দেশের প্রথম বাণিজ্যিক আনার বাগান | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • দেশের প্রথম বাণিজ্যিক আনার বাগান
    সম্পূর্ণ ভিডিও- • দেশের প্রথম বাণিজ্যিক ...
    ===================
    দেশের মাটিতেও সুস্বাদু ফল আনার উৎপাদন শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রাম। এখানেই ২০১৮ সালে প্রথম শুরু হয় আনার চাষ। যাদের হাতে গড়ে ওঠে এই ফলের বাগান তাদেরই একজন মোকাররম হোসেন।
    পাঁচ বিঘা জমিতে ৮০০ টি আনারের গাছ। ৪ বছরেই এই বাগানই এখন এক বাণিজ্যিক উদ্যোগে।
    অসংখ্য তরুণ উদ্যোক্তা, কৃষকের হাত দিয়েই রচিত হচ্ছে কৃষির নানারকম সফল ঘটনা। এইসব সাফল্য যে শুধু বাণিজ্যের মোহে ঘটছে তা বলা যাবে না বরং মাটি আর ফল-ফসলকে ভালোবেসে তারা এমনসব দৃষ্টান্ত গড়ছেন। চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামে কয়েকজন তরুণের হাত দিয়ে দেশের মাটিতে আনারের প্রথম বাণিজ্যিক বাগান
    Facebook: / shykhseraj
    TH-cam: / shykhseraj
    Twitter: / shykhseraj
    Instagram: / shykhseraj
    Linkedin: / shykhseraj
    #SSERAJ #আনার_চাষ #anar_chas

ความคิดเห็น • 486

  • @abusaid8080
    @abusaid8080 ปีที่แล้ว +169

    আপনার সহযোগিতায় বাংলাদেশকে আরও সবুজ করেছে!ভাল থাকুন শিক্ষিত ছাত্রদের কৃষিকার্যের জন‍্য বাংলাদেশে আপনিই বিপ্লব ঘটিয়েছেন!

    • @chemonather7459
      @chemonather7459 ปีที่แล้ว +5

      আসতাগফেরুল্লাহ আসতাগফেরুল্লাহ আসতাগফেরুল্লাহ

    • @abusaid8080
      @abusaid8080 ปีที่แล้ว +1

      @Meher Agro Farm মেহের এ্যাগ্রো ফার্ম তাই আপনার কাছ হতেই জানতে পারলাম প্রথম উনি ইউটিউবার আপনি বুদ্ধিমান লোক বটে!

    • @adibajahan1705
      @adibajahan1705 ปีที่แล้ว

      ​@@chemonather7459 q
      Video chat cc t 4

    • @NurulHuda-if8wg
      @NurulHuda-if8wg ปีที่แล้ว +1

      মম

    • @বাংলারমুখbanglarmukh
      @বাংলারমুখbanglarmukh ปีที่แล้ว

      শুধু বাংলাদেশের তরুণরা না, পশ্চিম বঙ্গের তরুণরা তার থেকে উৎসাহ পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখচে।

  • @দেখতেদেখতে
    @দেখতেদেখতে ปีที่แล้ว +28

    শাইখ সিরাজ শুধু একটি নাম নয়, তার উৎসাহে
    শিক্ষিত হাজারো তরুণ বেকারের স্বপ্ন গুলো বেঁচে রয় ✌️💞🌺
    দোয়া ও শুভ কামনা রইলো প্রিয় স্যারের জন্য 💞😍🤲

  • @therightpathseeker8269
    @therightpathseeker8269 ปีที่แล้ว +16

    শাইখ সিরাজ স্যারকে স্যালুট,
    এভাবে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
    স্যারের হাত ধরেই হাজার হাজার শিক্ষিত তরুণ আধুনিক কৃষিতে বিনিয়োগ করার স্বপ্ন দেখছে এবং সফল হচ্ছে।

  • @Brokenheart-jn2gt
    @Brokenheart-jn2gt ปีที่แล้ว +21

    ভালোবাসার আরেক নাম শাইখ সিরাজ স্যার যার ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমি মালটা বাগান করেছি আলহামদুলিল্লাহ আপনি দীর্ঘজীবী হন স্যার

  • @HR-SHIBLI007
    @HR-SHIBLI007 ปีที่แล้ว +22

    বাগানে মালিকের কথা গুলো খুব ভাল লাগছে,, ভদ্র, নম্র মিষ্টি ভাষী

  • @SIAgrofarm
    @SIAgrofarm ปีที่แล้ว +49

    আমদের দেশের কৃষি এক দিন সারাবিশ্বে নাম লেখাবে।ধন্যবাদ স্যার

  • @gazisalahuddin8681
    @gazisalahuddin8681 ปีที่แล้ว +35

    অনেক সচেতন কৃষি উদোক্তা মোকাররম ভাই, বাহিরের দেশ থেকে প্রযুক্তি এনে সফল হওয়া অনেক কঠিন কাজ। আরও সাফল্য কামনা করি

  • @ashrafhossain1513
    @ashrafhossain1513 ปีที่แล้ว +12

    শাইখ সিরাজ স্যার,
    বাংলাদেশের কৃষি বিপলব এর নায়ক আপনি। আজ শিখিখত মানুয কৃষিতে আশছেন। কৃষিতে আগামীতে বিশাল বিপলব আসবে ইনশাআল্লাহ। যতোদিন সুস্থ আছেন এ ভাবেই বাংলাদেশকে এগিয়ে নিবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আশরাফ, যাএাবাড়ী,ঢাকা.

  • @mdabdullahalbaqui7885
    @mdabdullahalbaqui7885 ปีที่แล้ว +16

    মাশায়াললাহ, শাইখ সিরাজ ভাই এর অবদান বাংলাদেশের কৃষিতে অসীম।

  • @munnakhan4370
    @munnakhan4370 ปีที่แล้ว +21

    শায়েখ স্যারকে আজ অনেক বয়স্ক লাগছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুণ। আমিন

  • @bijoy1112
    @bijoy1112 10 หลายเดือนก่อน +1

    শাইখ সিরাজ কে কৃষি বিষয় নিয়ে যেভাবে ছুটে আসছে কৃষকের কাছে তাই আপনাকে কৃষকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +5

    আনার বাগানটি দর্শন করে মনে একটি সুন্দর অনুভূতি হচ্ছে 🌹♥️👍

  • @BrandBazaarBDshop
    @BrandBazaarBDshop ปีที่แล้ว +1

    মানুষের কিছুই করার ক্ষমতা নেই শুধু আল্লাহই পারে সবকিছু করার জন্য এবং দেওয়ার জন্য আল্লাহর উপর ভরসা রাখুন অবশ্যই একদিন ভালো কিছু হবে

  • @nazmulhossain8373
    @nazmulhossain8373 ปีที่แล้ว +25

    চাকরি করে চাকর না হয়ে চাষাবাদ করে মালিক হওয়া হাজার গুন ভাল

  • @ahsankamalmolla2035
    @ahsankamalmolla2035 ปีที่แล้ว +4

    আমি অনেকদিন থেকে আপনার ভ‍্যালু এ‍্যাডেড বাণিজ্যিক চাষাবাদ দেখছি পশ্চিম বঙ্গের শান্তিনিকেতন থেকে। একটা অনুরোধ কতটুকু স্বাবলম্বী হলো বাংলাদেশ কতটুকু ইমপোর্ট সাবস্টিটিউশন কমল তার উপর ক্ষেত্র সমীক্ষা করে একটি ভিডিও করুন।বাংলাদেশের এত পরিশ্রম পরীক্ষা কতটা পরিবর্তন আনল বাংলাদেশের অর্থনীতিতে জানতে আগ্রহী।
    ‍্

  • @jahangirkabirbappi5884
    @jahangirkabirbappi5884 ปีที่แล้ว +2

    খুব উৎসাহব্যঞ্জক উদ্যোগ।এঁদের হাত ধরে এগিয়ে যাবে 🇧🇩 বাংলাদেশ।

  • @hasanbd1216
    @hasanbd1216 ปีที่แล้ว +3

    আপনাকে ধন্যবাদ আপনাকে কৃষি মন্ত্রী বানালে দেশের কৃষক সুখি থাকতো

  • @yahmed4274
    @yahmed4274 ปีที่แล้ว +8

    চারদিকে হতাশার কথার মধ্যে আপনার আশার চিত্রগুলো মনে অনেক আশার আলো জাগায়!❤

  • @mohammedmusa3868
    @mohammedmusa3868 ปีที่แล้ว +8

    শায়খ সিরাজ স্যার দাঁড়ি রেখেছেন, জাযাকাল্লাহু খায়ের।

    • @amibangali8078
      @amibangali8078 ปีที่แล้ว

      উনি তো গোফও রেখেছেন! এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানতে পারলে বাধিত হতাম!

