উপসংহার লিরিক আবৃত্তি- একই আকাশের নিচেই তো আছি না হোক এক শহর বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও পাগলটা ঠিক ভাববে অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায় সব গল্পের উপসংহার হয়না... গান- আমার স্তব্ধ বিকাল তোমার ব্যস্ত সময় আমার মনের আকার তোমার নিঝুম সন্ধ্যা তোমার গল্পে আমি থেকেও নেই তবুও আমার গল্পে ভেবে যাই... কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো (।।) আবৃত্তি- মনে পড়ে? তোমার কি মনে পড়ে? আমার বাঁকা হাতের লেখা চিঠিগুলোর কথা? কত আবেগ কত ভালোবাসা জমা ছিলো! এখন শুধুই অপূর্ণতা যেখানে আমার প্রাপ্তির তালিকায় তুমি! অসীম শুন্যতার নাম... গান- আমার ক্লান্ত আকাশ তোমার চিনহগুলো আমার ভেজা দুঃখ তোমার বৃষ্টি বিলাস তোমার গল্পে আমি থেকেও নেই তবুও আমার গল্পে ভেবে যাই... কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো (।।) আবৃত্তি- অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায় সব গল্পের উপসংহার হয়না...
আজ গানটা শুনতে গিয়ে পুরোনো জীবনে ফিরে গেলাম। ১২ বছর আগে অনার্স শেষ করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা দুইজন ক্যাম্পাসের সেকেন্ড ইয়ার থেকেই দুইজনের প্রেমে পড়েছিলাম। ক্যাম্পাস জুডে আমাদের এক জনের নামে অন্যজনকে চিনতো সবাই। ভাবিনি কখনোই আমরা আলাদা হবো! কিন্ত জীবনে সুখের সময় এক থাকেনা, অনার্স লাস্ট ইয়ারের শেষের দিকে তার পরিবার আমাদের কথা জেনে ফেলে এবং আমাকে কোনভাবেই মেনে নেয়নি। তখনো আমি ছিলাম স্টুডেন্ট । যা হবার তাই হলো, সে আজ দুই সন্তানের জননী। থাকে অন্য শহর। অন্য দেশ। অস্ট্রেলিয়াতে। আমি এখনো বিয়ে করিনি করব করব করে। এই মধ্য বয়সে এসে হঠাৎ উপসংহার গানটা শুনে আবেগী হয়ে গেলাম সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ বয়সের মত। সব গল্পের উপসংহার হয়না...
ফার্স্ট সেমিস্টার থেকেই তার সাথে আমার বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড থেকে কাপল। ভার্সিটির ব্যাচম্যাটের সবাই আমাদের নাম একসাথেই নেয় এখনো, শুধু মানুষটি নেই। কিছুদিন পর তার বিয়ে, এরপর আমি তাকে চিরতরে হারিয়ে ফেলবো৷ আপনার মত তখন হয়ত একা একাই জীবনটা কাটিয়ে দিবো। ২২-০৭-২০২১
ভাইয়া সাড়েতিন বছরের রিলেশন ছিল আপনার মতো ওর বাসায় জেনে যাওয়ার পর সেইম মেয়ের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করে সেনাবাহিনী চাকরি করা একটা ছেলের কাছে ২ মাস হলো বিয়ে দিয়ে দিসে
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
২০১৭ সালে ভার্সিটি বাসে প্রথম শুনসিলাম, তখন ব্যান্ডের ভোকাল নুহাদ ভাই ছিল না! বেজিস্ট ছিল! যাই হোক, তখন গানটার নাম "গল্প" ছিল, ডেমো একটা ভার্সন শুনসিলাম মনে আছে, টানা তিন দিন! শোভন ভাই, ইশান ভাই- আপনাদের জন্য শুভকামনা! গান ভাল হইসে! রাত্রীর জন্য অপেক্ষায়..!
-আমার স্তব্ধ বিকাল -তোমার ব্যস্ত সময় -আহা কতটা গভীরে এই দুইটা লাইন🙂 -আজ সে তার সংসার নিয়ে ব্যস্ত, তার প্রতিটি সময় যায় ব্যস্ততার মধ্য দিয়ে..সময় যায় তাঁর সরকারি চাকরিজীবি স্বামীর সাথে -বিকাল বেলায় সে যখন তার স্বামীর হাতে হাত রাখে আমি তখন অগোচরে তাঁকে ভেবে সিগারেটে হাত রাখি🙂 -আমার সময়গুলো স্তব্ধ হয়ে আসে যখন আমি তাঁকে ভাবি -ভালো থাকুক,ভালোবাসা🙂💔
এখনও বৃষ্টি হয়,জানি কিছু বৃষ্টির ফোঁটা জমা হয় তোমার জানালায়ও। আমার বৃষ্টি ছোঁয়া হয় ঠিকই,ছোঁয়া হয় না কেবল তোমায়।নিয়ম করে বৃষ্টি ছুঁয়ে তোমাকে ভাবা হয় শ্রাবণের প্রতিটা বিষন্ন বিকেলেই। আচ্ছা! তোমার ভালোবাসা'ও কি রঙ বদলে ফেলেছে এই উপসংহার বিহীন গল্পের অধরার ভালোবাসার মতো?
স্কুল জীবনের প্রেমকে সবাই বলে ছেলেবেলার প্রেম। কিন্ত আজ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে এসেও আমি অন্য কাউকে ভালো লাগাতে পারিনি। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অন্য শহরে। প্রোফাইল লক থাকায় তোমার ফেসবুক আইডিও দেখতে পাইনা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনা ভয়ে, যদি ব্লক করে দাও! তুমি আসলেও অধরা! যাকে কখনো ছুঁয়ে দেখার ভাগ্য হয়ত আমার হবেনা।
হঠাৎ করেই তাকে ভালোলাগা ও ভালোবাসা... কিন্তু তার মনের জানালায় হয়তো অন্য কেউ... তাই, কিছু ভালোবাসা দূর হতেই সুন্দর 😃 ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ ... দোয়া রাখি সব সময় তার জন্য...
গল্পটার সবে মাত্র কয়েকটা পাতা পড়া হয়েছিল। সে বলেছিল থাক আমরা আগের মতোই থাকি। আমি হয়তো অজান্তেই গল্পের অনেকটা শেষ একে ফেলেছিলাম। কিন্তু গল্পের উপসংহারটা বাকি ছিল। হয়তো আর কখনই সেই উপসংহারে পৌঁছানো হবে না। এমনো হতে পারে এই গল্পের কোন উপসংহার নেই। হয়তো গল্পের সব আবেগ প্রথম কয়েকটা পাতায় আবদ্ধ।
সেই ২০১৬ সালে তার সাথে প্রথম দেখা।1 বছর তার সাথে থেকেছিলাম।কিন্তু পরিস্থিতি আমাদের কে আলাদা করে দিয়েছিলো।এর পর আবার 1বছর পর দেখা হয়েছিল। এটি শেষ দেখা ছিল। এর পর তুমি ২০১৯ সালে তুমি। চলে গেলে।কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে পরে।ধন্নবাদ গল্প Band ke এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্ন্য।এই গান সুনলে তার কথা খুব মনে পরে।তাই প্রিয় গানের তালিকায় এই গান তা রেখে দিয়েছিম💜 কিছু কিথা এখনো তোমায় বলার বাকি ছিল সত্যিই। কিন্তু তুমি অন্ন প্রিথিবিতে।🙂💙
বুড়িগঙ্গার ঘোলাটে পানি আর আটলান্টিকের নীলের মাঝে যতোটা দূরত্ব ঠিক ততটাই অবাস্তব আর ব্যবধান তোমার সাথে আমার;অথচ একই শহরে দুজনে... 0:35 সব গল্পের উপসংহার হয়না 🙂💔 লাইক দিবেন আবার আসবো শুনতে ধন্যবাদ 😊
আজ গানটা শুনতে গিয়ে পুরোনো জীবনে ফিরে গেলাম। আমরা দুইজন দুইজনের প্রেমে পড়েছিলাম। ভাবিনি কখনোই আমরা আলাদা হবো! কিন্ত জীবনে সুখের সময় এক থাকেনা, শেষের দিকে তার পরিবার আমাদের কথা জেনে ফেলে এবং আমাকে কোনভাবেই মেনে নেয়নি। তখনো আমি ছিলাম স্টুডেন্ট । যা হবার তাই হলো, দুইজনে আলাদা হয়ে গেলাম । ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ দুজনে একই শহরে। আমার চোখের সামনে সে অন্যের হাত জোরেই ধরে ঘুরে। আমি শুধু চুপচাপ তাদের দেখি। যদিও সে আমার সামনে আসে এমন ভাব ধরে আমাকে চিনেই না। এমন এক অভাগ্য যে প্রতি দিন কোনো না কোনো ভাবে দেখা হয় যায়। আজ আমি তার কাছে ঘৃণার পাত্র।
তোমার গল্পে আমি থেকে'ও নেই!💔 তবু আমার গল্পে ভেবে যাই!😊 কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিল! কিছু অপূর্ণতা'ই আমার আছে রয়ে গেল!!! স্বপ্ন বাস্তবতার মতো এত নিষ্ঠুর না! স্বপ্নে খুব ভালো ভাবে গল্প কে সাজানো সম্ভব!!!!!🖤💥💣😊 অসাধারণ ছিল!!!!!!!!!
