২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী। বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।” আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো। সত্য জানুন, সত্য প্রচার করন।
দীপ্তি চৌধুরীর জন্য সামনে আরো দীপ্তির আলোকে আলোকিত হোক বাংলাদেশ। সাহসী মহিয়সি নারী সাংবাদিক হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে অন্যরকম এক বার্তা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। সকলের প্রতি শুভ কামনা, শুভেচ্ছা রইলো আরজে কিবরিয়া ভাই সহ। ধন্যবাদ
২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী। বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।” আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো। সত্য জানুন, সত্য প্রচার করন।
বাংলাদেশি মিডিয়ায় যে এখনো দীপ্তিরা রয়েছেন, সে কথা একরকম ভুলেই গিয়েছিলাম। অনেক দেরিতে হলেও আজ একজন দীপ্তিকে দেখতে পেলাম, খুব আনন্দ লাগছে এবং অনেক গর্বিত অনুভব করছি। অভিনন্দন আমাদের এই দীপ্তিকে। প্রত্যাশা থাকবে, এখন থেকে বাংলাদেশের সব দীপ্তিরা মন খুলে কথা বলতে পারবে, এবং দীপ্তিদের বিকাশ সাধনে আর কোনো বাধা থাকবে না।
আমি "দ্য আরজে কিবরিয়া শো" কোনটাই কখনো সম্পূর্ণ দেখা হয়নি কিন্তু আজকে "দীপ্তি চৌধুরী" "দ্য আরজে কিবরিয়া শো" মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলাম ! খুব ভালো লাগলো ! শুভ কামনা রইল "দীপ্তি চৌধুরী 'র " জন্য !
কি চমৎকার মিষ্টি মেয়ে দীপ্তি চৌধুরী ❤ এত সুন্দর কথা সাবলীল স্পষ্ট ভাষী দেশপ্রেমিক অত্যন্ত সাহসী যারনেই কোন পিছুটান 😊 এই বয়সে এসে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। একাধারে লেখক উপস্হাপক ও সংস্কৃতিমনা একজন মানুষ ভাটি বাংলার এই দীপ্তি চৌধুরী ❤ শুভকামনা রইল
দীপ্তি চৌধুরী সত্যিকারই অর্থেই একজন ধৈর্য্যশীল মানুষ। উনাকে স্যুলোট। এমন দীপ্তি চৌধুরী বাংলাদেশে প্রয়োজন। শুভকামনা সবসময় দীপ্তি চৌধুরীর জন্য শুভকামনা। মিডিয়াতে এমন সাহসিকতা খুবই বিরল। সমগ্র দেশের মানুষের হৃদয়ে আপনি চিরদিন অম্লান হয়ে থাকবেন
প্রতিটা কিংবদন্তির এক-একটা উইক পয়েন্ট থাকে, সেটা যদি ফাইন্ড অউট করে রিমুভ করা যায় তখন সে হতে পারে আগুনে পোড়া খাটি শোনা। দিপ্তি এর কথা গুলো এতো ওয়েট ফুল একটা অখ্যর ও বাদ দেয়া যায় না কিন্তু তার কথার সাথে তার লেভাস অনেক ফারাক (যেমন একটা প্লেনের চাকা অন্যটা সাইকেলের চাকা) এই একটা কাজ যদি তার মনের বাহিরে গিয়ে করতে পারে আমার বিশ্বাস সে হবে মানবতার জন্য লেটেস দের একজন।
ধন্যবাদ। সাক্ষাৎকার অনুষ্ঠানটি সময়োপযোগী হয়েছে এবং আমার ভালো লেগেছে। দিপ্তী চৌধুরীর বাচণ ভংগী, বুদ্ধি দীপ্ত প্রশ্নোত্তর প্রশংসনীয়। আলাপনে তিনি খুবই ম্যাচুরড। তার জন্য শুভ কামনা।
হঠাৎ করেই পুরো অনুষ্ঠানই দেখলাম, স্বাভাবিকভাবে সমস্ত কিছুই প্রশংসনীয় ও শিক্ষানীয়, 🤲আমাদের এই ছোট্ট জীবনের মূল এক্সট্রাকচার কোরআন ও সুন্নত অনুযায়ী জীবন সাজানো।
দিপ্তী চৌধুরীর কথা গুলো অনেক ভালো লাগছে সত্যি ই উনি অনেক ভালো মনের মানুষ প্রিয় আরজে কিবরিয়া ভাইয়ের উপস্থাপনায় আজকের আলোচনা চমৎকার সুন্দর হয়েছে দোয়া ও ভালোবাসা রইলো উভয়ের জন্য ফি আমানিল্লাহ
আমি নিজেকে ধন্য মনে করি এমন একটি শো দেখতে পারার জন্য, কালো মানিকের ভিতরের মানিক টা ও যে আরো কালো ছিল সেটা বের করে জনগণের সামনে উপস্থাপন করার জন্য দীপ্তি আপুকে অনেক অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই কালো মানিক বিচারকের আসনে বসে কত যে অন্যায় অনিয়ম দুর্নীতি করেছেন সেগুলো বুঝতে পারার জায়গায় জনগণ কে পৌঁছে দিয়েছেন। আপু আপনাকে যথাযথ সম্মান করার ভাষা হারিয়ে ফেলেছি ধন্যবাদ।
আপনি বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে জনগণের পাশে আপনি দাঁড়িয়ে ছিলেন। আজকে আমি অভিভূত আপনার বুদ্ধির প্রশংসায় যে আপনি পাত্র খুঁজছেন। আপনার মত একজন মানুষ যার জীবনে আসবে আশা করি সে সুখী হবে সে খুব ভাগ্যবান হবে। ভালো লাগে
দীপ্ত চৌধুরী আইছে আজকের অনুষ্ঠান অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মেয়েটা সবার মন জয় করেছে আর কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ দীপ্ত চৌধুরীকে আনার জন্য খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান
বিচারপতি মানিক সাহেবকে ধন্যবাদ নিন্দিত আর নন্দিত এর মধ্যে পার্থক্যটা কতটুকু তা আমাদের সকলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। শুভকামনা রইল অদম্য সাহসী দীপ্তি চৌধুরী। ❤️❤️❤️❤️
None should address Manik as " justice " because of his nature like an uncivilized man. He can't be defined as a man rather his attitude is animal in nature.
