মানুষ # কাজী নজরুল ইসলাম ▻ Foysal Aziz’s Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2021
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    Poem : Manush (মানুষ)
    Poet : Kazi Nazrul Islam (কাজী নজরুল ইসলাম)
    Recitation : Foysal Aziz (ফয়সাল আজিজ)
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
    সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    ‘পূজারী দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
    সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারী ফুকারি’ কয়,
    ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
    বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
    ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
    সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারী ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
    তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
    মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
    কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি’
    ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
    ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
    যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি-কে জানে কে আছে
    আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা ব’লে কর ঘৃণা!
    দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
    তোমারি কামনা-রাণী
    যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।

ความคิดเห็น • 180

  • @shibachakraborty1291
    @shibachakraborty1291 2 ปีที่แล้ว +65

    এই রকম অসম্ভব কবিতার শ্রষ্টা নজরুল ছাড়া কেউ হতে পারে না

    • @beenooslife7046
      @beenooslife7046 ปีที่แล้ว +1

      কি কঠিন আবৃত্তি

  • @miasumanvlog
    @miasumanvlog 2 ปีที่แล้ว +21

    ধর্মান্ধুতা নিপাত যাক, মানুষ জেগে উঠুক মানুষের ময়দানে, মানুষের অন্তর নিয়ে মানুষের কল্যানে ।

  • @zahedabegumofficial
    @zahedabegumofficial ปีที่แล้ว +16

    আলাহামদুলিল্লাহ! কাজী নজরুল ইসলাম জাতীয় কবিই কবিতার জগতে সব কবিদের মাঝে সেরাদের সেরা!!! ছুম্মা আলাহামদুলিল্লাহ ।

  • @highambition2421
    @highambition2421 2 ปีที่แล้ว +13

    পৃথিবীর সমস্ত কবি মিলে এমন কবিতা লিখতে পারবে কিনা তাও সন্দেহ হয়

    • @alomgirhossein8380
      @alomgirhossein8380 ปีที่แล้ว +1

      জ্ঞানীরা কখনো ভিন্ন হয় না

  • @sandipshyamal7025
    @sandipshyamal7025 2 ปีที่แล้ว +52

    ছোটবেলায় যখন এই কবিতা গুলো শুনতাম এর মানে কিছুই বুঝতাম না। এখন বুঝি কি অমূল্য সব রচনা আছে আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারে। আর কি গভীর চিন্তা ও উপলব্ধি থেকে কবির লেখনীতে ধরা পড়েছে।

  • @rakinmahdin8799
    @rakinmahdin8799 ปีที่แล้ว +10

    এমন একজন মানুষের ছাত্র হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি🥰।
    অনেক ভালবাসা স্যার

    • @user-uj5cb2ct9k
      @user-uj5cb2ct9k 10 หลายเดือนก่อน

      কী😮😮😮

    • @rakinmahdin8799
      @rakinmahdin8799 10 หลายเดือนก่อน

      @@user-uj5cb2ct9k হ্যা আপু।।উনি আমাদের নটর ডেম কলেজের ম্যাথ এর অধ্যাপক।।।স্যার এর ক্লাসে দেয়া হাজারো গম্ভীর দর্শন আজো কানে বাজে🌸🌸

  • @user-tu9qj8lj7k
    @user-tu9qj8lj7k 2 ปีที่แล้ว +22

    কতবার যে শুনলাম। আপনার কন্ঠে যেন কাজী নজরুল ইসলামের ই গর্জন। প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা, সালাম আর ভালোবাসা রইলো হে কবি

  • @mdsayedalomalom4596
    @mdsayedalomalom4596 2 ปีที่แล้ว +19

    গায়ের লোম খারা হয়ে যায় শুনলে❤❤❤

  • @TahabubAlam
    @TahabubAlam 3 ปีที่แล้ว +33

    হৃদয়স্পর্শী চমৎকার আবৃত্তি করেছেন! অশেষ ধন্যবাদ!

