Question and answer on fish culture । Part-128। মাছ চাষের প্রশ্নোত্তর। Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Question and answer on fish culture
    Different types of questions and answeres of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish,
    it includes the physico-chemical parameters to be faced by the farmers.
    Reduction of feeding of fish; suddenly discovered.
    It also includes pond preparation, dyke preparing, leveling and turfing, the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, other steps, Ammonia toxicity, Oxygen deficiency etc.#Abeed Lateef

ความคิดเห็น • 50

  • @akborhossain7888
    @akborhossain7888 4 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম , আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুন, আপনার এ পর্যন্ত সব ভিডিও দেখেছি, অনেক সাহস ও আশা জাগায় মনে।
    জনাব, আমি একজন নতুন চাষী, আমার ১০ শতকের জায়গায় চতুর্পাশ বাউন্ডারী করে নিচের ফ্লোর ঢালাই দিয়ে, ২৪ ঘন্টা এয়ারেটর ব্যবস্থা রেখে, কি ধরনের মাছ চাষ করলে ভালো ফল পেতে পারি?

  • @monirhossain766
    @monirhossain766 4 ปีที่แล้ว

    Thanks .

  • @yeasintapader8783
    @yeasintapader8783 4 ปีที่แล้ว +1

    স্যার আসসালামু আলাইকুম। প্রশ্ন- পুকুরে শোল মাছ ছেড়ে পোনা উৎপাদন করতে চাই, এক্ষেত্রে ব্যাঙের উপদ্রব থেকে বাচতে ডিজেল কি পুকুরের পাড়ে দিবো, পানিতে ডিজেল পড়লে ক্ষতি হবে নাকি? আমি নুতন, প্লিজ উত্তর দিলে উপকৃত হবো।
    আরেকটি প্রশ্ন-
    শোল মাছ পুকুরে থাকাকালীন অবস্থায় চুন ও লবন দিলে ক্ষতি হবে নাকি, এবং শতাংশে কতটুকু?

  • @harunurrashid2136
    @harunurrashid2136 3 ปีที่แล้ว +1

    আপনার উপদেশ উপকৃত হচচি। স্যার আমি নতুন চাষী হতে চাইচি। পুকুর তৈরীর কাজ চলিতেছে। এখন নভেমবর মাস,শিত কাল। কি এবং কোন জাত কত চাইজের বাচচা চাড়লে ভাল হবে জানাবেন দয়া করে।

  • @samitbarua6944
    @samitbarua6944 4 ปีที่แล้ว

    ভাল লাগল

  • @advanceagrofarmbd6097
    @advanceagrofarmbd6097 4 ปีที่แล้ว +2

    Sir my pond has iron! How can I remove it ?

  • @babusarkar428
    @babusarkar428 11 หลายเดือนก่อน

    স্যার ৩৩ শতাংশ পুকুর এর গভীরতা ৫ ফুট আয়তাকার কার্প ফ্যাটেনিং করা যাবে? জানাবেন প্লিজ

  • @shogebgeb5998
    @shogebgeb5998 4 ปีที่แล้ว +1

    আমার পুকুরে আসেপাসে কোন পুকরনাই শোল মাছ কোথায় থেকে আসে কিবাবে হয় জানাবেন কোন পানিনাই।

  • @jahidulislam5874
    @jahidulislam5874 4 ปีที่แล้ว

    Sir ami 3 akor jomite misro maser chas korte chai koto hajar mach sara jabe. R magur mach ki misro macher sathe chas kora jabe.

  • @monjumia7449
    @monjumia7449 4 ปีที่แล้ว

    স্যার সালাম নিবেন পুকুরে জুপেনটন আছে এমন অবস্থাই নতুন করে ক্ষড় ও নতুন পানি দেওয়া যাবে পুকুরে??

