বিজেপি ক্ষমতায় না আসলে নেতাজি,ড:শ্যামা প্রসাদ মুখ্যার্জি,লাল বাহাদুর শাস্ত্রি ,গোপাল পাঁঠা(গোপাল মুখ্যার্জি এই সব নাম গুলো পাওয়া যেতনা ,সিপিএম,কংগ্রেস,তৃনমূল ও বিজেপি বিরোধিরা কোন দিন এই সব নাম বলত না
কুনাল দা, ধন্যবাদ আপনাকে।। এমনি করেই আসল সত্যিকারের ধামাচাপা দিয়ে রাখা ইতিহাস কে জনসম্মুখে প্রকাশ করবার এই প্র্যায়াশ কে স্যালুট জানাই।। বাংলাদেশ থেকে বলছি।। ভাল থাকুন।।
মহাত্মা গান্ধীকে কে বা কারা মহান আত্মা আখ্যা দিয়েছিল? এখনও ঐ মানুষ টার ছবি ভারতের টাকার নোট এ জ্বলজ্বল করে। আর যিনি নিজের জীবন পন রেখে ভারতীয়দের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমার ব্যক্তিগত মতামত ভারতীয় মুদ্রায় বা নোট এ মহান বীর সুভাষচন্দ্র বসুর ছবি রাখা হোক। এতে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করাও হবে। জয়তু নেতাজি। হে মহান বীর তোমার আত্মার শান্তি কামনা করি।
কারাবাস পরবর্তী সাভারকরের মতোই শ্যামাপ্রসাদ মুখাৰ্জীও স্বাধীনতা সংগ্ৰামের বিরোধী ছিলেন। বৃটিশ গভার্নরকে চিঠি লিখে ভারত ত্যাগ আন্দোলন কে দমন করার জন্য আবেদন করেছিলেন।
পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে নি। আসলে 33 বছর ধরে আমরা নিজের বদলে সুদূর রাশিয়া, চীনের ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা করেছি।আর শেষ 12 বছর তো ধ্যস্তামী করে চলেছি।না নিজেদের ইতিহাস জানি ঠিকমতো না তার সম্মান করতে জানি। ধন্যবাদ কুনাল।
কিছুদিন আগে আমার কিছু বন্ধু আমাদের whats App group এ জার্মানির প্রাক্তন প্রেসিডেন্ট মেরকেল এর সততা, দেশপ্রেম, কর্মদক্ষতা র প্রশংশা করে বলেছিল তিনি তার দেশকে কতটা উচ্চতায় নিয়ে গেছেন। এবং অনুতাপ করে বলেছিল আমাদের দেশে এরকম রাজনৈতিক নেতা নেই। উত্তরে আমি বলেছিলাম আমরা মেরকেল এর মত নেতা সুভাষ চন্দ্র বসু, লালবাহাদুর শাস্ত্রী , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর মত সত্যিকার দেশপ্রেমিক রাজনৈতিক নেতা পেয়ে ও তাদেরকে রাজনৈতিক ষড়যন্ত্র করে মেরে দিয়েছি। It was a pattern, still exists. তাহলে দেশ উন্নতির শিখরে পৌঁছোতে পারবে কি করে। আমরাও অনেক ভারতীয় মেরকেল পেয়েছিলাম কিন্তু তাদের বাঁচতে দিইনি। তখন আমার এক কম্যুনিষ্ট বন্ধু তার উত্তরে বলল " শ্যামাপ্রসাদ ব্রিটেনের দালাল ছিলেন যিনি নাকি তার আদেশে কলিকাতা বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের ইউনিয়ন জ্যাক বিশ্ববিদ্যালয় এর আঙিনায় তুলতে বলছিলেন পঞ্চম জর্জ এর ভারত আগমনের দিন। ছাত্ররা রাজি না হওয়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করেছিলেন।" এইসব মিত্থ্যা গল্প গনশক্তি কাগজে প্রকাশ করে করে আজ বাঙালিকে ভুল বোঝানো হয়েছে এই দেশপ্রেমিক রাজনৈতিক নেতা সম্বন্ধে।
১৯০৫ বাংলা ভাগের চক্রান্ত হয়। মূল কারিগর নেহরু।সাথী লর্ড কার্জন। এই ভাগ রোখার জন্য রবীন্দ্রনাথের মত সাহিত্যিক আপামর বাঙালিকে নিয়ে পথে নামে। এবং তখনকার মত ভাগ রোধ করে। নেহরু তথা ব্রিটিশ কিন্তু স্বপ্নে ও ভুলে যাননি বাংলা ভাগের কথা । শুধু সময়ের অপেক্ষা করছিল। সুযোগ এল ১৯৪৭ এ। ভারত ভাগের সঙ্গে সঙ্গে বাংলা ভাগ আর তার সাথেই পাঞ্জাব ভাগ। কারন নেহরু জানত বাঙালি র বুদ্ধি ও পাঞ্জাবির বাহুবল এক হলে আর কেউ প্রাধান্য পাবে না। যাক সে ইতিহাস। ১৯৪৭ সাল বাংলা ভাগের প্রস্তাব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন তখনকার পরিস্থিতি বিচার করে। ষড়যন্ত্রটা এই ছিল অবিভক্ত বাংলা পাকিস্তান এ ঢুকিয়ে নেওয়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগ এর চিন্তা স্বপ্নেও ভাবেননি। নেহরু ও মাউন্টব্যাটেনের বাংলা ভাগের প্রস্তাব সমর্থন করেন বাঙালি হিন্দুদের পাকিস্তান এর নাগরিক হ ওয়া আটকানোর জন্য। সাধারণ একটি ভুল ধারণা বাঙালি র মনে গড়ে তোলা হয়েছে যে S P Mukherjee বাংলা ভাগের চক্রান্ত করেছিলেন। যারা একটু ঐ সময়কার ইতিহাস পড়েছে তরাই জানে সুরাবর্দী নেতাজীর দাদা শিশির বসু কে সাথে নিয়ে স্বধীন অবিভক্ত বাংলার প্রস্তাব কংগ্রেসের কাছে রাখবে। SP Mukherjee এর মধ্যেকার ষড়যন্ত্রটা বুঝতে পেরেছিলেন , যেটা শিশির বসু বুঝতে পারেনি। বিস্তারিত এখানে বলা সম্ভব নয়। তাই SPM বাংলা ভাগ মেনে নেন। আমার মনে হয় ১৯০৫ সালে বাংলা ভাগ মেনে নিলে হয়ত দুই বাংলা ভারতে থাকত। তবে কি হত বলা মুশকিল। হয়ত 47 এ যা ঘটেছে তাই হত। যাক কোনভাবেই বাংলা ভাগ রোখা যায়নি। এমনি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। ।
কিছু তথ্য এখানে তুলে ধরার লোভ সম্বরণ করতে পারলাম না। বর্তমান সরকার ক্ষমতায় এসে কেন মুখার্জি সাহেবের অস্বাভাবীক অবস্হায় মৃত্যুর তদন্ত করছে না যেখানে কংগ্রেসের নেহরু আর শেখ আবদুল্লা জড়িত এই ষড়যন্ত্রে? কারনটা হচ্ছে যেদিন SPM কাশ্মীর রওয়ানা হন সেদিন তার একান্ত সচিব অটলবিহারী বাজপেয়ী একটি ছুতোয় ( যা এখানে বিস্তারিত বলা সম্ভব নয়) তার সঙ্গে যাননি। তদন্ত হলে বিজেপি তথা বাজপেয়ী র ও মুখ রক্ষা হবেনা। এক ই অবস্থা নেতাজি ও শাস্ত্রীজীর মৃত্যুর তদন্তে। এই একটি ব্যাপারে কংগ্রেস ও বিজেপি দুটি দলই হাতে হাত মিলিয়ে চলছে। এরা উত্তর ভারতের রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত দল। বাঙালি প্রতিভাবান রাজনৈতিক নেতাদের অবদানের ফসল তুলবে কিন্তু নেওয়ার পর তাদের হত্যা করতে পিছপা হবেনা। Its a pattern since 1922 or before. নেতাজি ও মুখার্জি সাহেবের প্রশংসা করেই ছেড়ে দেবে। দুই জাতীয় দল শাস্ত্রীজীর ও মৃত্যুর তদন্ত করবে না। কারন টা এক ই। কোথায় মুখার্জি সাহেবের ও শাস্ত্রীজীর postmortem report?
