Metrical | Opshora | অপ্সরা | Official Music Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 386

  • @metrical
    @metrical  2 ปีที่แล้ว +51

    “Opshora” is the First song of Metrical's upcoming First Studio Album “Fera”
    Lyrics -
    পেয়েছি তোমায়, স্বপ্ন রাজ্যের মাঝে।
    নিরন্তর ভালোবাসা, স্বপ্নিল গধুলীতে।
    আলতো ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে।
    মিশে আছি তোমার, মিষ্টি হাসির মাঝে।
    পূর্ণিমার আলো সেই মুখ।
    চেয়ে থাকি তোমায়
    আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা
    তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
    গোধূলি বেলায় সাগর হাওয়ায়
    হারাবো দু’জন ওই নীলিমায়।
    শ্রাবণ জোছনায় হেঁটে চলি দু’ জন
    সাথে জোনাকি জ্বলে সারাটিক্ষণ
    ছিলে তুমি কল্পনায় অপ্সরা হয়ে
    পেলাম তোমায় আরও বেশী কিছু নিয়ে
    আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা
    তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
    গোধূলি বেলায় সাগর হাওয়ায়
    হারাবো দু’জন ওই নীলিমায়।

  • @metrical
    @metrical  2 ปีที่แล้ว +21

    অপ্সরা!!!
    সেই মেয়েটির গল্প। যে মেয়েটির চোখে বোনা ছিলো একটি প্রজাপতি রঙের স্বপ্ন! যে মেয়েটি চেয়েছিলো বিদায়বেলায় প্রিয়মুখকে নিজের করে নিতে। নাম তার অপ্সরা!
    আমাদের আশেপাশেই বয়ে যায় কত অপ্সরার জীবন। চোখের পর্দা খুলে একবার চোখ ফেরালেই ধরা যায় তাদের খুব সহজেই, শোনা যায় তাদের হৃদস্পন্দন।
    অনেকটা ঝোঁকের বসে, অনুভূতির আঘাতে বের হয়ে আসে এই গান।
    কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসার-ও সীমা থাকে, যা অতিক্রম হওয়ার পর শুধু কয়েকটা শব্দে বোঝানো যায় না আর। আমরা এই মুহূর্তে শব্দহীন।
    মঞ্চ থেকে মঞ্চে ছুটে বেড়িয়েছি শুধুমাত্র আপনাদের এই গান শোনাবো বলে। নিরাশ হইনি কখনো, গলা মিলিয়েছেন আপনারাও।
    আমাদের জায়গা দিবেন আপনাদের বুকে। যেন বেঁচে থাকি আমৃত্যু, বাঁচিয়ে রাখি আপনাদের আজীবন!

  • @mehedihasanimroze6842
    @mehedihasanimroze6842 2 ปีที่แล้ว +202

    সালটা ছিল ২০১৮। কোচিং এ আমার সাথে একটা মেয়ে পড়ত। চোখে চশমা দিয়ে রাখত সবসময়। দেখতে ওরে দেবীর মত লাগত। ওর নাম ছিল 'অপ্সরা'। ওরে আমার খুব ভাল্লাগতো। কিন্তু এই ভালো লাগা গোপনেই থেকে গেছে, প্রকাশ করতে পারি নি। কোচিং শেষ হবার পর মেয়েটি হারিয়ে গেছে। এখন পর্যন্ত আর তাঁকে খুঁজে পাই নি। গানটা শুনতে শুনতে স্মৃতির পাতায় 'অপ্সরা' কে এঁকে ফেলেছি। কাঁথায় যেভাবে নকশি ফুল ফুটে থাকে,অপ্সরা আমার স্মৃতিতে সেভাবে ফুটে আছে। ❤️

  • @xossbox
    @xossbox 2 ปีที่แล้ว +44

    মেট্রিক্যাল এর সাথে কাজে কাজে আমাদের পথচলা বেশ কিছু বছরের, এর বাইরেও আমরা মেট্রিক্যাল এর গানের ভক্ত। এই টীমের প্রচেষ্টা আর সহযোগিতায় আমরা বানিয়েছি প্রেত, হারানো আমি আর এবার অপ্সরা'র মিউজিক ভিডিও, চেষ্টা করেছি গানের পাশাপাশি দর্শকদের একটা গল্প উপহার দিতে, কেমন লেগেছে সেটা আপনাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম।মেট্রিক্যাল এর সকল দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা জোসবক্স টীমের পক্ষ থেকে। বাংলা গানের জয় হোক।

    • @freelancerpapay
      @freelancerpapay 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤ metrical from jalpaiguri, india...... Your subscribers, joy rock, joy bangla....