Animals are always in hypertensive just for their living and survival. For a gentleman, there is no scope of showing animal like behaviour, particularly in the public forum and of course, in the electronic media on air. Manik needs some physiotherapy or physical medicine for complete cure
দীপ্তি চৌধুরীর প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান থাকবে সবসময়ই কেননা উনি যেই সময়টাতে জনগণের প্রতিনিধি হিসেবে মানিক কে প্রশ্নবিদ্ধ করে সত্য বের করতে চেয়েছিলেন সেই সময়টাতে কোন বড় রাজনৈতিক নেতাও সরকারের বিরুদ্ধে বলতে ভয় পেতো।।❤❤❤
কিব্রিয়া ভাইয়ের ইন্ট্রুটা শুনলে আমার ১২-১৩ বছর আগের কথা মনে পরে যায়। আমি ওনার জিবনের গল্পের একজন নিয়মিত শ্রোতা ছিলাম। সেখান থেকে জিবনের অনেক কিছু শিখেছি।
আসসালামু আলাইকুম! স্যার ডঃ মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। তাই আপনি দয়া করে আজহারী সাহেব কে একদিন আপনাদের এই শো তে আমন্ত্রণ জানানোর জন্য আহবান রইল।
দীপ্তির প্রতি রইল আমার অনেক স্নেহ। তুমি এগিয়ে যাও। তবে ওই ধরনের লোকদেরকে যারা মানসিক বিকারগ্রস্ত তাদেরকে বারবার বিভিন্ন অনুষ্ঠানে টকশোতে নিয়ে আসাটা ঠিক নয়।
ওয়াও 😄😃😀 দিপ্তি তো দিপ্তিই। যার কোনো তুলনায় হয় না। ভাগ্য ভালো যে ঐ দিন বিচারপতি কালা মানিকের আসল মুখোশটা খোলস থেকে বের করিয়ে আনতে পেরেছিল। ধন্যবাদ সবাইকে 🌷🌹🥀🇧🇩🇧🇩🇧🇩✌🤞👌
একটা চমৎকার সাক্ষাৎকার দেখলাম শুনলাম। দীপ্তির সেই টকশো এবং পরবর্তী সবটুকু অনু স্ঠানই দেখেছিলাম। আজ তাকে আবার দেখে শুনে ভাললাগল। তারজন্য শুভ কামনা রইল। আর কিবরিয়া তো সবার স্নেহের আদরের পাত্র। বহুদিন ধরে। তার জন্যও শুভ কামনা জানাই। 😊
ভাই, আমি জানি না তুমি আসলে কোন দলীয়ে বিশ্বাসের লোক। তবে আমি নিশ্ছিত তোমারা আমাদের দেশটাকে ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেলে। তোমাদের চেষ্টা (যদি আদৌ থাকে) অবশই সফল হবে না। আর তোমরাও নিজেদের জন্য অনেক দুর্দশা ডেকে আনলে। কারন এটা বাংলাদেশ। দেখে নিও!
কিবরিয়া ভাই এক কথায় অসাধারণ শো ছিল আমার মনে হচ্ছে অনেক অনেক দেরি করে ফেলেছি এই শো টা শুনতে 40:06 ১০/০৯/২০২৪ তারিখ শুনেছি। আবারো বলি অসাধারণ একটা শো ছিল।।
I watched her presentation and I believe she asked the right question at the right time. Because then BD atmosphere was on fire and whole country was going through difficult time. She applied her profession rightly. She did question on behalf of public and students.
