দারচিনি গাছের আদি নিবাস শ্রীলঙ্কাতেই । দারচিনির পাতা দেখতে তেজপাতার মতো এবং এর গন্ধও কিছুটা তেজপাতার মতো ! বিক্রমপুর থেকে আপনার প্রতিটা ভিডিও দেখি দাদা ! 🇧🇩
As a Sri Lankan I would like to thank you for visiting Sri Lanka introducing our country to your people, as it is a great support for our tourism industry and the economy. As it looks you have many Indian and Bangladeshi subscribers, I hope that more Indians and Bangladeshis will visit SL after watching your videos. For Indians it's now visa free and for Bangladeshis it's visa on arrival.
Love from West Bengal,India... Culturally India and Sri Lanka is connected very deeply... Historical evidence of Ramayan Is present in Sri Lanka...and my dreams that once I visit Sri Lanka...Jay Sri Ram...🙏🙏
@@TravelandFood It is believed Prince Vijaya and his escort came from western India. We, Sinhalese have Sanskrit roots because of this. If you get the language, I know how to speak Hindi because of this cultural link and even though I can't understand Bangla properly, I still can understand it into some extent.
@@Desertfox18 yes our roots are same...I saw that all Buddhist temple in Sri Lanka there is Hindu gods also worshipped...lord Vishnu,Ganesh statue are also there in Buddhist temples in Sri Lanka,that's why I told that culturally we are deeply connected...Sri Lanka also link with Ramayana, Sri Ram also visit Sri Lanka to Rescue his wife Mata Sita from King Ravana...king Ravana was also a great devotee of lord Shiva...We Indians love Sri Lanka..and in India we believe that lord Buddha was lord Vishnus avatar...
কি সুন্দর ছিমছাম পরিষ্কার শহর। অনেক সবুজ চোখে পরলো। ঠিক ই বলেছেন চোখের আরাম আর মনের ও। এখনো পর্যন্ত শ্রীলঙ্কা যা দেখলাম তাতে করে এটা বোঝা যাচ্ছে যে দেশ টা শুধু যে সুন্দর তাই নয় বেশ পরিস্কার ও। বেশ ভালো লাগছে সিরিজটি।
অপূর্ব সুন্দর লাগছে শ্রীলঙ্কা সিরিজ।পুরো শ্রীলঙ্কা সবুজে সবুজ, এত সবুজ দেখে চোখ যে জুরিয়ে গেল।মনে হচ্ছে আমাদের রাজ্য যদি এত সুন্দর হত তাহলে খব ভালো হতো।
Kandy is known to us so far for the sake of cricket. I'm realising now that Kandy is literally a picturesque city with huge greenery, thanks a lot for presenting the wonderful spot.
মানিকজোড় এর এই ব্লগ টা ও দারুণ লাগলো !!! অপূর্ব প্রাকৃতিক দৃশ্য !! ক্যান্ডি লেক এর ভিউ দুর্দান্ত !! আর শ্রীলঙ্কা যে পুরো সবুজ রঙের কার্পেটে মুড়ে রাখা হয়েছে জানতামই না !! অপূর্ব !অপূর্ব দৃশ্য !
Wow, Kandy look as quaint and pretty as it did when I visited in 2014. Loved Sri Lanka, and the cute blue train ride from Kandy to Ella was gorgeous, passing through tea gardens, misty hills. Sri Lanka is so clean and green. I wonder why we Indians aren't as clean as them, although North Eastern states, hill states, and southern states are much cleaner than the rest of the states. We can never be a world leader in spite of all our advancements, if our country is littered with trash,
Thanks , yes we are, the reason behind the cleaniness is our people attitude and education....thanks I also visited India for a Buddhist pilgrim covered uttar and madhya pradesh..+ Lumbini in Nepal.... Respect India for the gift of Buddhism..you missed that philosophy....
অপূর্ব সুন্দর, রাস্তাঘাট কি পরিস্কার এবং কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ভীষণ ভালো লাগলো। বোটানিক্যাল গার্ডেন তো অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন 🙏।
I am a student with lots of stress in life . Thank you for ur videos . They entertain me and help me de-stress myself . Bhalo thakun dujonei ar video banate thakun amader jonno etai chai .
