নমস্কার বন্ধুরা, নতুন বছরে ইতিহাস কে নতুন করে খোঁজার চেষ্টা করলাম, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ ভিডিও ভালো না লাগলে আমাকে আবার কারো বংশধর বানিয়ে দেবেন না কারণ আমি সিরাজুদ্দৌলা বা মীরজাফর কারোরই বংশধর নই। ইতিহাস প্রেমী একজন সাদামাটা নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন মানুষ, নতুন নতুন ইতিহাস খুঁজে চলেছি আর যা পাচ্ছি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ভালো থাকবেন সবাই।
মানস দা মুর্শিদাবাদে গেলে আমি ওখান কার গন্ধ ও ওখানকার আমার অনেক কিছু খুঁজে পাই মানস দা আমি সত্যি বলছি মানস দা.আমি হয়তো কিছু ছিলাম সেই সময়ে.আমি আপনার ভিডিও দেখলেই দিশাহারা হয়ে যাই সত্যি বলছি আমার মন থেকে মানস দা. 🙏🙏
অসাধারণ. আগের ভিডিওতে করা প্রশ্নের উত্তর অনেকটাই পেয়েছি. অসংখ্য ধন্যবাদ. আপনার ভিডিও যতই দেখছি আপনার প্রতি মুগ্ধতা ততই বেড়ে যাচ্ছে. এমন নিরপেক্ষ বিশ্লেষণ এ মুর্শিদাবাদের ইতিহাস কে নতুন করে জানতে পারছি.
@@captainjacksparrow9504 মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। নবাব সরফরাজ খাঁ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তাঁর প্রতি অবহেলার কথাই মানস বাবু উল্লেখ করেছেন।
দাদা মুর্শিদাবাদ নিয়ে আপনার সবগুলো পর্ব দেখছি একটার পর একটা। নতুন নতুন চিন্তার খোরাক পাচ্ছি। আসলেই ইতিহাসে অনেক কিছু ঠিকমত চিত্রিত করা হয়নি। যেমন নবাব সিরাজদ্দউলার নারী প্রিতি ও বড়দের অসম্মান করার ইতিহাস আমরা খুব কমই জানি। আবার মীর জাফরের যে দিকটা আপনি তুলে ধরলেন তাও কিন্তু ইতিহাসে নেই। ভালো লাগছে আপনার সবগুলো পর্ব। মনে হচ্ছে আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি মুর্শিদাবাদ। ইচ্ছা আছে এই জায়গা ঘুরে দেখার। ঢাকা থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি।
Dada, Im from Dhaka. I have been seeing yr vdos & episodes on downfall of the Rulers If Murshidabad . There are many quizzes used to pop up in my mind about the defeat of Shiraj in Palashi. My questions were why Shiraj was disliked by the old & eminent mmbrs of his royal cabinet, why army generals like Mirjafar, Yar Latif, Ray Ballav & others betrayed him. Why he failed to gain confidence of his ministers & army generals , he probably failed to earn the respect & love of mass people, Even his relations were proved to b playing against him through out, Raja Krishna Chandra Ray of Krishna Nagar who was educated , also planned to go against him. You are right , may b Mirjafar didn think of the consequences that Bangla wud b ruled by the British for his betray in palashi. He only thought of the power . He was short sighted guy. U r right battle was the only way to decide who shud b in the power. Instead of joining hands with British they cud make ally with Patna or other forces to come to power. We have love & respect for Shiraj bcoz he didn compromise or bowdown to British to sell his mother land & remain as a puppet Nawab. This is why he is a hero & Mirjafar is a betrayer to Undivided Bangla . One thing I ponder , Shiraj used to decide many things on whims instead of being diplomatic & cool. Dada, I got many answers of my queries from this vdo. B happy. B safe & we look forward for many more informative vdos in future.
you realized the puzzle very well, I also felt few puzzle and after studying many negative and positive info about siraj. I found many issue which made me very surprise.
বিশ্বাস করার কথা দিয়ে কথা না রাখাই বিশ্বাস ঘাতকতা।এটা মির জাফর করুক আর আলিবর্দি করুক। বরং এখানে আগের সবাই কেও মিরজাফের বড় ভাই বলা চলে। শেষে একটা কথা বলা যায় ভিন্ন মত দিতে গিয়ে আবোলতাবোল না বলাই ভালো।
I read in the book History of the Armenian in India, published in Moscow, that Siraj invaded the house of Jagat Seth and raped every woman of the house. To take revenge Jagat Seth and Artun Petreus ,the Armenian businessman of Chinsurah and Calcutta, gave Rs 2 lakhs to Robert Clive to bring soldiers from Madras to defeat Siraj. They also talked to the Amirs of Siraj and decided that Mir Jafar should be the new Subedar of Bengal replacing Siraj.
খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও তথ্যসম্বলিত এই ভিডিও। ভালো লাগলো। একদম শেষে যেটা বললেন সেটার সঙ্গে আমিও একমত। ইংরেজ বাদে অন্য কোনো রাজনৈতিক শক্তির সাথে মীরজাফর যদি ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ করতো তাহলে হয়তো এভাবে তাকে যুগের পর যুগ ধরে ঘৃণার পাত্র হয়ে থাকতে হতো না।
Thanks for your unknown information I hate British till today as they are very gready till today Mirjafor should not take revenge in thate way what do you think Mirjafor was a good man?
what a bullshit explanation? Other kings were exchanged but they are all from Bangla. They did not do conspiracy to handover Bangla to British or Frence. They were all from Bangla. In case of Mir Zafor the power was given to British East India company. The country was literally under British control.
নবাবি আমলের বাংলার ইতিহাস জানতে ইতিহাসবিদরা সেই সময়ের ফার্সি ভাষায় রচিত বই গুলোর উপর নির্ভর করেন। এমনই কয়েকটা বই : 1.সৈয়দ গোলাম হোসেন খান তবতবায়ি রচিত "সিয়ার উল মুতাক্ষরীণ" । 2.গোলাম হোসেন সলিম রচিত "রিয়াজ উস সালাতিন"। 3. ইউসুফ আলী খান রচিত "তারিখ ই বাঙ্গালা - মহাবত জঙী"। 4. আজাদ আল হোসায়নি রচিত "নওবাহার ই মুর্শিদকুলি খানি" । 5.মুনশি সলিম উল্লাহ রচিত "তারিখ ই বাঙ্গালাহ্" বই গুলি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য : 1."সিয়ার উল মুতাক্ষরীণ" : বইটির নামের অর্থ হল "আধুনিক কালের প্রতি দৃষ্টিপাত"। সম্ভবত 1780 সালে বইটির রচনা শুরু হয়, বইটিতে 1707 সাল থেকে মোঘল সাম্রাজ্য এবং বাংলা, বিহার এবং উড়িষ্যা সহ বেশ কয়েকটি প্রদেশের বিস্তারিত ইতিহাস এই বইটিতে আছে।বইটির চার খণ্ডে কয়েক হাজার পৃষ্টা।এম.রেমন্ড নামের একজন ফার্সি পণ্ডিত হাজী মোস্তাফা ছদ্মনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। লেখক ছিলেন সম্ভ্রান্ত সৈয়দ বংশীয়, উনার পিতা হেদায়েত আলী খান এর সাথে নবাব আলিবর্দী খানের ভগিনীর কন্যার সাথে বিবাহ হয়েছিল। 2.রিয়াজ উস সালাতিন:1787-1788 সালে রচিত বইটির নামের অর্থ "সুলতানদের উদ্যান সমূহ"। গোলাম হোসেন সলিম জইদপুরী এই বই এ মোহাম্মদ বখতিয়ার খলজীর বঙ্গ বিজয় থেকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের শুরু পর্যন্ত বর্ণনা করেছেন। বইটিতে কিছু তথ্য ভুল আছে। কিছু গবেষক এর ধারণা মুনশি সলিমউল্লাহ রচিত "তারিখ ই বাঙ্গালাহ" বই থেকে তথ্য সংগ্রহ করে বইটির এক অংশ লেখা হয়েছে। 3. তারিখ ই বাঙ্গালা - মহাবত জঙী:1764 সালে রচিত এই বইটির লেখক ইউসুফ আলী খান ছিলেন নবাব সরফরাজ খানের জামাতা এবং পরবর্তী কালে নবাব আলিবর্দী খানের ঘনিষ্ঠ, লেখকের পিতা গোলাম আলী খান ছিলেন নবাব আলিবর্দী খানের ঘনিষ্ঠতম বন্ধু তথা সেনাপতি।1764 সালে রচিত বইটি 32 টি অধ্যায়ে বিভক্ত। নবাব আলিবর্দী খান(মহাবত জঙ) কে কেন্দ্রবিন্দুতে রেখে বইটি রচিত। 4. নওবাহার ই মুর্শিদকুলী খানি: সম্ভবত 1729 সালে রচিত এই বইটিতে মীর হাবিব এবং আগা সাদেক কর্তৃক ত্রিপুরা রাজ্য অভিযানের ইতিহাস পাওয়া যায়। বইটি অত্যন্ত ছোট। স্যার যদুনাথ সরকার বইটি ইংরেজিতে অনুবাদ করেন,সেটি আট পৃষ্টায় মুদ্রিত হয়েছে। 5. তারিখ ই বাঙ্গালাহ্ : বাংলার সুবেদার ইব্রাহিম খানের সময়(1689) থেকে নবাব আলিবর্দী খানের সময়(1756) পর্যন্ত বাংলার সংক্ষিপ্ত কিন্তু নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ বইটির লেখক মুনশি সলিমউল্লাহ। বইটি ইংরেজি ও বাংলায় অনুবাদ করা হয়েছে। এই বই গুলো ছাড়াও সমসাময়িক যত ফার্সি ভাষার বই আছে কোন বই এ সিরাজের সম্পর্কে সেভাবে কোন ইতিবাচক কথার উল্লেখ নেই। সমসাময়িক কোন বই এ বলেনি সিরাজ প্রজাদের উপকার করতেন।উল্টে প্রায় সব বই এ উনার সম্পর্কে নেতিবাচক কথার উল্লেখ আছে। দুই একটা বই এ এমনও লেখা আছে যে উনি ফেরি ঘাটের যাত্রী বোঝাই নৌকা ঘুচিয়ে মানুষের ডুবে যাওয়া দেখে আনন্দ করতেন। এগুলো আমার কথা নয়, উপরের বই গুলোর কথা, বই গুলোর ইংরেজি অনুবাদ আপনি নেট এ পেয়ে যাবেন, পড়ে দেখতে পারেন।
