রঙিন রেঙ্গুন | Yangon Myanmar | রেঙ্গুনে সারাদিন কি কি দেখবেন? | Myanmar Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 865

  • @explorershibaji
    @explorershibaji  10 หลายเดือนก่อน +68

    মিয়ানমার কে কি খুব ডেঞ্জারাস মনে হচ্ছে? জানাবেন আপনাদের মতামত!

    • @jay42754
      @jay42754 10 หลายเดือนก่อน +2

      Ekhono porjonto khub sundor laglo........

    • @triptighosh5470
      @triptighosh5470 10 หลายเดือนก่อน +2

      না একটু ও নয়, বরং বেশ ভালো বেড়ানোর জায়গা বলেই মনে হচ্ছে।

    • @lifeboy1978
      @lifeboy1978 10 หลายเดือนก่อน

      I am waiting for that day when Kaladan Multimodal project will be done and we'll be able to travel to Myanmar by train via Manipur's More border. That will be a historic moment !

    • @manasibiswas4993
      @manasibiswas4993 10 หลายเดือนก่อน

      Besh charming ei protibeshi desh😍🙏🙏

    • @pravatkrkhan3531
      @pravatkrkhan3531 10 หลายเดือนก่อน

      কই তেমন কিছু তো মনে হচ্ছে না। দেখে তো মানুষ-জন কে তেমন বিপজ্জনক মনে হল না।

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 10 หลายเดือนก่อน +37

    পৃথ্বীজিত দা এককথায় great. মাল শব্দের ব্যবহার সত্যি অতুলনীয়। ❤

  • @sudarshana4178
    @sudarshana4178 10 หลายเดือนก่อน +24

    My father is born and brought up in Burma , during civil unrest he later migrated in India when he was in class seven. He is now in his 70’s and has sent immense love to you for making this video. Not sure if we can visit Burma in near future but checking these video from your lense is no less than a blessing. Specially that durga bari was one of my father’s fav place which used to be a must visit during any occasion. Hope my comment caught your eyes ! We will eagerly wait for your upcoming videos! Take care ❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 9 หลายเดือนก่อน +6

      অনেক ধন্যবাদ,আপনার বাবাকে আমাদের তরফ থেকে প্রনাম🙏

    • @sudarshana4178
      @sudarshana4178 9 หลายเดือนก่อน +1

      @@PrithwijitOMonerManus thank you ❤️ bhalo thakben

  • @ullahrahmat1967
    @ullahrahmat1967 10 หลายเดือนก่อน +22

    ছোট থাকতে দাদা দাদী ও মুরুব্বিদের মুখে শুনতাম,আগে জীবিকার তাগিদে মানুষ রেঙ্গুন ও আসাম যাইতো। দাদার কথা সত্যি যে আগের মানুষের বিদেশ ছিলো রেঙ্গুন।। আপনাদের সফর সুন্দর ও সফল হোক দাদা দোয়া ও শুভকামনা রইলো।। 🤲🤲🤲👃👃👃

  • @songsloversuman9982
    @songsloversuman9982 9 หลายเดือนก่อน +8

    এবছর মাধ্যমিক পরীক্ষা দিলাম। বাংলা বইয়ে পড়েছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পথের দাবী সামান্য বিস্তারেই এবং সেখানে তৎকালীন বার্মার বিভিন্ন শহরের নাম পড়েছি, তখন যদিও কল্পনাতীত মনে শহরগুলির ছবি ভেসে উঠেছিল, কিন্তু সেগুলি কল্পনায় ছিল। কিছু দিনের মধ্যেই দেখলাম শিবাজী কাকু হ্যাঁ কাকুই বললাম তোমার চ্যানেলে নেক্সট ফরেইন ট্যুরের poll তৈরি করেছ। আর সেখানে মায়ানমারের নাম দেখে ভোট দিয়ে দিলাম সেখানে। এখন বাস্তবে সেই শহরের ছবি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ❤

  • @jayasreedas952
    @jayasreedas952 10 หลายเดือนก่อน +19

    আমার পিশেমশাই পরাধীন রেঙ্গুন এর পোস্ট মাসটার ছিলেন ।আমি স্বাধীন ভারতে জনমেছি।আমি পিশেমাশাই কে দেখিনি।বাবার কাছে শুনেছি।তাই আপনার ভিডিও দেখে নষ্টালজিক হয়ে পড়েছি।সবশেষে পৃতথিজিৎবাবু কে জানাই জনমদিনের শুভেচ্ছা ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 9 หลายเดือนก่อน +6

    রেঙ্গুন এত সুন্দর ভাবে দেখানোর জন্য অনেক অনেক চিজুবা । খুব সুন্দর শহর এই রেঙ্গুন। স্থানীয় খাদ্যের সম্ভার অতুলনীয় । আগামী পর্বের অপেক্ষায় রইলাম ।

  • @pallabshaikhrezafarid922
    @pallabshaikhrezafarid922 10 หลายเดือนก่อน +20

    মিয়ানমারে ও উল্লেখযোগ্য সংখ্যক বাঙ্গালী আছে জেনে খুব ভালো লাগল।
    পল্লব বলছি
    ঢাকা থেকে।

  • @spc3461
    @spc3461 10 หลายเดือนก่อน +17

    আপনার ভিডিও দেখে রেঙ্গুনের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। রেঙ্গুন একটি রঙিন এবং রমনীয় শহর। আপনি রেঙ্গুনের ইতিহাস, ধর্ম, ভাষা, খাবার এবং জীবনধারা নিয়ে অনেক কিছু বলেছেন যা আমার অনেক উপকার হয়েছে। আপনার ভিডিও খুবই সুন্দর এবং মনোরম ছিল। আপনার ভ্রমণ কাহিনী আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আপনার ভিডিও দেখার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @somachakraborty887
    @somachakraborty887 10 หลายเดือนก่อน +7

    দূর্দান্ত লাগলো। প্যাগোডা গুলো দেখে মন ভরে গেলো, শায়িত বুদ্ধ মূর্তি টি অসাধারণ।
    পৃথ্বীজিতদা কে শুভ জন্মদিনের শুভেচ্ছা 🎉

  • @sharmilaray6276
    @sharmilaray6276 9 หลายเดือนก่อน +1

    মন্ত্রমুগ্ধের মত দেখছি। এত তথ্যসমৃদ্ধ vlog কখনো দেখিনি। দুজনের বাচনভঙ্গি অসাধারণ। happy birthday to Prithijit yet again

  • @supriyaamlan1980
    @supriyaamlan1980 9 หลายเดือนก่อน +1

    ক্যামেরার লেন্সের সাহায্যে ইয়াঙ্গুন শহরে ঘুরে বেড়ানোর একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এই ধরনের বিস্তারিত ভিডিও উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ.
    জন্মদিনের অনেক শুভেচ্ছা পৃথিজিৎ দা, ভাল থাকবেন।

  • @sikhadutta9374
    @sikhadutta9374 10 หลายเดือนก่อน +5

    সত্যই প্যগোডা অপূর্ব।পরিবেশ খুব ভালো।ধন্যবাদ আপনাদের।এত সুন্দর ভাবে বর্ণনা দিয়ে ধারাভাষ্য দেন খুব শ্রুতি মধুর লাগে।

  • @ashrafuzzamanpathan1937
    @ashrafuzzamanpathan1937 10 หลายเดือนก่อน +4

    বিভিন্ন জায়গার দৃশ্য গুলো যতনা ভালো লাগে তারচে ভালো লাগে আপনার ( শিবাজি দা) খাওয়ার ছবি গুলো। এত মজা করে খান যে অনেক মজা পাই। ধন্যবাদ ২ জনকে।

  • @rokychakma314
    @rokychakma314 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ সব বৌদ্ধ মন্দির শিল্পকর্ম। যাওয়ার তো সামর্থ্য নাই এখনো আপনার মাধ্যমে দেখা সব ❤🙏🇧🇩

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 9 หลายเดือนก่อน +2

    Yangon এর পরিবেশ ও মানুষজন খুব ভালো মনে হলো। প্রথম পর্ব এর opening টা ভালোই হয়েছে।পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 9 หลายเดือนก่อน +2

    Myanmar বেশ ভালো লাগছে। আমার দাদুও ছিলেন রেঙ্গুন এ।পৃথ্বীজিৎ বাবুকে দেরি করে জন্মদিন এর শুভেচ্ছা জানালাম।পরের video র অপেক্ষায় রইলাম।

