কছিম উদ্দীন | ভাওয়াইয়া গানের এক যুবরাজের গল্প | আব্বাসউদ্দীনের শিষ্য | Bhawaiya Legend Kachhim Uddin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 47

  • @HeritageBD
    @HeritageBD 7 หลายเดือนก่อน +26

    বাবু ভাই,
    আপনাকে স্যালুট জানাই। আপনি আসামান্য শিল্পী কছিম উদ্দিন স্যারকে যে সন্মান দেখালেন-এর আগে আর কেউ এভাবে করতে পেরেছে বলে আমি জানিনা। আমার সীমাবদ্ধ জানার পরিধিতে এটা বলতে পারি, আমাদের দেশের প্রায় সব গবেষকই যখন লাভালাভ বিবেচনায় গবেষণার বিষয় ঠিক করেন তখন আপনি গবেষনা করছেন এমন সাধারণ মানুষ, তাদের কর্ম ও জীবন নিয়ে, যেখানে আমাদের দায়িত্বশীল নাগরিক সমাজের কোনো আগ্রহ আছে বলে মনে হয়না। কিছু মানুষ আছেন যারা সত্যিই সাধারণ মানুষদের নিয়ে ভাবেন, তাদের কর্মজীবনকে স্বীকৃতি দিতে চান, সন্মান জানাতে চান, তাদের হৃদয়ে আপনার কাজ ও আপনি বেঁচে থাকবেন। ভালো চিন্তা করা আর সেই ভালো কাজটি করে মানুষের সামনে উপস্থাপন করার মধ্যে বিরাট পার্থক্য আছে। আপনি প্রমাণ করলেন আপনার চিন্তা ও কাজের মধ্যে আন্তরিকতা আছে, আপনি লোভ ও লাভের উর্ধে, সেজন্যই আপনাকে আমরা ভালবাসি, সন্মান জানাই। একজন কছিম উদ্দিন-যার সারাটি জীবন ব্যয় হয়েছে কেবল মানুষের জন্য, ছিলেন বীর মুক্তিযোদ্ধা-তাকে আমরা এরকম করে কয়জনই বা চিনতাম। সেই সুযোগও আমাদের ছিলোনা। আজ যদি কছিম উদ্দিন আপনার দেওয়া সন্মান দেখতেন, তার হৃদয় যে কতটা শান্তি লাভ করতো, তিনি আরো তার কাজে নিজেকে জড়িত করতেন সব ছেড়ে। কিংবা তার কোনো স্বজন যদি আজকে দেখেন কছিম উদ্দিনকে নিয়ে আপনার গবেষণা চলছে নিশ্চয় তারা গর্বিত হবেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আমরাও কছিম উদ্দিন স্যারের ভক্ত হিসাবে আপনার কাজকে মুল্যায়ন করা ও উপস্থাপন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা ও ভালবাসা থাকবে আপনার প্রতি নিরন্তর। আপনার কাজ আপনাকে বাঁচিয়ে রাখবে, কোনোভাবে কোনো সহযোগিতা যদি করার থাকে আমরা নিশ্চয় আপনার পাশে থাকবো, যখন ডাকবেন তখনই পাবেন। ভালো থাকবেন, শুভকামনা।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      আন্তরিক শ্রদ্ধা রইলো আপনার প্রতি। আমার কাজে আপনার সহযোগিতা, সমর্থন পরামর্শ আমাকে সব সময় উজ্জীবিত করে। আপনার মানবিক সত্বা, সমাজের প্রতি সহমর্মি মানসিকতা, সর্বপরি আপনার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও স্যালুট আজীন অব্যহত থাকবে। আপনার পাশে রাখবেন আমাকে। ভালো থাকবেন।

    • @HeritageBD
      @HeritageBD 7 หลายเดือนก่อน +1

      @@AshrafuzzamanBabu অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার মতো সামান্য সাধারণ একজন মানুষকে অমূল্য সন্মান প্রদর্শনের জন্য জন্য, বিশেষত আপনার মতো গবেষক যখন কাউকে মূল্যায়ন করেন, সেটা যে কারো জন্য বিশাল কিছু ও মহামূল্যবান। ভালবাসা নিবেন নিরন্তর।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      আপনাকে আমি ভাই বলে ডাকি। এ অধিকার আপনি আমাকে দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, করবো সব সময়।

    • @MDAnis-gj5ye
      @MDAnis-gj5ye 6 หลายเดือนก่อน

      I⁸7ap⁷⁷⁷o

  • @md.sattaruddinahmed1801
    @md.sattaruddinahmed1801 7 หลายเดือนก่อน +5

    অনেক অজানা তথ্য উৎদ্ভাসিত হলো, ধ্যান হলাম আমি ধন্য হলো ভাওয়াইয়ার জগৎ, ধ্যবাদ বাবু ভাই কে।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      শুভ কামনা সাত্তার ভাই।

