Mohera Jamidar Bari | মহেড়া জমিদার বাড়ি |Tangail |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2023
  • #মহেরা_জমিদার_বাড়ি
    Mohera Zamidar Bari :
    বিভিন্ন জমিদার বাড়ির প্রতি প্রবল আগ্রহ থাকার কারনে মহেড়া জমিদার বাড়িটি একটি বিশেষ স্থান দখল করে নেয় আমাদের মনে। এক দিকে এর স্থাপত্যশৈলী আর অন্যপাশে এর রয়েছে করুন একটি ইতিহাস। এই দুইয়ে মিলে মনের মধ্যে একটি বিশেষ স্থান পায় আমাদের মনে।
    ১৮৯০ শতকের দিকে কালিচরন সাহা এবং আনন্দ সাহা নামের ২ভাই কলকাতায় ডাল ও লবণ ব্যাবসা করে প্রচুর টাকা আয় করে চলে আসেন মহেড়া গ্রামে। এই গ্রামে তারা সুবিশাল জমির উপর তৈরি করেন এই বিশাল বাড়িটি। তখন তারা গ্রামবাসীদের উপর টাকা দাদন খাটাতেন এবং জনগনের জীবন যাত্রার উন্নতি ঘটান। তাহলে তারা কি তখন জমিদার ছিলেন? না তখনও জমিদার প্রথা চালু ছিল না।তাই ব্রিটিশরা যখন জমিদার প্রথা চালু করেন তখন কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের কাছে থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেয় এবং এখান থেকে শুরু হয় জমিদারীর উত্থান। এই জমিদারেরা তখন এলাকার স্কুল,রাস্তাঘাত,পানির ব্যাবস্থা সহ বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে জনগনের মনে ভালবাসা এবং সম্মানের স্থান লাভ করেন।
    এই বাড়িটিতে রয়েছে ৩টি সুবিশাল অট্টালিকা এবং কাছারি ঘর যেগুলো মহারাজা লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ নামে পরিচিত। এছাড়াও রয়েছে মেহমান খানা, আত্মীয় স্বজন কর্মচারীদের জন্য থাকার বাড়ি, পুকুর,মন্দির, ফুলের বাগান আরও অনেক কিছু যার সৌন্দর্যে আপনি অবাক হতে বাধ্য।
    এই বাড়িটির রয়েছে একটি কলঙ্কিত ইতিহাস যার কারনে এই জমিদারদের এই দেশ থেকে চলে যেতে হয়। এক রকম মনে প্রচণ্ড দুঃখ নিয়ে তারা এই দেশ ছেড়ে চলে যান ।
    মহেরা জমিদার বাড়ি ভ্রমণ, টাঙ্গাইল | Mohera Jamidar Bari Tour, Tangail |
    #mohera_palace
    #মহেরা_জমিদার_বাড়ি
    #police_training_center
    It is not sure but people believed that they have started their Zamindari somewhere around 1890. First Zamindar (জমিদার) was Kalichoron Shaha (কালিচরণ সাহা). Beside their Land Lordship, they have conducted trading related to Jute and Salt. They were the owner of huge land properties from different part of Bangladesh. During country division and war, most of them moved into India. Only very few are living at Tangail. Their attractive edifices are now become a tourist spot. Since they were rich, people says they have built those building before establishing their Zamindari (জমিদারী). Mohera Zamindar Bari has several main buildings. Each of those are presented below with short description.
    Chowdhury Lodge (চৌধুরী লজ): After entering the Zamindar mansion premise through the main gate, Choudhury Lodge is the first building that you’ll find. It’s a pink colored building having Roman/Greek styled pillars at the front side. The rich ornate building is having corrugated at the roof from inside.
    Its a two stored building having a garden in front of it. This building is beautiful from the back side too. There is a playground for the kids available there.
    Ananda Lodge (আনন্দ লজ): In my opinion, Ananda lodge is the most stylish building from the entire premise. This building has a touch of white and blue. It has eight columns in front of the building.
    Most attractive part of the building is the small hanging balcony at second floor. It seems like someone like Juliet used to pass her afternoon there. This building has a lovely garden at front side.
    Moharaj Lodge (মহারাজ লজ): This is a pink colored building having byzantine design. Similar to other buildings it has 6 columns at the front side. The stair in front of the building has a curved railing which just increased its beauty.
    Similar to other buildings it is a two storied building having a garden at front. Behind the garden has a tennis court. The Moharaj Lodge and the Ananda Lodge are adjoining.
    Kalichoron Lodge (কালিচরণ লজ): This building is built during the last portion of the Jomidari Era. Thats why this one is looking different than other three. It is having more rooms compare to any others from the premise.
    Architecture of the building is somewhat similar to the colonial era buildings. The shape of the building is like the letter ‘U’ in English alphabet. During the noon-afternoon, you’ll find a play of light and shadow for that shape from the inside of the building.
    Other Edifices (অন্যান্য ভবন): Beside the attractive architecture buildings, the Zamindar premise has other buildings named as Kacheri Bonbon(কাচারী ভবন), Nayeb Bhobon(নায়েব ভবন), Rani Bhobon(রানী মহল), etc. Also you’ll find several large ponds around the premise. Those are named as Bishaka Shagor, Poshra Shagor, etc.
    1. Kachari Bhobon(কাচারী ভবন)
    2. Nayeb Bhobon(নায়েব ভবন)
    Mohera Palace situated in dubail, tangail is one of the most beautiful and well maintained royal complexes in Bangladesh. Mohera Jamidar Bari was founded by Kali Charan Shaha and at present operated and maintained by the Bangladesh Police. It is used as police training center now. Among several building Chowdhury Lodge, Ananda Lodge, Moharaj Lodge, Kalichoron Lodge are the most magnificent. This has to be the best travel destination from Dhaka for a one day trip.
    The Mohera Palace is around 78km from Dhaka in the district of Tangail and the ticket for entrance is 100 taka. There is a canteen available at Mohera Police Training Center and parking also available.

ความคิดเห็น • 27