  • @oishikchatterjee4504
    @oishikchatterjee4504 9 หลายเดือนก่อน +2

    Onek dhonnobad. Amader Kolkata theke je 🇲🇲 Myanmar e flight ache eta oneke janenna. Ar ei video gulo die apnara baire beranor ekta bhalo foreign trip er option khule dilen bangalider jonno.
    Many Many Thanks 🙏 ❤

  • @manisharoy4103
    @manisharoy4103 10 หลายเดือนก่อน +5

    অজানা রেঙ্গুন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ আপনাদেরকে❤❤❤❤

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 22 วันที่ผ่านมา

    আমরাও কলোনির মাল, ওরাও কলোনির মাল। হা হা হা হা হা হা। দারুণ দারুণ দারুণ লাগলো। ভিডিওগুলো খুবই সুন্দর। এই বন্ধুত্ব চিরদিন থাকুক অমলিন। 💜❤️💖💙💖

  • @chirantansatyachakma4737
    @chirantansatyachakma4737 9 หลายเดือนก่อน +3

    Apnader video khub enjoy kori dada… ekta choto abdaar video quality r o valo korle video gulo r o enjoyable hobe.

  • @bengaltempleterracotta7006
    @bengaltempleterracotta7006 10 หลายเดือนก่อน +4

    অসাধারণ লাগলো, দেখতে দেখতে একটা অদ্ভুত আনুভূতি হচ্ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আমার বাবার জন্মস্থান এই বার্মা বা আজকের মায়ানমার

  • @amitghosh5170
    @amitghosh5170 9 หลายเดือนก่อน +1

    মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা,, মনে হচ্ছে আপনারা সাথে আমরা ভ্রমণ করছি,, এতো সুন্দর ইনফরমেশন দারুণ লাগলো দাদা❤❤❤

  • @monersapno4413
    @monersapno4413 10 หลายเดือนก่อน +4

    Renggun ek kathay darun darun laglo shibajida
    Apnara dujone khub valo thakben

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 9 หลายเดือนก่อน

    প্রাক্তন রেঙ্গুনের অসাধারণ প্যাগোডা দেখে আমি মুগ্ধ। পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগলো পুরো কলকাতা এর ধর্মতলা চত্বর আর লেক টা তো পুরো রবীন্দ্র সরোবর এর মতন খাবার গুলো ও দারুন 👍👍❤️ পরের পর্বে এর অপেক্ষায় থাকলাম 👍

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 9 หลายเดือนก่อน +1

    মাল বলা খুব একটা খারাপ নয় তবে ওটার সঙ্গে মেলে আর একটা কথা বললে একটু কানে লাগতো। 😂😂😂 বেশ ভালো লাগলো। আজকে দেখলেও ভিডিওটা তো পৃথীজিৎ এর জন্মদিনের দিন তাই শুভ জন্মদিন। 🎉🎉

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 9 หลายเดือนก่อน +1

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @anweshasworld227
    @anweshasworld227 9 หลายเดือนก่อน +1

    দারুণ লাগলো, prithwijit দা কে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই 🎂💐🎉, খুব ভালো থাকুন দুজনে আর ভ্রমণের আনন্দে থাকুন।

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 10 หลายเดือนก่อน +1

    সারাদিন আপনাদের ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছিল আপনাদের সাথেই ঘুরছি। অনেক কিছু জানলাম। খুব খুব ভালো লাগলো 👌🙌

  • @saheliroy5897
    @saheliroy5897 10 หลายเดือนก่อน +3

    আমাদের বাড়ির পাশে বর্মা কলোনি আছে তারা আগে বর্মা তে থাকত ওনাদের মুখে বর্মা র গল্প শুনে ছি আজ আপনার চোখ দিয়ে দেখলাম ভালো লাগলো

  • @piyalchatterjee3168
    @piyalchatterjee3168 10 หลายเดือนก่อน +1

    শুভ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা পৃথ্বীজিৎ। খুব ভালো থাকিস। তোর চশমার ফ্রেমটা দারুণ লাগলো। ভিডিও টা ভালো কিন্তু একটু ... Monotonous লাগলো।

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน

      হ্যাঁ আমি এডিট করার সময় বুঝতে পারছিলাম

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 10 หลายเดือนก่อน +1

    কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। খুব ভাল লাগল। সত্যি মধ্য কলকাতার সাথে কত মিল। হ্যা last pagoda টা অসাধারণ। খুব আনন্দ পেলাম। এই শহরে পুরানো কত ইতিহাস আছে। ভালো থাকবেন দুজনেই। ❤