২ সপ্তাহ হলো গান রিলিজ হয়েছে views 46k মাত্র এই গান তো ২ সপ্তাহে অন্ত্যত ২ মিলিয়ন views ডিসার্ভ করে। তারপর ও বলি views দিয়ে কোনো গান কেমন তা বলা যায় না। সব গান সবার জন্য না😊🖤
আহা কি একটা অনুভূতি! সব গল্প, সব কথা এক গানেই সম্পূর্ণ। এখন শুধু মনে হয় তোমার গল্পের যদি শুরুটা না হতো তাহলে আর উপসংহারের অপেক্ষায় থাকতাম না। অহ আচ্ছা বুঝেছি সব গল্পের তো আবার উপসংহার হয় না 💔
আহা! কি একটা অনুভুতি! সব গল্প,সব কথা এক গানেই সম্পুর্ন ! এখন শুধু মনে হয় তোমার গল্পের যদি শুরুটা না হতো তাহলে আর উপসংহারের অপেক্ষায় থাকতাম না। অহ আচ্ছা বুঝেছি, সব গল্পের ত আবার উপসংহার হয় না।🙂
সে ক্লাস শেষ করে এসে বিকেলে কল দিত। এখন সে অন্য কারো। "আমার স্তব্ধ বিকাল, তোমার ব্যস্ত সময়।" লাইনটা খুব ফিল করি। সত্যিই আমার বিকালগুলো স্তব্ধ হয়ে আছে। আর সে ঠিকি বিকেলে ব্যস্ত তার নতুন কে নিয়ে। তার নতুন জীবনকে নিয়ে। তার নতুন গল্পের উপসংহার সুন্দর হোক। ভালো থাকুক সে সবসময়। স্তব্ধ কোনো বিকাল তাকে ছুঁয়ে না যাক। স্তব্ধ বিকাল যে অনেক ভারী।
গান এর কোন বিনিময় মূল্য হতে পারেনা। আমরা জানি খুব বেশি সাড়াও হয়ত আমরা পাবোনা এই উদ্যোগে। স্রোতের বিপরীতে কিছু মানুষ এখনো আছেন। যারা ব্যান্ড বা আর্টিস্টদের ফান্ড রাইজিং এ ফিনান্সিয়ালি কনট্রিবিউট করতে আগ্রহী থাকেন। আর তাদের জন্যেই আমাদের এই কথাগুলো- অনেকেই আমাদের গান 'উপসংহার' এর অরিজিনাল ওয়েভ ফাইল চাচ্ছেন ফোনে ডাউনলোড করে শোনার জন্যে। তার বদল আপনারা যেকোন এমাউন্টের টাকা পাঠাতে পারেন আমাদের কাছে বিকাশে বা নগদের মাধ্যমে। কারণ ইউটিউবে গান এর অডিও রেজুলিউশন ডিফল্ট থাকে। যেকারণে অরিজিনাল কোয়ালিটি পাওয়া যায় নাহ। যারা আমাদের গানগুলোর অরিজিনাল ফাইল শুনতে চান। তারা আমাদের মেসেজ করতে পারেন ফেসবুকে বা ফোন করতে পারন - বিকাশ বা নগদ নাম্বারে যেকোন এমাউন্টের টাকা দিয়ে জানাবেন। আপনার মেইলে আমরা গানটির অডিও পাঠিয়ে দেবো। বিকাশ এবং নগদ নাম্বার - 01707886077 (পার্সোনাল) শেষে আমরা এইটুকু বলতে চাই। আমরা তো আশা করতেই পারি, অন্তত কিছু মানুষ তো সাড়া দেবেন এই উদ্যোগে। যারা কনট্রিবিউট করবেন অবশ্যই এই কমেন্টের রিপ্লাইতে জানাতে পারেন। যাতে অন্যরাও উৎসাহিত হয়।❤️
যারা কমেন্ট করেছেন কন্ট্রিবিউট করবেন আমি ৯৯% শিয়র তাদের একজনও করেননি। যারা কনট্রিবিউট করার তারা ঠিকই কমেন্ট দেখে ফোন করে করতেন দেন এখানে জানাতেন হয়ত আবার অনেকে জানাতেনও নাহ। আমার কথা কন্ট্রিবিউট করার সত্যিই ইচ্ছে থাকলে পিন কমেন্টেই তো সব প্রসিডিওর বলা আছে। বাই দ্যা ওয়ে আমি গতকাল আমার সাধ্যমত যা পেরেছি কনট্রিবিউট করেছি। ব্যান্ড থেকেও শিয়র করেছেন পেয়েছেন।
আমাদের দ্বিতীয় দেখার পরই আমি তার নাম রেখেছিলাম "পূর্ণতা"। ভেবেছিলাম আগামীবার যখন দেখা হবে তখন তাকে এই নামে ডাকবো। কিন্তু এই " পূর্ণতা" নামে ডাকাটা অপূর্ণতা থেকে গেলো।🥀
অধরা, মাঝে মাঝে ভালোবাসার রং বদলায়🙂 লাইগুলো আমি আমার বাস্তব জীবনের সেই না পাওয়া "অধরাকে" উৎসর্গ করে আসলাম! প্রতিটি লাইন-ই যেন আমার জীবন থেকে নেওয়া হয়েছে! ভালোবাসা আরও হাজারগুন বেড়ে গেলো @Golpo 🌻💖
'গল্প'-এর প্রথম গান শুনলাম আর পুরোপুরি মিশে একাকার গানের সাথে.....আমার প্লেলিস্টে একদম পাকাপোক্তভাবে স্থান করে নিতে যাচ্ছে দলটি....অসাধারণ।অনেক ভালোবাসা❤️।
এইত ৪৯ ঘন্টা ১৬ মিনিট আগেও আমরা এক ছিলাম। কতো স্বপ্ন দেখতাম। হ্যা আগেও শুনেছি উপসংহার। তবে আজকের মত কখনো ফিল করি নাই। জানেন জীবন না খুব অদ্ভুত। খুব অদ্ভুত। আহারে জীবন! আহারে জীবন! আহারে আমি!
আমাদের নাহ হয় উপসংহার বিহীন গল্প ই হোক!!যাতে কয়েক বছর পরও যখন সুখের একঘেয়ে জীবন কাটাবো!তখন এই আমাদের গল্পের উপসংহার কেমন হতো সেসব ভেবে সুখের একঘেয়েমিটা কাটাবো তোমার প্রতি এক সমুদ্র সমান অভিযোগ নিয়ে।চোখে হয়তো জল আসবে, না চাইতেও,,অভিমানও হয়তো হবে!! মনে মনে তোমাকে জিজ্ঞেস করবো,"আচ্ছা তোমার গল্পে আমি থেকেও কেন ছিলাম নাহ"?!উত্তরটা হয়তো কখনো পাওয়া হবে নাহ!!অভিমান বা প্রশ্ন গুলো নিয়ে আনমনে বলে যাবো"যানো কিছু কথা তোমায় এখনো বলার বাকি ছিলো,কিছু অপূর্ণতা এখনো আমার মাঝে রয়ে গেলো"!! ভালো থেকো আমার জীবনের শ্রেষ্ঠ অপূর্ণতা💙
মনের ভীষণ কাছে থেকেও তোমার পাশে থাকা হলো না। সত্যিই,তোমার গল্পে আমি থেকেও নেই... ধরো,যদি বিধাতা আরেকটিবার সু্যোগ দেয়,আমার গল্পের উপসংহারে কেবল তোমাকে চাইবো।বারেবারে তোমাকেই❤️
এ গানটা হয়তো আজ আমার হেডফোনে সারারাত বাজবে, আর আমাদের স্মৃতি গুলা চোখের সামনে বাসবে। ধন্যবাদ ব্যান্ড গল্প কে এমন সময়ে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য.