  • @abushakib9278
    @abushakib9278 2 ปีที่แล้ว +4

    অপ্সরা' রাত ১ টা বেজে ২৩! এমন চমৎকার একটা গান সামনে আসবে কল্পনাতেও ছিলো না 🖤

  • @Muk163
    @Muk163 2 ปีที่แล้ว +34

    দীর্ঘ ৩ টি বছর অপেক্ষা করেছি!
    কি যে শান্তি পাচ্ছি!
    লাভ ইউ মেট্রিকাল♥

  • @rahib5732
    @rahib5732 2 ปีที่แล้ว +87

    এ প্রজেক্টের সাথে থাকতে পেরে সত্যিই খুব ভাল লাগছে, আর শারাফাত ভাই ডিরেকশনের কথা না বললেই নয়, পুরো টিম এর সবাই অনেক কষ্ট করেছে এ প্রজেক্টের জন্য, আশা করি "অপ্সরা" মিউজিক ভিডিও টি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে🖤

    • @saifurdewan8052
      @saifurdewan8052 2 ปีที่แล้ว +2

      অসাধারন keep going ❤️❤️

    • @levelten5853
      @levelten5853 2 ปีที่แล้ว +1

      Josss ❤

    • @chaiumongmarma8564
      @chaiumongmarma8564 2 ปีที่แล้ว

      গানটি ভালো না লেগে যাবে কই!!

  • @architadey5495
    @architadey5495 2 ปีที่แล้ว +11

    গৌধূলি বেলায় সাগর হাওয়ায়,
    হারাবো দু'জন ঐ নীলিমায়....
    মিউজিক,কম্পোজিশন,লিরিক্স সাথে চিরচেনা জায়গা। না চাইতেও ধরা দিয়ে যায় অনেক স্মৃতি!
    পিয়াল, তোর জন্য শুভকামনা ও ভালোবাসা রইল😘।এগিয়ে যা বহুদূর🥰।
    #Metrical❣️
    #অপ্সরা

  • @tasfiqnehal611
    @tasfiqnehal611 ปีที่แล้ว +12

    Recently Mymensingh Rock Fest theke chena Metrical ke. They were so humble in the concert that they won our hearts. Literally 80% of the crowd didn’t know them. They didn’t got irritated. Instead they made an incredible impression by teaching us how to sing Opsora❤️
    To let you know Metrical, We Love You❤️

  • @tasnimhossain1172
    @tasnimhossain1172 2 ปีที่แล้ว +9

    গানটা অসাধারণ, প্রথম শুনেছি HRM এর র‍্যাগ ডে তে। গান টার সাথে সুর মেলাচ্ছি আর প্রিয় মানুষটার দিকে তাকাচ্ছি। পাশেই ছিলো আমার। সেদিন পুরো কনসার্ট টা একসাথেই উপভোগ করেছিলাম। শেষ ট্রেন টাও মিস করেছিলাম দুইজন মিলে। সুন্দর স্মৃতি🖤

  • @Dipu1Saha
    @Dipu1Saha 2 ปีที่แล้ว +5

    দীর্ঘ অপেক্ষার পর..
    গোধূলি বেলায় সাগর হাওয়ায়
    হারাবো দু'জন ওই নীলিমায় 💟

  • @antorharis809
    @antorharis809 2 ปีที่แล้ว +3

    Metrical এর অলমোস্ট সব গানই আমার শুনা।"অনুভূতি যত" গান টি কোথাও একটা শুনেছিলাম অনেক আগে,তারপর খুজে খুজে ইউটিউবে যে কয়টা গান পেয়েছি,সব গুলাই শুনেছি এবং প্রতিনিয়তই শুনা হয়। এত শুনার পরেও কোনো ধরনের বিতৃষ্ণা কাজ করে নাই।
    "অপ্সরা" গানটাও প্লে লিস্টে যোগ হলো।
    ধন্যবাদ Metrical, সিলেটে আমন্ত্রণ রইলো।