দারুণ খুব সুন্দর ❤❤কোন দিন আমার যাওয়ার সুযোগ হয়তো হবে না তাতে ক্ষতি নেই । আপনাদের সৌভাগ্যে আমার শ্রীলংকা ভমন সম্পূর্ণ হলো ।❤❤অনেক ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ❤❤
পরিস্কার পরিচ্ছন্ন মনোরম সুন্দর শ্রীলঙ্কার এই ক্যান্ডি শহর। লেক ও অন্যান্য কালচারাল বিষয়বস্তু শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আপনাদের এই প্রচেষ্টা সার্থক। খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সাথে একটা কথা জানাই, সেন্ট্রাল চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের বেসমেন্টে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমি 2009 এ আপনাদের সকালের চালের তৈরী সাদা সুতোর জালি খাবারটি সম্বর দিয়ে আমিও খেয়েছি। খুবই সুস্বাদু।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত ভালো ভালো জায়গা আমাদের ঘুরে দেখানোর জন্য আপনার সব সিরিজ আমি দেখেছি কিন্তু শ্রীলঙ্কা সিরিজটা আমার খুব ভালো লাগলো ঔ জায়গার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আপনার উপস্থাপনা এক কথায় অনবদ্য বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রশ্ন করে ছিলেন দারুচিনি গাছের পাতাকে কি বলে? তেজপাতা বলে।
শ্রীলঙ্কা সত্যিই অপরুপ সুন্দর একটা দেশ। এবং ট্যুরিজমকে কিভাবে বৃহৎ আয়ের উৎস বানাতে হয় তার পুরোটা শ্রীলঙ্কাকে দেখে আমাদের বাংলাদেশ ও ভারতের ট্যুরিজম অধিদপ্তরে মস্তিষ্কে অতিরিক্ত জৈব সার নিয়ে বসে থাকা লোকগুলোর শেখা উচিত।
Tourism amader largest source of income hok apni ki seta chan .Mane mathai ki ache ke Jane ha seta bolte paren je aro better kore aro income barano jai seta bolun
তোমাদের চোখ দিয়ে শ্রী লঙ্কার ক্যান্ডি শহর দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম । জানিনা যেতে পারবো কিনা । অসাধারণ দেখালে। কিন্তু বুদ্ধ দেবার দাঁত তোমরা দেখলে কিনা জানতে পারলাম না। ❤️
আরও একটি অপরূপ জায়গা ক্যান্ডির সঙ্গে পরিচয় হল আপনাদের জন্যে। এখানকার প্রত্যেকটা অঞ্চলের একটা স্নিগ্ধ সৌন্দর্য আছে। Cultural অনুষ্ঠানটির সংযোজন ভিডিওটিকে এক অন্য মাত্রা দিয়েছে। আসলে, Explorer Shibaji মানেই নতুন নতুন ভালো লাগার আবেশ। অনেক অভিনন্দন।
আমার চোখে ক্যানডি অসাধারণ লাগলো।অনেক সবুজ ক্যানডি।রাস্তা খুব পরিস্কার ।ক্যান্ডি লেক সত্যি আমার চোখে সময় কাটানোর সুন্দর একটা জায়গা ।মন্দির গাডেনস খুব ভালো লাগলো ।আপনাদের তুলে ধরা বিদেশ আমি ও ঘুরে দেখলাম যাওয়া তো সম্ভব হয়।বিদেশ ঘোরানোর জন্যই অনেক ধন্যবাদ।
অপূর্ব লাগলো ক্যান্ডি, আমি পড়েছিলাম ছবির মতো সুন্দর শহর। দারুচিনি গাছ দেখে খুব ভালো লাগলো আগে কখনো দেখিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন এর জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন।
ইজিপ্টে নাকি শ্রীলঙ্কা থেকে ১৫০০ খৃষ্ট পূর্বাব্দে যাওয়া দারচিনি পাওয়া গেছে। আরেক জায়গায় দেখলাম ২০০০ খৃষ্ট পূর্বাব্দ। অর্থাৎ এখন থেকে অন্তত ৩৫০০ - ৪০০০ হাজার আগেও তারা জ্ঞাত বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে মশলা বানিজ্য কত!!
You are absolutely correct. Archilogist and historians have found Sri Lankan cinnamon inside the piramids of Egypt . 4000 years ago Arabs GREEKS, AND ITALIANS were trading with Sri Lanka. MANY HISTORICAL EVIDENCE WERE AVAILABLE
আপনার ব্লগ ভীষণভাবে উপভোগ করি। এত তথ্যবহুল বর্ণনা ও প্রতিচ্ছবি দেখে শুনে একাত্ম হয়ে যাই। মনে হয় আমিও আপনাদের সফরের একজন সাথী। একটি অনুরোধ করছি, কিছু মনে করবেন না। আপনি খাওয়ার সময়একটু সজাগ থাকেন। শব্দ করে খাওয়াটা ভীষণভাবে কানে লাগে। না বলে থাকতে পারলাম না, মাপ করবেন
আমি একজন বয়স্ক ব্যক্তি। সারাদিন অবসর, কিন্তু শিবাজী বাবুর ভিডিও দেখে সেই অবসর কোথায় কেটে যায় বুঝতেই পারিনা। ভবন খুব ভালো লাগে আর ভালো লাগে শিবাজী বাবু এবং পৃথ্বী বাবুর কথোপকথন। দাঁতের ছবি তোলা কি নিষিদ্ধ ? কারণ বুদ্ধদেবের দাঁত দেখা গেল না। তবুও শ্রীলংকা এবং ক্যান্ডি অপূর্ব ।
আপনাদের চোখ দিয়ে দেখানো ক্যান্ডি শহর খুবই সবুজ গাছ গাছালি তে ভর্তি ও পরিষ্কার আপনাদের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখতে খুবই ভালো লাগলো আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ ।
যেমন মিষ্টি নাম candy temon misti শহর। দারচিনি পাতার বাংলায় আলাদা কোনো নাম আছে কিনা জানিনা। অনেকেই তেজপাতা কে দারচিনি গাছের পাতা মনে করে। যেটা একদম ভুল। দুটো আলাদা গাছ। আর চাইনিজ বাঁশ ব্যাপারটা অনবদ্য ছিল। অনেক ধন্যবাদ আপনাদের এরকম একটা দেশ দেখানোর জন্য।
Nope Bay Leaves are completely different from cinnamon leaces although they look same. The leaves of the Mediterranean native bay laurel tree comes the spice known as bay leaf. They smell and taste very different.
