আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও তথ্যবহুল একটি প্রতিবেদনের জন্য। অত্যন্ত সহজ, স্বচ্ছন্দ ও সাবলীল আপনার উপস্থাপনা। এরকম আরো অনেক সুন্দর প্রতিবেদনের অপেক্ষায় রইলাম।
কপোতাক্ষ নদটি খুব সুন্দর ও আকর্ষণীয় ততোধিক সুন্দর আপনার উপস্থাপনা। খুব ভালো লাগলো মধু কবির স্মৃতি বিজড়িত সাগর দাঁড়ি। আবহসঙ্গীত খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ ভারত থেকে।
অসম্ভব সুন্দর জায়গা । যদি কোনও দিন আপনাদের দেশে যেতে পারি যশোরে এই জায়গাটা দেখার ইচ্ছে রইল । খুব সুন্দর মন-প্রাণ ভরিয়ে দেওয়া জায়গাটা আমার মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে । যার কবিতা পড়ার বইতে দেখেছি, তাকে কি আর সহজে ভোলা যায় !!!
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ও পারিবারিক বাড়ির গ্রাম সাগর দাড়ির প্রাকৃতিক দৃশ্য ও কপোতাক্ষ নদের ২ ধারের ছবি অপূর্ব সৌন্দর্য আপনার চমৎকার ধারা বর্ণনায় ভিডিওটি খুব উন্নমানের হয়েছে। আমি কানাডার মন্ট্রিয়াল শহর থেকে এই ভিডিওটি উপভোগ করলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ৮১ থেকে ৯৬ সাল পর্যন্ত যশোরে চাকুরীকালীন সময়ে অনেকবার সাগরদাড়ি কবির বাড়ি দেখেছি।
খুব ভালো লাগল। যদি কোনদিন দেখে আসতে পারি মধুকবির জন্মভিটা,তাহলে ধন্য হতাম। দাড়াও পথিক বর,জন্ম যদি তব বঙ্গে,,,আহা চোখে জল এসে যায় এমন ভাগ্য বিড়ম্বনার কাহিনী শুনলে !
অসাধারণ। তথ্য সংগ্রহের জন্য উপস্থাপনা আরো মনগ্রাহী হয়েছে। আর কি সব সুন্দর নাম নদীগুলোর। খুব সুন্দর লাগল । ওনার সমাধির সামনে দিয়ে রোজই যাই, আর দাঁড়াও পথিকবর লেখাটি দেখি । আপনার সমস্ত ভিডিওই খুব সুন্দর।
মেডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিওটার জন্য। ইসকুলে পড়ার সময় ঊনার কবিতা পড়েছি। এই প্রথম তাঁর জীবন কাইীনি বিস্তারিত জানলাম, ধন্যবাদ।আপনার কন্ঠস্বর খুবই সুন্দর। আমার কাজে সারা সময় মনে হয়েছে যে আপনি সমস্ত ভিডিওতে কবিতা পাঠ করেছেন, চমত্কার।
ম্যাডাম আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের জন্ম বিখ্যাত মানুষ সত্যেন বোস,মেঘনাদ সাহা , ঐতিহাসিক যদুনাথ সরকার ওদের জন্মভূমি এবং বসতভিটার উপরে যদি ভিডিও করেন। অপেক্ষায় রইলাম। পশ্চিমবঙ্গ ভারত
আপু, আপনার চমৎকার উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আপনার শব্দচয়ন, বচনভঙ্গি, দৃশ্য ধারণ এবং তথ্যবহুল উপস্থাপনা অন্যান্য ব্লগারের তুলনায় আপনি সত্যিই অনন্যসাধারণ। উত্তরবঙ্গের বিভিন্ন জনপদ নিয়ে ডকুমেন্টারি তৈরীর জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
আসসালামুআলাইকুম দিদি! কপোতাক্ষ নদটি দেখে প্রাণ জুড়িয়ে গেলো, সত্যি অসাধারণ সুন্দর। এখন বুঝতে পারছি কবি মাইকেল মধুসূদন দত্ত কেন বিদেশে থাকাকালীন বাংলার প্রথম সোনেটটি লিখেছিলেন। আপনার উপস্থাপনায় অসাধারণ লেগেছে এই পর্বটি। আমার এখন কবির সমাধিস্থল দেখা হয়নি, তবে এবার যাবো। আরো এই রকম সুন্দর পর্বের অপেক্ষায় রইলাম। শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন আপনারা সবাই। 😊☺😊☺😊☺ আল্লাহ হাফেজ!