@@nafishabegum7007ইসলাম কোনো ধর্ম না। অন্য ধর্ম থেকে জোর পূর্বক ইসলাম করা। আল্লাহ কিছু হয়না কোনো প্রমাণ নেই। নিরাকার কে পুজো করা যায়না।আল্লাহ আসলে কি সেটা আগে জানুন অশিক্ষিতোর মতো কথা বলবেন না ইতিহাস জানুন আগে।
শ্যামাপ্রসাদ মুখার্জি এক অন্যতম কারণ যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশে যুক্ত হইনি। আমরা ওরা আলাদা। ভাষা যতই এক হোক , খাদ্য যতই এক হোক । আলাদা কি কারনে সেটা সবাই জানে
শ্যামা প্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ গড়েছেন বলেই আমারা স্বাধীন ভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছি। না হলে বাংলাদেশের হিন্দুদের দূর্দশার মত আমাদের অবস্থা হত। যতদিন অতিক্রম হবে শ্যামা প্রসাদ মুখার্জির গুরুত্ব বৃদ্ধি হবে।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এটা আপনাদের কল্পনা, আগে বলুন ইন্ডিয়াতে যে কত হিন্দু অপর হিন্দুর হাতে ধৃত হচ্ছে। হুমম আর আপনারা এমন বড়সড় জাতি হবার পরও তো ভারত সরকার আপনাদের কোনো মূল্যায়নই করে না। খোদ শ্যামাপ্রসাদ মুখার্জি যে সারাজীবন ভারতের জন্য কাজ করলো, তার মৃত্যুর রহস্যটাও তো ভারত উদ্ধার করেনি। আপনাদেরকে শুধু মাত্র ক্ষমতার চাবি হিসেব করে এর বেশি কিছু নয়।আর আপনারা রাজনীতি না বুঝার কারনে সব অগোচরে থেকে যায়।
আমি কলেজ থেকে কাশ্মীর গেসলাম। তখন শুনেছিলাম পহেল গাঁও এ একটি পাথরের ঘরে শ্যামা প্রসাদ মুখার্জি কে রাখা হয়েছিল। শীতের কোন পোষাক ছাড়াই ঐ ঘরে রাখা হয়। জওহর লাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর মৃত্যুর কারণ।
কুণাল, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। তোমার এই সাহসী উদ্যোগ কে শ্রদ্ধা ও সম্মান জানাই। তোমার ভিডিওতে অনেক অজানা তথ্য জানতে পারি। তোমাকে কুর্ণিশ জানাই।
স্পষ্টোতই বোঝা যাচ্ছে এর মধ্যে অনেক conspiracy আছে, এমন একজন সৎ, নির্ভীক, স্বার্থহীন মানুষের আজ বড্ড প্রয়োজন দেশবাসীর, এই মৃত্যুর উপযুক্ত তদন্তের প্রয়োজন, salute him 🙏🙏
কংগ্রেস কি চক্রান্ত করেছিল। মহাত্মা নামে এক ব্যক্তি কংগ্রেস এর হরতা কর্তা ছিলেন অনেকেই ঐ মানুষ টাকে শ্রদ্ধা করে থাকেন। সত্যি ই কি উনি শ্রদ্ধার যোগ্য? শ্যামাপ্রসাদ মুখার্জি কে কে মেরেছিল ? কেন মেরেছিল? সব ই পরিষ্কার। বিষপ্রয়োগে নয়তো ? কংগ্রেস কে বিশ্বাস নেই। জওহরলাল গান্ধীর বিশেষ নেক নজর ছিল। বল্লভ ভাই প্যাটেল কে মহান আত্মা একদমই সহ্য করতে পারতেন না। আর সুভাষচন্দ্র বসু কে উনি একদম ই সহ্য করতে পারতেন না। ঐ মহান আত্মা প্রকৃত পক্ষে বাংলা বিদ্বেষী ছিলেন। কেন যে ওনাকে মহান আত্মা বলা হয় আমি আজও বুঝে উঠতে পারিনি?
কিন্তু এখন জনসঙ্ঘ তথা বিজেপি সরকার ক্ষমতায় আসিন। কেন তদন্ত কমিটি গঠন করা হলনা। গান্ধী এবং জওহরলাল তথা কংগ্রেস ভারতে প্রভুত ক্ষতি করে গেছে, চেয়েছিল গোটা ভারতবর্ষ ইসলামিক পাকিস্তান দেশ হয়ে যাক এবং হিন্দু ধর্মটা চিরতরের মত নিচিহ্ন হয়ে যাক।
প্রথমেই জানাই উনার চরণে শতকোটি প্রণাম 🙏🙏🙏 উনি না থাকলে আমরা কখনোই নিজেদেরকে পশ্চিমবঙ্গবাসী বলে স্বীকৃতি দিতে পারতাম না। উনার মৃত্যুটা যে পুরোপুরি ভাবে ছক কোষে করা হয়েছে তা আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পেরেছি। 🇮🇳 জয় হিন্দ🇮🇳
Bengal lost three of its greatest heroes in some mysterious ways-Sree Chaitanya, Subhash and Shyama Prasad. In the last two, Nehru is somehow connected.
@@MohonBagan-u7m he peaked in Dynastical times. Hence was never revered as all honours, name, fame and even hard earned money in those times was pocketed by the dynasty. The problem with Bengal is, they were treated with negligence by the Mughals and the Muslim rulers, British too followed the suite, and then the Brown sahibs after independence. Still the North Indian belt, which includes the vast Hindi belt, treat Bengal as low breed. The reason, after Independence, Bengali speaking came to India twice as refugees, once in 1947 and then in 1971. They lost their self-respect in drain. I wonder, how 1942 drought and the sqeezing by the British alias Churchill, broke their backbone. Such was their strength, that even died hungry in huge numbers in 1942, they did not look towards Delhi begging!!! Since that, they were looking towards one magical figure, which they saw in Netaji and then Shyamada, but they are afterall human beings, not God. Worshipping their idols and hopefully expecting from the falling times, saw them in deep gorge. Their negative attitude has been very evident from the long ruling of CPM followed by TMC. Bengalis first must build their foundation & backbone, and gain self respect, so that they grow holistically, so that such wonders are born in every house. Worshipping past shall again trap them in dark past.
বাংলার anyotomo শ্রেষ্ঠ সন্তান, অথচ এই মানুষটি কে বাঙ্গালী আজও চিনতে পারেনি, আমরা arthohin রাশিয়ার বিপ্লব, মাও এর mahan কীর্তি kolap আমাদের gelano হয়েছে, নিজ সংস্কৃতি কে চিনতে অক্ষম, jonosangher অন্যতম প্রতিষ্ঠাতা এই মানুষটি কে প্রণাম, আমরা অনুতপ্ত যে তার যোগ্য সম্মান আমরা তাকে দিতে পারিনি 🙏🙏🙏
উনার মতো দুরদর্শী মানুষ কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।আমি মুম্বাই তে যেখানে থাকি সেখানে র মেট্রো স্টেশনের নাম ড:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের নামে নামাঙ্কিত। I am Bose ke অনেক ধন্যবাদ এই রকম অজানা তথ্য জানানোর জন্য।
আমি কোনো দল বা ধর্মীয় সঙঠনের সদস্য ন ই বা সমর্থক ন ই। আমি চৌষট্টি ঊর্ধ্ব একজন যুবক। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই শুনে আসছি, শ্যামাপ্রসাদ মুখার্জী র মৃত্যুর পেছনে নেহেরু র হাত রয়েছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের পেছনেও নেহেরু তথা তৎকালীন congress নেতৃত্বে র সক্রিয় ভূমিকা রয়েছে। এগুলো শুনে শুনে ভাবতাম এবং এখনো ভাবি বাঙালি হিসেবে জন্মানো বোধহয় অপরাধ। ভারতের স্বাধীনতার পেছনে বাঙালির অবদান সর্বাধিক। কিন্তু বাঙালি র যোগ্যতা থাকা সত্ত্বেও দিল্লির ক্ষমতার শীর্ষে বাঙালি কে পৌছতে দেওয়া হয়নি। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, জনসংঘ অধুনা বিজেপি নিরন্তর বলে আসছে, শ্যামাপ্রসাদের মৃত্যু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের পেছনে নেহেরু র হাত রয়েছে। এখন তো বিজেপি ক্ষমতায়। তাহলে দুটি মৃত্যু রহস্য উদঘাটন হচ্ছেনা কেন? এটা সদা বঞ্চিত বাংলার একজন বাঙালি র অনুসন্ধিৎসু জিজ্ঞাসা।
shamaprasad mukharjee is our pride ........ Ajker dine bejonmar bachha kichu bangali jader jonmer thik nei opose korleo kichhu jay ase na .... Good job kunal ..... Ami pesay ekjon software engineer bangalore e thaki .. Tumi khub valo kaj korcho vai .. Onek onek suvecha
