টিটো মুন্সীর কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা 'ধূমকেতু'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2023
  • Subscribe Our Channel: th-cam.com/users/GTVonline?sub...
    টিটো মুন্সীর কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা 'ধূমকেতু'
    ধূমকেতু
    আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
    এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
    সাত- সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,
    মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।
    আমি অশিব তিক্ত অভিশাপ,
    আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার-
    আর মর্তে সাহারা-গোবি-ছাপ,
    আমি অশিব তিক্ত অভিশাপ!
    আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও বোঁও ঘুরি শূন্যে,
    আমি বিষ-ধূম-বাণ হানি একা ঘিরে ভগবান-অভিমুন্যে।
    শোঁও শন-নন-নন-শন-নন-নন শাঁই শাঁই,
    ঘুর্ পাক্ খাই, ধাই পাঁই পাঁই
    মম পুচ্ছে জড়ায়ে সৃষ্টি;
    করি উল্কা-অশনি-বৃষ্টি,-
    আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি, পারি গ্রাসিতে এখনো ত্রিশটি।
    আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টির অনাসৃষ্টি!
    আমি আপনার বিষ-জ্বালা-মদ-পিয়া মোচড় খাইয়া খাইয়া
    জোর বুঁদ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া!
    শুনি মম বিষাক্ত ‘রিরিরিরি’-নাদ
    শোনায় দ্বিরেফ-গুঞ্জন সম বিশ্ব-ঘোরার প্রণব-নিনাদ!
    ধূর্জটি-শিখ করাল পুচ্ছে
    দশ অবতারে বেঁধে ঝ্যাঁটা করে ঘুরাই উচ্চে, ঘুরাই-
    আমি অগ্নি-কেতন উড়াই!-
    আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
    এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
    ঐ বামন বিধি সে আমারে ধরিতে বাড়ায়েছিল রে হাত
    মম অগ্নি-দাহনে জ্বলে পুড়ে তাই ঠুঁটো সে জগন্নাথ!
    আমি জানি জানি ঐ স্রষ্টার ফাঁকি, সৃষ্টির ঐ চাতুরী,
    তাই বিধি ও নিয়মে লাথি মেরে, ঠুকি বিধাতার বুকে হাতুড়ি।
    আমি জানি জানি ঐ ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও!
    তাই বিপ্লব আনি বিদ্রোহ করি, নেচে নেচে দিই গোঁফে তাও!
    তোর নিযুত নরকে ফুঁ দিয়ে নিবাই, মৃত্যুর মুখে থুথু দি!
    আর যে যত রাগে রে তারে তত কাল্-আগুনের কাতুকুতু দি।
    মম তূরীয় লোকের তির্যক, গতি তূর্য গাজন বাজায়
    মম বিষ নিশ্বাসে মারীভয় হানে অরাজক যত রাজায়!
    কচি শিশু-রসনায় ধানি-লঙ্কার পোড়া ঝাল
    আর বদ্ধ কারায় গন্ধক ধোঁয়া, এসিড, পটাশ, মোন্ছাল,
    আর কাঁচা কলিজায় পচা ঘা’র সম সৃষ্টিরে আমি দাহ করি
    আর স্রষ্টারে আমি চুষে খাই।
    পেলে বাহান্ন-শও জাহান্নমেও আধা চুমুকে সে শুষে যাই!
    আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু-
    এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
    আমি শি শি শি প্রলয়-শিশ্ দিয়ে ঘুরি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি,
    আমি ত্রিভুবন তার পোড়ায়ে মারিয়া আমিই করিব মুখাগ্নি!
    তাই আমি ঘোর তিক্ত সুখে রে, একপাক ঘুরে বোঁও করে ফের দু’পাক নি!
    কৃতঘ্নী আমি কৃতঘ্নী ঐ বিশ্বমাতার শোকাগ্নি!
    পঞ্জর মম খর্পরে জ্বলে নিদারুণ যেই বৈশ্বানর-
    শোন্ রে মর, শোন্ অমর!-
    সে যে তোদের ঐ বিশ্বপিতার চিতা!
    এ চিতাগ্নিতে জগদীশ্বর পুড়ে ছাই হবে, হে সৃষ্টি জানো কি তা?