  • @munirbozkort2870
    @munirbozkort2870 ปีที่แล้ว +18

    মা-শা--আল্লাহ ।শাইখ সিরাজ ভাই আপনি একটা বিপ্লব করে দিলেন এই সোনার বাংলায়।

  • @আগামীরপথে-ম৬চ
    @আগামীরপথে-ম৬চ ปีที่แล้ว +17

    যার অন্তরে কুরআন নেই তার অন্তর উজাড় গৃহবৎ।আল হাদিস।
    কুরআন পড়ুন প্রতিদিন।

  • @viralvideo5023
    @viralvideo5023 ปีที่แล้ว +4

    আমাদের চুয়াডাঙ্গা থেকেই এসবের শুরু, আলহামদুলিল্লাহ

  • @sumonhossain998
    @sumonhossain998 ปีที่แล้ว +1

    মাটি ও মানুষের পতিবেদনটি সবসময় দেখি ছোট বেলার থেকেই আমার ভালো লাগে❤❤

  • @md.borhan116
    @md.borhan116 ปีที่แล้ว +9

    দাড়ি রেখেছেন সার আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম

  • @MdShahin-nq7sx
    @MdShahin-nq7sx ปีที่แล้ว +3

    স্যার আপনার কন্ঠ শুনলেই মন ভালো হয়ে যায়

  • @shahedahmed4460
    @shahedahmed4460 ปีที่แล้ว +7

    আসসালামুআলাইকুম স্যার আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দারাজ করুক স্যার আপনার প্রোগ্রাম দেখার পরে আমারও একটা বাগান করার ইচ্ছা আল্লাহ পাক যেন কবুল করেন দোয়া করবেন

  • @kajolhossain5629
    @kajolhossain5629 ปีที่แล้ว +3

    এগিয়ে যাও আলোকিত চুয়াডাঙ্গা জেলা বাসি খুব ভাল লাগল ধন্যবাদ।🇧🇩🇧🇩🇧🇩🍅

  • @mrvlogs80
    @mrvlogs80 ปีที่แล้ว +3

    ইনশাআল্লাহ কোন এক দিন একটি ফলবাগানে মালিক হবো

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম স্যার আপনার মাধ্যমে বাংলাদেশে গড়ে ওঠা একটি আনার বাগানের সাথে পরিচিত হতে পারলাম খুব ভালো লাগলো দেখে শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @TubuTech
    @TubuTech ปีที่แล้ว +4

    অনুপ্রেরণার ব্যাক্তিত্ব আপনি আমাদের সবার স্যার।

  • @sohelshak6811
    @sohelshak6811 ปีที่แล้ว +19

    চোর বাটপার সরিয়ে সায়েন্স সিরাজ স্যার কে কৃষিমন্ত্রী বানিয়ে দিলে দেশের জন্য অনেক ভালো হতো

    • @MDRAFI-hx8gt
      @MDRAFI-hx8gt ปีที่แล้ว

      Oni desher onek shafullo boye anbe.

  • @goldenfishanimatic452
    @goldenfishanimatic452 ปีที่แล้ว +2

    ঠিক,,, তাকে আল্লাহ পাক অনেক দিন বাঁচিয়ে রাখুন

  • @eaklaakash4260
    @eaklaakash4260 ปีที่แล้ว +2

    স্বপ্নদেখি আমার দেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ।

  • @SK-vw2eb
    @SK-vw2eb ปีที่แล้ว +3

    সুবাহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ

  • @siambhuiyan9532
    @siambhuiyan9532 ปีที่แล้ว +2

    সত্যি মন থেকে অভিনন্দন মন থেকে,শাইখ সিরাজ স্যারকে

  • @sunnah-house
    @sunnah-house ปีที่แล้ว +5

    ভাইয়া সিলেটে খুব সুন্দর সুন্দর টিলা বা হিলি জায়গা আছে, সব এলাকা ডুবা নয়। ধন্যবাদ

