খাবার দিয়ে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায়? । পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • খাবার দিয়ে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায়? । পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা
    #পুষ্টিবিদআয়শাসিদ্দিকা
    #nutritionistayshasiddika
    গ্রিন টি এখন শুধু পানীয় নয়, এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবে। ক্যামেলিয়া সাইনেনসিস নামের গাছ থেকে পাওয়া গ্রিন টি-তে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, নানাবিধ এনজাইম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যাফেন ও নানা ফাইটোকেমিক্যাল, যা ত্বকের জন্য বেশ উপযোগী। ত্বককে স্বাস্থ্যবান ও উজ্জ্বল করতে গ্রিন টি দারুণ কাজ করে। শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বক ভেতর থেকে করে উজ্জ্বল। এ ছাড়া ত্বকের দাগ-ছোপ, কাটা দাগ, লালচে ভাব কমাতে সাহায্য করে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দুটি গ্রিন টি ব্যাগ কেটে তার সঙ্গে দুই চামচ মধু ও সামান্য লেবুর রস মিশিয়ে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে নিন। এ ছাড়া চোখের তলায় কালি বা ফোলা ভাব দূর করে গ্রিন টি-তে থাকা ট্যানিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। গ্রিন টি-তে থাকা ভিটামিন কে এ ক্ষেত্রে সাহায্য করে। দুটি গ্রিন টি ব্যাগ আধঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। চোখ বন্ধ করে টি ব্যাগ দুটি চোখের ওপর রেখে দিন ১৫ মিনিট।
    টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা ও শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। এটি সানস্ক্রিন হিসেবে কাজ করে। ত্বকের কোষের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। ত্বকের লালচে ভাব কাটাতে সাহায্য করে। আবার এক সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ প্রতিদিন পাঁচ টেবিল চামচের সমপরিমাণ টমেটোর পেস্ট খেয়ে থাকেন, তাঁরা অন্যদের থেকে ৩৩ শতাংশ কম পোড়েন রোদে।
    গাজরে থাকে ভিটামিন এ, যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ থাকে। সপ্তাহে একবার গাজর কুচি করে কেটে রস বের করে নিন। এতে অল্প মধু ও সামান্য টক দই মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক একবার ব্যবহার করলেই দেখবেন, ত্বক উজ্জ্বল দেখাচ্ছে। আবার ১ টেবিল চামচ দই, বেসন ও কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তা মুখে মেখে ১ ঘণ্টা পর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী।
    নিজে নিজে একটি পরীক্ষা করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার ঠিক ১৫ মিনিট আগে আঙুলের মাথায় সামান্য পরিমাণ অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন রোজ। ১৫ মিনিট পর ভেজা তুলা দিয়ে মুছে নিন। দেখাবেন ডার্ক সার্কল সমস্যার সমাধান কত দ্রুত হয়ে যায়। এ ছাড়া মুখ ধোওয়ার পর সামান্য অলিভ অয়েল মুখে-গলায় লাগিয়ে নিলে ত্বক কোমল ও মসৃণ হবে। স্নানের পর ভিজে ত্বকে অলিভ অয়েল লাগালে ত্বক সহজেই তেল শুষে নেবে এবং পুষ্টি পাবে।
    ত্বকের যত্নের জন্য ডার্ক চকলেট? এটা কী করে সম্ভব? কিন্তু বিশ্বাস করুন চকলেট শুধু সুস্বাদু খাবারের নাম নয়, এটি ত্বকের যত্নে বেশ কার্যকর। চকলেটের অ্যান্টি-অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। সে জন্য খেতে পারেন ডার্ক চকলেট। তবে ৭০ শতাংশের কম ক্যাকো আছে, এমন চকলেট না খাওয়াই ভালো। কারণ, যে চকলেটে ক্যাকো বেশি, তাতে চিনি কম থাকে। আর চিনি আমাদের ত্বকের জন্য ভয়ংকর ক্ষতিকর। যদি আপনি এত দিন ডার্ক চকলেট না খেয়ে থাকেন, তবে ত্বক কোমল ও নমনীয় রাখার জন্য এর সাহায্য নিতেই পারেন।
    ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়,
    ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির খাবার,
    ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়,
    ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার কারণ,
    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে,
    ত্বকের উজ্জ্বলতা,
    ত্বক ফর্সা করার উপায়,
    ত্বক ফর্সা হওয়ার উপায়,
    ত্বক ফর্সা করার খাবার,
    ফর্সা হওয়ার উপায়,
    ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম,
    ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো,
    ফর্সা হওয়ার বডি লোশন,
    ফর্সা ত্বক,
    সারা শরীর ফর্সা করার উপায়,
    সারা শরীর ফর্সা করার উপায়,
    সারা শরীর ফর্সা করার ক্রিম,

ความคิดเห็น • 11

  • @FaiyazAyaz

    এমন একটা আলোচনা শুনতে চাচ্ছিলাম

  • @romanmiah3713
    @romanmiah3713 21 วันที่ผ่านมา

    Nice video

  • @SamiaSultana-yd2rn

    ❤❤❤

  • @user-ky9nb5nu9c

    আমার বাচ্চা কি ভাবে ফসা হবে। কি করলে

  • @rafirohan4573

    ম্যাম আপনার চেম্বার কোথায়? আমার পুষ্টি সংক্রান্ত নানা সমস্যা আছে আমি আপনার কাছে ট্রিটমেন্ট নিতে চাই।

  • @ShelaiShiko

    আপু চোখে র উপর নিচে কালো দাগ হয়ে গেছে

  • @raihan920

    R e baba sob kisu te treatment na diye bolen mechanism after kalo Jishu kaloi Hobe r Sada Jishu sadai hobe. No one can similar with another one. Such represent the identity of almighty/Allah. The-3 significant sign express the Great ness of almighty/Allah as (Rong/Color, Borno/language, Gondho/smell). Nobody have any knowledge to change these 3 major fact.