Watching New cultural, new food are very beautiful as well as interesting. Thank you both of our beloved Shibaji da and Prithwijit da, stay blessed and stay happy always. ❤
Kandy is a historic city in Sri Lanka. You have captured its beauty and culture very well. I learned a lot about Kandy from your video. Thank you very much
খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন শহর ক্যান্ডি। Home Stayটাও খুব সুন্দর। তবে একটা অবাক লাগলো যে এরা মন্দির দেখাতেও পয়সা নিচ্ছে এবং এইভাবে প্রচুর বিদেশী মুদ্রা অজ'ন করছে। আমরাও যদি এইরকম ভাবে বেলুর, কালিঘাট মন্দির দেখাতে পয়সা নিতাম তাহলে ভেবে দেখুন কত অথ'উপায় হত।
"It's not just a temple, my friend; it's an integral part of our Former Kandyan Royal Palace where the revered tooth relic resides. While it's commonly known as the 'Temple of the Tooth' in English, to us, it's the Former Kandyan Royal Palace. In our native language, we refer to it as 'maligawa,' signifying 'the palace.' Unlike traditional temples in our country where monks reside, this site doesn't house monks. In Kandy, there are primarily two temples that entrance is free." en.wikipedia.org/wiki/Royal_Palace_Complex_of_Kandy
ছবির মতো সুন্দর শহর ক্যান্ডি...অপূর্ব, সবুজের সমাহার..বোটানিক্যাল গার্ডেন অনবদ্য..খুব সুন্দর লাগলো এই ভিডিও..অনেক ধন্যবাদ আপনাদের.. খুব ভালো থাকবেন❤❤❤❤
ভাই শ্রীলংকা আমাদের দেওয়া অর্থ নিয়ে উন্নয়ন করে তাই ওদের কাছ থেকে আমাদের না শিখলেও হবে, আমাদের দেশে গাছ কেটে উন্নয়ন হয় না গাছ লাগিয়েও উন্নয়ণ হয় । এসব বেকার কমেন্ট না করে গিয়ে নিজে একটা গাছ লাগাও
Truth. Picturesque town Kandy with K. The huge tree with enormous trunk is a amazing. As Shibaji mentioned about Baobab trees in Africa. Just imagine how long these amazing trees have been here. Loved the video ❤
Dada sotti osadharon laglo video ta.. ager video gulo o daun..apnader 2 jon ke anek anek dhannobad, naturally amra Srilanka'r name sunechi ba jakhon Cricket khela hoy takhon stadium ba tar asey paser drissho dekhechi khelar majhe moddhe camera ghorale, kintu apnade video te amra bari bosei tour er anubhuti vison vhabe upolovdhi korte pari, mone hoy amrao achi apnade sathe... bangali hoye garbo hoy apnader dekhe... sotti apnara Nostalgia..Khub valo thakun, sustho thakun, apnara 🥰🥰🥰
Srilanka র সুন্দর দৃশ্যগুলো লেন্সবন্দী করে আমাদের জন্য পরিবেশন করছেন এর জন্য শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ। srilanka র cricket stadium গুলো কি frame বন্দী করেছেন ? ওগুলো দেখার অপেক্ষায় থাকলাম।
অপূর্ব এত সবুজের সমারোহ দেখে সত্যিই মুগ্ধ হলাম। শিবাজীবাবু আপনার একটা কথার সঙ্গে সহমত পোষণ করছি যে--গোটা শ্রীলঙ্কা দেশটাই বোটানিকাল গার্ডেন। আর একটা বিষয় আপনাদের Driver cum guide অজিত এর ব্যবহার সত্যিই মুগ্ধ করেছে ,আপনাদের মাধ্যমে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সকলের কুশল কামণা করি।
Shibajida/ Prithwida- The way you captured Kandy in such a candid way, is just marvellous. Whoever watching this series.. will get the feeling that Sri Lanka is green, clean and safe.
ক্যান্ডিতে আপনারা ব্রেকফাস্টে যেটা খেলেন সেটা আদপেই এক ধরণের নুডলস্ যা বিশ্বব্যাপী পরিচিত 'রাইস নুডলস্' হিসেবে। এটা চালকে ভাপিয়ে বানানো হয়; মূলতঃ মেশিনের সাহায্যে বানানো হয়। ভারতে, এমনকি কলকাতাতেও পাওয়া যায়। বেশ ভালোই খেতে তবে মূলতঃ বিভিন্ন ধরণের সসের সাথেই খেতে হয়।
অপূর্ব সুন্দরী এই ক্যান্ডি শহর, শ্রী লঙ্কার মুক্তো ও রত্ন পাথর সম্পর্কে জানালে খুব ভালো হয়।। আর অস্ট্রেলিয়া ট্রাভেল নিয়ে ভাবুন প্লীজ ওয়াইল্ডলাইফ অ্যানিমাল ভালই পাবেন 🙏🙏🙏🙏
Mr Shibaji+Mr Prthweejit>>Kandy Botanical Garden is very Wonderful & beautiful. Your word is right-"Whole Srilanka is a Botanical Garden". Cultural program is very nice to see. Thanks a lot. Bangladesh. 18/Nov/2023. BST 08.41pm.
তোমার দেখানো থাইল্যান্ড র থেকে অনেক বেশি সুন্দর এই শ্রীলংকা। বিশেষ করে ক্যান্ডি।
থাইল্যান্ডেও বহু কিছু দেখার আছে৷ বহু
দারচিনি গাছের আদি নিবাস শ্রীলঙ্কাতেই । দারচিনির পাতা দেখতে তেজপাতার মতো এবং এর গন্ধও কিছুটা তেজপাতার মতো !
বিক্রমপুর থেকে আপনার প্রতিটা ভিডিও দেখি দাদা ! 🇧🇩
As a Sri Lankan I would like to thank you for visiting Sri Lanka introducing our country to your people, as it is a great support for our tourism industry and the economy. As it looks you have many Indian and Bangladeshi subscribers, I hope that more Indians and Bangladeshis will visit SL after watching your videos.
For Indians it's now visa free and for Bangladeshis it's visa on arrival.
