মধুমাসে রাজশাহীর আম বাগানে গিয়ে অভিভূত || Rajshahi Mango Tour || Famous Mango of Rajshahi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 548

  • @MdAlamin-bh2qs
    @MdAlamin-bh2qs ปีที่แล้ว +29

    আল্লাহর এত বড় একটি নিয়ামত আমাদের দেশে তা দেখলেও মন বড়ে যায়।

  • @Probasjibon-vz7qu
    @Probasjibon-vz7qu ปีที่แล้ว +9

    আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আমার জন্ম আমার প্রিয় জন্মভূমি। আমার প্রিয় রাজশাহী আমি রাজশাহীর বাসিন্দা। আমি একজন সৌদি আরব প্রবাসী। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাই। অসংখ্য ধন্যবাদ। রাজশাহীর ভিডিও তৈরি করার জন্য। আমাদের রাজশাহী আমের জন্য বিখ্যাত।

  • @shahadatemon4680
    @shahadatemon4680 ปีที่แล้ว +31

    এই সিরিজের ভিডিও করার জন্য ভাই সেদিন বানেশ্বর আমের হাটে এসেছিলেন। এখই সময়ে আমিও আমার বাগানের আম বিক্রি করতে গিয়েছিলাম। সুমন ভাইকে দেখেই চিনতে পেরেছিলাম । খুব ভাল লেগেছিল । সুমন ভাই একজন খুব ভাল মনের মানুষ

    • @mohammadanisurrahman6655
      @mohammadanisurrahman6655 ปีที่แล้ว

      আম বাগান আছে আপনার? নাম্বার দেন?

  • @najninahmed4807
    @najninahmed4807 ปีที่แล้ว +25

    আলহামদুল্লিলাহ্। সত্যি গর্বিত বোধ করি রাজশাহীতে জন্ম নিয়ে।

  • @MdFaruk_F_D
    @MdFaruk_F_D ปีที่แล้ว +8

    আপনার মাধ্যমে দেশের অনেক কিছু আমরা প্রবাসীরা দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই

  • @riyapolice2617
    @riyapolice2617 ปีที่แล้ว +3

    দেখে অনেক ভালো লাগলো।আমাদের এলাকার আমের বাগান এতো সুন্দর করে বাংলাদেশের সকলের কাছে তুলে ধরার জন‍্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ এই প্রথম দেখলাম বিশাল আমের বাগান অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে

  • @AbdulLatif-dw6vu
    @AbdulLatif-dw6vu ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাগান সোদী আরব থেকে

  • @mdedris1353
    @mdedris1353 ปีที่แล้ว +15

    আল্লাহ তোমার কাছে শোকরিয়া আদায় করছি তোমার নেয়ামত আমাদের জন্য আলহামদুলিল্লাহ।

  • @ziniaskitchen11
    @ziniaskitchen11 ปีที่แล้ว +21

    মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তিনি আমাকে রাজশাহীতে জন্মের সুযোগ দিয়েছেন, আমের দেশের মানুষ হিসেবে এই ভিডিও টি দেখার সময় যে কি অনুভূতি তা ভাষা প্রকাশ করার মত না ❤❤❤ নিজেকে রাজশাহীয়ান হিসেবে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ ❤❤❤

    • @kamalhosen4022
      @kamalhosen4022 ปีที่แล้ว +1

      But apnara kripon

    • @anowarulislam842
      @anowarulislam842 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @ismailbhai153
      @ismailbhai153 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে রাজশাহী ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা আছে তোমাদের মধ্যে কেউ কি আছো যে বন্ধু হিসাবে রাজশাহীতে ঘোরাতে পারবে একজন ওইখানকার জানা বন্ধু চাই যার সঙ্গে যোগাযোগ করে যেতে চাই

