Fish Feed।। মাছের খাদ্য/ খামারে তৈরি মাছের খাবার। Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • some farmer think that without pellet feed fish culture is not possibleBut it is fact that it is possible. Some people say that farm made or rough feed become spoilt or become wastes.
    fish can collect feet by sucking all the feed from water.
    Farm made feed have no adulterants. and it is very cheaper than marketed pellet feed.
    #হাতে_বানানো_মাছের_খাবার,
    #পিলেট_বনাম_বানানো_খাবার,
    #Abeed Lateef
    আমাদের অনেকের ধারনা যে, মাছ চাষে হাতে বানানো খাবার আসলে সুষম হয় না হেতু এটি প্রয়োগ করলে মাছের দেহ বৃদ্ধি সেরকম হয় না।
    আমি তাই এই হাতে বানানো খাবার সম্পর্কে কিছু বলতে চাই।
    অনেকে বলেন যে,
    হাতে বানানো খাবার দিলে অনেক সময় তা' মাটি কিংবা কাদার নীচে চলে যায় ; নতুবা পানিতে ভেসে গিয়েও এর একটা অংশ নষ্ট হয় বা হারিয়ে যায়।
    আসলে এ বক্তব্যটা ঠিক নয়;
    কারন যেখানে খাবার দেয়া হয় সেখানে কোন ধরনের কাদা জাতীয় পদার্থ থাকে না; মাছ সেখানকার কাদা খাবারের সাথে খেয়ে পরিস্কার করে ফেলে।
    আর ভেসে গিয়ে হারিয়ে যাওয়ারতো প্রশ্নই আসে না; কারন মাছ সেগুলিও পানি ছেঁকে অনায়াসেই খেয়ে ফেলে।
    যে মাছ ফাইটোপ্লাঙ্কটন ছাকতে পারে সেই মাছ কি প্রয়োগকৃত খাদ্য খেয়ে ফেলতে পারবে না;
    এ কথাটা কত টুকু যৌক্তিক!
    একজন চাষী যদি হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান যেগুলিতে আমিষ আছে তা' সয়াবিন মিল হোক, আর সরিষার খৈলই হোক কিংবা বিভিন্ন ধরনের খৈল অথবা ডালই হোক সেগুলির মিশ্রিণে যদি আমিষের পরিমান প্রয়োজনীয় মাত্রায় রেখে খাবার বানাতে পারেন তাহলে অবশ্যই তিনি মাছের সঠিক মাত্রায় উৎপাদন করতে পারবেন।
    আমরা জানি যে, উদ্ভিদের আমিষ হচ্ছে দূর্বল আমিষ এবং প্রাণিজ আমিষ হচ্ছে শক্তিশালী আমিষ;
    কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে যে, দুই-তিন পদের উদ্ভিজ্জ আমিষের সংমিশ্রন ঘটালে অত্যন্ত উন্নত মানের শক্তিশালী আমিষ সংশ্লেষিত হতে পারে।
    উল্লেখ্য যে, এই কারনে আগে যখন খাদ্যাভাব দেখা দিত সে সময়ে মানুষকে দুই তিন পদের ডাল দিয়ে "খিচুরী"ই খাওয়ানো হত।
    অন্য কিছু নয়।
    আর মূল্য সাশ্রয়ের প্রশ্নে চাষীদের নিজের হাতের উপাদান সংগ্রহ করে গুনগত মান সম্পন্ন খাবার তৈরি করে মাছ উৎপাদন করতে হবে; সেটাই হবে বুদ্ধিমানের কাজ।

ความคิดเห็น • 290

  • @harunarrashied965
    @harunarrashied965 4 ปีที่แล้ว +6

    স্যার আপনার পরামর্শ মতো মাছ চাষ করে উপকৃত হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ।।

  • @hrisikeshroy8910
    @hrisikeshroy8910 3 ปีที่แล้ว +3

    আপনার কথা গুলো যৌক্তিক ও তথ্য সমৃদ্ধ❤️❤️
    জ্ঞান হয়তো অনেকের ই আছে, কিন্তু আপনার মতো করে সহজে বিলিয়ে দেওয়ার ক্ষমতা ইশ্বর খুব কম লোক কেই দিয়েছেন🙏
    🙏ভালো থাকবেন🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ধন্যবাদ, ভাই।
      আপনাদের মতো উদার মনের কিছু মানুষের জন্যই হয়তো আমাদের মতন কিছু মানুষ বেঁচে থাকার প্রেরণা পায়।
      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @jamilmohammad8483
    @jamilmohammad8483 3 หลายเดือนก่อน

    মৎস্য চাষের যে জ্ঞান আপনি ধারণ করে আছেন স্যার , অতুলনীয় !!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 หลายเดือนก่อน

      আল্লাহ আপনাকেও রহম করুন।

  • @MDHridoy-mz9jx
    @MDHridoy-mz9jx 4 ปีที่แล้ว +2

    আপনার কথা যত শুনি তত বেশি ভালো লাগে। অনেক কিছু শিখতেছি স্যার, বেঁচে থাকুন হাজার বছর। খুব শিগগিরই আপনার ক্লাশে যোগ দিয়ে গর্বিত সদস্য হতে চাই। MD Hridoy from South Korea.

