নাচোলে রফিকুলের বারোমাসী আমের বিশাল বাগান | Shykh Seraj | Channel i |
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- নাচোলে রফিকুলের বারোমাসী আমের বিশাল বাগান
সম্পূর্ণ ভিডিও- • নাচোলে রফিকুলের বারোমা...
======================
বরেন্দ্র এমন সবুজ আর সমৃদ্ধ ছিলো না। গত শতাব্দীর সেই আশির দশক থেকে এ অঞ্চলের কৃষি সংস্কৃতির সাথে পরিচয়। বহুবার প্রতিবেদন ধারণ করতে এ অঞ্চলগুলোতে আসা হয়েছে। সে সময় দেখেছি সেচের অভাবে কৃষিকাজ তেমন হতো না। ফলে কর্মহীনতাই ছিলো এখানকার দারিদ্রতার মূল কারণ। বৃষ্টির ওপর নির্ভর করে বছরে একটা ফসল হয়তো ফলানো যেতো। কিন্তু এরপর সারা বছর জমিগুলো পড়ে থাকতো চাষ-আবাদ ছাড়াই।
বিগত এক দশক ধরে ধান চাষের জন্য প্রসিদ্ধ এ অঞ্চলে শুরু হয়েছে অন্যরকম কৃষি সমৃদ্ধির কার্যক্রম। উপর থেকে দেখলেই বোঝা যায় সবুজ ধানের জমিগুলোতে ঢুকে গেছে গাঢ় সবুজ রঙের আরেক কৃষি। মূলত তরুণদের হাত ধরেই বদলে যাচ্ছে বরেন্দ্রের চাষাবাদ, মাঠের চিত্র। উচ্চমূল্যের ফল-ফসল চাষে উদ্যোগী হচ্ছেন তারা। সম্প্রসারিত হচ্ছে বাণিজ্যিক কৃষি। এমনই এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের রফিকুল ইসলাম।
Facebook: / shykhseraj
TH-cam: / shykhseraj
Twitter: / shykhseraj
Instagram: / shykhseraj
Linkedin: / shykhseraj
#SSERAJ #বারোমাসি #আম