Hridoyer e kul o kul হৃদয়ের এ কূল ও কূল । Rabindra Sangeet। Adity Mohsin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #bengaljukebox #aditymohsin
    -----------------------------------------
    হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়, হায় সজনি,
    উথলে নয়নবারি।
    যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
    কিছু আর চিনিতে না পারি॥
    পরানে পড়িয়াছে টান,
    ভরা নদীতে আসে বান,
    আজিকে কী ঘোর তুফান সজনি গো,
    বাঁধ আর বাঁধিতে নারি॥
    পরানে পড়িয়াছে টান,
    ভরা নদীতে আসে বান,
    আজিকে কী ঘোর তুফান সজনি গো,
    বাঁধ আর বাঁধিতে নারি॥
    কেন এমন হল গো, আমার এই নবযৌবনে।
    সহসা কী বহিল কোথাকার কোন্‌ পবনে।
    হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ--
    জানি না কী বাসনা, কী বেদনা গো--
    কেমনে আপনা নিবারি॥
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    পর্যায়: প্রেম
    রাগ: বিভাস
    তাল: দাদরা
    রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৮৯৩
    স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
    ................................................
    অদিতি মহসিনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের এ গানটি “বিপুল তরঙ্গ রে” অ্যালবাম হতে নেওয়া হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন ২০১০ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
    অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
    • রবীন্দ্র সংগীত । অদিতি...
    ---------------------------------------------------------
    Bengal Foundation has been promoting Bengali music for decades in order to nurture and uphold the musical traditions of Bengal. The Foundation releases a wide selection of Bengali albums to the public, conducts workshops, and well as create opportunities to train under distinguished musicians at the Bengal Parampara Sangeetalay. Bengal Foundation’s music programme also frequently organises a number of large scale music events which include the Bengal Classical Music Festival.
    Bengal Foundation’s music programme aims to pave the way for better appreciation and understanding of the fundamentals of music; as well as to energise, influence and promote the music industry of Bangladesh.
    ==================================
    🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
    👍 Website: www.bengalfound...​​​​
    👍 Facebook: / bengalfoundat. .
    👍 Twitter: / trustfortheart. .
    👍 Instagram: / bengalfound.... .
    ------------------------------------------------------------------------
    © Bengal Foundation 2022

ความคิดเห็น • 318

  • @amitbhaumik6047
    @amitbhaumik6047 2 ปีที่แล้ว +114

    কত গভীর উপলব্ধি থাকলে এই ভাবে গাওয়া সম্ভব। শুধু অতুলনীয় কণ্ঠ সম্পদে এই গান হয় না!

    • @anjandas2289
      @anjandas2289 2 ปีที่แล้ว +8

      অমিত বাবু আপনি একদম আমার মনের কথা বলেছেন 🙏 । গানটির গায়কি আমার মনের গহীনে যেনো রবি কবির গোত্র ও তার একান্ত কাব্যময় আবহে লব্ধ অনুভূতি সৃজন করে । গানটির অসাধারণ গায়কি আমার কাছে এক গুরুবিদ্যা স্বরুপ । আমি এমন গায়কি উপস্থাপনায় সমৃদ্ধ হয়েছি । শ্রীখোল সহযোগে গানটির অনুভূতি আরও বিস্ময়কর ভাবে ভগবত সুলভ আনন্দে পূর্ণ হয়েছে 🙏 । হরে কৃষ্ণ ❤️

    • @salmaakter152
      @salmaakter152 2 ปีที่แล้ว +1

      @@anjandas2289 hgh jolo

    • @iqbalraju5462
      @iqbalraju5462 ปีที่แล้ว +1

      ​F

    • @sarfisima9367
      @sarfisima9367 ปีที่แล้ว +1

    • @sarfisima9367
      @sarfisima9367 ปีที่แล้ว +1

  • @hoimontisarkarlyla9816
    @hoimontisarkarlyla9816 ปีที่แล้ว +33

    কপাল গুণে বাঙালী হয়েছি বলেই এসব সুন্দর গান শুনতে পাই।

  • @mohammadaliazam8183
    @mohammadaliazam8183 2 ปีที่แล้ว +36

    এত শুদ্ধ উচ্চারণ খুব কম শিল্পিদের মধ্যে পাওয়া যায়। আমি আরো নতুন নতুন গান শুনতে চাই আপার কাছ থেকে।