  • @fazlayrabbi2705
    @fazlayrabbi2705 5 ปีที่แล้ว +5

    যদিও ভিডিওটি আমি আজকে দেখলাম, এত যুক্তি দিয়ে কথা গুলো বলেছেন, যে তাতে অনেক কিছুই শিখতে পারলাম, ধন্যবাদ স্যার।

  • @muhammadkashmir8790
    @muhammadkashmir8790 ปีที่แล้ว

    অসাধারণ আলোচনা অনেকে জ্ঞান আহরণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার সহায় হোক।

  • @salauddinmaruf4037
    @salauddinmaruf4037 5 ปีที่แล้ว +18

    আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আপনাকে স্যার ভালো থেকেন স্যার এভাবে আমাদের পরামর্শ দিণ...

  • @aldinsing1012
    @aldinsing1012 ปีที่แล้ว

    স্যার আপনার পরামর্শে মাছচাষ করেও অনেক উপকৃত 2:42 হয়েছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ কামনা করুন

  • @probalkhandker3202
    @probalkhandker3202 4 ปีที่แล้ว +4

    আপনার কথা শতভাগ সঠিক স্যার। এবার ফিড কোম্পানি গুলো আপনার পেছনে লাগবে। সাবধানে থাকবেন স্যার। নিরাপদ থাকুন, ভালো থাকুন। শুভকামনা রইলো।

  • @joyahmedjewel9411
    @joyahmedjewel9411 5 ปีที่แล้ว +6

    আসছালামু আলাইকুম স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কিছু বলতে গেলে পড়াশো এবং সৎ সাহস লাগে ভাসমান খাবারে কি থাকে কেউ বলতে চায় না । আমি বিশ্বাস করি আপনার েএই আলোচনা ‍শুনার পর সারা বাংলায় জোয়ার শুরু হবে ইনশা---।কারন আপনার চোখে মুখে দেশ প্রেমের ছাপ দেখত পাই।সোনার বাংলায় এমন মানুষ বারে বারে দরকার।

    • @solamansany3985
      @solamansany3985 3 ปีที่แล้ว +1

      স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @ecplisemobile469
    @ecplisemobile469 4 ปีที่แล้ว +10

    স্যার মাছের খাবার বানানোর ও পরিমাপ পদ্ধতি একটা ভিডিও দেন

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk ปีที่แล้ว

    Sir.boro kuchuripana ba jarmuni er nicher je kalo ongsota,jetake amra shur boli oita ki compost kore dile mache khay???ba ata ki macher kono upokare ase???

  • @jewelmalitha6478
    @jewelmalitha6478 3 ปีที่แล้ว

    খুব উপকৃত হইলাম । অসংখ্য ধন্যবাদ

  • @amithhassan5375
    @amithhassan5375 4 ปีที่แล้ว +2

    আপনার মত মানুষকে কি বলে যে প্রসংশা করব বা ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @moonlitv3385
    @moonlitv3385 5 ปีที่แล้ว +11

    আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াৎ দান করুক।

    • @jaxdeclan5266
      @jaxdeclan5266 3 ปีที่แล้ว

      i know Im asking the wrong place but does someone know a trick to get back into an Instagram account?
      I was dumb lost my password. I would appreciate any help you can offer me

    • @bishopmusa1997
      @bishopmusa1997 3 ปีที่แล้ว

      @Jax Declan instablaster =)

    • @jaxdeclan5266
      @jaxdeclan5266 3 ปีที่แล้ว

      @Bishop Musa I really appreciate your reply. I got to the site through google and I'm trying it out now.
      Seems to take a while so I will get back to you later with my results.

    • @jaxdeclan5266
      @jaxdeclan5266 3 ปีที่แล้ว

      @Bishop Musa it did the trick and I actually got access to my account again. I'm so happy!
      Thank you so much you saved my ass :D

    • @bishopmusa1997
      @bishopmusa1997 3 ปีที่แล้ว

      @Jax Declan You are welcome =)

  • @makazad8572
    @makazad8572 3 ปีที่แล้ว

    Anek.anek.dannyabad. khub. Shundar Babeye jukti purna paramsho deyear jannya.