    • @rakibulhasan8346
      @rakibulhasan8346 ปีที่แล้ว

      Voro iccha korce ammer rajjhe gurte jy
      But dur vaggo apon keo ny oikhane
      Tobuo inshallah akdin jabo

  • @mahabubislam2753
    @mahabubislam2753 ปีที่แล้ว +3

    ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও উপহার দেওয়ার জন্য কাতার থেকে আছি সব সময় আপনার সাথে ❤❤

  • @Numan_Bin_Hamid
    @Numan_Bin_Hamid ปีที่แล้ว +18

    আজকের পর্বটা সেরা ভাই,,,😊
    দুজনকে এক সাথে দেখে ভালোই লাগলো। ❤

  • @RxNayon122
    @RxNayon122 ปีที่แล้ว +1

    আসসালামুআলাইকুম ভাই। রাজশাহীর মত 👇👉 নওগাঁতে ও অনেক আম বাগান রয়েছে এবং আমি কিন্তু ন‌ওগাঁর ছেলে😊 13:02

  • @ParvinShima
    @ParvinShima ปีที่แล้ว

    মাশাআল্লাহ ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো

  • @HridoyHasan-sf4dj
    @HridoyHasan-sf4dj ปีที่แล้ว +2

    চারঘাট আমার খালার বাসা। নানীর বাসাও বাঘার দিকেই। আম আমার প্রিয় ফল। ধন্যবাদ আপনাকে বাঘা চারঘাট এলাকার আম বাগান ঘুরে দেখানোর জন্য। ভাবীকে দেখে আরও ভালো লাগলো, বেশ সুখেই আছেন মনে হচ্ছে ❤🎉

  • @mamunmiah1896
    @mamunmiah1896 ปีที่แล้ว +3

    কিছু দিন আগে কমেন্ট বলে ছিলাম রাজশাহি বড়ো আম বাগান দেখাতে, সুমন ভাই কথা রেখেছে , ধন্যবাদ ভাই

  • @rafigladboy
    @rafigladboy ปีที่แล้ว +5

    মাশা-আল্লাহ! অনেক সুন্দর এপিসোড। আপনার স্ত্রীও খুব মায়াবিনী।

  • @AbuSayed-xm3kk
    @AbuSayed-xm3kk ปีที่แล้ว +1

    নিজ এলাকার প্রতিবেদন দেখে খুব ভাল লাগছে।সাথে বাচ্চু ভাইকেও দেখতে পেলাম।।।

  • @saikatkghose8501
    @saikatkghose8501 ปีที่แล้ว +4

    আমার বাবার কাছে শুনেছিলাম আমাদের দেশের বাড়ী পাবনায় ইশ্বরদি বাড়িতে 17 টা আম গাছ ছিল।। আজ বাবা নাই তাই আপনার ভিডিও টে আপ্লুত হলাম 🙏🙏🙏🙏

  • @Sharmin_Poly
    @Sharmin_Poly ปีที่แล้ว +1

    MashaAllah onek valo laglo video ta.

  • @datalink1printmediaservice511
    @datalink1printmediaservice511 ปีที่แล้ว +3

    বাহ বাহ অসাধরন জুটি আপনাদের সুমন ভাই , সুরভী ভাবিও আপনার মত ভালো মনে মানুষ। শুভ কামনা ভাই।

  • @munnavlogs2336
    @munnavlogs2336 ปีที่แล้ว +2

    সুমন ভাই, সত্যই ভালো লাগলো আপনার চ্যানেলে আমাদের প্রান প্রিয় রাজশাহীকে দেখে।❤

  • @arafatariyan6747
    @arafatariyan6747 ปีที่แล้ว +1

    Shobceye Beshi shundor ,,Apnar Uposthapona ...🥰🥰🥰

  • @suroveakter8945
    @suroveakter8945 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার উপস্থাপনা খুবই সুন্দর। আমার খুবই ভাল লাগে। আর ভাইয়া আমার নামও সুরভী।