সে আমার জীবনে এসেছিল এক অনন্য রূপে.. এত হ্যাপিনেস দিয়েছিলে যা আমার পৃথিবী রাঙ্গিয়ে দিয়েছিল।। আজ সব স্মৃতি হয়ে গেলো। সে হায়িয়ে গেলো খুবই অদ্ভুত ভাবে! এখন সেই স্মৃতি গুলো নিয়ে আমি খুবই নিশ্চুপে বেঁচে আছি। ঠিক এক ছন্নছাড়ার মতো! সব গল্পের উপসংহার হয় না ❤
সবমিলিয়ে খুব দারুণ। একটা ভিন্ন টেস্ট, প্যাটান, স্কেল পাওয়া গেছে। ছটানো ছিটানো গল্প গুলো এভাবেই তো এভাবেই হওয়ার কথা। খুব ভালো হয়েছে। বেশ মুগ্ধতা পড়েছি। এ গান সুন্দর। বেঁচে থাকবে শতাব্দীর পর শতাব্দী। প্রিয় গল্প, আপনারা অদ্ভুত! আরো কিছুক্ষন হোক না গল্প। ❤️
তার সাথে শেষ দেখা আজ থেকে পাঁচ বছর আগে। এরপর থেকে দুজন দুই শহরে! অজস্র বার তার শহর রাজশাহী গিয়েছি একবার দেখার জন্যে। কিন্ত ভাগ্যে জুটেনি। আজ গানটা শুনতে গিয়ে তার কথা মনে পড়ে গেলো। তার নামটাও না হয় দিলাম অধরা! আসলেই সে অধরাই! যাকে কখনো ছুতে পারবো না আর। আমি ভাবি আমরা দুটো শহর কিন্ত আকাশটা তো এক। এটাই না হয়, আমার জীবনের উপসংহার💖
যার কষ্টে আমি নিজেও কেঁদে যায়। যার হাসিতে, আমি শত মন খারাপে ও হাসি। তবুও তার কাছে কী আমার জন্যে একটুকু অনুভুতি নেই? কত সহজেই সে আমার কান্না উড়িয়ে দেয়, কষ্ট পেলে সবার আগে যার কাছে ছুটে যায়, যার কাছে আমার সব অভিযোগ,যাকে সব কিছু খুলো বলি, সেই অভিযোগ সেই ব্যথা তার কছে শুধু কী একটি কাহিনীয় মাত্র? আসলেই কী সে কিছুই অনুভব করে না? নাকি আমাকে বুঝাতে দেয় না? নাকি আমাকে বুঝাতে চাই নিজের কান্নায় কাঁদতে হয় শুধু নিজেকেই। লোকে বলে এত উপেক্ষা /ইগনোর তারপরে কি ভালোবাসা থাকে? আমি বলি মন থেকে যদি চাই থাকবে না-ই বা কেন? হ্যাঁ আমি তোমার প্রথম হতো পারিনি, তাই বলে কি উপন্যাসের শেষটুকু -তে ও যায়গা হবেনা? আমি না হয় তোমার শেষ প্রেম তাই হবো। আর হাতে হাত রেখে কাটিয়ে দিবে একটা জনম।
গানের প্রতিটি লাইন,প্রতিটি কথা মনে করিয়ে দেয় তার কথা। যাকে অসম্ভব ভালোবাসি। যানিনা সে কখনো ফিরবে কি না তবুও বিশ্বাস রেখে এখনো অপেক্ষায়। অপেক্ষার শেষ কএ জানা নেই।
সে আমার সমস্ত গল্প জুড়েই আছে, নেই শুধু উপসংহারে। দুজন মিলে দেখা সব স্বপ্ন যেন স্থির হয়ে পড়ে আছে জীবনের ফেলে আসা কোনো এক মুহূর্তে। আমাদের গল্পে কোনো উপসংহার নেই🙂
হয়তো আমার ভালোবাসার গল্পও উপসংহার হলো না। স্কুল লাইফ থেকে দীর্ঘ নয় বছরের সম্পর্ক পরিণতি দিতে পারে নি।যেখানে আছে ভালোবাসার মানুষটি ভালো থাকুক।কিছু ভালোবাসা না হয় উপসংহারে না পৌছাক তবু ভালো থাকুক ভালোবাসা।অসাধারণ একটি গান যেটি হারানো প্রিয় মানুষটিকে বারবার মনে করিয়ে দে 🧡
আগে একই শহরে থাকতাম কিনতু এখন অনেক দূরে ভালোবাসাটাও নাই।তুমিও যে আকাশ দেখো আমিও সেই আকাশ দেখি তাছাড়া আর সবকিছু ভিন্ন।গানের প্রথমটুকু শুনেই গানের প্রেমে পড়ে গেলাম।One of the best song of this year!
সে যখন class 8 পড়ে, তখন থেকেই তাকে পছন্দ করি, তারপর থেকে তাকে প্রচন্ডরকম ভালোবেসে ফেলি। আমার জানামতে ভালোবাসা কোনো দন্ডনীয় অপরাধ না। সেও জানতো তাকে কতটা পছন্দ করি বা কতটা ভালোবাসি। প্রথম প্রথম আমাদের কথা হতো না কারণ সে এসব থেকে দূরে থাকতো। তারপর ধিরে ধিরে কথা হয়। সে জানতো তাও তাকে আবার নিজ থেকে জানিয়ে দিলাম ভালোবাসার কথা। আমাদের কথা হতো, তার ফেমেলি জেনে যাওয়ার পর কথা বন্ধ হয়ে যায়। অতঃপর সে আবারও ফিরে আসে, আবারও কথা হয়। মাশাল্লাহ সব ভালোই যাচ্ছিলো আমাদের। কিন্তু সে যে অন্য কাউকে ভালোবাসবে তা আমাকে কোনোদিন জায়ান নি। তাকে কতো দোহাই দিয়েও রাখতে পারিনি। বলেছিলাম তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সে বললো আমিতো পারি 🙂। আজ সে তার ভালোবাসার মানুষের সাথেই আছে। অন্তত সে এটা অনুভব করতে পারবে যে কতোটা কষ্ট পেয়েছি। কিন্তু তাকে আমি আজও ভালোবাসি। তার অপেক্ষায় রইলাম। তাহলে ভালোবাসা টা কি গল্পের উপসংহার? তুমি যদি কখনো এই কমেন্টটা দেখো, আবারও বলছি। আজও ভালোবাসি 💞 ফিরে এসো / ফিরিয়ে নাও 🙏🙏 ভীষণ কষ্ট হয়, তুমি তো জানতে কতটা ভালোবাসি 😭💔
অধরারা অপূর্ণ হয়েই থাকে, তারা শুধু থাকে কল্পনায়। পাগলটা তাকে নিয়ে ভাবেলেও অধরার হয়ৎ ভাবার সেই সময়টুকুও নেই। অপূর্ণ কথাগুলো কুকড়ে খেলেও বলার আর সেই সুযোগ থাকেনা। চিঠিগুলো অযত্নে অগোছালো হয়ে পরে থাকে রাতের আধারে জ্যোৎস্না ফুটে জানালা দিয়ে এসে চোখে পরে, অধরা স্মৃতি হয়ে আসে আর সেই স্মৃতির উপসংহার হয় না।
"কিছু কথা এখনও তোমায় বলার বাকি ছিল কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো" সময়টা ২০২০ সালের জুলাই মাসের ২১ তারিখ! তার সাথে দেখা হয়েছিলো খুলনা মেডিকেল হস্পিটালে! টানা ৫ রাত(সারারাত) একই ওয়ার্ডে জেগে থেকেছি শুধু দুজনেই! কত চোখাচোখি, চোখে চোখে কত কথা🖤 তবু কাছে গিয়ে কথা বলা হয়নি! পরে সে তার পেশেন্টের ডেড বডি নিয়ে বাসায় ফেরে! ওই যে তার হারিয়ে যাওয়া! গত ১ বছর ধরে পাগলের মত খুজেছি,খুজছি! তবুও আশা আছে হয়তোবা কথা হবে কোনোদিন🖤 গল্প ব্যান্ডের প্রতিটি গান ই আমার জীবনের সাথে মিলে যায়! তাদের "সময়" এবং "উপসংহার" গান দুটির প্রতিটি লাইন যেন আমার জীবন থেকে নেয়া! ❤️
নবম শ্রেণী থেকে বেস্ট ফ্রেন্ড তারপর মেট্রিক শেষ করার পরে রিলেশনশিপে আবদ্ধ হই। বছরের পর বছর আমাদের পথ চলা কিন্তু কখনো ভাবি নি শেষটা কেমন হবে! নিয়তি সব সময় এমনই যে যাকে চায় সে কখনো তাকে পায় না এটাই চরম সত্যি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সকল প্রেমিকের ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা উপসংহার হয়ে থাকে।
গানটা release হওয়ার পর থেকে শুনে যাচ্ছি সারাদিন শুনতে থাকি এত্তো সুন্দর ভাবে মনের আবেগটা প্রকাশ করা হয়েছে যা মনোমুগধকর 💟 তবে সব অধরা যে ছেড়ে চলে যায় না কিছু কিছু অধরা কে ই যে ছেরে চলে যায় ভালোবাসা সত্যি রং বদলায় 💗💗
শিরোনামহীন, বেদনা, শূন্য এবং অনিকেত প্রান্তরের মতন আরো একটা ব্যান্ড পছন্দের তালিকায় যোগ হলো 😇 গানটা যখন প্রথমবার শুনছিলাম তখন মনে হয়েছিলো গানটা অনেক আগের কিন্তু না দেখলাম এখনো ২০২১ এ এসেও এরকম সূর, গান বানানো সম্ভব। ভালোবাসা অভিরাম 🖤 এখন বলি গানটা শুনে যার কথা মনে পরে গেলো তাকে উদ্দেশ্য কিছু বলি; হোক না আমাদের মাঝে দূরত্ব, মনের কোন দূরন্ত হয় না প্রিয়, একই আাকাশের নিচেই তো আছি দুজনেই 🙂 যেখানেই থাকো, ভালো থাকো;। তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কখনো কমবে নাহ, জেনে রেখো প্রিয়😊 #ইমরোজ 🖤
"আমার ভেজা দুঃখ,তোমার বৃষ্টি বিলাস" কি যে লিরিক্স গল্পের!এই গানটা একদম সব দিক থেকে পারফেক্ট।কোন কিছুর কমতি নেই। গল্প অনেক অনেক দূরের পথে হাঁটছে।এই হাঁটা গন্তব্যহীন হোক।শেষ না হোক।
শুনে আসতে পারেন আমাদের নতুন গান 'বয়স'
th-cam.com/video/SDQcNtHX06g/w-d-xo.htmlsi=Wvvqa3yxMJ52qd9U
❤Ami sunci + namaici Joss song,onek kisui mile gelo 😅
sunlam onek onek beautifull
🫀❤️🩹
উপসংহার লিরিক
আবৃত্তি-
একই আকাশের নিচেই তো আছি
না হোক এক শহর
বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও
পাগলটা ঠিক ভাববে
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না...