  • @AshikAshik-wx1xo
    @AshikAshik-wx1xo 4 ปีที่แล้ว +1

    মাছ চাষে এত ভালো কথা ভালো উপদেশ কোনদিন পাইনি

  • @mohammedasaduzzaman7592
    @mohammedasaduzzaman7592 3 ปีที่แล้ว

    আপনার আলোচনার সাথে আমি একমত।
    আপনার বক্তব্যে বৈজ্ঞানিক ভিত্তি আছে। ধন্যবাদ ।

  • @nahidhossain1122
    @nahidhossain1122 4 หลายเดือนก่อน

    apni shathik kotha bolecen. thank you

  • @delowarhossain1772
    @delowarhossain1772 ปีที่แล้ว

    আমার দেখা সেরা ভিডিও

  • @AbuHanif-cp9rs
    @AbuHanif-cp9rs 5 ปีที่แล้ว +2

    স্যার আপনাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে এভাবে আমাদের পরামর্শ দিতে পারেন ভালো থেকেন স্যার

  • @farhadhossain4582
    @farhadhossain4582 4 ปีที่แล้ว

    স্যার আপনার কথা গুলি যত শুনি ততোই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এবং আপনার পরিবারের সকলের সু-সাস্থ কামনা করি

  • @mrana-kp5ln
    @mrana-kp5ln 4 ปีที่แล้ว

    আপনার প্রতিটি প্রোগ্রাম আমি দেখছি।আল্লাহ আপনার দির্ঘায়ু দান করুন আমিন

  • @abuhanif8075
    @abuhanif8075 3 ปีที่แล้ว +1

    হাতে বানানো খাবারে অনেকে মাল্টি ভিটামিন/ভিটামিন প্রিমিক্স এড করতে বলে।মাছের জন্য ভিটামিন কতটুকু প্রয়োজনীয়?
    জানালে উপকৃত হবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      ততটা দরকার নাই।

  • @Arifkhan-ql6bj
    @Arifkhan-ql6bj 5 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য।আর খিচুড়ি রান্না না করে ডাল আর চাল গুলো কি গুড়ো বা আটা করে পানি দিয়ে মেখে বল আকারে বানিয়ে দেয়া যাবে?

  • @abhijitroy6136
    @abhijitroy6136 5 ปีที่แล้ว +5

    Sir you are great, and good knowledge

  • @mdalamk
    @mdalamk 4 ปีที่แล้ว

    স্যার আমার এখানে ব্রান এর কেজি ২৩ টাকা আর ধান ভাংগার পর যে গুড়া টা হয় (তুষ নয়) তার কেজি ১২ টাকা। এক্ষেত্রে আমি কি চালের গুড়াটা ব্যবহার করতে পারি?

  • @nejamuddinali7796
    @nejamuddinali7796 5 ปีที่แล้ว +1

    স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এই ভিডিও আমার সারা জীবনের জন্য কাজে আসবে।

  • @santobiswas8593
    @santobiswas8593 ปีที่แล้ว

    স্যার মুরগির নাড়িভুঁড়িতেকত পারচেন্ট প্রোটিন থাকে একটু জানাবেন

  • @md.pervezbinahsan4186
    @md.pervezbinahsan4186 4 ปีที่แล้ว +1

    Nacl/লবণ+চিটাগুড়+খইল ... তবে কেমন হবে???

  • @ohedurzaman2166
    @ohedurzaman2166 4 ปีที่แล้ว

    ভাইয়া আমার ঘেরে গর্তে একটুখানি পানি আছে। আর বাকি জায়গা শুকনা, পানিতে কিছু মাছ‌ও আছে, পুরোপুরি পানি শুকাতে পারছিনা মাছগুলো মারেযাবে তাই, এখন এখানে নতুন করে পোনা দিতে হলে শতাংশে কতোটুকু চুন প্রয়োগ করতে হবে? আর কিভাবে প্রয়োগ করতে হবে? কেউ একটু জানাবেন.........
    আর হ্যা মাছ দিবো মিক্সড পোনা,
    ধন্যবাদ।

  • @tasleemaalim302
    @tasleemaalim302 3 ปีที่แล้ว

    প্রতিটি আলোচনাই সুন্দর।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      আমি মাঠের মানুষ; ধারণাগুলি ট্রান্সফার করতে পারলে আল্লাহর কাছে কোটি কোটি কৃতজ্ঞতা।