  • @abdhurrashidarun4157
    @abdhurrashidarun4157 ปีที่แล้ว +39

    অনন্য সাধারণ কন্ঠের অধিকারী দুই বাংলায় সমান ভাবে সমাদৃত অদিতি মহসিন রবীন্দ্রনাথেক যেন বুকে ধারনকরে উজার করে গাইছেন শুদ্ধ সঙ্গীত।
    শুভকামনা 🌹

  • @sujataghosh7343
    @sujataghosh7343 2 ปีที่แล้ว +56

    আপনার গান শুনলে প্রাণের আশ্চর্য আরাম হয়
    ! আর আপনার কন্ঠস্বরের যাদুর কথা আর কি বা বলবো!
    শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🙏

  • @manikroy7768
    @manikroy7768 2 ปีที่แล้ว +62

    রবীন্দ্রনাথ ঠাকুর কী অপূর্বভাবে বুঝিয়েছেন হৃদয়ের উপরে একুল ওকুল দু'টো কুল আছে যা বানে ভেসে যাচ্ছে নবযৌবনে। এমন সুন্দরভাবে তারুণ্যের প্রকাশ - সত্যি চমৎকার।

    • @omarfarook9221
      @omarfarook9221 2 ปีที่แล้ว +1

      Mr . Manik , could you please tell me the fact to write this song by Tagore ?

  • @FourthGaming226
    @FourthGaming226 2 ปีที่แล้ว +34

    বাহুল্য বর্জিত এক অনাবিল সরলতায় পরিপূর্ণ কন্ঠ অদিতি'দির । আমার ভীষণ প্রিয় শিল্পী 😊

  • @Nemo.57
    @Nemo.57 2 ปีที่แล้ว +29

    অদ্বিতীয়া অদিতী মহসীন 🙏🏻

  • @pronabkumardeb7854
    @pronabkumardeb7854 2 ปีที่แล้ว +21

    অসাধারণ গান,,,,,অপূর্ব কণ্ঠ মাধুরী,,,,,,,,,,এই শ্রোতা মুগ্ধ,,,, বার বার শুনছি,,,,

  • @rahmanmoti
    @rahmanmoti ปีที่แล้ว +15

    নারীদের মধ্যে বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী।
    দরদ গভীর তাঁর কণ্ঠে।

    • @ranjanshaw3585
      @ranjanshaw3585 ปีที่แล้ว

      আপনি গান শোনেন? গান, বাজনা তো হারাম।

    • @PanniZaman2004
      @PanniZaman2004 6 หลายเดือนก่อน

      ​@@ranjanshaw3585
      আপনিই বা এখানে কি করছেন মশাই !
      বড় এসেছেন বলতে মুখ করে

  • @sanjitadhikari4319
    @sanjitadhikari4319 ปีที่แล้ว +10

    তুমি কেমন করে গান কর হে গুনি, আমি অবাক হয়ে শুনি.... সুন্দর পরিবেশনা, অসাধারণ গায়কী, মন ভরে গেল।

  • @kausikmandal6654
    @kausikmandal6654 2 ปีที่แล้ว +22

    আহা, ধরা আর ছাড়ার কি যুগলবন্দি। হৃদয়ের দুকূল জুড়িয়ে গেল। ধন্যবাদ আপনাকে কবিগুরুকে মরমে পশিয়ে দেবার জন্য।

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 ปีที่แล้ว +18

    আহা অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর মধুর সুরের মূর্ছনায় মন ভরে গেল।

  • @rajibroy9501
    @rajibroy9501 ปีที่แล้ว +23

    আমি মনে করি এই গানটি সবথেকে শ্রুতিমধুর হয়ে এসেছে আপনার কন্ঠ থেকে। প্রতিদিন শুনি, যতই শুনি ততোই মুগ্ধ হই। 🙏

    • @rashidaakter1693
      @rashidaakter1693 ปีที่แล้ว +1

      Jayati Chakraborty er ta sunben

    • @rajibroy9501
      @rajibroy9501 ปีที่แล้ว +1

      @@rashidaakter1693 sunechi, shunei bolechi apu.