গান-
আমার স্তব্ধ বিকাল
তোমার ব্যস্ত সময়
আমার মনের আকার
তোমার নিঝুম সন্ধ্যা
তোমার গল্পে আমি থেকেও নেই
তবুও আমার গল্পে ভেবে যাই...
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো (।।)
আবৃত্তি-
মনে পড়ে? তোমার কি মনে পড়ে?
আমার বাঁকা হাতের লেখা চিঠিগুলোর কথা?
কত আবেগ কত ভালোবাসা জমা ছিলো!
এখন শুধুই অপূর্ণতা
যেখানে আমার প্রাপ্তির তালিকায়
তুমি! অসীম শুন্যতার নাম...
গান-
আমার ক্লান্ত আকাশ
তোমার চিনহগুলো
আমার ভেজা দুঃখ
তোমার বৃষ্টি বিলাস
তোমার গল্পে আমি থেকেও নেই
তবুও আমার গল্পে ভেবে যাই...
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো (।।)
আবৃত্তি-
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না...
🖤🖤
Love from Tangail ❤️❤️❤️
Love from khagrachari
Love From Sylhet ❣️🌼
প্রথম অংশটা জাস্ট আগুন... এর তুলনা হয় না...
লিরিকটার এক-একটা শব্দ গুলির মতন যা কানের ভিতর দিয়ে বুকের ভেতর আঘাত করে...
আজ গানটা শুনতে গিয়ে পুরোনো জীবনে ফিরে গেলাম। ১২ বছর আগে অনার্স শেষ করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা দুইজন ক্যাম্পাসের সেকেন্ড ইয়ার থেকেই দুইজনের প্রেমে পড়েছিলাম। ক্যাম্পাস জুডে আমাদের এক জনের নামে অন্যজনকে চিনতো সবাই। ভাবিনি কখনোই আমরা আলাদা হবো! কিন্ত জীবনে সুখের সময় এক থাকেনা, অনার্স লাস্ট ইয়ারের শেষের দিকে তার পরিবার আমাদের কথা জেনে ফেলে এবং আমাকে কোনভাবেই মেনে নেয়নি। তখনো আমি ছিলাম স্টুডেন্ট । যা হবার তাই হলো, সে আজ দুই সন্তানের জননী। থাকে অন্য শহর। অন্য দেশ। অস্ট্রেলিয়াতে। আমি এখনো বিয়ে করিনি করব করব করে।
এই মধ্য বয়সে এসে হঠাৎ উপসংহার গানটা শুনে আবেগী হয়ে গেলাম সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ বয়সের মত। সব গল্পের উপসংহার হয়না...
ফার্স্ট সেমিস্টার থেকেই তার সাথে আমার বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড থেকে কাপল। ভার্সিটির ব্যাচম্যাটের সবাই আমাদের নাম একসাথেই নেয় এখনো, শুধু মানুষটি নেই। কিছুদিন পর তার বিয়ে, এরপর আমি তাকে চিরতরে হারিয়ে ফেলবো৷ আপনার মত তখন হয়ত একা একাই জীবনটা কাটিয়ে দিবো।
২২-০৭-২০২১
ভাইয়া সাড়েতিন বছরের রিলেশন ছিল আপনার মতো ওর বাসায় জেনে যাওয়ার পর সেইম মেয়ের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করে সেনাবাহিনী চাকরি করা একটা ছেলের কাছে ২ মাস হলো বিয়ে দিয়ে দিসে
ভাই, আপনি কত ব্যাচ?
এই রকম গল্প অনেকেরই জীবনের গল্প ।দুই জনের দুই জেলা এই জন্য তার পরিবার আমাদের সম্পর্ক মানতে পারলো না।
Thanks for sharing your feelings with us! Means a lot❤️
উপসংহার বিহীন গল্পই ভালো।কখনো অপ্রাপ্তির বেদনায় চোখের কোণে জল জমবে কখনোবা মনের গহীনে লুকিয়ে থাকা পাওয়ার আশা একটুখানি সুখ জাগাবে।
আপনাদের ভালোলাগাই আমাদের জন্যে বিরাট অনুপ্রেরণা ❤️
Thik he vai
🥺🖤
অসম্ভব চমৎকার বলেছেন প্রিয়।
অসম্ভব সুন্দর বলেছেন ভাই💖
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
this song was so underrated..
Right
Yes
Naa, amar youtube er home screen e vidoes scroll korte korte pelam eta.🎉❤
Amak suggest koreche..
২০১৭ সালে ভার্সিটি বাসে প্রথম শুনসিলাম, তখন ব্যান্ডের ভোকাল নুহাদ ভাই ছিল না! বেজিস্ট ছিল!
যাই হোক, তখন গানটার নাম "গল্প" ছিল, ডেমো একটা ভার্সন শুনসিলাম মনে আছে, টানা তিন দিন!
শোভন ভাই, ইশান ভাই- আপনাদের জন্য শুভকামনা!
গান ভাল হইসে!
রাত্রীর জন্য অপেক্ষায়..!
Next release will be Ratri😁
-আমার স্তব্ধ বিকাল
-তোমার ব্যস্ত সময়
-আহা কতটা গভীরে এই দুইটা লাইন🙂
-আজ সে তার সংসার নিয়ে ব্যস্ত, তার প্রতিটি সময় যায় ব্যস্ততার মধ্য দিয়ে..সময় যায় তাঁর সরকারি চাকরিজীবি স্বামীর সাথে
-বিকাল বেলায় সে যখন তার স্বামীর হাতে হাত রাখে আমি তখন অগোচরে তাঁকে ভেবে সিগারেটে হাত রাখি🙂
-আমার সময়গুলো স্তব্ধ হয়ে আসে যখন আমি তাঁকে ভাবি
-ভালো থাকুক,ভালোবাসা🙂💔
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
,,,,,💔
,,,,,,💔
এভাবে না বললেও পারতেন ভাই খুব কষ্ট লাগলো, কারন আমার সাথেও যে এমনটা হতে চলেছে
One of the best song of this year!Take love from BMAA. Best wishes for Golpo.
অনেক ধন্যবাদ। ভালোবাসা থাকলো এবং আমাদের পাশে চাই সবসময়❤️
অনেকদিন পর ৯০ দশকের সুর,কথা এবং কন্ঠ শুনতে পেলাম,মনে হচ্ছে।
আর আবৃত্তি... যে কোন প্রশংসা বাক্যই কম হবে।এক কথায় অসাধারণ 👍👌💕
Thanks for sharing Your feelings... It means a lot to us ❤️
ধন্যবাদ তাকে,সে ছেড়ে না গেলে হইতো এই সুন্দর গানটা শোনা হইতো নাহ।ধন্যবাদ আপনাদের এমন গান উপহার দেওয়ার জন্যে।
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
এখনও বৃষ্টি হয়,জানি কিছু বৃষ্টির ফোঁটা জমা হয় তোমার জানালায়ও। আমার বৃষ্টি ছোঁয়া হয় ঠিকই,ছোঁয়া হয় না কেবল তোমায়।নিয়ম করে বৃষ্টি ছুঁয়ে তোমাকে ভাবা হয় শ্রাবণের প্রতিটা বিষন্ন বিকেলেই। আচ্ছা! তোমার ভালোবাসা'ও কি রঙ বদলে ফেলেছে এই উপসংহার বিহীন গল্পের অধরার ভালোবাসার মতো?