  • @shahidullahmiazi
    @shahidullahmiazi 4 ปีที่แล้ว +1

    নিচু জমি যেখানে বর্ষাকালে 3 ফুট পানি জমা থাকে উক্ত জমির আইল উঁচু করে তেলাপিয়া চাষ করা সম্ভব কিনা? এ ক্ষেত্রে সম্ভব হলে শতাংশে কী পরিমাণ তেলাপিয়া ছাড়া যায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      170 থেকে 180 টাকা রাখতে পারেন।

  • @tayabaislam9176
    @tayabaislam9176 4 ปีที่แล้ว

    ধৈন্যবাদ স্যার, অনেক মজা লাগল আপনার কথা শুনে।

  • @zobairkhan6072
    @zobairkhan6072 5 ปีที่แล้ว +1

    . আমি দেশি মাগুর ও ভিয়েত্নাম কই মাছের চাশ করছি আমি নিজের হাতে খাবার বানাতে চাই আমাকে একটু বলবেন কি কি লাগে এবং কতো পারসেন্ট দয়া করে বলেন।

  • @samsu0.1
    @samsu0.1 ปีที่แล้ว

    কুড়া 27 কেজি ফিশমিল 20 কেজি সিদ্ধ সোয়াবিন 20 কেজি সরিষার খৈল 20 কেজি আটা 7 কেজি চিটাগং 3কেজি ফিনিক্স 2 কেজি ডিসিপি 500 গ্রাম কলিং 500 গ্রাম স্যার এই সবগুলো উপ করন দিয়ে কি তেলাপিয়া মাছের খাবার বানানো যাবে দয়া করে জানাবেন স্যার প্লিজ

  • @NazrulIslam-qj3bb
    @NazrulIslam-qj3bb 4 ปีที่แล้ว

    আস সালামু আলাইকুম ।অনেক সুন্দর যুক্তি উপস্থাপন করছেন ।স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড,,আপনি আপনার পজেকটে কি সব সময় হাতে তৈরি করা খাবার খাওয়ান এবং কি কি উপাদান দিয়ে তৈরি করেন?অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @papaide2292
    @papaide2292 4 ปีที่แล้ว

    নমস্কার স‍্যার
    খোল ও গোবর পাঁচদিন পচিয়ে মাছের খাবার তৈরি করা যাবে?
    তার সঙ্গে সোয়াবিন দেওয়া যাবে?

  • @luqmanluqman3143
    @luqmanluqman3143 4 ปีที่แล้ว

    সার খাবারের আমিশ ২৮%-২৯%বানানোর জন্য খৈল শরীশা সয়ামিল ওতিলের খৈল নিয়েছি আর কিছু কি লাগবে? আর খৈল গুলা কত % করে দিবো দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন!

  • @md.pervezbinahsan4186
    @md.pervezbinahsan4186 4 ปีที่แล้ว

    খইলের সাথে Nacl/লবণ+চিটাগুড় দিলে উপকারিতা কি?

  • @rasadmorshed721
    @rasadmorshed721 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ।।।
    মাশাআল্লাহ...

  • @arshobuj
    @arshobuj 3 ปีที่แล้ว

    প্রতিদিন রুই কাতল মিগেল মাছের জন্য কত কেজি খাবার দিতে হবে শতকে?

  • @hridoyahmed3149
    @hridoyahmed3149 3 ปีที่แล้ว

    স্যার, আমার পুকুরের শিলবার মাছ গুলির টুট ভেরে যাওয়ার কারণ কি?
    এই গুলি ধমন করার উপায় কি?

  • @fazalf7163
    @fazalf7163 3 ปีที่แล้ว

    শিং মাছের খাবার বানানো পরিমাণটা কি কী পরিমাণে কোন জিনিস দিতে হয় একটু বুঝিয়ে বলবেন

  • @sarmijrahaman1538
    @sarmijrahaman1538 4 ปีที่แล้ว

    যে সোয়াবিন ব‍্যাবহার করতে বলছেন ,সে টাকি বাড়িতে খাওয়ার সোয়াবিন।
    দয়া করে উত্তরটা দিবেন।

  • @ZakirHussain-hi4vm
    @ZakirHussain-hi4vm 2 ปีที่แล้ว

    ছাৰ আমি ভাৰত থেকে বলছি আমাৰ এলেকাই সৰিসাৰ খৈল 32টাকা কেজি ভূট্টা19টাকা কেজী আমি 100কেজী খাৱাৰে 65কেজী সৰিসাৰ খৈল 35কেজী ভূট্টা এতে মাছেৰ আমিশ চাহিদা পুৰন হবে মাছ কি নিয়মিত ভাৰবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      রুই মৃগেল জাতীয় মাছ হলে ঠিক আছে কিন্তু শুধু ভুট্টা খাওয়ালে মাছের দেহের রক্তচাপ এর ভারসাম্য কমে যাবে এবং মাছ রোগাক্রান্ত হয়ে যাবে।
      এজন্য ধানের কুড়া জাতীয় কিছু একটা মিশ্রন করে দিতে হবে।