    • @rathinpaul1057
      @rathinpaul1057 ปีที่แล้ว +1

      I AGREE WITH YOU 1OO PERCENT .

    • @rajibroy9501
      @rajibroy9501 ปีที่แล้ว

      @@rathinpaul1057 শুভেচ্ছা রইল।🙏

  • @salahuddin7493
    @salahuddin7493 2 ปีที่แล้ว +15

    মনোমুগ্ধকর। অনেক দিন বেঁচে থাকুন। আমাদের প্রশান্ত করুন আপনার কন্ঠে।

  • @parthapratimpaul9306
    @parthapratimpaul9306 20 วันที่ผ่านมา

    মন,প্রাণ ও হৃদয় স্পর্শী এই সংগীতটি এক কথায় অসাধারণ।

  • @hiranmoydutta5994
    @hiranmoydutta5994 ปีที่แล้ว +7

    এই গান অনেকবার শুনেছি আপনার কন্ঠে। আমি খুব লজ্জিত যে আপনার মত গুণী শিল্পীকে আমি আগে চিনতাম না।

  • @uttamkumarpati5757
    @uttamkumarpati5757 ปีที่แล้ว +7

    খুব সুন্দর, গভীর। দ্রুত রক্তে মিশে যাচ্ছে গানের কথা ও ভাব। প্রশংসা করি তাই।

  • @jajaborfahien.6241
    @jajaborfahien.6241 2 ปีที่แล้ว +8

    এখনকার দিনে বাদ্যযনতরের প্রাবল্যে কন্ঠ চাপা পড়ে যায়, এখানে তার ব্যতিক্রম পেলাম। খুব ভালো লাগলো।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 ปีที่แล้ว +18

    সুরের অনুপম ঝর্ণা জলে স্নাত হলো এ মন !

  • @robiulislam4665
    @robiulislam4665 2 ปีที่แล้ว +6

    আহা কি কন্ঠ আর কি গায়কী আগে কেন শুনিনি, কি বলবো অসম্ভব সুন্দর।

    • @sahakamal9450
      @sahakamal9450 ปีที่แล้ว

      অসাধারণ গেয়েছেন

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 2 ปีที่แล้ว +37

    এমন করে কেউ কি ফুল ফুটাতে পারে কণ্ঠে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে? কেউ কেউ পারেন। অদিতি মহসিনের কণ্ঠের মোহে মোহিত না হয়ে উপায় নেই। এরপর যা বলতে চাইছি, আপনি বেঁচে থাকুন, আমার মাথায় যত চুল, তত বছর।

    • @nizamuddin-tq8ky
      @nizamuddin-tq8ky ปีที่แล้ว +1

      gan ta suner por maja maja chokhay pani asa, ki prem j ai ganay, wonderful robi thakur and singar.

  • @AbdulMannan-pw2ut
    @AbdulMannan-pw2ut ปีที่แล้ว +2

    মুগ্ধতা ছড়ানো স্বর।
    গর্ব করার মত বাঙালি শিল্পী।

  • @ranjansarkar8409
    @ranjansarkar8409 ปีที่แล้ว +10

    I am a son of Bengal, I am proud to be a Bengali mother. I speak Bengali my mother tongue well.

