত খুশি করতে পারেনা?? আবার এমনও দেখা যায় ওই ছেলেটা সরকারি জব পেলেও হয়তোবা প্রিয়জনকে তখন হারিয়ে ফেলে বা পছন্দের মেয়েটি কোনো সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে দিব্যি সংসার করছে! তখন ছেলেটা কী করতে পারে? আবার একটা ছেলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি করে ব্যবসা বা ফার্মিং করে কিন্তু তার সমাজ তাকে ঘৃণা করে এবং সে সবার অবহেলার পাত্র হতে দেখা যায়। এমনও বলে তুই যদি এসব করবি তাহলে এতো দূর পড়াশোনা করে বাপের টাকা খরচ করার কী দরকার ছিল। এমন অবস্থায় ছেলেটার কী করতে পারে?? স্যার, রিপ্লাই পেলে খুশি হবো
এটা নির্ভর করে সেই মানুষটির উপর। ধরুন যদি পড়াশুনা চালিয়ে যাওয়ার সময় সংসার চালনো কঠিন হয়, খরচ যোগাতে পেরেশান হয়, তবে পড়াশুনা ক্ষতির মুখে পড়বে। আবার যাদের আর্থিক অবস্থা ভালো, টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, তাদের কথা আলাদা। আপনাকে অনেক ধন্যবাদ।
@@learnenglishbybangla নিজেকে নিয়ন্ত্রনে রাখতে পারেনা। কোনো না কোনো ভাবে বেলেল্লাপনা করে থাকে। তবে ব্যতিক্রম আছে। স্থান কাল পাত্র ভেদে। তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি।
নিরাপত্তা বাহিনীতে চাকরি করার ক্ষেত্রে বিয়ে না করা একটি বিষয়। অন্য চাকরি এ সমস্যা নেই। এর বাহিরে বেসরকারি বিশেষ কিছু চাকরিতে বিয়ে না করার বিষয়টি থাকে, বিয়ে না করা কোন শর্ত থাকে, তা আপনাকে সার্কুলারে জানিয়ে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য
ঠিক সময়ে বিয়ে , ঠিক মানুষটির সাথে হওয়াটা কি আরও জরুরি?
Uncle ami to Indian, tahole ki ami sunbo na,
@@dilrubakhatun4268 নিশ্চয় শুনবেন। আর আপনি তো বাঙালি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করার জন্য।
দুটোই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকাল ভালো ক্যারিয়ার হলে বিয়েও ভালো হয়।
Right
Marriage is first. I married 21 years old. I have half dozen children. I am successfully leading couple life not only with children but also grandchildren too.
Great
মাশাআল্লাহ... ❤️
দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসেবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)। জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।
কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, বন্ধু হিসেবে এমনকি আত্মীয় ও প্রতিবেশী হিসেবে কী করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনাদর্শে।
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) দেখতে কেমন ছিলেন একজন নবীপ্রেমিক মাত্রই জানতে আগ্রহী হয়ে উঠবেন। প্রিয় নবীর আকার-আকৃতি সম্পর্কে অনেক সাহাবি (রা.) থেকে বর্ণনা পাওয়া যায়।
ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোত্কৃষ্ট উদাহরণ। সর্বক্ষেত্রে শোভন আচরণের প্রতীক ছিলেন তিনি। হযরত মুহম্মদ (সা.) কে জীবনের সবক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এর মাধ্যমে নবীপ্রেমের প্রকাশ ঘটে।
হযরত মুহম্মদ (সা.) কে অনুসরণের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলা সম্ভব হয়। ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (সা.) কেমন ছিলেন তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে।
আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) তোমাদের মতো দ্রুত কথা বলতেন না।