    কি বলো? কি বলো? ফের বলো ভাই আমি শয়তান-মিতা!
    হো হো ভগবানে আমি পোড়াব বলিয়া জ্বালায়েছি বুকে চিতা!
    ছোট শন শন শন ঘর ঘর ঘর সাঁই সাঁই!
    ছোট পাঁই পাঁই!
    তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্তকাল পরমাই।
    ওরে ভয় নাই তোর মার নাই!!
    তুই প্রলয়ঙ্কর ধূমকেতু,
    তুই উগ্র ক্ষিপ্ত তেজ-মরীচিকা ন’স্ অমরার ঘুম-সেতু
    তুই ভৈরব ভয় ধূমকেতু!
    আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
    এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
    ঐ ঈশ্বর-শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি,
    আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি!
    খ্যাপা মহেশের বিক্ষিপ্ত পিনাক, দেবরাজ-দম্ভোলি
    লোকে বলে মোরে, শুনে হাসি আমি আর নাচি বব-বম্ বলি!
    এই শিখায় আমার নিযুত ত্রিশূল বাশুলি বজ্র-ছড়ি
    ওরে ছড়ানো রয়েছে, কত যায় গড়াগড়ি!
    মহা সিংহাসনে সে কাঁপিছে বিশ্ব-সম্রাট নিরবধি,
    তার ললাটে তপ্ত অভিশাপ-ছাপ এঁকে দিই আমি যদি!
    তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি,
    সে হাসি গুমরি লুটায়ে পড়ে রে তুফান ঝন্ঝা সাইক্লোনে টুটি!
    আমি বাজাই আকাশে তালি দিয়া ‘তাতা-উর্-তাক্’
    আর সোঁও সোঁও করে প্যাঁচ দিয়ে খাই চিলে-ঘুড়ি সম ঘুরপাক!
    মম নিশাস আভাসে অগ্নি-গিরির বুক ফেটে ওঠে ঘুত্কার
    আর পুচ্ছে আমার কোটি নাগ-শিশু উদ্গারে বিষ-ফুত্কার!
    কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার
    তখনি রক্ত শোষে না রে তার,
    দৃষ্টি-সীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড-সুখে
    পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুঁকে!
    তেমনি করিয়া ভগবানে আমি
    দৃষ্টি-সীমায় রাখি দিবাযামী
    ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা, হাসি পিশাচের হাসি
    এই অগ্নি-বাঘিনী আমি যে সর্বনাশী!
    আজ রক্ত-মাতাল উল্লাসে মাতি রে-
    মম পুচ্ছে ঠিকরে দশগুণ ভাতি,
    রক্ত রুদ্র উল্লাসে মাতি রে!
    ভগবান? সে তো হাতের শিকার!- মুখে ফেনা উঠে মরে!
    ভয়ে কাঁপিছে, কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে!
    অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া
    অজগর কাল-কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া
    চায়, আর ঘোরে শন্ শন্ শন্,
    ভয়-বিহ্বল শিশু তার মাঝে কাঁপে রে যেমন-
    তেমনি করিয়া ভগবানে ঘিরে
    ধূমকেতু-কালনাগ অভিশাপ ছুটে চলেছি রে;
    আর সাপে-ঘেরা অসহায় শিশু সম
    বিধাতা তাদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম!
    আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে,
    স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে!
    ---------------------------------------------------------------------
    All Rights Reserved By Gtv, Gazi Satellite Television.
    Stay Connected with us:
    GTV Address: UCEP Cheyne Tower 25 Shegun Bagicha Dhaka 1000, Bangladesh
    GTV: / gtvonline
    GTV News: / gtvnewsupdate
    GTV Entertainment: / gtventertainmentbd
    GTV Facebook: / gazisatellitetelevisio...
    GTV Facebook News: / gtvnewsupdate
    GTV Website: gazitv.com/
    E mail: gtvytchannel@gmail.com
  • บันเทิง