Love from West Bengal,India... Culturally India and Sri Lanka is connected very deeply... Historical evidence of Ramayan Is present in Sri Lanka...and my dreams that once I visit Sri Lanka...Jay Sri Ram...🙏🙏
@@TravelandFood It is believed Prince Vijaya and his escort came from western India. We, Sinhalese have Sanskrit roots because of this. If you get the language, I know how to speak Hindi because of this cultural link and even though I can't understand Bangla properly, I still can understand it into some extent.
@@Desertfox18 yes our roots are same...I saw that all Buddhist temple in Sri Lanka there is Hindu gods also worshipped...lord Vishnu,Ganesh statue are also there in Buddhist temples in Sri Lanka,that's why I told that culturally we are deeply connected...Sri Lanka also link with Ramayana, Sri Ram also visit Sri Lanka to Rescue his wife Mata Sita from King Ravana...king Ravana was also a great devotee of lord Shiva...We Indians love Sri Lanka..and in India we believe that lord Buddha was lord Vishnus avatar...
@@TravelandFoodno it's not true buddha is not an avatar of vishnu
It's only a myth not true
@@nimanthaathisvara6446 we know brother.our religion and culture is inclusive in nature. that's the way we show the respect towards others ❤️🙏🏻
কি সুন্দর ছিমছাম পরিষ্কার শহর। অনেক সবুজ চোখে পরলো। ঠিক ই বলেছেন চোখের আরাম আর মনের ও। এখনো পর্যন্ত শ্রীলঙ্কা যা দেখলাম তাতে করে এটা বোঝা যাচ্ছে যে দেশ টা শুধু যে সুন্দর তাই নয় বেশ পরিস্কার ও। বেশ ভালো লাগছে সিরিজটি।
অপূর্ব সুন্দর লাগছে শ্রীলঙ্কা সিরিজ।পুরো শ্রীলঙ্কা সবুজে সবুজ, এত সবুজ দেখে চোখ যে জুরিয়ে গেল।মনে হচ্ছে আমাদের রাজ্য যদি এত সুন্দর হত তাহলে খব ভালো হতো।
চায়নিজ বাশ আমরা বাংলাদেশী রাও প্রতিনিয়ত নিচ্ছি। যেদিন নেবার মত জায়গা থাকবে সেদিন হয়ত চৈতন্য হবে।
অপূর্ব ক্যান্ডি। অসাধারন।
পল্লব, ঢাকা থেকে।
আমাদের প্রতিবেশী দেশ এত সুন্দর ,পরিচ্ছন্ন..........mon প্রাণ ভোরে গেলো.......এত সবুজ......দুর্দান্ত আপনাদের প্রতি টা vlog
Kandy is known to us so far for the sake of cricket. I'm realising now that Kandy is literally a picturesque city with huge greenery, thanks a lot for presenting the wonderful spot.
মানিকজোড় এর এই ব্লগ টা ও দারুণ লাগলো !!! অপূর্ব প্রাকৃতিক দৃশ্য !! ক্যান্ডি লেক এর ভিউ দুর্দান্ত !! আর শ্রীলঙ্কা যে পুরো সবুজ রঙের কার্পেটে মুড়ে রাখা হয়েছে জানতামই না !! অপূর্ব !অপূর্ব দৃশ্য !
দাদা সত্যি কথা বলতে শ্রীলঙ্কার সিরিজের যতগুলো পর্ব দেখেছি সব জায়গা অপূর্ব ❤
কি সুন্দর শহর Candy......আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগল। ❤
পৃথিজিত দার সেচ্ছায় চাইনিজ বাঁশ ডায়ালগটি অসাধারণ লেগেছে। এই ডায়ালগ এর উপর ডক্টরেট করতে হবে পরবর্তী প্রজন্মের শ্রীলঙ্কার অর্থনীতির উপর।❤
😀🙏
Kandy is blessed place with sacred tooth relic of Buddha 😇🇱🇰✨
ভীষণ সুন্দর ক্যানডি শহর। সাজানো শহর। পরিস্কার ও পরিচ্ছন্ন। বেশ ভালো লাগলো।
অপূর্ব সুন্দর ক্যানডি।পরিচয় হয়েছিলো শ্রীলঙ্কার worldcup জয়ের বছরে।তখন ছোটো ছিলাম।তোমাদের চোখে আজ দেখলাম শহরটা।অসাধারণ।
Wow, Kandy look as quaint and pretty as it did when I visited in 2014. Loved Sri Lanka, and the cute blue train ride from Kandy to Ella was gorgeous, passing through tea gardens, misty hills. Sri Lanka is so clean and green. I wonder why we Indians aren't as clean as them, although North Eastern states, hill states, and southern states are much cleaner than the rest of the states. We can never be a world leader in spite of all our advancements, if our country is littered with trash,
Thanks , yes we are, the reason behind the cleaniness is our people attitude and education....thanks I also visited India for a Buddhist pilgrim covered uttar and madhya pradesh..+ Lumbini in Nepal.... Respect India for the gift of Buddhism..you missed that philosophy....