তিনি এমনভাবে কথা বলতেন যে, কেউ তা (শব্দ সংখ্যা) গণনা করতে চাইলে সহজেই গণনা করতে পারত (বোখারি ও মুসলিম থেকে মিশকাতে)।
আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) এর মুখ দিয়ে কখনো অশ্লীল কথা, অভিশাপ বাক্য ও গালির শব্দ বের হয়নি। অসন্তোষের সময় তিনি বলতেন, তার কী হয়েছে, তার চেহারা ধূলিমলিন হোক (বোখারি থেকে মিশকাতে)।
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) আলুথালু চুলবিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন, তোমাদের কোনো ব্যক্তি নিজেকে কুশ্রী বানায় কেন? অতঃপর তিনি হাতের ইশারায় তার চুল ছেঁটে পরিপাটি করতে বললেন (তাবারানির আল-মুজামুস সগির)।
আবদুল্লাহ ইবনুল হারিস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত মুহম্মদ (সা.) এর চাইতে অধিক মুচকি হাসিদাতা আর কাউকে দেখিনি (তিরমিজি থেকে মিশকাতে)।
হযরত মুহম্মদ (সা.) এর মেজাজে রুক্ষতাও ছিল না এবং তিনি এতটা উচ্ছলও ছিলেন না যে, সামান্য কথাবার্তায় অট্টহাসিতে ফেটে পড়বেন। বরং এ ব্যাপারে তার কর্মপন্থা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ।
আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কখনো হযরত মুহম্মদ (সা.) কে অট্টহাস্য করতে দেখিনি যে, তাঁর আলজিভ দেখা যায়। তিনি কেবল মুচকি হাসতেন (বোখারি থেকে মিশকাতে)।
হজরত আলী (রা.) তাঁর আকৃতির বর্ণনা দিয়ে বলেন, প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) অত্যধিক লম্বাও ছিলেন না, একেবারে বেঁটেও ছিলেন না; বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির।
তাঁর মাথার চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না; বরং মধ্যম ধরনের কোঁকড়ানো ছিল।
তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তাঁর চেহারা একেবারে গোল ছিল না; বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল-সাদা সংমিশ্রিত।
চক্ষুর বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা লম্বা। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। গোটা শরীর ছিল পশমহীন, অবশ্য পশমের চিকন একটি রেখা বক্ষ হতে নাভি পর্যন্ত লম্বা ছিল।
হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু ছিল মাংসে পরিপূর্ণ। যখন তিনি হাঁটতেন তখন পা পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উচ্চ স্থান হতে নিচের দিকে নামছেন।
যখন তিনি কোনোদিকে তাকাতেন তখন ঘাড় পূর্ণ ফিরিয়ে তাকাতেন। তাঁর উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুওত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন। বস্তুত তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন (শেষ নবী)।
তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দাতা, সর্বাপেক্ষা সত্যভাষী। তিনি ছিলেন সর্বাপেক্ষা কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত।
আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) জীবনাদর্শ অনুসরণের তাওফিক দান করুন।
স্যার কথাগুলো খুব চমৎকার লাগছে। আমার কাছে আর চমৎকার লাগছে আপনার কথার মাঝে মাঝে মাশ আল্লা ইনশাআল্লাহ শব্দ গুলো যা আপনার কথাগুলো কে আর ফুটিয়ে তুলেছে
সেরা হলো বিয়ে আগে কেরিয়ার নয়।কেরিয়ার ৩০বছরের আগে বেশির ভাগের হবে না। ৪০/৫০ বছরের পর হয়তো কেরিয়ার হবে তখন বিয়ে করে লাভ কি?
আপনার মত প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Appreciated sir. Thanks for your nice and contemporary suggestion.
Thank you so much. Please share, so many people will be benefited.
