অসাধারণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বর্ণনা। মন্ত্রমুগ্ধের মত শুনেছি। অনেকদিন পড়ার ইচ্ছে ছিল মেঘনাদবধ কাব্য, সে সাধ কিছুটা পূরণ হলো। ধন্যবাদ এবং ভালো থাকবেন।
অসাধারণ খুব ভালো বোঝাতে পেরেছেন ..আমার বইতে এই কাব্য টা আছে খুব বিরক্ত লাগতো কিছুই বুঝতে পারতাম না কিন্তু আপনার ভিডিও দেখে এখন সব জলের মত পরিস্কার হয়ে গেছে..ইউটিউব এ এই সম্পর্কে অনেক ভিডিও দেখেছি কিন্তু তেমন বুঝতে পারিনি কেউ গল্প করে বোঝায়নি আপনি বুঝিয়েছেন খুব ভালো লাগলো
বিখ্যাত কাব্য গ্রন্থের অসাধারণ ধারাভাষ্যে আপনি সকলকে মুগ্ধ করেছেন। আরও অনেক অসাধারণ কাব্যের ধারাভাষ্য শুনতে চাই। ভালো থাকুন স্যার। পশ্চিমবঙ্গ থেকে। ধন্যবাদ।
স্যার প্রথম বর্ষের পরীক্ষা আপনার সকল আলোচনার উপর নির্ভর করে দিয়েছি, অনেক ভালো হয়েছে। এখন দ্বিতীয় বর্ষের আলোচনাগুলো প্রতিদিন অল্প অল্প করে শুনছি ও পড়ছি। দয়া করে ধারাবাহিকভাবে ২য় বর্ষের সকল আলোচনা দিবেন। ♥👏
নাস্তিক নাস্তিককেই চেনে । নাম মধুসূদন অথচ সে স্বয়ং রামচন্দ্রকেই অপমান করেছে । মাইকেল বাল্মিকি রামায়নকে থোরাইকেয়ার করে মনগড়া কাহিনী তৈরি করেছে একে পিটিয়ে মেরে ফেলা উচিৎ ছিল আর এর তাবেদারী যে কবি করেছে তাকেও সমাজ থেকে বহিশ্কার করা উচিৎ ছিল । তারা নিজেকে হিন্দু ব'লে হিন্দুত্বকে অপমান করেছে ॥
যে বিষয়গুলো স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে ভিডিও বানানো সম্ভব সেগুলো ধীরে ধীরে আপলোড দিবো। তবে সকল বিষয়েরই কিন্তু ভিডিও বানানো সম্ভব নয়, সেটা বুঝতে হবে। তাই, আমার ভিডিওর আশায় না থেকে বাসায় নিজের মতো করে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিন।
কি ভাবে কাপুরুষ হলো? তার ভাবির সতিত্ব রক্ষার জন্য সে কৌশল অবলম্বন করে মেঘনাদকে হত্যা করেছে। মেঘনাদ সীতার অপহরণকারীর পক্ষে ছিল আর লক্ষ্যন ন্যায়ের পক্ষে ছিলো। আপনার বোঝার ভুল।
যেহেতু এটি মহাকাব্য, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিক্ষনীয় বিষয়। তা নিয়ে আলোচনা করতে গিয়ে মেঘোনাথ উচ্চারণ অনেক বার। ভালো বাংলা বিদের কাছে উচ্চারণ শিখে, তারপর এতবড় একটা সাহিত্য নিয়ে আলোচনা করা উচিত।
আপনার উচ্চারণ বা শব্দ বিকৃতি ভীষণ কানে লাগছে, প্রথমতঃ মেঘনাদ কে মেঘোনাদ বলছেন, কোথায় এমন জঘণ্য উচ্চারণ শিখেছেন? নিজো উচ্চারণ করতে হবে করছেন নিজ, ভীষণ কানে লাগছে....