ভালো থেকো কনডি।রাবন রাজা একটি সুন্দর দেশ তৈরি করেছিলেন তার প্রমান পাওয়া গেল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
এতো সুন্দর একটি দেশ মন ভরে গেল, চোখ জুড়িয়ে গেল...শুধু সবুজ আর সবুজ ওপরে নীল নীল আকাশে সাদা মেঘের ভেলা ... নীল সমুদ্রমেখলা দিয়ে ঘেরা সুন্দরী দ্বীপ দেশ শ্রীলঙ্কা তার পরিচ্ছন্নতায় নির্জনতায় নির্মলতায় অনন্য .... সামগ্রিকভাবে দেশটার একটি সুন্দর পরিচয় পেলাম আপনাদের দেখানোর গুণে....অনেক ধন্যবাদ ❤️❤️❤️
এত সবুজ দেখে চোখের শান্তি হলো।আজকাল এই রকম প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া ভাগ্যের বিষয়।ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য।
মনেই হচ্ছে না এই কিছুদিন আগে এত অশান্তি ছিল। এতো সুন্দর শান্ত প্রকৃতির শ্রীলঙ্কা দেখে মন ভরে গেল।
অপূর্ব সুন্দর, রাস্তাঘাট কি পরিস্কার এবং কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ভীষণ ভালো লাগলো। বোটানিক্যাল গার্ডেন তো অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন 🙏।
I am a student with lots of stress in life . Thank you for ur videos . They entertain me and help me de-stress myself . Bhalo thakun dujonei ar video banate thakun amader jonno etai chai .
আগেও বলেছি আবার বলছি.. শ্রীলঙ্কা একদম আমাদের কেরালা... এমন কি খাওয়া দাওয়া ও এক...
দারুণ খুব সুন্দর ❤❤কোন দিন আমার যাওয়ার সুযোগ হয়তো হবে না তাতে ক্ষতি নেই । আপনাদের সৌভাগ্যে আমার শ্রীলংকা ভমন সম্পূর্ণ হলো ।❤❤অনেক ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ❤❤
ক্যান্ডি শহর দেখে অভিভূত হয়ে গেলাম। ছবিগুলো অপূর্ব হয়েছে। শিবাজী বাবু এত সুন্দর করে দেখিয়েছেন যে আমাদের আর গিয়ে দেখার প্রয়োজন নেই।
আপনাদের এই সিরিজটি দেখে শ্রীলঙ্কাকে নতুন ভাবে চিনলাম। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ❤। অনেক ধন্যবাদ 🙏🏼 এই ভাবেই এগিয়ে যান।
পরিস্কার পরিচ্ছন্ন মনোরম সুন্দর শ্রীলঙ্কার এই ক্যান্ডি শহর। লেক ও অন্যান্য কালচারাল বিষয়বস্তু শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আপনাদের এই প্রচেষ্টা সার্থক। খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সাথে একটা কথা জানাই, সেন্ট্রাল চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের বেসমেন্টে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমি 2009 এ আপনাদের সকালের চালের তৈরী সাদা সুতোর জালি খাবারটি সম্বর দিয়ে আমিও খেয়েছি। খুবই সুস্বাদু।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই
এত ভালো ভালো জায়গা আমাদের ঘুরে দেখানোর জন্য
আপনার সব সিরিজ আমি দেখেছি কিন্তু শ্রীলঙ্কা সিরিজটা আমার
খুব ভালো লাগলো ঔ জায়গার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে
আপনার উপস্থাপনা এক কথায়
অনবদ্য
বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রশ্ন করে ছিলেন দারুচিনি গাছের পাতাকে কি বলে?
তেজপাতা বলে।
শ্রীলঙ্কা সত্যিই অপরুপ সুন্দর একটা দেশ। এবং ট্যুরিজমকে কিভাবে বৃহৎ আয়ের উৎস বানাতে হয় তার পুরোটা শ্রীলঙ্কাকে দেখে আমাদের বাংলাদেশ ও ভারতের ট্যুরিজম অধিদপ্তরে মস্তিষ্কে অতিরিক্ত জৈব সার নিয়ে বসে থাকা লোকগুলোর শেখা উচিত।
Tourism amader largest source of income hok apni ki seta chan .Mane mathai ki ache ke Jane ha seta bolte paren je aro better kore aro income barano jai seta bolun
@@asitdey1974 আমি কী বলেছি আবার পড়ূন এবং বুঝে পড়ুন। আমার মাথায় সঠিক বিষয়টিই আছে, এজন্যই বলেছি।
তোমাদের চোখ দিয়ে শ্রী লঙ্কার ক্যান্ডি শহর দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম । জানিনা যেতে পারবো কিনা । অসাধারণ দেখালে। কিন্তু বুদ্ধ দেবার দাঁত তোমরা দেখলে কিনা জানতে পারলাম না। ❤️
দাদা প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে অনবদ্য অভিজ্ঞতা ❤👍
আরও একটি অপরূপ জায়গা ক্যান্ডির সঙ্গে পরিচয় হল আপনাদের জন্যে। এখানকার প্রত্যেকটা অঞ্চলের একটা স্নিগ্ধ সৌন্দর্য আছে। Cultural অনুষ্ঠানটির সংযোজন ভিডিওটিকে এক অন্য মাত্রা দিয়েছে। আসলে, Explorer Shibaji মানেই নতুন নতুন ভালো লাগার আবেশ। অনেক অভিনন্দন।
দারুণ সুন্দর ক্যান্ডি বোটানিক্যাল গার্ডেন, ক্যান্ডি লেক ও মন্দির। সব মিলিয়ে সবুজের সমারোহ। দেখে মনে আনন্দ, শান্তি দুইই পেলাম। শুভকামনা রইলো।
আমার চোখে ক্যানডি অসাধারণ লাগলো।অনেক সবুজ ক্যানডি।রাস্তা খুব পরিস্কার ।ক্যান্ডি লেক সত্যি আমার চোখে সময় কাটানোর সুন্দর একটা জায়গা ।মন্দির গাডেনস খুব ভালো লাগলো ।আপনাদের তুলে ধরা বিদেশ আমি ও ঘুরে দেখলাম যাওয়া তো সম্ভব হয়।বিদেশ ঘোরানোর জন্যই অনেক ধন্যবাদ।
অপূর্ব লাগলো ক্যান্ডি, আমি পড়েছিলাম ছবির মতো সুন্দর শহর। দারুচিনি গাছ দেখে খুব ভালো লাগলো আগে কখনো দেখিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন এর জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের শ্রী লংকা পর্ব গুলো যতই দেখছি মুগ্ধ হচ্ছি বলার আর অপেক্ষা রাখেনা এককথায় অনবদ্য!
