মানুষের জমিতে নিয়মিত কামলা দিতাম ! Branding Bangladesh I Episode:57 I Studio of Creative Arts ltd I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 742

  • @mdrahman2069
    @mdrahman2069 9 หลายเดือนก่อน +112

    কি শুনলাম? মন্ত্র মুগ্ধ হয়ে শুনলাম, কি অপূর্ব , এমন ঘটনা জীবনে কখনও শুনানি । বলার আমার কোনো ভাষা নেই। সত্যি সত্যি-ই এরাই হচ্ছেন Branding of Bangladesh. R-jay kibria-কে ধন্যবাদ জানাচ্ছি।

    • @faridayasmin2855
      @faridayasmin2855 8 หลายเดือนก่อน +5

      Linata 2:50 poshi

    • @ferdousara5312
      @ferdousara5312 8 หลายเดือนก่อน

      যেসব হিন্দুরা বলেমুসলমানরা কট্টর, তারা আজ কি বলবে? এই সন্তোষ বাবু মুসলমান মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আবার মুসলিম বন্ধু দের সাহায্য নিয়েছে।এই গল্পটা বাংলাদেশ ও ভারতের হিন্দুরা দয়া করে শুনুন

    • @mohammadzamirhossain4948
      @mohammadzamirhossain4948 8 หลายเดือนก่อน +2

      আমিও শুনলাম। বেশ ভালো লাগল

    • @Muzzammilaashraf
      @Muzzammilaashraf 8 หลายเดือนก่อน

      ذ١١❤❤❤

    • @ShakilAllmamun-mz6yt
      @ShakilAllmamun-mz6yt 8 หลายเดือนก่อน

      Masha allah onkh sundhor ❤❤

  • @London-75
    @London-75 8 หลายเดือนก่อน +46

    উনি ভাগ্যবান, উনার সহধর্মিণী একজন মহিষীনারী। আসলে পরিবারের সাপোর্ট (বিশেষ করে সহধর্মিণীর) পেলে মানুষ সহজেই সফল হতে পারে। যার জ্বলন্ত উদাহরণ এই পরিবার।

  • @fariduddin-ym2rk
    @fariduddin-ym2rk 8 หลายเดือนก่อน +24

    এ সমস্ত মহৎ মানুষের গল্প বই পুস্তকে 1:02:12 পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করলে বর্তমান ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয়ে তাদের জীবনে অনেক উপকারে আসতো. তাই আমি অনুরোধ করব, এ ধরনের বাস্তব ঘটনা ছাত্র-ছাত্রীদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করে দিলে তারা অনুপ্রাণিত হয়ে পড়ালেখায় মনোযোগী হত. আর ঘটনা শুনে আমার চোখে পানি এসে পড়ল এবং আমার জীবনের সাথেও কিছু কিছু মিল হয়ে গেল.

    • @SharnoSingho
      @SharnoSingho 7 หลายเดือนก่อน

      Vai thik......❤❤❤❤

  • @sadequlabedin3229
    @sadequlabedin3229 8 หลายเดือนก่อน +101

    দাদা, আপনার সাথে প্রশিকা প্রায় ১৮ বছর চাকরি করেছি, কিন্তু আপনার
    ব্যক্তিগত জীবন এত কঠিন ছিল জানতে পারিনি, আপনার প্রতি শ্রদ্ধা আগেও এই অনুষ্ঠান দেখার আপনার প্রতি শ্রদ্ধা আরও বেরে গেল, ভালো থাকবেন

    • @tauhidujjaman2769
      @tauhidujjaman2769 8 หลายเดือนก่อน +5

      নাম কি এনার,,,কোন কোম্পানি মালিক এনি

  • @jeaurrahaman8339
    @jeaurrahaman8339 9 หลายเดือนก่อน +106

    ভারত পশ্চিম বঙ্গ থেকে বলছি একেবারে অসাধারণ। এই জীবন কাহিনী তে যেটা আমাকে বেশী প্রভাবিত করেছে সেটা হলো হিন্দু পরিবারের সন্তান হয়ে মুসলিম পরিবারের মায়ের দুগ্ধ পান করে বড়ো হওয়া, যেটা এখন ভাবতেই পারা যায় না। আপনাদের সকলের শুভ কামনা করি।

    • @abidtalukder6545
      @abidtalukder6545 9 หลายเดือนก่อน +4

      আমি বাবার চিকিৎসার ক্ষেত্রে ৭০ হাজার টাকা ঋনে পড়ে গিয়েছি ভাইয়া। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আত্নহত্যা আমাকে খুব কাছে ডাকছে গো ভাইয়া। আমাকে বাচান। আমাকে খুব প্রেসারে রেখেছে

    • @zakiaislam6016
      @zakiaislam6016 9 หลายเดือนก่อน +1

      অসাধারন

    • @moshiurkhan4360
      @moshiurkhan4360 8 หลายเดือนก่อน

      Ovinondod obiram....

    • @vivekanandaroy5623
      @vivekanandaroy5623 8 หลายเดือนก่อน

      😂🎉

    • @radmihossin6744
      @radmihossin6744 8 หลายเดือนก่อน

      Xx​@@abidtalukder6545

  • @Sincerely_Jahan
    @Sincerely_Jahan 8 หลายเดือนก่อน +27

    Scotland 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿-থেকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি । একজন মানুষ কঠোর অধ্যবসায় আর অদম্য ইচছাশক্তির মাধ্যমে কতদূর যেতে পারে দাদা এর চমৎকার উদাহারন । মনটা ভাল হয়ে গেল ।
    পরিবার পরিজন নিয়ে খুব ভাল থাকবেন দাদা । অনেক শুভকামনা রইল ❤

    • @MdAbdusSalam-n8v
      @MdAbdusSalam-n8v 8 หลายเดือนก่อน +1

      Thanks lord

    • @ReadyandGo11
      @ReadyandGo11 6 หลายเดือนก่อน

      Ami Uk Waltham abbey thk sunteci

    • @MonzilaTalukder-zo5vf
      @MonzilaTalukder-zo5vf 2 หลายเดือนก่อน

      ওনি এখন কি করেন।

  • @mdshahrulhasansohelrana9143
    @mdshahrulhasansohelrana9143 2 หลายเดือนก่อน +2

    আইডল....মনে করতে পারেন এই ভদ্রলোককে।
    কত সুন্দর সাবলীল স্বীকারোক্তি।
    স্যালুট স্যার,ভালবাসা অবিরাম।

  • @fmashikmahamud826
    @fmashikmahamud826 2 หลายเดือนก่อน +7

    Proud feel করছি যে উনার এলাকা মনোহরদীতে আমার বাড়ী। আমাদের উনি ধন্য করেছেন, উনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, উনার জন্য শুভ কামনা রইলো

  • @MoreKnowledgeNow-a2z
    @MoreKnowledgeNow-a2z 7 หลายเดือนก่อน +11

    ভাই, জীবনে যা কষ্ট করেছি আর আব্বা-আম্মার সাপোর্ট পেয়েছি তা সোনার অক্ষরে লিখে রাখার মত আলহামদুলিল্লাহ ❤
    বাবার একটা কথা শেয়ার করি, যখন আমার পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম তখন বাবাকে বলেছিলাম বাবা আমি পড়তে চাই, বাবা বলে দিলো, আমার পিঠে যতো দিন চামড়া থাকবে ততদিন তুই পড়বি।
    আলহামদুলিল্লাহ, বাবার দোয়া কবুল হয়েছিলো ❤❤

  • @Hawks-Oasis
    @Hawks-Oasis 8 หลายเดือนก่อน +21

    মন্ত্রমুগ্ধের মতো এই কীর্তিমানের কাহিনী শুনে গেলাম। ওনার স্কুল জীবনের গল্পে আমাদের পরিবারের কিছুটা অন্তর্ভুক্তির খবর জেনে আরো ভালো লাগছে - এঁরই কাছ থেকে আমার মায়ের পানের জন্য আব্বা চুন কিনে আনতেন, আমার মেঝো ভাই "তারা মিয়া" তাঁরই ক্লাসমেট ছিলেন। কি দৈব যোগাযোগ! ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

    • @mohammadyousuf8755
      @mohammadyousuf8755 8 หลายเดือนก่อน +1

      এমন কীর্তিমানের কাহিনী শুনে খুবই ভালো লাগছে,। দাদাকে অনুরোধ করবো, তুলনামূলক ধর্মতত্ব নিয়ে জ্ঞান অর্জন করতে।

  • @TahminaHomes
    @TahminaHomes 8 หลายเดือนก่อน +16

    মনে হচ্ছে বাবার মুখে তাঁর জীবনের গল্প শুনছি,, আমার বাবার জীবনের গল্প অনেকটা এমনি। মন্ত্রমুগ্ধের শুনলাম পুরো গল্প।

  • @BabuBabu-fv3uy
    @BabuBabu-fv3uy 8 หลายเดือนก่อน +15

    সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আজ এই জন্য আসছি বাবাকে একটু সম্মানিত করার জন্য

  • @Sincerely_Jahan
    @Sincerely_Jahan 8 หลายเดือนก่อน +16

    Wow.. what a story 😢 😢 অপুর্ব .. অসাধারন ..
    আংটির ঘটনা শুনে সত্যি emotional হয়ে গেলাম | সন্তুস দা’র কথাগুলো খুবই Inspiring… Salute 🫡

    • @Likhon391
      @Likhon391 8 หลายเดือนก่อน +1

      Right katha bolchen

  • @birensingha317
    @birensingha317 8 หลายเดือนก่อน +19

    অসাধারণ, এই ধরনের গল্প আমাদের যুব সমাজের সবাই দেখা উচিৎ।

  • @MstSumayaIslam-bc5zq
    @MstSumayaIslam-bc5zq 2 หลายเดือนก่อน +3

    আমার লাইফের প্রথম কমেন্ট করলাম এবং সেটা হচ্ছে আমার দশ বছরের মেয়ে এই গল্প শুনে পরাশোনা করতে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তার পাশাপাশি বুঝতে পেরেছেন পরাশোনা জীবনের সবথেকে আপন