    • @RowshanAftab
      @RowshanAftab 9 หลายเดือนก่อน

      Ami o Sylhet theke bolsi and mojar bepar holo amar nam Opshora shobai amak opshi /opshory/Opshu bole dak ai gan ti sune onek valo laglo thanks ❤❤❤❤😊😊😊

  • @alamgirkabir4525
    @alamgirkabir4525 2 ปีที่แล้ว

    গানটি শুনতে শুনতে কান্না পেয়ে যাচ্ছে। আর আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এক অপ্সরা কে মনে পড়ছে খুব । যেখানেই থাকো না কেন ভালো থেকো তুমি অপ্সরা।আমাদের আবার দেখা হবে।

  • @Avoid_Saikat
    @Avoid_Saikat 2 ปีที่แล้ว +16

    অপ্সরী'রা কখনও আমাদের হয় না। এই জীবনের ক্রান্তিকালে আমার জীবনের অপ্সরী'র কথা বড্ড মনে পড়ছে। নীলিমায় দুজন একসাথে হারানোর কথা ছিলো কিন্তু হারিয়েয়ে সে একা। তাকে ভুলে যেতে হয়তো সারাজীবন লাগবে। হয়তো তবুও ভুলবো না। যেখানেই থাকুক, চাইবো সে ভালো থাকুক স্বামী আর মেয়েকে নিয়ে 💔

  • @rashedreaz2864
    @rashedreaz2864 2 ปีที่แล้ว +3

    মিউজিক,কম্পোজিশন,ভিডিও,সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে অসাধারন।
    একটা বেস্ট ব্যান্ড পারফরমেন্স।
    ফারহান তুইও জোস।মডেলিং টা রেগুলার করতে পারিস।
    আর মহিম ভাই কে নিয়ে তো কিছু বলার নাই।মানুষ হিসেবে যেমন পারফেক্ট,কাজেও তেমন।
    ♥♥♥

  • @kibs_universe
    @kibs_universe 2 ปีที่แล้ว +5

    আজ তিনদিন হলো যখনই সময় পাচ্ছি এখানে এসে এই গানখানা শুনেই চলে যাচ্ছি। মধু লাগতেসে একদম ❤️

  • @RedwanAhmed
    @RedwanAhmed 2 ปีที่แล้ว +1

    গানটা প্রথম যেদিন রিলিজ হয় তখনই শুনতে আসছিলাম। সত্য বলছি তখন সাধারণ একটা গানই মনে হইছে। কিন্তু এখন শুনতে শুনতে ভালো লাগা শুরু হইছে। গত দুইদিন খুঁজে খুঁজে শুনছি। শুভকামনা মেট্রিকাল।

  • @chyafrin
    @chyafrin หลายเดือนก่อน

    শিশু থেকে, শুরু করে, বৃদ্ধ কাল অব্দি, গভীর ভালবাসায়,
    বেঁচে থাকুক , এই পৃথিবীর,
    সকল মানব জাতি,,,,,

  • @sajibahmaed5646
    @sajibahmaed5646 ปีที่แล้ว +1

    আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে কি করে। মনে এত কষ্ট এত জ্বালা সব লুকিয়ে রাখি, বলতেও পারিনা লিখতেও পারি না গুছিয়ে।

  • @tasnimul9250
    @tasnimul9250 2 ปีที่แล้ว +15

    Metrical can gives us the actual vibe what we need.. Love you METRICAL

  • @shofiqurrahmanshifat1687
    @shofiqurrahmanshifat1687 ปีที่แล้ว +1

    অদ্ভুত একটা গান। লিরিক, টিউন, অ্যারেঞ্জমেন্ট, উফ! আউট্রো সলোটা 💙

  • @mhrsm5506
    @mhrsm5506 2 ปีที่แล้ว +6

    ভাইয়া অনেক সুন্দর একটি গান ,
    কিন্তু এই গানটা কেনো জানি আমি অতিত মনে করিয়ে দেয় ,
    এখন আমি এসএসসি পরীক্ষা দিবো
    ক্লাস ৯ এ একটা মেয়ে এর প্রেমে পরে ছিলাম
    তার নাম ছিলো"অপ্সরা" ।
    আমদের প্রেম ১ বছর ঠিক থাকে কিন্ত তার পর হয় বিচ্ছেদ।
    আমাদের বিচ্ছেদ এর ৬ মাস হইয়া গেছে ,
    আপনাদের এই গান তার জন্য এ উৎসর্গ 🙃।
    আশা করি ,আরো এমন সুন্দর সুন্দর গান আপনারা আমদের মত বোকা প্রেমিক দের উপহার দেন