ইজিপ্টে নাকি শ্রীলঙ্কা থেকে ১৫০০ খৃষ্ট পূর্বাব্দে যাওয়া দারচিনি পাওয়া গেছে। আরেক জায়গায় দেখলাম ২০০০ খৃষ্ট পূর্বাব্দ। অর্থাৎ এখন থেকে অন্তত ৩৫০০ - ৪০০০ হাজার আগেও তারা জ্ঞাত বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে মশলা বানিজ্য কত!!
You are absolutely correct.
Archilogist and historians have found Sri Lankan cinnamon inside the piramids of Egypt .
4000 years ago Arabs GREEKS, AND ITALIANS were trading with Sri Lanka. MANY HISTORICAL EVIDENCE WERE AVAILABLE
দুপুরের খাবারের পর খুব ঘুম পাচ্ছিলো। শিবাজী'দার ব্লগে ঢুকলাম,আর ঘুম টুটে গেল।❤
Amazingly awesome beauty of Kandy city has made me overwhelmingly impressed. Thanks a lot for capturing such celestial beauty.
সত্যি ছবির মত সুন্দর শহর ক্যানডি। গার্ডেন টা এককথায় অসাধারণ লেগেছে। explore shibaji পুরো ফাটিয়ে ভিডিও বানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা।
Really Srilanka and Bhutan are the best and first to be visited for nature's lovers as foreign countries within limited budgets.
Apnader uposthapona khub sundor,,,,,sibaji da khub sundor kore bolen,,r pritwijit da seta te olonkar jog koren,,,,ak kothy darun
Khub sundor Kandy shohor...
khub sundor ae vlog....
Next vlog er opekkhay roilam.
আপনার ব্লগ ভীষণভাবে উপভোগ করি। এত তথ্যবহুল বর্ণনা ও প্রতিচ্ছবি দেখে শুনে একাত্ম হয়ে যাই। মনে হয় আমিও আপনাদের সফরের একজন সাথী। একটি অনুরোধ করছি, কিছু মনে করবেন না। আপনি খাওয়ার সময়একটু সজাগ থাকেন। শব্দ করে খাওয়াটা ভীষণভাবে কানে লাগে। না বলে থাকতে পারলাম না, মাপ করবেন
আমি একজন বয়স্ক ব্যক্তি। সারাদিন অবসর, কিন্তু শিবাজী বাবুর ভিডিও দেখে সেই অবসর কোথায় কেটে যায় বুঝতেই পারিনা। ভবন খুব ভালো লাগে আর ভালো লাগে শিবাজী বাবু এবং পৃথ্বী বাবুর কথোপকথন।
দাঁতের ছবি তোলা কি নিষিদ্ধ ?
কারণ বুদ্ধদেবের দাঁত দেখা গেল না।
তবুও শ্রীলংকা এবং ক্যান্ডি অপূর্ব ।
Darun lagche khub shundor 😍😍
Shathe "ayurvedic khocha"ekta duto na hole mone hoi ashompurno theke gelo 😅😅❤❤
দাদা আপনাদের জন্য সব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারছি আমরা, মাঝে মাঝে পৃথ্বী দার গান হলে জীবন টা আরও সুন্দর হয়ে যায়। আপনাদের জন্য শুভকামনা রইল।😢
পাবলিক যদি সত্যিই interested না থাকে নৌকা চড়তে, সেই থেকেই বোঝা যায় এই দেশটা কেন এত সুন্দর।
আপনাদের চোখ দিয়ে দেখানো ক্যান্ডি শহর খুবই সবুজ গাছ গাছালি তে ভর্তি ও পরিষ্কার আপনাদের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখতে খুবই ভালো লাগলো আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ ।
Thank you very much for introducing my little island Sri Lanka to the world.Love from Sri Lanka 🇱🇰❤️
অনবদ্য লাগছে সবুজ শ্রীলঙ্কা 💚💚
যেমন মিষ্টি নাম candy temon misti শহর। দারচিনি পাতার বাংলায় আলাদা কোনো নাম আছে কিনা জানিনা। অনেকেই তেজপাতা কে দারচিনি গাছের পাতা মনে করে। যেটা একদম ভুল। দুটো আলাদা গাছ। আর চাইনিজ বাঁশ ব্যাপারটা অনবদ্য ছিল। অনেক ধন্যবাদ আপনাদের এরকম একটা দেশ দেখানোর জন্য।
Nope Bay Leaves are completely different from cinnamon leaces although they look same. The leaves of the Mediterranean native bay laurel tree comes the spice known as bay leaf. They smell and taste very different.