Your view bears some truth, but still not free from doubts. Your stand for Mir Jafar and Jagat Seth on some excuse cannot be given clean chit. While judging historical events in the light of contexts, Mir Jafar and Jagat Seth stood in the opposite side i.e.., conspirators' side which is regarded as treason. We must consider who is linked to whom, who conspired against whom and its consequent historical outcome within the boundary or geography of a region must be considered before assessing an event. We should understand the main enemy concept.
Occupation by more powerful, scientifically and technologically advanced country is natural in history for advancement of civilization and knowledge. Roman Britain, comprising almost the whole of England and Wales and, for a short period, southern Scotland, was the area of the island of Great Britain that was governed by the Roman Empire, from 43 to 410 AD. It made Great Britain so powerful to rule half of the world, culturally and technologically. Without the rule of British, I doubt , whether united India in the present form would be possible.
Only reason Mir Jafar is called traitor because he conspired with a FOREIGN enemy. Mir Jafar was a good soldier, but he was illeterate, corrupt and ignorant (he believed that British would leave india with departure of Clive). Sirajudowla was just a boy at the time of Alibordi Khan's death. Conflict with Sirajudowla started when Mir Jafar usurped the money meant for salary of soldiers (only 10% soldiers were paid in full). Public became angry at Mir Jafar after entire family of Siraj was killed (Clive saved life of Lutfunnesa) /and confiscated their properties.
Khubi niropekkho vabe bolechen.... Ami Mirzafar er swapokkhe konodin kono video dekhini..ek torpha shune esechi Je Mirzafar Bissasghatak...kintu sob kichur pichone Karon to thake obossoi
নমস্কার বন্ধুরা, নতুন বছরে ইতিহাস কে নতুন করে খোঁজার চেষ্টা করলাম, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ ভিডিও ভালো না লাগলে আমাকে আবার কারো বংশধর বানিয়ে দেবেন না কারণ আমি সিরাজুদ্দৌলা বা মীরজাফর কারোরই বংশধর নই। ইতিহাস প্রেমী একজন সাদামাটা নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন মানুষ, নতুন নতুন ইতিহাস খুঁজে চলেছি আর যা পাচ্ছি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ভালো থাকবেন সবাই।
নতুন বছরের শুভকামনা মানস দা
Darun laglo sune...
মোহাম্মদী বেগের সমাধি কোয়ায় ?
Khub vlo video r khub sundor eakta video onneak Kichu Jana galo mirjafar keea neayea r banglar history keea neayea
Aapnar keu hater nei, e byapare amra subscriber ra khub confident..
