স্যালুট জানাই উপেন বাবুকে। জীবনে একবার সুযোগ হয়েছিল আপনার হাত থেকে সম্বর্ধনা নেওয়ার। সেদিন আপনাকে সত্যি বলতে সে ভাবে চিনতাম না, জানতাম না। আজ আমার বয়স 40 এর উপরে। আপনার সম্বন্ধে অনেক কিছু জানছি , আরও জানব । তবে আজ খুব গর্ব হয় , এরকম একজন সৎ , সজ্জন, গুণী মানুষের হাত থেকে সম্বর্ধিত হতে পেরে ছিলাম বলে।🙏
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করবার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। Ex- CBI কর্তা কে অন্তর থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।❤❤ বিশ্বাস বাবুর সুস্বাস্থ্যের সঙ্গে দীর্ঘায়ু কামনা করছি।
ঋতব্রত স্যার আপনাকে অসংখ্য প্রনাম।উপেন স্যার কেও অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য।উপেন স্যার আপনি দয়া করে একটু দেখুন যাতে অভয়া যেনো সঠিক বিচার পায়।
I think if you try you can bring the truth though you're not in a position . As a active social worker. I am also a Dr Ambedkar follower.. iam always trying my best to help the down' trodden community people. Thankyou sir .
Khuni mohila nije theke onake phone kore onar kache ese confess korlo je tara khun koreche.. tarpor o uni chup kore bose thaklen CBI ke seta na janiye media te ese bolchen... Uni to aporadh korchen eta.. noyto mithye bolchen
Dr.Upen Biswas er analysis theke bishoy ta onekta clear holo. Onake aamar shraddha janai. R Plus channel ke nd tar editor ke onek dhannyobad janalam. Bhalo theko sokole.
সত্যিই এতদিনে তদন্তের একটি দিশা উন্মোচিত হলো। ঋতব্রত বাবুকে ধন্যবাদ কারণ dr উপেন বিশ্বাসের মত একজন বিখ্যাত ব্যক্তিত্ব কে আমাদের সামনে এনে অনেক গোপন তথ্য জানানোর জন্য। আশা করছি উনার শেষ প্রার্থনায় কেউ এসে এজলাসে দাঁড়িয়ে বলে - আমি মেয়ে হয়ে একটি মেয়েকে কি ভাবে -------😢😢😢
ভীষণ ভালো মানুষ।আমি ওনার বাড়ি গিয়ে দেখা করেছিলাম।এতো ভালো ব্যবহার,সত্যিই ভুলবো না।আমার মেয়েকে একটা সম্বর্ধনা সভায় উনি প্রাইজ দিয়েছিলেন,আশির্বাদ করেছিলেন।
আমরা যতদূর মনে পড়ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দ্বিতীয় বা তৃতীয় শুনানির দিন সিবিয়াই এর কাছে তদন্তে সমস্ত নামের লিস্ট চেয়েছিল। সেই লিষ্ট নিয়ে তাঁর কি করলেন। সেই লিষ্টে কাদের নাম ছিল। সেটা কি সিবিয়াই চার্জশিটে উল্লেখ করবেন।
..নইলে ঠান্ডা হ'য়ে যেতো...এটা নভেম্বর অলরেডি...আর, বিশ্বাস স্যারের উত্তর / অ্যানালিসিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সুদীর্ঘ...কফি কাপে চুমুক দিচ্ছি মানেই এই নয় যে, আমি তোমাকে উপেক্ষা করছি বা যথেষ্ট মনোযোগ সহকারে তোমার কথাগুলো শুনছি না...বরং হ'তে পারে এখানে ঋতবাবুর কফি কাপে চুমুক দেওয়াটা বরং কিঞ্চিৎ অখেয়ালে বা স্বভাববশতঃ ঘটছে. .আসল কনসেন্ট্রেশন কিন্তু বিশ্বাসবাবুর কথাগুলোর প্রতি... .