দীপ্তি আমার মা।কুখ্যাত বিচারপতি মানিক এর মতন লোককে কখনো মিডিয়া তে এনো না।সে মেয়ের সমবয়সী মেয়ের সাথে আচরণ দেখে আমি হতবাক। এ কানা লোক কিভাবে বিচারপতি হন।ভালো থেকো মা।দোয়া রইল।।
এরকম নারী উপস্থাপক বাংলাদেশের প্রততেক চ্যানেলে থাকা দরকার।উনি অনেক সাহসী আর ধৈর্যশীল নারী।উনাকে স্যালুট।উনার প্রতি বাংলাদেশ গর্বিত। উনার জন্য শুভকামনা রইল❤️❤️❤️❤️❤️
২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী। বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।” আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো। সত্য জানুন, সত্য প্রচার করন।
আমার বড় মেয়ে সাড়ে সাত বছর বয়সে ব্লাড ক্যান্সারে মৃত্যু বরণ করে। বেঁচে থাকলে তোমার বয়সী (২২ বছর) হতো। মা মনি তোমার জন্য দোয়া ও শুভকামনা নিরন্তর। তবে সেদিন যদি তুমি ঐ জানোয়ারের গালে একটা চড় দিতে আমার মনে হয় সেটাই হতো তার আচরণের উপযুক্ত জবাব।
@@farjanaratna2594শো কি পুরোটা দেখেন নাই? উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন। ছোটবেলা থেকে উপস্থাপনার সাথে জড়িত। ২১, ২২ বছর বয়স মানেই একেবারে শুকনা চিকন হতে হবে তা তো না!
দীপ্তি চৌধুরী সত্যিকারই অর্থেই একজন ধৈর্য্যশীল মানুষ। উনাকে স্যুলোট। এমন দীপ্তি চৌধুরী বাংলাদেশে প্রয়োজন। শুভকামনা সবসময়।
❤❤❤
Na, normal natural full of life, no sahoshi no patiemce wala fr show off
রাইট ❤️
মাশাআল্লাহ
২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী।
বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।”
আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো।
সত্য জানুন, সত্য প্রচার করন।
এতো অল্প বয়সে কতো বুদ্ধিদীপ্ত কথা! মুগ্ধ হয়ে শুনলাম! ভালো থাকো মা
দীপ্তির দীপ্তি ছড়িয়ে যাক দেশ দেশান্তরে। শ্রদ্ধা ও ভালোবাসা রইল উভয়ের প্রতি।
You are bold, brave, knowledgeable, humane, polite, Deepti apa. I wish you a happy and prosperous life.
আপুর কথা সঠিক
দীপ্তি চৌধুরী উপস্থাপিকা হিসাবে আগামী প্রজন্মের কাছে একজন সাহসী উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হয়ে থাকবেন। তার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দীপ্তি চৌধুরীর জন্য সামনে আরো দীপ্তির আলোকে আলোকিত হোক বাংলাদেশ। সাহসী মহিয়সি নারী সাংবাদিক হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে অন্যরকম এক বার্তা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। সকলের প্রতি শুভ কামনা, শুভেচ্ছা রইলো আরজে কিবরিয়া ভাই সহ। ধন্যবাদ
এটা হচ্ছে রক্ত। প্রকৃত মুক্তিযোদ্ধার নাতি। best wishes for you
মজা পেলাম ভাই 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আপা, আপনাকে সেলুট।
@@hossainsajjada.b.m. ধন্যবাদ ভাইয়া
২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী।
বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।”
আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো।
সত্য জানুন, সত্য প্রচার করন।
মুক্তিযোদ্ধার মেয়ে দাও না হয় মানচিত্র খাব। বাণীতে আবু হাসনা সমন্বয়ক।
তার যেই ভাষার মাধুর্য দীপ্তকে আরো সাজিয়ে রাঙিয়ে তুলেছে। অপূর্ব অসাধারণ।
বিচারপতি মানিক সাহেবকে ধন্যবাদ, উনার মত নিকৃষ্ট লোকের আসল রুপ সঠিক সময়ে দেখানোর জন্য দীপ্তি চৌধুরীর মত একজন ভাল মানুষকে সবাই চিনল ।
আপু আপনি সুন্দর একটা কাব্য বলেছেন আমরা যা খুশি তাই করি কিন্তু দিনের শেষে তার খুশিতে চলি । তিনি হলেন আল্লাহ
Robindro Nath Thakur ar Khatha ata
দিপ্তি এতো ম্যাচিউর,এতো স্মার্ট, সাবলীল চলন বলন জাস্ট অসাধারন।
মুগ্ধ হয়ে শুনি,মানুষ এতো সুন্দর করে কথা বলতে পারে!!!!! ❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশি মিডিয়ায় যে এখনো দীপ্তিরা রয়েছেন, সে কথা একরকম ভুলেই গিয়েছিলাম। অনেক দেরিতে হলেও আজ একজন দীপ্তিকে দেখতে পেলাম, খুব আনন্দ লাগছে এবং অনেক গর্বিত অনুভব করছি। অভিনন্দন আমাদের এই দীপ্তিকে। প্রত্যাশা থাকবে, এখন থেকে বাংলাদেশের সব দীপ্তিরা মন খুলে কথা বলতে পারবে, এবং দীপ্তিদের বিকাশ সাধনে আর কোনো বাধা থাকবে না।
আমিও দেখছিলাম সেদিনকার সেই অনুষ্ঠানটি। উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে আমার একজন অত্যন্ত সাহসী মহিলা বলে মনে হয়েছে।
kon dik dia sahoshi mone holo vai? aktu bekkha korben?