    • @tanveerahsan1039
      @tanveerahsan1039 2 หลายเดือนก่อน

      Exactly correct.. ❤️

  • @dolonbiswas4072
    @dolonbiswas4072 2 หลายเดือนก่อน +5

    কি বলবো যেরকম জীবন দর্শন আমি খুঁজছিলাম তা আমি পেলাম। শিক্ষা মানুষকে কোথায় যে পৌঁছে দেয় সেটা তাকে দেখেই বুঝা যায়। শুধু মাত্র শখের পড়াশুনা করলে হবে না। পড়াশুনা যেনো হয় মন দিয়ে সেখানে থাকবে না ফাঁকি থাকবে শুধু পরিশ্রম আর ধর্য। আমি নিজেও ছাত্র national level exam qualified করছি কিন্তু এখনো যা চাই স্কলারশিপ সেটা পাইনি। অপেক্ষায় আছি কবে হয় । সত্যি এনার জীবনের সমস্ত জায়গা অনুপ্রেরণা মূলক । প্রকৃত শিক্ষিত হলেই হয় তো এমন ভাবে বিনম্র হয়ে সংযত ভাবে কথা বলা যায়। জীবন সঙ্গী ও কত সুন্দর । কত লোককে চাকরি দিয়েছে কত ভালো জায়গায় বিলেতে পড়াশুনা সহ চাকরি করেছে বুঝায় যায় না । সাদা মাটা সরল মানুষ সবাই তার কথা নিতে পারবে আপন করে। ভালো থাকবেন স্যার ...west bengal কোচবিহার থেকে❤❤❤

    • @deba969
      @deba969 2 หลายเดือนก่อน +1

      Khub sundar bolecho bondhu.

    • @dolonbiswas4072
      @dolonbiswas4072 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @MdEliasMiah-oz4or
    @MdEliasMiah-oz4or 8 หลายเดือนก่อน +6

    আপনার মত করে আমার জিবন ছিলো একটা হাফপেনট ছিলো একটা মাএ৷ হাফ সাট বছরে জুটতনা পাওয়াওযেতা হাটছিল অনেক দুরে সাধিনতার বছরে আমার সপন শেষ পিতার মিরতুর পর দাদা আপনার জিবনি কথা কেউ বিশ্বাস হবেনা বিশ্বাস করবে না আপনি বেচে থাকুন । ধননবাদ কিবরিয়া সাহেবকে দিরঘাআয়ু কামনা করি আপনাদেরকে

  • @sadekur8505
    @sadekur8505 2 หลายเดือนก่อน +1

    কি সুন্দর শিক্ষণীয় একটা বাস্তব গল্প, কোনো ছেদ নেই কোনো বিতর্কিত ঘটনা নেই শুধু সুন্দর ভালোবাসা আর কৃতজ্ঞতা, এরাই তো মানুষ। গল্পটা আরো কিছুটা দীর্ঘ হলে ভালো লাগতো।

  • @MdRahman-vv9ys
    @MdRahman-vv9ys 8 หลายเดือนก่อน +5

    ওনার জীবনের গল্প টা মনএ মুগ্ধ হয়ে শুনে । শীতল হয়ে গেছি। আঁধারের আঁকা বাঁকা পথ পেরিয়ে । সুখের ঠিকা খুঁজে নেয়া। এইত জীবনের বড় পাওয়া।

  • @saheraukvlogger1812
    @saheraukvlogger1812 8 หลายเดือนก่อน +15

    এতো ভালো লাগলো জীবন গল্প একটা ঘোরের মধ্যে ছিলাম মনে হচ্ছিল টিভিতে
    মুভি দেখছি অসাধারণ অসাধারণ ❤❤❤❤❤

  • @lokmanhossain-q9x
    @lokmanhossain-q9x 8 หลายเดือนก่อน +10

    এমন বাস্তব অভিজ্ঞতা কার না শুনতে মন চায়!

