সাব্বাস সার্ভিস সাব্বাস এগিয়ে যাও তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ তবে মনে রেখো হাসিনার পতনের কথা তোমরাই করেছ এটা মনের ভিতরে প্রতিদিন একবার হলেও মনে রাখবা তাহলে দেশের জন্য ভালো চিন্তা করতে পারবা তোমাদের কাছে অনেক আশা
জীবনে এই প্রথম এতো সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে দেখলাম যা দেশ ও মানুষের পক্ষে। ভালোবাসা অভিরাম সারজিস তোমাদের সকল সমন্বয়কদের প্রতি এগিয়ে যাও আর অবশ্যই একটি দল গঠন করো।
জীবনে এই প্রথম এতো সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে দেখলাম যা দেশ ও মানুষের পক্ষে। ভালোবাসা অভিরাম সারজিস তোমাদের সকল সমন্বয়কদের প্রতি এগিয়ে যাও আর অবশ্যই একটি দল গঠন করো।
ধন্যবাদ সার্জিস আলম, আমি একজন গ্রামের সাধারণ মানুষ, আমি ১৯৯০ থেকে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী ছিলাম, ২০২৪ সালের দেখলাম আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল, এখন আমি মনেপ্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি, ছাত্র-জনতা জিন্দাবাদ, বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতার পাশে থাকবে এবং চিরকালই থাকবে ইনশাআল্লাহ
এতো জ্ঞান এতো বুদ্ধি একজন ইয়াং জেনারেশনের কল্পনা করে পাইনি এতো সহজ সাবলীল ভাষায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারা যায়, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। সাহসী সৎ চৌকস কোয়ালিফাই জ্ঞানী প্রিয় সারজিস আলম কে বীরোচিত সালাম সাথে আপনাকে ও সংগ্রামী সালাম।
এতো কঠিন বিব্রতকর প্রশ্ন আমি আমার জীবনে কোন রাজনৈতিক দলের নেতাদের করতে দেখিনি, আর কখনো শুনিনি যা প্রশ্ন তাদেরকে করা হতো ঐ প্রশ্ন গুলোর উওর এতো সুন্দর সাবলীলভাবে দিতে। এই পুরো টকশোটা শুনে হঠাৎ নিজেকে হালকা লাগলো এবং অজান্তেই চোখের পানি চলে আসলো,কিছুক্ষণের জন্য মনে হলো,আল্লাহর রহমতে এমন দেশপ্রেমিক থাকলে আমাদের দেশ থেকে অভাব দূর্নীতি অযথা হয়রানি চলে যাবে।
আমারও সেম ।আসার আলো দেখছি কথা ও ভুমিকায় । অনেক অনেক মন দোয়া আশছে তার জন্য মহান আল্লাহ সহায়ওক হোন ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠুক সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
নতুন দেশ গড়ার জন্য প্রয়োজন সারজিস আলমের মতো ইয়ং জেনারেশন। নিশ্চয়ই জাতি এদেরকে মূল্যায়ন করবে।খুবই জ্ঞানগর্ভ আলোচনা । সারজিস আলমের আলোচনা শুনে অভিভূত হলাম।
এতো দীর্ঘ সময় নিয়ে কোনো অনুষ্ঠান বিগত ১০ বছরেও আমি দেখি নি, আজ যতই দেখছিলাম ততই আগ্রহ পাচ্ছিল। মুগ্ধ হয়ে গেলাম তাঁর কথা শুনে! আল্লাহ যেন তাঁদের দেশপ্রেমিক হয়ে থাকতে সাহায্য করুন। সাথে আমাদেরকেও দেশপ্রেমিক হতে হবে।
মা শা আল্লাহ, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, এবং কোন প্রশ্নের জবাব কিভাবে দিতে হয় সেটা সার্জিস ভাইয়ের এই আলোচনা টা শুনে ভালো করে বুঝতে পারলাম🥀
দেখতে দেখতে আমি মুগ্ধ। ভাই তোমার উওর দেওয়ার ভঙ্গি, স্পষ্টতা, সাধুতা,সত্যতা আমি বিমোহিত। আমরা তোমাকে দেশের সব্বোচ্ছ ক্ষমতায় দেখতে চাই। দোয়া রইল। দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।
এই ছোট্ট জীবনে কোনোদিন ৫ আগস্টের আগে রাজনৈতিক নিয়ে বিষয় কথা বলা কোনো ইন্টারভিউ এতো মনোযোগ দিয়ে দেখিনি কারন আগেই জানতাম এটা কোনো একটা দলের পা চাটামু বক্তব্য হবে কিন্তু আজ শত আগ্রহ নিয়ে বক্তব্য গুলো শুনতে বসলাম কত গুছিয়ে আমার দেশের বুদ্ধিমান ছেলেটা দেশের প্রতিটা মানুষের মনের কথা বলে দিলো ❤ এমন বুদ্ধিমান ছেলে আমার দেশের হয়ে থেকে যাক সারাজীবন ❤
MashaAllah ♥️♥️♥️♥️♥️ amar o onek Valo laglo apner proshongsha korar kotha gulo Allah amader sohay hon or prottekta kothai mulloban Allah amader desher manush gule apni shokuner bod nojor theke rokkha korun amen
আমার মেয়ে ক্যানট পাবলিকে পড়তো এবং অনেক Students আন্দোলনে ছিলো। মেয়েকে নিয়ে ইসিবি,মিরপুর ১০, শহীদমিনার শাহবাগ, বিভিন্ন জায়গায় দৌড়েছি -- ফারুকী কে দেখার জন্য নয় এটা খুব কষ্টের বিষয়।
ভাই সার্জিস আলম তুই আসলেই একটা ব্রিলিয়ান্ট ছেলে।তোর কথা চিন্তা ভাবনা স্বপ্ন দেশপ্রেম সত্যিই মুগ্ধ হলাম।তোদের মত লোক এই দেশে যতদিন আছে ইনশাআল্লাহ্ দেশ পথ হারাবে না 😊
শুধু ব্রিলিয়ান্ট হলেই চলবে না,জনগণের ভাষা বুঝতে হবে। নেতারা খুনি মানেই সবাই নয়। এখন পর্যন্ত শহীদের তালিকা কেন জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া হচ্ছেনা। একবারও '৭১ এর শহীদের কথা স্মরণ করা হয়না।
ভাই তুমি বিসিএস থেকে অনেক বড়। তোমাদের মত মানুষ সব সময় তৈরি হয়না। আশা করি দেশের রাজনীতিতে তোমাদের দেখতে পারব। শুভকামনা ভাইয়া, তুমি অসাধারণ। লাল সালাম।
যা আছে ভাল আছে।রাজনীতিতে এলেই পচবে।আর গণতন্ত্রের রাজনীতিই হল পচা জিনিশ।যা বিভেদ শেখাই।একটা জাতির মধ্যে অগনিত দল বানাতে উৎসাহিত করে বিভেদের রাজ্য কায়েম করে।বিভেদ কখনো শান্তিপূর্ণ সমাজ কিংবা রাস্ট্র উপহার দিতে পারেনা।তাই গণতন্ত্র পরিত্যাজ্য।সার্জিস আলমকেও বলবো সে যেন কোন রাজনীতি না করে।নিজেকে না পচাই।যেখানে আছে,ঐটা মোটামুটি পরিশুদ্ধ অবস্থান।
অত্যন্ত মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখছিলাম এবং শুনছিলাম, সর্বশেষ চোখে জল চলে এলো। ধারণার চাইতে অনেক ঊর্ধ্বে তোমরা, অসাধারণ সারজিস। দেশের স্বার্থে জনগণের স্বার্থে তোমাকে যেন আল্লাহ কবুল করেন।
একটু দেখা শুরু করে সম্পূর্ণ ৪১ মিনিটের শো টা মনোযোগ দিয়ে দেখে ফেলার যে ব্যাপারটা। এতো সুন্দর সাবলীল ছিলো প্রত্যেক টা প্রশ্নের উত্তর! চমৎকার। সারজিস আলম যে মেধাবী এবং বিচক্ষণ তার পরিচয় দিলেন।সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রসংশার দাবীদার সে। আল্লাহ তাকে হেফাজত করুক
অসাধারণ বিশ্লেষণী প্রশ্নোত্তর। কোন জড়তা ছাড়াই সব প্রশ্নের উত্তর। সম্পূর্ণ দেখলাম এবং মুগ্ধ হয়ে গেলাম। এরা নাকি অযোগ্য,,,! কি সুন্দর সাবলীল বক্তব্য।কোন প্রশ্নের উত্তর এড়িয়ে যায়নি। হাজার সালাম প্রিয়,,,,,,,
মাশাআল্লাহ, কত সুন্দর বক্তব্য ,কত সুন্দর মিষ্টি ভাষায় কঠিন প্রশ্নের উত্তর। আমরা এমনই রাজনৈতিক নেতা চাই। যে দেশের কথা ভাববে ,দেশের জনগণের কথা বলবে। সারজিস ভাই প্রমাণ করলেন ""তিনি একজন দেশ প্রেমিক""
গরীব আর ধনী এলিট! পৃথিবী বিভক্ত হয়ে গেছে ধনী এলিট আর গরীব দুর্বল। সেনাবাহিনী র্যাব যেখানেই পাবেন ইট দিয়ে মারবেন। সরকারী চাকর আমলারা ছাড়া কেউ শান্তিতে নাই। এরাই এলিট। কৃষক শ্রমিক দিনমজুর এর পেটে লাথি মেরে খাই । আর সমালোচনা নয় এবার ইট দিয়ে মারবেন। যৌক্তিক সমালোচনাযর সময় চলে গেছে। এলিট শ্রেণীর প্রাইভেট কার নিষিদ্ধ করার দাবি। ব্যাটারী রিকশার লাইসেন্স দিন। সেফুদার পিপরা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেফুদা।