ความคิดเห็น • 154

  • @user-hg8by9nc5v
    @user-hg8by9nc5v ปีที่แล้ว +94

    কে এই টিটো মুন্সি, আগে কখনো নাম তো শুনিনি । অথচ কিনা উনিই শ্রেষ্ঠ আবৃত্তিকার আমার চোখে। সালাম শতকোঠি ।

    • @madekids211
      @madekids211 7 หลายเดือนก่อน +1

      থাকো কই তুমি😂

    • @rohanislam6042
      @rohanislam6042 5 หลายเดือนก่อน

      😂😂​@@madekids211

    • @md.jahidulhassanalomgir7537
      @md.jahidulhassanalomgir7537 5 หลายเดือนก่อน +1

      উনি আমার এলাকার গর্ব।আমি ধন্য তার স্নেহ ভালবাসা পেয়ে...❤

    • @jahidnoyon2738
      @jahidnoyon2738 4 หลายเดือนก่อน

      নতুন নতুন আবৃত্তি শুনলে টিটু মুন্সিকেই সেরা মনে হবে!

    • @showkat-thevanguard6242
      @showkat-thevanguard6242 28 วันที่ผ่านมา

      ​, আমি বহু আগে থেকেই আবৃত্তি শুনি, আমার দৃষ্টিতে টিটু মুন্সিই সেরা আবৃত্তিকার।

  • @mdtanvirzamantuhin9334
    @mdtanvirzamantuhin9334 ปีที่แล้ว +63

    এটা কি কোন কবিতা!! 😮😮।একটা ঘোরের মধ্যে ছিলাম, শরীরের হাজার গুন শক্তি অনুভব করছি। শত শত সালাম হে বিদ্রোহী 🔥🔥

  • @jrjrbondu1454
    @jrjrbondu1454 11 หลายเดือนก่อน +26

    ❤শ্রদ্ধেয় টিটু মুন্সিকে জাতীয় ভাবে সম্মান দেয়া হোক❤

  • @jrjishan9624
    @jrjishan9624 ปีที่แล้ว +33

    আল্লাহ আপনি আমাদের বিদ্রোহী কবিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করোন❤❤❤

    • @md.mobassherhossain3857
      @md.mobassherhossain3857 5 หลายเดือนก่อน +1

      এমন বোকার মতো দোয়া কেউ করে!!??? জান্নাতের সর্বোচ্চ প্রশংসিত স্থান হল মাকামে মাহমুদ, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট করা আছে। আজানের দোয়ার মধ্যে আমরা সেটাই তার জন্য কামনা করি। আর তুমি কবির জন্য সেটা কামনা করছ???!!!

    • @bangladeshesports1899
      @bangladeshesports1899 2 หลายเดือนก่อน

      ইউটিউবের কমেন্টে দোয়া না করে নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন। আর সরবোচ্চ মাকাম কখনো কবির হতে পারে না।

  • @malekulislam6110
    @malekulislam6110 7 หลายเดือนก่อน +15

    টিটো মুন্সী যেন সাক্ষাৎ নজরুল ইসলামের বেশে এসে তাঁর কবিতাগুলি আবৃত্তি করছেন।

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 ปีที่แล้ว +12

    বাস্তবে নজরুলেরা যুগে যুগে আসে!! নজরুল ধূমকেতু ছিলেন।

  • @panorama85
    @panorama85 6 หลายเดือนก่อน +18

    2024 সালে কে কে শুনতেছেন আমার মতো?

  • @user-kj3in3ih1l
    @user-kj3in3ih1l 7 หลายเดือนก่อน +5

    অবাক হয়ে শুনা ছাড়া আর কিবা বলার আছে। আমার মনে হচ্ছে টিটো মুন্সির জন্যই শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা গুলি লিখে গিয়েছেন।

  • @ImranHossain-xw2it
    @ImranHossain-xw2it 11 หลายเดือนก่อน +11

    এমন ধরনের কবিতা কোন সাধারণ মানুষের পক্ষে লেখা সম্ভব বলে আমি মনে করি না। আমার মনে প্রাণে আমি মানি বিশ্বকবি কাজী নজরুল ইসলাম। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন।

  • @panorama85
    @panorama85 ปีที่แล้ว +10

    ভাইরে ভাই
    শরীরটা গরম হয়ে গেল😍😍
    নজরুল ইজ এ বস😍😍

  • @mdrafiqullah7415
    @mdrafiqullah7415 10 หลายเดือนก่อน +6

    হে আল্লাহ্ আপনি কাজী নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন
    আমিন

  • @towhidalif989
    @towhidalif989 หลายเดือนก่อน +1

    টিটু মুন্সির সরাসরি কিছু আবৃতি শুনেছি গায়ের লোম দাঁড়িয়ে যায়। অসাধারণ

  • @dulalhossain1472
    @dulalhossain1472 ปีที่แล้ว +9

    শরীরের লোম দাড়িয়ে গেল। কবিতা নয় যেন এটোম বোমা

  • @ataurrahman8291
    @ataurrahman8291 29 วันที่ผ่านมา

    বিদ্রোহী আর ধুমকেতু কবিতা মত বিপ্লবী মুক্তি জাগরনের শক্তি বিশ্বে বিড়ল। শ্রদ্ধা হে কবি।
    তুমি শুনালে জাগরনের ভৈরবী।