  • @abusayed7233
    @abusayed7233 ปีที่แล้ว +12

    অসাধারণ, এমন লেখার লেখক দ্বিতীয় জন জন্মাবে কী এ উপমহাদেশে? অসম্ভব।।

    • @smazim5237
      @smazim5237 ปีที่แล้ว

      তাবিম মাহমুদ হবে। তার লেখায় নজরুলের ছাপ পাওয়া যায়।

  • @SohelRana-nq7bu
    @SohelRana-nq7bu ปีที่แล้ว +7

    পৃথিবীর সেরা কবি নজরুল ইসলাম

  • @alalhossain1282
    @alalhossain1282 2 ปีที่แล้ว +12

    এই কবিতার মর্মারথো যদি আমরা উপলব্ধি করতাম এবং সেটা মেনে চলতাম তাহলে আজ এই দেশে সাম্প্রদায়িকতা বলে কিছু থাকতো না।

  • @raselahmad592
    @raselahmad592 3 ปีที่แล้ว +12

    কি কবি ছিল আমাদের আহা কি লিখা ছিল তাম যত সুনি সুধু অবাক হই আহা আহা 🙏

  • @Rimon736
    @Rimon736 หลายเดือนก่อน

    মাঝে মধ্যে চিন্তার সাগরে হারিয়ে যাই, সবাই কি শুধু প্রেম ভালো বাসার কথা চিন্তা করে রাত জাগে প্রেম ভালো বাসা ছাড়া কি আর কোনো কষ্ট থাকতে পারে না মানুষের জীবনে, বিভিন্ন রকমের গান শুনি আমি আজ নতুন না ছোট বেলা থেকে গান পছন্দ করি, তখনো মানুষ ছিলো কিন্তু মানুষের ফালতু মনমানশিকতা ছিলো না, নিজের সব কষ্ট কেনো সবার সাথে শেয়ার করবো,এমন দিন গেছে আপন জন নামক শয়তান দের সব ধরনের বিপদে আমি পাশে ছিলাম, আমার খারাপ সময় গুলো তে, সেই নিমক হারাম বেঈমান গুলো লোভের কারণে, আমার থেকে দুরে সরে গেছে , অজুহাত দেখিয়ে, সার্থপর বেঈমান সব।

  • @abdulla-mamun
    @abdulla-mamun ปีที่แล้ว +2

    ক্লাস নাইনে বিমল স্যারের মুখে ব্যাক্ষ্যা সহ কবিটি শুনেছিলাম সেই থেকে সুনেই যাচ্ছি।
    প্রিয় বিমল স্যার আপনি অসাধারণ ভাবে বুঝিয়েছেন ❤

  • @sarkerBabu
    @sarkerBabu ปีที่แล้ว +3

    নজরুল এর লেখা মানে অন্যরকম এক দৃষ্টি ভঙ্গির সঙ্গে পরিচয়। ভালোবাসি।🌺🖤

  • @NogoderJogot
    @NogoderJogot ปีที่แล้ว +7

    আপনার আবৃত্তি অনেক অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে আমাকে উত্সাহ দেয়ার জন্য।

  • @rajeshkumarhalder9432
    @rajeshkumarhalder9432 2 ปีที่แล้ว +9

    কাজী সব্যসাচীর কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো। 💕

    • @pg-tazbidgaming
      @pg-tazbidgaming ปีที่แล้ว

      কাজী নজরুল ইসলাম এর লেখা।

    • @deficienttanjila5836
      @deficienttanjila5836 11 หลายเดือนก่อน

      কাজী নজরুল ইসলামের লেখা আর তার ছেলে কাজী সব্যসাচী একজন খ্যাতনামা আবৃত্তিকা, তিনি আবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

  • @story2143
    @story2143 ปีที่แล้ว +2

    খুবই সুন্দর আবৃত্তি হয়েছে।

  • @malahait5735
    @malahait5735 3 ปีที่แล้ว +14

    আপনার আবৃত্তি খুব ভালো লাগে।অপূর্ব কন্ঠস্বর। আমি আপনাকে Follow করি।কারণ আমি আবৃত্তি করি