  • @menforce750
    @menforce750 2 ปีที่แล้ว +1

    এক কথায় জোশ হইছে এই গানটা। বিয়ে কবে করবে এই সিন টা আমার খুবই ভালো লেগেছে। একেবারে বলতে গেলে আমার জীবনের সাথে মিলে গেছে। অনেক অপেক্ষার পর অবশেষে উপহার পেলাম এই গানটি। ধন্যবাদ মেট্রিকাল ব্যান্ডের সব সদস্যদের। শাকিল মজুমদার ভাইকে খুব মিস করছি।

  • @dippal-guitar
    @dippal-guitar 2 ปีที่แล้ว +3

    বিশ্বাস করেন, কবে রিলিজ পাবে সেই অপেক্ষায় ছিলাম এতোদিন। সুর, লিরিক সব মিলিয়ে অলমোস্ট জাস্ট অভাবনীয়। বেশি বেশি জোস লাগছে🖤🖤

  • @lokmaanhossen548
    @lokmaanhossen548 2 ปีที่แล้ว +6

    অপেক্ষার ফলটা আসলে সেরা হয়।
    মেট্রিকাল মানেই আমার ভালোবাসা, আমার আবেগ। ☺️☺️

  • @Sajid_24
    @Sajid_24 10 หลายเดือนก่อน

    হঠাৎ এই গানের নামটা দেখে তার কথা আবার মনে পরে গেল। তাকে আমি অপ্সরী বলে ডাকি। এই গানে তুলে ধরা হয়েছে কল্পনায় অপ্সরার সাথে সুন্দর মুহূর্ত গুলি কেমন হত। ঠিক এমনি আমি চিন্তা করি আমার অপ্সরীকে নিয়ে। আমার কল্পনা কি কখনো সত্যি হবে , জানিনা কল্পনায় আমি তাকে অনুভব করি সকলের মিষ্টি রোদে, বিকালের শহরে কোলাহলের শব্দ যেন তার কণ্ঠ শুনতে পাই,এত কাছে থেকেও সে যেন আমার থেকে কত দূরে। সে হারিয়ে যায় শুভ্র মেঘের ভিড়ে।

  • @muddassiryusha6620
    @muddassiryusha6620 ปีที่แล้ว +4

    Heard this song during your concert in Mymensingh, been listening to this since... Hope to see you guys soon again in Mym.

  • @mdanis5913
    @mdanis5913 2 ปีที่แล้ว +1

    Metrical always 🤘
    Fire esho,harano aame ghontoboo jekane always stay in fvrt play List

  • @shawonchakraborty8636
    @shawonchakraborty8636 8 หลายเดือนก่อน

    সব অপ্সরা নিলীমায় হারায় না
    কিছু অপ্সরা আমাদের জীবন থেকে হারিয়ে যায়।

  • @devilmonkey3248
    @devilmonkey3248 2 ปีที่แล้ว +3

    অপেক্ষার সমাপ্তি অবশেষে....অনেক ভালোবাসার band metrical...take love❣️

  • @project7110
    @project7110 2 ปีที่แล้ว +1

    দেড় বছরের ও বেশি অপেক্ষা করতে হইছে এতো গানটার জন্যে। Finally অপেক্ষার pera থেকে মুক্তি পেলাম।

  • @inspired5821
    @inspired5821 2 ปีที่แล้ว +13

    এই গান শুনার পর মনে হলো যে, এই গান million views deserve করে,but আমদের দেশের মানুষের music teste কেমন তা বলে প্রকাশ করা কখনোই যাবে না।
    Love From Chittagong ❤️

    • @BetterCallAnik
      @BetterCallAnik 2 ปีที่แล้ว

      kom manush sunok.naile ei obelai r dehokhan er moto oboshtha hobe

  • @mahinshahriar9147
    @mahinshahriar9147 2 ปีที่แล้ว +2

    Proud feel hoy onek ai band amader Chittagong er ❤️

  • @rashedul88islam
    @rashedul88islam 2 ปีที่แล้ว

    অসাধারণ একটা গান শুনলাম। পাওয়া না পাওয়ার হিসেব বড়োই অদ্ভুত। না পেলে হয়তোবা জীবন চলে যায় কিন্তু পেয়ে হারিয়ে ফেলা আরো অনেক কষ্টের।