জীবনের প্রথম একটু ও টেনে না দিয়ে ফোল ভিডিও দেখা আমি। কীভাবে এতো সুন্দর করে নিখুঁত ভাবে এতো কঠিন প্রশ্নের উত্তর দেয় মানুষ🤔 ওনাকে দেখে শিখা উচিৎ। আমি এই ২২ বছর জীবনে এতো গুছিয়ে উত্তর দিতে কাউকে দেখিনি। ❤❤❤❤❤❤
সার্জস তুমি আমার ধারণাকে পাল্টে দিলা তুমি যোগ্য তুমি পারবে❤ আমি আমার ভোট অগ্রিম তোমাকে দিলাম। তোমাকে দিয়ে আমরা আবার নতুন চিন্তা ভাবনা শুরু করতে পারি অনেক অনেক শুভকামনা রইল।
সাজিস তুমি অনেক বাস্তব বাদী।জীবনে কোন দিন ভোট দিই নাই।রুচিতে বেধেছে।এখন যদি দিতে পারি এটাই চেয়েছিলাম।তুমি ভাই টাকার লোভ করোনা।তোমার যোগ্যতায়াই টাকা আসবে।
সারজিস, অসাধারণ বক্তব্য তোমার। এতো অল্প বয়সে এতো গভীর তোমার, তোমাদের উপলব্ধি। প্রতিটি বক্তব্যে যেন হৃদয় থেকে রক্ত ঝরছে দেশকে তৈরি করার। পরিচ্ছন্ন অনুভূতিতে শক্তিশালী সাহসিকতার দেশ গঠনের দিক নির্দেশনার সৎ পদক্ষেপ। অবিরাম দোয়া আর ভালোবাসা।🇧🇩❤️
দীপ্তি চৌধুরী আপনি যতই কঠিন প্রশ্ন করেন না কেন সার্জিস আলমকে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহর রহমতে খুব সুন্দর করে দিয়ে যাচ্ছে খুব ট্যালেন্টেড একটা ছেলে মাশাল্লাহ আল্লাহ তাকে খুব ভালো জ্ঞান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে এবং কথা বলার খুব সুন্দর একটা স্পিড দিয়েছে তাকে আল্লাহ তায়ালা, আলহামদুলিল্লাহ সবমিলিয়ে খুব সুন্দর হয়েছে সার্জিসের উত্তরগুলো
ধন্যবাদ দিপ্তি চৌধুরিকে আমাদের মনে গাথা প্রশ্ন গুলো করার জন্য আজকে পুরোপুরি ক্লিয়ার হলাম এবং ধন্যবাদ সার্জিস আলমকে খুব সুন্দর ভাবে কঠিন কঠিন প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্য।
এ বয়সে এতো টাকা এতো অফার এতো সুযোগ থাকা সত্যেও যারা এ লোভে পরেনি।আসলেই তারা সত্যি কারের দেশ ও মানুষের জন্য ভাবে।সালাম আপনাদের।আপনারা যোগ্যলোক যোগ্য জায়গায় দেখতে চাই
মাশাআল্লাহ। কোন পান্ডুলিপি এবং প্রশ্ন কি হবে তা না জেনে ও সরাসরি প্রশ্নের অভূতপূর্ব জবাব/উত্তরগুলো অতীব চমৎকার হয়েছে। আশাকরি, দেশের আপামর জনসাধারণের নিকট পূর্বাপর প্রেক্ষাপট অভিনব ভাবে অনুপ্রাণিত করবে। দেশের স্বার্থে এবং জনস্বার্থে। ধন্যবাদ।
আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এতো বুদ্ধিবৃত্তিক যোক্তিক বক্তব্য দিলেন জনাব সার্জিস আলম। আমি বিশ্বাস করতে চাই আপনাদের মতো তরুণ প্রজন্মের সঠিক নেতৃত্বে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশে- প্রতিষ্ঠা হবে একটা শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ। দোয়া ও শুভ কামনা রইলো।
অসাধারণ👌 👍প্রতিটা প্রশ্নের উত্তর মাধুর্য শালীন ভাষায় পানির মত সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এইভাবে এগিয়ে যাবে মানবতা 👍 এগিয়ে যাবে বাংলাদেশ 🇧🇩 জামায়েত ইসলাম ছাত্রশিবির জিন্দাবাদ ❤⚖️
আলহামদুলিল্লাহ 👉🇧🇩স্বাধীন বাংলা থেকে আমার এই কথা🙏 মনে রাখবেন ২০ কোটি জনতা🤔💞🙏অসংখ্য তরুণ শহীদের বিনিময় পেয়েছি এই স্বাধীনতা👉🇧🇩এখনো হাজার হাজার জীবন্ত শহীদ 😢কাতরাচ্ছেন ওই হসপিটালে 😭কারো হাত নেই, কারো পাও নেই 😪তবুও মুখে হাসি বিজয়ের উল্লাসে💪🇧🇩আমরা মনে করি" শহীদদের আত্মার শান্তি ভাবে তখন👉কোরআন-হাদিসের আইন দিয়ে রাষ্ট্র চলবে যখন🙏 👉🇧🇩⚖️💞⚖️🤲
ভাই সারজিস আমি বালবাসি ভাল লাগে কিন্তু সে কয়বার আল্লাহ নাম মূখে নিছে কয়বার ইনশাআল্লাহ বলছে একটা জিনিসের অভাব ধার্মিকতার দোয়া করি তাকে ইসলামের জন্য কবুল করোক ❤❤❤
দেশের মঙ্গলের জন্য যদি নতুন করে কোন দল গঠিত হয় তখন দলের নায়ক আপনি থাকবেন ইনশাল্লাহ অনেক ধৈর্য সহকারে কথা গুলো শুনলাম ❤❤ আমরা চাই স্পষ্টবাদী নতুন দল গঠিত হোক
সত্যি এতো মুগ্ধ করা ইন্টারভিউ জীবনের প্রথম দেখলাম প্রতিটা কথা হিরার থেকেও দামী দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করা ভাই গুলোকে আল্লাহ তায়ালা সব সময় ভালো রাখুক
আমার মতে খুব সূন্দর উত্তর দিয়েছেন সারজিস আলম ভাই। মানুষের জন্য যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে হয় অবশ্যই করতে হবে। এর জন্য আমি একমত। এই সরকারের সব ভালো কাজে আমি স্বশরীরে সাপোর্ট করবোই। এর জন্য যদি জীবন দিতে হয় দিবো। এগিয়ে যাক বাংলাদেশ।
আমি তোর জন্য ভাই তাহাজ্জুদ সলাত পড়ে কেঁদেছিলাম। সাথে আমার সমস্ত ভাইবোনদের জন্য। ভাই তুই এই দেশের প্রধানমন্ত্রী হবি। আমার মা দেশের সকল মা তোদের জন্য দোয়া করে।
বিশ্বাস করবেন কিনা জানি না আমি আমেরিকায় আছি ।যখন বাংলাদেশের মেছাকার দেখেছি সারাক্ষন উৎকন্ঠা কাজ করছে ।নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে একটা দোয়া করতাম । আল্লাহ যদি ওরা হেরে যায় । তাহলে হেফাজতের মতো করবে । পিলখানার মতো করবে ।আমরা সবাই পাগলের মতো হয়ে গেছি ।সবার মুখে একটাই কথা আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন ।এই ছাএ/ ছাএী গুলোকে
আপনাদের পুরো আন্দোলন জুড়ে ছিলো অনেক চমক আপনাদো এই আন্দোলনকে বাংলার মানুষ কখনো ভুলবোনা। বিভিন্ন জায়গায় আপনারা অনেক চৌকস মনোভাবের পরিচয় দিয়েছেন যা সত্যি প্রশংসনীয়।❤❤❤
সারজিস তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেলুট জানাই আমার সে সকল ছাত্র ভাই এবং সমন্বয়ক সকল ভাই বোনদের ও যে ভাই বোনেরা আন্দোলনে নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও শুক প্রকাশ করছি। স্বৈরাচারী তো দেশ থেকে বিদায় হলো, এখন আমাদের আবার দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে । ( একজন প্রবাসী)