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 10 หลายเดือนก่อน +1

    Khub valo laglo dada ajker video.sob theke valo legechhe okhankar manus der Prithwijit dar birthday celebrate korte dekhe.r apnar video Manei informative.koto kichu jante parlam.khub valo laglo.valo thakun apnara 😊😊😊😊

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน

      সত্যিই রাতের বেলায় যখন ওনারা এলেন তখন আমরা অবাক হয়ে গিয়েছিলাম।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 9 หลายเดือนก่อน

    রেঙ্গুন যে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। আপনাদের সিলেকশন খুবই ভালো। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @satyadutta7296
    @satyadutta7296 9 หลายเดือนก่อน +1

    Oshadharon laglo... proteyk ta muhurto enjoy korechi.... kolkata r Dalhousie area sathey onek mil peylam.. kon ekta building er Golden colour dorjya - puro Ekdom Kolkata RBI r moto laglo... Rashta ghat khubi porishkaar... women population beyshi mone holo...Driving system ta khubi odbhut...😊 lokjon friendly mone holo... easy go life mone holo.. Prithi r cake khawo ar ador kore cake khawono ta just fhatafhati..jomiye diyechi... ❤ Full video ta just super... waiting for the next series.... Cheers! 😊

  • @dhrubachakrabarty5257
    @dhrubachakrabarty5257 9 หลายเดือนก่อน +1

    Besh lagche👍👍ar Prithwijeet da ke janai jonmodiner onek suvechha 🙏🙏❤💜💚🎂🎉💐

  • @mridulsengupta4649
    @mridulsengupta4649 10 หลายเดือนก่อน +1

    আবারও অপলক চোখে সুন্দর একটা ভিডিও দেখলাম। রেঙ্গুন সম্পর্কে ধারণাটা একেবারেই পাল্টে গেছে। অনেক অনেক সুন্দর রেঙ্গুন। শিবাজি দাদার উপস্থাপনা দারুন ঝকঝকে ছিল। পৃথ্বীজিৎ বাবুকে জানাই " শুভ জন্মদিন "।

  • @fakrulislam5723
    @fakrulislam5723 9 หลายเดือนก่อน

    এই পরবটিও ছিল অসাধারণ। দারুণ উপভোগ করলাম। বাংলাভাষায় এত মার্জিত, রুচিশীল, তথ্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ভ্লগ আগে দেখিনি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

    • @explorershibaji
      @explorershibaji  9 หลายเดือนก่อน

      আপনাকেও আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভাল থাকবেন।

  • @triptighosh5470
    @triptighosh5470 10 หลายเดือนก่อน +5

    বৃটিশ কলোনি কলকাতারই সাথে ভীষণ ই মিল আছে।আর একটা সময় তো বাঙালির কাছে কাজের জায়গা। বৌদ্ধ বিহারের কারুকাজ অসাধারণ সুন্দর। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর ‌। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @SahajCuisine
    @SahajCuisine 9 หลายเดือนก่อน +2

    সুন্দর vlog টির জন্য শিবাজীদা ও Prithwijit দা আপনাদের অনেক অভিনন্দন।

  • @KalpanaSengupta-nw8lj
    @KalpanaSengupta-nw8lj 10 หลายเดือนก่อน +1

    Pagoda khub sundar.belated happy b,day prithwijit.Rengun khub bhalo laglo.

  • @swarnalidas8845
    @swarnalidas8845 9 หลายเดือนก่อน +1

    আপনাদের টুর সব সময় সুন্দর হয়, খুব ভালো থাকবেন আর পৃত্থীজীত দা কে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 💐

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 10 หลายเดือนก่อน +2

    অপেক্ষায় ছিলাম শিবাজী ,রেঙ্গুন সমন্ধে কোন সে রকম ধারণা ছিল না কিন্তু এত ভালো লাগলো যে কি বলবো। খাওয়া দাওয়া গুলো খুব ভালো লাগলো।বৌদ্ধ ধর্মের প্যাগোডা অসাধারণ সুন্দর। শুভ জন্মদিন পৃতথিজিৎ ভালো থেকো ❤❤