ধন্যবাদ আপনাকে। উচ্চারণগত কিছুটা সমস্যা থাকতে পারে। এরপর থেকে উচ্চারণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। তবে আমাদের আধুনিক অভিধানে আমি 'মেঘনাদ'-এর উচ্চারণ 'মেঘোনাদ' দেখেছি! এজন্যই দ্বিধায় পড়ে যাই মাঝে মাঝে।
মহাকাব্য দুই প্রকারের হয়ে থাকে। জাত মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। রামায়ণ, মহাভারত হলো জাত মহাকাব্য, এবং মেঘনাদবধ হলো সাহিত্যিক মহাকাব্য। তবে এটা মাইকেলের মনের কথা সেটা সত্যি। মাইকেল রাম ও রাবণ সম্পর্কে তাঁর মনের কথাগুলোকে মহাকাব্যের আকারে প্রকাশ করেছেন। তবে মাইকেলের মহাকাব্যের ভাষা কিছুটা জটিল হওয়ায় অনেক প্রকাশনা সহজ গদ্যে মহাকাব্যটাকে অনুবাদ করে বাজারে ছেড়েছে। সম্ভবত তেমনই একটি বই আপনি পড়েছেন।
অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপনা করেছেন ভাইয়া।
আশাকরি যারা ভিডিওটি একবার মনোযোগ সহকারে শুনবে তাদের আর দ্বিতীয়বার ভিডিওটি শুনার কোনো প্রয়োজন পড়বে না।🖤
ধন্যবাদ।
Very excellent
@@sobarjonnobangla
.
@@sobarjonnobangla ভ
@@sobarjonnobangla ভ
অসাধারণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বর্ণনা। মন্ত্রমুগ্ধের মত শুনেছি। অনেকদিন পড়ার ইচ্ছে ছিল মেঘনাদবধ কাব্য, সে সাধ কিছুটা পূরণ হলো। ধন্যবাদ এবং ভালো থাকবেন।
চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️
YoL bu
Bi 🎉 bi ni Dr
@@sobarjonnobangla
অসাধারণ মহাশয়। অপূর্ব বাচনভঙ্গিমা। আপনার কণ্ঠে মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ।।।
চ্যানেলে স্বাগতম আপনাকে। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন। ❤️
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে
এবং ধন্যবাদ আপনাকে। এতো বড়ো মহাকাব্য আজ পুরোটাই মনের মধ্যে সযত্নে রাখতে পেরে ধন্য হলাম। পরম শ্রদ্ধেয় মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যের জন্য আজ পৃথিবীতে অমর হয়ে আছেন। তাঁকে আমার প্রণাম। 🙏🙏🙏🙏
ভালোবাসা নিবেন। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে চ্যানেলটি শেয়ার করে আশাকরি পাশে থাকবেন। ❤️
❤নিলাম❤ লাগল 😊স করলাম
অনেক ভালো লাগলো। জয় বাংলা। রাজ্জাক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, হেমায়েত বাহিনী। কানাডা। মন্ট্রিয়ল।
বিনম্র শ্রদ্ধা ❤️
এতো সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন যে কিছু বলার নেই। একবার নয় বার বার শুনতে ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।
চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। ❤️
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কাব্যের সারাংশ পাঠ শুনে মুগ্ধ হয়ে গেলাম
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
Sir aapi vul bolchen. Raja dasarather 3 ti rani chilo.
আপনাকে অশেষ কৃতজ্ঞতা। বরিশাল বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ আপনাকে ধন্যবাদ জানায়।
ভালোবাসা নিবেন। ❤️
0000
🌹❣️💖💫🌈🏞️🌧️🌨️⭐🌙💎🩺🔍🔍🔎🇧🇩🔉🤔👈🏻❓👉🏻👈🏻👀🫴🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
এত সুন্দর উপস্থাপন । অসংখ্য ধন্যবাদ ।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
খুবই সুন্দর এতে মেঘনাদবধ কাব্য জানতে পারলাম অনেক সময় পড়ার সময় হয় না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করেছেন সে জন্য।
আমি কৃতার্থ! আশাকরি পাশে থাকবেন।
অনেক দিন আগে ৎেকে ভাবছি মেঘনাদ বদ কাব্যটি পরব,, আজ আপনার ধারাভাষ্য শুনে খুব ভাল লাগল৷ জয় রাম
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