শেয়ার করে ছড়িয়ে দেন।
ভালোবাসা নেবেন। আমরা গান করি আপনাদের জন্যেই❤️
ভালোবাসার বিনিময়ে এমন আরো উপহারের আবদার❤️
Bhai copy krlm
যেদিন গল্পের মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সেদিন গর্ব করে বলতে পারবো একেবারে শুরুর দিক থেকে গল্পের সাথে ছিলাম।
গল্প আমাদের ব্যান্ড। ❤❤
ভালোবাসা নেবেন❤️
স্কুল জীবনের প্রেমকে সবাই বলে ছেলেবেলার প্রেম। কিন্ত আজ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে এসেও আমি অন্য কাউকে ভালো লাগাতে পারিনি। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অন্য শহরে। প্রোফাইল লক থাকায় তোমার ফেসবুক আইডিও দেখতে পাইনা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনা ভয়ে, যদি ব্লক করে দাও! তুমি আসলেও অধরা! যাকে কখনো ছুঁয়ে দেখার ভাগ্য হয়ত আমার হবেনা।
Thanks for sharing your feelings! It means a lot to us❤️
Now ?
হঠাৎ করেই তাকে ভালোলাগা ও ভালোবাসা... কিন্তু তার মনের জানালায় হয়তো অন্য কেউ... তাই, কিছু ভালোবাসা দূর হতেই সুন্দর 😃
ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ ... দোয়া রাখি সব সময় তার জন্য...
গল্পটার সবে মাত্র কয়েকটা পাতা পড়া হয়েছিল। সে বলেছিল থাক আমরা আগের মতোই থাকি। আমি হয়তো অজান্তেই গল্পের অনেকটা শেষ একে ফেলেছিলাম। কিন্তু গল্পের উপসংহারটা বাকি ছিল। হয়তো আর কখনই সেই উপসংহারে পৌঁছানো হবে না। এমনো হতে পারে এই গল্পের কোন উপসংহার নেই। হয়তো গল্পের সব আবেগ প্রথম কয়েকটা পাতায় আবদ্ধ।
Thanks for sharing Your feelings With us ❤️
সেই ২০১৬ সালে তার সাথে প্রথম দেখা।1 বছর তার সাথে থেকেছিলাম।কিন্তু পরিস্থিতি আমাদের কে আলাদা করে দিয়েছিলো।এর পর আবার 1বছর পর দেখা হয়েছিল। এটি শেষ দেখা ছিল। এর পর তুমি ২০১৯ সালে তুমি। চলে গেলে।কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে পরে।ধন্নবাদ গল্প Band ke এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্ন্য।এই গান সুনলে তার কথা খুব মনে পরে।তাই প্রিয় গানের তালিকায় এই গান তা রেখে দিয়েছিম💜
কিছু কিথা এখনো তোমায় বলার বাকি ছিল সত্যিই। কিন্তু তুমি অন্ন প্রিথিবিতে।🙂💙
বুড়িগঙ্গার ঘোলাটে পানি আর আটলান্টিকের নীলের মাঝে যতোটা দূরত্ব ঠিক ততটাই অবাস্তব আর ব্যবধান তোমার সাথে আমার;অথচ একই শহরে দুজনে... 0:35 সব গল্পের উপসংহার হয়না 🙂💔 লাইক দিবেন আবার আসবো শুনতে ধন্যবাদ 😊
অধরা মাঝে মাঝে ভালোবাসা রং বদলায়।
সব গল্পের উপসংহার হয় না। 💔🤘
অনেক ধন্যবাদ। আপনাদের ভালোলাগাতেই আমাদের প্রাপ্তি ❤️
আজ গানটা শুনতে গিয়ে পুরোনো জীবনে ফিরে গেলাম। আমরা দুইজন দুইজনের প্রেমে পড়েছিলাম। ভাবিনি কখনোই আমরা আলাদা হবো! কিন্ত জীবনে সুখের সময় এক থাকেনা, শেষের দিকে তার পরিবার আমাদের কথা জেনে ফেলে এবং আমাকে কোনভাবেই মেনে নেয়নি। তখনো আমি ছিলাম স্টুডেন্ট । যা হবার তাই হলো, দুইজনে আলাদা হয়ে গেলাম । ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ দুজনে একই শহরে। আমার চোখের সামনে সে অন্যের হাত জোরেই ধরে ঘুরে। আমি শুধু চুপচাপ তাদের দেখি। যদিও সে আমার সামনে আসে এমন ভাব ধরে আমাকে চিনেই না। এমন এক অভাগ্য যে প্রতি দিন কোনো না কোনো ভাবে দেখা হয় যায়। আজ আমি তার কাছে ঘৃণার পাত্র।
মাঝে মাঝে ভালোবাসা রঙ বদলায়! আসলে ভালোবাসা বলতে কিছু নেই।
সবই টাকার খেলা।
২০২১ সালের সব চেয়ে সুন্দর গান "উপসংহার "
প্রিয় BMSOB এই গানে তোমাদের পাশে পাওয়াটা সত্যিই ভীষণ আনন্দের ❤️
তোমার গল্পে আমি থেকে'ও নেই!💔
তবু আমার গল্পে ভেবে যাই!😊
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিল! কিছু অপূর্ণতা'ই আমার আছে রয়ে গেল!!!
স্বপ্ন বাস্তবতার মতো এত নিষ্ঠুর না! স্বপ্নে খুব ভালো ভাবে গল্প কে সাজানো সম্ভব!!!!!🖤💥💣😊
অসাধারণ ছিল!!!!!!!!!
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
গল্পটার যাত্রা উপসংহার পর্যন্ত ছিল। উপসংহার না থাকলেই বোধ হয় বেশি ভালো হতো। তবুও যেতে হয় একা একেলা পথে🌸
অনেক ধন্যবাদ। আপনাদের ভালোলাগাতেই আমাদের প্রাপ্তি ❤️
আমার অপ্রাপ্তির তালিকায় শ্রেষ্ঠ এবং দামী একজন সে! ধন্যবাদ তাকে এই অদ্ভুত সুখের জন্য 🌼
ভয়ংকর সুন্দর লিরিকঃ সেইসাথে মিউজিক। এগিয়ে যাক আমাদের "গল্প"। ভালোবাসা অবিরাম!!
It means a lot to us ❤️
"সব গল্পের উপসংহার হয় না" -hits different!🖤
Thanks a lot! keep in touch ❤️
ভাই কি গান শোনাইলেন।
গানের লিরিক
এবং কবিতা
দুটোই মিলে যায় জীবনের সাথে।
শুভকামনা আপনাদের জন্য।
Thanks for sharing Your feelings and it means a lot to us ❤️
২ সপ্তাহ হলো গান রিলিজ হয়েছে views 46k মাত্র এই গান তো ২ সপ্তাহে অন্ত্যত ২ মিলিয়ন views ডিসার্ভ করে। তারপর ও বলি views দিয়ে কোনো গান কেমন তা বলা যায় না। সব গান সবার জন্য না😊🖤
আপনাদের মত কিছু মানুষের জন্যেই আমরা কাজ করার সাহস পাই। ভালোবাসা জানবেন❤️
সবাই সব গানের মর্মার্থ ধরতে পারে না, তাই এইসব গানের ভিউস কম। আমরা বন্ধুরা আড্ডায় সবাই মিলে এই গানটা একসাথেই গাই। কী যে এক ফিল গানটাতে।❤
এই গানগুলো নেশার মতো কাজ করে...!❤
আহা কি একটা অনুভূতি!
সব গল্প, সব কথা এক গানেই সম্পূর্ণ।
এখন শুধু মনে হয় তোমার গল্পের যদি শুরুটা না হতো তাহলে আর উপসংহারের অপেক্ষায় থাকতাম না। অহ আচ্ছা বুঝেছি সব গল্পের তো আবার উপসংহার হয় না 💔
এ যেন মনের তৃষ্ণা মেটায় 🥰
আহা! কি একটা অনুভুতি!
সব গল্প,সব কথা এক গানেই সম্পুর্ন !
এখন শুধু মনে হয় তোমার গল্পের যদি শুরুটা না হতো তাহলে আর উপসংহারের অপেক্ষায় থাকতাম না। অহ আচ্ছা বুঝেছি, সব গল্পের ত আবার উপসংহার হয় না।🙂
আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ❤️
"অধরা, ভালোবাসার রঙ বদলায়। সব গল্পের উপসংহার হয় না। এক কথায় অসাধারণ। আর হ্যা কবিতা আবৃত্তির ফ্যান হয়ে গেলাম❣️
Means a lot ❤️
চশমা টার রং কি পিংক?