  • @AbdulJabbar-q6p
    @AbdulJabbar-q6p 7 หลายเดือนก่อน +5

    অসাধারণ একটি ভিডিও তথ্য। শিল্পীকে বিনম্র শ্রদ্ধা, সেই সাথে আপনাকেও ধন্যবাদ।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      শুভ কামনা ভাই।

  • @selimfolksong
    @selimfolksong 6 หลายเดือนก่อน +6

    শুনে বোঝা গেল অসম্ভব প্রতিভা ছিল এই শিল্পীর মধ্যে।

  • @MasudRana-n5d
    @MasudRana-n5d 6 หลายเดือนก่อน +4

    অনেক অজানা তথ্য জানলাম এই গুণী শিল্পীর জীবন সম্পর্কে আসলে যারা প্রকৃত দেশ প্রেমিক তারা অর্থবিত্ত চাইনি ভবঘুরে জীবনযাপন করলেও সর্বদা ছিল দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্যালুট জানাই এই মহান শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা কচিম উদ্দিন স্যার কে❤❤❤❤

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  6 หลายเดือนก่อน

      অনেক শুভ কামনা আপনার জন্য।

  • @moklesurrahman3944
    @moklesurrahman3944 4 หลายเดือนก่อน +1

    ভাওয়াইয়া গানকে তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন! তার মত দরদী শিল্পীর খুবই দরকার

  • @IntFriendsForLifeFoundation
    @IntFriendsForLifeFoundation 3 หลายเดือนก่อน

    অসাধারণ উপস্তাপনা

  • @rahamali9188
    @rahamali9188 7 หลายเดือนก่อน +4

    এই বীর মুক্তিযোদ্ধা শিল্পী কছিমউদ্দিন কে বিনম্র শ্রদ্ধা ❤❤❤❤❤

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      আপনার জন্য শুভ কামনা।

  • @pallobisarkar541
    @pallobisarkar541 7 หลายเดือนก่อน +2

    বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই
    বীর মুক্তিযোদ্ধা কসীমউদ্দীন জি কে🙏🙏🙏

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      বিনম্র শ্রদ্ধা।

  • @pallobisarkar541
    @pallobisarkar541 7 หลายเดือนก่อน +3

    আশরাফুজ্জামান বাবু ভাইয়া আপনাকে
    স্যালুট জানাই। এই গুণীজন কে নিয়ে ডকুমেন্টারি টা না তৈরি করলে ওনার
    সম্বন্ধে কিছুই জানা হত না ।
    আজকে তার জীবনী জেনে সমৃদ্ধ হলাম।
    তাঁর আত্মার শান্তি কামনা করি।
    পরপারে ভালো থাকুন।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      ধন্যবাদ ও শুভ কামনা দিদি।

  • @FazlulHaqueRokon
    @FazlulHaqueRokon 7 หลายเดือนก่อน +3

    স্যালুট

  • @krishnaroy4081
    @krishnaroy4081 7 หลายเดือนก่อน +2

    সোনা দিয়ে গলা বাধানো যার❤❤

  • @fazlulhoq4854
    @fazlulhoq4854 5 หลายเดือนก่อน +2

    কুড়িগ্রাম জীবনে ওনাকে পেয়েছি॥

  • @shahidulislam7774
    @shahidulislam7774 2 หลายเดือนก่อน +1

    কসীমউদ্দীনের ভাওয়াইয়া গান

  • @resunward6599
    @resunward6599 7 หลายเดือนก่อน +2

    sundar

  • @mollamehebubikhuda6905
    @mollamehebubikhuda6905 7 หลายเดือนก่อน +2

    Nice

  • @fayzarrahman1077
    @fayzarrahman1077 7 หลายเดือนก่อน +2

    We shoujd publish his song through various social chanel

  • @5kiqtrading3677
    @5kiqtrading3677 7 หลายเดือนก่อน +2

    Sad lifestyle ohnar

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  7 หลายเดือนก่อน

      খুবই বেদনাদায়ক জীবন তার।

  • @nirenroy7198
    @nirenroy7198 6 หลายเดือนก่อน +2

    3😂😂😂😂😂😂

  • @MdForhad-o1g
    @MdForhad-o1g 7 หลายเดือนก่อน +2

    বাবু ভাইকে স্যালুট।

  • @mdnasirdoctor7162
    @mdnasirdoctor7162 6 หลายเดือนก่อน +2

    পরিপূর্ণ গান না শোনানোর কারনে অতৃপ্তিকর।

    • @AshrafuzzamanBabu
      @AshrafuzzamanBabu  6 หลายเดือนก่อน +1

      পুরো গান দিলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে ডকুমেন্টারিতে। ধন্যবাদ।

  • @MdForhad-o1g
    @MdForhad-o1g 7 หลายเดือนก่อน +1

    স্যালুট