1) নেহেরু ছিলেন বলেই আজকে আমরা রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য নই। কারণ উনি রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য পদ গ্রহণ না করে সেই পদে চীনের নাম প্রস্তাব করেছিলেন। 2) নেহেরু ছিলেন বলেই আজ আদি ভারত তিনটি খন্ডে বিভক্ত (ভারত, পাকিস্তান, বাংলাদেশ)। 3)নেহেরু ছিলেন বলেই কাশ্মীরের দুই তৃতীয়াংশ আজ পাকিস্তান আর চীনের কবলে (POK & COK). 4)নেহেরু ছিলেন বলেই কৈলাস মানস সরোবর, আকসাই চীন, অরুণাচলের উত্তরাংশ, তিব্বত সহ ভারতের 2 লক্ষ বর্গ কিমি জায়গা আজ চীনের কবলে। 5)নেহেরু ছিলেন বলেই স্বাধীনতার পর নেপাল-ভুটান-মায়নামার ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েও যুক্ত হতে পারেনি; কারণ নেহেরু নেপাল ভুটান মায়নামারের সংযুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। 6)নেহেরু ছিলেন বলেই কংগ্রেসের ভূল সিদ্ধান্তে তামিলনাড়ুতে অ্যান্টি হিন্দী অ্যাজিটেশন ছড়িয়ে পরে। 7)নেহেরু ছিলেন বলেই 1962 তে নেহেরুর NEFA সম্পর্কিত ঘোষণা থেকেই আসামে বিচ্ছিন্নতাবাদী মনোভাব জন্ম নেয়। 8)নেহেরু-গান্ধী ছিলেন বলেই ভারতে ভোটব্যাঙ্ক রাজনীতি এবং তোষণ রাজনীতি জন্ম নেয়। 9)নেহেরু ছিলেন বলেই সৌদি আরবের তেলের উপরে আজকে ভারতের বদলে আমেরিকার দাপট, কারণ উনি সৌদি রাজার তৈল খনি ইজারা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। 10)নেহেরু ছিলেন বলেই ভারতে মুসলিমদের পার্সোনাল ল বোর্ড, ওয়াকফ বোর্ড গঠিত হয়, 11)মাদ্রাসা স্থাপন করে কট্টর ধর্মীয় শিক্ষা চালু হয়,12)কাশ্মীরে 370 ধারা ও 35A চালু হয় এবং দেশের জঙ্গি সমস্যা প্রকট হয়ে ওঠে। 13)নেহেরু ছিলেন বলেই ফ্রান্স ব্রিটেন জার্মানির সঙ্গে ভারতের অ্যারোনটিক্স চুক্তি বাতিল হয় এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধিতে ভারত উন্নত দেশগুলোর তুলনায় একযুগ পিছিয়ে যায়। 14)নেহেরু ছিলেন বলেই নেতাজী অকালে গুম হয়ে গেলো। 15)নেহেরু ছিলেন বলেই শ্যামাপ্রসাদ মার্ডার হয়ে গেলো। 16)নেহেরু ছিলেন বলেই লৌহ মানব বল্লভভাই প্যাটেল দেশের প্রধানমন্ত্রী হতে পারলো না। 17)নেহেরু ছিলেন বলেই হরিপুরা কংগ্রেসে এবং মুম্বাই কংগ্রেসের অধিবেশনে নেতাজী কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও পদত্যাগ করতে এবং কংগ্রেস ছাড়তে বাধ্য হন। 18)নেহেরু ছিলেন বলেই দেশে আজ এতো দূর্নীতি, খুনোখুনি, অরাজকতা, ধর্মীয় হানাহানি। 19)নেহেরু-জিন্না ছিলেন বলেই তো লর্ড মাউন্ট ব্যাটেন বউয়ের ইজ্জত বাঁচাতে ভারত ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেলেন। এই সবই তো নেহেরুর দূরদর্শিতার পরিণাম। নেহেরু না হয়ে নেতাজী কিম্বা বল্লভভাই প্যাটেল দেশের প্রধানমন্ত্রী হলে আজকে দেশের চেহারাটাই অন্য রকম হতো।🙏
তৎকালিন কংগ্রেস ও মুসলিম লীগ এই দুই সংগঠন মিলে মিশে ভারত ও বাঙালি জাতিকে শেষ করে দিয়ে গেছে ।বর্তমানে বিজেপি সরকারের স্বইচ্ছায় সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ।
পশ্চিম বাংলার মানুষ ওনাকে সম্মান দেয়নি উনি না থাকলে বাংলা পাকিস্তান এ চলে যেত,,,বড় দুর্ভাগ্য যে যারা পাকিস্তান এ নিয়ে যেতে চেয়েছিলেন সেই নির্লজ্জ্ব রায় বাংলায় দীর্ঘদিন রাজত্ব করেছে
বড় দুঃখ বড় যন্ত্রনা আমরা বাঙালী, আমরাই বিভাজিত , সর্বহারার দল পদে পদে আমাদের অমঙ্গল । তবু বেঁচে আছি তারি জন্য। 29:5 প্রনাম সেই মহান মানুষটিকে। একটা সম্পূর্ন তদন্ত দরকার। ঘরে ঘরে তার ছবি যেন শোভা পায়, এ আমার বিনম্র নিবেদন। শেষ আলোয় মে আলোর দিশা দিতে চেয়েছিল তাকে প্রনাম ।
Pandit Jawaharlal Nehru as prime minister should take responsibility of safety when given permission to his minister Shyamprasad Mukherjee to enter Kashmir. Pandit Nehru knows well that Dr. Shyama prosad when entered in Kashmir he would be arrested and then he will.be murdered in a cell. By wrong treatment in the cell he was murdered which was pre-planned. We know that the main conspirator kept himself out of spot, we see that Jawaharlal was out of the country when Shyama Prosad died in Kashmir. Shyama prosad was critical of article of 370 introduced by Nehru to provide extra privileges to Kashmiris.BJP govt should form SIT to enquire death mistery of Dr. Shyama prosad Mukherjee.
আমাদের দেশের রাজনীতি এতটাই নিম্ন মানের, যারা সত্যিকারের দেশের মানুষের বা দেশের জন্য ভালো কিছু করতে চান, তাদের জন্য আসবে নির্মম অত্যাচার, এমনকি দেশ ছাড়া ও হতে হবে।যেমন আমাদের প্রাণের নেতাজী কে করা হয়েছিল 😢
নেহরু মরেছে এইডস এ, কি character সে সবাই বোঝে। কম মানুষকে সরিয়েছে স্বার্থের জন্য, যাঁরাই দেশের ভালো চেয়েছেন। আজাদ হিন্দ ফৌজের সমস্ত সম্পদ লুটকরেছে। এখনো ঐ পরিবারের সদস্যরা একই পথের পথিক
Thank you for your great service by elaborating report on our great leader Mr. Shyama Prasad Mukharjee. I would like to keep request for more such reports to give light in public domain.
অনেক অজানা বিষয় কে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।বেশির ভাগ youtuber ই রাজনীতি নিয়ে আলোচনা করে।আপনার ভিডিও থেকে অনেকেই অনেক শিক্ষালাভ করবে।আরো অজানা বিষয় তুলে ধরুন,অপেক্ষায় রইলাম।🙏
Many thanks, Kunalda, for so much information regarding the reasons for Sri S P Mukherjee’s death. It’s high time our govt makes a commission to investigate this matter. Lots of facts have been kept under cover. A dedicated national leader like him deserves more respect and gratitude !
… keep going …. Salute to you guys… all the best… বিজয়ী হবেনই হবেন । সত্যের জয় হবেই। Sydney থাকি আমি। আমার বাপিকে আপনাদের channel এর subscriber করাতে আপনারা এখন উনার সব সময়ের সাথী। he is sick but when called him always speaks about you .bravo
Excellent performance ito find out the real truth of Shyamaprasad Mukherjee , a real hero of India and a excellent presentation..Salute to the great doul of India indeed. Highly regars.
আমি পশ্চিমবাংলা থেকে গৌরিক অভিনন্দন জানাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় দুজন ভারতবর্ষের হিন্দু কে রক্ষা করেছে এদের এদের জন্য পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সম্রাট😂😂😂 বিজেপি আরএসএস জনতা দল ই আমরা সৈনিক জয় শ্রীরাম❤❤❤❤❤
আমি এনাকে অনেক বড় বয়স পর্যন্ত চিনতাম না.. নাম ও কোনোদিন শুনিনি.. একদিন একটি হিন্দি নিউস চ্যানেলে সংবিধান বলে একটি ডকোমেন্ট্রি দেখছিলাম.. সেখানে অনেক চরিত্র ছিল..সেখানে কি ভাবে ভারতের সংবিধান তৈরি হয়.. কারা কারা যুক্ত ছিল.. সেই নিয়ে ভিডিও টি.. সেই ডকোমেন্ট্রি তে এনার পদবি মুখার্জি দেখে আকৃষ্ট হই। যে কে এই বাঙালি যিনি সংবিধান তৈরি তে ছিলেন.. তারপর উইকিপেডিয়া তে চেক করি তারপর থেকেই এনার ফ্যান হয়ে যাই।
অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। ওনার অবদান কোনোদিনই ভোলা যাবে না। 🙏🙏🙏
৩৭০ ধরা কি বা কেন প্রচলিত ছিল?
