শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥ সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-- এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥ হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-- ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয় ॥
খুব ভালো থেকো বোন 🌹সুপ্রভাত🌹 খুব সুন্দর অনুভূতি মনে হয় যেন গুরুদেব 🙏🌷🇲🇰🌷🙏এর সামনে বসে ওনার গানের ডালি থেকে নিয়ে ওনাকেই অঞ্জলী🙏💐🙏 দিচ্ছো কী অপূর্ব স্বচ্ছ 💎🌹💎কন্ঠস্বর তোমার বোন এমনিভাবে ই ভাসিয়ে নিয়ে চলো তোমার গানের ভেলা 🚤প্রান ভরা ভালোবাসা 🌹❤🌹নিও তোমার এক অচেনা দিদি ভাইয়ের 🌹🇲🇰🌹ওম্ শান্তি🌷🇲🇰🌷
“The day is all yours - have fun!” “Happy birthday to my ride or die. ... “Thinking of you on your birthday and wishing you everything happy.” “Best wishes on your birthday
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা--
এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে--
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয় ॥
অদিতি আমার প্রাণের শিল্পী, ওর কন্ঠে গুরুদেবের গান শোনার অনুভূতি ই আলাদা, যা মুখে বলা যায় না।।
একদম সহমত 🙏🏻
সুরে রয়েছে স্বর্গীয় অনুভূতি। প্রার্থনা করি এ সুর যেন কখনও হারিয়ে না যায়। দীর্ঘ জীবন কামনা করি।
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
....মোচন হয়, এই গানের পরশে।🙏🙏💐💐
আহা
প্রাণ ভরে গেলো।
চোখে জল এলো।
ভালো থাকবেন।
অদিতি মহসিনের কণ্ঠে কবিগুরুর গান শোনা জীবনের বড় প্রাপ্তি ।
Apurbo! Sab klanti door hoye jay ei gaane.. Emon konthoswar, pran bhore jay...
অনবদ্য গায়োকি ।
অদিতি মহসিন আমার কাছে অদ্বিতীয় মহাসীন।
আহা...এ এক স্বর্গীয় অনুভূতি ৷ অদিতিদি আমার প্রণাম ও ভালোবাসা নেবেন...খুব ভালো থাকবেন 🙏🏻💕
স্নিগ্ধমনা " চমৎকার গায়কী
খুব ভালো থেকো বোন 🌹সুপ্রভাত🌹 খুব সুন্দর অনুভূতি মনে হয় যেন গুরুদেব 🙏🌷🇲🇰🌷🙏এর সামনে বসে ওনার গানের ডালি থেকে নিয়ে ওনাকেই অঞ্জলী🙏💐🙏 দিচ্ছো কী অপূর্ব স্বচ্ছ 💎🌹💎কন্ঠস্বর তোমার বোন এমনিভাবে ই ভাসিয়ে নিয়ে চলো তোমার গানের ভেলা 🚤প্রান ভরা ভালোবাসা 🌹❤🌹নিও তোমার এক অচেনা দিদি ভাইয়ের 🌹🇲🇰🌹ওম্ শান্তি🌷🇲🇰🌷
অনেকটা ধীম লয়ে গানটি একটি অন্যমাত্রা পেয়েছে। খুউব ভালো লাগল। হৃদয় ছুঁয়ে গেল !
অদিতি মহসিন -
মক্তা ঝড়ে পরছে কন্ঠ-ধ্বনিতে ।
অমর শিল্পী। আমার
প্রাণের কবি রবী-ঠাকুর + প্রাণের শিল্পী অদিতি মহসীন দ্বৈত- মিশ্র শ্রুতি এ-এক স্বর্গীয় অনুভুতি।
শতকো্রটি প্রণাম ।
কোনো কথা হবে না just অসাধারন
অপূর্ব। মুগ্ধ হয়ে শুনতে হয়। প্রাণ জুড়িয়ে যায়।
অসাধারণ কণ্ঠ,যা, মনকে আনন্দে আত্মহারা করে দেয়।
Bhalo,khub bhalo.
অপূর্ব
অনবদ্য !!
অসাধারণ পরিবেশনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন 🎋💗🍀🎆
“The day is all yours - have fun!”
“Happy birthday to my ride or die. ...
“Thinking of you on your birthday and wishing you everything happy.”
“Best wishes on your birthday
কন্ঠসুধায় প্রাণের পরশ !❤️🌷🌷
Apurbo sundar hoyche
Whenever she sings she sings phenomenally 🙏🙏🙏
Speechless 🙏
Didi apner charane sata koti pranam❤
দরদ দিয়ে গানটির ভাব এনে পূর্ণতা দিয়েছে।ধন্যবাদ।
Soulful 🙏
Adity apnake 🙏🙏🙏
রবি ঠাকুর প্রণের ঠাকুর ।আর অদিতির গান যবে থেকে শুনছি , তবে থেকে দুজনেই সমার্থক ।
Nice Presentation Didi
Beautiful
No words to say anything...
তুমি কেমন করে গান করো হে গুণী
Nice.
🙏🙏🙏
Song sung possessing soul 🙏
At this moment there is no one to be compared with you...
Aditi Mohosin prays to the UNKNOWABLE while singing songs 🙏
Need varieties of new songs possessing soul 🙏
REVISED RESULTS SCORE SECOND
199.97/200.+
ADITY MAHASIN.
MY BEST WISHES AND BLESSINGS TO YOU.
LOVING "OM"
198.99/200.
"OM"
listen
Adity may sing at my death - bed if she agrees 🙏🙏🙏
🙏🙏🙏