  • @Sabyasachi996g
    @Sabyasachi996g 8 หลายเดือนก่อน +5

    সত্যি অসাধারণ সারাজীবন মানুষের উপকার করে আজ তিনি সফল। দাদাকে ধন্যবাদ জানাই

  • @عايشةعايشة-و3ث
    @عايشةعايشة-و3ث 8 หลายเดือนก่อน +16

    সময়ের অভাবে ভাই আপনার অনুষ্ঠান গুলো দেখতে পাই না কিন্তুু যখন সময় পাই তখনই দেখি একেক গল্প শুনে অজান্তেই চোখের কোনে পানি চলে আসে

  • @bellalhossain-ke2ck
    @bellalhossain-ke2ck 8 หลายเดือนก่อน +16

    নিজেকে বদলে ফেলার গল্প,স্যার আপনাকে সেলুট❤

  • @timesvisionworld
    @timesvisionworld 8 หลายเดือนก่อน +8

    মনোমুগ্ধকর !! মানুষের ইচ্ছে প্রচেষ্টা অধ্যায়ন মানুষকে মহান করে - শিক্ষণীয় উপমা সকলের জন্য ।

  • @ShahinReels0.2
    @ShahinReels0.2 9 หลายเดือนก่อน +25

    ভদ্রলোকের জীবন গল্পটা মন ছুয়ে গেলো খুবই অনুপ্রেরণামূলক। ❤️❤️❤️

  • @abuabdullah3302
    @abuabdullah3302 9 หลายเดือนก่อน +30

    মা শা আল্লাহ,,,অসাধারণ গল্প।চেষ্টা করলেই সফল হওয়া যায়।আল্লাহ তায়ালা আমাদেরকে সফল করুন।

    • @SuklaRoy-xx6ro
      @SuklaRoy-xx6ro 8 หลายเดือนก่อน +1

      তাড়াতাড়ি ব্যান্ডিং বাংলাদেশ আর একটা গল্প দিন। বেশি ওয়েট করতে ভালো লাগে না। অপেক্ষায় থাকি।

  • @aleyarKorim
    @aleyarKorim 6 หลายเดือนก่อน +3

    সন্তস দাদার কথা গুলো শুনে সেই ছেট বেলার কথা মনে পরে গেল। সেই সময়ের বাংলা ঠিকই আপনার কথার সাথে হুবাহুম মিল আছে। আমি আনোয়ার হোসেন একই সমসাময়িক। অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাদা দিদিকে নমস্কার। 🌿🌿🌸🌸🌿🌸🌸

  • @shafiulhaque3170
    @shafiulhaque3170 8 หลายเดือนก่อน +4

    অসাধারণ ভালো লাগার পর্ব। Branding Bangladesh এর আর জে কিবরিয়া ধন্যবাদ পেতেই পারেন। শুভ কামনা রইলো সামনের ‌দিনগুলোতে।

  • @TulsiRoyKarmakar
    @TulsiRoyKarmakar 2 หลายเดือนก่อน +2

    পশ্চিম বঙ্গ থেকে, আপনার অনুষ্ঠান অসাধারণ। খুব ভালো লাগে এবং অণু প্রানিত হই

  • @abedali2539
    @abedali2539 8 หลายเดือนก่อน +6

    অসাধরন অসাধারন মুগ্ব হয়েগেলাম দাদার জীবন সংগ্রা শুনে আহা একেই বলে জীবন যুদ্ব ধন্যবাদ দাদা ভাল থাকুন।

  • @monirswords
    @monirswords 8 หลายเดือนก่อน +6

    অপূর্ব। শিক্ষণীয়। জীবন পরিবর্তনের সহায়ক।

  • @mdamithasanrakib0-eb5np
    @mdamithasanrakib0-eb5np 9 หลายเดือนก่อน +6

    "Branding Bangladesh" platform nah thakle hoyto ba kakhon o ato shundor shundor amader desher manusher story gulo jantei partam nah.In a word, it was awesome story that I had ever heard.Thanks a million "Branding Bangladesh" ❤️

    • @socabd
      @socabd  9 หลายเดือนก่อน +1

      You are welcome sir

  • @nrityadatta3179
    @nrityadatta3179 8 หลายเดือนก่อน +10

    সন্তোষবাবুর জীবন কাহিনী শুনে মুগ্ধ হয়েছি।

  • @MaishaRohoman
    @MaishaRohoman 9 หลายเดือนก่อน +18

    অসাধারণ এনাদের মত মানুষরাই হলো আমাদের জন্য আসল মোটিভেশন ❤

  • @momtazbegum6402
    @momtazbegum6402 7 หลายเดือนก่อน +4

    অসাধারণ অনুভূতি। ভাই কিবরিয়া , আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখেন, নেক হায়াত দান করেন আমীন।❤❤

  • @bellalhossain5203
    @bellalhossain5203 8 หลายเดือนก่อน +2

    আপনার গল্প শুনে চোখের পানি ধরে রাখা কঠিন। শুভ কামনা রইল। আর একটা কথা না বলে পারলাম না, তাহলে হিন্দু -মুসলিম সামাজিক ব্যবস্থা। কত সুন্দর ছিল?

  • @abulhossain7295
    @abulhossain7295 8 หลายเดือนก่อน +2

    Hard working, jeneous, determined, Bangladeshi lover.
    Salute for this National Hero.

  • @dr.a.m.quaiyumrahman8460
    @dr.a.m.quaiyumrahman8460 8 หลายเดือนก่อน +10

    রেনুর মায়ের কিছু কথা আসলে আরো ভালো লাগতো!
    আপনার প্রতি শুভ কামনা রইলো!!