  • @mdsaidulislam6645
    @mdsaidulislam6645 2 ปีที่แล้ว +9

    হৃদয়ছোয়া কন্ঠ ❤️❤️ অসাধারণ আবৃত্তি ❤️

  • @shahidulislamshahad8179
    @shahidulislamshahad8179 ปีที่แล้ว +4

    কবি নজরুলকে প্রতিটা কবিতার জন্য একটা করে নোবেল দেওয়া প্রয়োজন।

  • @user-km4jw3wx2c
    @user-km4jw3wx2c 2 ปีที่แล้ว +6

    অসম্ভব সুন্দর আবৃত্তি

  • @khadizakanta278
    @khadizakanta278 ปีที่แล้ว +4

    অসাধারণ আবৃত্তি --

  • @mohansarker7129
    @mohansarker7129 2 ปีที่แล้ว +12

    অসম্ভব সুন্দর আবৃত্তি!💐

  • @NHstorm
    @NHstorm 3 ปีที่แล้ว +6

    কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার নক্ষত্র

  • @AshrafulIslam-vk4xh
    @AshrafulIslam-vk4xh ปีที่แล้ว +2

    হে কবি অাপনার কবিতা অসিম যার কোনো সীমা নেই
    জ্ঞানীরাই বুঝবে অাপনার কবিতার মর্ম

  • @lovelyahsan5797
    @lovelyahsan5797 ปีที่แล้ว +2

    অসাধারণ আবৃত্তি, হৃদয় স্পর্শ করে গেলো।

  • @sudhirbasu3726
    @sudhirbasu3726 3 ปีที่แล้ว +7

    খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।

  • @nasrinjubin5904
    @nasrinjubin5904 2 ปีที่แล้ว +6

    মন ছুঁয়ে গেল 💖

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 ปีที่แล้ว +1

    অন্তর ফেটে চৌচির হয়ে যায়।নজরুলের কবিতা শুনলে

  • @pssumon6276
    @pssumon6276 3 ปีที่แล้ว +9

    এত সুন্দর! 🖤

  • @bitrishabanu7411
    @bitrishabanu7411 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ

  • @MdNoyon-uq6sr
    @MdNoyon-uq6sr ปีที่แล้ว +1

    আমার কাছে সবচেয়ে প্রিয় কবি!

  • @jamalhossian3480
    @jamalhossian3480 2 ปีที่แล้ว +3

    Salute brother for unequal recitation.

  • @salmaakter152
    @salmaakter152 2 ปีที่แล้ว +4

    এক কথায় অসাধারণ 👌👌👌

  • @user-xx3um8pd5v
    @user-xx3um8pd5v 5 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ❤❤❤❤

  • @jmxCollection-wb1mz
    @jmxCollection-wb1mz 11 หลายเดือนก่อน +1

    Nice recitation. The poem is wonderful meaning. Herat touching . Truth if of mankind

  • @subarnaakter3313
    @subarnaakter3313 2 ปีที่แล้ว +5

    অসাধারণ আবৃত্তি 🙂🙂

  • @user-xc4mj8fy2s
    @user-xc4mj8fy2s 10 หลายเดือนก่อน

    Mind blowing recitation, thanks foysal aziz

  • @user-mq7cv2nl7v
    @user-mq7cv2nl7v หลายเดือนก่อน

    পৃথিবীতে অনেক কবি সাহিত্যিক ছিল। কিন্তু কাজী নজরুলের মতো একজনও ছিল না।

  • @alaminskobita9707
    @alaminskobita9707 9 หลายเดือนก่อน

    Excellent reciatation.just awesome awesome and only awesome

  • @AKDINSPIRATION
    @AKDINSPIRATION ปีที่แล้ว +1

    Pranam Kobi Nazrul 🙏🙏🙏
    Mind blowing poem...
    Out standing recitation....

  • @shafiqulislam9187
    @shafiqulislam9187 2 ปีที่แล้ว +4

    নজরুল অতুল্য। ফয়সাল আজিজের আবৃত্তি শুনলাম। খুব মন দিয়ে শুনলাম। আবার শুনবার তেষ্টা জমা। জানি না আবৃত্তিকার কেমন আছেন?