খুব ভালো লাগল। কঠিন শব্দ প্রয়োগে লেখা মহাকাব্যকে খুব সহজ কায়দায় এবং সাবলীলভাবে উপস্থাপন করেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন। ❤️
অসাধারণ খুব ভালো বোঝাতে পেরেছেন ..আমার বইতে এই কাব্য টা আছে খুব বিরক্ত লাগতো কিছুই বুঝতে পারতাম না কিন্তু আপনার ভিডিও দেখে এখন সব জলের মত পরিস্কার হয়ে গেছে..ইউটিউব এ এই সম্পর্কে অনেক ভিডিও দেখেছি কিন্তু তেমন বুঝতে পারিনি কেউ গল্প করে বোঝায়নি আপনি বুঝিয়েছেন খুব ভালো লাগলো
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অপূর্ব পরিবেশন। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
চ্যানেলে স্বাগতম আপনাকে। আশাকরি পাশে থাকবেন।
বিখ্যাত কাব্য গ্রন্থের অসাধারণ ধারাভাষ্যে আপনি সকলকে মুগ্ধ করেছেন। আরও অনেক অসাধারণ কাব্যের ধারাভাষ্য শুনতে চাই। ভালো থাকুন স্যার। পশ্চিমবঙ্গ থেকে। ধন্যবাদ।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আরও অনেক সুন্দর সুন্দর সাহিত্যের এরকম ভিডিও দিবো, আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন৷
অসাধারণ দ্বারাভাস্ব 🙏🌹🌹🌹🙏
অসাধারণ উপস্থাপনা
মনে হল চোখ বুজে সিনেমা দেখলাম
আল্লাহ আপনার উত্তরোত্তর ভাল করুক❤️❤️❤️
আশাকরি চ্যানেলের পাশে থাকবেন ❤️
আসলেই সহজ ভাবে তুলে ধরেছেন।
কেবল মাত্র পরীক্ষার জন্যই জানা।
আল্লাহ সর্বশক্তিমান।
আল্লাহ ছাড়া সব মিথ্যা
চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Allah বলে কেউ নাই।
আল্লাহ মিথ্যা
অনেক দিনের আশা ছিল মেঘনা থ কাব্য শোনা র। আজকে শুনতে পেলাম খুব ভালো লাগলো
এটা তো সংক্ষিপ্ত বিবরণ, পুরো কাহিনিটাকে আরও ভালো বুঝতে হলে পুরো মহাকাব্যটি পড়তে হবে
সুন্দর,বোঝবার মতো একটা উপস্থাপনা।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
আপনার প্রত্যেকটি উপন্যাস ডাউনলোড করে রেখেছি।। অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এজন্য অনেকটা সহজ হয়ে গেছে সেমিস্টার এর কোর্স 😊
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অনেক অনেক ধন্যবাদ স্যার, এত্তবড় কাব্য এতো সহজে গুছিয়ে বুঝিয়ে দেয়ার জন্য,,
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
ধন্যবাদ।।এতো সুন্দর করে বিষয়টা উপস্থাপন করানোর জন্যে।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ 🙏🙏
চ্যানেলে স্বাগতম আপনাকে। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন। ❤️
খুব ভালো লাগলো🙏💕🙏💕
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন নমস্কার। ❤❤❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
হ্যাঁ আপনার গল্প গল্প গুলি সব খুব খুব ভালো আছে আমি সবগুলোই শুনছি এবং খুব উপভোগ করছি। আপনাকে অনেক অনেক🙏💕🙏💕🙏💕 ধন্যবাদ🙏💕🙏💕 ভালো থাকবেন নমস্কার।
খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন,,, ধন্যবাদ 🥰❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
সুন্দর উপস্থাপনা ছোট ছোট কিছু ভুল হয়েছে সেগুলো উপেক্ষা করা ভালো❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
স্যার অনেক ভালো লাগছে আপনার আলোচনা। সোনার তরী, কল্পনা, ক্ষণিকা এগুলোর ভিডিও দিলে খুব উপকৃত হতাম ্
দিবো। বন্ধুবান্ধবদের সাথে নিয়ে চ্যানেলের সাথেই থাকুন।
খুব সুন্দর লাগলো মেঘনাদবধ কাব্য। অসাধারণ উপস্থাপনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন। ❤️
সত্যি অনেক উপকৃত হলাম,,,, অনেক অনেক ধন্যবাদ
চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Khub bhalo laglo. Apurba. Saral bhashye kabya ti sune besh bhalo laglo.