Vai tumi thakle ki tar moto prosno korte parta.....
ভাই আপনি আবার তাকে মহিলা কোত্থেকে দেখলেন মেয়ের তো বিয়েই হয়নি এখন পর্যন্ত
উনি সুযোগ পেয়েছেন , আওয়ামী লীগ সরকারের জন্য।
Shahoshi??? Naki oshovvo. Manik lokta or baper shoman kintu or bebohar unar proti rude chilo. Ei meye gunda type pore case korse.
সুন্দর মনের অসাধারণ একজন মানুষ …. খুব ভাল লাগল … ভাল থাকুন দিপ্তী
আমি শো টি দেখেছি বিচারক মানিক আসলে একজন অসভ্য,
আমি "দ্য আরজে কিবরিয়া শো" কোনটাই কখনো সম্পূর্ণ দেখা হয়নি কিন্তু আজকে "দীপ্তি চৌধুরী" "দ্য আরজে কিবরিয়া শো" মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলাম ! খুব ভালো লাগলো ! শুভ কামনা রইল "দীপ্তি চৌধুরী 'র " জন্য !
কি চমৎকার মিষ্টি মেয়ে দীপ্তি চৌধুরী ❤ এত সুন্দর কথা সাবলীল স্পষ্ট ভাষী দেশপ্রেমিক অত্যন্ত সাহসী যারনেই কোন পিছুটান 😊 এই বয়সে এসে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। একাধারে লেখক উপস্হাপক ও সংস্কৃতিমনা একজন মানুষ ভাটি বাংলার এই দীপ্তি চৌধুরী ❤ শুভকামনা রইল
উনি যাকে বিয়ে করবেন জামাই কত লাকি হবেন এরকম শালীন ও মার্জিত বউ পেয়ে । 😊
বগুড়ার গর্ব কিবরিয়া ভাই, কি সুন্দর করে কথা বলেন। দীপ্তির কথা তো বলে শেষ করা যাবে না। দুজনের জন্য শুভকামনা রইল।
কিবরিয়া ভাই এর বউ কোন এলাকার ছিলো
@@Sadnan32 জনিনা।
দীপ্তি চৌধুরীর জন্য শুভকামনা। মিডিয়াতে এমন সাহসিকতা খুবই বিরল। জেন-জি এবং সমগ্র দেশের মানুষের হৃদয়ে আপনি চিরদিন অম্লান হয়ে থাকবেন।
She is also hero of Bangladesh in 2024
ওনি এইসএসসি ২১,ওনি নিজরই জেন জি
শ্রদ্ধা ও ভালোবাসা রইলো❤
কিবরিয়া ভাই এবং দীপ্তি ম্যাডামের জন্য। ❤❤
আশা করি দীপ্তি এমনভাবেই তার স্বকীয়তা রক্ষা করবে, আর চাপে-আবেগে-লোভে কখনোই অন্যদের মতো বদলে যাবে না, বিনিময়ে পাবে দোয়া-ভালোবাসা।
Soft, yet strong personality. Very rare mix in today's time. অনেক মেয়েদের রোল মডেল হতে পারেন দীপ্তি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এমনই থাকবেন সবসময়।
দীপ্তি প্রতি রইল অফুরন্ত আন্তরিক ভালোবাসা আল্লাহ তাহার সাহস আরো বাড়িয়ে দিন আর কালো মানিকের বিচার চাই
দীপ্তি চৌধুরী সত্যিকারই অর্থেই একজন ধৈর্য্যশীল মানুষ। উনাকে স্যুলোট। এমন দীপ্তি চৌধুরী বাংলাদেশে প্রয়োজন। শুভকামনা সবসময় দীপ্তি চৌধুরীর জন্য শুভকামনা। মিডিয়াতে এমন সাহসিকতা খুবই বিরল। সমগ্র দেশের মানুষের হৃদয়ে আপনি চিরদিন অম্লান হয়ে থাকবেন
সত্যি আজকের অনুষ্ঠান টা অসাধারণ ছিলো, দুজন প্রিয় মানুষের জন্য দোয়া ও ভালোবাসা রইলো
আমার কাছে
উপস্থাপক হিসেবে......
আপনারা দুজনেই খুব সম্মানী.....