অনেকদিন পর ৯০ দশকের সুর,কথা এবং কন্ঠ শুনতে পেলাম,মনে হচ্ছে।
আর আবৃত্তি... যে কোন প্রশংসা বাক্যই কম হবে।এক কথায় অসাধারণ
Means a lot ❤️
একই আকাশের নিচেই তো আছি
না হোক এক শহর
বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও
পাগলটা ঠিক ভাববে
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না🖤🖤
সে ক্লাস শেষ করে এসে বিকেলে কল দিত।
এখন সে অন্য কারো।
"আমার স্তব্ধ বিকাল,
তোমার ব্যস্ত সময়।"
লাইনটা খুব ফিল করি।
সত্যিই আমার বিকালগুলো স্তব্ধ হয়ে আছে।
আর সে ঠিকি বিকেলে ব্যস্ত তার নতুন কে নিয়ে।
তার নতুন জীবনকে নিয়ে।
তার নতুন গল্পের উপসংহার সুন্দর হোক।
ভালো থাকুক সে সবসময়।
স্তব্ধ কোনো বিকাল তাকে ছুঁয়ে না যাক।
স্তব্ধ বিকাল যে অনেক ভারী।
বাহ্,,অসাধারণ 🖤🤟
বাংলা ব্যান্ড প্রেমিদের জন্য আরও একটি সুন্দর কাজ🥰🥀
Menas a lot❤️
একটু ভালোবাসার খোঁজে প্রেমিকার পেছনে ছুটে চলা ,,, প্রতিটা পাগল প্রেমিক বুঝে ভালোবাসার গুরুত্ব কতটা 🖤🥀
❤️
এই নিয়ে ৫বার শুনলাম।।
প্রিয় হিমু। এই গানের সাক্ষী তুমিও। ❤️
@@GolpoOfficial miss kori toder guys, i miss playing with you guys
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়
সব গল্পের উপসংহার হয়না।
So Much Love U....Amar Balika Mayaa
গান এর কোন বিনিময় মূল্য হতে পারেনা। আমরা জানি খুব বেশি সাড়াও হয়ত আমরা পাবোনা এই উদ্যোগে। স্রোতের বিপরীতে কিছু মানুষ এখনো আছেন। যারা ব্যান্ড বা আর্টিস্টদের ফান্ড রাইজিং এ ফিনান্সিয়ালি কনট্রিবিউট করতে আগ্রহী থাকেন। আর তাদের জন্যেই আমাদের এই কথাগুলো- অনেকেই আমাদের গান 'উপসংহার' এর অরিজিনাল ওয়েভ ফাইল চাচ্ছেন ফোনে ডাউনলোড করে শোনার জন্যে।
তার বদল আপনারা যেকোন এমাউন্টের টাকা পাঠাতে পারেন আমাদের কাছে বিকাশে বা নগদের মাধ্যমে। কারণ ইউটিউবে গান এর অডিও রেজুলিউশন ডিফল্ট থাকে। যেকারণে অরিজিনাল কোয়ালিটি পাওয়া যায় নাহ।
যারা আমাদের গানগুলোর অরিজিনাল ফাইল শুনতে চান। তারা আমাদের মেসেজ করতে পারেন ফেসবুকে বা ফোন করতে পারন -
বিকাশ বা নগদ নাম্বারে যেকোন এমাউন্টের টাকা দিয়ে জানাবেন। আপনার মেইলে আমরা গানটির অডিও পাঠিয়ে দেবো।
বিকাশ এবং নগদ নাম্বার - 01707886077 (পার্সোনাল)
শেষে আমরা এইটুকু বলতে চাই। আমরা তো আশা করতেই পারি, অন্তত কিছু মানুষ তো সাড়া দেবেন এই উদ্যোগে। যারা কনট্রিবিউট করবেন অবশ্যই এই কমেন্টের রিপ্লাইতে জানাতে পারেন। যাতে অন্যরাও উৎসাহিত হয়।❤️
Ji bhai ami korte chai
- In sha allah krbo...💔🥀
Please contact the number in the pinned Comment if you really want to contribute
যারা কমেন্ট করেছেন কন্ট্রিবিউট করবেন আমি ৯৯% শিয়র তাদের একজনও করেননি। যারা কনট্রিবিউট করার তারা ঠিকই কমেন্ট দেখে ফোন করে করতেন দেন এখানে জানাতেন হয়ত আবার অনেকে জানাতেনও নাহ।
আমার কথা কন্ট্রিবিউট করার সত্যিই ইচ্ছে থাকলে পিন কমেন্টেই তো সব প্রসিডিওর বলা আছে।
বাই দ্যা ওয়ে আমি গতকাল আমার সাধ্যমত যা পেরেছি কনট্রিবিউট করেছি। ব্যান্ড থেকেও শিয়র করেছেন পেয়েছেন।
আমাদের দ্বিতীয় দেখার পরই আমি তার নাম রেখেছিলাম "পূর্ণতা"। ভেবেছিলাম আগামীবার যখন দেখা হবে তখন তাকে এই নামে ডাকবো। কিন্তু এই " পূর্ণতা" নামে ডাকাটা অপূর্ণতা থেকে গেলো।🥀
অধরা, মাঝে মাঝে ভালোবাসার রং বদলায়🙂
লাইগুলো আমি আমার বাস্তব জীবনের সেই না পাওয়া "অধরাকে" উৎসর্গ করে আসলাম! প্রতিটি লাইন-ই যেন আমার জীবন থেকে নেওয়া হয়েছে! ভালোবাসা আরও হাজারগুন বেড়ে গেলো @Golpo 🌻💖
Means a lot to us❤️
'গল্প'-এর প্রথম গান শুনলাম আর পুরোপুরি মিশে একাকার গানের সাথে.....আমার প্লেলিস্টে একদম পাকাপোক্তভাবে স্থান করে নিতে যাচ্ছে দলটি....অসাধারণ।অনেক ভালোবাসা❤️।
Thanks for sharing Your feelings... It means a lot to us ❤️
শুরু থেকেই 'গল্প' ব্যান্ডটি অনেক পছন্দের, 'উপসংহার' শুনার পর ভালোবাসাটা আরো বেরে গেলো❤️
এগিয়ে যান পাশে আছি🖤
ভালোবাসা নেবেন❤️
এইত ৪৯ ঘন্টা ১৬ মিনিট আগেও আমরা এক ছিলাম। কতো স্বপ্ন দেখতাম। হ্যা আগেও শুনেছি উপসংহার। তবে আজকের মত কখনো ফিল করি নাই। জানেন জীবন না খুব অদ্ভুত। খুব অদ্ভুত।
আহারে জীবন!
আহারে জীবন!
আহারে আমি!
আমাদের নাহ হয় উপসংহার বিহীন গল্প ই হোক!!যাতে কয়েক বছর পরও যখন সুখের একঘেয়ে জীবন কাটাবো!তখন এই আমাদের গল্পের উপসংহার কেমন হতো সেসব ভেবে সুখের একঘেয়েমিটা কাটাবো তোমার প্রতি এক সমুদ্র সমান অভিযোগ নিয়ে।চোখে হয়তো জল আসবে, না চাইতেও,,অভিমানও হয়তো হবে!! মনে মনে তোমাকে জিজ্ঞেস করবো,"আচ্ছা তোমার গল্পে আমি থেকেও কেন ছিলাম নাহ"?!উত্তরটা হয়তো কখনো পাওয়া হবে নাহ!!অভিমান বা প্রশ্ন গুলো নিয়ে আনমনে বলে যাবো"যানো কিছু কথা তোমায় এখনো বলার বাকি ছিলো,কিছু অপূর্ণতা এখনো আমার মাঝে রয়ে গেলো"!!
ভালো থেকো আমার জীবনের শ্রেষ্ঠ অপূর্ণতা💙
ভালোবাসা নেবেন
মনের ভীষণ কাছে থেকেও তোমার পাশে থাকা হলো না। সত্যিই,তোমার গল্পে আমি থেকেও নেই...
ধরো,যদি বিধাতা আরেকটিবার সু্যোগ দেয়,আমার গল্পের উপসংহারে কেবল তোমাকে চাইবো।বারেবারে তোমাকেই❤️
Thanks for sharing Your feelings! It means a lot to us ❤️
ইদানীং ভালো গান খুব কম পাওয়া যায় ❣️
হাজারো খারাপের মাঝে বেঁচে থাকুক এমন গান যুগ যুগান্তর 💖🙏
ভালোবাসা নেবেন❤️
সব গল্পের উপসংহার হয় না...
আবৃত্তি এত্ত সুন্দরও হয়!!! ভালবাসা অবিরাম....🖤
Take love❤️
কিছু মানুষ মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে যায়,
কিন্তু সে চোখের কোনায় জল হয়ে বেঁচে থাকে। এই এই অতৃপ্ত বেদনা অনেক কষ্টদায়ক।
Thanks for sharing Your feelings With us❤️
এ গানটা হয়তো আজ আমার হেডফোনে সারারাত বাজবে,
আর আমাদের স্মৃতি গুলা চোখের সামনে বাসবে।
ধন্যবাদ ব্যান্ড গল্প কে এমন সময়ে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য.
আামাদের ভালোবাসাই আমাদের জন্যে বিরাট অনুপ্রেরণার❤️
সে আমার জীবনে এসেছিল এক অনন্য রূপে.. এত হ্যাপিনেস দিয়েছিলে যা আমার পৃথিবী রাঙ্গিয়ে দিয়েছিল।। আজ সব স্মৃতি হয়ে গেলো।
সে হায়িয়ে গেলো খুবই অদ্ভুত ভাবে!