শ্রদ্ধেয় উপেন বিশ্বাস মহাশয় আপনাকে এবং আপনার অকুতো প্রানে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার নির্ভীক ও গভীর যুক্তিবাদী বিশ্লেষন-কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🏼
কে সেই রহস্যময় নারী চিকিৎসক তার নাম অবশ্যই CBI Officers খুঁজে বার করতে হবে এবং প্রয়োজনে প্রাক্তন ডিরেক্টর CBI এর সাহায্য নেওয়া উচিৎ সত্যের উদ্ঘাটনের জন্য এবং অবশ্যই তদন্ত সম্পূর্ণ গোপন থাকবে এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতির অনুমতি নিয়েই করতে হবে। ধন্যবাদ।🙏
আপনি একজন ই গুরুত্বপূর্ণ ওগুণি ব্যাক্তি যিনি সাক্ষী হয়ে থাকলেন এই সময়কার সমাজব্যবস্থা কত ঠুনকো। যিনারা প্রাণদান করেঊতিনারা প্রাণ নিতে ও কুণ্ঠাবোধ করেন না।সত্যিই আজ এক নতুন ইতিহাস হয়ে রইলো। একন আমরা আপনার উপর ভরসা রাখতে পারি দাদাভাই আপনি কিছু একটা করে দেখান যাতে ঐ মেয়েটির বাবা ও মা শান্তিতে শ্বাস নিতে পারেন।❤😢
আপনি যে সব কথা গুলো বলছেন একদম ঠিক কথা সিবিআই তদন্ত ঠিক করতে পারছে না তার কারণ আসল তথ্য সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে আসল তথ্য ওই হাসপাতালের কেউ বলতে পারলেও বলতে পারছে না তার কারণ সর্ষের মধ্যে ভুত তাহলে ভুত তারাবে কি করে সিবিআইয়ের তদন্ত করতে একটু দেরি হবে আমি অনজলী দে বলছি আমি একজন ভারতের নাগরিক হিসেবে বলছি আমার বয়স 65 আমার আপনাকে অনুরোধ করছি আপনি খুব সাবধানে থাকবেন ধন্যবাদ
স্যালুট জানাই উপেন বাবুকে। জীবনে একবার সুযোগ হয়েছিল আপনার হাত থেকে সম্বর্ধনা নেওয়ার। সেদিন আপনাকে সত্যি বলতে সে ভাবে চিনতাম না, জানতাম না। আজ আমার বয়স 40 এর উপরে। আপনার সম্বন্ধে অনেক কিছু জানছি , আরও জানব । তবে আজ খুব গর্ব হয় , এরকম একজন সৎ , সজ্জন, গুণী মানুষের হাত থেকে সম্বর্ধিত হতে পেরে ছিলাম বলে।🙏
যোগ্যতার অতিরিক্ত সম্মান প্রদানে অনর্থ হয়, অপ্রজনীয় ফ্যাচকালে বিষয় গুলিয়ে যায়, অপরাধী পর্যন্ত পৌছাবার সাক্ষ প্রমাণ নষ্ট কোরে ফেললে বাকিটা তদন্তের নামে লোকচোক্ষুকে ধুলো দেওয়া হয়, অল্প শব্দে এই কথাটুকু বোলতে ইতস্তত করার পিছনের দুর্বলতাও অনেক অর্থপূর্ণ। চুলকানির কেন্দ্রবিন্দুতে চুলকে দিলেই সমস্ত চুলকানি বন্ধ হয়েযায়,সদিচ্ছা থাকলে মাত্র ঘন্টা খানেকের মধ্যেই অনর্থক কেঁচো খোঁড়াখুঁড়ি না কোরেই কেউটে ধরা যায়।
Fine analyse
😊😊😊😊😊
আপনি খুবই ভাগ্যবান । অতি অবশ্যই ।
উপেন দাদা ভাই আপনাকে কেউ যদি মেরেও ফেলে তবুও সত্যি টা বলে মরে যাওয়া ভালো,
ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ও সত্য প্রতিবেদন। ঋতব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ ও Dr উপেন বিশ্বাস মহাশয় কে প্রণাম ও শ্রদ্ধা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করবার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। Ex- CBI কর্তা কে অন্তর থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।❤❤ বিশ্বাস বাবুর সুস্বাস্থ্যের সঙ্গে দীর্ঘায়ু কামনা করছি।
😅
অনেক অনেক ধন্যবাদ ডঃ উপেন বিশ্বাস, আপনার সাহসিকতার জন্য।
সশ্রদ্ধ ডঃ উপেন বিশ্বাসের চরণে আমার কোটি কোটি প্রণাম 🙏🙏 উনি হাত জোড় করে যা বললেন চোখের জল সামলাতে পারলাম না
মেয়ে টি র মা বাবা শুনলে, তাদের মনের অবস্থা হবে, চিন্তা করছেন। 😔
ঋতব্রত স্যার আপনাকে অসংখ্য প্রনাম।উপেন স্যার কেও অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য।উপেন স্যার আপনি দয়া করে একটু দেখুন যাতে অভয়া যেনো সঠিক বিচার পায়।
দারুন একটা প্রতিবেদন এবং সবথেকে বড়ো হল স্যার উপেন বিশ্বাসের মতো একজন বেক্তি তের প্রতিবেদন দারুন জ্ঞানী একজন মানুষ।🙏🙏🙏🙏
I think if you try you can bring the truth though you're not in a position . As a active social worker. I am also a Dr Ambedkar follower.. iam always trying my best to help the down' trodden community people. Thankyou sir .
আপনার মূল্যবান মূল্যায়নই অনেক বড়ো তথ্য।
যত শুনি ততই কষ্ট হয়। এই নৃশংসতা আর সহ্য করা যাচ্ছে না 🥲
তার মা বাবা যদি শোনেন, কি ব্যাথা কষ্ট পাবে, মানে ন কি? 😔😔
গ্ৰামের মানুষ ভীড় করেছিলেন ১৪ই আগস্টের রাতে মফস্বলের শহরগুলিতে ! আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
স্যালুট জানাই মাননীয় শ্রী উপেন বিশ্বাস প্রাক্তন সি বি আই কর্তা কে ও শত শত কোটি প্রনাম
বর্তমানদের প্রণাম জানাবেন না ? নীট রেজাল্ট জিরো।
ড: উপেন বিশ্বাস মহাশয়ের বক্তব্যের মাঝে অনেক ইঙ্গিত রয়ে গেলো। ভালো লাগলো।
উপেনবাবু দয়া করে সব খোলাখুলি নাম ধাম সহ সবাই কে বিশেষকরে সিবিআই কি জানান
@@satyaghosh3512কি করে জানাবে? ভয় আছে তো মনে 😢
আপনি এবার দেশের স্বার্থে পথে নামুন ! দেশমাতৃকার জন্য ! আপনি ডাক দিলে অবশ্যই মানুষ পথে নামবেন 🎉🎉🎉
পথে নামার আগে সেই ডাক্তার এর নাম বলুন যে আপনাকে সব সত্যি বলেছে।
উপেন বাবুর উচিত এখনই সিবিআই কে সব জানানো
গ্ৰামের মানুষের প্রতি আপনার ধারণা ভ্রান্ত ! ১৪ই আগস্টের রাতে মানুষের জাগরণকে ছোট করে দেখা অনুচিত।
স্যার উপেন বিশ্বাসকে আমার আন্তরিক শ্রদ্ধা 🙏।
Khub sundor pratibedan
Thank you both
Evidence tampering এর জন্য ও ফাঁসি হওয়া দরকার।খুনের চেয়েও বড়ো অপরাধ এটা। মি: বিশ্বাস এই মর্মান্তিক মৃত্যুর কি বিচার পাবে কোনোদিন?
আমার একটা প্রশ্ন শ্রদ্ধেয় উপেনবাবুকে,উনি যদি জেনে থাকেন কোন রহস্যময়ী ডাক্তার এই খুন ও ধর্ষণে সরাসরি জড়িত তাহলে উনি সেটা বর্তমান CBI কে বলছেন না কেন?