দীর্ঘক্ষন খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনলাম। এত অল্প বয়সে দেশ ও জাতির কল্যাণ কামনায়, নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধার মত বক্তব্য প্রদান অভাবিত। যেভাবে একাত্তরে একজন মুক্তিযোদ্ধা শুধু দেশের কথাই ভেবেছে, ব্যক্তিগত সুখ-দুঃখ, স্বার্থপরতা, তাকে স্পর্শ করতে পারে নাই। এই ছেলেদের মাঝে সেই চেতনার বহিঃপ্রকাশ দেখলাম। প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর পাশাপাশি পরিপ্রেক্ষিত উপস্থাপনায় মুগ্ধ হয়ে রইলাম। একাত্তরে যেমন দেশ স্বাধীন করা ছাড়া আর কোন চিন্তা করার সুযোগ ছিল না, ঠিক তেমনি! এই দেশটিকে নতুন করে গড়ে তোলার চিন্তার বাইরে ওদের মাঝে আর কিছু দেখতে পাচ্ছি না। দেশকে স্বাধীন করতে হবে, এটাই ছিল একজন মুক্তিযোদ্ধার একমাত্র লক্ষ্য। কিন্তু পরবর্তীতে কি দেখলাম? কুত্তার পেটে ঘি হজম হয় না, এই কথাকে সত্য প্রমাণ করার জন্য, স্বাধীন বাংলাদেশের কিছু মানুষ নামের জানোয়ার স্বাধীনতাকে অপমানিত করলো। স্বাধীনতাকে সংবিধানের পাতায় সীমাবদ্ধ করে রাখলো। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যখন তখন গুম, খুন, আর ক্রসফায়ারের সূচনা বঙ্গবন্ধু নিজে করেছিলেন। আজও মনে পড়ে, সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই সদম্ভ ঘোষণা- কোথায় আজ সিরাজ শিকদার? চোখ বাঁধা, পিছমোড়া হাত বাঁধা লাস, খালে-বিলে, নদী-নালায় পড়ে থাকতো। অন্যায়, অত্যাচার, অনাচার, নৈরাজ্য, দুর্নীতি, জবরদখল, লুটপাট-স্বাধীনতার অর্থটাকেই পাল্টে দিল। শহরের দিকে ভুখানাঙ্গা মানুষের মিছিল, অরক্ষিত জনপদে ক্ষুধার্ত মানুষের হাহাকার, শহরে শহরে লঙ্গরখানা খুলতে হয়েছিল। এইসবই আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ সরকারের শক্তিশালী মন্ত্রী মতিয়া চৌধুরী, বায়তুল মোকাররমের জনসভায় বলেছিলেন- শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আমরা তাকে অগ্নিকন্যা বলতাম। তারপরে কি দেখলাম? সেই ত্যাগী নেতা গণ, বিভিন্ন দলে যোগ দিয়ে, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করছেন। শাজাহান সিরাজ গং বিএনপিতে, মতিয়া চৌধুরী গং আওয়ামী লীগে, আসম আব্দুর রব গং স্বৈরাচারী এরশাদের গৃহপালিত বিরোধীদল- হা..হা..হা.. লে হালুয়া! তোমরা কোন দিকে যাবে- সেই অপেক্ষায় আমরা এই দেশের সাধারণ মানুষেরা তাকিয়ে নাই। আমরা শুধু জবাবদিহিতা, স্বচ্ছতা, অন্যায়ের প্রতিবাদ করার মত পরিবেশ চাই। আমি আমার ভোট আমার পছন্দের প্রার্থীকেই দিতে চাই। টাকা দিয়ে ভোট কিনে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে, জনগণের পিঠের চামড়া তুলে, ভোটের সময় লগ্নিকৃত পয়সা কেউ যেন উসুল করতে না পারে- এমন একটি পরিবেশ তোমরা তৈরি করে দিয়ে যাও। গত সরকারের সুবিধাভোগী এবং দলকানার দলেরা, তোমাদের নিয়ে গীবত, বিষোদগার, হিংসাত্মক প্রচারণায় সরব । তাতে তোমরা বিভ্রান্ত হইও না। এই দেশের কুটি কুটি মানুষের দোয়া তোমাদের জন্য আছে। শহর থেকে দূরে নিবিড় পল্লীতে বসে আমি তোমার জন্য দোয়া করছি। প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করবে। তোমরা পথভ্রষ্ট হয়ো না।
ধন্যবাদ সার্জিস আলমকে। এতো সুন্দরভাবে প্রতিটা প্রশ্নের যথাযথ বক্তব্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারার জন্য । আমি টেনে টেনে দুই -তিন মিনিট অনুষ্ঠানটি দেখতে চেয়েছিলাম । কিন্তু সার্জিস আলমের যৌক্তিক বক্তব্যের জন্য অনুষ্ঠানটি পুরোটাই দেখতে বা শুনতে বাধ্য হলাম । ধন্যবাদ সার্জিসকে,ধন্যবাদ দীপ্তিকে।
এক কথায় অসাধারণ, বুদ্ধিদীপ্ত এবং যুক্তিপূর্ণ উত্তর। এগিয়ে যাও! তোমাদের সাফল্য কামনা করি। আল্লাহ তোমাদের হেফাজত করুক। আশা করি তোমরা সব ধরনের লোভ-লালসা এবং হিংসা হানাহানির ঊর্ধ্বে থাকতে পারবে।
ধন্যবাদ সার্জিস আলম,সম্পুর্ণ বক্তব্য শুনলাম।বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার মত সাহসী, বুদ্ধিমান নেতা খুব প্রয়োজন। অনেক দোয়া ও আশা ব্যক্ত করছি। আল্লাহ সহায় হোক।
অভিনন্দন সারজিস। আপনাদের অনেক ধন্যবাদ। এমন একটা দিন উপহার দেওযার জন্য আল্লাহ আপনাদের রহমত করুক।আশা করবো সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
এতো জ্ঞান এতো বুদ্ধি একজন ইয়াং জেনারেশনের কল্পনা করে পাইনি এতো সহজ সাবলীল ভাষায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারা যায়, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। সাহসী সৎ চৌকস কোয়ালিফাই জ্ঞানী প্রিয় সারজিস আলম কে বীরোচিত সালাম সাথে আপনাকে ও সংগ্রামী সালাম।
আমি নিজে এই আওয়ামী কে ভোট দিয়েছি একবার, নিজেকে এখন দোষী মনে হয়। এখন আর কোনোদিন এই আওয়ামী আসুক কোন ভাবেই চাই না।সারাজীবন নিশিদ্ধ হোক।যাতে আর কোনোদিন আমার দেশের মানুষ এত কষ্ট না দেখুক। আমার আর কোন একটা ভাইয়ের রক্ত না ঝরুক।রাতের পর রাত ঘুমাতে পারিনি এই ছোট ছোট ভাইবোনদের চিন্তায়।প্রয়োজনে এবার তোমাদের সাথে পথেও নামবো। তোমাদের পাশে আছি ছোট ভাই।ওদের বিচার হতেই হবে।আমরা তোমাদের সাথে আছি থাকবো পথেও নামবো ইনশাআল্লাহ।
দেশ বাসি তোমরা শিখো,, এরা আমাদের দেশের রত্ন ওদের কোন লোভ নেই।ওরা চাইলে পারতো ইচ্ছে মতো সব হাতিয়ে নিতে।ওরা দেশের জন্য ভাবছে,, জনগনের জন্য ভাবছে। ❤❤❤❤❤❤❤
অসম্ভব সুন্দর বক্তব্য দিয়েছে সারজিস,এত সুন্দর এবং যুক্তিযুক্ত কথা এর আগে কোন রাজনৈতিক নেতাদের মুখে শুনিনি।এত গুছিয়ে কথা বলে ছেলেটা।ভবিষ্যতে এমন রাজনৈতিক নেতা আমরা চাই।অনেক দোয়া রইলো সারজিসের জন্য!
অসাধারণ বিপ্লবী উওর দিয়েছেন। এবং আগামীর বাংলাদেশের রুপরেখা আপনার কাছে সকল প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত আছে। আমি মনে করি বাংলাদেশ তার বড় বিপ্লবী চ্যালেন্জ মোকাবিলা করেছে, এবং ভবিষ্যতে আরো চ্যালেন্জ থাকলে তাও করে দেখাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সারজিসের প্রতিটি প্রশ্নের উত্তর ছিল অত্যান্ত বাস্তব সম্মত, যৌক্তিক এবং ১০০% সত্য। এমন সাহসী বীর এবং মেধাবী শিক্ষার্থীরা দেশের নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে উপস্থাপন করুক এটাই আমরা চাই।
@parvezparvez5328 সেরকম ও চাইনা। যে দলের ই হোক। ব্যাক্তিগত ফেভরিজম প্রফেশনাল লাইফ এ কারোর ই দেখানো উচিত না। এটা কন্ট্রোল করতে পারলেই সি একচুয়ালি প্রফেশনাল। খালেদ ভাই যখন অন্তরবর্তী সরকার কে প্রশ্ন করে আমার ভাল্লাগে। জবাব চাইলেই তো জবাব আসবে আর সেটাই তো জবাবদিহিতা। ❤️
উপস্থাপিকা সংবিধান এবং আইন নিয়ে বেশি বেশি প্রশ্ন শুরু করেছে । অসংখ্য ধন্যবাদ তোমাদের এই রকম সুন্দর চিন্তার জন্য । তোমরা এই মনোবল ধরে রাখো, সাধারণ জনগণ তোমাদের সাথে থাকবে । এতো সুন্দর গুছানো কথা প্রশংসার দাবিদার ।
ভাষা হারিয়ে ফেলছি তবু বলতে হয় আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার মেধা শক্তি দেশের উন্নয়নে নিবেদিত থাক। ২৪ এর ছাত্র জনতার সাথে আমার পুরো পরিবার আছে।
উনিতু ছাত্রলীগের কর্মি
মজিববাদের একজন, আজকে নায়ক বলা হচ্ছে, সুন্দর একটা দেশকে নষ্ট করার নায়ক
সাব্বাস সার্ভিস সাব্বাস এগিয়ে যাও তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ তবে মনে রেখো হাসিনার পতনের কথা তোমরাই করেছ এটা মনের ভিতরে প্রতিদিন একবার হলেও মনে রাখবা তাহলে দেশের জন্য ভালো চিন্তা করতে পারবা তোমাদের কাছে অনেক আশা
মিথ্যা এবং ঘুষের বিরুদ্ধে কাজ করো জনগণ তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে
আমরা ও সবাই সারজিসদের পাশে আছি ❤
@@MdSohag-i1xসার্ভিস কে??