  • @ashikurrahman689
    @ashikurrahman689 2 ปีที่แล้ว

    স্যার রুই মাছের পোনা ৫০ লাইনের একক চাষে কিছু সিলভার কার্প ৫০০ গ্রাম শতকে ২-৩ টা দেওয়া যাবে প্লিজ জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      যাবে।
      🤔🤔🤔🤔🤔🤔

  • @shafinahmed1622
    @shafinahmed1622 4 ปีที่แล้ว

    স্যার,আমার তেলাপিয়ার ঘেরের পানিতে জোগের কারনে খুবই সম্যায় আছি কি করা যেতে পারে দয়া করে একটু বলবেন।

  • @bipolmondol6747
    @bipolmondol6747 3 ปีที่แล้ว

    Labon panir pukure ki labon diye ammonia reduce kora jabe, ata Galda Chingri pukur.ppt 10

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว +1

      অ্যামোনিয়া এক্ষেত্রে বেশ কিছুটা আপনা আপনি নিয়ন্ত্রিত হবে ।
      আপনি এর সঙ্গে মোলাসেস প্রয়োগ করলে ভালো করবেন।

  • @samiroadak6703
    @samiroadak6703 3 ปีที่แล้ว

    sir good night.
    sir i am samir adak for india west bengal.

  • @shemul827
    @shemul827 4 ปีที่แล้ว

    ছার আমি হাতে বানিয়ে পাঙ্গাস কে খাবার দিতে পারি যেমন সয়াবিনের খৈল আর রায়িচ পালিস আর সরিসার খৈল

  • @dechosta9292
    @dechosta9292 4 ปีที่แล้ว

    স্যার আপনি তো বলে থাকেন যে, চুন প্রয়োগের ক্ষেত্রে নিদিষ্ট কোন সময় নেই সকাল, দুপুর, রাত,দিন, ঝড়, বৃষ্টি যে কোন সময়ে পানির প্রয়োজন অনুসারে প্রয়োগ করা যায়।লবনও কি চুনের মত যে কোন সময়ে ব্যবহার করতে পারবো কিনা?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +1

      জী।

    • @dechosta9292
      @dechosta9292 4 ปีที่แล้ว

      স্যার পাবদাকে ৩০% না ৩৫% প্রোটিন সমৃদ্ধ খাবার দিব?

  • @tapasbarman7490
    @tapasbarman7490 4 ปีที่แล้ว

    Amar 2000 akar jal lal hoye achhe ki kare sabuj karbo janale ukakar pab wb india

  • @deshbhakt5076
    @deshbhakt5076 4 ปีที่แล้ว

    স্যার আমার পুকুরের জলে লবনের পরিমাণ বেশি পুকুরের আসে পাসে মিষ্টি জল পাওয়া যায় না স্যার আমি মোনোস্প কী চাষ করা যাবে দয়া করে জানাবেন স্যার

  • @moshindhili1051
    @moshindhili1051 3 ปีที่แล้ว

    আসছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু কেমন আছেন স্যার একটা প্রশ্ন ছিলো উত্তর দিলে উপকৃত হবো অক্সিজেন ট্যাবলেট ব্যবহার কিভাবে করবো আমার পুকুরে মাঝে মাঝে সকালে মাছ ভাসে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      প্রথমে লোক নামিয়ে পুকুরের তলার গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করবেন।
      পুকুরের স্বাভাবিক পরিচর্যা গুলো সঠিক ভাবে চালিয়ে যাবেন।
      প্রয়োজনে শতকে ২-৫ টা পর্যন্ত অক্সিজেন ট্যাবলেট পুকুরের যথাসম্ভব ছড়িয়ে ছিটিয়ে দেবেন।

    • @moshindhili1051
      @moshindhili1051 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ইনশাআল্লাহ দাদা জাযাক আল্লাহ্‌ খায়ের

  • @buddhamandal2357
    @buddhamandal2357 3 ปีที่แล้ว

    স্যার সবার প্রথমে আমার বিনম্র প্রণাম নেবেন।লবণ এর ব্যাবহার এবং গোবর খইল এর মিশ্রণ নূন্যতম কতদিন অন্তর দেবো জানালে খুব উপকৃত হবো স্যার 🙏🏻🙏🏻🙏🏻

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      লবণ মাসে একবার।
      সার মাসে দুই বার।

    • @buddhamandal2357
      @buddhamandal2357 3 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ স্যার 🙏🏻🙏🏻শুভ রাত্রি

  • @soykothossain1860
    @soykothossain1860 4 ปีที่แล้ว

    স্যার আমি 2000পাংগাস নতুন একটা পুকুর এনেছি মাছের ওজন 500 গ্রাম মাছ ছারার পরে লবন দিয়েছি মাছের গায়ে ঘা দেখা যেচ্ছে আজ একটা মাছ ধরলাম ঘা থেকে পুঁজ বের হচ্ছে এই অবস্থায় কি করতে পারি দয়া করেন বলবেন মাছ ছারার বয়স 5দিন হলেও