বলবে সময় আসছে
Already হয়তো বলেছেন না হলে on camera এতক্ষণ ইন্টারভিউ দিতেন না।
Khuni mohila nije theke onake phone kore onar kache ese confess korlo je tara khun koreche.. tarpor o uni chup kore bose thaklen CBI ke seta na janiye media te ese bolchen... Uni to aporadh korchen eta.. noyto mithye bolchen
তদন্তের স্বার্থে মনে hoy
এইভাবে পুংখানু ভাবে আলোচনা হেসে? 😔😔
CBI এর উচিত এই বিশ্বাসবাবুকে হেফাজতে নিয়ে জেরা করা এবং সাথে ওনার কাছে স্বীকার করা মহিলাকেও
Tar age ex-CP k custody te nie jera koruk ora, shob beriye jabe.
Dr.Upen Biswas er analysis theke bishoy ta onekta clear holo. Onake aamar shraddha janai.
R Plus channel ke nd tar editor ke onek dhannyobad janalam.
Bhalo theko sokole.
উপেন বাবুর কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিপূর্ণ।
উপেনবাবুর মতো দশ জন বাঙালী আজ বাংলার মানুষের জন্য খুব দরকার ভবিষ্যত উন্নত প্রজন্মের জন্য ।
Salute Dr.Upen Biswas. Apni sustho thakun, dirgyojibi hon.❤❤
উপেন বিশ্বাস কে আমার এবং আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অসংখ্য ধন্যবাদ।
ন্যায় বিচার চাই। অপরাধী দের কঠোর শাস্তি দাবি করছি।
অত্যন্ত মূল্যবান সাক্ষাৎকার।
আমি যতটা আন্দাজ করতে পারছি সেই রাতে পার্টিতে যারা যারা ছিল তারা সবাই এই অপরাধের সাথে যুক্ত
অনেক আশা নিয়ে বসে আছি আমরা, বিচার আমাদের পেতেই হবে যে 🙏🙏
আপনাকে অনেক অনেক প্রনাম আপনার সাহসিকতার জন্য স্যালুট
অসাধারণ সাক্ষাৎকার...
আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই
সত্যিই এতদিনে তদন্তের একটি দিশা উন্মোচিত হলো। ঋতব্রত বাবুকে ধন্যবাদ কারণ dr উপেন বিশ্বাসের মত একজন বিখ্যাত ব্যক্তিত্ব কে আমাদের সামনে এনে অনেক গোপন তথ্য জানানোর জন্য। আশা করছি উনার শেষ প্রার্থনায় কেউ এসে এজলাসে দাঁড়িয়ে বলে - আমি মেয়ে হয়ে একটি মেয়েকে কি ভাবে -------😢😢😢
ভীষণ ভালো মানুষ।আমি ওনার বাড়ি গিয়ে দেখা করেছিলাম।এতো ভালো ব্যবহার,সত্যিই ভুলবো না।আমার মেয়েকে একটা সম্বর্ধনা সভায় উনি প্রাইজ দিয়েছিলেন,আশির্বাদ করেছিলেন।
খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন... ঋতব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধেয় উপেন বিশ্বাস মহাশয়কে আমার প্রণাম জানাই ।
Pronam to Mr Upen Biswas
খুব সুন্দর আলোচনা আমরা সবাই গর্ব করি ,
স্যার উঠেন বিশ্বাস কে প্রণাম জানাই ,
আপনাদের চ্যানেল কে শুভেচ্ছা জানাই।
আমরা যতদূর মনে পড়ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দ্বিতীয় বা তৃতীয় শুনানির দিন সিবিয়াই এর কাছে তদন্তে সমস্ত নামের লিস্ট চেয়েছিল। সেই লিষ্ট নিয়ে তাঁর কি করলেন। সেই লিষ্টে কাদের নাম ছিল। সেটা কি সিবিয়াই চার্জশিটে উল্লেখ করবেন।
মাননীয় উপেন বিশ্বাস মহাশয় কে। আমার নমস্কার এবং প্রণাম।।
স্যাল্যুট স্যারকে । স্যাল্যুট স্যারকে
শতকোটি প্রণাম স্যার আপনাকে। 🙏🙏
আপামর জনতার আন্তরিক আর্তনাদ সত্যকে উদ্ঘাটন করবেই। অভয়ার Devine soul ♥ ব্যার্থ হবার নয়। 🙏🙏
Khub sundar program and sanchalana 👌👌... So Hope for the best.. 🙏❤
ভালো থাকুন ঋতব্রত...