  • @samsurhaquegazi7206
    @samsurhaquegazi7206 2 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ

  • @nilufaakter1718
    @nilufaakter1718 3 ปีที่แล้ว +22

    ভাইয়া আপনার কন্ঠে নজরুল এর বিশ্বাস ও আশা কবিতাটি শুনতে চাই।

  • @tauhidislam6765
    @tauhidislam6765 ปีที่แล้ว +2

    এমন কবিতা থাকা সত্ত্বেও কেন এত সাম্প্রদায়িকতা?

  • @keshobchandra4160
    @keshobchandra4160 11 หลายเดือนก่อน +1

    অসম্ভব সুন্দর

  • @sushantokundu1568
    @sushantokundu1568 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর

  • @jsshuvo1601
    @jsshuvo1601 2 ปีที่แล้ว +1

    মন ছুয়ে গেল

  • @samirdas4305
    @samirdas4305 2 ปีที่แล้ว +1

    NCE RECITATION...ASADHARN....

  • @shahanbadsha
    @shahanbadsha 2 ปีที่แล้ว +1

    কাজী নজরুল ইসলাম। আমার আত্মার পরম আত্মীয়।

  • @AbdulWahab-uq1wq
    @AbdulWahab-uq1wq 5 หลายเดือนก่อน

    পৃথিবীতে নজরুল হলো ইউনিক

  • @srshahinreza5733
    @srshahinreza5733 2 ปีที่แล้ว +3

    অসাধারণ প্রিয় ভাই।

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 ปีที่แล้ว +3

    চেতনার কবি কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি।

  • @redoykhan679
    @redoykhan679 ปีที่แล้ว +2

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ , স্যার ।

  • @NobinProbin
    @NobinProbin ปีที่แล้ว

    Excellent

  • @IBRAHIM-je1jc
    @IBRAHIM-je1jc ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

  • @Audio-Art
    @Audio-Art 2 ปีที่แล้ว +2

    অসাধারণ আবৃত্তি করেছেন।

  • @saiedbukhari1178
    @saiedbukhari1178 ปีที่แล้ว +1

    আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন

  • @ripadey7629
    @ripadey7629 3 ปีที่แล้ว +3

    চমৎকার 👌👌💐💐🙏🙏

  • @user-sq9pz8kn9f
    @user-sq9pz8kn9f 11 หลายเดือนก่อน

    Great

  • @Progyasmita4563
    @Progyasmita4563 ปีที่แล้ว +1

    অসাধারণ, দুর্দান্ত পরিবেশনা। অনেক শুভেচ্ছা রইলো।❤

  • @jannat11202
    @jannat11202 2 ปีที่แล้ว +1

    I am totally amazed.

  • @adrisstory540
    @adrisstory540 2 ปีที่แล้ว +3

    অসাধারণ আবৃত্তি করেছেন ,মন ছুয়ে গেলো।

  • @sabinayeasmin6076
    @sabinayeasmin6076 ปีที่แล้ว +1

    Really nice recitation.

  • @jakariaazadratul6348
    @jakariaazadratul6348 9 หลายเดือนก่อน

    অসাধারণ স্যার❤

  • @shilatahalder8342
    @shilatahalder8342 ปีที่แล้ว +1

    অসাধারণ 🙏

  • @reazulkarim9068
    @reazulkarim9068 2 ปีที่แล้ว +4

    ভাই আপনার গলায় কবিতাটা খুব ভালো লাগছে।

  • @JashimUddin-cl2pm
    @JashimUddin-cl2pm 2 ปีที่แล้ว

    Oshadharon upostapon

  • @mdmonarul480
    @mdmonarul480 ปีที่แล้ว +1

    অসাধারণ।

  • @shiladeb7174
    @shiladeb7174 2 ปีที่แล้ว

    আহা অপূর্ব মনে হয় বারবার শুনি,,,,

  • @Academy600
    @Academy600 9 หลายเดือนก่อน

    অসাধারণ কবিতা, চমৎকার আবৃত্তি।

  • @minerakib5707
    @minerakib5707 8 หลายเดือนก่อน

    অসাধারণ সৃষ্টি

  • @TithiSusmita
    @TithiSusmita 2 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো।