  • @hamderabbi8648
    @hamderabbi8648 24 วันที่ผ่านมา

    স্যার, আপনি অনন্য।
    আল্লাহ আপনার ভালো করুন।

  • @hurairasinbad9869
    @hurairasinbad9869 ปีที่แล้ว +3

    আমারও আনার চাষ করবার ইচ্ছা অনেক দিন থেকেই। ভিডিও টা দেখে অনেক ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ সিরাজ স্যার।

    • @JordanDatesAgroPlam
      @JordanDatesAgroPlam ปีที่แล้ว

      এখান থেকে চারা না কেনাই উত্তম

  • @dipakdhor4637
    @dipakdhor4637 ปีที่แล้ว +10

    বাংলাদেশ এর অনেক মানুষ কে শেখানো উচিত এই বাগান করার।তাহলে ফলের দাম কমবে ও সবাই দেশের মানুষ আনার খেতে পারবে

  • @janyjany4368
    @janyjany4368 ปีที่แล้ว +8

    দেশের বিশাল পরিমান বাগান গুলোতে স্বল্প ঘনত্বে মুক্তচারন পদ্ধতিতে মুরগি পালন করা যায় কিনা ভেবে দেখবেন স্যার

  • @mdmonirsalehin5039
    @mdmonirsalehin5039 ปีที่แล้ว +5

    চুয়াডাঙ্গার ছেলে হিসেবে গর্ব লাগে, যখন দেখি এলাকার উদ্যক্তারা নতুন নতুন ফল উৎপাদন করে সফলতা পাচ্ছে এবং তা দেশের মানুষ দেখতে পাচ্ছে ও জানতে পারছে।

  • @chillmood51
    @chillmood51 ปีที่แล้ว +2

    মোকারমে কাছ থেকে চারা কিনলে খুব নিম্নমানের চা্রা পাঠায় । আমি ও আমরা কয়েকজন ছাদ বাগানি পোতারিত হয়েছি ।

    • @mazharulhuq1945
      @mazharulhuq1945 ปีที่แล้ว +1

      সত্য হলে খুবই লজ্জার কথা। প্রতিবাদ বা ব্যাখ্যা দেখতে চাই ।

  • @বিসমিল্লাহ-য৯খ
    @বিসমিল্লাহ-য৯খ ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখে তো মনটা ভরে গেলো

  • @alaminhozrot5011
    @alaminhozrot5011 ปีที่แล้ว +7

    আমাদের জেলার ভিডিও,,আবার আমাদের গ্রামেই গড়ে ওঠেছে এই আনার বাগান। ❤️

    • @FahadKhan-iq9pd
      @FahadKhan-iq9pd ปีที่แล้ว

      ভাইয়া ফুল ঠিকানাটা দেন আমি ঘুরতে যাব,আর নাহয় ওনার নাম্বার টা দেন

    • @alaminhozrot5011
      @alaminhozrot5011 ปีที่แล้ว

      @@FahadKhan-iq9pd চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় যে কোন স্থানে এসে বললেই হবে যে মোকারমের আনার বাগানে যাবো তাহলে আর কিছু বলতে হবে না,,সবাই ঠিকানায় পৌঁছে দেবে। ইনশাআল্লাহ

    • @sheikhbd6635
      @sheikhbd6635 ปีที่แล้ว

      Brother, ami tader kas teke Sylhet a currier service er maddome 5-10 kg nete chai. Tader erokom ki kuno service ase, tader ontact number jodi deten upokrito hotam.

    • @majadulalammehedi9647
      @majadulalammehedi9647 4 หลายเดือนก่อน

      ​@@alaminhozrot5011ইউনিয়নের নাম কি?

  • @skkalimulla6588
    @skkalimulla6588 ปีที่แล้ว +2

    Better than a hundred politicians. This Cycle Sahab is the owner of the channel that will come and what he does for the country, has to be accepted. I salute him late.

