বাংলাদেশের জমিদারদের ঐতিহাসিক সাক্ষ্য বহনকারী প্রত্নতাত্ত্বিক ভবন 'অলোয়া জমিদার বাড়ি'।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ভারতবর্ষে ইংরেজদের শাসন আমলে ইংরেজরা তাদের শাসনকার্য পরিচালনার জন্য ভারতবর্ষে জমিদারি প্রথা চালু করে। ঐ সময়ে অবিভক্ত বাংলায় বিভিন্ন এলাকায় জমিদারদের শাসন ছিল। 1947 সালে পার্টিশনের সময় পূর্ববঙ্গের প্রায় সকল হিন্দু জমিদাররা পশ্চিমবঙ্গে চলে যায়।1947 এর পর পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হওয়ায় ঐসময়ের প্রায় সব হিন্দু জমিদার তাদের বসতবাড়ি,জমিজমা,সম্পত্তি সব ফেলে রেখে পশ্চিমবঙ্গে পাড়ি জমায়। তখন থেকে এই পূর্ববঙ্গ (বর্তমানে বাংলাদেশ ) অঞ্চলে বেশ কিছু পরিত্যক্ত জমিদারবাড়ি এবং ভবন রয়েছে। এসব পরিত্যক্ত জমিদার বাড়িগুলোতে প্রত্নতাত্ত্বিক গবেষণা করে ঐসময়ের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
    এই ভিডিওতে আমি দেখিয়েছি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত আঠারো শতকে নির্মিত একটি পুরাতন জমিদার বাড়ি।স্থানীয় লোকদের কাছে এটি 'অলোয়া রাজবাড়ি' নামে পরিচিত। আঠারো শতকের এই ভবনটি চুন ও সুরকি দিয়ে নির্মিত। মূল জমিদার বাড়ির উত্তর দিকে সম্ভবত ছিল একটি মন্দির এবং বাড়ির পিছনে পুকুর ঘাটের নিকট ছিল একটি পারিবারিক শশ্মান। জমিদার বাড়ির ভিতর এবং পিছন দিকে ছিল দুইটি সুপেয় পানির কূপ।1950 থেকে 1980 সাল পযর্ন্ত এই বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত ছিল 1980 সালে এটির কিছু অংশ সংস্কার করে একটি সরকারি অফিস হিসাবে ব্যাবহার করা হয়। বতর্মানে অলোয়া জমিদার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।(During the British rule in India, the British introduced the Zamindari system in India to manage their governance. At that time undivided Bengal was ruled by zamindars in various areas. During the partition in 1947, almost all the Hindu zamindars of East Bengal moved to West Bengal. After 1947, as East Bengal was a part of Pakistan, almost all the Hindu zamindars of that time left their homesteads, lands and properties and migrated to West Bengal.Since then there are several abandoned zamindarbari and buildings in this East Bengal (now Bangladesh) region. Archaeological research in these abandoned zamindar houses gives an idea about the socio-economic conditions of that time.
    In this video I show an old 18th century zamindar house located in Tangail district of Bangladesh. It is known as 'Alloa Rajbari' by local people. This 18th century building is made of lime and mortar. There was probably a temple on the north side of the original zamindar house and a family shrine near the pond ghat behind the house. There were two fresh water wells inside and behind the landlord's house.The house was completely abandoned from 1950 to 1980. In 1980, part of it was renovated and used as a government office. At present, the Alloa Zamindar house is completely abandoned.)

ความคิดเห็น • 1