ভাই আপনি সারজিস ভাইকে সম্মান করতাছেন না ইনসাল্ট করতাছেন?
সম্পূর্ণ শো টা দেখলাম আর অবাক হলাম "অসাধারণ" ইনশাআল্লাহ দেশের মানুষ এই চিন্তা,ধারণাকে সমর্থন করবে ।
জীবনে এই প্রথম এতো সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে দেখলাম যা দেশ ও মানুষের পক্ষে। ভালোবাসা অভিরাম সারজিস তোমাদের সকল সমন্বয়কদের প্রতি এগিয়ে যাও আর অবশ্যই একটি দল গঠন করো।
আমি ও এক মত
thik vai
Agree
I am eagerly waiting to see new political party by our beloved co-ordinator heros!❤
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে অবশ্যই ইনশাআল্লাহ ❤️
জীবনে এই প্রথম এতো সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে দেখলাম যা দেশ ও মানুষের পক্ষে। ভালোবাসা অভিরাম সারজিস তোমাদের সকল সমন্বয়কদের প্রতি এগিয়ে যাও আর অবশ্যই একটি দল গঠন করো।
ধন্যবাদ সার্জিস আলম, আমি একজন গ্রামের সাধারণ মানুষ, আমি ১৯৯০ থেকে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী ছিলাম, ২০২৪ সালের দেখলাম আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল, এখন আমি মনেপ্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি, ছাত্র-জনতা জিন্দাবাদ, বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতার পাশে থাকবে এবং চিরকালই থাকবে ইনশাআল্লাহ
এরকম অনেক যুক্তিবাদী মানুষকে কামব্যাক করতে দেখেছি। ধন্যবাদ ভাই
আমরাও আওয়ামী লীগ করতাম। কিন্তু আমি আমার দেশ থেকে কোন ব্যক্তি কোন দল কে ভালবাসি না। আগে আমার দেশ। সেখ হাসিনা ছিলো ভারতের চাকর
Amr o same opinion
বিলম্বে হলেও আপনার সঠিক বোধদয় হওয়ায় আপনাকে জানাই শুভেচ্ছা।
আমিও ২০১১ থেকে নাস্তিক ব্লগারদের আস্কারা ও পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগ কে ঘৃনা করি
এতো জ্ঞান এতো বুদ্ধি একজন ইয়াং জেনারেশনের কল্পনা করে পাইনি এতো সহজ সাবলীল ভাষায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারা যায়, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। সাহসী সৎ চৌকস কোয়ালিফাই জ্ঞানী প্রিয় সারজিস আলম কে বীরোচিত সালাম সাথে আপনাকে ও সংগ্রামী সালাম।
সত্যিই অবাক করার মত জ্ঞানী, মেধার প্রকাশ।
আপনার লেখনিও অনেক সুন্দর।
Don't forget that he was a Debater.
Uni bcs prili dise select hoise
I hope weare made new bangladesh.❤
প্রিয় সারজিস ভাই, ৫ আগষ্টের বিজয় মিছিলে দেখা হয়েছিল আপনার সাথে,
আপনাকে নিয়ে প্রায় ৩ঘন্টা ব্যাপী বিজয় মিছিল করেছিলাম,,
আজ আবার আপনার মুগ্ধতায় স্নিগ্ধ হলাম,,
স্টেট কাট উত্তর গুলো প্রাণবন্ত ছিলো,,
আমরা তরুণ প্রাণ আপনাদের হাতেই আগামী নেতৃত্ব তুলে দিতে চাই!!
সারজিস, ভাইসতা এগিয়ে যাও দোয়া করি আল্লাহ তোমাদের মাধ্যমে দেশের উন্নতি করুক, আমীন।
অসাধারণ সারজিস। তোমাদের নেতৃত্বে নতুন দল চাই। তোমাদের জন্য দোয়া রইল।
❤❤❤❤❤❤
সার্জিস আগামীর প্রধানমন্ত্রী ❤👍🤲
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
এতো কঠিন বিব্রতকর প্রশ্ন আমি আমার জীবনে কোন রাজনৈতিক দলের নেতাদের করতে দেখিনি, আর কখনো শুনিনি যা প্রশ্ন তাদেরকে করা হতো ঐ প্রশ্ন গুলোর উওর এতো সুন্দর সাবলীলভাবে দিতে। এই পুরো টকশোটা শুনে হঠাৎ নিজেকে হালকা লাগলো এবং অজান্তেই চোখের পানি চলে আসলো,কিছুক্ষণের জন্য মনে হলো,আল্লাহর রহমতে এমন দেশপ্রেমিক থাকলে আমাদের দেশ থেকে অভাব দূর্নীতি অযথা হয়রানি চলে যাবে।
আমারও সেম ।আসার আলো দেখছি কথা ও ভুমিকায় । অনেক অনেক মন দোয়া আশছে তার জন্য মহান আল্লাহ সহায়ওক হোন ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠুক সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
রাস্ট্র যখন অন্ধকারে নিমজ্জিত হয় কোন সৈরসাশক দিয়ে তাদের প্রতিহত করা সবার নৈতিক দায়িত্ব
সারজিস আলমের আজকের অসাধারণ ইন্টারভিউ দেখে আমরা অভিভূত। আসলেই দেশের অমূল্য রত্ন এই সাহসী ছেট ভাই গুলো। দোয়া আর শুভকামনা নিরন্তর।
ঠিক বলেছেন
ভালোবাসা চিরন্তন।
আমাদের সূর্য সন্তান। এদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকলো
রাইট
❤
শতভাগ পরিষ্কার বক্তব্য।
মেধা ও যোগ্যতার বহি: প্রকাশ।
স্যালুট সার্জিস আলম।
Right...
Go ahead
Definitely ❤
রাইট
নতুন দেশ গড়ার জন্য প্রয়োজন সারজিস আলমের মতো ইয়ং জেনারেশন। নিশ্চয়ই জাতি এদেরকে মূল্যায়ন করবে।খুবই জ্ঞানগর্ভ আলোচনা । সারজিস আলমের আলোচনা শুনে অভিভূত হলাম।
এতো দীর্ঘ সময় নিয়ে কোনো অনুষ্ঠান বিগত ১০ বছরেও আমি দেখি নি, আজ যতই দেখছিলাম ততই আগ্রহ পাচ্ছিল। মুগ্ধ হয়ে গেলাম তাঁর কথা শুনে! আল্লাহ যেন তাঁদের দেশপ্রেমিক হয়ে থাকতে সাহায্য করুন। সাথে আমাদেরকেও দেশপ্রেমিক হতে হবে।
same bro amio
জুলাই থেকে সারজিস এর কথা শুনি, ফলো করি ,, এতো সুন্দর করে গুছানো বক্তব্য দেয়, শিক্ষিত স্মার্ট,,খুব ভালো লাগে,তোমাদের সাথে আছি ছোটো ভাই, এগিয়ে যাও
মা শা আল্লাহ, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, এবং কোন প্রশ্নের জবাব কিভাবে দিতে হয় সেটা সার্জিস ভাইয়ের এই আলোচনা টা শুনে ভালো করে বুঝতে পারলাম🥀
মাশা আল্লাহ এমন সাহসী বিপ্লবী সংগ্রামী তারুণ্যের প্রতীক দের জন্য আন্তরিক দুয়া ও শুভকামনা রইল।
@@MdYasin-b9h ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহুমমা আমিন ইয়ারব
Amin...😢
আমি মুগ্ধ। এত সুন্দর আলোচনার জন্য
দেখতে দেখতে আমি মুগ্ধ। ভাই তোমার উওর দেওয়ার ভঙ্গি, স্পষ্টতা, সাধুতা,সত্যতা আমি বিমোহিত। আমরা তোমাকে দেশের
সব্বোচ্ছ ক্ষমতায় দেখতে চাই। দোয়া রইল। দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।
এই ছোট্ট জীবনে কোনোদিন ৫ আগস্টের আগে রাজনৈতিক নিয়ে বিষয় কথা বলা কোনো ইন্টারভিউ এতো মনোযোগ দিয়ে দেখিনি
কারন আগেই জানতাম এটা কোনো একটা দলের পা চাটামু বক্তব্য হবে
কিন্তু আজ শত আগ্রহ নিয়ে বক্তব্য গুলো শুনতে বসলাম
কত গুছিয়ে আমার দেশের বুদ্ধিমান ছেলেটা দেশের প্রতিটা মানুষের মনের কথা বলে দিলো ❤
এমন বুদ্ধিমান ছেলে আমার দেশের হয়ে থেকে যাক সারাজীবন ❤
MashaAllah ♥️♥️♥️♥️♥️ amar o onek Valo laglo apner proshongsha korar kotha gulo Allah amader sohay hon or prottekta kothai mulloban Allah amader desher manush gule apni shokuner bod nojor theke rokkha korun amen
কথা গুলো অনেক সুন্দর👌👍✌️
ঠিক
আমার মেয়ে ক্যানট পাবলিকে পড়তো এবং অনেক Students আন্দোলনে ছিলো। মেয়েকে নিয়ে ইসিবি,মিরপুর ১০, শহীদমিনার শাহবাগ, বিভিন্ন জায়গায় দৌড়েছি -- ফারুকী কে দেখার জন্য নয়
এটা খুব কষ্টের বিষয়।
আমিন❤❤❤
মুগ্ধ হয়ে গেলাম প্রিয় সারজিসের বক্তব্যে...