  • @sudeshnabanerjee1613
    @sudeshnabanerjee1613 9 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল রেঙ্গুন শহর, দেখে অনেক টা কোলকাতা মনে হল, রাস্তা, দোকান পাট অসম্ভব মিল পেলাম। আমার তো রেঙ্গুনে কোন ভয় আছে বলে মনে হল না। পৃথ্বীজিৎ দা জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকুন আর এইরকম নতুন নতুন জায়গা আমাদের দেখান, আমরা বাড়ি বসে এত সুন্দর জায়গা দেখতে পাই আপনাদের জন্য। কথাশিল্পীর বাড়ীটা যদি থাকত ওটা দেখলে আরো ভালো লাগত।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 10 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা ব্লগ দেখানোর জন্য।

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 10 หลายเดือนก่อน +1

    Darun laglo..Haan.. Thailand er songe anek mil..Golden Pagodata bhison
    Sundar..so miliey
    Khub e bhalo coverage...thank you

  • @sauravchaudhuri1352
    @sauravchaudhuri1352 10 หลายเดือนก่อน

    আপনাদের মিশর এবং আফ্রিকার ট্রিপ দুটি এতই ভালো লেগেছিল যে আপনাদের পরের ট্রীপ গুলো আমার কাছে কেন জানি খুব জোলো মনে হয়েছিল। এটা একান্তই আমার নিজস্ব মতামত। আবার এই রেঙ্গুন টিপটা আমার বেশ ভালো লাগছে। চলতে থাকুক।

  • @topurahman4521
    @topurahman4521 9 หลายเดือนก่อน

    শিবাজীর একটা নতুন সিরিজ মানেই আমার জন্য আনন্দ। রেঙ্গুন শহর দেখে খুবই ভালো লাগলো। খবরে দেখি ওই দেশের যুদ্ধ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু শিবাজী আপনার ভিডিও দেখে কিন্তু সেখানে যে কোন গন্ডগোল হচ্ছে তার লেশ মাত্র খুঁজে পেলাম না। আনন্দ পাচ্ছি আপনার এই সিরিজটা দেখে।

  • @soumendey6107
    @soumendey6107 10 หลายเดือนก่อน +3

    Shibaji Babu Apnar Video Anek Sundar Kotha Bolar Dhoron Anek Bhalo..Anya Vlogerer Theke Anek Alada Apnar Kotha Bolar Style Bhalo Thakun Natun Natun video Din.... Thank you

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน +1

      আন্তরিক ধন্যবাদ!! এভাবেই সঙ্গে থাকুন।

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน +1

      আন্তরিক ধন্যবাদ!! এভাবেই সঙ্গে থাকুন।

  • @soumyakumar3790
    @soumyakumar3790 9 หลายเดือนก่อน +1

    দাদা পুরো ফাটাফাটি , দারুন , অপূর্ব ❤❤❤

  • @moumitadas9392
    @moumitadas9392 9 หลายเดือนก่อน

    Khub sundor jaiga..peaceful pagoda.. dekheo santi..👍👍👍

  • @rejaulkhan5772
    @rejaulkhan5772 10 หลายเดือนก่อน +1

    Onoboddo, osadharon ❤ apnader jonno amra notun notun place dorshon korte parchi ❤ so we are very lucky ❤ thanks u both

  • @thakurashis
    @thakurashis 10 หลายเดือนก่อน +1

    Dekhe eto bhalo laglo .. onek memories with Myanmar came back in my mind .. abar jete khub icche korche apnar ei video dekhe .. lovely

  • @kamaluddinbhuiyan3955
    @kamaluddinbhuiyan3955 9 หลายเดือนก่อน

    অনেক আগে বনী আমীনের ব্লগ দেখলাম, তিনি আরো বিশদ ভাবে দেখিয়েছেন, তবে তিনি মিশে গিয়েছিলেন। আপনাদের পর্বটিও বেশ। ধন্যবাদ দুজনকেই

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j 10 หลายเดือนก่อน +1

    A weadarful city yugun , Happy Birthday Day Pithyjit da , ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @Sanchi0475
    @Sanchi0475 9 หลายเดือนก่อน

    Darrunnn laglo! Happy birthday to Prithwijit!💐🎉khub bhalo thakun r anek bhalo vdo amra dekhte pai

  • @swapandey8873
    @swapandey8873 10 หลายเดือนก่อน +2

    তোমাদের সৌজন্যে রেঙ্গুন বেড়ানো সম্পন্ন হলো আমার। অপেক্ষায় পরবর্তী সফরের। দুজনকেই শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️

  • @KalpanaSengupta-nw8lj
    @KalpanaSengupta-nw8lj 10 หลายเดือนก่อน +1

    Many many thanks tomader k khub bhalo kore ghure dakhabar jonya.