  • @saddammiah5404
    @saddammiah5404 หลายเดือนก่อน

    আমি ভিডিও কেটে কেটে দেখি উনার কথাগুলো কেটে দেখার সুযোগ নেই। মনোযোগ দিয়ে শুনলাম,ধন্যবাদ স্যার।

  • @মুফতিউবাইদুল্লাহবিনআব্বাস

    দুনিয়াতে অনেক পেয়েছেন
    আল্লাহ তায়ালা আপনাকে হেদায়েত দিয়ে আখেরাতেও কামিয়াব করুন

  • @potidin
    @potidin 9 หลายเดือนก่อน +6

    সাধারণ কোথায় অসাধারণ লুকিয়া আছে।তাদের কোনো অহংকার নাই।I love......

  • @MRAYONYT00
    @MRAYONYT00 8 หลายเดือนก่อน +4

    অসাধারণ গল্প আমি গর্বিত কারন আমিও একজন গ্রাম পুলিশ সদস্য ধন্যবাদ আপনাদের সকলকে।

  • @tetu132
    @tetu132 2 หลายเดือนก่อน +2

    খুবই ভালো লাগলো। নিজেকে ভালোর দিকে আলোর দিকে নিয়ে যাওয়ার একটা তাগিদ ভেতর থেকে অনুভব করলাম।

    • @LataafrinLataafrin
      @LataafrinLataafrin 12 วันที่ผ่านมา

      ভালো মানুষ ই একমাত্র এমন ভালো মন্তব্য করবেন ❤️❤️

  • @mohdabdul4256
    @mohdabdul4256 8 หลายเดือนก่อน +6

    এ গল্প থেকে অনেক কিছুই শিখার৷ আছে । মানুষের জীবনে। শুভ কামনা সবার জন্য।

  • @jahirulislam-pt8ob
    @jahirulislam-pt8ob 9 หลายเดือนก่อน +41

    অধ্যক্ষ মতিউর রহমান স্যার আমাদের ময়মনসিংহের গর্ব সারা বাংলাদেশের অহংকার❤❤

  • @MdBulbul-ug3oi
    @MdBulbul-ug3oi หลายเดือนก่อน +1

    আলহামদুল্লিলাহ ভালো......
    ❤️❤️❤️
    সাফল্যের শর্ত হলো...... লক্ষ্যে পিছনে লেগে থাকা.... 🧐

  • @AbidAli-bv2gl
    @AbidAli-bv2gl 8 หลายเดือนก่อน +5

    দারুন অভিজ্ঞতা. মানুষের প্রতি ভাল বাসা।

  • @md.khalidhossain2308
    @md.khalidhossain2308 8 หลายเดือนก่อน +7

    অসাধারণ একটি এ্যাপিসোড। অতিথিসহ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @Md.RajibulIslamRajib
    @Md.RajibulIslamRajib 9 หลายเดือนก่อน +8

    অসাধারণ গল্প, উনার জীবন সংগ্রামকে লক্ষ - কোটি সেলুট, অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে, প্রবাহমান জীবনের সকল বয়সের জন্য। সাব্বাস কিবরিয়া স্যার এত অসাধারণ উপহার দেয়ার জন্য, যদিও আপনার প্রতিটিই অসাধারণ, আর তাই তো ব্রান্ডিং।

    • @forkanahmedkhan5365
      @forkanahmedkhan5365 9 หลายเดือนก่อน

      এতো সুন্দর মতামত দিয়েছেন,, পারফেক্ট।।

    • @honeybee7e
      @honeybee7e 9 หลายเดือนก่อน

      Egula duniabi golpo Allahr kase vat nei .

    • @evergreen313
      @evergreen313 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤রাইট

  • @obaidulhaqe6230
    @obaidulhaqe6230 27 วันที่ผ่านมา

    শত ব্যাস্ততার মাঝেও একচিত্তে গল্পটা শুনলাম, বেশ ভালো লেগেছে।

  • @BijonBijon-l1e
    @BijonBijon-l1e 8 หลายเดือนก่อน +1

    দাদা অসাধারণ অনবদ্য। 82 থেকে জানা। পূর্বের ঘটনা আপনার কাছে ভাসা ভাসা শুনেছি। আমি অনেক উপন্যাস পড়েছি প্রথম উপন্যাস শুনলাম। উপন্যাসিক হলে লিখতাম। চলচিত্রকার হলে ছবি বানাতাম। দুর্ভাগ্য - আশা রইলো কেউ করবে। দেবিদি আপনিও আলোর বাতিকা। দুজনে দুজনার অপূর্ব অনন্যা।