দোয়া রইল ❤
আল্লাহ তায়ালা, তোমাকে সঠিক পথে চলার দিক সহজ করে দিন।
আমিন।
আমিন
প্রতিটা কিংবদন্তির এক-একটা উইক পয়েন্ট থাকে, সেটা যদি ফাইন্ড অউট করে রিমুভ করা যায় তখন সে হতে পারে আগুনে পোড়া খাটি শোনা। দিপ্তি এর কথা গুলো এতো ওয়েট ফুল একটা অখ্যর ও বাদ দেয়া যায় না কিন্তু তার কথার সাথে তার লেভাস অনেক ফারাক (যেমন একটা প্লেনের চাকা অন্যটা সাইকেলের চাকা) এই একটা কাজ যদি তার মনের বাহিরে গিয়ে করতে পারে আমার বিশ্বাস সে হবে মানবতার জন্য লেটেস দের একজন।
Amin
ধন্যবাদ।
সাক্ষাৎকার অনুষ্ঠানটি সময়োপযোগী হয়েছে এবং আমার ভালো লেগেছে। দিপ্তী চৌধুরীর বাচণ ভংগী, বুদ্ধি দীপ্ত প্রশ্নোত্তর প্রশংসনীয়। আলাপনে তিনি খুবই ম্যাচুরড। তার জন্য শুভ কামনা।
শাড়িতেই নারী!! মাশাল্লাহ
এমন একটা পরিস্থিতিতে বাংলার মানুষ আপনাকে ভালোবাসার একটাই কারণ।আর তা হলো ন্যায়ের পক্ষে ছিলেন বলে।
আমি সদরে কাজ করেছি অনেক আগে বিদেশী প্রজেক্টে ! দীপ্তি আপনি এত সুন্দর করে বলেন! আমিও আবৃত্তি করি! Go ahead
খুবই মার্জিত একজন মানুষ দিপ্তী আপু।আল্লাহ আপনার ঈমাণ আরও মজবুত করুন দোয়া রইলো
হঠাৎ করেই পুরো অনুষ্ঠানই দেখলাম, স্বাভাবিকভাবে সমস্ত কিছুই প্রশংসনীয় ও শিক্ষানীয়, 🤲আমাদের এই ছোট্ট জীবনের মূল এক্সট্রাকচার কোরআন ও সুন্নত অনুযায়ী জীবন সাজানো।
বেপদা নারীর কাজ থেকে এই বুঝি জ্ঞান অর্জন করেছেন!
দিপ্তী চৌধুরীর কথা গুলো অনেক ভালো লাগছে সত্যি ই উনি অনেক ভালো মনের মানুষ প্রিয় আরজে কিবরিয়া ভাইয়ের উপস্থাপনায় আজকের আলোচনা চমৎকার সুন্দর হয়েছে দোয়া ও ভালোবাসা রইলো উভয়ের জন্য ফি আমানিল্লাহ
সৌন্দর্য এবং মেধার অপূর্ব সমন্বয়। সৎ সাংবাদিকতার & পেশাদারিত্বের চমৎকার উদাহরণ দীপ্তি চৌধুরী।
আমি নিজেকে ধন্য মনে করি এমন একটি শো দেখতে পারার জন্য, কালো মানিকের ভিতরের মানিক টা ও যে আরো কালো ছিল সেটা বের করে জনগণের সামনে উপস্থাপন করার জন্য দীপ্তি আপুকে অনেক অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই কালো মানিক বিচারকের আসনে বসে কত যে অন্যায় অনিয়ম দুর্নীতি করেছেন সেগুলো বুঝতে পারার জায়গায় জনগণ কে পৌঁছে দিয়েছেন। আপু আপনাকে যথাযথ সম্মান করার ভাষা হারিয়ে ফেলেছি ধন্যবাদ।
যদি সাধিন না হতো দিপ্তী আপু কত সমস্যা হতো আল্লাহ অশেষ মেহের বান ভালো হক সামনের জীবন
স্বাধীন
আপনি বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে জনগণের পাশে আপনি দাঁড়িয়ে ছিলেন। আজকে আমি অভিভূত আপনার বুদ্ধির প্রশংসায় যে আপনি পাত্র খুঁজছেন। আপনার মত একজন মানুষ যার জীবনে আসবে আশা করি সে সুখী হবে সে খুব ভাগ্যবান হবে। ভালো লাগে
খুব ভালো লাগলো অনুষ্ঠানটি। দীপ্তির জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল👍
বিচার প্রতি কালা মানিকে আয়না ঘরে পাঠানো হোক,,
Moner kotha ta bolcen ❤
😅😊😊
আমিও মালিক কারে খুঁজতাছি।
খুবেই দরকার না হয় পাবনা পাগলা গারতে পাঠালে ও চলবে।
কালা মানিক গেলো কই
নিকোল আপু আর দিপ্তী এখন সবার পছন্দের উপস্থাপিকা ❤️
দীপ্ত চৌধুরী আইছে আজকের অনুষ্ঠান অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মেয়েটা সবার মন জয় করেছে আর কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ দীপ্ত চৌধুরীকে আনার জন্য খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান
দিপ্তি আসলে দীপ্তিমান এক অনন্য সাধারণ নারী ব্যক্তিত্ব।তার জন্য অনেক শুভেচ্ছা ও দোয়া রইল।
বিচারপতি মানিক সাহেবকে ধন্যবাদ নিন্দিত আর নন্দিত এর মধ্যে পার্থক্যটা কতটুকু তা আমাদের সকলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। শুভকামনা রইল অদম্য সাহসী দীপ্তি চৌধুরী। ❤️❤️❤️❤️
None should address Manik as " justice " because of his nature like an uncivilized man. He can't be defined as a man rather his attitude is animal in nature.