আশাকরি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে চ্যানেলের পাশে থাকবেন। ❤️
কোনটা
দাদা অসাধারণ হইছে ভিডিও টা ❤️❣️😍
ধন্যবাদ। আশাকরি চ্যানেলের পাশেই থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ।
অনেক সুন্দর করে সহজ সরল ভাষায় বুঝতে পারলাম।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়৷ ❤️
🥰😍🤩🤔💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😍🙏🏻🤲🏻👪💜💙🩵💚💛🧡❤️
খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলেন মেঘনাদ বধ কাব্য যা রামা 'য়ন থেকে নেওয়া ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏
আপনাকেও ধন্যবাদ। আশাকরি বন্ধুবান্ধবদের নিয়ে চ্যানেলের পাশেই থাকবেন।
অপূর্ব অসাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤️
অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন স্যার।আমি অনেক উপকৃত হলাম।
আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন।
আলহামদুলিল্লাহ
Hare Krishna. Very good. Go ahead.
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অসাধারণ কাব্যের অনন্য ধারাভাষ্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন।
অনেক অনেক কৃতজ্ঞতা আপনার কাছে।
একটি মহাকাব্য এমন সহজ করে জানাবার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অসাধারণ ভালো উপস্থাপন করা হয়েছে ♥
ধন্যবাদ আপনাকে। চ্যানেলটি ভালোলাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো।
অসাধারণ একটি আলোচনা করলেন স্যার । ধন্যবাদ আপনাকে।।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
Khub sundor bujiyachen apanke onek...........dhonnobad
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অপূর্ব! অনবদ্য, প্রাঞ্জল...
ধন্যবাদ আপনাকে। চ্যানেলটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করে পাশে থাকবেন আশাকরি।
অসাধারণ আলোচনা খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
স্যার প্রথম বর্ষের পরীক্ষা আপনার সকল আলোচনার উপর নির্ভর করে দিয়েছি, অনেক ভালো হয়েছে।
এখন দ্বিতীয় বর্ষের আলোচনাগুলো প্রতিদিন অল্প অল্প করে শুনছি ও পড়ছি।
দয়া করে ধারাবাহিকভাবে ২য় বর্ষের সকল আলোচনা দিবেন। ♥👏
জি। আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, নইলে সেখানে এতোদিনে সবগুলো বিষয়ের পড়াশোনা দিতাম। যাইহোক, এই চ্যানেলে অনার্সের যাবতীয় পড়াশোনা দিবো। বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে চ্যানেলের পাশে থাকবেন আশাকরি।
এবিষয়ে কথা বলা প্রয়জন করব ইনশাল্লা কিন্তু নির্দিষ্ট সময়ে রসিমা দরকার | কন্টিনিউয়
খুব valo লেগেছে। সুন্দর উপস্থাপনা। অনেক শুভেচ্ছা জানাই
ধন্যবাদ আপনাকে। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন।
ধন্যবাদ স্যার । বাংলা বিভাগের সব বিষয় নিয়ে আলোচনা করলে খুবি উপকার হবে স্যার । দয়া করে এগুলোর ভিডিও দেবেন
চ্যানেলে স্বাগতম আপনাকে। আপনারা পাশে থাকলে ধীরে ধীরে বাংলা বিভাগের সকল পড়াশোনা এভাবে ভিডিও করে সহজে বুঝিয়ে দিবো।
দাদা দারুণ ভাবে উপস্থাপন করলেন🙋♂️🥰
ধন্যবাদ
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অনেক সুন্দর। যদিও আমি বাংলার ছাত্র নই। তবুও এধরনের বিভিন্ন উপাখ্যান, উপন্যাস ও গল্পগুলো সংক্ষিপ্ত বর্ণনা আশা করছি
ধন্যবাদ আপনাকে। চ্যানেলের পাশে থেকে সাপোর্ট দিন, ধীরে ধীরে বাংলা সাহিত্যের সকল বিখ্যাত বইয়ের সংক্ষিপ্ত বর্ণনা আপলোড দিবো।
অসংখ্য ধন্যবাদ ভাই ..