  • @mdnayeem5784
    @mdnayeem5784 8 หลายเดือนก่อน +4

    অসাধারণ অসাধারণ একটা ইতিহাস অভিনন্দন, ♥️💝🌷🌹

  • @md.abdulhamid9827
    @md.abdulhamid9827 8 หลายเดือนก่อน +6

    আমি আর উনি এক ভার্সিটির ছাত্র। খুব ভালো লাগলো।

  • @BelalKhan-qp9dt
    @BelalKhan-qp9dt 8 หลายเดือนก่อน +4

    সুখ দুখ রোমান্টিক, সব মিলিয়ে অসাধারণ।

  • @moktarahamed6790
    @moktarahamed6790 8 หลายเดือนก่อน +4

    আর কিছু বলার নেই আমাদের হিসাবের সাথে মিলে গেছে
    আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবসময় 😅

  • @MD.hossainChowdhury
    @MD.hossainChowdhury 8 หลายเดือนก่อน +2

    কমেন্টস না করে থাকতে পারলাম না অসাধারণ মানুষের গল্প সেলুট❤❤❤❤😊😊

  • @kirankar9756
    @kirankar9756 8 หลายเดือนก่อน +2

    নমস্কার কাকু আপনাকে। কিছু বলার নেই। মুগ্ধ হয়ে শুনলাম। ❤❤😂😂

  • @sumaiyaakter-y9d
    @sumaiyaakter-y9d 6 หลายเดือนก่อน +2

    অসাধারণ!! মুগ্ধ হয়ে শুনলাম

  • @bashirahmed2203
    @bashirahmed2203 7 หลายเดือนก่อน +4

    গুলগুল্লার কথা আবার মনে পড়ে গেল উহ এক মজার খাবার

  • @DhimanMondal-w4z
    @DhimanMondal-w4z 2 หลายเดือนก่อน +2

    আপনি সফল হলে আপনার ছেরা সার্ট পেন্ট ও ইতিহাস আর সফল নাহলে আপনার টাই কোট ও পরিহাস । জীবনে সফল হওয়াটা অনেক important

  • @nurulalam5596
    @nurulalam5596 9 หลายเดือนก่อน +18

    আমার ছাত্রজীবনের দুপুর বেলার খাবার প্রায় দিনই গোলগুলা ছিল ।
    অনেক মিস করি ।

  • @RUFAIDA-jj3nm
    @RUFAIDA-jj3nm 7 หลายเดือนก่อน +2

    "পিপলস ন্যাচারাল ফুড প্রোডাক্টস "এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @shahadatkamal5943
    @shahadatkamal5943 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ। দাদা বৌদির সাথে প্রশিকায় একসাথে দীর্ঘদিন চাকুরী করেছি। অত্যন্ত আন্তরিক ও সদালাপী ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন।
    ভালো থাকবেন দাদা বৌদি। শুভ কামনা।

  • @mosharrafhosen4583
    @mosharrafhosen4583 9 หลายเดือนก่อน +24

    জীবন কই থেকে কই যায়,এটাই অসাধারণ চেয়েও অসাধারণ।

  • @suabahmed1521
    @suabahmed1521 2 หลายเดือนก่อน +2

    উনার কথা গুলো গভীর ভাবে ভাবলাম যে পরিশ্রম কখনো বৃথা যায় না আল্লাহ আপনি আমাকে সততার সহিত পরিশ্রম করে টাকা ইনকামের ব্যবস্থা করে দিন ।

  • @jobaerahmedshorif3134
    @jobaerahmedshorif3134 8 หลายเดือนก่อน +4

    আমাদের বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। কোন ষড়যন্ত্রই যেন এ বন্ধন নষ্ট করতে না পারে!

  • @narayanchandramondal4953
    @narayanchandramondal4953 8 หลายเดือนก่อน

    First of all I convey my heartfelt gratitude to Mr.Kebria for bringing honourable Santosh Babu in your motivational program. Then I convey my humble respect to Honourable Santosh Babu for his exemplary life style and upliftment. God bless all of you. From Bharat.

  • @HabebaAkter-k9i
    @HabebaAkter-k9i 9 หลายเดือนก่อน +10

    বহুদিন পরে মনোমুগ্ধ হয়ে কথা গুলো শুনলাম ❤

  • @keyasengupta-b7f
    @keyasengupta-b7f 3 หลายเดือนก่อน +2

    খুব ভাল লাগলো । আমি কলকাতা থেকে।

  • @easrabony8499
    @easrabony8499 8 หลายเดือนก่อน +6

    আমাদের এলাকার মানুষ এটা শুনে খুব ভালো লাগলো❤

  • @MrHabib7866
    @MrHabib7866 8 หลายเดือนก่อน +8

    নিজেকে বদলে ফেলার গল্প। অতিথিদের সেলুট।।।

  • @FardousAlamo
    @FardousAlamo 2 หลายเดือนก่อน

    ভালো মনের মানুষরা আছে বলেই তো পৃথিবী এতো সেক্রিফেসফুল

  • @MdAbdurRahimKhanRahimkha-up6mp
    @MdAbdurRahimKhanRahimkha-up6mp 8 หลายเดือนก่อน

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ। জীবনের সেরা কাহিনি শুনে নিজেকে ধন্য মনে করছি