ভালো থাকুন উপেন বাবু...
🙏
Salute Dr. Upen Biswas. God bless you❤❤
স্যালুট জানাই স্যার উপেন বিশ্বাস স্যার কে।
Very critical and detailed analysis .
একটা বিরাট প্রশ্ন তৈরী হল ।
উনি একজন মহিলা এবং ঐ মর্মান্তিক ঘটনার সহযোগিনী কে সাক্ষাৎ করেছেন ; তার কথা উপেন বাবু সিবিআই কে জানাচ্ছেন না কেন ???
আমি অভিভূত এই সাক্ষাৎকার শুনে। আপনার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানাই 🙏
সত্যের জয় হবেই
অসাধারণ উপস্থাপন।
We want Justice
Akdam thik ... hospital er junior doctors Rao anek kichu jane
Honourable Biswas sir we are proud of you.we would be greatful if you would have been the head of the CBI at this time.Thank you sir.
উপেনবাবু যখন কথা বলছেন তখন ঋতব্রতবাবু কফি কাপে চুমুক দিলেন..এটা আমার বিসদৃশ ঠেকল।
..নইলে ঠান্ডা হ'য়ে যেতো...এটা নভেম্বর অলরেডি...আর, বিশ্বাস স্যারের উত্তর / অ্যানালিসিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সুদীর্ঘ...কফি কাপে চুমুক দিচ্ছি মানেই এই নয় যে, আমি তোমাকে উপেক্ষা করছি বা যথেষ্ট মনোযোগ সহকারে তোমার কথাগুলো শুনছি না...বরং হ'তে পারে এখানে ঋতবাবুর কফি কাপে চুমুক দেওয়াটা বরং কিঞ্চিৎ অখেয়ালে বা স্বভাববশতঃ ঘটছে. .আসল কনসেন্ট্রেশন কিন্তু বিশ্বাসবাবুর কথাগুলোর প্রতি... .
Dr Upen Biswas er ses বক্তব্যের জন্য অনেক সুম্ভেচ্ছা আর প্রণাম রইলো।
Khub bhalo laglo emon ব্যক্তিত্ব sampanno manuser katha sune
তিলোত্তমা যথার্থ বিচার পাবে?
প্রণাম sir apnk... Salute sir আপনার ব্যক্তিত্বকে
খুভ ভালো প্রতিবেদন
Exactly.... good...i am proud sir....meny meny thanks 🙏🏻..
Ritobrata da thnk u so much .apnar darun interview mone rakhar moto.apnar sathe apnar dekha hoiyechilo THAKURPUKUR 3A BUS STAND EY
শ্রদ্ধেয় উপেন বিশ্বাস মহাশয় আপনাকে এবং আপনার অকুতো প্রানে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার নির্ভীক ও গভীর যুক্তিবাদী বিশ্লেষন-কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🏼
Srodhyeo UPON JI AMAR SRODHYA O PRONAM JANAI 🙏
Impotant & Valuable discussion👌👌👌I share it.... ।
আপনার বক্তব্য খুব মূল্যবান।
দারুন দারুন বোঝালেন,আমি আপনার ভক্ত হইয়া গেলাম
A wonderful and insightful interview with Mr. Upen Biswas.🙏
পুরোটাই শুনলাম, 🙏
আমিতো বিরাট আশঙ্কায় আছি স্যার রুপেন বিশ্বাস কোনদিন না মার্ডার না হয়ে যায় আপনি স্যার তথ্য সব বিভিন্ন জায়গায় দিয়ে রাখুন
উনি রূপেন নন,উপেন
Thank you sir.