আপনার প্রতিটি উপস্থাপনা অত্যন্ত সুন্দর হয়, কিন্তু আপনি কবি শ্রী মধুসূদনের এই আলোচনায় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উল্লেখ করলেন না, ওনার অবদান কিন্তু কবির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত
আপনার এই ভ্রমণ কাহিনী ও ইতিহাস নিয়ে ভিডিও গুলো খব ভালো লাগে। আমি একজন ভারতীয় বাঙালি। আপনি দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও স্নেহধন্যা। আপনি কোন সময় পশ্চিম বাংলায় এলে যানাবেন। আমি ঢাকাতে অনেক দিন ছিলাম খুব ভালো লেগেছে। তাই আমার দেশে আসুন এবং সেই সঙ্গে আপনার নতুন ভিডিওর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
সত্যি অসাধারণ একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও গুলো আমি নিয়মিত দেখি। আপনার কথা বলার ধরন,উপস্থাপন সত্যি প্রশংশনীয়। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ম্যাডাম আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি। আজকেরটা আমার কাছে অনন্য সাধারণ মনে হল। মূর্ছনা ময় কণ্ঠস্বরের মধ্যে নিয়ে অত্যন্ত সাবলীল ভাবে যেভাবে মাইকেল পরিক্রমা করলেন, তা অত্যন্ত আকর্ষণীয়। আপনি যেভাবে মাইকেল কে তুলে ধরেছেন এই শব্দগুলি আখরে বন্দি করুন। সেই লেখাটি প্রকাশ করুন। আপনার মোহময়ী কণ্ঠস্বরের সঙ্গে মাইকেল আত্ম প্রকাশ করুক। প্রতিনিয়ত চলুক আপনার এরকম কাব্যিক পথ পরিক্রমা। ভালো থাকুন পশ্চিমবঙ্গ ভারত
আমি মুগ্ধ হয়ে তোমার এই ভিডিওিটি এবং গভীর মনোযোগী হয়ে তোমার উপস্থাপনা উপভোগ করলাম। তোমার এই উদ্যোগের প্রশংসা না করে পারা যায় না। আগামীতে তুমি তোমার সকল প্রচেষ্টায় সফলকাম হও, এই আশীর্বাদ করি।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।দারুন দারুন সুন্দর করে উপস্থাপন করলেন।প্রান ভরে গেল।আমি কিছুদিন আগে অনুরোধ করেছিলাম কেশবপুর মাইকেলের উপর এসে ভ্লগ করতে।সুন্দর করে তথ্যমুলক যা বললেন, নিশ্চয়ই সকলে উপভোগ করবেন। আশাকরি কেশবপুর এর প্রত্নতাত্ত্বিক ভরত ভায়েনা বা ভরতের দেউলের উপর ভল্গ উপস্থাপন করবেন। যশোরের বারোবাজারে প্রত্নতাত্ত্বিক সুলতানী সময়ের অনেক মসজিদ যা কালের বিবর্তনে মাটিচাপা পড়ে লোকচক্ষুর অন্তরালে হারিয়ে গেছিল যা আবার মাটিখুড়ে উদ্ধার হয়। এখন দর্শনীয় ও প্রার্থনার বস্তু হিসাবে জনসম্মুখে হাজির হয়েছে সেগুলো।ওগুলো নিয়ে একটা ভ্লগ করলে খুব ভাল হবে।সব্বাই জানবে ও খুশী হবে।
মাতৃভাষা বাংলা ভাষা আমার প্রাণের ভাষা। কবি মাইকেল মধুসূদন দত্ত একসময় বাংলা ভাষাকে জেলের ভাষা বলেছিল। তিনি ইংরেজি ভাষার চর্চা করেছিলেন এবং কবি হতে চেয়েছিলেন এবং যশস্বী হতে চেয়েছেন কিন্তু বিধিবাম মাতৃভাষায় ওনাকে আবার ফিরে আসতে হলো। যার প্রমান আমরা পাই। বাংলা ভাষা রচনার মাধ্যমে তিনি আবার খ্যাতিমান হয়ে ওঠেন। ধন্য আমি বাংলার বুকে আমার জন্য আমার মাতৃভাষা বাংলা❤❤❤
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গা ও জীবন চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এদেশের আপামর জনসাধারণ তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। যিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তার অগনিত কবিতা, গল্প, উপন্যাস আর মহাকাব্য দ্বারা। তার স্মৃতি বিজড়িত সে কপোতাক্ষ নদ, আর তার প্রভাবশালী জমিদার বাড়ি দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়লাম । তার অনেক কবিতা, গল্প, উপন্যাস পড়েছি ।যেগুলোর মধ্যে বাস্তবতা খুঁজে পাওয়া যায়। আজ আপনার মাধ্যমে সে বাস্তবতার অনেক স্মৃতি স্বচক্ষে অবলোকন করলাম । খুব ভালো লাগলো। আপনাকে আবারও ধন্যবাদ, অনেক , অনেক ধন্যবাদ।🎉🎉❤❤
Mind blowing presentation. I am presently 68 yrs. old and your way of expression gave me a very deep emotion about the life of poet as well as Gram Bangla. Go ahead. I wish you every success in your life.