  • @sandy0174
    @sandy0174 ปีที่แล้ว +12

    My most favorite artist. Respect to her. Perfect rendition. No gimmicks

  • @tapantalukdar4551
    @tapantalukdar4551 2 ปีที่แล้ว +13

    সুধা কণ্ঠের অমৃত বারি !💐

  • @alokkumarmisra732
    @alokkumarmisra732 2 ปีที่แล้ว +4

    গলার গভীরতা, অপূর্ব স্বর ও কী সুন্দর উচ্চারণ। আপ্লুত।

  • @bkghosh
    @bkghosh ปีที่แล้ว +3

    পরিশীলিত কন্ঠের অনবদ্য সৃষ্টি, মন্ত্রমুগ্ধ করে আবিলতা এনে দেয়।

  • @khondakersharif867
    @khondakersharif867 ปีที่แล้ว +1

    অদিতি মহসিনের গায়কী যেমন অসাধারণ তেমনি গানের প্রতি তাঁর আবেগও অতুলনীয়। তাঁর গান শুনে সবসময়ই আনন্দ পাই। তাঁর শিল্পী স্বত্ত্বা স্বার্থক।

  • @shahadathossain8746
    @shahadathossain8746 ปีที่แล้ว +4

    কেন এমন হলো গো আমার এ নব যৌবনে। রবি ঠাকুর এর গমন সাহিত্যের সকল স্তরে। চমৎকার ভাষার ভাবের মাধুর্যে গানটি।

  • @smmostafakamal5560
    @smmostafakamal5560 2 ปีที่แล้ว +10

    অসাধারণ মায়াময় কণ্ঠ....গান আরো গান হয়ে যায়....

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 ปีที่แล้ว +2

    hriday'er Akul Okul...mone rakhar mato uposthapona...U R great artist...

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 2 ปีที่แล้ว +5

    মন ভরে যায় আরো শুনতে চায়। হৃদয় মাঝে বৃন্দাবন জেগে ওঠে। ভীষণ হারিয়ে যাওয়া পথ চাওয়া না পাওয়া, প্রভু আমার পরম আমার।

  • @ajamilchandrabanik363
    @ajamilchandrabanik363 ปีที่แล้ว +2

    প্রতিটি গানের পরিবেশনা অত্যন্ত আন্তরিকতায় ভরা

  • @birathighschool3217
    @birathighschool3217 2 ปีที่แล้ว +5

    heart touching melodious song thank both the poet and singer.Shaheb Ali

  • @jyotisaha5069
    @jyotisaha5069 2 ปีที่แล้ว +11

    বলার ভাষা নেই , অতুলনীয় । মনপ্রাণ ভরে গেছে । নমস্কার ও শুভকামনা রইল , শুভরাত্রি । 🌷🌷🌷🙏

  • @Chayan3895
    @Chayan3895 7 หลายเดือนก่อน +1

    প্রাণটা জুড়িয়ে গেলো এত সুমধুর কণ্ঠ শুনে,আহা কি অনুভব,,❤🥺

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 ปีที่แล้ว +1

    ওপার বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দের প্রতি গভীর শ্রদ্ধা জানাই , তাদের এই অকৃত্রিম রবীন্দ্র সংগীত নিষ্ঠা র জন্য। তারা কেবল মাত্র রবীন্দ্র সংগীত গেয়ে থাকেন, দেবব্রত বিশ্বাস,সুবিনয় রায়,অশোকতরু বন্দোপাধ্যায়, মোহন সিং,সুচিত্রা মিত্র কনিকা বন্দোপাধ্যায় দের আদর্শ অনুসরণ করে।

  • @nizamkhan-nk8ci
    @nizamkhan-nk8ci 2 ปีที่แล้ว +5

    অদিতি মহসিন-এর যাদুময় সুরেলা কণ্ঠে গানটি শুনে সত্যিই হৃদয়ের দু'কুল ভেসে গেল।

  • @sujitkbiswas6720
    @sujitkbiswas6720 ปีที่แล้ว +5

    রবীন্দ্রনাথ তারুণ্যের প্রকাশ ঘটিয়েছেন অসাধারণ ভাবে!!!