বিজেপি ক্ষমতায় না আসলে নেতাজি,ড:শ্যামা প্রসাদ মুখ্যার্জি,লাল বাহাদুর শাস্ত্রি ,গোপাল পাঁঠা(গোপাল মুখ্যার্জি এই সব নাম গুলো পাওয়া যেতনা ,সিপিএম,কংগ্রেস,তৃনমূল ও বিজেপি বিরোধিরা কোন দিন এই সব নাম বলত না
ভীষন জরুরী ছিল। শত প্রণাম জানাই 🙏🙏🙏
মহান নেতা _
_ ডাঃশ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কাছে প্রাতঃস্বরণীয় |
শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুল এর পাঠ্য বই এ পড়ানো উচিত।
এক নিশান,এক প্ৰধান, এক বিধান এৰ প্ৰবক্তা শ্যামা প্ৰসাদ মুখাৰ্জীকে জানাই শত শত প্ৰণাম ।👏👏
The origin of Sab Ka Sath Sab Ka Bikash 🎉......Salude to Sharma Prasad Mukherjee.
রাজনৈতিক ষড়যন্ত্র তো ছিলই। সুন্দর ব্যাখ্যা করেছেন। নিরপেক্ষ আলোচনা। অভিনন্দন জানাই আপনাকে।
কুনাল দা, ধন্যবাদ আপনাকে।। এমনি করেই আসল সত্যিকারের ধামাচাপা দিয়ে রাখা ইতিহাস কে জনসম্মুখে প্রকাশ করবার এই প্র্যায়াশ কে স্যালুট জানাই।। বাংলাদেশ থেকে বলছি।। ভাল থাকুন।।
😂
@@IamSahidmondalতার কাঁটা দের মতোন has chis কেনো....wughur দের কি অবস্থা হয়েছে মনে রাখ
এক নিশান, এক বিধান, এক প্রধান এর প্রবক্তা ডক্টর শ্যামা প্রসাদ Mukerjee র চরণে শত কোটি প্রণাম জানাই।
কুণাল দা আপনি আমাকে শুধুই কাঁদান কেনো?????? আপনাকে স্যালুট জানাই নেতাজী, dr মুখার্জি, নিয়ে প্রতিবেদন বানানোর জন্য ❤❤
নেহেরু গান্ধী এর স্বার্থপর রাজনীতি এর জন্য, সারা ভারত এর অনেক অনেক প্রকৃত বীর আজ ও অন্ধকার এ আছে। শত কোটি প্রণাম জানাই শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি কে।
নেহেরু দেশটাকে ভাগ করেছে।
রহস্য অবশ্যই লুকিয়ে আছে তদন্ত হওয়া দরকার
Dr Shyaprasad Mukherjee indirectly murdered by Nehru
মহাত্মা গান্ধীকে কে বা কারা মহান আত্মা আখ্যা দিয়েছিল? এখনও ঐ মানুষ টার ছবি ভারতের টাকার নোট এ জ্বলজ্বল করে। আর যিনি নিজের জীবন পন রেখে ভারতীয়দের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমার ব্যক্তিগত মতামত ভারতীয় মুদ্রায় বা নোট এ মহান বীর সুভাষচন্দ্র বসুর ছবি রাখা হোক। এতে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করাও হবে। জয়তু নেতাজি। হে মহান বীর তোমার আত্মার শান্তি কামনা করি।
Bharatbarsher bhag o hoeche nehru and Gandhi r jonno. Netaji jodi thakto tahole amader desher emon kharap abostha hotona
আমাদের বাঙালি দের হিরো নেতাজী, ডক্টর মুখার্জী কি ভাবে আমাদের থেকে সরিয়ে নেওয়া হল। আর আজ আমরা কোথায় চলে এলাম 😢
ঠিক কথা।
ধন্যবাদ দাদা আপনাকে
শ্যামাপ্রসাদ বাবু কে শ্রদ্ধা জানাই
তার মতো করে কাউকে দরকার এই পশ্চিম বাংলায়।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি হে মহান নেতা। আজ দুফোঁটা চোখের অশ্রু গড়িয়ে পড়ল ভিডিও টা শুনতে শুনতে।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🌷♥️
শ্যামাপ্রসাদ মুখার্জী সত্যিই একজন মানুষের মতো মানুষ। নেহেরু এবং বাপু স্বার্থপর রাজনীতিবিদ।
কারাবাস পরবর্তী সাভারকরের মতোই শ্যামাপ্রসাদ মুখাৰ্জীও স্বাধীনতা সংগ্ৰামের বিরোধী ছিলেন। বৃটিশ গভার্নরকে চিঠি লিখে ভারত ত্যাগ আন্দোলন কে দমন করার জন্য আবেদন করেছিলেন।
দয়া করে, বাপু বলে এই শব্দটার অপমাণ করবেন না।
One of India's divider in chief
না শ্যামাপ্রসাদ ব্রিটিশদের দালালি করেছেন দেশ স্বাধীন হওয়ার সময়
শ্যামাপ্রসাদ মুখার্জীকে খুন করা হয়েছিল এটা জহরলাল নেহেরুর একটা চালাকি ছিল এটাই হয় মনে হয় স্বার্থের জন্য এটাই মন্ত্রিত্ব স্বার্থের জন্য এটা করেছিল
শ্যামাপ্রসাদ মুখার্জি মহান পুরুষ কোটি কোটি কোটি প্রনাম হে ভারত বাসি ব্রিটিশ কংগ্রেস মুক্ত ভারত গড়ুন
অসাধারণ! ❤ এই রকম ইতিহাসের কথা জানতে পেরে খুব ভালো লাগে দাদা।। একজন indipendent journalist হিসাবে তোমার অবদান অতুলনীয় ❤
মৃত্যুহীন প্রাণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে সশ্রদ্ধ প্রণাম জানাই।
পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে নি। আসলে 33 বছর ধরে আমরা নিজের বদলে সুদূর রাশিয়া, চীনের ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা করেছি।আর শেষ 12 বছর তো ধ্যস্তামী করে চলেছি।না নিজেদের ইতিহাস জানি ঠিকমতো না তার সম্মান করতে জানি। ধন্যবাদ কুনাল।
কিছুদিন আগে আমার কিছু বন্ধু আমাদের whats App group এ জার্মানির প্রাক্তন প্রেসিডেন্ট মেরকেল এর সততা, দেশপ্রেম, কর্মদক্ষতা র প্রশংশা করে বলেছিল তিনি তার দেশকে কতটা উচ্চতায় নিয়ে গেছেন। এবং অনুতাপ করে বলেছিল আমাদের দেশে এরকম রাজনৈতিক নেতা নেই। উত্তরে আমি বলেছিলাম আমরা মেরকেল এর মত নেতা সুভাষ চন্দ্র বসু, লালবাহাদুর শাস্ত্রী , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর মত সত্যিকার দেশপ্রেমিক রাজনৈতিক নেতা পেয়ে ও তাদেরকে রাজনৈতিক ষড়যন্ত্র করে মেরে দিয়েছি। It was a pattern, still exists. তাহলে দেশ উন্নতির শিখরে পৌঁছোতে পারবে কি করে। আমরাও অনেক ভারতীয় মেরকেল পেয়েছিলাম কিন্তু তাদের বাঁচতে দিইনি। তখন আমার এক কম্যুনিষ্ট বন্ধু তার উত্তরে বলল " শ্যামাপ্রসাদ ব্রিটেনের দালাল ছিলেন যিনি নাকি তার আদেশে কলিকাতা বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের ইউনিয়ন জ্যাক বিশ্ববিদ্যালয় এর আঙিনায় তুলতে বলছিলেন পঞ্চম জর্জ এর ভারত আগমনের দিন। ছাত্ররা রাজি না হওয়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করেছিলেন।" এইসব মিত্থ্যা গল্প গনশক্তি কাগজে প্রকাশ করে করে আজ বাঙালিকে ভুল বোঝানো হয়েছে এই দেশপ্রেমিক রাজনৈতিক নেতা সম্বন্ধে।
Akdom Thik bolechen