Khub shundor....🙏 valo lglo....ojana kotha jananur jonyo....juktipurno kotha...
দাদা , আমি ঢাকা থেকে বলছি । আপনার নিরপেক্ষ বিশ্লেষণধর্মী ইতিহাসসমৃদ্ধ আলোচনাগূলো শুনে শুনে সত্যিই আপনার ভক্ত হয়ে গেছি।
আপনার পরিশ্রম সার্থক হোক, সেই কামনা করি ।
নমস্কার দাদা , আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছা । কিভাবে সম্ভব ?
মানস দাদার যুক্তি গ্রহণ করা যায় অশেষ ধন্যবাদ।
আমার এই ব্যাপারে কিছু চর্চার সুবাদে বুঝতে পারি আপনার লেখা বেশ মনোগ্রাহী ও সঠিক তথ্য সমৃদ্ধ।খুব ভালো প্রয়াস।
মানস বাবু আপনি সত্যি একজন ইতিহাস প্রেমিক আপনার জবাব নেই। আপনি নুতন বছরে পুরানো ইতিহাস নুতন করে তুলে ধরলেন ধন্যবাদ।
Darun korechen video ta.khub khub bhalo laglo.
Darun laglo video ta, stti darun information
মানসবাবু আপনাকে জানাই প্রণাম ও নতুন বছরের শুভেচ্ছা । আপনার এই প্রয়াস সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে । এগিয়ে চলুন ।
asadharon..
মানস দা মুর্শিদাবাদে গেলে আমি ওখান কার গন্ধ ও ওখানকার আমার অনেক কিছু খুঁজে পাই মানস দা আমি সত্যি বলছি মানস দা.আমি হয়তো কিছু ছিলাম সেই সময়ে.আমি আপনার ভিডিও দেখলেই দিশাহারা হয়ে যাই সত্যি বলছি আমার মন থেকে মানস দা. 🙏🙏
দ্যাখো ভেবে কি ছিলে?
খুব ভালো লাগল দাদা । মির্জফর সম্পর্কে আর সিরাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম।
অসাধারণ. আগের ভিডিওতে করা প্রশ্নের উত্তর অনেকটাই পেয়েছি. অসংখ্য ধন্যবাদ. আপনার ভিডিও যতই দেখছি আপনার প্রতি মুগ্ধতা ততই বেড়ে যাচ্ছে. এমন নিরপেক্ষ বিশ্লেষণ এ মুর্শিদাবাদের ইতিহাস কে নতুন করে জানতে পারছি.
খুব ভাল লাগল মানস বাবু। একেবারে নিরপেক্ষ ভাবে আপনি সবকিছু প্রস্তুত করেছেন, নতুন অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ।
Khub valo laglo video ta .. aro jante cai
ভীষন ভালো লাগলো। শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন 🙏🌷🗓
অসাধারন লাগলো.....আপনার তথথো গুলো
দাদা কাসিম বাজার রাজ স্টেটের ওপর একটা ভিডিও বানান
হবে।
ভিডিও টি আমার খুব ভালো লাগলো ধন্যবাদ
Valo laglo..ojana kotha janalen.. Dhonnybad
Watching your videos (almost 10 so far) from Toronto. Your videos are very captivating. Thanks 👍
সুচিন্তিত এবং সঠিক বিশ্লেষণ। খুব ভাল লাগল।
আপনার এই ইতিহাসের গল্পের অনেক কথা জানতে পারলাম ধন্যবাদ আপনাকে আরো অনেক খবর আমাদের জানান
Darun
অসাধারণ লেগেছে মানস বাবু, ইতিহাস কে এতো নিরপেক্ষ ভাবে ব্যাখ্যা আগে কখনো শুনিনি, খুব ভালো লাগলো, নতুন বছরের শুভেচ্ছা রইলো।
@@captainjacksparrow9504 মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। নবাব সরফরাজ খাঁ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তাঁর প্রতি অবহেলার কথাই মানস বাবু উল্লেখ করেছেন।
একদম ঠিক যুক্তি আপনার ।আপনার ১৬ মিনিট এর ভিডিও থামিয়ে থামিয়ে আমার বুঝতে ৩৫ মিনিট সময় লেগেছে ।আপনার ভিডিও যত দেখছি ততো জানান আগ্রহ বেড়ে যাচ্ছে ।☺
Asadharon historical knowledge 👍
একদম সহমত আপনার সাথে। আপনার যুক্তি একদম ঠিক। 🙏
Sensible and reasonable...Manas babu, extremely well researched work.
