ধর্ম্ম-কর্ম্মের সূক্ষ্ম তত্ত্ব - ধর্ম্মব্যাধের আখ্যান ETERNAL PEACE SEEKER - SSPF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • ধর্ম্মব্যাধ বললেন, যজ্ঞ, দান , তপঃসাধন, বেদ অধ্যয়ন, এবং সদা সত্যকে অবলম্বন করে কাম-ক্রোধ-লোভ-দম্ভ-কপটতা ইত্যাদিকে পরিহার করে, ধর্ম্ম বোধে প্রতিষ্ঠিত থাকুন। ধর্ম্মিক ব্যক্তি সদা সদাচারী হয়ে থাকেন। সমস্ত দৈবকর্ম্মের উদ্দেশ্য হচ্ছে সত্যকে অনুসদ্ধান। বেড হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার। বেদের রহস্য হচ্ছে সত্য, আর সত্যের রহস্য হচ্ছে দম, দমের রহস্য হচ্ছে ত্যাগ। তো ত্যাগ না থাকলে দম থাকে না, আবার দম না থাকলে সত্য থাকে না, আবার সত্য জ্ঞান না হলে বেদ নিস্ফলা। ব্যক্তির জন্ম নয়, কর্ম্মের দ্বারাই নিজেকে উন্নত করতে পারে। কোথায় আপনি জন্ম গ্রহণ করেছেন, সে কথা ভুলে যান, নিজের বংশগৌরভ আপনাকে অভিমানী করেছে। একে সম্পূর্ণরূপে পরিত্যাগ করুন। পান্ডিত্যের অভিমান রয়েছে আপনার মধ্যে, এমনকি আপনি পিতা -মাতাকে ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। এ আপনার ভুল সিদ্ধান্ত। যে পিতামাতা আপনাকে এই শরীর দিয়েছে, তাদের আপনি উপেক্ষা করেছেন। এ আপনার অবিমৃশ্যতার লক্ষণ। আপনি সাধনা করতে চাইছেন, অথচ কার সাধনা করতে চাইছেন, তা আপনি জানেন না। আগে নিজেকে জানুন, আপনার মধ্যেই সেই সাধনার ধন লুক্কায়িত আছে। কোথায় আপনি জঙ্গলের মধ্যে, নিৰ্জনের খোঁজ করছেন ? নির্জনতা তো বাইরে নয়, নির্জনতা আপনার ভিতরেই অবস্থান করছে। শরীর ধারনের জন্য কর্ম্ম করুন, ভিক্ষাবৃত্তি উঞ্ছবৃত্তি - একে পরিত্যাগ করুন। শরীরকে রক্ষা করুন, শরীর ভিন্ন সাধনা হয় না। একে যথাযথ পুষ্টি প্রদান করুন। আপনি পিতা-মাতার কাছে ফিরে যান, তাঁদের সেবাযত্ন করুন। তা না হলে, আপনি মরেও শান্তি পাবেন না। সর্বোপরি, জাত্যাভিমান ত্যাগ করুন, বেদের মধ্যে সেই সত্য-জ্ঞানের আভাস আছে, কিন্তু বেদ মুখস্থ করে পন্ডিতি করবার অভিলাষ ত্যাগ করুন। বেদের জ্ঞান নিজের মধ্যে প্রকাশিত হতে দিন। আপনি চাইলে, আমার সঙ্গে কিছুদিন থাকতে পারেন। কিন্তু আমি আপনাকে আপনার পিতা-মাতার কাছে ফিরে যেতে বলবো, সেখানে সংসারী হয়ে জীবনের উদ্দেশ্য পূরণ করুন। তারপরে নিজের মধ্যে প্রবেশ করুন। যখন সংসার আর আপনাকে টানবে না, তখন আপনি সত্যিকারের সত্যের সন্ধান পাবেন। সংসার ত্যাগ নয়, নিজের মধ্যে যে প্রবৃত্তি আছে, তাকে ত্যাগ করুন। প্রবৃত্তির নিবৃত্তি হলে, আপনি যথাযথ যোগী হয়ে ঈশ্বর সান্নিধ্যে বাস করতে পারবেন। আপনি জন্মান্তরের সাধক নন, আপনাকে জন্মান্তরে সাধক হতে হবে - তারই সাধন করুন। ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION

ความคิดเห็น • 3