  • @nikhilbiswas1284
    @nikhilbiswas1284 2 ปีที่แล้ว +5

    অসাধারণ গায়কি মন ছুঁয়ে যায়।

  • @somagangulymunni
    @somagangulymunni ปีที่แล้ว +2

    আহা !!!!!!!! হৃদয়ের এক অনাবিল তৃপ্তি...মুগ্ধতা বারবার।

  • @NIBiki-bm4fi
    @NIBiki-bm4fi 9 หลายเดือนก่อน +1

    কতটা গভীর উপলব্ধি থাকলে এভাবে গাওয়া সম্ভব হতে পারে। স্যালুট দিদিকে

  • @subhajitbhowmick606
    @subhajitbhowmick606 2 หลายเดือนก่อน

    রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্র এসে গেছে। সবচেয়ে ভাল গলা দুই বাংলার মধ্যে।

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 2 ปีที่แล้ว +10

    আহা...মন ভেসে গেল !👌👌

  • @mitrachowdhury3723
    @mitrachowdhury3723 2 ปีที่แล้ว +8

    অপূর্ব।

  • @amaldatta174
    @amaldatta174 ปีที่แล้ว +1

    কালজয়ী কণ্ঠের এ সুর প্রবাহ হৃদয়ে এসে আত্মায় অনুরণিত হলো ।

  • @IsratJahan-ld6lc
    @IsratJahan-ld6lc ปีที่แล้ว +3

    ❤❤❤ অনবদ্য সৃষ্টি অদিতি মহসিন। এতো সুন্দর সুরের মূর্ছনায় আমি মোহিত

  • @dinontasharif9143
    @dinontasharif9143 5 หลายเดือนก่อน

    এই গান, এই সুরে আমার হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়। এই গান কতবার যে শুনেছি, তার কোন শেষ নেই। অন্তরের অন্তস্তল থেকে শিল্পীকে অভিবাদন জানাই।

  • @pranabbiswas7198
    @pranabbiswas7198 ปีที่แล้ว +2

    আমাদের বাঙ্গালীদের অহংকার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি 🙏🙏

  • @nusratkamal4551
    @nusratkamal4551 2 ปีที่แล้ว +8

    অসাধারণ !!!

  • @parbotisarker5246
    @parbotisarker5246 2 ปีที่แล้ว +3

    গানটা অনেক সুন্দর। প্রাণ জুড়িয়ে গেল। 🙏🙏🙏🙏

  • @prabhateraalo6408
    @prabhateraalo6408 ปีที่แล้ว +2

    সত্যিই অসাধারণ আপনার গায়কী
    গান শুনে মুগ্ধ হয়ে গেলাম
    শুভকামনা রইল আরো এরকম ভালো গান আমাদের শুনানোর জন্য।

  • @udayanchakraborty4695
    @udayanchakraborty4695 ปีที่แล้ว

    আমার এক অত্যন্ত ভালোবাসার গান যা উনি ই একমাত্র গাইতে পারেন 🙏❤

  • @subhashbanerjee7430
    @subhashbanerjee7430 2 ปีที่แล้ว +6

    I listen this particular song atleast hundred time sung by Aditi, yet I love to hear this song with intense integrity.