১৯০৫ বাংলা ভাগের চক্রান্ত হয়। মূল কারিগর নেহরু।সাথী লর্ড কার্জন। এই ভাগ রোখার জন্য রবীন্দ্রনাথের মত সাহিত্যিক আপামর বাঙালিকে নিয়ে পথে নামে। এবং তখনকার মত ভাগ রোধ করে। নেহরু তথা ব্রিটিশ কিন্তু স্বপ্নে ও ভুলে যাননি বাংলা ভাগের কথা । শুধু সময়ের অপেক্ষা করছিল। সুযোগ এল ১৯৪৭ এ। ভারত ভাগের সঙ্গে সঙ্গে বাংলা ভাগ আর তার সাথেই পাঞ্জাব ভাগ। কারন নেহরু জানত বাঙালি র বুদ্ধি ও পাঞ্জাবির বাহুবল এক হলে আর কেউ প্রাধান্য পাবে না। যাক সে ইতিহাস। ১৯৪৭ সাল বাংলা ভাগের প্রস্তাব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন তখনকার পরিস্থিতি বিচার করে। ষড়যন্ত্রটা এই ছিল অবিভক্ত বাংলা পাকিস্তান এ ঢুকিয়ে নেওয়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগ এর চিন্তা স্বপ্নেও ভাবেননি। নেহরু ও মাউন্টব্যাটেনের বাংলা ভাগের প্রস্তাব সমর্থন করেন বাঙালি হিন্দুদের পাকিস্তান এর নাগরিক হ ওয়া আটকানোর জন্য। সাধারণ একটি ভুল ধারণা বাঙালি র মনে গড়ে তোলা হয়েছে যে S P Mukherjee বাংলা ভাগের চক্রান্ত করেছিলেন। যারা একটু ঐ সময়কার ইতিহাস পড়েছে তরাই জানে সুরাবর্দী নেতাজীর দাদা শিশির বসু কে সাথে নিয়ে স্বধীন অবিভক্ত বাংলার প্রস্তাব কংগ্রেসের কাছে রাখবে। SP Mukherjee এর মধ্যেকার ষড়যন্ত্রটা বুঝতে পেরেছিলেন , যেটা শিশির বসু বুঝতে পারেনি। বিস্তারিত এখানে বলা সম্ভব নয়। তাই SPM বাংলা ভাগ মেনে নেন। আমার মনে হয় ১৯০৫ সালে বাংলা ভাগ মেনে নিলে হয়ত দুই বাংলা ভারতে থাকত। তবে কি হত বলা মুশকিল। হয়ত 47 এ যা ঘটেছে তাই হত। যাক কোনভাবেই বাংলা ভাগ রোখা যায়নি। এমনি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল।
।
কিছু তথ্য এখানে তুলে ধরার লোভ সম্বরণ করতে পারলাম না। বর্তমান সরকার ক্ষমতায় এসে কেন মুখার্জি সাহেবের অস্বাভাবীক অবস্হায় মৃত্যুর তদন্ত করছে না যেখানে কংগ্রেসের নেহরু আর শেখ আবদুল্লা জড়িত এই ষড়যন্ত্রে? কারনটা হচ্ছে যেদিন SPM কাশ্মীর রওয়ানা হন সেদিন তার একান্ত সচিব অটলবিহারী বাজপেয়ী একটি ছুতোয় ( যা এখানে বিস্তারিত বলা সম্ভব নয়) তার সঙ্গে যাননি। তদন্ত হলে বিজেপি তথা বাজপেয়ী র ও মুখ রক্ষা হবেনা। এক ই অবস্থা নেতাজি ও শাস্ত্রীজীর মৃত্যুর তদন্তে। এই একটি ব্যাপারে কংগ্রেস ও বিজেপি দুটি দলই হাতে হাত মিলিয়ে চলছে। এরা উত্তর ভারতের রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত দল। বাঙালি প্রতিভাবান রাজনৈতিক নেতাদের অবদানের ফসল তুলবে কিন্তু নেওয়ার পর তাদের হত্যা করতে পিছপা হবেনা। Its a pattern since 1922 or before. নেতাজি ও মুখার্জি সাহেবের প্রশংসা করেই ছেড়ে দেবে। দুই জাতীয় দল শাস্ত্রীজীর ও মৃত্যুর তদন্ত করবে না। কারন টা এক ই। কোথায় মুখার্জি সাহেবের ও শাস্ত্রীজীর postmortem report?
🎉❤🎉
'ভারতকেশরী যুগপুরুষ শ্যামাপ্রসাদ' --তথাগত রায়, বইটি পড়লে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে আরও বিস্তারিত জানা যায়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ এই ভিডিও উপস্থাপন করার জন্য ধন্যবাদ। সত্য কোনও দিন লুকোন থাকেনা
চোখের জলে জানাই বিনম্র শ্রদ্ধা
অসাধারণ কুনাল দা 👌
আরো নতুন কিছু জানতে চাই 💖
বাংলাদেশের চট্টগ্রাম থেকে স্যালুট জানাই এমন শেকড় সন্ধানী মানুষটিকে 🙏
খুব ভালো লাগল এই প্রতিবেদন কুনাল ভাই। এই রকম অজানা তথ্য আরো জানতে চাই
পশ্চিমবঙ্গ হিন্দুরা এই মহান মানুষটার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন ওনার
জন্য আমরা আজ ভারতীয়
HINDU BOLE KONO JAT NEAI
BRAMMON RA HINDU NOI,,,,,,ERA BEDESE
@@nafishabegum7007ইসলাম কোনো ধর্ম না। অন্য ধর্ম থেকে জোর পূর্বক ইসলাম করা। আল্লাহ কিছু হয়না কোনো প্রমাণ নেই। নিরাকার কে পুজো করা যায়না।আল্লাহ আসলে কি সেটা আগে জানুন অশিক্ষিতোর মতো কথা বলবেন না ইতিহাস জানুন আগে।
@@nafishabegum7007tomer ma ke tule niye giye muslim baniye diyechilo converted
@@nafishabegum7007
Mollara Varatiyo noi, আরাবীয় বহিরাগত হানাদার।
পশ্চিমবঙ্গের বাঙালী হিন্দুর দুর্ভাগ্য এই মানুষটাকে যথাযোগ্য সম্মান দিতে পারলাম না।
ভাই মমতা বেগম থাকলে কিছুই হবেনা। এই মমতার মত নেতা নেত্রি কারনেই ভারতে বিদেশিরা দকল করতে পেরেছে।
খচ্চর ভাম আর খচ্চর কংগ্রেস দায়ী।
শ্যামাপোকাকে আবার কীসের সম্মান😂@@narayankar2284
100@@narayankar2284
Because of Shyama Prasad Mukherjee we have got West Bengal. Every Bengali should be proud of that & will remain ever greatful.
But it's pathetic that so called Bengali intellectuals never gave any credit to this Lion Hearted person for whom we are in Bharat not in Bangladesh.
এত সুন্দর ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন
শ্যামাপ্রসাদ মুখার্জি এক অন্যতম কারণ যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশে যুক্ত হইনি। আমরা ওরা আলাদা। ভাষা যতই এক হোক , খাদ্য যতই এক হোক । আলাদা কি কারনে সেটা সবাই জানে
চিরকালের জন্য আপনাদের ভারতের পরাধীন করে গেছেন।
@@RazzaQue-hg6tw সেটাই উচিত । আমরা চিরকালই এক ছিলাম। অখন্ড ভারতের অংশ ছিলাম আছি থাকবো। আরবের জুতো চাটতে রাজি নই
@@RazzaQue-hg6tw বিধর্মীদের কাছে পরাধীন হবার চাইতে অনেক ভালো। 😂
@@RazzaQue-hg6twআরবের গোলাম কথা বলছে ভারতীয় দের নিয়ে 😅
@@RazzaQue-hg6twচাইনিজ treatment দরকার আছে কি??? মাথার কাঁটা তার জোড়া লেগে যাবে
শ্যামা প্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ গড়েছেন বলেই আমারা স্বাধীন ভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছি। না হলে বাংলাদেশের হিন্দুদের দূর্দশার মত আমাদের অবস্থা হত। যতদিন অতিক্রম হবে শ্যামা প্রসাদ মুখার্জির গুরুত্ব বৃদ্ধি হবে।
আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ হলে আপনারা বাংলাদেশি হিন্দু হয়ে জন্মাতেন
@@AD83521 সেটা যথেষ্ট অপমানের হতো। ভারতের ঐতিহ্যই আলাদা। সর্বপ্রাচীন সভ্যতাও যে এই ভারতে। সবরকমের গর্বিত হওয়া থেকে বঞ্চিত হতাম😑 ভাগ্যিস ভারতীয় আছি।
@@rumaaa814 বাংলাদেশকে এত ঘৃণা করেন?
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এটা আপনাদের কল্পনা, আগে বলুন ইন্ডিয়াতে যে কত হিন্দু অপর হিন্দুর হাতে ধৃত হচ্ছে। হুমম
আর আপনারা এমন বড়সড় জাতি হবার পরও তো ভারত সরকার আপনাদের কোনো মূল্যায়নই করে না।
খোদ শ্যামাপ্রসাদ মুখার্জি যে সারাজীবন ভারতের জন্য কাজ করলো, তার মৃত্যুর রহস্যটাও তো ভারত উদ্ধার করেনি।
আপনাদেরকে শুধু মাত্র ক্ষমতার চাবি হিসেব করে এর বেশি কিছু নয়।আর আপনারা রাজনীতি না বুঝার কারনে সব অগোচরে থেকে যায়।
@@AD83521না দাদা, আমার ভাঙা মূর্তি দেখতে আর মালোয়ান ডাক শুনতে দারুণ লাগে।❤
আমি কলেজ থেকে কাশ্মীর গেসলাম। তখন শুনেছিলাম পহেল গাঁও এ একটি পাথরের ঘরে শ্যামা প্রসাদ মুখার্জি কে রাখা হয়েছিল। শীতের কোন পোষাক ছাড়াই ঐ ঘরে রাখা হয়। জওহর লাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জ্জীর মৃত্যুর কারণ।
ওই জোহর টা অনেককে মেরেছে
HISAB DICHHE CONGRESS SAMAY BAAP KEO CHARE NA E CHARAM PARIHAS CONGREESER SABAI DEKHCHE
Nehru netaji , shayma p mukherjee mrityr Karan. Nehru killed both of them.