এখন সেই স্মৃতি গুলো নিয়ে আমি খুবই নিশ্চুপে বেঁচে আছি।
ঠিক এক ছন্নছাড়ার মতো!
সব গল্পের উপসংহার হয় না ❤
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
সবমিলিয়ে খুব দারুণ। একটা ভিন্ন টেস্ট, প্যাটান, স্কেল পাওয়া গেছে। ছটানো ছিটানো গল্প গুলো এভাবেই তো এভাবেই হওয়ার কথা। খুব ভালো হয়েছে। বেশ মুগ্ধতা পড়েছি। এ গান সুন্দর। বেঁচে থাকবে শতাব্দীর পর শতাব্দী।
প্রিয় গল্প, আপনারা অদ্ভুত! আরো কিছুক্ষন হোক না গল্প। ❤️
Thanks for your nice compliment❤️
ফেইসবুক থেকে অনেক বার শোনার পরেও আজকে আবার ইউটিউবে মন ডেকে নিয়ে আসলো গানটা শোনার জন্য, অদ্ভুত এক সুন্দর সৃষ্টি।
শুভকামনা রইলো প্রিয় "গল্প" এর জন্য। 💝
Thanks for sharing Your feelings ❤️
তার সাথে শেষ দেখা আজ থেকে পাঁচ বছর আগে। এরপর থেকে দুজন দুই শহরে! অজস্র বার তার শহর রাজশাহী গিয়েছি একবার দেখার জন্যে। কিন্ত ভাগ্যে জুটেনি।
আজ গানটা শুনতে গিয়ে তার কথা মনে পড়ে গেলো। তার নামটাও না হয় দিলাম অধরা! আসলেই সে অধরাই! যাকে কখনো ছুতে পারবো না আর।
আমি ভাবি আমরা দুটো শহর কিন্ত আকাশটা তো এক। এটাই না হয়, আমার জীবনের উপসংহার💖
আপনার জন্যে অনেক ভালোবাসা থাকলো❤️ জীবন সুন্দর হোক
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো❤❤
কিছু প্রাপ্তি অসম্পূর্ণই থাকাই ভাল , নয়তো গানগুলো মনের মাঝে পূর্ণতা পেত না🤘🤟🤟😍😍
ভালোবাসা নেবেন❤️
জীবনের সূচনার মতো যদি উপসংহারটা ও একই হতো 🙂।
যার কষ্টে আমি নিজেও কেঁদে যায়। যার হাসিতে, আমি শত মন খারাপে ও হাসি। তবুও তার কাছে কী আমার জন্যে একটুকু অনুভুতি নেই? কত সহজেই সে আমার কান্না উড়িয়ে দেয়, কষ্ট পেলে সবার আগে যার কাছে ছুটে যায়, যার কাছে আমার সব অভিযোগ,যাকে সব কিছু খুলো বলি,
সেই অভিযোগ সেই ব্যথা তার কছে শুধু কী একটি কাহিনীয় মাত্র? আসলেই কী সে কিছুই অনুভব করে না?
নাকি আমাকে বুঝাতে দেয় না? নাকি আমাকে বুঝাতে চাই নিজের কান্নায় কাঁদতে হয় শুধু নিজেকেই।
লোকে বলে এত উপেক্ষা /ইগনোর তারপরে কি ভালোবাসা থাকে?
আমি বলি মন থেকে যদি চাই থাকবে না-ই বা কেন?
হ্যাঁ আমি তোমার প্রথম হতো পারিনি, তাই বলে কি উপন্যাসের শেষটুকু -তে ও যায়গা হবেনা?
আমি না হয় তোমার শেষ প্রেম তাই হবো।
আর হাতে হাত রেখে কাটিয়ে দিবে একটা জনম।
ভালোবাসা নেবেন
অসাধারণ 🥳🥳🥳
Hayy.....Valovasha re 💔😔
Woww aj first apur kase gan ta sunlam , really amazing.
ভালোবাসা নেবেন❤️
- এইতো সেদিও পাশে ছিলে,৯ বছরের কথা,
- এইতো সেদিন,🖤
সময় বদলায়,সব গল্পের উপসংহার হয়না।🙂
আমারো নয় বছর
একটা খাঁটি বাংলা ব্যান্ড অনেকদিন পর যেন পেলাম ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Means a lot❤️
তোমার গল্পে আমি থেকেও নেই
তবুও আমার গল্পে ভেবে যাই...
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো...
❤️
গানের প্রতিটি লাইন,প্রতিটি কথা মনে করিয়ে দেয় তার কথা। যাকে অসম্ভব ভালোবাসি। যানিনা সে কখনো ফিরবে কি না তবুও বিশ্বাস রেখে এখনো অপেক্ষায়। অপেক্ষার শেষ কএ জানা নেই।
ছেড়ে যাওয়া মানুষ গুলো সবসময় ভালো থাকে।।এটাই উপসংহার
❤️
৭বছর তার অপেক্ষায় থাকার পর শুনেছি সে অন্য কারো সাথে ভালো আছে! আসলেই সব গল্পের উপসংহার হয় না!
৮বছর হবে,আমি বোকার মতো তারই অপেক্ষায় আছি 🖤
সে আমার সমস্ত গল্প জুড়েই আছে, নেই শুধু উপসংহারে। দুজন মিলে দেখা সব স্বপ্ন যেন স্থির হয়ে পড়ে আছে জীবনের ফেলে আসা কোনো এক মুহূর্তে। আমাদের গল্পে কোনো উপসংহার নেই🙂
Thanks a lot❤️
এক কথায় অসাধারণ।
ভালোবাসা নেবেন❤️
এই গান গুলো আমার মতো বিষন্নতায় থাকা মানুষের সঙ্গী।।
গান টা হলো ভালোবাসার শেষ প্রান্তের।
ভালোবাসা নেবেন❤️
মন ছুয়ে গেলো
০৬ঃ৪৫ একটা পূর্ণ গল্প পেলাম 🤘🤘🤘🤘😍😍
অনেক ধন্যবাদ। আপনাদের ভালোলাগাতেই আমাদের প্রাপ্তি ❤️
অপেক্ষাই আছি। ইদানীং কম ই ভাল মানের গান শুনতে পাওয়া যায়। কয়দিনের জন্যে ভাল কিছু শুনা যাবে। ❤❤
অনেক ধন্যবাদ। ভালোবাসা নেবেন এবং আমাদের পাশে থাকবেন❤️
হয়তো আমার ভালোবাসার গল্পও উপসংহার হলো না। স্কুল লাইফ থেকে দীর্ঘ নয় বছরের সম্পর্ক পরিণতি দিতে পারে নি।যেখানে আছে ভালোবাসার মানুষটি ভালো থাকুক।কিছু ভালোবাসা না হয় উপসংহারে না পৌছাক তবু ভালো থাকুক ভালোবাসা।অসাধারণ একটি গান যেটি হারানো প্রিয় মানুষটিকে বারবার মনে করিয়ে দে 🧡
Thanks for sharing your feelings with us! Means a lot❤️
আগে একই শহরে থাকতাম কিনতু এখন অনেক দূরে ভালোবাসাটাও নাই।তুমিও যে আকাশ দেখো আমিও সেই আকাশ দেখি তাছাড়া আর সবকিছু ভিন্ন।গানের প্রথমটুকু শুনেই গানের প্রেমে পড়ে গেলাম।One of the best song of this year!
Thanks for sharing your feelings with us! Means a lot❤️
সে আমাকে অবহেলা করে। 🖤
সে যখন class 8 পড়ে,
তখন থেকেই তাকে পছন্দ করি, তারপর থেকে তাকে প্রচন্ডরকম ভালোবেসে ফেলি। আমার জানামতে ভালোবাসা কোনো দন্ডনীয় অপরাধ না। সেও জানতো তাকে কতটা পছন্দ করি বা কতটা ভালোবাসি। প্রথম প্রথম আমাদের কথা হতো না কারণ সে এসব থেকে দূরে থাকতো। তারপর ধিরে ধিরে কথা হয়। সে জানতো তাও তাকে আবার নিজ থেকে জানিয়ে দিলাম ভালোবাসার কথা। আমাদের কথা হতো, তার ফেমেলি জেনে যাওয়ার পর কথা বন্ধ হয়ে যায়। অতঃপর সে আবারও ফিরে আসে, আবারও কথা হয়। মাশাল্লাহ সব ভালোই যাচ্ছিলো আমাদের। কিন্তু সে যে অন্য কাউকে ভালোবাসবে তা আমাকে কোনোদিন জায়ান নি। তাকে কতো দোহাই দিয়েও রাখতে পারিনি। বলেছিলাম তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সে বললো আমিতো পারি 🙂। আজ সে তার ভালোবাসার মানুষের সাথেই আছে। অন্তত সে এটা অনুভব করতে পারবে যে কতোটা কষ্ট পেয়েছি।
কিন্তু তাকে আমি আজও ভালোবাসি।
তার অপেক্ষায় রইলাম।
তাহলে ভালোবাসা টা কি গল্পের উপসংহার?
