ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
কি অনুভবী নিবেদন, স্বরএর কি অসামান্য প্রক্ষেপ। গানটি যেন দেখতে পেলাম।
অপূর্ব। অপূর্ব
খুব সুন্দর গেয়েছেন
শ্রেষ্ঠতম, 🙏🙏🙏
Uploaded by : Geetikar ★ Category : Bengali songs, Rabindra sangeetযতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটেততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝেএ গান লাগবে বুঝি কাজেতোমার সুরের রঙের রঙিন নাটে ॥তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলিবীণায় বেঁধেছি গানগুলিতোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে
কি অনুভবী নিবেদন, স্বরএর কি অসামান্য প্রক্ষেপ। গানটি যেন দেখতে পেলাম।
অপূর্ব। অপূর্ব
খুব সুন্দর গেয়েছেন
শ্রেষ্ঠতম, 🙏🙏🙏
Uploaded by : Geetikar ★ Category : Bengali songs, Rabindra sangeet
যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান লাগবে বুঝি কাজে
তোমার সুরের রঙের রঙিন নাটে ॥
তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।
আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায় বেঁধেছি গানগুলি
তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে