শব্দই ব্রহ্ম : অঽম ব্রহ্মস্মীন - আমি কিভাবে ব্রহ্ম থেকে এলাম ? ETERNAL PEACE SEEKER - SSPF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • শব্দব্রহ্মের গর্ভে বিশ্ব অব্যক্ত অবস্থায় ছিলো, আবার এই শব্দের গর্ভে জগৎ প্রবেশ করবে। এই শব্দব্রহ্ম হচ্ছে ঈশ্বরের শক্তি-স্বরূপিণী। এরই আর এক নাম চিৎশক্তি। হিন্দু শাস্ত্রে বলছে, শিব-শক্তি। যিনি শিবরূপে শান্ত অক্ষয়-অব্যয়-নিস্পন্দ। আবার শক্তিরূপে ইনিই ক্রিয়াশীল। এই শিব ও শক্তি সহযোগে আত্মা নিজেকে পূর্ন অহং রূপে গ্রহণ করে থাকেন। এই পূর্ন অহংভাবই পরমাত্মার পরম-স্বরূপ। এখানে কোনো আবরণ নেই। এখানে জীব বা জগৎ বলে কিছুই নেই। আবার এই পূর্ন অহং-এর সংকোচ-বশতঃ আবরনের সৃষ্টি হয়ে থাকে। এই আবরণ নিজের স্ব-রূপের আবরণ এবং এই আবরনের উর্দ্ধে উন্মুক্ত স্বরূপ সর্বদা বিরাজ করছেন । এই আবরনের ফলে দুটো জিনিস সংগঠিত হয়। প্রথমত স্বরূপের বিস্মৃতি ; দ্বিতীয়ত এই আবরণকেই স্বরূপ বলে ধরে নেওয়া, বা গ্রহণ করা। উপনিষদ বলছে, লয় ও বিক্ষেপ। লয় তমোগুণের ক্রিয়া, আর বিক্ষেপ রজোগুণের ক্রিয়া।
    আত্মস্বরূপ যখন আবরনে ঢাকা পড়ে তখন একদিকে মহাশূন্যের আবির্ভাব হয়, অন্যদিকে মায়ার উদয় হয় । একেই জীবাত্মা বা চিত্ত বলা হয়ে থাকে। শুদ্ধ দ্রষ্টা-স্বরূপ চিদাত্মক এই মায়িক প্রমাতাই জীবাত্মা। এই জীবাত্মা তখন মহাশূন্যে ভাসতে থাকে। মহাশূন্য তখন দৃশ্য, আর জীবাত্মা তখন দ্রষ্টা। এখন দ্রষ্টা অর্থাৎ জীবাত্মা তখন মহাশূন্যকে আর আপন বলে মনে করে না। শুরু হলো দ্বৈতভাবের। জীবাত্মা তখন গতিশীল জগতের অসংখ্য দৃশ্য দেখতে পায়। শুরু হলো অবিদ্যার বিক্ষেপশক্তির খেলা। জীবাত্মা পরম-পুরুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলো। এরপর সংবিত বা উন্মনা ভাবের মধ্যে যখন প্রাণের আবির্ভাব হয়, তখন দৃশ্য সকলের মধ্যে কোনো একটিকে সে আপন করে গ্রহণ করে। তখন দৃশ্য ও দ্রষ্টার মধ্যে একাত্ত্ববোধ তৈরী হয়। একেই বলে অভেদতত্ত্ব। এখন তার দেহ তৈরী হয়। এই দেহ স্থুল দেহ নয়। এটি আত্মার প্রাক্তন কর্ম্মজনিত সংস্কারের উত্থান। আত্মা তখন এই দেহটি-সহ স্থুল জগতে আসবার জন্য পথের অনুসন্ধান করে। এরপর কর্ম্ম-শক্তির প্রভাবে যোগ্য পিতা-মাতার সন্ধান পেলে, সে মাতৃগর্ভে প্রবেশ করে। মাতৃগর্ভে সে মাতৃকাশক্তির দ্বারা স্থুল দেহের রচনা করে। ধীরে ধীরে মায়ের কাছ থেকে পুষ্টি সংগ্রহ করে, সে নিজেকে পুষ্টিবর্ধন করে। একসময় দেহের পরিপুষ্টির ফলে মায়ের গর্ভ থেকেই কালের রাজ্যে প্রবেশ করে। ভূমিষ্ট হয়। একেই বলে প্রসব।ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION

ความคิดเห็น • 31

  • @soumenbayen8042
    @soumenbayen8042 2 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো।আরো জানতে চাই।প্রণাম মহারাজ।প্রণাম সর্বভূতেষু।