  • @Joyandnature-subratadutta9168
    @Joyandnature-subratadutta9168 ปีที่แล้ว +7

    আমগাছ গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ❤❤🎉

  • @md.mostufamia9549
    @md.mostufamia9549 ปีที่แล้ว

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
    অনেক বর এবং খুব সুন্দর
    আম বাগান

  • @brightsecurefuture7212
    @brightsecurefuture7212 ปีที่แล้ว

    Khub khub bhalo laglo video ti

  • @zakariasuton3284
    @zakariasuton3284 ปีที่แล้ว +3

    সুমন ভাইয়ের ব্লগ মানে ডিটেইলস সবকিছুর। 👌👌👌

  • @ujjol-t6t
    @ujjol-t6t ปีที่แล้ว

    হবিগঞ্জ থেকে দেখে বাগানে আসতে ইচ্ছা করছে। চমৎকার ভিডিও

  • @shihabkhan6917
    @shihabkhan6917 ปีที่แล้ว +1

    ভাই আপনার যিনযিরা প্রাসাদ পব্ টা খুব ভাল ছিল। আর আমি কেরানিগঞ্জে থাকি। আপনার ভিডিও দেখি খুব ভাল লাগে

  • @nirobhossain2233
    @nirobhossain2233 ปีที่แล้ว

    ভাই, ভাবি আপনারা আম খাইতেছে, আমাদের জীব্বে পানি এসে পরেছে,রাজশাহীর আমের কথা আর কি বলবো, রাজশাহীর আম বাংলাদেশের সকল প্রান্তে যায়, আমাদের আমের চাহিদা পূরন করে, আর রাজশাহীর আমের অপরুপ সৌন্দর্য আমাদের মাঝে ভিডিও ফুটেজে মাধ্যমে তুলে ধরেছেন, আমাদের প্রিয় সুমন ভাই, সুমন ভাইয়ের ভিডিও মাধ্যমে বাংলাদেশের ৬৪জেলা ঘুরে ঘুরে দেখতে পারি, সুমন ভাই আপনার প্রতি রইলো ভালোবাসা ও ভাবির প্রতি রইল আম বাগান ঘোরার শুভেচ্ছা। Very nice 🥭🥭❤❤

  • @narayanroy7506
    @narayanroy7506 ปีที่แล้ว

    Darun laglo video ta.

  • @mahabuburrahman1317
    @mahabuburrahman1317 ปีที่แล้ว +2

    আপনার কথা শুনলেই মন টা জুড়িয়ে যায় ভাই।কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ।

  • @kazimahamudulhaquepavel5491
    @kazimahamudulhaquepavel5491 ปีที่แล้ว +2

    আম বাগান ঘুরে দেখার অনেক ইচ্ছে আছে। আপনার ভিডিও দেখে কিছুটা স্বাদ মিটালাম।❤

  • @Muhammad__Younus
    @Muhammad__Younus ปีที่แล้ว

    আল্লাহর রাজত্বে তার নি'য়ামতের শেষ নেই। এই যদি হয় দুনিয়ার অবস্থা, তাহলে জান্নাতের অবস্থা কেমন হবে? সেখানে কিরকম ফল-মূল থাকবে? সুবহানাল্লাহ!! সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার জন্যই।

  • @arpitabiswas9329
    @arpitabiswas9329 ปีที่แล้ว +1

    খুব সুন্দর জায়গা, দেখে ভালো লাগলো ❤️🥭

  • @Iftekhirul
    @Iftekhirul ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই,আমার এলাকায় এসে আশেপাশের আম বাগান গুলো ঘুরে গেলেন অথচ আপনার সাথে দেখা করতে পারলাম না।তবে নিজের এলাকা ভিডিওতে দেখতে ভালই লাগছে।আপনাকে ধন্যবাদ পুরো বিষয়টিকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য

  • @syedtrading7165
    @syedtrading7165 ปีที่แล้ว

    Alhamdulillah
    Allah chashi bhai der rijike baraka r rahmat dan koruk

  • @rakibhossain8005
    @rakibhossain8005 ปีที่แล้ว +1

    রাজশাহীর আম জগৎ বিখ্যাত।

  • @hillncer1
    @hillncer1 ปีที่แล้ว +1

    সুন্দর পর্ব। সুরভী ভাবীকে নিয়ে এরপরে চর খানপুরের একটা ভিডিও করেন ভাই যদি সম্ভব হয়........