Watching New cultural, new food are very beautiful as well as interesting. Thank you both of our beloved Shibaji da and Prithwijit da, stay blessed and stay happy always. ❤
Kandy is a historic city in Sri Lanka. You have captured its beauty and culture very well. I learned a lot about Kandy from your video. Thank you very much
খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন শহর ক্যান্ডি। Home Stayটাও খুব সুন্দর। তবে একটা অবাক লাগলো যে এরা মন্দির দেখাতেও পয়সা নিচ্ছে এবং এইভাবে প্রচুর বিদেশী মুদ্রা অজ'ন করছে। আমরাও যদি এইরকম ভাবে বেলুর, কালিঘাট মন্দির দেখাতে পয়সা নিতাম তাহলে ভেবে দেখুন কত অথ'উপায় হত।
"It's not just a temple, my friend; it's an integral part of our Former Kandyan Royal Palace where the revered tooth relic resides. While it's commonly known as the 'Temple of the Tooth' in English, to us, it's the Former Kandyan Royal Palace. In our native language, we refer to it as 'maligawa,' signifying 'the palace.' Unlike traditional temples in our country where monks reside, this site doesn't house monks. In Kandy, there are primarily two temples that entrance is free." en.wikipedia.org/wiki/Royal_Palace_Complex_of_Kandy
ভীষণ সুন্দর ক্যানডি শহর। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে।। ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
একবার ঘুরে আসো বন্দনা আমি বাবলু দমদম এয়ারপোর্ট থেকে বলছি
আমি বাংলাদেশ থেকে বলছি। ধন্যবাদ শিবু দা ও পৃথিজিত দা ।আমরা আপনার অনেক বড় ফ্যান। আপনাদের ভিডিও গুলো অসাধারন।
Khub sundor laglo Candy Cricket dekhte giye Candy te khrla hoyeche dekhechi..Aj city ta dekhlum. Mon bhore galo.Take care.
ছবির মতো সুন্দর শহর ক্যান্ডি...অপূর্ব, সবুজের সমাহার..বোটানিক্যাল গার্ডেন অনবদ্য..খুব সুন্দর লাগলো এই ভিডিও..অনেক ধন্যবাদ আপনাদের..
খুব ভালো থাকবেন❤❤❤❤
খুব সুন্দর। মন ভরে গেল। আপনাদের উপস্থাপনা দেখে, এবং জায়গা দেখে।
দারুণ কথার আদি অর্থ - কাঠ ; তার থেকেই দারুচিনি কথাটি বলা হয়।অর্থাৎ যে কাঠ মিষ্টি।
আমাদের দেশে গাছ কেটে উন্নয়ন হয় আর ওখানে গাছ লাগিয়ে উন্নয়ন করা হয়েছে । এর থেকেও যদি আমাদের একটু শিক্ষা হয় !
ভাই শ্রীলংকা আমাদের দেওয়া অর্থ নিয়ে উন্নয়ন করে তাই ওদের কাছ থেকে আমাদের না শিখলেও হবে, আমাদের দেশে গাছ কেটে উন্নয়ন হয় না গাছ লাগিয়েও উন্নয়ণ হয় । এসব বেকার কমেন্ট না করে গিয়ে নিজে একটা গাছ লাগাও
Very vice thinking , i have seen india in google map its all becoming brown
Candy Cricket Stadium ............in which Sourav and his team played most of time and Sourav ganguly also describes CANDY is beautiful city..
Truth. Picturesque town Kandy with K.
The huge tree with enormous trunk is a amazing. As Shibaji mentioned about Baobab trees in Africa. Just imagine how long these amazing trees have been here. Loved the video ❤
we have a bio bab tree in srilanka in delft island
R Kandy durdanto shundor ekdm poriskar shundor bristiveja ekta town... R tomader vlogging niye notun kore kichu bolar nei ek kothay onobodyo
Dada sotti osadharon laglo video ta.. ager video gulo o daun..apnader 2 jon ke anek anek dhannobad, naturally amra Srilanka'r name sunechi ba jakhon Cricket khela hoy takhon stadium ba tar asey paser drissho dekhechi khelar majhe moddhe camera ghorale, kintu apnade video te amra bari bosei tour er anubhuti vison vhabe upolovdhi korte pari, mone hoy amrao achi apnade sathe... bangali hoye garbo hoy apnader dekhe... sotti apnara Nostalgia..Khub valo thakun, sustho thakun, apnara 🥰🥰🥰
শ্রী লঙ্কা সিরিজ যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, শ্রী লঙ্কা সম্পর্কে অনেক কিছু জানছি। অধির আগ্রহে পরের এপিসোড এর অপেক্ষায় রইলাম
Kandy was a real cute candy for all travellers. Looking forward for more of such treats ❤
শ্রীলঙ্কা ভ্রমণ আজ পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে। এ রকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে। ❤ (বাংলাদেশ থেকে)
একটাই কথা দারুন দারুন দারুন সুন্দর যেন ছবির মতো । Thank you দাদারা ।
পাহাড় ঘেরা সুন্দর শহর ... অপূর্ব সুন্দর লাগলো... 👌👌👌
মনে হয় তেজপাতা বলে। ❤❤❤❤ Thanks for visit Srilanka to us ❤❤❤❤love you sir ❤God bless you ❤এভাবেই আমাদের নতুন নতুন শহর দেখানোর আবেদন রইল ❤❤❤❤❤
Darun videogulo! Odhir opekkhay boshe thaki notun episode er jonno. R apnar r Prithwi dar dress duto kintu durdanto! 😂
Asadharon video...Fata fati presentation..Best channel...thank you so much Shibaji da r Prithi da..❤❤onek bhalobasa tomader jonno..
Srilanka র সুন্দর দৃশ্যগুলো লেন্সবন্দী করে আমাদের জন্য পরিবেশন করছেন এর জন্য শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ। srilanka র cricket stadium গুলো কি frame বন্দী করেছেন ? ওগুলো দেখার অপেক্ষায় থাকলাম।
Kandy lake er drone shot dekhe mone holo jaygata French Rivera theke kono ongshe kom noi. Khub neat and clean city.
I never thought srilanka is so beautiful😊❤, thanks dada for your nice vlogs👌😊❤kanndy beautiful views.