এতো সহজ করে বুঝিয়ে দেবার জন্য ❤️❤️❤️
আপনাকেও ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। আশাকরি বন্ধুবান্ধবদের সাথে চ্যানেলটি শেয়ার করে সকলেই মিলে চ্যানেলের পাশে থাকবেন।
অসাধারণ উপস্থাপনা হয়েছে স্যার🥰
অনেক ধন্যবাদ🙂
চ্যানেলে স্বাগতম আপনাকে। আশাকরি বন্ধুবান্ধবদের সাথে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন।
সুন্দর আমার বাংলা ভাষা কেমন লাগে যেন দেববাণী মেঘনাথ বধ কাব্যটির খুব সুন্দর লাগছে
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন। ❤️
Oneeeeeek sundor hoice puro ta dkhlam❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
Excellent : wonderful expressions of "Meghnath Kabbo " salute & respects again to WRITTER & NARATER----
ধন্যবাদ আপনাকে।
নাস্তিক নাস্তিককেই চেনে । নাম মধুসূদন অথচ সে স্বয়ং রামচন্দ্রকেই অপমান করেছে । মাইকেল বাল্মিকি রামায়নকে থোরাইকেয়ার করে মনগড়া কাহিনী তৈরি করেছে একে পিটিয়ে মেরে ফেলা উচিৎ ছিল আর এর তাবেদারী যে কবি করেছে তাকেও সমাজ থেকে বহিশ্কার করা উচিৎ ছিল । তারা নিজেকে হিন্দু ব'লে হিন্দুত্বকে অপমান করেছে ॥
বেশ ভয়ংকর! 😳
ন ণ কোনট আসন ফেস সেটাই তো এখনো বুঝলাম নী ইন্কি পিংকি ?
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে টা দিলে খুবই উপকৃত হতাম স্যার🥹
ধীরে ধীরে আপলোড দিবো। চ্যানেলের সাথেই থাকুন। ❤️
খুবই সহজ ভাবে বুঝেছি স্যার ♥
চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।
khub Valo laglo,
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
রবীন্দ্রনাথের -সোনার তরী,কল্পনা এবং ক্ষনিকা এই তিনটি কাব্যের এইরকম লেকচার চাই।
ধীরে ধীরে আপলোড দিবো।
Khube vhalo laglo uposthapona. Dhonnobad.
চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। ❤️
This is the only channel on which we can rely on and you're doing really well . It's extremely helpful.
ধন্যবাদ।
✅💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻✅✅✅✅✅✅
Aapner Sunder narration khub valo laglo,
ধন্যবাদ আপনাকে। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন৷ ❤️
কত সহজে অল্পসময়ে শেষ করলেন এই মহা কাব্য অপূর্ব।
ধন্যবাদ আপনাকে। পরিচিতদের সাথে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন আশাকরি।
e কথা খা দরকার
খুব সুন্দর বর্ননা করেছেন। ভালো লাগলো।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
🕉️জয় শ্রীগণেশ জয় মা সীতা জয় প্রভু শ্রীরাম🕉️
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অভূতপূর্ব
ধন্যবাদ
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
কল্পনা, ক্ষণিকা, সোনার তরী এর উপর ভিডিও কবে আসবে ।তাড়াতাড়ি আসলে ভালো হতো।খুব উপকৃত হতাম।
যে বিষয়গুলো স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে ভিডিও বানানো সম্ভব সেগুলো ধীরে ধীরে আপলোড দিবো। তবে সকল বিষয়েরই কিন্তু ভিডিও বানানো সম্ভব নয়, সেটা বুঝতে হবে।
তাই, আমার ভিডিওর আশায় না থেকে বাসায় নিজের মতো করে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিন।
অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন❤❤❤❤❤❤❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
অনেক অনেক ধন্যবাদ স্যার,
অনুরোধ রইলো বাংলা সাহিত্যের ইতিহাস-১ এর টপিকভিত্তিক আলোচনা করবেন,অনেক উপকৃত হবো আমরা সবাই।
চেষ্টা করবো। তবে আমার আশায় বসে না থেকে নিয়মিত ক্লাস করলে আরও বেশি উপকৃত হবেন।
hi
Khub vlo laglo👍apnaka onk onk ধন্যবাদ😊
চ্যানেলে স্বাগতম আপনাকে। আশাকরি পাশে থাকবেন। ❤️
স্যার লায়লী মজনু আর পদ্মাবতী কাব্য আলোচনা করে একটি ভিডিও করুন।
সময় পেলে অবশ্যই দিবো।
হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন
তাসবে অবহেলা করে পরধনলোভী ----!!