  • @balakamaity1343
    @balakamaity1343 ปีที่แล้ว +3

    এই গানটি শুনলে মনে পড়ে আমি নবযৌবনে কেমন সংস্ক‍ৃত ভাষার রূপের প্রেমে আত্মহারা ছিলাম। সেসব দিনে দিবারাত্রি আমার চোখ দিয়ে জল ঝরত কারণ আমার পরিবার বলত ঐ ভাষা মৃত,তুমি ইংরাজী ভাষাকে ভালোবাসো। বাবা-মাকে লুকিয়ে আমি Eng(Hons.)এ দ্বিতীয় বিষয় সংস্কৃত রেখেছিলাম,ভালো marks পেয়েছি। আমি বারো বছর বাংলামাধ‍্যমে পড়েছি।উচ্চমাধ‍্যমিকে Physics,Mathematics-এর বই তৎসম সাধুভাষায় লেখা
    ছিল। অতএব এটা তো হবেই। আজ আমি English M.A. এবং B.H.M.S. degree নিয়েছি। এখন ভাবি যদি শিশুকাল থেকে ইংরাজীমাধ‍্যমে পড়তাম তাহলে আমায় এত দুঃখিত ও পরিবারলাঞ্ছিত হতে হত না। আমি বাংলাভাষার একজন কবি। শিল্পী গানটি খুব ভালো গেয়েছেন। যদিও
    এই গানটি আমি বেশীক্ষণ সহ‍্য করতে পারিনা।ধন‍্যবাদ।

  • @manikapaul3416
    @manikapaul3416 2 ปีที่แล้ว +6

    BEAUTIFUL ADITY MAA TOMAR GAAN. GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @rubeldas2475
    @rubeldas2475 ปีที่แล้ว +1

    Aha Apurbo. Onek singer geyecen. But ur voice is unique Didi. Apner ei gaanta ber ber shuni. 💖💖💘❤❤

  • @samiulalamsajib8684
    @samiulalamsajib8684 2 ปีที่แล้ว +5

    অসাধারণ কন্ঠ, আমি ছোটবেলা থেকেই আপনাকে নিপা নামে চিনি। আপনার বাবা মরহুম নূর মহসিন খান। আপনি অসাধারণ শিল্পী। ইউসুফ ধানমন্ডি ঢাকা।

  • @provashsaha635
    @provashsaha635 2 ปีที่แล้ว +6

    অসাধারণ লাগছে গান টি।

  • @md.nasiruddin7904
    @md.nasiruddin7904 ปีที่แล้ว +2

    অদিতি আপা, আপনার কন্ঠে গানটি অপূর্ব সুন্দর।

  • @sanjanan6977
    @sanjanan6977 ปีที่แล้ว +3

    অপূর্ব

  • @soumendey8809
    @soumendey8809 ปีที่แล้ว +2

    What a voice ❤

  • @indranichakrabarty5757
    @indranichakrabarty5757 ปีที่แล้ว +1

    গান টা শুনলে মনটা অনেক দুরে চলে যায়।

  • @mohidulislam6954
    @mohidulislam6954 ปีที่แล้ว +2

    সুন্দর!
    Lock Now Next Generation
    To up above high by Your Contribution !

  • @sabujbangla3473
    @sabujbangla3473 9 หลายเดือนก่อน +1

    গানের শুর ও কথায় মন ছুয়ে যায়।

  • @aurunroy7707
    @aurunroy7707 2 ปีที่แล้ว +2

    Ki sundor gailen,,,mon voreche.

  • @bivasdas7459
    @bivasdas7459 ปีที่แล้ว +2

    মুগ্ধতা একরাশ!
    নবযৌবনে নব বানে
    ভেসে যাচ্ছে কার টানে!

  • @basude4330
    @basude4330 2 ปีที่แล้ว +18

    সর্ব ক্ষণের পছন্দের গান ও শিল্পী।
    Comments এর উর্ধ্বে।

  • @malayghosh7869
    @malayghosh7869 2 ปีที่แล้ว +6

    আমি আপনার গুণমুগ্ধ ভক্ত হয়ে গেলাম l

  • @bipuldas4544
    @bipuldas4544 ปีที่แล้ว +1

    বা বা কি পরিবেশনা। মুগ্ধ হইলাম। ধন্যবাদ আপনাকে।

  • @user-bj2vn4bb6y
    @user-bj2vn4bb6y 10 หลายเดือนก่อน

    অদিতির এমন মিষ্টি কন্ঠে রবিন্দ্র সংগীত অতুলনীয়।

  • @petergomes8788
    @petergomes8788 ปีที่แล้ว +3

    I listen to Rabindra Sangeets. My soul flies across the Atlantic and hovers all over Sonar Bangla. Thank you Didi.