  • @AshikAshik-wx1xo
    @AshikAshik-wx1xo 4 ปีที่แล้ว

    স্যার প্লিজ একটু বলবেন ১২ কাঠা জলকরে কতপিচ কাতল আর কত পিচ সিলভার দেওয়া যাবে আমি মাছ ২.৫ - ৩.৫ এরকম করে বাজারে ব্রিএি করতে চাই জানাবেন

  • @Showaebsaikat57gmail
    @Showaebsaikat57gmail 2 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর আলোচন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আল্লাহ্ আমাদের সবাইকেই নেক হায়াৎ দিন।

  • @shubhendu5252
    @shubhendu5252 2 ปีที่แล้ว

    Fast food er udhahoron ta darun laglo

  • @MdAlamin-uu4gt
    @MdAlamin-uu4gt 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক স্যার 💖💖💖

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আল্লাহ আপনাদের সবসময় মঙ্গল করুন।

    • @MdAlamin-uu4gt
      @MdAlamin-uu4gt 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 💖💖💖💖

  • @sksajahan8738
    @sksajahan8738 4 ปีที่แล้ว

    sir খুব উপকৃত হলাম আপনার কথা শুনে

  • @MdNazrul-vn8tx
    @MdNazrul-vn8tx 5 ปีที่แล้ว +5

    স‍্যার এক কেজি খাদ্য বানাতে চাল কত টুকু আর ডাল কত টুকু কি কি সব জাতের মাছ খেতে পারবে?

  • @mrana-kp5ln
    @mrana-kp5ln 4 ปีที่แล้ว

    রুই, কাতলা, মিরগেল, মাছের মিশ্রচাষে লাভবান হতে কি ধরনের খাবার খাওয়ালে মাছ দ্রুত বড় হবে।

  • @md.tahurulislam2007
    @md.tahurulislam2007 3 ปีที่แล้ว

    very nice said,,may Allah keep you fine.

  • @nightduty908
    @nightduty908 5 ปีที่แล้ว

    sir amer pukur 1 bigha and khub govir,akon ame pangash O talapiya chash korta chi, akon ame ke poreman a kon mas dita pare aktu bolban plz!!!?

  • @parthaacharjee6779
    @parthaacharjee6779 2 ปีที่แล้ว

    আমাদের এই খানে বিভিন্ন ধরনের ডালের ভুষি (ছাল) পাওয়া যায়। এইটা কি খাবারে ব্যবহার করা য়াবে।এর পুষ্টিগুণ কত পরিমাণ থাকে। খিচুড়ি সাথে ব্যবহার করা য়াবে। ভালো থাকবেন। প্রনাম নিবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      ডালের খোসার মধ্যে আমিষ সেরকমের কিছুই নাই।
      যদি ডালের খুদ পান তাহলে ব্যবহার করতে পারেন।

  • @sksajahan8738
    @sksajahan8738 4 ปีที่แล้ว

    sir দেশি শোল মাছকে পোল্ট্রি মুরগির নারী ভুরি পরিস্কার করার পর সেদ্ধ করে খুব ছোটো ছোটো টুকরো করে খাওয়ানো যাবে

  • @MdMasum-po3yr
    @MdMasum-po3yr 3 ปีที่แล้ว

    আল্লাহ্ আপনার দীর্ঘ নেক হায়াত দান করুক

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      আমীন।
      আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন।

  • @michelarcelain3391
    @michelarcelain3391 4 ปีที่แล้ว

    Sir khabarer moddhe fish oil kongula kototuku thake?