  • @mokarommokarom1230
    @mokarommokarom1230 7 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ খুব সোন্দর বাংলাদেশ এগিয়ে জাবে বাংলা দে-শ ❤❤❤২০২৪

  • @mdrashidulislamrashidul694
    @mdrashidulislamrashidul694 ปีที่แล้ว +8

    এগিয়ে যাও চুয়াডাঙ্গা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @nazmulhuda7339
      @nazmulhuda7339 ปีที่แล้ว

      আমি মোকারেম ভায়ের ফোন নাম্বার টা চাই দয়া করে দিবেন

  • @mdsadek2181
    @mdsadek2181 ปีที่แล้ว +2

    বাংলাদেশের যশোর, ঝিনাইদহ,চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই জেলা গুলোতে ফল ও সবজি চাষ সব চেয়ে বেশি হয়।

  • @LuqmanAlhakim33
    @LuqmanAlhakim33 ปีที่แล้ว

    রাঙ্গিয়ারপোতা গ্রামে ছোট বেলাই অনেক যাতায়াত ছিল।
    ভালো লাগার মতো একটি গ্রাম।

  • @MDNAZIM-rs6mo
    @MDNAZIM-rs6mo ปีที่แล้ว +1

    আসসালামুআলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ পদ্ধতির মাধ্যমেই আনার বাগান

  • @ekramony4634
    @ekramony4634 ปีที่แล้ว +2

    সব থেকে আনার ভালো yamen দেশের, খেতে খুবই ভালো,

    • @ziazia6260
      @ziazia6260 8 หลายเดือนก่อน

      আপনার কথা সত্য। কোথায় থাকেন?

  • @mamunsheikh2461
    @mamunsheikh2461 ปีที่แล้ว +2

    দয়া করে অল্পতেই সন্তুষ্ট থাকুন। আমাদের দেশের গরীব মানুষগুলো যাতে একটু হলেও এই দামি ফলের টেস্ট উপভোগ করতে পারে সেই হিসেবে এর দামটি কমিয়ে আনুন।ইনশাল্লাহ আল্লাহ আপনাদের অনেক দেবে।

  • @myvillagelifesr1033
    @myvillagelifesr1033 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম শেখ সিরাজ ভাই,,আমি আপনার বেশীর ভাগ প্রতিবেদন গুলোই দেখি,খুব ভালো লাগে,তাই আপনাকে দিয়ে আমার নার্সারির একটি প্রতিবেদন করাতে চাই,,সম্ভব হলে যানাবেন স‍্যার,,

  • @Shopnervubonsifat
    @Shopnervubonsifat ปีที่แล้ว +4

    সব সময় স্যারের নতুন ভিডিও অপেক্ষায় থাকি,

  • @mehdihasan1483
    @mehdihasan1483 ปีที่แล้ว +2

    গর্ব আমার জেলা চুয়াডাঙ্গা আমার অহংকার

  • @superman131a1
    @superman131a1 ปีที่แล้ว +1

    বেশিরভাগ ফল চাষের শুরু আমার প্রানের জেলা চুয়াডাঙ্গায়🥰🥰🥰

  • @foysalahmed364
    @foysalahmed364 ปีที่แล้ว +2

    আমিও এই ফলটা নিয়ে ভাবছিলাম। ভালো লাগলো যে তরুণ উদ্যাক্তারা এগিয়ে আসছেন।

    • @mohammadataurrahman1165
      @mohammadataurrahman1165 ปีที่แล้ว

      এই বাগান করার আগে বাগানের বর্তমান চিত্র স্বচক্ষে দেখে আসবেন

  • @khaledbulbul8889
    @khaledbulbul8889 ปีที่แล้ว +2

    নভেম্বর ২০২২-আজকের ফলের বাজার
    আঙ্গুর=৪০০টাকা কেজি
    আপেল=১৮০থেকে ২০০টাকা কেজি
    কমলা=২০০থেকে ২২০টাকা প্রতি ডজন।
    আপনার হিসেবে ৫জনের একটা পরিবার এককেজি ফল খাবে দুই দিনে।তার মানে মাসে সে পরিবারে ৩হাজার-চার হাজার টাকার ফল খায়???