abba dak khankir sele
ভাই সার্জিস আলম তুই আসলেই একটা ব্রিলিয়ান্ট ছেলে।তোর কথা চিন্তা ভাবনা স্বপ্ন দেশপ্রেম সত্যিই মুগ্ধ হলাম।তোদের মত লোক এই দেশে যতদিন আছে ইনশাআল্লাহ্ দেশ পথ হারাবে না 😊
❤❤❤❤❤❤❤❤
ওরা সবগুলো ছেলেই বোল্ড এন্ড ব্রিলিয়ান্ট।
শুধু ব্রিলিয়ান্ট হলেই চলবে না,জনগণের ভাষা বুঝতে হবে। নেতারা খুনি মানেই সবাই নয়। এখন পর্যন্ত শহীদের তালিকা কেন জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া হচ্ছেনা। একবারও '৭১ এর শহীদের কথা স্মরণ করা হয়না।
সত্যিই প্রতিটি ছেলে আমাদের তুখোড় ব্রিলিয়ান্ট। এগিয়ে যাও বাবা ❤️❤️🥰🥰
@@EliashRahmanAbir-xq4cw আলহামদুলিল্লাহ
ধন্যবাদ ছোট ভাই সার্জিস তুমি উত্তরবঙ্গের গর্ব, তোমার এত সুন্দর উপস্থাপনা বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে শুধু শুনতেছে ভাই এগিয়ে যাও তুমি।
ভাই তুমি বিসিএস থেকে অনেক বড়। তোমাদের মত মানুষ সব সময় তৈরি হয়না। আশা করি দেশের রাজনীতিতে তোমাদের দেখতে পারব। শুভকামনা ভাইয়া, তুমি অসাধারণ। লাল সালাম।
গরম ডিম দেওয়া হবে
hm,,tomar ammur oi jaygay😂@@VipQatar-jr7yu
যা আছে ভাল আছে।রাজনীতিতে এলেই পচবে।আর গণতন্ত্রের রাজনীতিই হল পচা জিনিশ।যা বিভেদ শেখাই।একটা জাতির মধ্যে অগনিত দল বানাতে উৎসাহিত করে বিভেদের রাজ্য কায়েম করে।বিভেদ কখনো শান্তিপূর্ণ সমাজ কিংবা রাস্ট্র উপহার দিতে পারেনা।তাই গণতন্ত্র পরিত্যাজ্য।সার্জিস আলমকেও বলবো সে যেন কোন রাজনীতি না করে।নিজেকে না পচাই।যেখানে আছে,ঐটা মোটামুটি পরিশুদ্ধ অবস্থান।
@@VipQatar-jr7yu তোমাকে ? দিব নাকি ?
@@VipQatar-jr7yuতুই কিসের ভিআইপি। কাতার প্লেনের চাক্কা ধরে গেসস
অত্যন্ত মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখছিলাম এবং শুনছিলাম, সর্বশেষ চোখে জল চলে এলো। ধারণার চাইতে অনেক ঊর্ধ্বে তোমরা, অসাধারণ সারজিস। দেশের স্বার্থে জনগণের স্বার্থে তোমাকে যেন আল্লাহ কবুল করেন।
আল্লাহুম্মা আমীন।
এরা পরীক্ষিত। এরা সৎ, দেশপ্রেমিক।
আসলেই এদের কথা শুনলেই চোখের পানি গড়িয়ে পড়ে
মাশাআল্লাহ এরাই সত্যিকারের মেধাবী দেশপ্রেমিক❤❤❤
একটু দেখা শুরু করে সম্পূর্ণ ৪১ মিনিটের শো টা মনোযোগ দিয়ে দেখে ফেলার যে ব্যাপারটা। এতো সুন্দর সাবলীল ছিলো প্রত্যেক টা প্রশ্নের উত্তর! চমৎকার। সারজিস আলম যে মেধাবী এবং বিচক্ষণ তার পরিচয় দিলেন।সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রসংশার দাবীদার সে।
আল্লাহ তাকে হেফাজত করুক
25:20 প্রশ্নের উত্তরটা ছিল বুলেটের মত অসংখ্য ধন্যবাদ সারজিস সালাম ভাই আপনাকে, সবগুলা কথাই মাটি ও মানুষের অন্তরের কথা ছিল। 👍👍👍👍
অসাধারণ বিশ্লেষণী প্রশ্নোত্তর। কোন জড়তা ছাড়াই সব প্রশ্নের উত্তর। সম্পূর্ণ দেখলাম এবং মুগ্ধ হয়ে গেলাম। এরা নাকি অযোগ্য,,,! কি সুন্দর সাবলীল বক্তব্য।কোন প্রশ্নের উত্তর এড়িয়ে যায়নি। হাজার সালাম প্রিয়,,,,,,,
মাশাআল্লাহ, কত সুন্দর বক্তব্য ,কত সুন্দর মিষ্টি ভাষায় কঠিন প্রশ্নের উত্তর। আমরা এমনই রাজনৈতিক নেতা চাই। যে দেশের কথা ভাববে ,দেশের জনগণের কথা বলবে।
সারজিস ভাই প্রমাণ করলেন ""তিনি একজন দেশ প্রেমিক""
কথা গুলো শুনে শুধু মন থেকে দোয়া আসছে। এগিয়ে যাও ভাই।
সম্পূর্ণ দেখলাম এবং মুগ্ধ হলাম।অসাধারণ ছিল।
১০০ ভাগ সহমত রাইট বলেছেন সারজিজ ভাই আপনি ধন্যবাদ।
Alhamdulillah
সার্জিস ভাই আপনার বক্তব্য সবসময়ই যৌক্তিক এবং আপনি স্পষ্ট করে সবকিছু বিশ্লেষণ করতে পারেন ❤️
সহমত
অনেক অনেক সুন্দর বিশ্লেষণ আলহামদুলিল্লাহ ❤
অনেক অনেক ধন্যবাদ, জাতীয় বীর ওঁরা, সবার উচিত তাদেরকে সব ধরনের সহযোগিতা করা।
সাব্বাশ ভাই সারজিস আলম, প্রত্যেকটা প্রশ্নের একদম যৌক্তিক উত্তর দেওয়ার জন্য।👍👍🇧🇩🇧🇩
Right
Absolutely right
গরীব আর ধনী এলিট! পৃথিবী বিভক্ত হয়ে গেছে ধনী এলিট আর গরীব দুর্বল।
সেনাবাহিনী র্যাব যেখানেই পাবেন ইট দিয়ে মারবেন। সরকারী চাকর আমলারা ছাড়া কেউ শান্তিতে নাই। এরাই এলিট। কৃষক শ্রমিক দিনমজুর এর পেটে লাথি মেরে খাই । আর সমালোচনা নয় এবার ইট দিয়ে মারবেন। যৌক্তিক সমালোচনাযর সময় চলে গেছে। এলিট শ্রেণীর প্রাইভেট কার নিষিদ্ধ করার দাবি। ব্যাটারী রিকশার লাইসেন্স দিন। সেফুদার পিপরা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেফুদা।
Pagola ki na koa sagola ki na khaaa
Jole naki@@Meme_garden761
কি সুন্দর সাবলীল স্বতঃস্ফূর্ত বক্তব্য! আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন।
আমিন
আমিন
আমীন
আমীন
কি চমৎকার ভাবে সাবলীল ভাবে বাস্তবতা গুচিয়ে তুলা হয়েছে, ধন্যবাদ ছোট ভাই সারজিস আলম, এগিয়ে যাও আপন মহিমায়, অনেক অনেক শুভকামনা
জীবনের প্রথম একটু ও টেনে না দিয়ে ফোল ভিডিও দেখা আমি। কীভাবে এতো সুন্দর করে নিখুঁত ভাবে এতো কঠিন প্রশ্নের উত্তর দেয় মানুষ🤔 ওনাকে দেখে শিখা উচিৎ। আমি এই ২২ বছর জীবনে এতো গুছিয়ে উত্তর দিতে কাউকে দেখিনি। ❤❤❤❤❤❤
amio bro
ভাই তুই সামনে এগিয়ে যা তোর জন্য বিশ্ববাসীর সবার দোয়া থাকবে।
সার্জস তুমি আমার ধারণাকে পাল্টে দিলা তুমি যোগ্য তুমি পারবে❤ আমি আমার ভোট অগ্রিম তোমাকে দিলাম। তোমাকে দিয়ে আমরা আবার নতুন চিন্তা ভাবনা শুরু করতে পারি অনেক অনেক শুভকামনা রইল।
আমার বঙ্গবন্ধু ❤
নতুন বাংলাদেশের যোগ্য সাহসী সন্তান
সাজিস তুমি অনেক বাস্তব বাদী।জীবনে কোন দিন ভোট দিই নাই।রুচিতে বেধেছে।এখন যদি দিতে পারি এটাই চেয়েছিলাম।তুমি ভাই টাকার লোভ করোনা।তোমার যোগ্যতায়াই টাকা আসবে।
সারজিস, অসাধারণ বক্তব্য তোমার। এতো অল্প বয়সে এতো গভীর তোমার, তোমাদের উপলব্ধি। প্রতিটি বক্তব্যে যেন হৃদয় থেকে রক্ত ঝরছে দেশকে তৈরি করার। পরিচ্ছন্ন অনুভূতিতে শক্তিশালী সাহসিকতার দেশ গঠনের দিক নির্দেশনার সৎ পদক্ষেপ। অবিরাম দোয়া আর ভালোবাসা।🇧🇩❤️
ইয়াং জেনারেশন যে গতি কথার ভাষার সিদ্ধান্ত খুব লাগলো মনটা ভরে গেল এটাই ছাএদের সৌন্দর্য