  • @mdjohirhosen96
    @mdjohirhosen96 2 ปีที่แล้ว

    স্যার!পাঙ্গাশ মাছকে হাতে বানিয়ে খাওয়ানো যাবে কিনা?
    আর গেলেও কিভাবে বানায় পাঙ্গাশের খাবার?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মাছের খাদ্যে আমিষ এবং মাছের খাদ্যে শ্বেতসার ভিডিওটা দেখতে পারেন।

  • @al-aminarif5289
    @al-aminarif5289 3 ปีที่แล้ว

    স্যার আমি বায়োফ্লক পদ্ধতিতে শিং মাছ চাষ করছি। কাইন্ডলি বায়োফ্লক ব্যবহার করার জন্য ভাসমান খাবার বানানোর উপাদান, পরিমান এবং পদ্ধতি জানাবেন।

    • @MohammedMamunAlRashid
      @MohammedMamunAlRashid 2 ปีที่แล้ว

      Sir can I get your cell number please ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আমি বায়ো ফ্লকের পরামর্শ দেই না ভাই।

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 4 ปีที่แล้ว +1

    অনেক অনেক সুন্দর প্রিয়

  • @sarmijrahaman1538
    @sarmijrahaman1538 4 ปีที่แล้ว +1

    স‍্যার আপনার ভিডিও গুলোদেখে খুব ভালো লাগলো তাই আপনার পরামর্শ মতই চাষ করতে চাই।

  • @alaminbesal8868
    @alaminbesal8868 4 ปีที่แล้ว

    স্যার, বায়োফ্লকে কেট ফিশ এর জন্য ১০০কেজি খাবার বানানোর জন্য কোনটি কি পরিমাণ দিতে হবে জানাবেন।

  • @alaminmolla9575
    @alaminmolla9575 2 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ I'm Indian

  • @nannubiswas3776
    @nannubiswas3776 4 ปีที่แล้ว

    মাছের জন্যে ভুট্টার গুড়া কেমন উপকার ?
    এবং খাওয়ানোর নিয়ম জানতে চায়।
    আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।

  • @mdrukonmahmud9479
    @mdrukonmahmud9479 5 ปีที่แล้ว +1

    আসআসালামুয়ালাইকুম, স্যার আমরা যারা অল্প পুজী আছে,কিন্তু মাছ চাষের অনেক আগ্রহ আছে, তাদের জন্য কোনো পরামর্শ দেয়া যায় কি,ধন্নবাদ।

  • @shahinshah9333
    @shahinshah9333 2 ปีที่แล้ว

    স্যার ডিওআরবি বদলে কি ভুট্রার গুঁড়া বা গমের আটা ব্যবহার করা যাবে দয়া করে উওর দিবন।

  • @MdRana-rt2re
    @MdRana-rt2re 3 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম স্যার,হাতে বানানো খাবার নিয়ে একটা বিডিও বানালে খুব উপকৃত হবো।।

  • @TouhidNoman
    @TouhidNoman 2 ปีที่แล้ว

    স্যার, আটো কুড়ার পরিবর্তে গ্রামে আগের মিলে যে কুড়া পাওয়া যায় ওটা ব্যাবহার করা যাবে মাছের খাবার হিসাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +2

      যাবে।

    • @TouhidNoman
      @TouhidNoman 2 ปีที่แล้ว

      স্যার, দেশি কুড়াতে কত % মত প্রটিন পাওয়া যাবে ?

  • @Krishioprojukti
    @Krishioprojukti 5 ปีที่แล้ว

    Sir ami shariatpur thake bolsi amar project 8acre ami project er majhe nowka diye jaye ready feed dhale dey ate ki khabar obochoy howar shomvobona ac?? jodi thake tahole kivabe boro project e khabar dibo???

  • @kabirhossain2284
    @kabirhossain2284 3 ปีที่แล้ว

    Dear sir কেমন আছেন । আশাকরি ভাল আছেন । আপনার কাছে জানতে চাই । অটোমিল, সয়াবিন মিল , এংকর মিল , মশুর মিল একত্রে খাবার তৈরি করলে । কত% আমিষ আসবে । এবং কারপ জাতীয় মাছের জন্য । কেমন হবে । আর এই উপাদান গুলো তো এমনিতেই গুরা থাকে । এগুলো কি এমনিতেই চলবে নাকি । পাউডার করে খাবার বানাতে হবে । ধন্যবাদ ভাল থাকবেন ।।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      কোনটার অনুপাত কত???????????

    • @kabirhossain2284
      @kabirhossain2284 3 ปีที่แล้ว

      জি 100 কেজি খাবারের জন্য অটোমিল 40kg+ সয়াবিন মিল 20kg+ এংকর মিল 20kg+ মুশুর মিল 18kg+ লবন 2kg মোট=100kg

  • @towhidalamchowdhury7509
    @towhidalamchowdhury7509 3 ปีที่แล้ว

    স্যার,শিং ও পাবদা মাছের ৩৩/৩৫ পাসে’ন্ট আমিষ খাদ্যের তালিকা দিলে উপকৃত হব।

  • @faisalabid3282
    @faisalabid3282 4 ปีที่แล้ว +1

    স্যার সত্য কথা বলছেন খাবার ব্যাবসায়ীরা দেশের অবস্থা এমন করছেন

  • @rajshahivlogs5563
    @rajshahivlogs5563 5 ปีที่แล้ว

    Sir মাছকে খাবারের মধ্যে কি কোন রকম ভিটামিন দিতে হবে,আমি দেখেছি বি-২ ট্যবলেট দিতে এটা কি ঠিক