  • @user-nv1lj5gk1v
    @user-nv1lj5gk1v 3 หลายเดือนก่อน

    গানটার মর্ম উপলব্ধি করে অশ্রু গড়িয়ে পড়ছে!¡

  • @abusayeb759
    @abusayeb759 9 หลายเดือนก่อน

    অদিতি মহসিন, আপনার গানগুলো যতবার শুনি ততবার চোখের কোনা ভিজে জায়

  • @imonshahid
    @imonshahid ปีที่แล้ว +11

    Flooded are the banks of my heart
    This side and the other, my friend
    My tears overflowing
    Whichever way I look
    I don't recognize a thing
    A tug there is in the heart
    Swells the river in high tide
    What a tempest today my friend
    The dams there are no more
    What is this, why is it so
    In the springtime of my life
    What is this sudden gust
    That wafts in on which wind
    My heart becomes distracted
    Plagued by a dejection deep down
    I know not this yearning, this pain
    How do I allay it
    (Translated by Rumela Sengupta)

    • @quazimalek7666
      @quazimalek7666 ปีที่แล้ว

      Absolutely beautiful translation!!! Salute to your excellent command over the English language and the depth of your intellect which has made this translation possible. Please accept my humble felicitations!!

    • @praptighosh1111
      @praptighosh1111 ปีที่แล้ว

      Wonderful

    • @milonmitra3584
      @milonmitra3584 10 หลายเดือนก่อน

      OMG !!! Such a beautiful emotional translation.

  • @golamali2149
    @golamali2149 10 หลายเดือนก่อน

    যেমন গান তেমনই সুস্পষ্ট উচ্চারণে অনবদ্য নিবেদন। রবীন্দ্রনাথের এ গান আপনার কন্ঠে অনিবর্চণীয় সৌন্দর্যে অনুভবে মনে এক অচেনা আনন্দময় বেদনার প্রলেপ বুলিয়ে দেয়।

  • @amirnahid2128
    @amirnahid2128 7 หลายเดือนก่อน

    সুর যেন হৃদয়ে গিয়ে সুখের, বিরহের পরশ বুলিয়ে যায়। এত সুন্দর!

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 ปีที่แล้ว +1

    Very nice and extraordinary song. Very sweet voice. This sweet voice bring back all my past memories.

  • @riyadhossainrazu4550
    @riyadhossainrazu4550 ปีที่แล้ว +1

    অনন্যা অসাধারণ অদ্বিতীয়া অদিতি মহসিন।❤

  • @doladutta-roy8937
    @doladutta-roy8937 3 หลายเดือนก่อน

    Opurbo gayoki. Mon bhorey galo

  • @amareshroy7732
    @amareshroy7732 4 หลายเดือนก่อน

    My good wishes for Aditi mohsin for cooling our mind by sweet songs.

  • @mostafijurrahman5901
    @mostafijurrahman5901 8 หลายเดือนก่อน

    অসাধারণ গেয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি আর কেউ এত সুন্দর করে গাইতে পারেনি। অদিতি মহসিন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।।

  • @farukalam9996
    @farukalam9996 2 ปีที่แล้ว +2

    অসাধারণ গায়কী, মন ছুঁয়েছে।

  • @bablidas465
    @bablidas465 8 หลายเดือนก่อน +1

    Hridayer e kul, o kul, du kul bhese jaay, haay sajoni, Uthale nayonobaari. Je dike cheye dekhi ogo sokhi, Kichhu aar chinite na paari. Porane poriyachhe taan, Bhara nodite aase baan, Ajike ki ghor tuphan sajoni go, Bnaadho aar bnaadhite naari. Keno emon holo go, aamar ei nabojoubane. Sahosa ki bohilo kothakar kon pabone. Hridayo aaponi udaas, marome kisero hutas - Jaani na ki baasona, ki bedona go - Kemone aapona nibari.