  • @thevoiceofnature7445
    @thevoiceofnature7445 ปีที่แล้ว +10

    আম চাষি কৃষকেরা যাতে লাভবান হতে পারে সেটা সরকারের নজরে আসা দরকার।এতে করে আমরা সুমিষ্ট আম খেতে পারব এবং দেশের চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

  • @momotaarve2441
    @momotaarve2441 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম,,, আপনার ভিডিওগুলো ভালো লাগে।আপনার উপস্থাপনা খুব সুন্দর।

  • @sarwarahmed3638
    @sarwarahmed3638 ปีที่แล้ว +6

    আপনাকে আন্তরিক ধন্যবাদ সুমন ভাই৷ আমাদের রাজশাহীর আমকে এমন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য৷ আপনার জন্য শুভ কামনা রইল ❤

  • @abdullaemon9732
    @abdullaemon9732 ปีที่แล้ว +3

    আমখান প্রেমময় জিবন উপভোগ করেন ✌️😂✌️ সাগতম রাজশাহীতে নতুন ভাবিকে নিয়ে

  • @mnabsar6799
    @mnabsar6799 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ "সুবহানাল্লাহ"আলহামদুলিল্লাহ।

  • @nishitranjansarker8792
    @nishitranjansarker8792 ปีที่แล้ว +4

    আম খাচ্ছেন আপনারা জিভে জল চলে আসলো আমাদের ❤👌😋

  • @jahidbabu6157
    @jahidbabu6157 ปีที่แล้ว +1

    সুমন ভাই প্রবাসে থেকে ত দেশের আম খেতে পারব না তাই আপনার ভিডিও দেখে মনে মনে আম খেয়ে নিই.... ❣️❣️❣️

  • @hashiakterhimu1634
    @hashiakterhimu1634 ปีที่แล้ว

    Vai ato sundor am..Bole Ma sha Allah bolle valo hoto

  • @BrokenHart-nk1hm
    @BrokenHart-nk1hm 11 หลายเดือนก่อน

    আমার প্রিয় বাংলাদেশে জন্ম হয়ে আমি গর্বিত ❤

  • @ashokdasdas6130
    @ashokdasdas6130 ปีที่แล้ว

    খুব সুন্দর একটি ভিডিও

  • @Bangladeshicanadianmom78
    @Bangladeshicanadianmom78 ปีที่แล้ว +5

    মাশাআললাহ
    সুমন ভাইয়া আপনার আজকের ভিডিওটা ও অসাধারন লেগেছে
    শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য ❤

  • @ismailselfie4196
    @ismailselfie4196 ปีที่แล้ว

    রামপালের থেকে। অনেক ভালো লাগে কথাগুলো

  • @princealamin3963
    @princealamin3963 ปีที่แล้ว +1

    আপনি অনেক ভালো মানুষ, ভিডিও গুলো দেখতে মন চাই ❤

  • @sadiafarhana8392
    @sadiafarhana8392 ปีที่แล้ว +5

    সত্যি সত্যিই অসাধারণ হয়েছে সুমন ভাই ❤❤
    আপনার ভিডিও গুলো অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে।
    আপনার ও ভাবির জন্য শুভকামনা রইল ❤❤

  • @SagorKhan-iv9he
    @SagorKhan-iv9he ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ,, আমের ভ্রমনটার অপেক্ষায় ছিলাম,,,