স্যার আপনার লেকচার থেকে শেখার অনেক অনুপ্রেরণা পাই।
আলহামদুলিল্লাহ। অনেক খুশি হলাম। আপনার মন্তব্যও আমকে অনুপ্রেরণা দেয়।
খুব সুন্দর কথা অনেক কিছু জানলাম।
অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি
সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
এত সুন্দর করে বলার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। - আমীন। দোয়া করবেন স্যার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ১ ম বর্ষের শিক্ষার্থী।
অনেক অনেক দোয়া থাকলো। সবার সাথে শেয়ার করবেন, তারাও অনেক উপকৃত হবে।
Ji, sir koresi
?
thanks apu
@jerin কোন বর্ষে পড়েন?
আসসালামু আলাইকুম স্যার আপনার লেকচার শুনতে অনেক ভালো লাগে
ওয়া আলাইকুম আসসালাম। শুকরিয়া।
Apnake joto dekchi tto updated hochi Sir,
You are multi talented . From INDIA .
❤️❤️
জাঝাকাল্লাহ খায়ের❤️
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক।
কথা গোলো রাইট. অনেক মজা লাগলো,
অনেক ধন্যবাদ
বিয়ে না করে ভালো থাকা যায়না ভাই..
Khub Valo .....a room vedio onek proyojon....
আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি, এমন ভিডিও আরও দিতে পারবো।
Many many thanks for the great , wiser , teaching lectures .
Obliged a lot with your kind appreciation
Thanks a lot sir
both are important
আমার বয়স ২৮ সম্প্রতি আমি একটি কলেজে প্রভাষক পদে চাকরি পেয়েছি। বিয়ের অনেক প্রস্তাব আসছে। কিন্তু পরিবারে অনেক ক্রাইসিসের কারণে বিয়ের ইচ্ছা দিন দিন হারিয়ে ফেলতেছি। এই নিয়ে অনেক ডিপ্রেশনে আছি।
অভিনন্দন আপনাকে। পারিবারিক ক্রাইসিস থাকার পরেও আপনি চমৎকার একটি জব পেয়েছেন। এর অর্থ আপনি ক্রাইসিসের মধ্যেও এগিয়ে যেতে পারেন। আশা করছি, আপনার সমাধান আপনি বের করতে পারবেন। একটা ভালো বিয়েও কিন্তু অনেক ভালো সমাধান নিয়ে আসে অনেক সময়।
Imformative and necessary video❤️
Thank you so much for your inspiring comment.
Thanks you so much 💚💙💛💜
আমি আপনার সাথে সহমত,,,,,।
Thank you
স্যার আমি বর্তমান অনার্স ফাইনাল ইয়ার আমার বয়স ২৪ বছর,, করোনাই দুইটা বছর শিক্ষাবর্ষ পিছিয়ে গেছে বর্তমান পার্টটাইম একটা জব করি ৮ থেকে ১০ হাজার টাকা স্যালারি পাই বাংলাদেশের যে পরিস্থিতি গ্রাজুয়েট শেষ করে তেমন ভালো জব পাওয়া যায় না ভাল জব পাইতে হইলে ঘুষ হিসেবে মোটা অংকের টাকা দিতে হয় বিনিময় চাকরিটা পাওয়া যায়, এখন আমার বড় ভাই বেরাদার বলতেছে দেশে চাকরি করে ১০-১৫ হাজার টাকা বেতনে বেশি পাওয়া যাবে না এর থেকে বিদেশ যাইতে, এখন স্যার আমার কি করা উচিত পরামর্শটা দিবেন
বড় ভাইরা যে সব সময় সত্যি বলে তা নয়। তারা তাদের মতো করেই বলে। আপনি আরেকটি খোঁজ খবর নিন। স্কিলস বাড়ানো দরকার। আপনি যে ধরনের জব করতে চান, তার জন্য দক্ষতা বাড়ান। আর বিদেশে একবার খেলে আর ফিরে আসা হয় না মানে আর স্থায়ীভাবে ফিরে আর আসা হয় না। সেগুলো ভেবে সিদ্ধান্ত নিবেন। জীবন আপনার, জীবনটা আপনি কীভাবে কাটাতে চান এবং তার জন্য কীভাবে তৈরি হচ্ছেন - তা গুরুত্বপূর্ণ।
আমার বয়স 32 প্রবাসী
মাসে 35-40 হাজার ইনকাম করি।
তারপরও ভয় লাগে বিয়ে করতে।যদি ভুল মানুষ জীবনে চলে আসে 😢😢
good luck for you.