দাদা মুর্শিদাবাদ নিয়ে আপনার সবগুলো পর্ব দেখছি একটার পর একটা। নতুন নতুন চিন্তার খোরাক পাচ্ছি। আসলেই ইতিহাসে অনেক কিছু ঠিকমত চিত্রিত করা হয়নি। যেমন নবাব সিরাজদ্দউলার নারী প্রিতি ও বড়দের অসম্মান করার ইতিহাস আমরা খুব কমই জানি। আবার মীর জাফরের যে দিকটা আপনি তুলে ধরলেন তাও কিন্তু ইতিহাসে নেই। ভালো লাগছে আপনার সবগুলো পর্ব। মনে হচ্ছে আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি মুর্শিদাবাদ। ইচ্ছা আছে এই জায়গা ঘুরে দেখার। ঢাকা থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি।
দাদা আপনার ভিডিও সবসময় দেখি, তবে আজকেরটা অনেক বেশি ভালো লাগলো। নতুন অনেক কিছু জানতে পারলাম।
Dada, Im from Dhaka. I have been seeing yr vdos & episodes on downfall of the Rulers If Murshidabad . There are many quizzes used to pop up in my mind about the defeat of Shiraj in Palashi. My questions were why Shiraj was disliked by the old & eminent mmbrs of his royal cabinet, why army generals like Mirjafar, Yar Latif, Ray Ballav & others betrayed him. Why he failed to gain confidence of his ministers & army generals , he probably failed to earn the respect & love of mass people, Even his relations were proved to b playing against him through out, Raja Krishna Chandra Ray of Krishna Nagar who was educated , also planned to go against him. You are right , may b Mirjafar didn think of the consequences that Bangla wud b ruled by the British for his betray in palashi. He only thought of the power . He was short sighted guy. U r right battle was the only way to decide who shud b in the power. Instead of joining hands with British they cud make ally with Patna or other forces to come to power. We have love & respect for Shiraj bcoz he didn compromise or bowdown to British to sell his mother land & remain as a puppet Nawab. This is why he is a hero & Mirjafar is a betrayer to Undivided Bangla . One thing I ponder , Shiraj used to decide many things on whims instead of being diplomatic & cool. Dada, I got many answers of my queries from this vdo. B happy. B safe & we look forward for many more informative vdos in future.
you realized the puzzle very well, I also felt few puzzle and after studying many negative and positive info about siraj. I found many issue which made me very surprise.
well d one manasda for your authontic historIcal clarification
Nabo borsher shubhechchha janai, khub bhalo laglo video, aro janar ashay thakbo,osesh dhonnyobad
আমাকে ভালো লেগেছে।
Anek sundor bhabe bujalen
চমৎকার বিশ্লেষণ
খুব ভাল লাগলো।
বিসসাস ঘাতক কে বিসসাস ঘাতকই বলতে হবে।
আপনার মাধ্যমে সঠিক ইতিহাস জেনে ভাল লাগল।
Manas dada. Nawab family alive in Dhaka on what side of Nawab Sirajullah.
Please show details
সিরাজ উদ্ দৌলার বংশধর নিয়ে যে ভিডিওটা আছে তাতে বলেছি।
Khub bhalo laglo,thik kotha ei ingrej der haate desh chole jawar por amra ek hoye bharater swadhinta cheyechhi, nahole agey toh sobai eke oporer rajyo niyei juddho kortam, aaj prothom Mir Zafar ke ektu holeyo manush hishabe bhablam nahole je nijer jonyo deshke bikri kore dei se ghrinito hishabei gonyo hoye! Dada khub bhalo laglo, aro historical facts dekhte aar jante chai,ashole probashi kintu banglar itihash janar ichha rakhi!
অবশ্যই মানস এক গুণী বিশ্লেষক,
ইতিাস বিশ্লেষণে ধার তাঁর নখ।
সে নখের আঁচড়ে তন্নতন্ন ইতিহাস,
উদ্ভাসিত ইতিহাসের আঁশ পর আঁশ।
আলিবর্দি কেন নয় ঘাতক বেঈমান,
মীর্জাফর কেন এক দৈত্য পাষাণ ?