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +1

      মাছের ঘনত্ব, পানির গভীরতা, বর্ণ ও অন্যান্য পরিচর্যার দিকে লক্ষ্য রাখুন।
      খাবারের প্রতি কেজির সাথে ৫ গ্রাম করে অক্সিটেট্রাসাইক্লিন পাউডার ৬-৭ দিন খাওয়ান।

  • @AbdulMannan-sb3wi
    @AbdulMannan-sb3wi 3 ปีที่แล้ว

    Please, how to make a communication with you?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত হলে যোগাযোগ সহজতর হবে।

  • @user-jt4be6we2n
    @user-jt4be6we2n 3 ปีที่แล้ว

    সোয়াবিন গুগোল আমাদের এদিকে পাওয়া যায় তাহলে কি করব স্যার।

  • @nilukerketta5290
    @nilukerketta5290 4 ปีที่แล้ว

    আমার পুকুরে মাছের গায়ে লাল রেশ দেখা দিয়ে ছে । কিছু মাছ মারা গিয়েছে আমি চুন পটাশ মেরে নিচের পাক তাকেও ঘেটেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না । মাছ মরা কমছে না । কি করবো বললে খুব ভালো হয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      অক্সিটেট্রাসাইক্লিন পাউডার প্রতি কেজি খাবারের সঙ্গে পাঁচগ্রাম করে মিশিয়ে ছয়দিন খাওয়ান।

  • @mdmanzurulazim5953
    @mdmanzurulazim5953 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার।
    শীতে খাবার পরিমাণ কেমন দিব প্রতি ১০০ কেজিতে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +2

      মাছের চাহিদার উপর নির্ভর করে দিবেন।

  • @purnendushekharmisra3722
    @purnendushekharmisra3722 4 ปีที่แล้ว

    Hate tairi khaware ki khawar soda dewa Jai hajamer jonno?

  • @tapasbarman7490
    @tapasbarman7490 4 ปีที่แล้ว

    আমার ২০০০ একর ঝিল ৫ ফুট জল আছে জলের রঙ লালচে কী পোয়োগ করলে জলের রঙ হালকা সবুজ হবে তাপস বরমণ ভারত

    • @deshbhakt5076
      @deshbhakt5076 4 ปีที่แล้ว

      প্রথমে সতকে 200 গ্রাম করে চুন ৮ঘন্টা ভিজেয় তার১দিন পরে বিঘাতে ৬কেজী সরষের পেড়ি ৩কেজী গোবর ১কেজী খড় কেটে ৫কেজী ড এ পি ৫কেজী ইউরিয়া ২কেজী পটাস ৪৮ঘন্টা ভিজেয়ে দিলে ৪-৬পরে জলের কালার সবুজ হয়ে জাবে

  • @admdhumyunkabiruzzal6624
    @admdhumyunkabiruzzal6624 4 ปีที่แล้ว

    লবনের মত্রা শতাংস প্রতি,দয়া করে বলবেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว +2

      শতকে ১০০-২০০ গ্রাম

    • @admdhumyunkabiruzzal6624
      @admdhumyunkabiruzzal6624 4 ปีที่แล้ว

      সাদা মাছ/গলদা চিংড়ির ক্ষেত্রে লবন কোন খতি করবে কি না?

  • @obaydullahshameem6461
    @obaydullahshameem6461 4 ปีที่แล้ว

    স্যার সালাম নিবেন আপনি ঢাকা আসলে আপনার বুকে বুক মেলাতাম কিভাবে জানতে পারবো? স্যার আমার 200 শতক পুকুরে পানি ৪/৫ ফুট কতমাছ আছে জানি না আনুমানিক ১৫ মন পুকুরে প্যকৃতিক খাবার আছে হাতে বানানো খাবার ২০কেজি দেই খাবার খেয়ে ফেলে আমি কি খাবার বেশি করে দেবো আপনার মতামত আসা করছি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      খাবার খেয়ে ফেললে খাবার বাড়াবেন।

  • @Saifulislam-uu1rt
    @Saifulislam-uu1rt 3 ปีที่แล้ว

    আপনার ফোন নাম্বার হলে ভালো হয়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মরেই যাব !🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @misalshishir4691
    @misalshishir4691 ปีที่แล้ว

    Sir apnar number ta jodi diten