What will be perfect pronunciation of Adjust ? Is it A'Just?
Second one. Thank you so much. Please share this video.
Good
Your comment inspires us. Thank you so much. Please be with us.
স্যার, বিয়ের জন্য মাঝামাঝি সময় বলতে ছেলেদের জন্য কোন বয়সটা ভালো?????
এখনকার ছেলেমেয়েদের সেশনজেম নেই। প্রায় সবাই ২২-২৪ এর মধ্যেই পড়া শেষ করতে পারছে। এর পরে চাকরি পেয়ে গেলে বা আয়ের উৎস ঠিক থাকলে বিয়ে করা ভালো। মাঝামাঝিটা ২৫ হলে ভালো হয়। ২০ যেমন ভালো নয়, ৩০ ও ভালো নয়, পরিস্থিতি অনুকূলে থাকলে ২৫ এ বিয়ে করা ভালো। আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
@@learnenglishbybangla এটা কি বললেন স্যার?৩ বছরের ডিগ্রি কোর্স শেষ হল সাড়ে পাঁচ বছরে, মাস্টার্স শেষ হয়নি আড়াই বছরেও
বিয়ে আর ক্যারিয়ারের আগে সুখ শান্তি।
Well said
ভাই দুই নৌকায় পা রেখে কিভাবে চলবো, যে কোনো একটা সিদ্ধান্ত দেন কোনটা আগে করবো।
বাচ্চা যদি ২৭ সে নেই তার মানে বিয়ে করতে হবে ২৪ এয় মানলাম। । কিন্তু আমাদের সমাজে তো লেখাপড়া করেই ২৬ বছর শেষ। আর লেখা পড়া শেষ করে চিন্তা হয় ক্যারিয়ার এর তাহলে তো আরো ৫ বছর গিয়ে দাঁড়ায় ৩১ বছর পরে বাচ্চানেয়ার প্লানিং করতে করতে ৩৪-৩৫ তাহলে, কেমনে হয় আপনার কোথার তো কিছুই বুঝতেছিনা?
যারা আগে থেকে প্লান করে তারা দেখুন কীভাবে এগিয়ে যায়। এখন তো ২২ এর মধ্যে গ্রাজুয়েশন সম্ভব এবং প্রচুর ছেলেমেয়ে গ্রাজুয়েশন শেষ করছে। ২৪-১৫ এ তারা ভালো জব করছে। আগে থেকে প্লান করে সেভাবে এগিয়ে গেছে এত ঝামেলা হবে না। আপনার চারপাশেই তাকান। অনেকেই পারছে। অনেকেই ২৮-৩০ সুন্দর সংসার গড়ে ফেলতেছে। যারা পারছে না, তাদের দিকে বেশি ফোকাস না করে যারা পারছে তাদের দিকেও একটু দেখুন। তারা কীভাবে পারছে? নিশ্চয় আপনিও পারবেন।
thank you so much.
Your thanks inspires us. You are most welcome. Please be with us.
❤❤❤❤❤ নতুন সাবস্ক্রাইবার
আপনাকে স্বাগতম। আর অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি জীবন আর জীবীকার এই চ্যানেল কিছু না কিছু কাজে আসবে।
স্যার আমি আপনার চ্যানেলের নতুন Subscriber,, স্যার আমি অনার্স ১ম বর্ষের একজন ছাত্র,, স্যার আমি বিয়ে করেছি এখন কি আমি কোনো সরকারি চাকরি পাবো?? মানে বিয়ে করার পর কি সরকারি চাকরি পাওয়া যায়?? অনুগ্রহ করে জানাবেন..