  • @nafisamahi
    @nafisamahi หลายเดือนก่อน

    Ei ganta amr age thekei pochondo chilo ar ei pochonder ganti goto klke nijer scl ground e apndr shathe gaite pere ki je Khushi legeche bole bojhate parbo na ..It was a blessing for me !✨

  • @mdsonu-my8sv
    @mdsonu-my8sv 2 ปีที่แล้ว +1

    গানটার লিরিক্স আর সলো টা আমার অনেক ভালো লেগেছে।Metrical মানেই আবেগ।

  • @mihirpramanik6510
    @mihirpramanik6510 4 หลายเดือนก่อน

    কমেন্ট সেকশন এ এসে কল্পনার "অপ্সরা" দের অথবা বাস্তব অপ্সরাদের কথা গুলো বেশ ভালো, সত্যি হোক বা কাল্পনিক।

  • @nafsanjany6613
    @nafsanjany6613 2 ปีที่แล้ว +2

    মানুষ কিভাবে এত সুন্দর কিছু সৃষ্টি করতে পারে।ভালোবাসা অবিরাম ❤️

  • @unlimitedjourney5661
    @unlimitedjourney5661 2 ปีที่แล้ว +4

    গানটা পুরটাই আবেগ
    ভালোবসা অবিরাম প্রিয় মেট্রিকেল❤️❤️

  • @maikalchakma2047
    @maikalchakma2047 ปีที่แล้ว

    প্রতিবারে শুনে নিজেকে হারিয়ে ফেলি অন্য ভূবনে।
    Metrical

  • @chyafrin
    @chyafrin หลายเดือนก่อน

    আবেগ থেকে, যা বয়ে যায়,,,,,
    সব কিছুই তো সত্য,,

  • @TanjibAhmmed
    @TanjibAhmmed 2 หลายเดือนก่อน

    আমার অপ্সরা হারিয়ে গেছে
    আকাশের দূর নীলিমায়।

  • @MHSumon1061
    @MHSumon1061 2 ปีที่แล้ว +2

    গানটি মন এবং পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে😘🖤

  • @Nemesis395MN
    @Nemesis395MN 2 ปีที่แล้ว

    আহা.....অনুভূতি....
    হারিয়ে যাচ্ছি....
    ডেকে দিয়ো আবার
    নতুন কোনো সুরে....

  • @পাপেলপোদ্দার
    @পাপেলপোদ্দার 2 ปีที่แล้ว +1

    গানটা প্রথম শুনি চট্টগ্রামের জামালখানের কনসার্টে ❤️❤️
    শুভকামনা রইল ❤️❤️

  • @ehmilon01
    @ehmilon01 2 ปีที่แล้ว +1

    গোধূলি বেলায় সাগর হাওয়ায় , হারাবো দুজন ওই নীলিমায় 🖤

  • @rafirahmananabil7514
    @rafirahmananabil7514 2 ปีที่แล้ว +1

    আমার অনেক ভালো এক বন্ধু ছিল। তার নামও অপ্সরা। ২০২০ এর আগস্টে আমাদের বন্ধুত্ব হয়। খুব অল্প সময়ে অনেক ভালো বন্ধুত্ব হয়েছিল তার সাথে। মাঝখানে কিছু বিষয়ে মান অভিমান হওয়ায় আমাদের কথা বলা কমতে শুরু হয়। এরপর ২০২২ এর ফেব্রুয়ারিতে একটা কারণে আমাদের বন্ধুত্ব একেবারেই ভেঙ্গে যায়..... কিছুদিন আগে যখন এই গানটার টিজার দেখেছিলাম তখন সবার আগে তারই কথা মনে পড়েছিল। ভাবছিলাম ওকে লিংকটা পাঠিয়ে বলবো "দেখ তোর নামে গান বের হচ্ছে😆" পরক্ষণেই মনে পড়লো বন্ধুত্ব টা তো আর নেই!
    গানটি খুব ভালো লেগেছে। আর মিউজিক ভিডিওটাও দারুণ হয়েছে। মেট্রিক্যাল ব্যান্ড কে অসংখ্য ধন্যবাদ এই গানটি সৃষ্টি করার জন্য❤️

