সম্রাট শশাঙ্ক র বর্ণময় জীবন কাহিনী | Sasanka the king | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2024
  • গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি ও বাংলা অঞ্চলে একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় জনপদ গড়ে তোলেন।[১] খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে তিনি রাজত্ব বলে ধারণা করা হয়। ঐতিহাসিকদের মতে তিনি ৫৯৩ থেকে ৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তাঁর সিংহাসনে আরোহনের দিন থেকেই গণনা শুরু হয় বাঙ্গলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ । তাঁর রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা।
    বাংলার ইতিহাসে তিনি বিশিষ্ট স্থান দখল করে আছেন। শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি। তিনি মোটামুটি ভাবে ৫৯০ থেকে ৬২৫ খ্রিষ্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়।[২] তাঁর ৮ম ও ১০ম রাজ্যাংকে প্রকাশিত দুটি লিপি পাওয়া গেছে মেদিনীপুর থেকে এবং তারিখবিহীন অপর একটি লিপি খড়গপুরের নিকট এগ্‌রা হতে আবিষ্কৃত হয়েছে। এছাড়া শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের (উড়িষ্যা) রাজা মাধববর্মার তাম্রশাসন (৬১৯ খ্রিষ্টাব্দের), হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিধানপুর তাম্রশাসন থেকে তাঁর সম্পর্কে জানা যায়। শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ্যমুদ্রাও পাওয়া গেছে। গুপ্তদের পতন ও শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এঁদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণ মুদ্রার ভিত্তিতে। রোহতাসগড়ে প্রাপ্ত সিলের ছাঁচে লিখিত ‘শ্রী মহাসামন্ত শশাঙ্ক’, বাণভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ, চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং এর বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রীমূলকল্প শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস।
    সিংহাসনে আরোহণ করে তিনি বঙ্গাব্দ চালু করেন। বাংলা ক্যালেন্ডার তৈরির কৃতিত্ব শশাঙ্কের।[৩] বঙ্গাব্দ (বাংলা সন) শব্দটি আকবর যুগের থেকে বহু শতাব্দী পুরনো দুটি শিব মন্দিরেও পাওয়া যায়, যা থেকে জানা যায় যে আকবরের সময়ের অনেক আগে থেকেই বাংলা ক্যালেন্ডার বিদ্যমান ছিলো।
    #biography
    #viralvideo
    #jiboni
    #history
    #banglafacts
    #information
    #abpananda
  • บันเทิง

ความคิดเห็น • 59

  • @sudeshnabhattacharya1285
    @sudeshnabhattacharya1285 4 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর তথ্য সমৃদ্ধ। কিন্ত পুরোটাই এত তাড়াতাড়ি এক নিঃশ্বাসে বলে গেলেন যে কষ্ট করে শুনতে হল ।

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 4 หลายเดือนก่อน +1

    শশাঙ্কের জীবন কাহিনী খুবই সীমিত ছিল। আপনার চ্যানেল মাধ্যমে রাজা শশাঙ্কের সম্বন্ধে জানতে পারলাম। ধন্যবাদ।

  • @kanikaghosh3000
    @kanikaghosh3000 หลายเดือนก่อน

    Khub valo laglo

  • @SasankaSekharChakraborty-pl2xh
    @SasankaSekharChakraborty-pl2xh 3 หลายเดือนก่อน

    Apnar Raja Sasankar jiban kahini sunte bhaloi laglo.

  • @snag434
    @snag434 4 หลายเดือนก่อน +2

    আজ সম্রাট শশাঙ্কের বর্ণময় জীবন কাহিনী শুনলাম সত্যিই আমার জানা ছিল না হয়তো কোনদিন পড়েছি মনে নেই আজ তুমি বিশ্লেষণ করলে খুব সুন্দর ভালো থেকো

  • @NaveenKumar_santraaaa
    @NaveenKumar_santraaaa 4 หลายเดือนก่อน +2

    ভারতের পুরানো ইতিহাস আলোচনা র মাধ্যমে ভারতের গৌরব বৃদ্ধি হয়

  • @skbiswas1452
    @skbiswas1452 4 หลายเดือนก่อน +1

    সত্যিই অসাধারণ এক উপস্থাপন! মুগ্ধ এবং সম্বৃদ্ধ হলাম!
    প্রিয় উপস্থাপক'কে ধন্যবাদ ও শুভ কামনা রইলো💞
    বাঙালি জাতি সত্তার এক অসাধারণ চেতনা নিয়ে গড়ে উঠা স্বাধীন গৌড়বঙ্গের পরাক্রমশালী সম্রাট শশাঙ্ক ছিলেন ইতিহাসের কিংবদন্তি রাজা।
    বাঙালি জাতি সত্তার চেতনা নিয়ে গড়ে ওটা স্বাধীন গৌড়বঙ্গের সম্বৃদ্ধ অতীত এক ইতিহাস সেই তারুণ্যেই আমরা পড়েছিলাম।
    বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের কিংবদন্তি সম্রাট শশাঙ্কের বীরগাঁথা আমাকে সেই দূরন্ত যৌবনেই মুগ্ধ এবং আপ্লূত করেছিল।