Animals are always in hypertensive just for their living and survival. For a gentleman, there is no scope of showing animal like behaviour, particularly in the public forum and of course, in the electronic media on air. Manik needs some physiotherapy or physical medicine for complete cure
ধন্যবাদ দীপ্তি আপু,,স্যলুট আপনার দৃঢ়তা।
দীপ্তি চৌধুরীর প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান থাকবে সবসময়ই কেননা উনি যেই সময়টাতে জনগণের প্রতিনিধি হিসেবে মানিক কে প্রশ্নবিদ্ধ করে সত্য বের করতে চেয়েছিলেন সেই সময়টাতে কোন বড় রাজনৈতিক নেতাও সরকারের বিরুদ্ধে বলতে ভয় পেতো।।❤❤❤
25:34
রাইট
রাইট
ধন্যবাদ বোন তোমাকে। মনমুগ্ধ হয়ে কথাগুলো শুনলাম অসাধারণ।আল্লাহ তায়ালা তোমার জন্য ভালো দ্বীনদার একজন জীবন সংগী মিলিয়ে দিন।
পুরা ভিডিওটা না টেনে দেখলাম,খুবই ভাল লাগলো।দিপ্তি আপু অনেক সুন্দর করে কথা বলে।
ভীষণ ভালো একজন মানুষ অনেক সুন্দর,, দীপ্তি আপু অনেক অনেক শুভকামনা
The color of beauty is so beautiful! Not external, I'm talking about your inner beauty dear mam!!!
My best wishes to both of you!
I salute Dipty for her eloquence;straight forwarding manners and brilliance with vast patience.
"টাকা ক্ষমতা পদবী কোনটাই চিরস্থায়ী না,কিন্তু বিনয়ী ব্যবহার সম্মান এবং ভালোবাসা আজীবন স্থায়ী ।
আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আরজে কিবরিয়া ভাই। আমি নিয়মিত আপন ঠিকানা দেখি। বর্তমানে এই উপস্থাপিকা মানুষের মন ছুঁয়েছে।
আর জে কিবরিয়া ভাই কে শ্রদ্ধা ভরা মন থেকে বলছি সে সেরা উপস্থাপকদের মধ্যেও অন্যতম।
দীপ্তি চৌধুরী আসলেই একজন মিষ্টি সাহসী রোমান্টিক মেয়ে, কথাবার্তা এতটাই শ্রুতি মধুর শুনতে মন চায়, দুজনই আমার প্রিয় দুজনের জন্যেই ভালবাসার সাথে শুভকামনা রইল।
কিবরিয়া ভাইয়া ও দীপ্তি আপুকে অসংখ্য ধন্যবাদ, দুজনের কথপোকথন আমার অনেক ভালো লেগেছে। আল্লাহ আপনাদের দুজন কে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
উপস্থাপিকা অত্যন্ত সাহসী | আমরা তাঁকে স্যালুট জানাই |
কিব্রিয়া ভাইয়ের ইন্ট্রুটা শুনলে আমার ১২-১৩ বছর আগের কথা মনে পরে যায়। আমি ওনার জিবনের গল্পের একজন নিয়মিত শ্রোতা ছিলাম। সেখান থেকে জিবনের অনেক কিছু শিখেছি।
তুমি সত্যি অসাধারণ।। উপস্থাপিকা।।। তোমার জন্য দোয়া রইরো দ্বীপ্তি আপু
চ্যানেল আই তে সুমা ও উপস্থাপক,দীপ্তি ও উপস্থাপক,কিন্তু দুজনের মন মানসিকতা ভিন্ন❤যে যতটুকু করে সে ততটুকু পায়,শুভ কামনা দীপ্তি ❤️
সোমা
মাশাআল্লাহ আরজে কিবরিয়া ভাইক এই প্রথম লাইভ মিডিয়ার দেখলাম, খুব ভালো একজন মানুষ
আসসালামু আলাইকুম! স্যার ডঃ মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। তাই আপনি দয়া করে আজহারী সাহেব কে একদিন আপনাদের এই শো তে আমন্ত্রণ জানানোর জন্য আহবান রইল।
বাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের সন্তান শুনে ভালো লাগলো, এমন একজন প্রতিবাদী একজন মানুষ।
ঠিকই বলেছেন আপনি।
দীপ্তির প্রতি রইল আমার অনেক স্নেহ। তুমি এগিয়ে যাও। তবে ওই ধরনের লোকদেরকে যারা মানসিক বিকারগ্রস্ত তাদেরকে বারবার বিভিন্ন অনুষ্ঠানে টকশোতে নিয়ে আসাটা ঠিক নয়।
এতো অল্প বয়সে, এতো ধৈর্য্য সহকারে কথা বলতে পারে, ধন্যবাদ
ওয়াও 😄😃😀 দিপ্তি তো দিপ্তিই। যার কোনো তুলনায় হয় না। ভাগ্য ভালো যে ঐ দিন বিচারপতি কালা মানিকের আসল মুখোশটা খোলস থেকে বের করিয়ে আনতে পেরেছিল। ধন্যবাদ সবাইকে 🌷🌹🥀🇧🇩🇧🇩🇧🇩✌🤞👌
মিস দীপ্তী চৌধুরী আপনার সাহসী মার্জিত উপস্থাপনায় আমি আবেগাপ্লুত আপনার উপস্থাপনা চোখে জ্বল জ্বল করছে❤❤মাশাআল্লাহ!