    • @jebahumairaopsora3526
      @jebahumairaopsora3526 2 ปีที่แล้ว +1

      আমি তোমার জন্য মন থেকে দোয়া করছি, আশা করি তোমরা তোমাদের বন্ধুত্ব আবার ফিরে পাবে💙

    • @rafirahmananabil7514
      @rafirahmananabil7514 2 ปีที่แล้ว

      @@jebahumairaopsora3526 oo acha tai 🤔

    • @metrical
      @metrical  2 ปีที่แล้ว +1

      ভালো থাকুক বন্ধুত গুলো ❤❤

  • @maksudulmostafashakil2954
    @maksudulmostafashakil2954 2 ปีที่แล้ว +1

    শুনে যাচ্ছি 💜

  • @singmongmarma7431
    @singmongmarma7431 2 ปีที่แล้ว +2

    এই গানটার জন্য অপেক্ষায় ছিলাম।💚
    অসাধারণ!!!!

  • @kabirkn2214
    @kabirkn2214 6 หลายเดือนก่อน

    এসব গান আন্ডাররেটেড থাকুক চিরকাল!! আমাদের মতো কতিপয় উস্কুখুস্কু চুলের বিমর্ষ আত্না আসুক এ গানের স্বাদ গ্রহণ করতে!! সিগারেটের আগুনের তপ্ততার সাথে এ গানের শীতলতা মিশে যাক!! 🖤

  • @champasarkar7753
    @champasarkar7753 2 ปีที่แล้ว +1

    That's my girl🥰
    God bless you.❤

  • @jrrohankhan
    @jrrohankhan 2 ปีที่แล้ว +2

    পেয়েছি তোমায়, স্বপ্ন রাজ্যের মাঝে।
    নিরন্তর ভালোবাসা, স্বপ্নিল গধুলীতে।
    আলতো ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে।
    মিশে আছি তোমার, মিষ্টি হাসির মাঝে।
    পূর্ণিমার আলো সেই মুখ।
    চেয়ে থাকি তোমায়
    আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা
    তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
    গোধূলি বেলায় সাগর হাওয়ায়
    হারাবো দু’জন ওই নীলিমায়।
    শ্রাবণ জোছনায় হেঁটে চলি দু’ জন
    সাথে জোনাকি জ্বলে সারাটিক্ষণ
    ছিলে তুমি কল্পনায় অপ্সরা হয়ে
    পেলাম তোমায় আরও বেশী কিছু নিয়ে
    আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা
    তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
    গোধূলি বেলায় সাগর হাওয়ায়
    হারাবো দু’জন ওই নীলিমায়।

  • @rohanurrohan914
    @rohanurrohan914 2 ปีที่แล้ว +1

    আরে সেরা । আজ প্রথম Matrical শুনলাম অনেক বেশিই জোস আপনারা 🔥🔥🔥💝

    • @oniroy3810
      @oniroy3810 2 ปีที่แล้ว

      metrical er firey asho,harano ami track gula beshi joss

  • @Nafiz.
    @Nafiz. 2 ปีที่แล้ว +5

    মিউজিক,লিরিক্স অসাধারণ🖤
    ম্যাট্রিকাল মানেই অন্যরকম কিছু😇
    ভালোবাসা অভিরাম ম্যাট্রিকাল 🖤🌸

  • @stockfootagebangladesh7894
    @stockfootagebangladesh7894 2 ปีที่แล้ว +2

    The song was best also the video storytelling is something special cook along with the music

  • @pialsarkar4717
    @pialsarkar4717 2 ปีที่แล้ว +12

    I am overwhelmed to work with this fabulous team.
    We tried hard to give audience the best. Hope it will touch everyone's heart ❤️.

    • @xossbox
      @xossbox 2 ปีที่แล้ว +1

      তুমি জোস, বিগ ফ্যান

    • @subhajyotiguha
      @subhajyotiguha 2 ปีที่แล้ว +2

      যেমন দুর্দান্ত গান, তেমনই স্নিগ্ধ আপনার উপস্থিতি ♥️

    • @parthadas5819
      @parthadas5819 ปีที่แล้ว

      আমি গানের সাথে আপনাকে এতো বেশি এট্যাচ করে ফেলেছি এরপর আমি আপনাকে ফেসবুকে তন্নতন্ন করে খুজেছি কিন্তু খুজে পেলাম না😥😥। আপনি কি চিটাগং থাকেন?