প্রথমে অশেষ ধন্যবাদ। বিয়ে করলে সেনাবাহিনী ছাড়া আপনি বাকি সব সরকারি চাকরি পাবেন।
আমারও এই বিষয়টি জানার দরকার ছিলো,ধন্যবাদ স্যার বিষয়টা ভালোভাবে বুঝানোর জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আমিও সেইম ভাই
দারুন
Thanks a million
Kob valo sir
Thanks a million
Sir, chakri r business er moddhe konti besi vhalo o standard? R tiens company r business ta kmn?
অনেক ধন্যবাদ।
সবই ভালো। যার যেটা স্যুট করে, তার সেটাই করা ভালো।
💕💖
Thank you so much for your symbolic comment.
Assa 2nd beya kortai hoba naki lifeta onno vaba gora jai plz janaben
অনেক ধন্যবাদ।
এটি প্রত্যেকের জন্য আলাদা। কারো দরকার হবে, কারো নয়।
স্যার মেয়েদের বিয়ের মাঝামাঝি সঠিক সময় কোনটি?
২৭ এর আগে হলে ভালো।
Sir,, DISC model e I er full form ki bolen nai ...?
Btw,, outstanding suggestion
বিয়ে করবেন কাকে? এই নামের ভিডিও আছে আমার। দেখতে পারেন। সেখানে DISC এর বিস্তারিত আছে (D= Direct, I = Influential, S = Stabilizing, C = Conscientious )। আপনার সুন্দর প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর সম্ভব হলে অন্য মানুষদের জানাবেন। এতে অনেক মানুষের উপকার হবে।
আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট একটা ছেলে ভালো একটা সরকারি জব পাওয়া ছেলে হীরের টুকরো। আর একটা বেকার ছেলে মানে সমাজ তথা দেশের বোঝা। আর আমাদের দেশে একটা ছেলে ৭-১৫ টা সরকারি জবে ভাইবা দিয়েও চাকরি হয়না। কিন্তু ওই ছেলেটা ৩০ বছর পূর্ণ হয়ে যায় চাকরি পেতে। তখন ছেলেটা কী করবে স্যার??
এই দুনিয়ায় রিজিকের অভাব নেই। নিজেকে তৈরি করলে জবের অভাব নেই। সরকারি চাকরি তো মাত্র ১%, তাহলে বাকি ৯৯% এর তো সরকারি চাকরি তো হবে না।
দেশে সব মিলে বছরে সরকারি চাকরি হয় ১৫-৩০ হাজার। আর চাকরি লাগে বছরে ২৫ লাখ!
এখন চাকরির ৯৯% বেসরকারি চাকরি। হয় চাকরি না হয় ব্যবসা।
দেশে এখন তরুণরা ব্যবসার দিকে ঝুকছে। সেটিও ভালো লক্ষণ।
সময়কে কাজে লাগিয়ে নিজেদের সবদিক থেকে তৈরি করলে ভালো রিজিক আসবে, ইন শা আল্লাহ।
আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
কিন্তু স্যার যে ছেলেটা তার প্রিয়জনকে একটা সরকারি জব ব্যতীত খুশি করতে পারেনা?? আবার এমনও দেখা যায় ওই ছেলেটা সরকারি জব পেলেও হয়তোবা প্রিয়জনকে তখন হারিয়ে ফেলে বা পছন্দের মেয়েটি কোনো সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে দিব্যি সংসার করছে! তখন ছেলেটা কী করতে পারে? আবার একটা ছেলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি করে ব্যবসা বা ফার্মিং করে কিন্তু তার সমাজ তাকে ঘৃণা করে এবং সে সবার অবহেলার পাত্র হতে দেখা যায়। এমনও বলে তুই যদি এসব করবি তাহলে এতো দূর পড়াশোনা করে বাপের টাকা খরচ করার কী দরকার ছিল। এমন অবস্থায় ছেলেটার কী করতে পারে?? স্যার, রিপ্লাই পেলে খুশি হবো
ছেলেটাকে নিজের ইচ্ছাশক্তির উপর আস্থা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। সমাজ বদলাচ্ছে।
@@learnenglishbybangla ধন্যবাদ, স্যার
Welcome to khaza
Thank you
যদি কেউ অনার্স প্রথম বর্ষে পড়ে আর বিয়ে করে তাহলে কি ক্যারিয়ার শেষ হয়ে যাবে??????