দীপ্তি চৌধুরী আপনি যতই কঠিন প্রশ্ন করেন না কেন সার্জিস আলমকে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহর রহমতে খুব সুন্দর করে দিয়ে যাচ্ছে খুব ট্যালেন্টেড একটা ছেলে মাশাল্লাহ আল্লাহ তাকে খুব ভালো জ্ঞান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে এবং কথা বলার খুব সুন্দর একটা স্পিড দিয়েছে তাকে আল্লাহ তায়ালা, আলহামদুলিল্লাহ সবমিলিয়ে খুব সুন্দর হয়েছে সার্জিসের উত্তরগুলো
ভাই সারজিস সাবেক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম ছিলো, মেলাইন এর ঢাবি তে🎉
চমৎকার আলোচনা বিশ্লেষণ হৃদয়ের কথা।তোমার এই কণ্ঠস্বরের সাথে কণ্ঠ মিলাক সকল ছাত্র জনতা , আসুক নতুন সাম্যের বাংলাদেশ ❤
আমরা সকল সিদ্ধান্তে তোমাদের পাশে আছি। তোমরা এগিয়ে যাও। অভ্যুত্থানের জন্য আমরা সব সময় পাশে আছি। আমরা সংস্কার চাই।
ধন্যবাদ দিপ্তি চৌধুরিকে আমাদের মনে গাথা প্রশ্ন গুলো করার জন্য আজকে পুরোপুরি ক্লিয়ার হলাম এবং ধন্যবাদ সার্জিস আলমকে খুব সুন্দর ভাবে কঠিন কঠিন প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্য।
এ বয়সে এতো টাকা এতো অফার এতো সুযোগ থাকা সত্যেও যারা এ লোভে পরেনি।আসলেই তারা সত্যি কারের দেশ ও মানুষের জন্য ভাবে।সালাম আপনাদের।আপনারা যোগ্যলোক যোগ্য জায়গায় দেখতে চাই
মাশাআল্লাহ। কোন পান্ডুলিপি এবং প্রশ্ন কি হবে তা না জেনে ও সরাসরি প্রশ্নের অভূতপূর্ব জবাব/উত্তরগুলো অতীব চমৎকার হয়েছে। আশাকরি, দেশের আপামর জনসাধারণের নিকট পূর্বাপর প্রেক্ষাপট অভিনব ভাবে অনুপ্রাণিত করবে। দেশের স্বার্থে এবং জনস্বার্থে। ধন্যবাদ।
সারজিতের কাছে আসলেই দেশপ্রেমের একটি আভাস পাওয়া যায়।
মাশাল্লাহ এগিয়ে যাও তুমিই হবে আগামী দিনের তারুণ্যের প্রতীক।❤❤❤❤
আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এতো বুদ্ধিবৃত্তিক যোক্তিক বক্তব্য দিলেন জনাব সার্জিস আলম। আমি বিশ্বাস করতে চাই আপনাদের মতো তরুণ প্রজন্মের সঠিক নেতৃত্বে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশে- প্রতিষ্ঠা হবে একটা শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ। দোয়া ও শুভ কামনা রইলো।
অসাধারণ👌 👍প্রতিটা প্রশ্নের উত্তর মাধুর্য শালীন ভাষায় পানির মত সহজ করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ এইভাবে এগিয়ে যাবে মানবতা 👍 এগিয়ে যাবে বাংলাদেশ 🇧🇩 জামায়েত ইসলাম ছাত্রশিবির জিন্দাবাদ ❤⚖️
আলহামদুলিল্লাহ 👉🇧🇩স্বাধীন বাংলা থেকে আমার এই কথা🙏 মনে রাখবেন ২০ কোটি জনতা🤔💞🙏অসংখ্য তরুণ শহীদের বিনিময় পেয়েছি এই স্বাধীনতা👉🇧🇩এখনো হাজার হাজার জীবন্ত শহীদ 😢কাতরাচ্ছেন ওই হসপিটালে 😭কারো হাত নেই, কারো পাও নেই 😪তবুও মুখে হাসি বিজয়ের উল্লাসে💪🇧🇩আমরা মনে করি" শহীদদের আত্মার শান্তি ভাবে তখন👉কোরআন-হাদিসের আইন দিয়ে রাষ্ট্র চলবে যখন🙏 👉🇧🇩⚖️💞⚖️🤲
সার্জিস ভাই 🥰কি চমৎকার আলোচনা। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন।
Ameen
আমিন
আল্লাহুম্মা আমিন 🤲
ভাই সারজিস আমি বালবাসি ভাল লাগে
কিন্তু সে কয়বার আল্লাহ নাম মূখে নিছে কয়বার ইনশাআল্লাহ বলছে
একটা জিনিসের অভাব ধার্মিকতার দোয়া করি তাকে ইসলামের জন্য কবুল করোক ❤❤❤
তারা কি হয়ে গেল,,,,,,এই বয়সে যে স্পিড এবং কথায় যে তারণ্য আসলেই অবাক করে,,আল্লাহ সমনে এগিয়ে নিয়ে যাক,,,মানুষের কল্যাণে কাজ করুক দোয়া রইল ❤
দেশের মঙ্গলের জন্য যদি নতুন করে কোন দল গঠিত হয় তখন দলের নায়ক আপনি থাকবেন ইনশাল্লাহ অনেক ধৈর্য সহকারে কথা গুলো শুনলাম ❤❤ আমরা চাই স্পষ্টবাদী নতুন দল গঠিত হোক
স্যালুট ভাই তোকে জনগণের মনের কথাগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।দেশ ও দেশের মানুষের জন্য সেবক হিসেবে আজীবন নিয়োজিত তাক এক দোয়াই কাম্য।
এগিয়ে যাও হে তরুণ। দোয়া রইল তোমার জন্য
এক কথায় অসাধারণ ছিল এই অনুষ্ঠান, ধন্যবাদ দুজনকেই।
এই প্রথম এতো সুন্দর একটি শো দেখলাম। দিপ্তী চৌধুরী গণঅভ্যুত্থানের অংশ।
আল্লাহ্ আপনি সার্জিস আলম ভাইকে সম্মান দান ও সাহায্য করুন।🥲🤲
আমীন
সত্যি মুগ্ধ হলাম সারজিস। মুগ্ধ হলাম তোমার দেশ প্রেমে, তোমরা সামনে এগিয়ে যাও জাতি তোমাদের সাথে আছে।
কি সুন্দর সাবলীল স্বতঃস্ফূর্ত বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনলাম। আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন।
সবকিছু মিলিয়ে অসাধারণ একটি আলোচনা মাশাআল্লাহ
ভাষা হারিয়ে ফেলছি তবু বলতে হয় আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার মেধা শক্তি দেশের উন্নয়নে নিবেদিত থাক। ২৪ এর ছাত্র জনতার সাথে আমার পুরো পরিবার আছে।
সত্যি এতো মুগ্ধ করা ইন্টারভিউ জীবনের প্রথম দেখলাম
প্রতিটা কথা হিরার থেকেও দামী
দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করা ভাই গুলোকে আল্লাহ তায়ালা সব সময় ভালো রাখুক
আমার মতে খুব সূন্দর উত্তর দিয়েছেন সারজিস আলম ভাই। মানুষের জন্য যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে হয় অবশ্যই করতে হবে। এর জন্য আমি একমত। এই সরকারের সব ভালো কাজে আমি স্বশরীরে সাপোর্ট করবোই। এর জন্য যদি জীবন দিতে হয় দিবো। এগিয়ে যাক বাংলাদেশ।
❤❤❤❤❤❤❤
ধন্যবাদ সার্জিস আলম ভাইকে,,,এত সুন্দর এবং সতস্ফুর্তভাবে প্রতিটা প্রশ্নের সুস্থ চিন্তা-ভাবনার জন্য
আমি তোর জন্য ভাই তাহাজ্জুদ সলাত পড়ে কেঁদেছিলাম। সাথে আমার সমস্ত ভাইবোনদের জন্য। ভাই তুই এই দেশের প্রধানমন্ত্রী হবি। আমার মা দেশের সকল মা তোদের জন্য দোয়া করে।
চমৎকার বলেছেন সত্যিই খুব টেনশনে ছিলাম ওদের নিয়ে এখনো আছি অবশ্য কারণ এই দেশে ত বেইমানে ভরপুর।