রাজনৈতিক উ্দেশ্যপ্রণোদিত তৎকালীন সরকার কংগ্রেস ও জহরলাল নেহেরু এর দায়ী।
আপনি সঠিক বলেছেন।
আবারো নতুন কিছু জানলাম❤ যতদিন যাচ্ছে ততদিনই তোমার কাছে দেশের ইতিহাস নতুন করে জানছি❤
আপনার প্রতিটি প্রতিবেদনই অনবদ্য। পরিশ্রমী রিসার্চ ওয়ার্ক, ডকুমেন্টরি প্রমান্য , সুন্দর উপস্থাপনা ও সরবোপারি আপনার বাচিক ভয়েস। দারুন! দারুন! ,,🙏
প্রণাম জানাই শ্যামা প্রসাদজি কে। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা 🙏🙏🙏🚩🚩🚩
Whatsapp ইউনিভার্সিটিতে পড়ানো হয়।
কুণাল, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। তোমার এই সাহসী উদ্যোগ কে শ্রদ্ধা ও সম্মান জানাই। তোমার ভিডিওতে অনেক অজানা তথ্য জানতে পারি। তোমাকে কুর্ণিশ জানাই।
বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং আমি সবার সাথে সহমত করছি এতে ষড়যন্ত্র ছিল
আমার জন্মের আগেই শ্যামাপ্রসাদ বাবুর মৃত্যু হয় কিন্তু যত তাঁর কথা শুনি শ্রদ্ধায় মন ভরে ওঠে।😢
অজানা তথ্য জানতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏
ভীষণ ভালো লাগলো।।
এক উজ্জ্বল বাঙালি, যাকে আমরা হিন্দু বাঙালিরা যোগ্য সম্মান জানাতে পারলম না 🙏🙏
😂
একদম 😢
🙏💚
আমরা বিশ্ববাঙালি হলাম কিন্তু হিন্দু বাঙালি হতে পারলাম না তাই বেশিদিন নয় আবার বাংলা ভাগের দাবি উঠবে।
@@dipankardas5455 না। এবার বাংলা ভাগ হবে না। এবার হবে এবং হচ্ছে, হিন্দু খেদাও
সঠিক প্রতিবেদন এর জন্য ধন্যবাদ
একটার পর একটা অসাধারণ ইতিহাস রহস্য উন্মোচন..
এগুলো-ও সাক্ষী হয়ে থাকবে..
তোমাকে Salute 🫡... Jai Hind...
স্পষ্টোতই বোঝা যাচ্ছে এর মধ্যে অনেক conspiracy আছে, এমন একজন সৎ, নির্ভীক, স্বার্থহীন মানুষের আজ বড্ড প্রয়োজন দেশবাসীর, এই মৃত্যুর উপযুক্ত তদন্তের প্রয়োজন, salute him 🙏🙏
Excellent analysis! Dr. Shyama Prasad Mukherjee and Shri. Lal Bahadur Shastri died under mysterious circumstances.
পাপ বাপকেও ছাড়ে না
কংগ্রেস নিশ্চিহ্ন হবেই
এইটুকু বলেই থেমে গেলেন বাকি হিন্দুরা কি করছিলো তামাশা দেখছিলেন প্রতিবাদ করেননি কেনো বাঙ্গালী বলে 😮
হবেই না করতে হবে তবেই মঙ্গল
কংগ্রেস নয় ব্রিটিশদের দালালি বিজেপি নিশ্চিহ্ন হবে ,
কংগ্রেস কি চক্রান্ত করেছিল। মহাত্মা নামে এক ব্যক্তি কংগ্রেস এর হরতা কর্তা ছিলেন অনেকেই ঐ মানুষ টাকে শ্রদ্ধা করে থাকেন। সত্যি ই কি উনি শ্রদ্ধার যোগ্য? শ্যামাপ্রসাদ মুখার্জি কে কে মেরেছিল ? কেন মেরেছিল? সব ই পরিষ্কার। বিষপ্রয়োগে নয়তো ? কংগ্রেস কে বিশ্বাস নেই। জওহরলাল গান্ধীর বিশেষ নেক নজর ছিল। বল্লভ ভাই প্যাটেল কে মহান আত্মা একদমই সহ্য করতে পারতেন না। আর সুভাষচন্দ্র বসু কে উনি একদম ই সহ্য করতে পারতেন না। ঐ মহান আত্মা প্রকৃত পক্ষে বাংলা বিদ্বেষী ছিলেন। কেন যে ওনাকে মহান আত্মা বলা হয় আমি আজও বুঝে উঠতে পারিনি?
@@santanubera6551একদমই ঠিক।
শ্যামা প্রসাদ মুখার্জী সপ্ন ৩৭০ উচ্ছেদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল করতে পেরেছেন
কিন্তু এখন জনসঙ্ঘ তথা বিজেপি সরকার ক্ষমতায় আসিন। কেন তদন্ত কমিটি গঠন করা হলনা।
গান্ধী এবং জওহরলাল তথা কংগ্রেস ভারতে প্রভুত ক্ষতি করে গেছে, চেয়েছিল গোটা ভারতবর্ষ ইসলামিক পাকিস্তান দেশ হয়ে যাক এবং হিন্দু ধর্মটা চিরতরের মত নিচিহ্ন হয়ে যাক।
প্রথমেই জানাই উনার চরণে শতকোটি প্রণাম 🙏🙏🙏
উনি না থাকলে আমরা কখনোই নিজেদেরকে পশ্চিমবঙ্গবাসী বলে স্বীকৃতি দিতে পারতাম না। উনার মৃত্যুটা যে পুরোপুরি ভাবে ছক কোষে করা হয়েছে তা আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পেরেছি।
🇮🇳 জয় হিন্দ🇮🇳
আপনার প্রয়াস প্রশংসার যোগ্য । চালিয়ে যান❤
আপনার বিশ্লেষণ অসাধারণ।
বাংগালী জাতিকে অন্ধকার থেকে বের করে আলোতে আনতে আপনার মতো বিশ্লেষকের দরকার।
Bengal lost three of its greatest heroes in some mysterious ways-Sree Chaitanya, Subhash and Shyama Prasad. In the last two, Nehru is somehow connected.
Gopalda left his body unnoticed. He was not recognised by ones, for whom he was a saviour!!!
What about Lal Bahadur Sastri?
Air Marshall Subrata Mukherjee was also another heroic personality listed here.
@@MohonBagan-u7m he peaked in Dynastical times. Hence was never revered as all honours, name, fame and even hard earned money in those times was pocketed by the dynasty. The problem with Bengal is, they were treated with negligence by the Mughals and the Muslim rulers, British too followed the suite, and then the Brown sahibs after independence. Still the North Indian belt, which includes the vast Hindi belt, treat Bengal as low breed. The reason, after Independence, Bengali speaking came to India twice as refugees, once in 1947 and then in 1971. They lost their self-respect in drain. I wonder, how 1942 drought and the sqeezing by the British alias Churchill, broke their backbone. Such was their strength, that even died hungry in huge numbers in 1942, they did not look towards Delhi begging!!! Since that, they were looking towards one magical figure, which they saw in Netaji and then Shyamada, but they are afterall human beings, not God. Worshipping their idols and hopefully expecting from the falling times, saw them in deep gorge. Their negative attitude has been very evident from the long ruling of CPM followed by TMC. Bengalis first must build their foundation & backbone, and gain self respect, so that they grow holistically, so that such wonders are born in every house. Worshipping past shall again trap them in dark past.