জানিবারে যদি চাও ওহে গুণধর,
মানসেরে গুরু মেনে শুন তার পর।
মানস বলিয়া দিবে আর যত কথা,
যা শুনিতে তব প্রাণে শত ব্যাকুলতা।
মানস দাদারে মোরা জানাই সালাম,
তব বদৌলতে মোরা সব জানিলাম।
শ্রদ্ধা রইলো আপনার প্রতি।
Nice
Sir please apni mirjafar theke feradun Shah obdi prottek nabwab der nie akta video banan
নসিপুরে রাজবাড়ি তো কথায় বলেন না
very beautifully explained !!!
ইতিহাস কাউকে ক্ষমা করে না।
বিশ্বাস করার কথা দিয়ে কথা না রাখাই বিশ্বাস ঘাতকতা।এটা মির জাফর করুক আর আলিবর্দি করুক। বরং এখানে আগের সবাই কেও মিরজাফের বড় ভাই বলা চলে। শেষে একটা কথা বলা যায় ভিন্ন মত দিতে গিয়ে আবোলতাবোল না বলাই ভালো।
I read in the book History of the Armenian in India, published in Moscow, that Siraj invaded the house of Jagat Seth and raped every woman of the house. To take revenge Jagat Seth and Artun Petreus ,the Armenian businessman of Chinsurah and Calcutta, gave Rs 2 lakhs to Robert Clive to bring soldiers from Madras to defeat Siraj. They also talked to the Amirs of Siraj and decided that Mir Jafar should be the new Subedar of Bengal replacing Siraj.
আপনার প্রতিটি এপিসোড আমাকে সমৃদ্ধ করে, আপনি দীর্ঘজীবি হন ।
মানস দা আপনার কৃপায় মুর্শিদাবাদের ইতিহাস আরো ভালো করে জানতে পারছি খুব ভালো লাগছে আরো যদি ভিডিও আপলোড করেন মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে তাহলে আরো ভালো হয়
আপনার কথাগুলো ভাল লেগেছে ৷আজ ২০২০ এসে কিছু সত্য জানতে পারলাম ৷মীর জাফর এর প্রতি ভালবাসা জন্ম নিল ৷ সত্যি এতদিন ভুল বুঝে এসেছি
14:44 এটা ভুল
মীরজাফর এর জন্য ইংরেজরা 190 বছর করছে
J sthanti ta siraj ka hatta kara hoyacholo sai sthan t dhakan
খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও তথ্যসম্বলিত এই ভিডিও। ভালো লাগলো। একদম শেষে যেটা বললেন সেটার সঙ্গে আমিও একমত। ইংরেজ বাদে অন্য কোনো রাজনৈতিক শক্তির সাথে মীরজাফর যদি ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ করতো তাহলে হয়তো এভাবে তাকে যুগের পর যুগ ধরে ঘৃণার পাত্র হয়ে থাকতে হতো না।
অন্য কোন রাজনৈতিক শক্তির সাথে থাকলে তিনি সিরাজউদ্দৌলাকে হারাতেও পারতেন না।
Tobe Engreg sason Jodi na hoto Tobe hoyto aj India Mushlim country hoye jeto... But Ami Engreg sason k somorthon kor6i na...
Apnar video tar logic a6e.
MIRZAFOR WAS A GREAT BETRAYER.
Please make a video on Nabab Mir Quasim
Yes, definitely I will make it.Thanks a lot.
Tq..manas bsngla.. ami oii tai bolechelm
সুন্দর উপস্থাপনা, কেন হিন্দু রাজারা যেমন রাজা কৃষ্ণচন্দ্র সিরাজের বিরুদ্ধে গিয়েছিল এই বিষয়ে একটু বলবেন ৷
Hahaha
Dada faudi masjid niye akta video koro
ফৌতি মসজিদ নিয়ে একটা ভিডিও আছে এই চ্যানেলে।
Thik...
নবাব।।সিরাজ।।ছীলেনজোঙগ।।নবাব
ভাই আপনে কি মির্জাপুর নাতি
Thanks for your unknown information I hate British till today as they are very gready till today Mirjafor should not take revenge in thate way what do you think Mirjafor was a good man?
what a bullshit explanation? Other kings were exchanged but they are all from Bangla. They did not do conspiracy to handover Bangla to British or Frence. They were all from Bangla. In case of Mir Zafor the power was given to British East India company. The country was literally under British control.
jogot seth was the real culprit.... he make the bridge between english and mirjafor...