  • @asadzaman8948
    @asadzaman8948 ปีที่แล้ว +6

    আহাঃ নজরুল। সেই সাথে টিটো মুন্সি 👍

  • @ForkanUddin-ul7gl
    @ForkanUddin-ul7gl 11 วันที่ผ่านมา

    ইহা ঘন ঘোর অন্ধকারের... উদিত সূর্যের পুর্বা বাসের ধ্বনি ইনশাআল্লাহ.... বেজে উঠবে বাঃলার আকাশে বাতাসে সেই দিন ঘনিয়ে আসছে ইনসাললাহ....

  • @user-oj2bg1ec7h
    @user-oj2bg1ec7h 7 หลายเดือนก่อน +4

    একজন কবির প্রতিভা কিভাবে এত বিস্ময় হয়।

  • @m.rriday125
    @m.rriday125 ปีที่แล้ว +3

    কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলা।
    আহ্ নজরুল আজ তোমাকে এ সমাজে বড্ড বেশি প্রয়োজন ছিলো। তুমি আর একবার ফিরে এসো।

  • @educative-mamunkhan5449
    @educative-mamunkhan5449 ปีที่แล้ว +6

    কি লিখে গেলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। তাঁর তুলনা সে নিজেই।

  • @hey_siyam
    @hey_siyam ปีที่แล้ว +2

    এই লোকটার মুখে এই কবিতাটি আবৃতিক আংশিক কিছু শুনে আমি অনেক আগে থেকেই পুরোপুরি ভিডিওটা খুজতেছিলাম অবশেষে পেলাম.....

  • @kanak3438
    @kanak3438 วันที่ผ่านมา

    কি বলে তোমাকে সম্বোধন করিব,টিটো মুন্সী তোমাকে, ভাবিয়া অন্ত পাইলাম না, তাই অবশেষে রহিল প্রণাম।

  • @theorigamiltd.8833
    @theorigamiltd.8833 ปีที่แล้ว +6

    5:51 was the best part🔥❤

  • @delwarhossain8712
    @delwarhossain8712 11 หลายเดือนก่อน +2

    রক্তে বিদ্রোহের বন্যা বয়ে গেলো। সাবাস টিটো মুন্সী।

  • @NRSMedia59
    @NRSMedia59 ปีที่แล้ว +16

    এ যেন কবিতা নয়, যেন অগ্নি ঝরছে❤️❤️❤️

  • @shikhahalder1293
    @shikhahalder1293 8 หลายเดือนก่อน +1

    এত সুন্দর করে কেহ আবৃত্তি করতে পারে আমার বোধগম্য ছিল না অসংখ্য ছালাম আপনাকে

  • @MDNazrulIslam-gv4tv
    @MDNazrulIslam-gv4tv ปีที่แล้ว +5

    এ টিটু মুনশিএর পক্ষেই সম্বব

  • @user-wy2zp6po2d
    @user-wy2zp6po2d 6 หลายเดือนก่อน +1

    😢😢
    আমার গভীরে ডুব দিয়ে থাকা তিনি সেই কবি কাজী নজরুল

  • @antomilon1578
    @antomilon1578 7 หลายเดือนก่อน +1

    আমি খুব প্রিয় একজন বাচিক।
    বিনম্র শ্রদ্ধা গুরু ❣️❣️❣️

  • @AppleMahmud-hh7oh
    @AppleMahmud-hh7oh 12 วันที่ผ่านมา

    অসাধারণ অসাধারণ অসাধারণ ❤❤

  • @chandankumarbiswash4223
    @chandankumarbiswash4223 23 วันที่ผ่านมา

    ভালবাসা অভিরাম ❤

  • @sarkar_express
    @sarkar_express ปีที่แล้ว +4

    অসাধারণ প্রিয় কবিতা, আমিও আবৃত্তি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

  • @tarekmahmud7603
    @tarekmahmud7603 18 วันที่ผ่านมา

    অসাধারণ আবৃত্তি! ❤️

  • @mdesahaqueali9105
    @mdesahaqueali9105 5 หลายเดือนก่อน +1

    "পৃথিবী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়"

  • @dulalhossain1472
    @dulalhossain1472 ปีที่แล้ว +22

    যেদেশে এমন কবিতা আছে, সেই দেশে এটোমবোমা লাগেনা। প্রতিটি শব্দ ঐসময় ব্রিটিশদের বুকে বোমা হয়ে বিধেছিল

  • @imransumdany
    @imransumdany หลายเดือนก่อน

    কি সুন্দর আবৃত্তি!