  • @abcd2082
    @abcd2082 4 ปีที่แล้ว

    আমি কি মাছক সেওলা বা isaduli :( natural water plant:)
    খৱাতে পারি ? ছাৰ
    I am from guwahati;Assam India

  • @monirtanha6744
    @monirtanha6744 4 ปีที่แล้ว

    শতাংশে কি পরিমান আমিস খাবার দিতে হবে মিশ্য চাস পদ্ধতি তে?

  • @baizidking3878
    @baizidking3878 4 ปีที่แล้ว

    কৈ,মাগুর,শিং মাছকে কী কী বানানো যাবে এবং কাচা মাছ,শামুক কিভাবে খাওয়ানো যাবে

  • @sulekhamondalsulekhamondal2943
    @sulekhamondalsulekhamondal2943 4 ปีที่แล้ว

    দারুন কথাগুলো ۔অবশই চেষ্টা করে দেখবো ۔۔۔ভালো থাকবেন স্যার ۔۔

  • @ফারুকপলাশ
    @ফারুকপলাশ 3 ปีที่แล้ว

    স্যার আমি ভিয়েত কৈ এর জন্য কত % প্রোটিনের খাবার তৈরী করব।
    আমার বাড়ী গ্রামে আমি খুব সহজে কি কি ইলিমেন্ট দিয়ে খাবার তৈরী করতে পারি।
    দয়াকরে বলবেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ৩০% আমিষ সম্বলিত খাবার।
      মাছের খাদ্যে আমিষ এবং মাছের খাদ্যে শ্বেতসার এই টাইটেলে সার্চ দিলে পাবেন।

  • @shamimreza4445
    @shamimreza4445 2 ปีที่แล้ว

    স্যার কাকড়ার শুটকিতে কতো % আমিষ থাকে।

  • @shahinshah9333
    @shahinshah9333 2 ปีที่แล้ว

    স্যার খুদ ৫০% এবং বিভিন্ন ডাল ৫০% একসাথে মিশিয়ে সিদ্ধ না করে শুকনা অবস্হায় আটা/গুড়া বানিয়ে পানিতে ভিজিয়ে পুকুরে দিলে কি চলবে?স্যার দয়া করে উওর দিবেন।

  • @nahidulislam1256
    @nahidulislam1256 4 ปีที่แล้ว

    সয়ামিল,,, ডাল কি ভিজিয়ে দিতে হবে, আর কত ঘনটা ভিজাতে হবে।।।

  • @billalhossain245
    @billalhossain245 2 ปีที่แล้ว

    স্যার আমি ১০ দিন হলো ৪/৫ ইঞ্চি সাইজের ২০০০ রুই ও ৫০০ ব্রিকেট মাছ পুকুরে ছাড়ছি।এখন পুকুরের পানি কালার আসছে না সাদা হয়ে আছে।পুকুরের পানি সবুজ করতে কি ব্যবহার করবো এবং মাছের খাদ্য হিসাবে কি ব্যবহার করবো দয়া করে জানাবেন প্লিজ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      পুকুরের পরিমাণ তো বলেন নাই এবং অন্যান্য পরিচর্যার কোথাও জানান নাই।

    • @billalhossain245
      @billalhossain245 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার পরিমাণ ৫০ শতাংশ

  • @md.lomansarkar7237
    @md.lomansarkar7237 4 ปีที่แล้ว

    স্যার খাবারের সাথে কি শুটকির গুড়ো মিশানো যাবে? কেউ কেউ বলেন, শুটকির গুড়ো দিলে মাছের পেটে গ্যাস জমা হয়। যদি সত্যিই গ্যাস জমা হয়, তবে কিভাবে গুড়ো টা খাওয়ালে গ্যাস জমা হবেনা? প্লিজ একটু জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      না, কোন সমস্যা হয় না।

  • @sharifislamislam2535
    @sharifislamislam2535 3 ปีที่แล้ว

    Sir sing fess er 35%portin thakbe emn ekta feed bananur vedio holo valo hoto

  • @asanulhoque1110
    @asanulhoque1110 4 ปีที่แล้ว

    Khubi sundor sir

  • @riponsana7483
    @riponsana7483 3 ปีที่แล้ว

    স্যার গলদা চিংড়ির একটা খাদ্য তালিকা কি পাওয়া যাবে?? রেনু পোনা - বাজারজাতের আগ পর্যন্ত।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত থাকলে ওখানে পাবেন।

