রাণী ভবশঙ্করী র বর্ণময় জীবন কাহিনী | Rani Bhabasankari | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • পশ্চিমবঙ্গের বাঙালির কাছে রানী ভবশঙ্করী নামটা ততটা পরিচিত নয়। কিন্তু রানী ভবশঙ্করী অবিভক্ত বাংলার মুসলমান শাসকদের কাছে একটা আতঙ্ক ছিল, যাকে বাংলার সুলতানি শাসক, পাঠান শাসকরা কোনোদিন পরাজিত করতে পারেনি। এমনকি রানী ভবশঙ্করীর শাসনকালে মুঘল শাসক আকবর ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব মেনে নেন। মিলিন্দ চক্রবর্তী দাদার অনুরোধ রাখতে তাঁর বিষয়ে বিস্তারিত কিছু জেনে নিই।
    রানী ভবশঙ্করীর জন্মসূত্রে নাম ছিল ভবশঙ্করী চৌধুরী। তাঁর জন্ম হয়েছিল ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্যে, সেই সময় ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্য বর্তমান হাওড়া ও হুগলি জেলা জুড়ে ছিল। তাঁর পিতার নাম দীননাথ চৌধুরী। তিনি রাজা রুদ্রনারায়ণের সাম্রাজ্যে একজন দুর্গরক্ষক ছিলেন। তাঁর পিতা দীনানাথ চৌধুরী দুর্গের রক্ষক ছিলেন, সেইসঙ্গে সেনাদের যুদ্ধ বিদ্যার প্রশিক্ষণ দিতেন। আর তাই ছোটবেলা থেকেই ভবশঙ্করী পিতার কাছে অস্ত্র শিক্ষা পান। তিনি তাঁর পিতার কাছ থেকে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা, তরোয়াল যুদ্ধ, তীর ছোঁড়া ইত্যাদির প্রশিক্ষণ নেন। সেইসঙ্গে তিনি মাঝে মাঝে পিতার সঙ্গে যুদ্ধ অভিযান এবং শিকার অভিযানে যেতেন।এছাড়াও ভবশঙ্করী ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের শ্রেষ্ঠ পন্ডিতদের কাছ থেকে সমাজশাস্ত্র, রাজনীতি, দর্শন, কূটনীতি এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করেছিলেন।
    এইভাবে সময় কেটে যাচ্ছিল। কিন্তু এর কিছু সময় পরেই ভবশঙ্করীর মায়ের মৃত্যু হয়। তারপরেই দীনানাথ তাঁর কন্যার বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকেন। কিন্তু স্বাধীনচেতা, যোদ্ধা ভবশঙ্করী এক অদ্ভুত শর্ত দেন যে যে পুরুষ তাকে তরোয়াল যুদ্ধে হারাতে পারবেন তিনি তাকেই বিয়ে করবেন। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। কারণ সময়ের ফেরে ভবশঙ্করীর সঙ্গে রাজা রুদ্রনারায়ণ-এর বিবাহ সম্পন্ন হয়। এ নিয়ে আজও হাওড়া এবং হুগলী জেলার গ্রামে-গ্রামে লোকমুখে কাহিনী প্রচলিত আছে, একবার ভবশঙ্করী শিকার অভিযানে গিয়েছিলেন। সেখানে একদল বুনো মহিষ ভবশঙ্করীকে আক্রমণ করে। কিন্তু ভবশঙ্করীর তরোয়াল চালানোয় অসাধারণ দক্ষতা ছিল। সেই দক্ষতায় সবকটি বুনো মহিষকে তিনি হত্যা করেন এবং শিকার অভিযানে থাকা বাকিদের রক্ষা করেন। এই দৃশ্য রাজা রুদ্রনারায়ন দূর থেকে লক্ষ্য করেন এবং যুদ্ধ দক্ষতায় মুগ্ধ হন। তিনিই ভবশঙ্করীর পিতাকে বিবাহের প্রস্তাব দেন এবং খুব শীঘ্রই তাদের বিবাহ সম্পন্ন হয় গড় ভবানীপুর দুর্গের কাছে দামোদর রাজপ্রাসাদে। এরপরেই ব্রাহ্মণ কন্যা ভবশঙ্করী চৌধুরী পরিচিত হন রানী ভবশঙ্করী নামে।
    #biography
    #viralvideo
    #history
    #westbengal
    #ranibhabasankari
    #information

ความคิดเห็น • 21

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @subarnakarmakar6512
    @subarnakarmakar6512 7 หลายเดือนก่อน

    আরও বিভিন্ন ঐতিহাসিক মহিলা দের জীবন কাহিনী তুলে ধরুন ভালো লাগলো।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  7 หลายเดือนก่อน +1

      Thanks.
      Channel visit korun paben anek video

  • @nilimadey9738
    @nilimadey9738 7 หลายเดือนก่อน

    Khub bhalo laglo ..eto anondo pelam tomar video dekhe...khub bhalo theko bhai ♥️ ❤️ ❤❤❤

  • @snag434
    @snag434 7 หลายเดือนก่อน

    রানী ভব শংকরী জীবন কাহিনী শুনলাম সম্পূর্ণ অজানা কাহিনী জানা ছিল না আজকে তোমার বিশ্লেষণের মাধ্যমে জানলাম খুব ভালো লাগলো

  • @gotampatro873
    @gotampatro873 7 หลายเดือนก่อน +1

    দাদা সত্যি এখন কার বাংলার ছেলে মেয়ে রা এই সব কথা শুনে নি আগামী দিনে এই ধরনের কথা আরো শোনার ইচ্ছা রইল জয় গুরু

  • @abinashgaming9077
    @abinashgaming9077 7 หลายเดือนก่อน +1

    মাতা'রুপে'পুজাকরি'তাকে

  • @pabitrakumarpaul699
    @pabitrakumarpaul699 7 หลายเดือนก่อน

    🙏🙏💐

  • @siddiqurrahman9272
    @siddiqurrahman9272 6 หลายเดือนก่อน

    সালাম জানাই এই বাঙ্গালী বীরাঙ্গনা রাণীকে ।