Bhalo Bisleshon.
Mir jafor r kobor a jhuta mark talea talea
ভারতবর্ষে ইংরেজ শাসনের দরকার ছিল।
আমার মনে হয় আপনি মীর জাফর এর বংশ দর তাই মীর জাফররে গূন গান গায় চেন
নবাবি আমলের বাংলার ইতিহাস জানতে ইতিহাসবিদরা সেই সময়ের ফার্সি ভাষায় রচিত বই গুলোর উপর নির্ভর করেন। এমনই কয়েকটা বই :
1.সৈয়দ গোলাম হোসেন খান তবতবায়ি রচিত "সিয়ার উল মুতাক্ষরীণ" ।
2.গোলাম হোসেন সলিম রচিত "রিয়াজ উস সালাতিন"।
3. ইউসুফ আলী খান রচিত "তারিখ ই বাঙ্গালা - মহাবত জঙী"।
4. আজাদ আল হোসায়নি রচিত "নওবাহার ই মুর্শিদকুলি খানি" ।
5.মুনশি সলিম উল্লাহ রচিত "তারিখ ই বাঙ্গালাহ্"
বই গুলি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য :
1."সিয়ার উল মুতাক্ষরীণ" : বইটির নামের অর্থ হল "আধুনিক কালের প্রতি দৃষ্টিপাত"। সম্ভবত 1780 সালে বইটির রচনা শুরু হয়, বইটিতে 1707 সাল থেকে মোঘল সাম্রাজ্য এবং বাংলা, বিহার এবং উড়িষ্যা সহ বেশ কয়েকটি প্রদেশের বিস্তারিত ইতিহাস এই বইটিতে আছে।বইটির চার খণ্ডে কয়েক হাজার পৃষ্টা।এম.রেমন্ড নামের একজন ফার্সি পণ্ডিত হাজী মোস্তাফা ছদ্মনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন।
লেখক ছিলেন সম্ভ্রান্ত সৈয়দ বংশীয়, উনার পিতা হেদায়েত আলী খান এর সাথে নবাব আলিবর্দী খানের ভগিনীর কন্যার সাথে বিবাহ হয়েছিল।
2.রিয়াজ উস সালাতিন:1787-1788 সালে রচিত বইটির নামের অর্থ "সুলতানদের উদ্যান সমূহ"। গোলাম হোসেন সলিম জইদপুরী এই বই এ মোহাম্মদ বখতিয়ার খলজীর বঙ্গ বিজয় থেকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের শুরু পর্যন্ত বর্ণনা করেছেন। বইটিতে কিছু তথ্য ভুল আছে। কিছু গবেষক এর ধারণা মুনশি সলিমউল্লাহ রচিত "তারিখ ই বাঙ্গালাহ" বই থেকে তথ্য সংগ্রহ করে বইটির এক অংশ লেখা হয়েছে।
3. তারিখ ই বাঙ্গালা - মহাবত জঙী:1764 সালে রচিত এই বইটির লেখক ইউসুফ আলী খান ছিলেন নবাব সরফরাজ খানের জামাতা এবং পরবর্তী কালে নবাব আলিবর্দী খানের ঘনিষ্ঠ, লেখকের পিতা গোলাম আলী খান ছিলেন নবাব আলিবর্দী খানের ঘনিষ্ঠতম বন্ধু তথা সেনাপতি।1764 সালে রচিত বইটি 32 টি অধ্যায়ে বিভক্ত। নবাব আলিবর্দী খান(মহাবত জঙ) কে কেন্দ্রবিন্দুতে রেখে বইটি রচিত।
4. নওবাহার ই মুর্শিদকুলী খানি: সম্ভবত 1729 সালে রচিত এই বইটিতে মীর হাবিব এবং আগা সাদেক কর্তৃক ত্রিপুরা রাজ্য অভিযানের ইতিহাস পাওয়া যায়। বইটি অত্যন্ত ছোট। স্যার যদুনাথ সরকার বইটি ইংরেজিতে অনুবাদ করেন,সেটি আট পৃষ্টায় মুদ্রিত হয়েছে।
5. তারিখ ই বাঙ্গালাহ্ : বাংলার সুবেদার ইব্রাহিম খানের সময়(1689) থেকে নবাব আলিবর্দী খানের সময়(1756) পর্যন্ত বাংলার সংক্ষিপ্ত কিন্তু নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ বইটির লেখক মুনশি সলিমউল্লাহ। বইটি ইংরেজি ও বাংলায় অনুবাদ করা হয়েছে।
এই বই গুলো ছাড়াও সমসাময়িক যত ফার্সি ভাষার বই আছে কোন বই এ সিরাজের সম্পর্কে সেভাবে কোন ইতিবাচক কথার উল্লেখ নেই। সমসাময়িক কোন বই এ বলেনি সিরাজ প্রজাদের উপকার করতেন।উল্টে প্রায় সব বই এ উনার সম্পর্কে নেতিবাচক কথার উল্লেখ আছে। দুই একটা বই এ এমনও লেখা আছে যে উনি ফেরি ঘাটের যাত্রী বোঝাই নৌকা ঘুচিয়ে মানুষের ডুবে যাওয়া দেখে আনন্দ করতেন। এগুলো আমার কথা নয়, উপরের বই গুলোর কথা, বই গুলোর ইংরেজি অনুবাদ আপনি নেট এ পেয়ে যাবেন, পড়ে দেখতে পারেন।
Thanks to Mir Jafar for free us from Muslim rulers.