সুন্দর উপস্থাপনা এবং যথেষ্ট ইনফরমেটিভ।
এই ধরনের ঘটনা আরও জানতে চাই। এনাকে শ্রদ্ধা করা উচিত বাঙালির। শ্যামা প্রসাদ মুখার্জীর মত মানষকে শত কোটি প্রনাম।
বাংলার anyotomo শ্রেষ্ঠ সন্তান, অথচ এই মানুষটি কে বাঙ্গালী আজও চিনতে পারেনি, আমরা arthohin রাশিয়ার বিপ্লব, মাও এর mahan কীর্তি kolap আমাদের gelano হয়েছে, নিজ সংস্কৃতি কে চিনতে অক্ষম, jonosangher অন্যতম প্রতিষ্ঠাতা এই মানুষটি কে প্রণাম, আমরা অনুতপ্ত যে তার যোগ্য সম্মান আমরা তাকে দিতে পারিনি 🙏🙏🙏
S P Mukherjee saved us from the fate of kashmiri pandits
চিরঞ্জীব মহানায়ক।ইনি না থাকলে আজ মান-সম্মান,প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারতাম না
উনার মতো দুরদর্শী মানুষ কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।আমি মুম্বাই তে যেখানে থাকি সেখানে র মেট্রো স্টেশনের নাম ড:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের নামে নামাঙ্কিত। I am Bose ke অনেক ধন্যবাদ এই রকম অজানা তথ্য জানানোর জন্য।
Aai thathoti jananor janoo anek anek dhandhobad Dada🙏🇮🇳
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অজানা কথা সামনে নিয়ে আসার জন্যে
আমি কোনো দল বা ধর্মীয় সঙঠনের সদস্য ন ই বা সমর্থক ন ই। আমি চৌষট্টি ঊর্ধ্ব একজন যুবক। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই শুনে আসছি, শ্যামাপ্রসাদ মুখার্জী র মৃত্যুর পেছনে নেহেরু র হাত রয়েছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের পেছনেও নেহেরু তথা তৎকালীন congress নেতৃত্বে র সক্রিয় ভূমিকা রয়েছে। এগুলো শুনে শুনে ভাবতাম এবং এখনো ভাবি বাঙালি হিসেবে জন্মানো বোধহয় অপরাধ। ভারতের স্বাধীনতার পেছনে বাঙালির অবদান সর্বাধিক। কিন্তু বাঙালি র যোগ্যতা থাকা সত্ত্বেও দিল্লির ক্ষমতার শীর্ষে বাঙালি কে পৌছতে দেওয়া হয়নি। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, জনসংঘ অধুনা বিজেপি নিরন্তর বলে আসছে, শ্যামাপ্রসাদের মৃত্যু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের পেছনে নেহেরু র হাত রয়েছে। এখন তো বিজেপি ক্ষমতায়। তাহলে দুটি মৃত্যু রহস্য উদঘাটন হচ্ছেনা কেন? এটা সদা বঞ্চিত বাংলার একজন বাঙালি র অনুসন্ধিৎসু জিজ্ঞাসা।
বর্তমান কেন্দ্রীয় সরকার কে এই সমস্ত রহস্য উদঘাটনের জন্য বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক।
Netajir rahosshyo totodin udghaton hobena jotodin bharat puro puri nijer paye darachhe..r shyama prasad mukherjee k to bangalirai pochondo korena
তার কারণ সম্ভবত অটল বিহারী বাবুও এই consipracy র অংশ ছিলেন কোনো ভাবে। এটাও হওয়া অসম্ভব নয় যে তিনি গোটা বিষয়টা সমন্ধে অবগত ছিলেন আগে থেকেই।
Absolutely right ✅️
@@sannayasiniatmasthananda3842Apnar Kotha thik, kintu Gota Bangali Jati dhormo nirbisesh-a ek holeo kono rajnoitik dol-e( Jara kendriya Sarkar gothon korben ) Bangla O Bangali ke Nyaer Somorthon ba Sohayok hobey na..
মৃত্যুর পেছনে রাজনৈতিক স্বার্থ। অকালে ঝরে গেল মহান প্রাণ। শতকোটি প্রণাম। এমন অনেক মহান প্রাণ অকালে ঝরে গেছে যার সত্যতা কোনদিন ই সামনে আসবে না।
অনেক ইতিহাস আজ জানতে পারলাম।
অশেষ ধন্যবাদ।
এভাবেই অজানা তথ্য চোখের ওপর পটি বাঁধা ভন্ডদের সামনে আরোও তুলে ধরুন দাদা। ধন্যবাদ সত্য উদ্ঘাটনের জন্য।
Excellent episode.Thanks a lot Kunal.Eagerly waiting for another interesting podcast regarding hidden truth.🙏❤️🙏
ভীষণ সুন্দর সময়োপযোগী প্রতিবেদন।
দাদা আপোনালোকে অশেষ ধন্যবাদ জানাই এই বাংলার নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো আর এক মহানায়কের সমন্ধে অজানা তথ্য জানানোর জন্য।
অসাধারণ! ❤ এই রকম ইতিহাসের কথা জানতে পেরে খুব ভালো লাগে দাদা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পেরে আমি গর্বিত
shamaprasad mukharjee is our pride ........ Ajker dine bejonmar bachha kichu bangali jader jonmer thik nei opose korleo kichhu jay ase na .... Good job kunal ..... Ami pesay ekjon software engineer bangalore e thaki .. Tumi khub valo kaj korcho vai .. Onek onek suvecha
Absolutely Right Dada.Hindu jater majhei kebol unity nei!!!
একদম 👍
@@dipaksen4460bishes kore Bangali hinduder modhe .
Buddhijibi West Bengalis ki korche. They seem to lay down their arms. Backbone seems to vanish.
@@dipaksen4460 Bengali Hindu . Baki Bharat e onek jaigay kintú sob thik thak cholche
1) নেহেরু ছিলেন বলেই আজকে আমরা রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য নই।
কারণ উনি রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য পদ গ্রহণ না করে সেই পদে চীনের নাম প্রস্তাব করেছিলেন।
2) নেহেরু ছিলেন বলেই আজ আদি ভারত তিনটি খন্ডে বিভক্ত (ভারত, পাকিস্তান, বাংলাদেশ)।
3)নেহেরু ছিলেন বলেই কাশ্মীরের দুই তৃতীয়াংশ আজ পাকিস্তান আর চীনের কবলে (POK & COK).
4)নেহেরু ছিলেন বলেই কৈলাস মানস সরোবর, আকসাই চীন, অরুণাচলের উত্তরাংশ, তিব্বত সহ ভারতের 2 লক্ষ বর্গ কিমি জায়গা আজ চীনের কবলে।
5)নেহেরু ছিলেন বলেই স্বাধীনতার পর নেপাল-ভুটান-মায়নামার ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েও যুক্ত হতে পারেনি; কারণ নেহেরু নেপাল ভুটান মায়নামারের সংযুক্তি প্রত্যাখ্যান করেছিলেন।
6)নেহেরু ছিলেন বলেই কংগ্রেসের ভূল সিদ্ধান্তে তামিলনাড়ুতে অ্যান্টি হিন্দী অ্যাজিটেশন ছড়িয়ে পরে।
7)নেহেরু ছিলেন বলেই 1962 তে নেহেরুর NEFA সম্পর্কিত ঘোষণা থেকেই আসামে বিচ্ছিন্নতাবাদী মনোভাব জন্ম নেয়।
8)নেহেরু-গান্ধী ছিলেন বলেই ভারতে ভোটব্যাঙ্ক রাজনীতি এবং তোষণ রাজনীতি জন্ম নেয়।
9)নেহেরু ছিলেন বলেই সৌদি আরবের তেলের উপরে আজকে ভারতের বদলে আমেরিকার দাপট, কারণ উনি সৌদি রাজার তৈল খনি ইজারা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
10)নেহেরু ছিলেন বলেই ভারতে মুসলিমদের পার্সোনাল ল বোর্ড, ওয়াকফ বোর্ড গঠিত হয়, 11)মাদ্রাসা স্থাপন করে কট্টর ধর্মীয় শিক্ষা চালু হয়,12)কাশ্মীরে 370 ধারা ও 35A চালু হয় এবং দেশের জঙ্গি সমস্যা প্রকট হয়ে ওঠে।
13)নেহেরু ছিলেন বলেই ফ্রান্স ব্রিটেন জার্মানির সঙ্গে ভারতের অ্যারোনটিক্স চুক্তি বাতিল হয় এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধিতে ভারত উন্নত দেশগুলোর তুলনায় একযুগ পিছিয়ে যায়।
14)নেহেরু ছিলেন বলেই নেতাজী অকালে গুম হয়ে গেলো।
15)নেহেরু ছিলেন বলেই শ্যামাপ্রসাদ মার্ডার হয়ে গেলো।
16)নেহেরু ছিলেন বলেই লৌহ মানব বল্লভভাই প্যাটেল দেশের প্রধানমন্ত্রী হতে পারলো না।
17)নেহেরু ছিলেন বলেই হরিপুরা কংগ্রেসে এবং মুম্বাই কংগ্রেসের অধিবেশনে নেতাজী কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও পদত্যাগ করতে এবং কংগ্রেস ছাড়তে বাধ্য হন।
18)নেহেরু ছিলেন বলেই দেশে আজ এতো দূর্নীতি, খুনোখুনি, অরাজকতা, ধর্মীয় হানাহানি।
19)নেহেরু-জিন্না ছিলেন বলেই তো লর্ড মাউন্ট ব্যাটেন বউয়ের ইজ্জত বাঁচাতে ভারত ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেলেন।
এই সবই তো নেহেরুর দূরদর্শিতার পরিণাম।
নেহেরু না হয়ে নেতাজী কিম্বা বল্লভভাই প্যাটেল দেশের প্রধানমন্ত্রী হলে আজকে দেশের চেহারাটাই অন্য রকম হতো।🙏
তৎকালিন কংগ্রেস ও মুসলিম লীগ এই দুই সংগঠন মিলে মিশে ভারত ও বাঙালি জাতিকে শেষ করে দিয়ে গেছে ।বর্তমানে বিজেপি সরকারের স্বইচ্ছায় সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ।
অসাধারণ❤
respect
a lekha ta plz amake patha te parben
❤very very informative
..