  • @saugataroy8274
    @saugataroy8274 9 หลายเดือนก่อน

    এই প্রথম শিবাজী দার মাধ‍্যমে বার্মা বা রেংগুন দেখলাম। অসাধারন লাগছে। ♥♥

  • @abhijitgupta3161
    @abhijitgupta3161 10 หลายเดือนก่อน

    Khub oi bhalo laglo, Myanmar 🇲🇲 er bepare sampurna dharana oi badle gelo, very good👍

  • @simachakraborti8985
    @simachakraborti8985 10 หลายเดือนก่อน

    অসাধারণ একটি ভিডিও। আপনারা ঘুরতে থাকুন, আর আমরাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকি, দারুণ 👌👌👍👍

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 10 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো আজকের পর্ব দেখতে Explorer Shibaji ar Moner Manush Pritthwijeet ❤❤. শুভ জন্মদিনে র অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ নিও পৃথ্বীজীৎ 😊❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 9 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @byomanimation
    @byomanimation 9 หลายเดือนก่อน

    আমার খুব ইচ্ছা ছিলো মগের মুলুক দেখার , বিশেষ করে রেঙ্গুন / ইয়াঙ্গন আর মান্দালয়। রেঙ্গুন হলো মান্দালয়ের অপেক্ষায় রইলাম। খুব ভালো লাগছে মায়ানমার।

  • @dhanonjaymajhi1420
    @dhanonjaymajhi1420 หลายเดือนก่อน

    Awesome beautiful birthday celebration ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @titashsarkar6845
    @titashsarkar6845 10 หลายเดือนก่อน +1

    Kal Theke Opekkhay Chilam... Oboseshe Protikkhar Oboshan... Excellent Dada👌❤

  • @tamaltasan9625
    @tamaltasan9625 10 หลายเดือนก่อน +2

    Oshadharon shibaji da. Upnar vedio onk onk valo lage.

  • @sanghamitrabhattacharya7654
    @sanghamitrabhattacharya7654 9 หลายเดือนก่อน

    Happy Birthday Gupi Gayen, god bless you.... Anek anek suvechchha subho janmodiner Prithwijit sir, khub bhalo thakun.

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik 9 หลายเดือนก่อน +1

    ❤ha ha ha tomare khub mojar
    du jon e😊😊😊

  • @dipccu
    @dipccu 10 หลายเดือนก่อน +1

    দারুণ ফাটাফাটি......
    Btw মাল কথাটা universal আর common ও সুতরাং মনে হবেনা কোনো চাপ আছে.
    Belated শুভ জন্মদিন Prithi বাবু কে...

  • @Debangsu_Bose
    @Debangsu_Bose 9 หลายเดือนก่อน

    Dada .. darun video. Onek informative. Khuuuuubbbbb valo.

  • @sanchitagoswami2406
    @sanchitagoswami2406 10 หลายเดือนก่อน

    অসম্ভব ভালো লাগলো! কতদিন পর yangon কে দেখছি, পরের episode এর অপেক্ষায় রইলাম!🙏🏻

  • @manikmia9530
    @manikmia9530 9 หลายเดือนก่อน

    Excelent. Shivaji. I. Have. See. Myanmar. Through. Your. Eyes. It is. Stunning.

  • @sayanichatterjee199
    @sayanichatterjee199 10 หลายเดือนก่อน +1

    I am so glad with what Prithwijit da said about 'maal'. Onekei ache jara shob kichu niyei problem create korte bhalobashe. Ignore! We love you the way you guys are :)

  • @LuciferGaming-zb8xz
    @LuciferGaming-zb8xz 10 หลายเดือนก่อน +1

    belated Happy Birthday Prithwijit dada ❤❤khub khub valo theko❤sustho thako r ei vabhei shibaji dar sathe amader videor dwara notun notun jayga explore kore dekhao