Because Mir Zafar touched Quran and he promised with Sirazuddola he helped with solzar I think you are Mir Zafar s family
Your view bears some truth, but still not free from doubts. Your stand for Mir Jafar and Jagat Seth on some excuse cannot be given clean chit. While judging historical events in the light of contexts, Mir Jafar and Jagat Seth stood in the opposite side i.e.., conspirators' side which is regarded as treason. We must consider who is linked to whom, who conspired against whom and its consequent historical outcome within the boundary or geography of a region must be considered before assessing an event. We should understand the main enemy concept.
Occupation by more powerful, scientifically and technologically advanced country is natural in history for advancement of civilization and knowledge. Roman Britain, comprising almost the whole of England and Wales and, for a short period, southern Scotland, was the area of the island of Great Britain that was governed by the Roman Empire, from 43 to 410 AD. It made Great Britain so powerful to rule half of the world, culturally and technologically. Without the rule of British, I doubt , whether united India in the present form would be possible.
Only reason Mir Jafar is called traitor because he conspired with a FOREIGN enemy. Mir Jafar was a good soldier, but he was illeterate, corrupt and ignorant (he believed that British would leave india with departure of Clive). Sirajudowla was just a boy at the time of Alibordi Khan's death. Conflict with Sirajudowla started when Mir Jafar usurped the money meant for salary of soldiers (only 10% soldiers were paid in full). Public became angry at Mir Jafar after entire family of Siraj was killed (Clive saved life of Lutfunnesa) /and confiscated their properties.
Thanks for your logical criticism.
Ke bujate chan
সত্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
Mir jafar jatoi bhalo senapati hon na keno. Ekjon susashok kakhono noy
Apnar ki sondeho ache mir zafar bissah ghatok chilo
Yesboss
Amar Monu mirzapuri Rani ke vahan
আমি ইতিহাস খুব ভালো জানি না, তবে আপনার দেখানো তথ্য গুলো যদি ঐতিহাসিক ভাবে সত্য হয় তাহলে আপনি খুব একটা খারাপ বলেননি।
This is only technical logic to save mirzafar. It is not truth.
কালপনিক কাহিনী বলছেন
Ki kore bujhlen kalponik galpo. Apnar kachhe kono information achhe ki
Khubi niropekkho vabe bolechen....
Ami Mirzafar er swapokkhe konodin kono video dekhini..ek torpha shune esechi Je Mirzafar Bissasghatak...kintu sob kichur pichone Karon to thake obossoi
Are you historyan?????.
history takes revenge on betrayer
তখন হত্যা করেনি তো কি হয়েছে পরে তো করেছে
JOTOY PRAMANNO NOTHI THAKUK NA KANO , MIR JAFAR BEIMAN
mir zafar did correct as ali bordi khaaa what did
Yes
Oii tai asol khotha
Tui salal Mir Zafarer bongsodhor
ধন্যবাদ, এটা জানা ছিলো না। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
Bhai language ta thik korun
Aapni holo des Drohi aapni o aakta bistakhatop baja lok apnar nama report kora ochit
Jai hok ,ingrej der shathe to r hat milai nai,Bangla k to r poradhin kore nai.
You r also a traitor.
You r also a traitor.
Apni biswashghatokder pretatta.
Ingrej nil korder bangali shoshokder dalal.
Sirajdaullah valo na