হে মেঘনাদ কাহিনীর মধ্যে মহাকাব্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
ধিক্কার জানাই কাপুরুষ লক্ষ্মণকে
কি ভাবে কাপুরুষ হলো? তার ভাবির সতিত্ব রক্ষার জন্য সে কৌশল অবলম্বন করে মেঘনাদকে হত্যা করেছে। মেঘনাদ সীতার অপহরণকারীর পক্ষে ছিল আর লক্ষ্যন ন্যায়ের পক্ষে ছিলো। আপনার বোঝার ভুল।
স্টুডেন্টরা ভীষণভাবে উপকৃত হবে। ❤❤❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
কৃতজ্ঞতা স্যার।
অনার্স ২য় বর্ষের রবীন্দ্রনাথের ৩টি কবিতা নিয়েও এভাবে সংক্ষিপ্ত আলোচনা করার অনুরোধ রইলো🙏
চেষ্টা করবো।
ধন্যবাদ।
ধন্যবাদ।
অনেক সুন্দর উপস্থাপনা।
সুন্দর করে সবগুলা গোছানো ভাবেই বলছেন। অনেক অনেক ধন্যবাদ।
বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের
সকল কবিতা, নাটক চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ধীরে ধীরে সকল বর্ষেরই পড়াশোনা আপলোড দিবো। বন্ধুবান্ধবদের সাথে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকুন।
@@sobarjonnobangla অবশ্যই
আল্লাহ এক ও অদ্বিতীয়,,,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এখানে এই কমেন্ট করার কি মানে?
না
Pagola chodar moto kotha
আল্লাহ তোর পোঁদ মারবে।
খুব ভালো লাগলো 🙏জয় শ্রী রাম
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন।
আপনি মেঘনাদ কাব্য টি সংক্ষেপে ভালোভাবে বুঝিয়েছেন ।তবে মেঘনাদ বদ কাব্যটি পরে আলাদা স্বাদ আলাদা মজা, নয় কি,,
আমি সংক্ষেপে শুধু কাহিনিটা বলে গেছি। এর আসল স্বাদ বুঝতে হলে পুরো মহাকাব্যটি বুঝে বুঝে পড়তে হবে।
Eto sundor bojhanor jonno dhonnobad dada 😊😊😇😇
চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন। ❤️
" আমরাা দাড়ি কামাই খুর দিয়ে, এই মধুসূদন বাবু সেই কাজটি করিয়াছেন তরবারী দিয়ে"- রবীন্দ্রনাথ ঠাকুর।
উনি উপযুক্ত কথাই বলেছেন ❤️
Bodhoi onake na ata bola6ilan Najrul Islam k udessho kora
এটি রবীন্দ্রনাথ এর প্রথম জীবনের অনুভব। কারণ সে সময় তাঁকে জোর করে মেঘনাদ বধ গেলানো হয়েছিল। পরবর্তীতে তিনি এ কাব্যের ভূয়সী প্রশংসা করেন।
Amar jotodur dharona... Robi thakur ekotha kobi nazrul ke bolechilen
Very nicely narrated .many thanks
Khub sundar bhaba upasathana korachan,dhannabad
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
স্যার মাইকেল মধুসূদন দত্তের "একেই কি বলে সভ্যতা ? " নাটকটি আলোচনা করলে খুব উপকৃত হতাম....🙏🙏🙏
একটু দেরি হবে।
অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
যেহেতু এটি মহাকাব্য, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিক্ষনীয় বিষয়। তা নিয়ে আলোচনা করতে গিয়ে মেঘোনাথ উচ্চারণ অনেক বার। ভালো বাংলা বিদের কাছে উচ্চারণ শিখে, তারপর এতবড় একটা সাহিত্য নিয়ে আলোচনা করা উচিত।
জ্বী। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
মানুষের ভুল ধরার আগে নিজেকে শুদ্ধ করুন। ব্যাকরণ নিয়ে ভুল ধরবেন কি আপনি নিজেই তো ব্যাকরণ পারেন না। কখনো স্কুল-কলেজে পড়ছেন?