  • @banirkobita4485
    @banirkobita4485 ปีที่แล้ว +4

    প্রনাম শিল্পী

  • @nazmulhasanfahim731
    @nazmulhasanfahim731 ปีที่แล้ว +4

    এইটা তো মারত্তক । আমি ঘোরের মধ্যে ছিলাম পুরাটা সময়..................

  • @sheikhomorfaruk8538
    @sheikhomorfaruk8538 ปีที่แล้ว +5

    আহা আহা অসাধারণ ❤️❤️❤️

  • @mohaimenulimam233
    @mohaimenulimam233 ปีที่แล้ว +13

    এটা কি কবিতা !!! নাকি স্টেরয়েড!!!! আমি এখন ১০০ গুন শক্তিশালী বোধ করছি।

  • @user-ql4sd2pi2w
    @user-ql4sd2pi2w 3 หลายเดือนก่อน +1

    It is possible by najrul Islam only. He is the best poet than any other poet in this world.

  • @user-ql4sd2pi2w
    @user-ql4sd2pi2w 3 หลายเดือนก่อน +1

    Our rebel poet najrul Islam can do it . He comes every era with his poet. Best poem and poem reciter. You are welcome najrul Islam in this era.

  • @cross71gaming6
    @cross71gaming6 8 วันที่ผ่านมา

    এই মানুষটার জন্মই হিয়েছে কাজী নজরুল এর কবিতার আবৃত্তি কিরার জন্য

  • @rajuchatterjeedarundada1084
    @rajuchatterjeedarundada1084 2 หลายเดือนก่อน

    অসাধারণ 🙏

  • @samihaaktar3283
    @samihaaktar3283 7 หลายเดือนก่อน +1

    Amar abritir guro titu monshi❤❤❤❤

  • @moinuddinsarwar5311
    @moinuddinsarwar5311 8 หลายเดือนก่อน +2

    এই অগ্নি ঝরা কবিতা অত্যাচারি ব্যক্তিদের জ্বলে পুরে ছারখার করুক। বিশেষ করে ইসরাইলী ও তাদের দোসরদের।
    দেশে দেশে কবি নজরুল ও টিটো মুন্সী আরো বেশী বেশী জন্ম গ্রহণ করুক। সেই কামনাই করি।
    --- ডাঃ মোঃ মঈনুদ্দীন।
    ( শ্বেতী চিকিৎসক)

  • @soharabhossainshobuj4389
    @soharabhossainshobuj4389 4 หลายเดือนก่อน

    ওহ! হৃদয় কাড়া, হৃদয় জাগানো কবিতা

  • @mahfujasorkarlabiba8769
    @mahfujasorkarlabiba8769 ปีที่แล้ว +6

    অসাধারণ আবৃত্তি

    • @bhaskarkayal7268
      @bhaskarkayal7268 5 หลายเดือนก่อน

      অসাধারণ কবিতা

  • @MohammadnurulhaqueMoksud-pt2hi
    @MohammadnurulhaqueMoksud-pt2hi 3 หลายเดือนก่อน

    জনাব টিটু মুন্সি আপনার আবৃত্তি না শুনলে বুঝতে পারতাম না আবৃত্তি এত শৈল্পিক হতে পারে,ছালাম আপনাকে।

  • @abuarifnayeem9511
    @abuarifnayeem9511 ปีที่แล้ว +3

    কাজী নজরুল ইসলাম ❤️❤️❤️❤️

  • @gazi5903
    @gazi5903 7 หลายเดือนก่อน +1

    কতগুলো শব্দ সমষ্টির নাম কবিতা।শুনে তাৎক্ষনিক জ্বালা ধরে।প্রকৃত প্রজ্জলন তাতে থাকে না।পঞ্চাশ বছর, একশ বছর পর মিলিয়ে দেখুন।শব্দ সমষ্টি যেখানে ছিল সেখানেই থাকে।আর কি । চোখ মেলে দেখুন।

  • @islamiccenter160
    @islamiccenter160 ปีที่แล้ว +11

    নামাজের সময় হয়েছে,, আসুন সবাই নামাজ পড়ে নেই,,,,,❤️ আয়েশা❤️

    • @saadathossain2934
      @saadathossain2934 ปีที่แล้ว

      ধর্মটা কি এখন ট্রেন্ট হয়ে গেছে নাকি?