  • @sudiptabanerjee9436
    @sudiptabanerjee9436 10 หลายเดือนก่อน +1

    Happy Birthday Prithvijit Da ❤❤❤❤❤❤ Bhalo thakben o Sustho Thakben

  • @arindambose9758
    @arindambose9758 10 หลายเดือนก่อน +1

    দারুন একটা nostalgic episode! 👌👌👌

  • @indraneelsen3188
    @indraneelsen3188 10 หลายเดือนก่อน

    Pagoda টা সত্যিই খুব সুন্দর! ছবি তেই এত সুন্দর, সামনা সামনি দেখলে আর ও অনেক সুন্দর লাগবে।

  • @AnganaRay-w1k
    @AnganaRay-w1k 9 หลายเดือนก่อน

    Exclnt ঘোরা ফেরা আপনাদের জুটির.. . .সত্যি কত কিছু জানতে পারি আর সমৃদ্ধ হই ।

  • @goutamadhikari2422
    @goutamadhikari2422 หลายเดือนก่อน

    Happy Birth Day Prithwijit Babu. Khoob bhalo thakben, anonde thakben. Apnar kothatai, apnake firiye dilam.

  • @youtubepassion4536
    @youtubepassion4536 9 หลายเดือนก่อน +1

    Beautiful Place, Happy Birthday পৃথ্বীজিত দা 🎉

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 9 หลายเดือนก่อน +1

      অনেক ধন্যবাদ 😊❤

  • @asimmukhopadhyay9525
    @asimmukhopadhyay9525 10 หลายเดือนก่อน +2

    এই দেশটা সমন্ধে কত অন্যরকম কথা শুনি, এখনতো দেখছি অন্যরকম, সুন্দর।

    • @nirvanmajumder8267
      @nirvanmajumder8267 10 หลายเดือนก่อน +1

      Rohengya Muslim area ta khub i baje area okhan e jhamela hoi baki onno jaiga peaceful area

    • @GUULLIVER
      @GUULLIVER 9 หลายเดือนก่อน

      উত্তর শান স্টেট, পূর্ব কায়াহ স্টেট, পশ্চিম রাখাইন স্টেট - এই তিন জায়গাতেই সরকারি বাহিনির সাথে বিদ্রোহী থ্রি ব্রাদারহুড এলায়েন্সের তীব্র লড়াই চলছে। এসব অঞ্চলের অনেক জায়গা থেকেই বিদ্রোহীরা সরকারি বাহিনিকে মেরে ভাগিয়ে দিয়ে দখল করে নিয়েছে। রাজধানী বা এথনিক বর্মী অধ্যুষিত অঞ্চলগুলি এখনো সরকারের নিয়ন্ত্রনে এবং স্থিতিশীল আছে, কিন্তু ভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলির অনেকগুলিই অশান্ত। বর্মী অধ্যুষিত অঞ্চলগুলিও যে বেশিদিন স্থিতিশীল থাকবে তার কোন গ্যারান্টি নাই। তাদের ভিতরেও সরকারের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ আছে। সেখানেও যে কোন সময় বিস্ফোরন ঘটতে পারে। বিদেশ থেকে এসে উপরে উপরে টুরিস্টের চোখে বা ইউটিউবে ভিডিও দেখে ভিতরের গণ্ডগোল বোঝা যাবে না। তবে দেশটা প্রাকৃতিক ভাবে সুন্দর নিশ্চয়ই।

  • @priyankagon7205
    @priyankagon7205 10 หลายเดือนก่อน

    Khub e sundor laglo Myanmar er somporke onek kichu jante parlam dada.thank you dada ato sundor akta video deoar jonno ❤❤❤

  • @DrRudrasViewOfWorld
    @DrRudrasViewOfWorld 9 หลายเดือนก่อน

    Rengun je eto sundor seta idea chilo na.... Mind blowing pagoda, people and food...Thanks Shibajida...

  • @দিলীপবিশ্বাসএরগল্প
    @দিলীপবিশ্বাসএরগল্প 6 หลายเดือนก่อน

    আপনারা বাঙাল আমি ও বাঙাল। আপনারা দুজনে আমার ভাল বন্ধু। আপনারা খুব রসিক মানুষ।

  • @anindachanda2080
    @anindachanda2080 10 หลายเดือนก่อน

    Darun Darun laglo episode ta.apekhay chilam.khub bhalo thakun,anek bhalobasha o suveccha Shibaji Da o Prithwijit Da.❤🙏