  • @suklapoddar4425
    @suklapoddar4425 ปีที่แล้ว +1

    অসাধারণ ❤

  • @Sonirul.
    @Sonirul. 8 หลายเดือนก่อน

    আসাধরণ কণ্ঠ, লোম দাড়িয়ে যায়❤❤❤

  • @ummesofwan5570
    @ummesofwan5570 2 ปีที่แล้ว

    Osomvov sundor .

  • @kazifarjanahuqjannat4879
    @kazifarjanahuqjannat4879 3 ปีที่แล้ว +1

    Kobitati Amer khub poconder.

  • @mhasan7068
    @mhasan7068 ปีที่แล้ว +1

    খুব ভালো লেগেছে।

  • @abusayeed8236
    @abusayeed8236 2 ปีที่แล้ว

    অসাধারণ ❣️❣️। আমি আপ্লূত ❣️❣️❣️❣️❣️

  • @mahendradas4008
    @mahendradas4008 2 ปีที่แล้ว

    হ্যা নজরুল আজও যে অনেকটা পথ বাকী ۔۔۔۔

  • @abujobayed9379
    @abujobayed9379 2 ปีที่แล้ว

    Foysal Aziz vai, apni sotti osadharon kore kobita abriti koren, jokhon je kobir kobita abriti koren mone hoyo sei kobi nijei kobita khani abriti korteche, bisesh kore kazi nuzrul islam er kobita, thanks vai.

  • @malahait5735
    @malahait5735 3 ปีที่แล้ว +4

    আমি এই "মানুষ' কবিতা টি করার চেষ্টা করছি।দাঁত কপাটি লেগে যাচ্ছে,তবুও এক ফোঁটাও আপনার মতো করতে পারছি না। আপনি সত‍্যিই প্রশংসনীয়

  • @plabonvlogs6284
    @plabonvlogs6284 3 ปีที่แล้ว +2

    😍💓💓💓💓

  • @walid.hasan.shampad.007
    @walid.hasan.shampad.007 2 ปีที่แล้ว

    Oshadarun

  • @MDTanzilHossin-eb1go
    @MDTanzilHossin-eb1go 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @user-om4df7ve8h
    @user-om4df7ve8h 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @paulamighosh5186
    @paulamighosh5186 3 ปีที่แล้ว +3

    Apnar recitation osadharon lage,,,,amr r amar mayer o

  • @fahomidafahomidakabbo
    @fahomidafahomidakabbo 9 หลายเดือนก่อน

    Onk sondor hoice

  • @raihankabirprince2101
    @raihankabirprince2101 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর আবৃত্তি

  • @mdakashkhanadmin5259
    @mdakashkhanadmin5259 ปีที่แล้ว +1

    নজরুল যে শুধুই নজরুল

  • @user-lw8hv2jp5p
    @user-lw8hv2jp5p 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর দাদা ।।
    আমার প্রণাম নেবেন ।।

  • @kobitarjonne5259
    @kobitarjonne5259 2 ปีที่แล้ว

    Khub eundor

  • @mdjahiruddin8446
    @mdjahiruddin8446 3 ปีที่แล้ว

    very nice.

  • @AbdulWahab-uq1wq
    @AbdulWahab-uq1wq 10 หลายเดือนก่อน

    Kazi nazrul unique

  • @mamunsiddiquee692
    @mamunsiddiquee692 ปีที่แล้ว

    awesome

  • @ratdintv
    @ratdintv 2 ปีที่แล้ว

    চমৎকার আবৃত্তি

  • @rashidulislam799
    @rashidulislam799 5 หลายเดือนก่อน

    চমৎকার

  • @swastikadasclass-7aroll-239
    @swastikadasclass-7aroll-239 3 ปีที่แล้ว

    Thanku sir