  • @mshsamrat6241
    @mshsamrat6241 8 หลายเดือนก่อน

    অসাধারণ গল্প❤️
    সত্যিই মুগ্ধ হয়ে শুনলাম পুরো গল্পটা।।

  • @visionbcs293
    @visionbcs293 8 หลายเดือนก่อน +2

    আমার একটা ইচ্ছা আছে।
    একদিন এই ব্র্যান্ডিং বাংলাদেশ আমাকে ডাকবে আমার গল্প বলার জন্য।
    আমি শুরু থেকে দেখছি পছন্দের একটি অনুষ্ঠান অপেক্ষায় থাকি ❤❤❤❤❤❤❤

  • @md.kamalhossain6936
    @md.kamalhossain6936 2 หลายเดือนก่อน

    পুরো টায় শুনিলাম। মুগ্ধ!

  • @nusratjahanmunia3570
    @nusratjahanmunia3570 9 หลายเดือนก่อน +16

    আমাদের মনোহরদীর
    কৃতি সন্তান।❤❤❤

    • @tauhidujjaman2769
      @tauhidujjaman2769 8 หลายเดือนก่อน

      ইনি কি শিল্প পতী

  • @JannatulJerry-hi7nt
    @JannatulJerry-hi7nt 2 หลายเดือนก่อน

    Airokom story amader jibon k aro onupranito kore ki sundor chomotkar kotha

  • @mdomarfarkmdomarfaruk7018
    @mdomarfarkmdomarfaruk7018 8 หลายเดือนก่อน +246

    এই হিন্দু লোক থেকে অন্য হিন্দুদের শিক্ষা নেওয়া উচিৎ মুসলিম সমাজ কখনো হিন্দুদের আলাদা করে দেখেনা, বরং সাহায্য করে

    • @sahabuddinsk7581
      @sahabuddinsk7581 8 หลายเดือนก่อน +12

      কিবরিয়া নামধারী মুসলিম
      এসব ব্যবসা

    • @rowshansiddiqua5167
      @rowshansiddiqua5167 8 หลายเดือนก่อน +4

      1

    • @TonniDey-p4g
      @TonniDey-p4g 8 หลายเดือนก่อน +12

      তবে সব মুসলিম এক নয়। আমি যে জায়গায় আছি এই জায়গায় বাসা পেতে আমার অনেক কষ্ট হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারনে বাসা ভাড়া দিত না। কারন এই জায়গায় মুসলিম বেশি। এখন যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর সবাই কম কথা বলে। আরো অনেক খারাপ ব্যাবহার করেছিল যা মনে পরলে খুব কষ্ট পায়। যেমন খারাপ ব্যবহার করেছে ওরা তেমনি উল্টো তাদের কে আবার আমার কাছে আসতে হয়েছিলো। আমি হিন্দু মুসলিম ভেদাভেদ করিনা। আমরা সবাই মানুষ জাতি।

    • @mohammedmohiuddinfcma2245
      @mohammedmohiuddinfcma2245 8 หลายเดือนก่อน

      আমাদের প্লেটে এক হিন্ধু পরিবার।বাকি ৪ টি মুসলিম। কোরবানির দিনে ওদের ঘরে রাখত।অন্যদিন গুলতে কেমুসলিম কেহিন্দ কে মুসলিম সে ভেদাভেদ ছিল না।

    • @ipr7155
      @ipr7155 8 หลายเดือนก่อน

      মুসলিম ও হিন্দু দু জনেই মানুষ। ধর্ম পরিবর্তন করা যায়, কিন্তু মানুষ পরিবর্তন করা যায় না -এটা ধর্মান্ধরা বুঝে না।

  • @UmyanuMarma-p5s
    @UmyanuMarma-p5s 8 หลายเดือนก่อน +2

    অনেক শিক্ষণীয় উদাহরণ। ধন্যবাদ।

  • @mdnayeem5784
    @mdnayeem5784 8 หลายเดือนก่อน +2

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এই অনুষ্ঠান টা অনেক ভালো লাগলো,?? শুভকামনা রইল। ❤❤❤

  • @shahjahanmiah1203
    @shahjahanmiah1203 8 หลายเดือนก่อน

    A great man, a great couple, a great family! An example of of a great life. Sontosh Chandra Sarkar - a proud of human society. We love you, we respect you. Take care. Be blessed.