  • @mohammademranbiswas151
    @mohammademranbiswas151 ปีที่แล้ว +2

    আমাদের চুয়াডাঙ্গা, মহেশপুর,জীবননগর, চোউগাছা সোনার মাটি, সফল উদোক্তা

  • @MdMostafa-no7if
    @MdMostafa-no7if ปีที่แล้ว +1

    স্যারকে আমি খুব ভালোবাসি ওনার সবগুলা ভিডিও আমি আগে পরে মিলে দেখি

    • @mdislam8489
      @mdislam8489 ปีที่แล้ว

      তোর বাপের চেয়েও বেশি ভালোবাসিস ছাগল 🤣

  • @nazninmostafiz7501
    @nazninmostafiz7501 ปีที่แล้ว +1

    সত্যি সত্যিই অসাধারণ! লাগলো আনার বাগান।

  • @ismatenterprise2339
    @ismatenterprise2339 ปีที่แล้ว +1

    স্যার রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায় আমাদের একটা ছাদ বাগান আছে,যা দেখলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ

  • @hasanmahmud5325
    @hasanmahmud5325 ปีที่แล้ว +1

    আমাদের বরিশালের জন্য কি চাষাবাদ করা যায় সেটা সম্পর্কে একটু দেখাইলে ভালো হতো না

  • @togorahmed7200
    @togorahmed7200 ปีที่แล้ว +1

    সুবহানাল্লাহ, বাংলার জমিন

  • @salamciputih
    @salamciputih 6 หลายเดือนก่อน

    With love from India.

  • @rudro3958
    @rudro3958 ปีที่แล้ว +2

    কেউ কি বলতে পারেন
    আনার,ডালিম ও বেদানার মধ্যে পার্থক্য কি? আর গাছ চিনবো কীভাবে?

  • @hellosobuj1731
    @hellosobuj1731 6 หลายเดือนก่อน +1

    আমি গর্বিত আমি চুয়াডাঙ্গার সন্তান

  • @footballworld7094
    @footballworld7094 ปีที่แล้ว

    আপনার অবদান অসীম । আমার একটা অনুরোধ , আপনার উদ্যোগে ও পরিচালনায় দেশে ২ বার আপনার পরিচিত ও অপরিচিত কৃষকদের ও বিভিন্ন জেলার কৃষিবিদদের নিয়ে একটা মিলন মেলা করার করবেন । তাতে একে অন্যের সাথে পরিচিত হবে , তাদের communications আরও effctive হবে । আর আমাদের কৃষি আরও দ্রুত বৃদ্ধি হবে

  • @vasomantv9384
    @vasomantv9384 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ

  • @abdurrahimkhan7623
    @abdurrahimkhan7623 ปีที่แล้ว

    1st view,,1st like and 1st comment korci ami.. Ai prothom.. Sir apnar vedior jonno opekkha kore thake..

  • @mdmukhlesurrahman6329
    @mdmukhlesurrahman6329 ปีที่แล้ว

    মা-শা-আল্লাহ্ স্যার, দাঁড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে, আরও বড় হলে আরও সুন্দর দেখাবে।

  • @shihabahmed754
    @shihabahmed754 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই আপনার প্রচেষ্টার।

  • @syedshamim3269
    @syedshamim3269 ปีที่แล้ว +2

    স্যার আমি আংগুর চাষ করতে চাই সঠিক চারা কোথায় পাবো? একটু জানাবেন প্লিজ

    • @MohammadALi-z4r1g
      @MohammadALi-z4r1g 6 หลายเดือนก่อน

      বাংলাদেশে টক আংগুর হয়। চেষ্টা করে লাভ নেই।

  • @mahmudhossain7233
    @mahmudhossain7233 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে স্যার

  • @mcnyc2856
    @mcnyc2856 ปีที่แล้ว +1

    Market should be competitive so general public can be benefited. Let the Indian fruits come in to the market. Ora sosta te bikri korte pare, amra kno parbona. Good luck.

  • @petzoobd
    @petzoobd ปีที่แล้ว +3

    আল্লাহ সবাই কে হেদায়েত করুক ❤

    • @ziauddin7643
      @ziauddin7643 ปีที่แล้ว +1

      বাগান মালিকের নাম্বারটা দিলে ভাল হয়,

  • @bakernoble8573
    @bakernoble8573 ปีที่แล้ว +2

    আল-কোরআন এ এই আনার ফলের কথা বলা আছে। সবথেকে উপকারী ফল এই আনার।

    • @ideashare6068
      @ideashare6068 ปีที่แล้ว

      Hahaha

    • @afsanaakter6732
      @afsanaakter6732 ปีที่แล้ว

      আনার, আঙ্গুর,খেজুর, তীন, মধু এসবের কথা কুরআনে আসছে...

  • @azammahmood3951
    @azammahmood3951 ปีที่แล้ว +1

    Great news ! Banana is also one of main fruits. Congratulations to Mukattam Saheb !