  • @MD.wadudrana2
    @MD.wadudrana2 ปีที่แล้ว +1

    মহান আল্লাহতালার সৃষ্টির পানে যখন তাকাই চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মনে প্রাণে আনন্দে আত্মহারা হয়ে যায় আর ভাবতে থাকি কোনটা রেখে কোনটা শুকরিয়া আদায় করব মহান আল্লাহর দরবারে তাই আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছেন বাসে ভরা ফুল রসে ভরা ফল সু স্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কন্ঠে গান এতে সকলের সম অধিকার ভগবান ভগবান

  • @Jahedkarim-nm7yu
    @Jahedkarim-nm7yu ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও গুলো সব সময় দেখি, অনেক ভালো লাগে।

  • @mdhasahmdhasan8613
    @mdhasahmdhasan8613 ปีที่แล้ว

    বাগানের মালিক চাচার কথা খুব ভালো লাগলো।

  • @SampoornaSamriddhiSarthak
    @SampoornaSamriddhiSarthak 13 วันที่ผ่านมา

    অসাধারণ ভাই, আপনার প্রতিটা ভিডিও। আমি খুবই পছন্দ করি।

  • @Zakirlovebangladesh
    @Zakirlovebangladesh ปีที่แล้ว +10

    আম আমাদের দেশের জাতীয় ফল হওয়া উচিত ছিল

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 ปีที่แล้ว

    আহা।।।। কী দারুণ ভিডিও। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওগুলোর জন্যই তো বসে থাকি অধীর আগ্রহে। কেন বললাম কথাটা? ভিডিও দেখলেই উত্তর পেয়ে যাবেন।

  • @hridoyrahmanofficials10
    @hridoyrahmanofficials10 ปีที่แล้ว

    রাজশাহীর আম সারা বাংলাদেশে যাচ্ছে রাজশাহী অসংখ্য ধন্যবাদ

  • @msdsanaulla
    @msdsanaulla ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাই সারাবিশ্বের সবচেয়ে সুস্বাদু আমের রাজ্য রাজশাহীর চারঘাটে আসার জন্য।

  • @shafiqulislam3117
    @shafiqulislam3117 ปีที่แล้ว

    সুমন ভাই,আমার প্রানের শহর রাজশাহীতে আপনাকে স্বাগতম।

  • @nilufaayub5505
    @nilufaayub5505 8 หลายเดือนก่อน

    MASHALLAH BHAIYA AR BHABI APNADER DUIJONKE HAYATT DIN AMEEN IN'SHAALLAH, MAY ALLAH BLESS YOU AND YOUR FAMILY 💝 ❣️ 💯 👌 👍 🎉🎉❤❤

  • @travelwithfoodbyashik
    @travelwithfoodbyashik ปีที่แล้ว

    আমি গাজীপুর থেকে অসাধারণ একটি ভিডিও

  • @bdvloggerbutterfly1000
    @bdvloggerbutterfly1000 ปีที่แล้ว

    দারুণ হয়েছে আজকের পর্ব

  • @aslampresent3960
    @aslampresent3960 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা মাঝে অনেক দিন দেখিনি আপনাকে

  • @mdbappi9759
    @mdbappi9759 ปีที่แล้ว +4

    ভাই আমার বাড়ি বানেশ্বর বাজার,,,
    আমি সৌদি আরব থাকি,,
    অনেক দিন পরে আমার এলাকাটার ভিডিও দেখে মন টা ভরে গেলো,,
    বাড়িতে থাকতে আম খেতে খেতে মুখ টক হয়ে যেতো,,
    আর এখন আমের দেখা পাইনা,,
    দেশে কবে যাবো,,,আমার প্রিয় এলাকাটাকে খুব মিস করি