  • @papiasworld
    @papiasworld 8 หลายเดือนก่อน +2

    কিবরিয়া ভাই আপনি কি শুনালেন। শুনে মুগ্ধ । আমি ইন্ডিয়া থেকে দেখি।

  • @SankarRoyVlogs
    @SankarRoyVlogs 9 หลายเดือนก่อน +6

    এত দিন অপেক্ষার পর দেখতে পেলাম আর একটি সুন্দর ভিডিও।thanks

  • @SohelRana-ln7bg
    @SohelRana-ln7bg 7 หลายเดือนก่อน

    সত্যিই অসাধারণ, ধন্যবাদ কিবরিয়া স্যারকে

  • @Jahangiralam-jr6xv
    @Jahangiralam-jr6xv 8 หลายเดือนก่อน

    গল্পটি খুবই ভাল লাগলো।দাদা হচ্ছে বাংলাদেশের গর্ব।

  • @DinIslam-yh9vu
    @DinIslam-yh9vu 8 หลายเดือนก่อน +1

    কঠিন বাস্তব সত্য জীবনের গল্প❤️
    আর জে মুহাম্মদ কিবরিয়া ভাই
    আমার খুব ইচ্ছে আছে আপনার স্টিডিওতে এসে আমার জীবনের করুন ইতিহাস দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই ইনশাআল্লাহ
    মহান আল্লাহ তাআলা দয়া করলে

  • @snmsanto75
    @snmsanto75 2 หลายเดือนก่อน

    আমি ইউটিউবে কমেন্ট করিনা বললেই চলে। কখনো এইভাবে বিমোহিত হওয়া ওঠেনা এজন‍্যই হয়তো! তবে আমি আপনার পডকাস্ট দেখার চেষ্টা করি বেশ মনোযোগের সাথেই। সত‍্য বলতে আপনার পডকাস্টে মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়েনা,মনোযোগ নিজ থেকেই অটল থাকে।
    এর আগেও মোটামুটি একাডেমিক সাকসেসের উপর এরকম আরেকটি পডকাস্ট দেখেছিলাম যেটায় গৌরাঙ্গ দা ছিলেন। আজকে দেখলাম সন্তোষ দা কে। যদিও তাদেরকে দা' বলে সম্বোধন করাটা একটু হেজি লাগে তবুও খুব কাছ থেকে উপভোগের জন‍্য এই ডাকটা বেশ মায়ার।
    এভাবেই গৌরাঙ্গ আর সন্তোষ দা দের মতো মানুষরা এসে আমাদের মতো অগোছানো মানুষদেরকে আরেকটু শৃঙ্খল করে চলুক সেই প্রত‍্যাশা রাখি সবসময়!
    ভালোবাসা নিবেন❤

  • @prime-ki5xy
    @prime-ki5xy 9 หลายเดือนก่อน +2

    দাদাকে সেলুট জানাচ্ছি। দাদা আপনার গল্প শুনে অনেক অনুপ্রেরণা পেয়েছি।

  • @kutirghor
    @kutirghor 7 หลายเดือนก่อน +4

    পাশের বাড়ির মানুষকে দেখে আমার যদি পরিবর্তন সম্ভব হয় সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে সেটাই।
    সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে নিজেকে বদলে ফেলা সেটাই।
    সুন্দর ❤️❤️

  • @sahanabegum7181
    @sahanabegum7181 22 วันที่ผ่านมา

    জীবনে যাঁরা কষ্ট মেনে নিয়ে এগিয়ে যায়, তারাই জীবনে সফলতার মুখ দেখেন ।

  • @mdabulhossainhossain8152
    @mdabulhossainhossain8152 9 หลายเดือนก่อน +2

    ব্র্যান্ডিং বাংলাদেশ মানেই অসাধারণ গল্প

  • @TipuSultan-z8y
    @TipuSultan-z8y 8 หลายเดือนก่อน +2

    আমার কাছে সবার জীবনের সফলতা কাহিনি খুব ভালো লাগে Branding Bangladesh শুনা জীবন কাহিনী

  • @jamirhossin3895
    @jamirhossin3895 2 หลายเดือนก่อน

    সন্তোষ স্যারকে ধন্যবাদ।।

  • @SwopnoNill
    @SwopnoNill 8 หลายเดือนก่อน

    অত্যন্ত তাৎপর্যূর্ণ আলোচনা। ভালো লাগলো খুবই।

  • @SAIFULIslam-cf6dz
    @SAIFULIslam-cf6dz 2 หลายเดือนก่อน +1

    I was searching for this apisod. Thanks to TH-cam.

  • @faridahmed4990
    @faridahmed4990 8 หลายเดือนก่อน

    সন্তোষ দা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আপনাকে আমি ছাত্রজীবনে দেখিনি আমি সরোয়ারদি হলে থাকতাম 68 ব্যাচ আপনি সম্ভবত 69 এর ব্যাচ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো আপনি এবং আপনার পরিবার অনেক ভালো থাকবেন ধন্যবাদ

  • @BAKSHIJUWELAHMED-sv2xy
    @BAKSHIJUWELAHMED-sv2xy 8 หลายเดือนก่อน

    Thanks for your nice and inspiring speeches..r.j.k....most of the people like you very much.. apsulately you are an excellent person .. and your activities is exceptional ... long live you.. may Allah bless you and keep with good health prosperity in your whole life...

  • @SakhaoyatHossainMolla
    @SakhaoyatHossainMolla 8 หลายเดือนก่อน +3

    সন্ত সাব নরসিংদী আমাদের গর্ব।।ওনাকে নিয়ে আমরা গর্ব করি