  • @keyamondal9113
    @keyamondal9113 7 วันที่ผ่านมา

    Joy Guru Dev

  • @naruttambaidya1674
    @naruttambaidya1674 2 หลายเดือนก่อน

    হরি ওঁ জয়গুরু

  • @gita9149
    @gita9149 ปีที่แล้ว

    Joyjagatbandhuhari0ronam0ropronam❤❤❤❤❤

  • @parisadhu5979
    @parisadhu5979 2 ปีที่แล้ว +3

    অসাধারন বিশ্লেষন।অনেক কিছু জানাতে পারলাম ও উপকৃত হলাম ।প্রনাম নেবেন🙏

    • @samirsanyal8603
      @samirsanyal8603 2 ปีที่แล้ว

      অসাধারন বিজ্ঞান.,,,,

  • @punyaslokmukherjee2439
    @punyaslokmukherjee2439 ปีที่แล้ว

    THE BEST VIDEO, I FEEL THIS SAUND,

  • @santoshnath7795
    @santoshnath7795 ปีที่แล้ว

    Thanks very very

  • @sulekharoychowdhury4881
    @sulekharoychowdhury4881 2 ปีที่แล้ว +3

    এত সুন্দর করে আগে কেউ বোঝায় নি। অধমের প্রনাম গ্রহন করুন।

  • @suvradasgupta4619
    @suvradasgupta4619 2 ปีที่แล้ว +1

    প্রণাম আপনাকে
    আরও জানার ইচ্ছা প্রকাশ করছি

  • @sanjoychakrabarty6464
    @sanjoychakrabarty6464 2 ปีที่แล้ว

    Slowly I am getting the omplex idea of life.

  • @soumenroy3649
    @soumenroy3649 ปีที่แล้ว

    JAY GURU. SASHARDA O SAASATANGA PRONAM. WHAT A NICE ANALYSIS AND INTERPRETATION. MANY THANKS.

  • @nosubject6899
    @nosubject6899 2 ปีที่แล้ว

    অসাধারণ।

  • @shibanisaha4702
    @shibanisaha4702 2 ปีที่แล้ว +1

    হরেকৃষ্ণহরেকৃষ্ণ জয়রাধাকৃষ্ণ🌹🌹🍁🍁🦋🦋💲💲👩‍❤️‍👩👩‍❤️‍👩❤❤👨‍👨‍👦👨‍👨‍👦😍😍🙏🏻🙏🏻🙆🏻‍♀️🙆🏻‍♀️🙏🏼🙏🏼🙆🏽‍♀️🙆🏽‍♀️🙏🏽🙏🏽🙌🏼🙌🏼👏🏻👏🏻12/11/2021

  • @binoysur1767
    @binoysur1767 ปีที่แล้ว +1

    Sadu

  • @prasantadas6024
    @prasantadas6024 2 ปีที่แล้ว

    Joy shree guru joy

  • @sajalmondol5907
    @sajalmondol5907 2 ปีที่แล้ว +1

    জয় বাবাজি 🙏

  • @amarendrasarkar1708
    @amarendrasarkar1708 ปีที่แล้ว

    খুব সুন্দর কিন্তু এত ধীরে বলেন যে ধর্য হারিয়ে যায়।

  • @golokdas2316
    @golokdas2316 2 ปีที่แล้ว

    Pranam maharaj

  • @AlamgirHossain-zn5yl
    @AlamgirHossain-zn5yl 2 ปีที่แล้ว

    ভ্রমোরের গুন্জন.....🐝🐝🐝🐝🐝

  • @biswanathsamanta741
    @biswanathsamanta741 2 ปีที่แล้ว

    🙏 🙏Pronam Provu 🙏🙏
    I want meet with you direct .

  • @pravashdebnath2138
    @pravashdebnath2138 2 ปีที่แล้ว +1

    অহম ব্রহ্মাস্মি

  • @sashighosh9097
    @sashighosh9097 5 หลายเดือนก่อน

    আপনাকে দর্শন পেত চাই দয়াকরে ঠিকানা দেবেন

  • @santoshsarkar1471
    @santoshsarkar1471 2 ปีที่แล้ว

    কিন্তু বহ্মবৈবত্ব পুরাণ বলছে, বা শব্দকোশ বলছে " আহত = কথার অর্থ আহবান, আর " অনাহত= কথার অর্থ বলছে আহবান না করা "।

  • @kamalendusutradhar2047
    @kamalendusutradhar2047 2 ปีที่แล้ว

    🙏🤲👏

  • @damodarmukhopadhyay3169
    @damodarmukhopadhyay3169 2 ปีที่แล้ว

    আপনি একটি ভিডিও করেছেন যা অনেক জানার আছে কিন্তু শব্দ যে ব্রহ্ম তা জানাতে ব্যর্থ হয়েছেন

    • @goutammoulik9383
      @goutammoulik9383 2 ปีที่แล้ว

      আপনি বুঝতে ব‍্যর্থ হয়েছেন।