তুমি যদি কখনো এই কমেন্টটা দেখো,
আবারও বলছি। আজও ভালোবাসি 💞
ফিরে এসো / ফিরিয়ে নাও 🙏🙏
ভীষণ কষ্ট হয়, তুমি তো জানতে কতটা ভালোবাসি 😭💔
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
এই কমেন্ট টা হাজারো কমেন্টের মাঝে হারিয়ে যাবে🙂যদি কেউ লাইক দিয়ে যায় তখন এই গান টা এসে আবার শুনবো😅
Like er sathe reply o dlm.. abr ase ganbta shune jbn ❤
Khub Shundor Kaj hoyeche Shovon and team Golpo♥️🤘
Dear Anny Ahmed You are also favourite musician to us... It means a lot to us ❤️
আজ ও অপূর্ণতা রয়ে গেছে 🥺 প্রিয়
কখনও যদি এটা সামনে যায় তোমার তবে চিঠি দিও একটা ❤️ ভালোবাসা থেকেই যাবে তোমার জন্য❤️❤️❤️
- সম্পর্ক কখনো দূরত্বের কারনে শেষ হয় না..!
- অসম্মান, অহংকার আর বিশ্বাস ঘাতকতার কারনে শেষ হয়!!
যেখানে আমার প্রাপ্তির তালিকায় তুমি, অসীম শুন্যতার নাম♥
Just A Great Work!
ভালোবাসা নেবেন❤️
সব গল্পের উপসংহার হয় না কিছু গল্প সূচনা কিংবা বর্ণনাই সমাপ্তি হয় মনের বিরুদ্ধে 🙂
উপসংহার আমার পরাধীন রাজ্যের জাতীয় সংগীত 🥰🤟💙
Means a lot to us❤️
"তুমি মানে আমার কাছে, প্রাপ্তির খাতায় অসীম শূন্য "
❤️
এই বিদেশের মাটিতে এখন এই গান গুলাই একমাত্র সঙ্গী। খনিকের ভালোলাগা।খুব ভালো হয়ছে গানটা।
Thanks for sharing Your feelings with us❤️
ufff vai what a tuining+lyrics
2 bar e sorirer lom daray gelo ...
Thanks a lot! It means a lot to us ❤️
অধরারা অপূর্ণ হয়েই থাকে,
তারা শুধু থাকে কল্পনায়।
পাগলটা তাকে নিয়ে ভাবেলেও
অধরার হয়ৎ ভাবার সেই সময়টুকুও নেই।
অপূর্ণ কথাগুলো কুকড়ে খেলেও
বলার আর সেই সুযোগ থাকেনা।
চিঠিগুলো অযত্নে
অগোছালো হয়ে পরে থাকে
রাতের আধারে জ্যোৎস্না ফুটে
জানালা দিয়ে এসে চোখে পরে,
অধরা স্মৃতি হয়ে আসে
আর সেই স্মৃতির উপসংহার হয় না।
❤️
"কিছু কথা এখনও তোমায় বলার বাকি ছিল
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো"
সময়টা ২০২০ সালের জুলাই মাসের ২১ তারিখ!
তার সাথে দেখা হয়েছিলো খুলনা মেডিকেল হস্পিটালে!
টানা ৫ রাত(সারারাত) একই ওয়ার্ডে জেগে থেকেছি শুধু দুজনেই!
কত চোখাচোখি, চোখে চোখে কত কথা🖤
তবু কাছে গিয়ে কথা বলা হয়নি!
পরে সে তার পেশেন্টের ডেড বডি নিয়ে বাসায় ফেরে!
ওই যে তার হারিয়ে যাওয়া!
গত ১ বছর ধরে পাগলের মত খুজেছি,খুজছি!
তবুও আশা আছে হয়তোবা কথা হবে কোনোদিন🖤
গল্প ব্যান্ডের প্রতিটি গান ই আমার জীবনের সাথে মিলে যায়!
তাদের "সময়" এবং "উপসংহার" গান দুটির প্রতিটি লাইন যেন আমার জীবন থেকে নেয়া!
❤️
আমাদের ভালোবাসা আপনার জন্যে সবসময় থাকবে। জীবন সুন্দর হোক❤️
এতই ভালো হয়েছে যে, ভাষায় ব্যক্ত করা অসম্ভব ❣️❣️❣️
ভালোবাসা নেবেন❤️
Oshombhob valo laglo....got the taste of old feelings of music...jokhon pagoler moto sharadin raat gaan shuntan...
Thanks for sharing Your feelings! It means a lot to us ❤️
কালকেই প্রিয় মানুষের মুখে গানটি প্রথম শুনেছি 💝
খুব ভালো লেগেছে❤️
(যদিও প্রিয় মানুষের দেওয়া নাম ছিল উপসংহার😊)
উপসংহার বিহীন গল্প গুলো কষ্টের হলেও এর মাঝে একটা অন্য রকমের সুখ পাওয়া যায় না পাওয়ার সুখ❤️
ভালোবাসা নেবেন❤️
Shovon bhai er kotha gulo ❤️❤️🔥🔥
Kaaj ta oshadharon golpo band
Khub sundor ❤️❤️ keep it up ❤️
Thanks a lot❤️ it means a lot to us
এবছর রিলিজ হওয়া সেরা গান! রোজ এসে বারবার শুনি। অসাধারণ 🖤
It means a lot to us ❤️
কত গল্প কত আদর মাখা অভিনয়ের
গল্পের নাহ হোক উপসংহার!!!!
-ফারদিন আল সাকিব
ভালোবাসা নেবেন❤️
নবম শ্রেণী থেকে বেস্ট ফ্রেন্ড তারপর মেট্রিক শেষ করার পরে রিলেশনশিপে আবদ্ধ হই। বছরের পর বছর আমাদের পথ চলা কিন্তু কখনো ভাবি নি শেষটা কেমন হবে! নিয়তি সব সময় এমনই যে যাকে চায় সে কখনো তাকে পায় না এটাই চরম সত্যি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সকল প্রেমিকের ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা উপসংহার হয়ে থাকে।
Thanks for sharing your feelings with us! Means a lot❤️
@@GolpoOfficialআজও কাদিঁ তোমাদের গানের সুরে 💔😪
অদ্ভুত সুন্দর কম্পোজ্শিান !😍
গল্প ব্যন্ডের জন্য অনেক শুভকামনা
প্রিয় সোহাগ ভাই। শহরতলীর গানে আপনার আবৃত্তিতে আমরা মুগ্ধ হই। আমাদের সাহস দিয়ে যাবেন এভাবেই❤️
গানটা release হওয়ার পর থেকে শুনে যাচ্ছি সারাদিন শুনতে থাকি এত্তো সুন্দর ভাবে মনের আবেগটা প্রকাশ করা হয়েছে যা মনোমুগধকর 💟
তবে সব অধরা যে ছেড়ে চলে যায় না কিছু কিছু অধরা কে ই যে ছেরে চলে যায়
ভালোবাসা সত্যি রং বদলায় 💗💗
Thanks for sharing Your feelings... It means a lot to us ❤️
Most welcome ☺️
শিরোনামহীন, বেদনা, শূন্য এবং অনিকেত প্রান্তরের মতন আরো একটা ব্যান্ড পছন্দের তালিকায় যোগ হলো 😇
গানটা যখন প্রথমবার শুনছিলাম তখন মনে হয়েছিলো গানটা অনেক আগের কিন্তু না দেখলাম এখনো ২০২১ এ এসেও এরকম সূর, গান বানানো সম্ভব।
ভালোবাসা অভিরাম 🖤
এখন বলি গানটা শুনে যার কথা মনে পরে গেলো তাকে উদ্দেশ্য কিছু বলি;
হোক না আমাদের মাঝে দূরত্ব, মনের কোন দূরন্ত হয় না প্রিয়, একই আাকাশের নিচেই তো আছি দুজনেই 🙂
যেখানেই থাকো, ভালো থাকো;।
তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কখনো কমবে নাহ, জেনে রেখো প্রিয়😊
#ইমরোজ 🖤
Means a lot ❤️
পৃথিবীতে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না।আমার চরম অপ্রাপ্তির তালিকায় উপসংহার না থাকলেও,আমার পৃথিবীর গতি কম হয় নি।
"আমার ভেজা দুঃখ,তোমার বৃষ্টি বিলাস" কি যে লিরিক্স গল্পের!এই গানটা একদম সব দিক থেকে পারফেক্ট।কোন কিছুর কমতি নেই।
গল্প অনেক অনেক দূরের পথে হাঁটছে।এই হাঁটা গন্তব্যহীন হোক।শেষ না হোক।
Thanks for sharing Your feelings... It means a lot to us ❤️