কে সেই রহস্যময় নারী চিকিৎসক তার নাম অবশ্যই CBI Officers খুঁজে বার করতে হবে এবং প্রয়োজনে প্রাক্তন ডিরেক্টর CBI এর সাহায্য নেওয়া উচিৎ সত্যের উদ্ঘাটনের জন্য এবং অবশ্যই তদন্ত সম্পূর্ণ গোপন থাকবে এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতির অনুমতি নিয়েই করতে হবে।
ধন্যবাদ।🙏
অসম্ভব ভালো বিশ্লেষণাত্মক একটা প্রতিবেদন । ধন্যবাদ । উপেনবাবুকে আন্তরিক নমস্কার জানাই ।
Sir..... Salute you 🙏🙏🙏🙏🙏🙏🙏
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, চরম নিষ্ঠুরতম হত্যার ঘটনার তীব্র ধিক্কার জানাই, জড়িতদের চরমতম শাস্তির ব্যবস্থা চাই
Apnake anek amek dhonyobad.
Thanks Mr Rita Brata & R Plus .....
Jai Hind! 🇮🇳🙏
Many many thanks to you long live
স্যার প্রণাম নেবেন 🙏
Good.. information.... right 🙏🏻
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথন, আশা জাগায়...
Apnake sahashikotar jonno salute.
Exclusive Sir
Salute u sir. I hope u keep yr commitment which u lastly said. I will also with u that moment.
The best discussion on R.G.Kar.Hospital..We are hopeful of the investigation of C.B
I.
স্যালুট জানাই স্যার
Sir khub valo manush ❤❤❤
উফফফ,আর পারছি না,বিনীত গোয়েলকে আজীবন কারাবাস দেওয়া হোক।
আর পুলিশমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হোক
We want justice ⚖️✊
Thank you sirs for such detail news.
Sir, আপনাকে আমার বুকের অন্তঃস্থল থেকে প্রনাম জানাই।
একজন সাধারণ লোক ও বলবে সঞ্জয় একা খুন করে নি, যদি তাই হতো সঞ্জয়ের গায়ে অনেক আঘাতের আঁচর থাকত।
এমন মানুষের কথা শুনলেও ঋদ্ধ হ ওয়া যায়।
Hats off, Upenji.
❤ thank you upen dabu
দারুন খবর বলেছেন
Right...roght... right.... sothik bolechen 🙏🏻
ঐ মহিলা ডাক্তার কেন CBI কে এই তথ্য দিচ্ছে না কেন?
আপনি একজন ই গুরুত্বপূর্ণ ওগুণি ব্যাক্তি যিনি সাক্ষী হয়ে থাকলেন এই সময়কার সমাজব্যবস্থা কত ঠুনকো। যিনারা প্রাণদান করেঊতিনারা প্রাণ নিতে ও কুণ্ঠাবোধ করেন না।সত্যিই আজ এক নতুন ইতিহাস হয়ে রইলো। একন আমরা আপনার উপর ভরসা রাখতে পারি দাদাভাই আপনি কিছু একটা করে দেখান যাতে ঐ মেয়েটির বাবা ও মা শান্তিতে শ্বাস নিতে পারেন।❤😢
Ovoya zate lastly bichar paye seta korun. Khota to tin mash sunlan.
আপনি যে সব কথা গুলো বলছেন একদম ঠিক কথা সিবিআই তদন্ত ঠিক করতে পারছে না তার কারণ আসল তথ্য সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে আসল তথ্য ওই হাসপাতালের কেউ বলতে পারলেও বলতে পারছে না তার কারণ সর্ষের মধ্যে ভুত তাহলে ভুত তারাবে কি করে সিবিআইয়ের তদন্ত করতে একটু দেরি হবে আমি অনজলী দে বলছি আমি একজন ভারতের নাগরিক হিসেবে বলছি আমার বয়স 65 আমার আপনাকে অনুরোধ করছি আপনি খুব সাবধানে থাকবেন ধন্যবাদ