    • @jannatpori9832
      @jannatpori9832 ปีที่แล้ว

      সত্তর বছর এবাদত করার চেয়ে এক ঘন্টা গেন অর্ঝন করা উত্তম

    • @gazishimul6978
      @gazishimul6978 ปีที่แล้ว

      Khanki magi..tore chudi..vondo magi..

  • @mdsakibmolla3543
    @mdsakibmolla3543 5 หลายเดือนก่อน

    আবৃত্তি কাহারে বলে
    সেলাম টিটু মুন্সী মহোদয়।❤

  • @ayeatullah2120
    @ayeatullah2120 3 หลายเดือนก่อน

    অসাধারণ আবৃত্তি, অসাধারণ লিখনী

  • @phenomenalstyles7828
    @phenomenalstyles7828 8 หลายเดือนก่อน +1

    Titu munsi sir...what a reciter....What a talent...❤❤

  • @sukantamondal7848
    @sukantamondal7848 9 หลายเดือนก่อน +1

    বিনম্র শ্রদ্ধা 🙏

  • @shrabonikhatun3420
    @shrabonikhatun3420 9 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর হয়েছে

  • @ajantabhattacharjee5356
    @ajantabhattacharjee5356 4 หลายเดือนก่อน

    অনবদ্য .....অপূর্ব🙏

  • @mostakimislamshohag510
    @mostakimislamshohag510 5 หลายเดือนก่อน

    It's not just a poem, the dangerous mass destruction weapon🔥🔥
    May Allah grant you best platform in jannah💙

  • @dipankarkundu5693
    @dipankarkundu5693 ปีที่แล้ว +3

    আপনি সুস্থ থাকুন। আপনার কন্ঠ, উচ্চারণ, স্বরক্ষেপন, স্মৃতি, উপস্থাপন দীর্ঘজীবি হোক।

  • @kzaman5600
    @kzaman5600 9 หลายเดือนก่อน

    মুগ্ধ হয়ে শুধু শুনি

  • @sreeprodip37
    @sreeprodip37 6 หลายเดือนก่อน

    শিহরিত তনু পুলকিত হৃৃদয়

  • @sanwarhossain2599
    @sanwarhossain2599 ปีที่แล้ว +1

    Outstanding recitation 🎉

  • @kakolikhatun8722
    @kakolikhatun8722 หลายเดือนก่อน

    Excellent ❤❤❤❤

  • @MizanKhan-lf7ym
    @MizanKhan-lf7ym หลายเดือนก่อน

    রাইট

  • @user-lg5yl5ng6s
    @user-lg5yl5ng6s 3 หลายเดือนก่อน

    আমি ভীম বাহু রন ক্লান্ত এক মহা বীর মহা সমুদ্র ...উঠিব যখন জাগিয়া কাঁপিয়ে উঠবে ধ্বমনি মাতিয়া.......

  • @mdriyaj9471
    @mdriyaj9471 3 หลายเดือนก่อน

    গুরু কাজি নজরুল ইসলাম কার কার নেতা❤✋

  • @faysal178
    @faysal178 2 หลายเดือนก่อน

    টিটু মুন্সির টা সুন্দর তবে বাংলার ইতিহাসে আমার কাছে কবিপুত্র সব্যসাচী এবং তার পরবর্তীতে শফি কামাল হলে শ্রেষ্ঠ আবৃত্তি কার।