  • @rashidulhoque2280
    @rashidulhoque2280 ปีที่แล้ว

    kub valo lage apnar video. Coochber West Bengal India.

  • @NazninAhmmedVlogs
    @NazninAhmmedVlogs ปีที่แล้ว +2

    অনেক ভালো লাগলো ,সবাই কে স্বাগত জানাই আমার পরিবারে।

  • @aoutbervopear6213
    @aoutbervopear6213 ปีที่แล้ว +1

    চুয়াডাঙ্গা 🧡

  • @Amir-ME--
    @Amir-ME-- ปีที่แล้ว

    Sir dari rakcen khub sundor hoice allah Nek hayat dik apnake

  • @safinsafin6279
    @safinsafin6279 ปีที่แล้ว

    Sir doya kore apnar moto kawke toiri korben . jokhon apne thakben na amader majhe
    Apnar kaj gulor jeno somapti na ghote....selute honorable dear sir

  • @KaloPori-s1x
    @KaloPori-s1x 6 หลายเดือนก่อน

    মাশা আল্লাহ ❤❤

  • @MB10krishikotha
    @MB10krishikotha 5 หลายเดือนก่อน

    ভিডিও টি অনেক ভালো লাগলো ❤

  • @gaminggpz
    @gaminggpz ปีที่แล้ว +3

    মাথা পিছু ফল গ্রহণের পরিমাণ কারা কিভাবে বাড়ায় জানিনা 😅 তবে মধ্যবিত্ত হিসেবে সত্যি এটাই যে, অন্যান্য সবকিছুর সাথে ফলের দাম ও আমাদের নাগালের বাইরে। আগে একটা কলা কিনে হলেও খাওয়া যেত আর এখন তো রোগীর জন্য ফল কিনে আনার সামর্থ্য ও নেই মধ্যবিত্ত পরিবারের। 😊 এটাই বাস্তবতা

  • @mdanim660
    @mdanim660 ปีที่แล้ว

    স্যারকে আজ চোখের সামনে থেকে দেখেও সামনে যেতে পারলাম না 😥😥😥

  • @mdhamidulislam.
    @mdhamidulislam. ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ 🇴🇲🇴🇲🇴🇲

  • @Funnyikramulahasan168
    @Funnyikramulahasan168 ปีที่แล้ว

    সবচেয়ে ভালো হবে আনারে কেপ লাগিয়ে দিলে,আর দেখতে অনেক সুন্দর হবে মিস্টি হবে।

  • @RuhulAmin-of4ok
    @RuhulAmin-of4ok ปีที่แล้ว +1

    প্রথম ভিউ অনেক চমতকার ভিডিও স্যার।

  • @assumya
    @assumya ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ 🌺🤲🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩♥️স্যার

  • @mirzanadimmahmud
    @mirzanadimmahmud ปีที่แล้ว +3

    অসাধারণ

  • @rubeldey2858
    @rubeldey2858 ปีที่แล้ว +1

    আমার আনার গাছে একবার ফুল হয়েছিল,কিন্তু কে বা কারা ফুল গুলো ছিরে পেলে। এর পর থেকে আর কোন ফুল আসেনি কেন একটু জানালে উপকৃত হতাম। কি করলে ফুল আসবে? গাছের বয়স ২-২.৫ বছর।

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf ปีที่แล้ว

    চমৎকার ভিডিও দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ।

  • @MdArman-k4z6x
    @MdArman-k4z6x ปีที่แล้ว

    সহযোগিতায় আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সাহায্য করবেন সবাইকে আলহামদুলিল্লাহ ❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @jabirahmed26
    @jabirahmed26 ปีที่แล้ว +3

    স্যার খুব ভালো মানুষ

  • @dalowarhossain7033
    @dalowarhossain7033 ปีที่แล้ว +2

    এটার চারা কিবাবে পাবো একটু জানায়েন

  • @afrozaakhter8434
    @afrozaakhter8434 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ

  • @DesiVai
    @DesiVai ปีที่แล้ว +4

    ভাই আপনার মত সবাই ভাবলে দেশের কৃষক আর কষ্ট করতো না।

  • @samirtariq9735
    @samirtariq9735 ปีที่แล้ว

    এভাবে একদিন দেশের মূল খাদ্যশস্য ধান উৎপাদনে ঘাটতি দেখা দিবে ‌।