  • @Imran.rana1
    @Imran.rana1 2 ปีที่แล้ว +1

    Metrical মানেই আমার কাছে অন্যরকম ❤️

  • @pritomsen8195
    @pritomsen8195 2 ปีที่แล้ว

    Bestt❤

  • @jsdtube7371
    @jsdtube7371 2 ปีที่แล้ว +2

    Metrical rocks ✊

  • @syedtaohid7167
    @syedtaohid7167 2 ปีที่แล้ว +1

    আহ কি সুন্দর। ভালোবাসা রইল মেট্রিক্যাল🖤

  • @pksarkar6563
    @pksarkar6563 2 ปีที่แล้ว +1

    অনবদ্য 🌻
    ভালবাসা রইল 💓

  • @AzamKhan-yq8zx
    @AzamKhan-yq8zx 2 ปีที่แล้ว +3

    To be honest this song deserve million views....Best wishes to you.....really what an amazing song.....❤️❤️❤️

  • @rakibkhantaibur7014
    @rakibkhantaibur7014 2 ปีที่แล้ว

    আলাদা একটা অনুভুতি

  • @touhidtalukder211
    @touhidtalukder211 2 ปีที่แล้ว +7

    Metrical never disappoints!! Hats off 🌠❤️

  • @tomal9952
    @tomal9952 2 ปีที่แล้ว +1

    অসাধারণ Team Metrical and ফারহান ভাই ❤️

  • @ahaarefahim2893
    @ahaarefahim2893 2 ปีที่แล้ว +2

    Excellent. ❤️❤️

  • @AN_IK
    @AN_IK 5 หลายเดือนก่อน

    Mind-blowing.... Getting goosebumps. Love you Metrical. 🪕🎻🎹🥁❤❤

  • @rajbanik4075
    @rajbanik4075 2 ปีที่แล้ว +1

    এক বার শুনলেই বার বার গান টার প্রেমে পড়তে বাধ্য 🥰

  • @mostofamustakim8420
    @mostofamustakim8420 2 ปีที่แล้ว +2

    Keep up guys❤️❤️❤️

  • @diptabarua9871
    @diptabarua9871 2 ปีที่แล้ว +1

    ভাইয়া ওই নীলিমায় যা দিসেন না🙂.just nailed it❤️

  • @avoidmahmud1662
    @avoidmahmud1662 ปีที่แล้ว +1

    Love is something that i thought, was never ment for me but then i met u & everything changed
    Now all want is nothing more than to stay with u forever & want u to be mind"!

  • @northpointscl0179
    @northpointscl0179 2 ปีที่แล้ว

    Music video ta onk Joss😍

  • @YouTubeAngel-i2v
    @YouTubeAngel-i2v 2 ปีที่แล้ว +3

    Good taste of music.
    Proud of Chittagong.
    Love you guys.

  • @mahfuzalhasan
    @mahfuzalhasan 2 ปีที่แล้ว +2

    Beshi Joss 🔥.Thanks Metrical for this 🖤🖤

  • @BBMFCTV
    @BBMFCTV 2 ปีที่แล้ว

    অস্থির ❤‍🔥 @Metrical

  • @runwayband7768
    @runwayband7768 2 ปีที่แล้ว +1

    Go Ahead Metrical❤️
    বেশি xoss❤️

  • @thshohag9378
    @thshohag9378 2 ปีที่แล้ว +2

    Before 12 days love story,
    It’s really amazing ❤

  • @md.moinulislam9467
    @md.moinulislam9467 2 ปีที่แล้ว +2

    Bangla song is legend forever
    ....