  • @mdraktimislam7108
    @mdraktimislam7108 4 หลายเดือนก่อน +1

    আপনার content গুলো সত্যিই দারুন হচ্ছে।
    ইতিহাস এমনিই আমার খুব প্রিয় বিষয়।
    চালিয়ে যান।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  4 หลายเดือนก่อน

      চ্যানেল ভিসিট করুন অন্যান্য ভিডিও দেখতে

    • @mdraktimislam7108
      @mdraktimislam7108 4 หลายเดือนก่อน

      @@amiavijitbolchi আপনার অনেক ভিডিওই দেখি।
      যদিও সময়ের অভাবে , সব দেখা হয় নি বা দেখলেও কমেন্ট করা সম্ভব হয় না।

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @gentlesterner101
    @gentlesterner101 4 หลายเดือนก่อน +3

    বিকৃত ইতিহাস..!

  • @nilimadey9738
    @nilimadey9738 4 หลายเดือนก่อน

    Ektu deri holo ..sundor laĝlo tomar oitihasik video..bhalo theko anonde theko

  • @bipradaspal3808
    @bipradaspal3808 4 หลายเดือนก่อน

    অপূর্ব

  • @mousumibanerjee2762
    @mousumibanerjee2762 4 หลายเดือนก่อน

    আমার তো এক্সাম এর নোটস মুখস্ত হয়েই গেলো আপনার বোঝানোর পদ্ধতিতে........ধন্যবাদ স্যার 😊

  • @itsmeroky
    @itsmeroky 4 หลายเดือนก่อน

    I learned about Shashanko in school history.😊❤

  • @Manabendradasagartal
    @Manabendradasagartal 3 หลายเดือนก่อน

    Shashanka ruled for sometime as a chieftain (mahasamanta) of Rohtasgarh under the Gauda king of Karnasuvarna, who possibly belonged to the family of the Maukharis. However, Jayanaga, another king of Karnasuvarna, appears to be close to the date of Shashanka. In fact, Karnasuvarna was the capital of Shashanka and the famous metropolis was situated near Chiruti railway station close to rajbaridanga (ie the site of Raktamrttika-mahavihara or modern Rangamati) in Murshidabad district, West Bengal

  • @ishfaqqurashi217
    @ishfaqqurashi217 4 หลายเดือนก่อน +1

    তিনি প্রফেট মোহাম্মদএর স: সময়ের লোক ছিলেন।

  • @sajalbanerjee1972
    @sajalbanerjee1972 4 หลายเดือนก่อน

    It's our bad fortune that we bengalis dont know much about Shashanka

  • @RichikDeva
    @RichikDeva หลายเดือนก่อน

    আমি ওনার বংশধর।
    আমি কিছু জানি যা খুবই কম মানুষ জানে।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  หลายเดือนก่อน

      Sotti ki apni onar family r manush

  • @bestboy5381
    @bestboy5381 3 หลายเดือนก่อน

    সে একনায়ক রাজা ।কিন্তু বেঙ্গল সুলতানাত ছিল সামরিক দিক দিয়ে এক মাহাকাল ।সেই টাকা এবং রাজস্ব সিস্টেম চালো করে

    • @chirantanaich1206
      @chirantanaich1206 3 หลายเดือนก่อน

      কিন্তু বেঙ্গল সালতানাতের সুলতানরা কেউ ভারতের বা বাংলার অরিজিনাল অধিবাসী নয় তারা তুর্ক ও আফগান বংশ ছিল বাংলা ইনভেড করে শাসন করেছিল তারপর তারা মুঘলদের কাছে পরাস্থ হয়েছিল

  • @mrityunjoydas877
    @mrityunjoydas877 4 หลายเดือนก่อน

    বঙ্গাব্দের প্রবর্তক নিয়ে কিছু বললেন না।

  • @crissmilton5007
    @crissmilton5007 4 หลายเดือนก่อน

    ব্রাহ্মণ্য ধর্ম 😅🤣😂😜

  • @kunalroy9735
    @kunalroy9735 4 หลายเดือนก่อน +1

    Boudh dhammo ta prothom thekey Sanatani virudho Chilo, tatkalin Communist r ki,
    Buddhism ta Sanatani buddha avatar ar nokol kore 1 ti notun nashtik somproday ,
    Buddhism 1ti mitha dharma,
    Gautam buddha kono din nijeke bhagban boleni,
    Sudhu tai noi buddha vikhari ra

  • @mohsinmortaba312
    @mohsinmortaba312 4 หลายเดือนก่อน

    I think you are telling the correct time.

  • @debraj9531
    @debraj9531 4 หลายเดือนก่อน

    Kammrup o Shashank r odhine hoyechilo pore bhaskar varman ke hariye