  • @radarnokrek5684
    @radarnokrek5684 ปีที่แล้ว +2

    Wow Nice moment ❤️❤️❤️

  • @johirulislam3970
    @johirulislam3970 ปีที่แล้ว

    আমি বিখ্যাত সবচাইতে রাজশাহীর ভিতরে জেলা নওগাঁসবচাইতে আম চাষ হয় নওগাঁতে বেশি এখন❤🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @SaddamHussain-rv4xj
    @SaddamHussain-rv4xj ปีที่แล้ว

    Assam theke bolci bohot balo lage apner video dekle

  • @muslimuddin6946
    @muslimuddin6946 ปีที่แล้ว +1

    আমার বড় ভাইয়ের নাম “সালাহ উদ্দিন সুমন” উনার নামে নাম তাই ভাইকে বলছি এগিয়ে যান। আপনি
    “অন্যতম বিশ্বে
    বাংলাদেশে শীর্ষে”।

  • @mdraselahomed4025
    @mdraselahomed4025 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো

  • @sbssheikh92
    @sbssheikh92 ปีที่แล้ว +16

    আজকে পর্ব সেরা ছিল ভাই 🎉❤ অনেক সুন্দর হয়েছে 🎉 love you bhai ❤

    • @mdedris1353
      @mdedris1353 ปีที่แล้ว

      আমের চেয়েও বেশি মিষ্টি আমাদের ভাইয়ের বউ মাশাআল্লাহ।

  • @SAblog89
    @SAblog89 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে।

  • @abusayed8216
    @abusayed8216 23 วันที่ผ่านมา

    বগুড়ার ছেলে সুমন ভাই রাজশাহী তে এসে আমের বাস্তব চিত্র তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ

  • @saidurrahmansaimun638
    @saidurrahmansaimun638 ปีที่แล้ว

    সুরটি অনেক সুন্দর

  • @shafiqbd7448
    @shafiqbd7448 ปีที่แล้ว

    সুমন ভাই
    আমিও আম খেতে খেতে ভিডিওটা দেখে নিলাম

  • @mdaminurrahmanaminur
    @mdaminurrahmanaminur ปีที่แล้ว

    আমাদের বাড়ি বানেশ্বর আপনা দেরকে দেখে খুব ভাল। লাগলো আমরা ঢাকাই থাকি জদি বাসাই থাকতাম। আমাদের বাড়িতে আপনাদের কে নিয়ে আসতাম।

  • @mdrakibulhasan8083
    @mdrakibulhasan8083 ปีที่แล้ว +5

    সুমন ভাই নওগাঁ জেলার সাপাহার থানায় আসিয়েন আম বাগান দেখতে ❤দাওয়াত রইলো ❤️

  • @sorwarhossain5398
    @sorwarhossain5398 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ, আললাহ সুবহানাল্লাহ তালার অপরুপ সৃষ্টি আমাদের জন্য আম

  • @muhammadjalil3306
    @muhammadjalil3306 ปีที่แล้ว +3

    But definitely a beautiful program.Sumon is always my best favorite,he doesn't know it.

  • @hms1736
    @hms1736 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনা ও নতুন ভিডিও সত্যি মনোমুগদকর আপনার ভাষায়।
    শুভ কামনা ও শুভ সকাল। 🌺🌺🌸🌺💐🌸🙏🌺🥰🦜

  • @MdSiddik-t4h
    @MdSiddik-t4h ปีที่แล้ว +3

    ❤❤❤❤সুমন ভাই মন থেকে অনেক ভালোবাসি আপনাকে ।আপনার ভিডিও র অপেক্ষায় থাকি

  • @mdfardin4908
    @mdfardin4908 ปีที่แล้ว

    সুমন ভাই আমাদের চারঘাটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভালো লাগছে আমাদেরকে।

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 ปีที่แล้ว

    এখন নওগাঁর সাপাহারেও প্রচুর আমবাগান, হরেক রকমের আমও. আগের ধানের জন্য বিখ্যাত ছিল এখন আমের জন্যও.