  • @aniltarafdar9482
    @aniltarafdar9482 5 หลายเดือนก่อน

    🎉অদিতি মহসিন কি মধুর কণ্ঠ।

  • @kabitaroy7262
    @kabitaroy7262 5 หลายเดือนก่อน

    মন কে শান্ত করতে এমন একটি গানই যথেষ্ট ❤❤❤❤

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 ปีที่แล้ว +2

    Adity Mohsin U R a great singer...perfectionist it's your +point...go ahead. /jio hazaro sal yea mere hae arju... Md.rafi

  • @MdMonir-mx3xe
    @MdMonir-mx3xe ปีที่แล้ว

    অদিতি মহসিন আপনার গানের জন্য আপনি জগৎ বিখ্যাত। আপনাকে আদৌ ভালো লাগে এবং ভালো বাসি❤

  • @suklatweari1292
    @suklatweari1292 2 ปีที่แล้ว +4

    আমার খুব প্রিয় শিল্পী দারুণ লাগে।

  • @imaratkathabwn7848
    @imaratkathabwn7848 ปีที่แล้ว +2

    অসাধারণ কন্ঠ শিল্পী ।

  • @user-ec8hv3dx6v
    @user-ec8hv3dx6v 5 หลายเดือนก่อน

    অদিতি দিদি আপনার গান শুনছি, এবং সময় পেলেই শুনে থাকি, কি যে শান্তি পাই দিদি আপনাকে বোঝানোর শক্তি আমার নেই,,,। কেন যেন মনে হয় শুধু শুনতেই থাকি,,,, আপনাকে আমার সশ্রদ্ধ প্রনাম জানাই দিদি।🙏❤️❤️❤️

  • @arijitmukherjee2963
    @arijitmukherjee2963 ปีที่แล้ว +1

    অসাধারণ অনবদ্য গায়কী । আমার খুব প্রিয় শিল্পী। ধন্যবাদ । ভালো ‌থাকবেন।

  • @pmshafiqulislam8703
    @pmshafiqulislam8703 2 ปีที่แล้ว +8

    অদিতি অসাধারণ।

  • @izazroosal950
    @izazroosal950 2 ปีที่แล้ว +4

    WOW THAT'S AWESOME AND BEYOND FOR HEAVENLY BLISSFUL NOBLE LAUREATE POET RABINDRANATH TAGORE SONGS FOR POHELA BOISHAKH GRAND GALA FEST ON CULTURE ALIKE IN CHARUKALA ARTS FACULTY DHAKA UNIVERSITY DHAKA BANGLADESH. IZAZ RASOOL FROM BARIDHARA GULSHAN DHAKA BANGLADESH.

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 ปีที่แล้ว +2

    Pranam Didi, Beautiful Presentation

  • @user-vn9xb8il5y
    @user-vn9xb8il5y หลายเดือนก่อน

    দারুণ।বারবার শুনতেই ভাল লাগে।

  • @reshmiranjina5939
    @reshmiranjina5939 11 หลายเดือนก่อน

    আমি বহুদিন থেকে শুনি এবং হারিয়ে যাই সুরের মূর্ছনায়।

  • @MrGolammoinuddin
    @MrGolammoinuddin ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। অনেকটা সুচিত্রা মিত্রের মতো।

  • @milonmitra3584
    @milonmitra3584 10 หลายเดือนก่อน +1

    Sing aloud:
    Hridayer e kul, o kul, du kul bhese jaay, haay sajoni,
    Uthale nayonobaari.
    Je dike cheye dekhi ogo sokhi,
    Kichhu aar chinite na paari.
    Porane poriyachhe taan,
    Bhara nodite aase baan,
    Ajike ki ghor tuphan sajoni go,
    Bnaadho aar bnaadhite naari.
    Keno emon holo go, aamar ei nabojoubane.
    Sahosa ki bohilo kothakar kon pabone.
    Hridayo aaponi udaas, marome kisero hutas -
    Jaani na ki baasona, ki bedona go -
    Kemone aapona nibari.