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মেয়ে দিপ্তী চৌধুরী আপু আমাদের গর্ব 🥰🥰♥️
তোমার আপু বিয়ে করে না কা।।
এটা উনার বিষয় কখন বিয়ে করবেন।
Ki karone proud Hossen
❤❤❤❤❤
তারমানে দীপ্তি আগে টেটা নিয়ে যুদ্ধ করত 😂
কিউট টেটাজুদ্ধা 😂
কিবরিয়া সাহেব আগে থেকে প্রিয় ছিলো এখন দীপ্তি আরেক ধাপ এগিয়ে প্রিয় হলো তাহার প্রতিবাদের কারনে। ধন্যবাদ দুই জনকে।
পুরো দেশ সংস্কার হবার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আমাদের পাশে থাকার আহ্বান জানাই ।
সারজিস আলম
সমন্বয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
You are the future captain.
আমাদের সাহসী সন্তানদের অনেক অনেক স্বাধীনতার শুভেচ্ছা।
Yes.....❤❤❤❤
সারজিস তোমার জন্য দোয়া ও ভালবাসা রইলো।
সারজিত তোমার জন্য আমার অন্তরে অন্তর স্থল থেকে দোয়া ওভ কামনা রইলো আল্লাহ রাব্বু আলামিন তোমার সুস্থতা দান করুন
একটা চমৎকার সাক্ষাৎকার দেখলাম শুনলাম। দীপ্তির সেই টকশো এবং পরবর্তী সবটুকু অনু স্ঠানই দেখেছিলাম। আজ তাকে আবার দেখে শুনে ভাললাগল। তারজন্য শুভ কামনা রইল। আর কিবরিয়া তো সবার স্নেহের আদরের পাত্র। বহুদিন ধরে। তার জন্যও শুভ কামনা জানাই। 😊
আপনার ক্ষমা করে দেওয়ার মনোভাব পোষণ আপনাকে অনেক উচুতে নিয়ে গেল।
আমি পুরোটা শো আপুর দিকে তাকিয়ে ছিলাম। কি সুন্দর, কি মুগ্ধতা তার মধ্যে। লাভ ইউ আপু!🖤
ঠিক
যাঁর অনুষ্টান শোনে ঐ দিন পেয়েছিল মানুষ তৃপ্তি, সে আমাদের সবার প্রিয় মহিয়সী দীপ্তি।
ন্যায়পরায়ণ ও সত্যবাদী মানবতাবাদী এবং জনদরদী শুভকামনা রইলো বোন আপনার জন্য।
দীপ্তি আপুর জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকুন সবার প্রিয় হয়ে।আরজে কিবরিয়া ভাইকে অনেকও ধন্যবাদ তিনি আমাদের জন্য আদর্শ
দীপ্তি চৌধুরীর সেই উপস্থাপনা আমরা দেখেছি দাবি এবং কি ধৈর্যশীল ভালো মনের মানুষ তার প্রতি সালাম
সত্যি অসাধারণ সুন্দর হয়েছে আপনাদের আলোচনা দীপ্তি ❤❤
একটানে পুরোটা সময় জুড়েই আপনাদের কথা শুনলাম। দুর্দান্ত একটি পর্ব। চমৎকার
দীপ্তি চৌধুরী উনার নামের স্বার্থকতা রেখেছেন। স্যালুট ম্যম... ❤❤❤
Dignified, graceful, intelligent, beautiful, brave, honest all the good words will not be sufficient to praise Dipti. All the best ❤!
Di
Dignified,graceful, intelligent,
Beautiful.brave. honest all the
Good words will not be sufficient to praise Eshita, All the best ❤!
আপনারা দুজনেই দেশ প্রেমিক বাঙালী আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ।
দীপ্তির দীপ্তি ছড়িয়ে যাক sobar maje . শ্রদ্ধা ও ভালোবাসা রইল উভয়ের প্রতি।
অসাধারণ কথাগুলো দীপ্তি চৌধুরীর।
অত্যন্ত মেধাবী দীপ্তি চৌধুরি সময়ের সাহসী সৈনিক আমাদের দ্বিতীয় স্বাধীনতার অংশিদার। জনতার কন্ঠস্বরের প্রতিধ্বনি। ধন্যবাদ।
দেশের সেই পরিস্থিতিতে এত সাহসিকতা বক্তব্য দেয়ার জন্য দীপ্তি আপুকে ধন্যবাদ। আমাদের স্বাধীনতায় অংশগ্রহণ করার জন্য।
I,from the USA,watched that talk show,where Judge Manik and Golam Maula Rani had participated. I appreciate Dipti for her courage and patience.