বিশ্বাস করবেন কিনা জানি না আমি আমেরিকায় আছি ।যখন বাংলাদেশের মেছাকার দেখেছি সারাক্ষন উৎকন্ঠা কাজ করছে ।নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে একটা দোয়া করতাম । আল্লাহ যদি ওরা হেরে যায় । তাহলে হেফাজতের মতো করবে । পিলখানার মতো করবে ।আমরা সবাই পাগলের মতো হয়ে গেছি ।সবার মুখে একটাই কথা আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন ।এই ছাএ/ ছাএী গুলোকে
In Shaa Allah
আমি ও নামাজ পড়ে ওদের জন্য দোয়া করে ওদের জন্য কেঁদেছিলাম। আজও কাদছি ওদের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত 😢
Amio namaj pora ader jonno dua korcilam
এতো ধৈর্য নিয়ে কোন টকশো শুনি নাই।
এই প্রথম মনোযোগ দিয়ে শুনলাম।
সারজিস আলমের জন্য দোয়া রইল
আমিও
রান্না করা বাদ দিয়ে রেখে কথাগুলো শুনছি❤❤❤
আপনাদের পুরো আন্দোলন জুড়ে ছিলো অনেক চমক আপনাদো এই আন্দোলনকে বাংলার মানুষ কখনো ভুলবোনা।
বিভিন্ন জায়গায় আপনারা অনেক চৌকস মনোভাবের পরিচয় দিয়েছেন যা সত্যি প্রশংসনীয়।❤❤❤
❤❤❤
❤❤❤
অনেক দীর্ঘ সময় ধরে প্রতিটি সেকেন্ড কিভাবে যেন দেখা হয়ে গেলো.... 🫂
আগেও উনার বক্তব্যে মুগ্ধ হয়েছিলাম, আর এখনো হয়েছি.... ❤❤❤❣️
সারজিস তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেলুট জানাই আমার সে সকল ছাত্র ভাই এবং সমন্বয়ক সকল ভাই বোনদের ও যে ভাই বোনেরা আন্দোলনে নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও শুক প্রকাশ করছি। স্বৈরাচারী তো দেশ থেকে বিদায় হলো, এখন আমাদের আবার দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে । ( একজন প্রবাসী)
দীর্ঘক্ষন খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনলাম। এত অল্প বয়সে দেশ ও জাতির কল্যাণ কামনায়, নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধার মত বক্তব্য প্রদান অভাবিত। যেভাবে একাত্তরে একজন মুক্তিযোদ্ধা শুধু দেশের কথাই ভেবেছে, ব্যক্তিগত সুখ-দুঃখ, স্বার্থপরতা, তাকে স্পর্শ করতে পারে নাই। এই ছেলেদের মাঝে সেই চেতনার বহিঃপ্রকাশ দেখলাম। প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর পাশাপাশি পরিপ্রেক্ষিত উপস্থাপনায় মুগ্ধ হয়ে রইলাম। একাত্তরে যেমন দেশ স্বাধীন করা ছাড়া আর কোন চিন্তা করার সুযোগ ছিল না, ঠিক তেমনি! এই দেশটিকে নতুন করে গড়ে তোলার চিন্তার বাইরে ওদের মাঝে আর কিছু দেখতে পাচ্ছি না। দেশকে স্বাধীন করতে হবে, এটাই ছিল একজন মুক্তিযোদ্ধার একমাত্র লক্ষ্য। কিন্তু পরবর্তীতে কি দেখলাম? কুত্তার পেটে ঘি হজম হয় না, এই কথাকে সত্য প্রমাণ করার জন্য, স্বাধীন বাংলাদেশের কিছু মানুষ নামের জানোয়ার স্বাধীনতাকে অপমানিত করলো। স্বাধীনতাকে সংবিধানের পাতায় সীমাবদ্ধ করে রাখলো। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যখন তখন গুম, খুন, আর ক্রসফায়ারের সূচনা বঙ্গবন্ধু নিজে করেছিলেন। আজও মনে পড়ে, সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই সদম্ভ ঘোষণা- কোথায় আজ সিরাজ শিকদার? চোখ বাঁধা, পিছমোড়া হাত বাঁধা লাস, খালে-বিলে, নদী-নালায় পড়ে থাকতো। অন্যায়, অত্যাচার, অনাচার, নৈরাজ্য, দুর্নীতি, জবরদখল, লুটপাট-স্বাধীনতার অর্থটাকেই পাল্টে দিল। শহরের দিকে ভুখানাঙ্গা মানুষের মিছিল, অরক্ষিত জনপদে ক্ষুধার্ত মানুষের হাহাকার, শহরে শহরে লঙ্গরখানা খুলতে হয়েছিল। এইসবই আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ সরকারের শক্তিশালী মন্ত্রী মতিয়া চৌধুরী, বায়তুল মোকাররমের জনসভায় বলেছিলেন- শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আমরা তাকে অগ্নিকন্যা বলতাম। তারপরে কি দেখলাম? সেই ত্যাগী নেতা গণ, বিভিন্ন দলে যোগ দিয়ে, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করছেন। শাজাহান সিরাজ গং বিএনপিতে, মতিয়া চৌধুরী গং আওয়ামী লীগে, আসম আব্দুর রব গং স্বৈরাচারী এরশাদের গৃহপালিত বিরোধীদল- হা..হা..হা.. লে হালুয়া!
তোমরা কোন দিকে যাবে- সেই অপেক্ষায় আমরা এই দেশের সাধারণ মানুষেরা তাকিয়ে নাই। আমরা শুধু জবাবদিহিতা, স্বচ্ছতা, অন্যায়ের প্রতিবাদ করার মত পরিবেশ চাই। আমি আমার ভোট আমার পছন্দের প্রার্থীকেই দিতে চাই। টাকা দিয়ে ভোট কিনে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে, জনগণের পিঠের চামড়া তুলে, ভোটের সময় লগ্নিকৃত পয়সা কেউ যেন উসুল করতে না পারে- এমন একটি পরিবেশ তোমরা তৈরি করে দিয়ে যাও। গত সরকারের সুবিধাভোগী এবং দলকানার দলেরা, তোমাদের নিয়ে গীবত, বিষোদগার, হিংসাত্মক প্রচারণায় সরব । তাতে তোমরা বিভ্রান্ত হইও না। এই দেশের কুটি কুটি মানুষের দোয়া তোমাদের জন্য আছে। শহর থেকে দূরে নিবিড় পল্লীতে বসে আমি তোমার জন্য দোয়া করছি। প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করবে। তোমরা পথভ্রষ্ট হয়ো না।
এরা সৎ,বুদ্ধিমান ও উদ্দোমী ।বিভ্রান্ত ছড়াচ্ছে পুরোনো দিনের ঘুনে ধরা রাজনৈতিক সিস্টেম এর কিছু নেতা ।তারাই এদেরকে প্রতিহত করতে চাচ্ছে ।
সাংঘাতিক কথা - " কুত্তার পেটে ঘি সয়না"।
অত্যন্ত হৃদয়গ্রাহী মন্তব্য।মনের ভাবের প্রাণঞ্জল বহিঃপ্রকাশ।অতীতের গহ্বরে যেন হারিয়ে যাওয়া মনি মুক্তো।
অসাধারণ একটা ডেলিভারি। প্রশ্ন যত শক্ত উত্তর ততই মনোমুগ্ধকর। আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দিক। ❤❤❤❤❤❤
❤
আমিন@@abdulhamid3257
ধন্যবাদ সার্জিস আলমকে। এতো সুন্দরভাবে প্রতিটা প্রশ্নের যথাযথ বক্তব্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারার জন্য । আমি টেনে টেনে দুই -তিন মিনিট অনুষ্ঠানটি দেখতে চেয়েছিলাম । কিন্তু সার্জিস আলমের যৌক্তিক বক্তব্যের জন্য অনুষ্ঠানটি পুরোটাই দেখতে বা শুনতে বাধ্য হলাম । ধন্যবাদ সার্জিসকে,ধন্যবাদ দীপ্তিকে।
খুবই মনোযোগ সহকারে শুনছিলাম কথাগুলো দারুন বলেছেন ভাই
অভিনন্দন সারজিস ♥ তোমাদের হাতেই নতুন বাংলাদেশর স্বপ্নের ভিত্তি রচিত হবে ইনশাআল্লাহ♥
ইনশাল্লাহ
আল্লাহর গজব তোদের উপর
Good
❤❤❤
Sarjis Alom, Is a great leader.