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 9 หลายเดือนก่อน

    সুন্দরী শহর👍♥️ প্যাগোডা দেখে মুগ্ধ হয়ে গেলাম 🙏

  • @indraneelsen3188
    @indraneelsen3188 9 หลายเดือนก่อน

    বাবা-জেঠু-কাকা দের কাছে শুনেছি আমার ঠার্কুদা Rangoon এ engineer ছিলেন। ব্রিটিশ অধীনে। বোধহয় WW2 এর সময় বাংলাদেশে নিজের বাড়িতে ফিরে আসেন। আমার বড় জেঠুর জন্ম Rangoon এ। ঐ WW2 এর শুরুর দিকে। অতএব Rangoon এর সাথে আমাদের পরিবারের একটা যোগাযোগ কিন্তু আছে। আপনাদের চোখ আর camera দিয়ে দেখে খুবই ভালো লাগছে.. 👍👌❤🙏

  • @diptungsubanerjee6365
    @diptungsubanerjee6365 9 หลายเดือนก่อน +1

    Amazing vlog 👏👏👏👏👏👏

  • @SanjoyDatta-ll9ib
    @SanjoyDatta-ll9ib 10 หลายเดือนก่อน

    খুবই সুন্দর, অনেক কিছু দেখা গেল, ধন্যবাদ। ❤️❤️🇧🇩🇧🇩❤️❤️🇧🇩🇧🇩

  • @sayaksc3590
    @sayaksc3590 10 หลายเดือนก่อน

    Just Woooow Amazing Vlog 👌👌❤️ Besh bhalo laglo ❤️ Myanmar series jome gachhe 🔥 Apuurbo Yangon Sohor mon bhorey galo dekhe 😍, Aparoop prakratik soundorjo , okhankar manushjon , khabar fantastic 😋 Porer golper opekkhay thaklam...keep it up ❤️❤️❤️❤️

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 10 หลายเดือนก่อน

    Abar o ekta khub sundor blog dekhlam, dekhe mon vore gelo r ekta kotha dekhar age ami nokhon dekhi lomba video tokhon dekhar energy digun hoye jaye. Belated happy birthday Prithwijit da. Thank you so much❤

  • @ANIRBANDASGUPTA-m6d
    @ANIRBANDASGUPTA-m6d 9 หลายเดือนก่อน

    Thank you very much for making this available. It seems a very organized and clean city overall.
    I really loved seeing the video. It has connections of historic importance with India.
    Famous Indian actress Supriya Chowdhury was born somewhere in Myanmar and
    walked to India some 75 years ago. Thank you for letting us get a glimpse of this historic city.

  • @dr.dipanjande9315
    @dr.dipanjande9315 10 หลายเดือนก่อน +2

    Such nice blog... waiting for next part... 😊😊😊

  • @indraneelsen3188
    @indraneelsen3188 10 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর আর পরিস্কার পরিচ্ছন্ন একটা শহর! ঠিকই বলেছেন, bbd bag এর সাথে খুব মিল। আসলে আমরা দুই দেশই একই 'মাল' দের হাতে তৈরি তো ... তাই! 😃😆😅

  • @musicmakers185
    @musicmakers185 10 หลายเดือนก่อน +1

    Amar Dadu o chilo ekane .Onar okankar kather plate rakha ache .
    Thank You Shibaji DA o Prithwijit DA tomader eai Series tar jonne

  • @Rsuranjana
    @Rsuranjana 10 หลายเดือนก่อน

    আর একটা খুব মিল পেলাম, মার্কেট তা আমাদের নিউ মার্কেটের মতো. কিন্তু অনেক বেশি পরিষ্কার.. শেষ pagoda টা অসাধারণ

  • @DSTRAVELS_DEBSAHA
    @DSTRAVELS_DEBSAHA 10 หลายเดือนก่อน

    oshadharon ak video.... amader protibeshidesh j eto shundor ebong bangalider feelings r sb kichur sathe jorito ta ei video abaro mon e koriey dilo❤❤

  • @ShahidulIslam-pc5gz
    @ShahidulIslam-pc5gz 9 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ...... From Rajshahi Bangladesh

  • @sankalansarkar2861
    @sankalansarkar2861 10 หลายเดือนก่อน

    Khub valo laglo dada.wating next episode.

  • @sandipdas5815
    @sandipdas5815 9 หลายเดือนก่อน

    খুব সুন্দর জায়গা । শান্তিপূর্ণ জায়গাই মনে হচ্ছে ।