❤❤❤❤খুব ভালো লাগলো দীপ্তিকে মুগ্ধ হয়ে শুনলাম।ধন্যবাদ
এত অল্প বয়সে এত বুদ্ধিদীপত মতামত,কথা মোটকথা ওর সবকিছুই জাস্ট অসাধারণ। _তুমি কেমন করে গান করো হে গুনী,......।
আমাদের এই যুদ্ধে যে যেভাবেই সাহায্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ❤
🎉
ভাই, আমি জানি না তুমি আসলে কোন দলীয়ে বিশ্বাসের লোক। তবে আমি নিশ্ছিত তোমারা আমাদের দেশটাকে ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেলে। তোমাদের চেষ্টা (যদি আদৌ থাকে) অবশই সফল হবে না। আর তোমরাও নিজেদের জন্য অনেক দুর্দশা ডেকে আনলে। কারন এটা বাংলাদেশ। দেখে নিও!
কিবরিয়া ভাই এক কথায় অসাধারণ শো ছিল আমার মনে হচ্ছে অনেক অনেক দেরি করে ফেলেছি এই শো টা শুনতে 40:06 ১০/০৯/২০২৪ তারিখ শুনেছি। আবারো বলি অসাধারণ একটা শো ছিল।।
গোলাম মওলা রনির উত্তরটাও অনেক সুন্দর সুন্দর ছিল।
আমার মতে উপস্থাপক হিসেবে তৃতীয় মাত্রার জিল্লুর ভাই এক কিংবদন্তির নাম।
দেখার অপেক্ষায় ছিলাম। পুরাটা দেখে নিলাম ভালো লাগলো।
40 মিনিট খুব ভাল লেগেছে, আরজে কিবরিয়া ভাই ও দীপ্তি চৌধুরী বোন টিকে অনেক অনেক ধন্যবাদ।❤
উনার সেদিনের উপস্থাপনায় প্রচুর ধৈর্য্য, সুন্দর সাবলীল ব্যাবহার ও বাচনভঙ্গি ছিল।
অপেক্ষক পর ভিটিওটা পাইলাম, টিকটকে দেখলাম। ইউটিভিতে পাইনা এখন পাইলাম, আলহামদুলিল্লাহ ❤❤
I watched her presentation and I believe she asked the right question at the right time. Because then BD atmosphere was on fire and whole country was going through difficult time. She applied her profession rightly. She did question on behalf of public and students.
দীপ্তি আমার মা।কুখ্যাত বিচারপতি মানিক এর মতন লোককে কখনো মিডিয়া তে এনো না।সে মেয়ের সমবয়সী মেয়ের সাথে আচরণ দেখে আমি হতবাক। এ কানা লোক কিভাবে বিচারপতি হন।ভালো থেকো মা।দোয়া রইল।।
এরকম নারী উপস্থাপক বাংলাদেশের প্রততেক চ্যানেলে থাকা দরকার।উনি অনেক সাহসী আর ধৈর্যশীল নারী।উনাকে স্যালুট।উনার প্রতি বাংলাদেশ গর্বিত। উনার জন্য শুভকামনা রইল❤️❤️❤️❤️❤️
২০২১ সালে একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই “দীপ্ত কৈশোর” প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী।
বইয়ের উৎসর্গপত্রে লেখা রয়েছে, “মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।”
আদতে আমরা সবাই চাটুকার। কারোটা বের হয় কারোটা হয় না। এই দীপ্তি চৌধুরীকে চব্বিশের মুক্তিযোদ্ধা ভাবার কিছু নাই। স্বৈরাচার সরকার থাকলে তার আরেকটা বইয়ের উৎসর্গপত্রে শেখ হাসিনা “ডটার অফ হিউমেনিটি” উল্লেখ থাকতো।
সত্য জানুন, সত্য প্রচার করন।
ধন্যবাদ দিপ্তিকে সেলুট অবিন্দন ওলাল সবুজের অনেক সুবেছছা❤❤❤
আমি আপনাদের দুজনকে একটি অনুরোধ করছি বাংলাদেশে আপনারা দুজন নিরাপদ পানি নিয়ে কাজ করুন পুরো বাংলাদেশ ধন্যবাদ আপনাদের দুজনকে
আমার বড় মেয়ে সাড়ে সাত বছর বয়সে ব্লাড ক্যান্সারে মৃত্যু বরণ করে। বেঁচে থাকলে তোমার বয়সী (২২ বছর) হতো। মা মনি তোমার জন্য দোয়া ও শুভকামনা নিরন্তর। তবে সেদিন যদি তুমি ঐ জানোয়ারের গালে একটা চড় দিতে আমার মনে হয় সেটাই হতো তার আচরণের উপযুক্ত জবাব।
উনাকে দেখে তো মনে হয় না যে তার ২২ বছর তার ভয়েস আর তাকে দেখে মনে হয় তার বয়স ৩০, ৩৫ হবে
22 bochor ki uni boleche?
@@farjanaratna2594শো কি পুরোটা দেখেন নাই? উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন। ছোটবেলা থেকে উপস্থাপনার সাথে জড়িত। ২১, ২২ বছর বয়স মানেই একেবারে শুকনা চিকন হতে হবে তা তো না!
জীবনেও না ওনার বয়স ২২ এটা ভূল আরো বেশি হবে
তিনি তো অনার্স 2nd Year এ পড়েন বলেছেন। সেই হিসেবে তো বয়স সেরকমই হওয়ার কথা।