এক কথায় অসাধারণ, বুদ্ধিদীপ্ত এবং যুক্তিপূর্ণ উত্তর। এগিয়ে যাও! তোমাদের সাফল্য কামনা করি। আল্লাহ তোমাদের হেফাজত করুক। আশা করি তোমরা সব ধরনের লোভ-লালসা এবং হিংসা হানাহানির ঊর্ধ্বে থাকতে পারবে।
ধন্যবাদ সার্জিস আলম,সম্পুর্ণ বক্তব্য শুনলাম।বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার মত সাহসী, বুদ্ধিমান নেতা খুব প্রয়োজন। অনেক দোয়া ও আশা ব্যক্ত করছি। আল্লাহ সহায় হোক।
জনাব সারজিস আলম কে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা যুক্তিপূর্ণ উত্তর দেওয়ার জন্য ।খুব মনোযোগসহকারে সম্পূর্ণ বক্তব্য শোনলাম
।খুব ভালো লাগলো।
এ রকম আলোচনা দরকার জনমানবের প্রশান্তির জন্য।সেলুট আপনার প্রতিভাকে।
অভিনন্দন সারজিস। আপনাদের অনেক ধন্যবাদ। এমন একটা দিন উপহার দেওযার জন্য আল্লাহ আপনাদের রহমত করুক।আশা করবো সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
এতো জ্ঞান এতো বুদ্ধি একজন ইয়াং জেনারেশনের কল্পনা করে পাইনি এতো সহজ সাবলীল ভাষায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারা যায়, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। সাহসী সৎ চৌকস কোয়ালিফাই জ্ঞানী প্রিয় সারজিস আলম কে বীরোচিত সালাম সাথে আপনাকে ও সংগ্রামী সালাম।
ধন্যবাদ সারজিস আলমকে। যতদিন আপনারা বিরাজনীতিকরনের দিকে না হাটবেন ততদিন আপনারা আমাদের সেলুট পাবেন।
এরা রাজনীতিতে আসা প্রয়োজন। এবং নতুন দল নতুন চিন্তা ভাবনা নিয়ে আসা প্রয়োজন।
বিরাজনীতিকরন শুরুটা করেছে যারা তাদেরকে এই কথা বলুন, নমিনেশন বানিজ্য করে কারা এই দেশে বিরাজনীতিকরন শুরু করেছে?
Why
❤❤❤@@musachy
@@Princebd007 আপনার কথা ঠিক। কিন্তু দিন শেষে সেটাও রাজনীতি।
মাশাল্লাহ 🌹আমি রীতিমতো অবাক কিভাবে সম্ভব🤔এতটুকু বয়সে এত সুন্দর করে গোছানো কথা 👌এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়🤲ছাত্র-ছাত্রী সমন্বয়ক 💪❤🇧🇩⚖️
আমরা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারব। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে,, সবার সঠিক অধিকার ফিরে পাবে, ইনশাআল্লাহ।
জাতীয় শীর্ষ নেতামন্ডলীর পর পরেই এই সমন্বয়কদের স্থান দেওয়া উচিত!
একমত
R8❤
R8
ঐক্য থাকলে নেতা না , এম পি হবেন ॥
বাংলাদেশের শ্রেষ্ঠ বীর সন্তান❤
নাটক সিনেমাও এতো মনোযোগ আর আকর্ষণ কাড়তে পারেনি, আজ এই টকশো যতটা করেছে, সত্যি অসাধারণ। এতো সুন্দর করে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। মাশাল্লাহ 😊
এক কথায় চমৎকার উত্তর দিয়েছে। প্রত্যেকটা উত্তর যুক্তিযুক্ত হয়েছে।
আমি নিজে এই আওয়ামী কে ভোট দিয়েছি একবার, নিজেকে এখন দোষী মনে হয়। এখন আর কোনোদিন এই আওয়ামী আসুক কোন ভাবেই চাই না।সারাজীবন নিশিদ্ধ হোক।যাতে আর কোনোদিন আমার দেশের মানুষ এত কষ্ট না দেখুক। আমার আর কোন একটা ভাইয়ের রক্ত না ঝরুক।রাতের পর রাত ঘুমাতে পারিনি এই ছোট ছোট ভাইবোনদের চিন্তায়।প্রয়োজনে এবার তোমাদের সাথে পথেও নামবো। তোমাদের পাশে আছি ছোট ভাই।ওদের বিচার হতেই হবে।আমরা তোমাদের সাথে আছি থাকবো পথেও নামবো ইনশাআল্লাহ।
দেশ বাসি তোমরা শিখো,, এরা আমাদের দেশের রত্ন ওদের কোন লোভ নেই।ওরা চাইলে পারতো ইচ্ছে মতো সব হাতিয়ে নিতে।ওরা দেশের জন্য ভাবছে,, জনগনের জন্য ভাবছে। ❤❤❤❤❤❤❤
Hmm
এরাই সত্যিকারে দেশ প্রেমিক।❤
হে রাইট
সুন্দর উপস্থাপনা! কোনো স্ক্রিপ্ট ছাড়াই এত সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন।
অবশ্যই আল্লাহ আপনাদের সাথে ছিল বিধায় আজকে আপনারা কামিয়াব সেজন্য আল্লাহর কাছে আপনাদের শুকরিয়া আদায় করা উচিত,
সমন্বয়কদের জন্য অনেক দোয়া। এই তরুণদের হাতেই গড়ে উঠবে নতুন, শক্তিশালী এক বাংলাদেশ ❤
অসম্ভব সুন্দর বক্তব্য দিয়েছে সারজিস,এত সুন্দর এবং যুক্তিযুক্ত কথা এর আগে কোন রাজনৈতিক নেতাদের মুখে শুনিনি।এত গুছিয়ে কথা বলে ছেলেটা।ভবিষ্যতে এমন রাজনৈতিক নেতা আমরা চাই।অনেক দোয়া রইলো সারজিসের জন্য!
অসাধারণ বিপ্লবী উওর দিয়েছেন। এবং আগামীর বাংলাদেশের রুপরেখা আপনার কাছে সকল প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত আছে। আমি মনে করি বাংলাদেশ তার বড় বিপ্লবী চ্যালেন্জ মোকাবিলা করেছে, এবং ভবিষ্যতে আরো চ্যালেন্জ থাকলে তাও করে দেখাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সাব্বাস সারজিদ আলম ভাই আপনাকে স্যালুট জানাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর যৌক্তিক ভাবে দেওয়া হয়েছে
সারজিসের প্রতিটি প্রশ্নের উত্তর ছিল অত্যান্ত বাস্তব সম্মত, যৌক্তিক এবং ১০০% সত্য। এমন সাহসী বীর এবং মেধাবী শিক্ষার্থীরা দেশের নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে উপস্থাপন করুক এটাই আমরা চাই।
সারজিস ভাই এর সমস্ত কথায় এক মত পোষণ করছি । তার কথা যতো শুনছি ততই মুগ্ধ হচ্ছি । এবং পক্ষবাবিদ্ত করছি ইনশাআল্লাহ পাশে আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ
অসাধারণ সারজিস ভাই। আল্লাহ তায়া’লা আপনাকে দীর্ঘ আয়ু নেক হায়াত দান করুন আমীন
দীপ্তি থেকে উপস্থাপনা শেখা উচিত অনেকের ই। ব্যাক্তিগত আক্রমণ না করে ঠান্ডা কণ্ঠেও সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অর্জন করা যায়।❤
কারন দিপ্তি হচ্ছে আমাদের লোক। তাই ঠান্ডা মাথায় কথা বলে৷ অন্যরা যারা আছে৷ ওরা পা চাটতো
@parvezparvez5328 সেরকম ও চাইনা। যে দলের ই হোক। ব্যাক্তিগত ফেভরিজম প্রফেশনাল লাইফ এ কারোর ই দেখানো উচিত না। এটা কন্ট্রোল করতে পারলেই সি একচুয়ালি প্রফেশনাল। খালেদ ভাই যখন অন্তরবর্তী সরকার কে প্রশ্ন করে আমার ভাল্লাগে। জবাব চাইলেই তো জবাব আসবে আর সেটাই তো জবাবদিহিতা। ❤️
ফুল ভিডিও টা আমি দেখছি
প্রিয় সার্জিস ভাই ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ সার্জিস আলম ও স্ট্রেইট কাট এর উপস্থাপিকাকে চমৎকার এই আলোচনা অনুষ্ঠানটি প্রেজেন্ট করার জন্য। সার্জিস একটি ন্যায়ের প্রতিক, একটি বাংলাদেশ।
শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনলাম। অসাধারন স্যালুট তোমাকে ভাই
উপস্থাপিকা সংবিধান এবং আইন নিয়ে বেশি বেশি প্রশ্ন শুরু করেছে । অসংখ্য ধন্যবাদ তোমাদের এই রকম সুন্দর চিন্তার জন্য । তোমরা এই মনোবল ধরে রাখো, সাধারণ জনগণ তোমাদের সাথে থাকবে । এতো সুন্দর গুছানো কথা প্রশংসার দাবিদার ।