  • @piyalhassanpiyal5052
    @piyalhassanpiyal5052 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম , সুমন ভাই আশা করি ভালো আছেন । আমি নওগাঁ নজিপুর থেকে বলছিলাম । নওগাঁ পত্নীতলা সাপাহার এখন আমের জন্য অনেক বিখ্যাত হয়ে উঠেছে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি পত্নীতলা সাপাহারকে নিয়ে একটি ভিডিও বানাবেন ।

  • @souadhasan4500
    @souadhasan4500 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম। ভাই আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে, সালাম দিয়ে শুরু করলে আরো ভালো হত।

  • @ujjallohar5117
    @ujjallohar5117 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলো সত্যি খুব ভালো লাগে ইউটিউবে এলে আমি আপনার ভিডিওগুলো আগে দেখি

  • @zahurulislam82
    @zahurulislam82 ปีที่แล้ว +2

    ভাইয়া সাপাহারে আম বাজার ঘুরে যেতে পারেন। সাথে নওগাঁ জেলা ব্রাণ্ড আম্রপলি আমের বাগান।

  • @nurulamin826
    @nurulamin826 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। যিনি এই নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অন্তত একবার বলুন আলহামদুলিল্লাহ। এসবই মহান আল্লাহ পাকের নিদর্শন। আহ ! মহান আল্লাহ আমাদের চারপাশে তার কতো নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহু আকবর।

  • @nillakash3140
    @nillakash3140 ปีที่แล้ว +26

    এই ইশ্বর তুমি ধরনের বুকে কত সুন্দর ফল দিয়েছো হরে কৃষ্ণ

    • @avhiksarkar
      @avhiksarkar ปีที่แล้ว

      রাধে রাধে ❤️❤️🙏🙏

    • @durjoybiswas7127
      @durjoybiswas7127 ปีที่แล้ว

      Hora krisno

    • @dipakakash3844
      @dipakakash3844 ปีที่แล้ว

      হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏🙏👏

    • @RajPatel-dc9mm
      @RajPatel-dc9mm ปีที่แล้ว

      খুব ভালো লাগছে এভাবে আম দেখে শুয়ে পড়ে আম দেখে

    • @frbshipubapery9543
      @frbshipubapery9543 ปีที่แล้ว

      Islam er potha aso tumra poth btosto

  • @Mdhehedihasan-e7w
    @Mdhehedihasan-e7w ปีที่แล้ว

    সুমন ভাই আপনার ভিডিও গুলো অনেক অসাধারণ লাগে

  • @mahidchowdhury3150
    @mahidchowdhury3150 ปีที่แล้ว

    Onk valo lagsay❤❤❤

  • @nihanrajib
    @nihanrajib ปีที่แล้ว

    ভাই ভাবির হাত দিয়ে আম খাওয়াটা আমার ভালো লাগছে,, ছোট বেলায় আমরা এই রকমই খেতাম,,, এই রকম আম খাওয়াটাও আমি ভুলে গেছি

  • @abusaied8645
    @abusaied8645 ปีที่แล้ว

    রাজশাহী পুঠিয়া বানেশ্বর স্বাগতম।

  • @mehedialhasan8134
    @mehedialhasan8134 ปีที่แล้ว +1

    সুমন ভাই, আম্রপালী আমের রাজ্য সাপাহারে আসার জন্য আপনাকে নিমন্ত্রণ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আমের বড় বাজার এবং আম উৎপাদনে শীর্ষ এলাকা সাপাহারে এসে ঘুরে যাবেন।

  • @smbdofficial1393
    @smbdofficial1393 ปีที่แล้ว

    আমি ভিডিওটি গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে দেখছি ভাই আপনার ভিডিও আমি সব সময় দেখি❤❤❤❤

  • @lifefact8996
    @lifefact8996 ปีที่แล้ว +1

    বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের চাইতে বড় আম বাজার কোথাও নেই