  • @AbulkalamAzad-tb6fp
    @AbulkalamAzad-tb6fp ปีที่แล้ว +1

    Hi Nazrul you are the greatest

  • @sultanakhatun1574
    @sultanakhatun1574 11 หลายเดือนก่อน

    অতি চমত্কার, ধন্যবাদ।

  • @musaibrahim8468
    @musaibrahim8468 16 วันที่ผ่านมา

    ঝড় বয়ে যাচ্ছে

  • @qarimomintv4567
    @qarimomintv4567 7 หลายเดือนก่อน +1

    Allaah

  • @hoymontesneha1155
    @hoymontesneha1155 4 หลายเดือนก่อน

    ওনার আবৃত্তি স্কিপ করা যায় না, অদ্ভুত বিষয় 🫢

  • @AbulkalamAzad-tb6fp
    @AbulkalamAzad-tb6fp ปีที่แล้ว +1

    Hi Nazrul, you are the greatest

  • @haqueshaheb9541
    @haqueshaheb9541 8 หลายเดือนก่อน

    আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক

  • @parvezahmed6631
    @parvezahmed6631 9 หลายเดือนก่อน

    নজরুল আপনার জন্যই সৃষ্টি করেছেন তার অমর সৃষ্টিখানি ।

  • @arifulislam-li7vi
    @arifulislam-li7vi 3 หลายเดือนก่อน

    Nazrul is a genius poet.in world literature.

  • @haichowdhury242
    @haichowdhury242 ปีที่แล้ว +2

    আমার কাছে নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত যে নজরুলসমগ্র আছে তাতে দেওয়া কবিতাটির সাথে বেশ কিছু শব্দে অমিল পেলাম। এটা কি নজরুল ইন্সটিটিউটের সম্পাদনার ভুল নাকি যিনি আবৃত্তি করেছেন তার ভুল?

  • @alhazhosen9766
    @alhazhosen9766 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @iamback-fp4ng
    @iamback-fp4ng 3 หลายเดือนก่อน

    শরীরের রোমস দ্বাড়িয়ে গেলো

  • @surjokhanofficial
    @surjokhanofficial 10 หลายเดือนก่อน +1

    মুগ্ধ হয়ে শুনলাম আপনার আবৃত্তি ❤

  • @farzanamim9665
    @farzanamim9665 ปีที่แล้ว +1

    আমি ধূমকেতু

  • @masumbillah6950
    @masumbillah6950 7 หลายเดือนก่อน +1

  • @user-ts3yh9on1b
    @user-ts3yh9on1b 4 หลายเดือนก่อน

    গুরু টিটো মুন্সি

  • @masumbillah6950
    @masumbillah6950 8 หลายเดือนก่อน +1

    আমি যদি কাজিকে একটু দেখতে পাইতাম

  • @akhifarhana8727
    @akhifarhana8727 8 หลายเดือนก่อน +1

    অসাধারণ আবৃতি ওনার
    আগে দেখি নি
    fan hoye gelam

  • @md.nazmulislam8531
    @md.nazmulislam8531 ปีที่แล้ว

    Excellent!

  • @rubaiyathasan8381
    @rubaiyathasan8381 6 หลายเดือนก่อน

    কবি যদি ২০ বছর অসুস্থ না থাকতেন তাইলে আরও যে কত রক্ত গরম কবিতা দিতেন তা অকল্পিত। এটা কি কবিতা নাকি একটা শব্দ বুলেট।

  • @MDJaffer-qy3xd
    @MDJaffer-qy3xd 3 หลายเดือนก่อน

    নাইচ❤

  • @Surya93367
    @Surya93367 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @zakiasultana6495
    @zakiasultana6495 ปีที่แล้ว +2

    Nice.

  • @showmitromondol896
    @showmitromondol896 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @user-pl1im8gb9y
    @user-pl1im8gb9y 4 หลายเดือนก่อน

    Ñazrul was great rebel poet

  • @refad9120
    @refad9120 4 หลายเดือนก่อน

    আগুন!

  • @utpaldutta2769
    @utpaldutta2769 11 หลายเดือนก่อน

    Very nice

  • @user-ql4sd2pi2w
    @user-ql4sd2pi2w 3 หลายเดือนก่อน +1

    Ai kobitar somotullo Kono kobita ar keu likhte parbe na Kono din hazar bochor sadhona koreo.

  • @Nazmul.....
    @Nazmul..... 11 หลายเดือนก่อน +1

    আজ বূঝলাম নজরুল কেন এত চর্চিত।

  • @NoormuhammadRifat
    @NoormuhammadRifat ปีที่แล้ว

    Love

  • @user-td5lw9gs2c
    @user-td5lw9gs2c ปีที่แล้ว +2

    😥😥😥❤️❤️❤️

  • @md.readurrahman5167
    @md.readurrahman5167 3 หลายเดือนก่อน

    😮

  • @panorama85
    @panorama85 6 หลายเดือนก่อน +1

    ভাই কার কার রক্ত গরম হয়ে আছে দেখি তো?