এটা নির্ভর করে সেই মানুষটির উপর। ধরুন যদি পড়াশুনা চালিয়ে যাওয়ার সময় সংসার চালনো কঠিন হয়, খরচ যোগাতে পেরেশান হয়, তবে পড়াশুনা ক্ষতির মুখে পড়বে।
আবার যাদের আর্থিক অবস্থা ভালো, টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, তাদের কথা আলাদা।
আপনাকে অনেক ধন্যবাদ।
@@learnenglishbybangla আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
Sir ami biya korechi ami ki job korte pari???
বিয়ে করলে হয়তো সেনাবাহিনীতে আবেদন করা যাবে না, বেশিরভাগ চাকরিতেই আবেদন করতে পারবেন।
ক্যারিয়ার গড়তে পারছিনা, বাবা মা বিয়ে দিচ্ছে না
ক্যারিয়ার গড়তে পারছেন না কেন? ক্যারিয়ার না গড়ে বিয়ে করলে তো কিছু চাপের মধ্যে পড়তে পারেন।
Apni bole den sir
উত্তর সহজ। উওরটা ভিডিওতে আছে...
বেকার অবস্থা কেউ মেয়ে বিয়ে দিবে না তখন কি করব
কেউ দিবে না, মনে হয় এমনটি নয়। অনেকেই দিবে।
Bhai ami bul manus k biye kore amar life ta ses hoye galo
আল্লাহ আপনার সহায় হোন
@@learnenglishbybangla thsnkyou
You are most welcome
Valo mey ki vaby chinbo
নিজের মনে যাকে ভালো মনে হবে
@@learnenglishbybangla Tnx
স্যার বিয়ে করলে কোন কোন জব হবে না। বাংলাদেশের সরকারি চাকরি গুলোর জন্য কোন নিয়ম রয়েছে
না তো
ডিভেন্স জবের সেক্টর টি বাদে। কোন সমাস্যা নেই।
@@JobDreamers thnks sir
apnar chanl ti subscribe krlam
অনেক অনেক ধন্যবাদ
ক্যারিয়ার আগে
Thank you so much. Please share the video.
বিয়ে না করলে মানুষ পাগল হয়।
কেন ভাই?
@@learnenglishbybangla নিজেকে নিয়ন্ত্রনে রাখতে পারেনা। কোনো না কোনো ভাবে বেলেল্লাপনা করে থাকে। তবে ব্যতিক্রম আছে। স্থান কাল পাত্র ভেদে। তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি।
@@Eschool23 হুমম সহমত...
বিয়ে করার পর কি সরকারি/ বেসরকারি চাকরি পেতে সমস্যা হয়???প্লিজ একটু জানাবেন স্যার
নিরাপত্তা বাহিনীতে চাকরি করার ক্ষেত্রে বিয়ে না করা একটি বিষয়। অন্য চাকরি এ সমস্যা নেই। এর বাহিরে বেসরকারি বিশেষ কিছু চাকরিতে বিয়ে না করার বিষয়টি থাকে, বিয়ে না করা কোন শর্ত থাকে, তা আপনাকে সার্কুলারে জানিয়ে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য
.ভালো কিছু করেন
অশেষ ধন্যবাদ
কোন বয়সে করব
25
বিয়েই করব না
দারুণ
💖