অপূর্ব এত সবুজের সমারোহ দেখে সত্যিই মুগ্ধ হলাম। শিবাজীবাবু আপনার একটা কথার সঙ্গে সহমত পোষণ করছি যে--গোটা শ্রীলঙ্কা দেশটাই বোটানিকাল গার্ডেন।
আর একটা বিষয় আপনাদের Driver cum guide অজিত এর ব্যবহার সত্যিই মুগ্ধ করেছে ,আপনাদের মাধ্যমে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
সকলের কুশল কামণা করি।
2018 তে আমি এই kandy তে গেছিলাম। খুব সুন্দর kandy.
MESMERISED WITH SRILANKA BEAUTY.HOPE TO VISIT SOON.LOVE FROM ASSAM❤
Shibajida/ Prithwida- The way you captured Kandy in such a candid way, is just marvellous.
Whoever watching this series.. will get the feeling that Sri Lanka is green, clean and safe.
Ami 2018 e gechilam Srilanka... apurbo legechilo...ekhon apnader Srilanka r blog dekhe sab mone pore jacche...darun lagche....
ক্যান্ডিতে আপনারা ব্রেকফাস্টে যেটা খেলেন সেটা আদপেই এক ধরণের নুডলস্ যা বিশ্বব্যাপী পরিচিত 'রাইস নুডলস্' হিসেবে। এটা চালকে ভাপিয়ে বানানো হয়; মূলতঃ মেশিনের সাহায্যে বানানো হয়। ভারতে, এমনকি কলকাতাতেও পাওয়া যায়। বেশ ভালোই খেতে তবে মূলতঃ বিভিন্ন ধরণের সসের সাথেই খেতে হয়।
অপূর্ব সুন্দরী এই ক্যান্ডি শহর, শ্রী লঙ্কার মুক্তো ও রত্ন পাথর সম্পর্কে জানালে খুব ভালো হয়।। আর অস্ট্রেলিয়া ট্রাভেল নিয়ে ভাবুন প্লীজ ওয়াইল্ডলাইফ অ্যানিমাল ভালই পাবেন 🙏🙏🙏🙏
Thanks for visiting my beautiful country ❤❤ Lots of love from srilanka 🇱🇰 🇱🇰
তেজপাতা ই বলে মোটামুটি। কিন্তু অসাধারণ সুন্দর লাগলো সব কিছু। ❤❤ হিন্দি চুপকে চুপকে সিনেমা র কথা মনে পড়ে গেল বোটানিক্যাল কথা তে।
Areeey Baah Daroon Daroon 👌❤️❤️ Amazing Vlog 👌❤️ Excellent Episode 👌🔥Sotti Bhisoon Sundor Kandy mon bhorey galo dekhe 😍😍 ekdom porishkar porichhono , sathe Soundorjo Apuurbo ❤️Durdanto Upobhog korlam Ebong porer golper Opekkhay Thaklam..Keep it up ❤️❤️❤️❤️
দারুণ স্নিগ্ধ ও ছবির মতো শহর 👌🏼 বেশ ভালো লাগলো ঘুরে বেড়িয়ে 🙋🏻♀️
অসাধারণ লাগলো ক্যান্ডি। এর রূপ মন মুগ্ধকর। ক্যান্ডি লেক, সংলগ্ন টুথরেলিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন সত্যি সুন্দর। আর আবারো বলতেই হবে পৃথ্বিজিতদা আপনাকে 🙏 আয়ুর্বেদিক খোঁচা দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদারা ❤️🙏
Back To Back...2to Episode... Onoboddo Dada...Mon Bhore Gelo ❤❤❤
অসাধারণ দেখলাম, যাবার ইচ্ছে রইল, ধন্যবাদ আপনাদের ।
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে *তেজপাতা* ।
বোটানিক্যাল গার্ডেনে দৃষ্টি আকর্ষণ করল পাম ,দারুছিনি আর বেঞ্জামিন গাছ ....এই গাছের কাণ্ড এমনভাবে এদিক ওদিক ছড়িয়েছে যে দেখে অনেকটা Octopus এর মতো লাগছিল ....দারুণ !!👌
শ্রীলঙ্কার প্রকৃতি খুব সুন্দর সবুজে ঘেরা❤❤
শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারাকে বেশ ভালো লাগে, আমার খুব পছন্দের ক্রিকেটার।
Darun darun darun laglo Shibaji babu. Next episode er jonyo wait korchi.
R daruchini gach er pata k ki bole bolben plz.
অসাধারণ উদ্যম আপনাদের। এই মানসিকতা অনেককেই উৎসাহিত করবে ... ভালো থাকুন...সঙ্গে আছি
দারুচিনি = 'গরম মশলা' 'র অন্যতম অংশ...
অসম্ভব সুন্দর লাগছে এই সিরিজ টা।আর আপনাদের দুজনকেই আর কি বলব।
অসাধারণ।
Sotti srilanka j ato sundor ato apurbo vaba na dakla onakai vabtai prto na.. apurbo sundor ai Blog ta ❤
Mr Shibaji+Mr Prthweejit>>Kandy Botanical Garden is very Wonderful & beautiful. Your word is right-"Whole Srilanka is a Botanical Garden". Cultural program is very nice to see. Thanks a lot. Bangladesh. 18/Nov/2023. BST 08.41pm.
মায়াবী শ্রীলঙ্কা আপনার মোহময়ী চোখে এক অনন্য অভিজ্ঞতা।
অসাধারণ, অপূর্ব ,অনবদ্য সুন্দর এই শহর।
অনেক ধন্যবাদ। 😊