  • @SaMi-vq6rg
    @SaMi-vq6rg 2 ปีที่แล้ว +2

    ডিরেক্টর এর জায়গায় ছোট মামার নাম দেখেই মনটা ভরে গেলো। সুন্দর গান, সুন্দর স্টোরিটেলিং

    • @metrical
      @metrical  2 ปีที่แล้ว

      we Love ছোট মামা

  • @abdullahalmaruf8112
    @abdullahalmaruf8112 2 ปีที่แล้ว

    আমার আকাশ আজ সাত রঙে আকা
    তার মাঝে তোমার নিয়ে হেটে যাওয়া ❣️❣️❣️🥰

  • @ehsaasmohammadrifat9324
    @ehsaasmohammadrifat9324 2 ปีที่แล้ว +3

    Well done....Thank you Metrical for giving us some precious work. Best of Luck

  • @mosquitos60
    @mosquitos60 2 ปีที่แล้ว +1

    প্রতি বারের মতোই সেরা🖤

  • @sakiburrahman4319
    @sakiburrahman4319 2 ปีที่แล้ว

    Just owsm solo ta mon er maje gaitha gese amader o new song ashtase doaa koiren amar band er jonno ❤️

  • @gfakruddinahmad8316
    @gfakruddinahmad8316 ปีที่แล้ว +1

    Wow ! vocal range is awesome ! bhalo composition. Keep it up boys ! We are generation Y, the 80's kids Onekdin por ekta darun rock composition shunlam with high pitch vocal delivery, smoothly done.

  • @RezaulKarim-vx9jm
    @RezaulKarim-vx9jm 2 ปีที่แล้ว +1

    Aha metrical.. ❣️😇
    Tnq for give new emotion.

  • @exceptionalfahim2709
    @exceptionalfahim2709 2 ปีที่แล้ว

    ভাই কি দিলেন।। পুরাই মাস্টার পিস...

  • @SakibulAlam1998
    @SakibulAlam1998 2 ปีที่แล้ว +2

    বিল্ডিং এর ছাদ,পাহাড় পর্বত, সাগর পাড়,ঝর বৃষ্টি পেরিয়ে শেষমেশ এ ফলাফল 💗
    অসাধারণ অভিজ্ঞতা সাথে অসাধারণ ছিলো সবার পৃষ্ঠপোষকতা 💗
    Enjoy💗
    #suppotyourlocalmusic

  • @purnahagidok4532
    @purnahagidok4532 2 ปีที่แล้ว +2

    Boom💣🤟

  • @mkriyad3526
    @mkriyad3526 2 ปีที่แล้ว

    সুন্দর শুরু যেটা আস্তে আস্তে শেষেরটাকে সুন্দরতম করেছে ।

  • @imamulhasansomir4541
    @imamulhasansomir4541 2 ปีที่แล้ว

    মাইন্ড ব্লোয়িং💚🤘🏾

  • @rajeshdey487
    @rajeshdey487 2 ปีที่แล้ว +3

    Find there a flavour of ark!!!
    Keep rocking Metrical!
    You re doing great♥️

  • @SAM-Z-X
    @SAM-Z-X 2 ปีที่แล้ว

    ভাই আজকে আমাদের চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে Batch-75 এর Rag day তে
    যে কাপানি টা দিছেন কি বলবো একদম মাখন।
    খুব ভালো লাগলো
    ২৬-০৯-২০২২

  • @shakermahmud2131
    @shakermahmud2131 2 ปีที่แล้ว

    xoss hoise Bhai

  • @shuvoratul5152
    @shuvoratul5152 2 ปีที่แล้ว +1

    বেশি জোস🌸👊 ভালোবাসা Metrical❤️❤️❤️

  • @fahim5121
    @fahim5121 2 ปีที่แล้ว +1

    অনেকদিন পর মনে হলো পুরনো মেট্রিক্যাল কে ফিরে পেলাম.. 💗

  • @hasiburrahman4929
    @hasiburrahman4929 2 ปีที่แล้ว +3

    Ohhh ki sundor vocal tune..overall its really nostalgic ❤️🖤

  • @NoOnE-le8es
    @NoOnE-le8es 2 ปีที่แล้ว +2

    Metrical with Telented vocal.. Nothing new ♥️

  • @azmainemohian69
    @azmainemohian69 2 ปีที่แล้ว +1

    Our Metrical! ☄️💙

  • @kibs_universe
    @kibs_universe 2 ปีที่แล้ว +2

    অনেক অপেক্ষা ছিলো এখানে। বেশি জোস ❤️🤘🏻

  • @noorahmmed9118
    @noorahmmed9118 2 ปีที่แล้ว

    Excellent Song of Metrical