Onk sundor apnar video
অসাধারণ একটি আলোচনা।।
@sandipbauri8820 মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
খুব সুন্দর ভাবে বুঝিয়ে দীলেন
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
আপনার উচ্চারণ বা শব্দ বিকৃতি ভীষণ কানে লাগছে, প্রথমতঃ মেঘনাদ কে মেঘোনাদ বলছেন, কোথায় এমন জঘণ্য উচ্চারণ শিখেছেন? নিজো উচ্চারণ করতে হবে করছেন নিজ, ভীষণ কানে লাগছে....
ধন্যবাদ আপনাকে। উচ্চারণগত কিছুটা সমস্যা থাকতে পারে। এরপর থেকে উচ্চারণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। তবে আমাদের আধুনিক অভিধানে আমি 'মেঘনাদ'-এর উচ্চারণ 'মেঘোনাদ' দেখেছি! এজন্যই দ্বিধায় পড়ে যাই মাঝে মাঝে।
@proy8800আপনার মত অসভ্য লোক আমি দেখিনি। আগে আপনার ভাষায় শব্দ ব্যবহার যথাযথ করুন তারপর অন্যকে বলবেন। সমাজের আবর্জনা কোথাকার।
ব-দেশ থেকে
অসাধারণ উপস্থাপনা..
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
এই কাব্যটা মাইকেলের মনের কথা।এটা মহাকাব্য নয়। লক্ষন রামের অংশ। রামায়ন এবং মহাভারত হোলো মহাকাব্য। মেঘনাদ বধ আমার পড়া। এটা একটা গল্প।
মহাকাব্য দুই প্রকারের হয়ে থাকে। জাত মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। রামায়ণ, মহাভারত হলো জাত মহাকাব্য, এবং মেঘনাদবধ হলো সাহিত্যিক মহাকাব্য।
তবে এটা মাইকেলের মনের কথা সেটা সত্যি। মাইকেল রাম ও রাবণ সম্পর্কে তাঁর মনের কথাগুলোকে মহাকাব্যের আকারে প্রকাশ করেছেন। তবে মাইকেলের মহাকাব্যের ভাষা কিছুটা জটিল হওয়ায় অনেক প্রকাশনা সহজ গদ্যে মহাকাব্যটাকে অনুবাদ করে বাজারে ছেড়েছে। সম্ভবত তেমনই একটি বই আপনি পড়েছেন।
*1000% Right...*
Like Paradise Lost and Paradise Regained
😢❤
Onek sundor hoice vaiya❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
রবীন্দ্রনাথ ঠাকুরের , এবং জীবানন্দ দাসের কবিতা গুলোর আলোচনা করেন বাংলা দ্বিতীয় বর্ষ cc 8 unit 2 and 3 plz sir ❤️
জ্বি, ধীরে ধীরে আপলোড দিবো।
@@sobarjonnobangla একটু যতোটা সম্ভব তাড়াতাড়ি করেন sir plz request kor6i ❤️
Darun
ধন্যবাদ।
সুন্দরম, জয়তু রাম জয়তু মধুসূদন
মন্তব্যের জন্য ধন্যবাদ।
রাম এখানে ভীষণ দুর্বল,দেবনিভর্তা ছাড়া তাঁর এ পা এগোবার উপায় নেই!😊
মেঘোনাদ নয় মেঘনাদ উচ্চারণ হবে। নিজ্ হাতে নয় নিজ হাতে হবে। আরো অনেক উচ্চারণ ভুল আছে।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে৷ আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়৷ ❤️
মেঘোনাদ ই উচ্চারণ হবে ।
দারুণ উপস্থাপনা ❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
এখানে ত অনেক ভূল তথা দেওয়া হয়েছে, রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি,, আর রামায়নের অংশ মেঘনাথবধ কাব্য,,,,অনেক ভূল তথ্য আছে,,,,।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
ভাই সে জন্যেই মাইকেল মধুসূদন দত্ত কে প্রথা বিরোধী কবি বলেন
আপনার উপস্থাপন খুব ভালো লাগলো
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
চমৎকার লেগেছে
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
চোখের জল ধরে রাখতে পারিনি l
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
খুব সুন্দর প্রকাশনা
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি চ্যানেলের সাথেই থাকবেন। ❤️
অসাধারন উপস্থাপনা ! অসংখ্য ধন্যবাদ দাদা।
চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। ❤️❤️
great to have an amazing epic and biggest epic of bangla literature. thank you so much ❤
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️
Excellent description sir.
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশাকরি এভাবেই পাশে থাকবেন সবসময়। ❤️