শিশুদের ডায়াবেটিস এর নাম টাইপ ওয়ান ডায়াবেটিস । টাইপ ওয়ান ডায়াবেটিস এর লক্ষণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • শিশুদের ডায়াবেটিস এর নাম টাইপ ওয়ান ডায়াবেটিস । টাইপ ওয়ান ডায়াবেটিস এর লক্ষণ
    #পুষ্টিবিদআয়শাসিদ্দিকা
    #nutritionistayshasiddika
    টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ ও উপসর্গ
    ঘন ঘন প্রস্রাবের চাপ,, ক্ষুধা, পিপাসা বৃদ্ধি, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা, শরীরে ক্লান্তিভাব, কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকা ইত্যাদি।
    কোনো কোনো ক্ষেত্রে টাইপ-১ ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গগুলো ডায়াবেটিক কিটোএসিডোসিস (ডিকেএ) নামক জীবননাশক ব্যাধির লক্ষণ হিসেবে সামনে আসে।
    ডিকেএ এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে- নিঃশ্বাসে ফলের মতো গন্ধ, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, শ্বাসকষ্ট, মনোযোগ দিতে অসুবিধা ও বিভ্রান্তি বোধ করা ইত্যাদি।
    টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সময়ের সঙ্গে সঙ্গে রক্তে উচ্চ শর্করার উপস্থিতির কারণে নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন। যেমন : হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্নায়ু ক্ষয়, পায়ের সমস্যা, বিষণ্নতা, নিদ্রাহীনতা ইত্যাদি।
    যদি কারও টাইপ-১ ডায়াবেটিস হয়ে থাকে, তবে রক্তের গ্লুকোজ, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে হবে। পাশাপাশি ডায়াবেটিসের জন্য চিকিৎসকের পরামর্শ মতো যত্ন নিতে হবে। এতে ডায়াবেটিসের জটিলতাগুলো বিলম্বিত হবে এবং সহনীয় মাত্রায় থাকবে।

ความคิดเห็น •