  • @sajedulislam7983
    @sajedulislam7983 4 ปีที่แล้ว

    স্যার, অ্যাঙ্কর এর ডাল টা আসলে কি? প্লিজ জানাবেন

    • @siamhosen9960
      @siamhosen9960 3 ปีที่แล้ว

      বাই চটপিটিতে জে ডাল ব্যাবহার করা হয় সেটাই এংকর ডাল

  • @Anarulislam-hv3ly
    @Anarulislam-hv3ly 4 ปีที่แล้ว

    লোনা পানিতে বাগদা চাষ নিয়ে একটু কথা বইলেন।রিগেইন এবং ভিটা কেয়ার নিয়ে একটু কথা বইলেন। এটা কি ওদের কথা মত কাজ করে?যদি করে তবে এর বিকল্প বাংলাদেশি পন্য কি হতে পারে।

  • @mdnishadmiah3386
    @mdnishadmiah3386 4 ปีที่แล้ว

    স্যার ভুটা খাওয়ানো যাবে আর কত % আমিষ আছে?

  • @MdOasim-ox6fz
    @MdOasim-ox6fz 4 ปีที่แล้ว

    সালাম নিবেন স্যার, তিসি খৈল বাদাম খৈল তিলখৈল ইত্যাদি, সব খৈল কি ভিজিয়ে রাখতে হবে স্যার, যেমন সরিষার ভিজিয়ে দিতে হয়,
    স্যার আর একটা প্রঃ ১ দিন খিচুরি বানিয়ে ২/৩ দিন দেওয়া জাবেকি স্যার জানাবেন, ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 ปีที่แล้ว

      সরিষাই শুধু ভিজাতে হয়।
      খিচুড়ি নষ্ট না হলে হবে।

    • @nahidulislam1256
      @nahidulislam1256 4 ปีที่แล้ว

      সয়ামিল,, ডাল কি ভিজিয়ে দিতে হবে কি।।।

  • @mdanamul89
    @mdanamul89 4 ปีที่แล้ว +1

    nice

  • @nimaidas8519
    @nimaidas8519 4 ปีที่แล้ว

    শার ধান গুড়ো সরিষা খোল বাদাম গুড়ো মাছকে খাবানো যাবে

  • @sahinakthergazisahinakther2508
    @sahinakthergazisahinakther2508 3 ปีที่แล้ว

    স্যার এই উপাদানগুলো দিয়ে কি ভাসোমান খাদ্য বানানো সম্ভব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ভাসমান বানানোটা হচ্ছে আলাদা একটা টেকনিক।

  • @mdriponali1aqsetyusgn443
    @mdriponali1aqsetyusgn443 2 ปีที่แล้ว +1

    স্যার আমরা বিঘাতে কতটুকু DORB দিতে পারি জানাবেন

    • @mdriponali1aqsetyusgn443
      @mdriponali1aqsetyusgn443 2 ปีที่แล้ว

      খল কতটুকু
      চিটাগুড় কতটুকু
      গমের ভুষি কতটুকু
      ডি আরবি কতটুকু
      পতি দিন কী পরিমান দিতে হবে আর যদি কিছু যোগ করা লাগে তাহলে জানাবেন স্যার

    • @mdriponali1aqsetyusgn443
      @mdriponali1aqsetyusgn443 2 ปีที่แล้ว

      ভুটা কতটুকু

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আপনি কি এটা মুদির দোকান না পুকুর কি মনে করে এই প্রয়োগ পরিমাণ জানতে চাচ্ছেন।
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @mdyachin813
    @mdyachin813 4 ปีที่แล้ว +1

    sar amr pukurer mac gola sob mara gece.......kinto ken ta jani na....apnar sathe ai bisoe akto ktha boltam judi apnar nambar ta diten......?????

  • @faijireja5049
    @faijireja5049 2 ปีที่แล้ว

    Sir feed বিক্রির জন্য বলে feed নষ্ট হয়ে যায়

  • @mansuralom1550
    @mansuralom1550 3 ปีที่แล้ว

    স্যার কালিজিরার খৈল কি দেয়া যায় দামে অনেক কম ১৫ টাকা কেজি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      ৩৫-৩৬% আমিষ আছে।
      ব্যবহার যোগ্য এবং ঔষধ হিসাবেও কাজ করবে।

  • @milonmondal4572
    @milonmondal4572 4 ปีที่แล้ว

    স্যার খাবার কি প্রতিদিন দিতে পারব?