পূনরায় তদন্তের দাবি ওঠা উচিত
জয় হিন্দ
বাঙালিরা কোনদিন এই বিষয়ের তদন্তের জন্য সোচ্চার হয়নি।আজ ও কি সম্ভব নয় তদন্ত কমিটি গঠন করে এর হদিস করা?
Sob sombhob tobe bangali age present ta thik korun mamata ke Tarak tarpor past
সত্যি কথা অনেক সহজ এবং সরল হয় ৷এখানে স্যারের সমস্ত ঘটনাটি খুব জটিল৷ আমরা গর্বিত এমন বাঙালির জন্য ৷
পশ্চিম বাংলার মানুষ ওনাকে সম্মান দেয়নি উনি না থাকলে বাংলা পাকিস্তান এ চলে যেত,,,বড় দুর্ভাগ্য যে যারা পাকিস্তান এ নিয়ে যেতে চেয়েছিলেন সেই নির্লজ্জ্ব রায় বাংলায় দীর্ঘদিন রাজত্ব করেছে
লোহপুরুষ বাঙ্গালী হিন্দুদের রক্ষাকবচ Dr শ্যামা প্রসাদ মুখার্জী কে সত্তো কোটি প্রণাম 😢🙏🏻
বড় দুঃখ বড় যন্ত্রনা আমরা বাঙালী,
আমরাই বিভাজিত , সর্বহারার দল
পদে পদে আমাদের অমঙ্গল । তবু বেঁচে আছি তারি জন্য। 29:5 প্রনাম সেই মহান মানুষটিকে। একটা
সম্পূর্ন তদন্ত দরকার। ঘরে ঘরে তার ছবি যেন শোভা পায়, এ আমার বিনম্র নিবেদন। শেষ আলোয় মে আলোর দিশা দিতে চেয়েছিল তাকে প্রনাম ।
এক নিশান - এক প্রধান - এক বিধান এর প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখার্জীকে জানাই শত কোটি প্রনাম.
@@IamSahidmondalজারজরা হাসবে এটাই স্বাভাবিক
@@IamSahidmondaleta tor jonno miskin🤣🤣🤣🤣
Pandit Jawaharlal Nehru as prime minister should take responsibility of safety when given permission to his minister Shyamprasad Mukherjee to enter Kashmir. Pandit Nehru knows well that Dr. Shyama prosad when entered in Kashmir he would be arrested and then he will.be murdered in a cell. By wrong treatment in the cell he was murdered which was pre-planned. We know that the main conspirator kept himself out of spot, we see that Jawaharlal was out of the country when Shyama Prosad died in Kashmir. Shyama prosad was critical of article of 370 introduced by Nehru to provide extra privileges to Kashmiris.BJP govt should form SIT to enquire death mistery of Dr. Shyama prosad Mukherjee.
Aga kata😂😂😂@@IamSahidmondal
Jamaican Nehru indirectly involved for death of S. P. Mukherjee
অসংখ্য ধন্যবাদ। Salute
ডা বিধান রায় নেহরু র নির্দেশে তদন্ত কমিটি গঠনের ব্যাপারে পিছিয়ে এসেছেন
বলে মনে হয়।
নেহেরু পুরো পুরি দায়ী - একথা ঠিক।
BIDHAN ROY WAS ONE OF THE FEETLEAKER OF NEHARU AND GANDHI
@@monilalganguly1686 ekdom thik
এই কথা বলার জন্য তোমাকে অনেক ভালোবাসা ভাই। তুমি অনেক ভালো থেকো আশীর্বাদ প্রার্থন করি ঈশ্বরের কাছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে হয়ে যায় নি
❤❤❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশ হলে কেমন হত?
আমাদের দেশের রাজনীতি এতটাই নিম্ন মানের, যারা সত্যিকারের দেশের মানুষের বা দেশের জন্য ভালো কিছু করতে চান, তাদের জন্য আসবে নির্মম অত্যাচার, এমনকি দেশ ছাড়া ও হতে হবে।যেমন আমাদের প্রাণের নেতাজী কে করা হয়েছিল 😢
নেহেরু কে কি ভাষায় গালাগাল দেব ভবছি
নেহরু মরেছে এইডস এ, কি character সে সবাই বোঝে। কম মানুষকে সরিয়েছে স্বার্থের জন্য, যাঁরাই দেশের ভালো চেয়েছেন। আজাদ হিন্দ ফৌজের সমস্ত সম্পদ লুটকরেছে। এখনো ঐ পরিবারের সদস্যরা একই পথের পথিক
It was aconspiracy of Nehru and Sheikh Abdullah
ঠিক
নোংরা নচ্ছার পাপিষ্ঠ শব্দ গুলো ও কম বলা হয় ঐ নেহেড়ে টার জন্য
Valo vaba history por bocacoda
Kunal bhai you are great ,go awhed, l salut you.
Shyama prasad mukherjee ke janei sato sato koti naman.ar kunal da ke janei asankha dhanyabad.
বড় ডায়লোগ লিখে আমরা নিজেদের কে খুবই সহানুভূতিশীল ব্যক্তিমনে করি।
বেশ কিছু বছর আগে এই পুরো ঘটনার বিষয় টা পড়েছিলাম একটা বইতে সেজন্যই সবটাই জানি
Thank you for your great service by elaborating report on our great leader Mr. Shyama Prasad Mukharjee. I would like to keep request for more such reports to give light in public domain.
দুরভাগ্য যাহার প্রচেষ্টায় আমরা ভারত বাসি বলে গর্ববোধ করি সেই স্মৃতি কে যারা শেষ করে দিল সেই বেইমান দের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারলাম না।
❤❤❤ জহরলাল নেহরু ও সেখ আবদুল্লা বিষ ইংজেক্ট করে শ্যামাপ্রসাদকে হত্যা করেছিল।❤❤❤
অনেক অজানা বিষয় কে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।বেশির ভাগ youtuber ই রাজনীতি নিয়ে আলোচনা করে।আপনার ভিডিও থেকে অনেকেই অনেক শিক্ষালাভ করবে।আরো অজানা বিষয় তুলে ধরুন,অপেক্ষায় রইলাম।🙏
এই তথ্য গুলি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
Koti Koti Naman Shyama Prasad Mukherjee 🙏
Many thanks, Kunalda, for so much information regarding the reasons for Sri S P Mukherjee’s death. It’s high time our govt makes a commission to investigate this matter. Lots of facts have been kept under cover. A dedicated national leader like him deserves more respect and gratitude !
সেলুট জানই
… keep going …. Salute to you guys… all the best… বিজয়ী হবেনই হবেন । সত্যের জয় হবেই। Sydney থাকি আমি। আমার বাপিকে আপনাদের channel এর subscriber করাতে আপনারা এখন উনার সব সময়ের সাথী। he is sick but when called him always speaks about you .bravo
এই ইতিহাস আজকে অনেকে ছাত্র ছাত্রীদের কাছে অজানা। জানাতে হবে।
Excellent performance ito find out the real truth of Shyamaprasad Mukherjee , a real hero of India and a excellent presentation..Salute to the great doul of India indeed. Highly regars.
শতকোটি প্রনাম জানাই
অসাধারণ কুনাল দা 👌
আরো নতুন কিছু জানতে চাই 💖
আমি পশ্চিমবাংলা থেকে গৌরিক অভিনন্দন জানাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় দুজন ভারতবর্ষের হিন্দু কে রক্ষা করেছে এদের এদের জন্য পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সম্রাট😂😂😂 বিজেপি আরএসএস জনতা দল ই আমরা সৈনিক জয় শ্রীরাম❤❤❤❤❤
PRONAM জানাই এমন এক বিরাট মানুষকে। আর কিছু করার নেই।
আপনার প্রতি টা ভিডিও শুরু টা সঠিক নিরপেক্ষতা থাকে পরবর্তীতে দল দাসের পরিনতি হয় এবং হয়ে থাকে। খুবই দক্ষ জনক।
Today's BJP is the child of the great nationalist late Shyama Prasad Mukherjee. We are indebted to his supreme sacrifice.
অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারলাম।
আমি এনাকে অনেক বড় বয়স পর্যন্ত চিনতাম না.. নাম ও কোনোদিন শুনিনি.. একদিন একটি হিন্দি নিউস চ্যানেলে সংবিধান বলে একটি ডকোমেন্ট্রি দেখছিলাম.. সেখানে অনেক চরিত্র ছিল..সেখানে কি ভাবে ভারতের সংবিধান তৈরি হয়.. কারা কারা যুক্ত ছিল.. সেই নিয়ে ভিডিও টি.. সেই ডকোমেন্ট্রি তে এনার পদবি মুখার্জি দেখে আকৃষ্ট হই। যে কে এই বাঙালি যিনি সংবিধান তৈরি তে ছিলেন.. তারপর উইকিপেডিয়া তে চেক করি তারপর থেকেই এনার ফ্যান হয়ে যাই।