History comes alive by virtue of beautiful video presentations made by explorer Ms Shoma Afroze. Perhaps this episode on the greatest Bengali poet Michael Madhusudan Dutta will become the masterpiece. Great endeavour,
আজ সেই মধুসূদন দত্তের ভিডিওটি দেখলাম। আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি। কিন্তু একথা নির্দ্বি যায় বলা যায় যায়, এই ভিডিওটি করতে গিয়ে আপনার আপনার আপনার হোমওয়ার্ক, সাবলীল পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে। এখানে আপনার বক্তব্যের ক্লারিটিclarity মনমুগ্ধকর। আমি চাই আপনি আরো বিকশিত হন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ ভারত
অনেক ভাল লাগলো, বেশ তথ্যবহুল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও সৌভাগ্য হয়েছিল এই মহাপুরুষের জন্মভিটে দেখার। খুব স্বল্প সময় হাতে থাকায় এতকিছু দেখা হয়নি, আপনার দেয়া তথ্যে আরও সমৃদ্ধ হলাম। টি এম মনোয়ার হোসেন সভাপতি, ধূমকেতু সাহিত্য পরিষদ, পঞ্চগড়
ম্যাম,আজ কি দেখালেন আপনি। সেই ছোটবেলায় পড়া সাগরদাঁড়ি গ্রাম,কপোতাক্ষ নদ আর ক্ষনজন্মা মহাপুরুষের আদি বাড়ি। সেজন্যই তো বলি আপনি সুস্থ শরীরে আরো আরো বেশিদিন বাঁচুন আর আমাদের আরো আরো অনেক অজানা অদেখার সাথে পরিচিত করান। 🌻
Spell bound with your spontaneous and factual information on the life and his wonderful birthplace in Sagardanri village on the picturesque kapotakshya river....your vivid description with the historic videography moved me and anyone...
সুন্দর, তথ্যাশ্রয়ী, উপস্থাপনা । ভারত থেকে জানাই শুভকামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও তথ্যবহুল একটি প্রতিবেদনের জন্য। অত্যন্ত সহজ, স্বচ্ছন্দ ও সাবলীল আপনার উপস্থাপনা।
এরকম আরো অনেক সুন্দর প্রতিবেদনের অপেক্ষায় রইলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ
একটা অতি সুন্দর উপস্থাপনা।ইতিহাসের পাতা থেকে তুলে আনা মনিমুক্তা খুব ভাল লাগল। এমন আরও উপস্থাপনার প্রত্যাশায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ প্রতিবেদন। অনেক ধন্যবাদ।
বিদ্যাসাগরের স্নেহধন্য ছিলেন তিনি।
আপনাকেও অনেক ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা...... বলার ভাষা নেই।
সুন্দর bak bhangima এবং সুন্দর বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার এই ভিডিও আমাকে কবি মাইকেল মধুসূদন দত্তের" কপোতাক্ষ নদ" কবিতাটি মনে করিয়ে দিল।ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
কপোতাক্ষ নদটি খুব সুন্দর ও আকর্ষণীয় ততোধিক সুন্দর আপনার উপস্থাপনা। খুব ভালো লাগলো মধু কবির স্মৃতি বিজড়িত সাগর দাঁড়ি। আবহসঙ্গীত খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ ভারত থেকে।
অনেক অনেক অনেক ধন্যবাদ
অসম্ভব সুন্দর জায়গা । যদি কোনও দিন আপনাদের দেশে যেতে পারি যশোরে এই জায়গাটা দেখার ইচ্ছে রইল । খুব সুন্দর মন-প্রাণ ভরিয়ে দেওয়া জায়গাটা আমার মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে । যার কবিতা পড়ার বইতে দেখেছি, তাকে কি আর সহজে ভোলা যায় !!!
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার উপস্থাপনা অসাধারণ৷ আপনার উচ্চারণ মধুর মত লাগে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ও পারিবারিক বাড়ির গ্রাম সাগর দাড়ির প্রাকৃতিক দৃশ্য ও কপোতাক্ষ নদের ২ ধারের ছবি অপূর্ব সৌন্দর্য আপনার চমৎকার ধারা বর্ণনায় ভিডিওটি খুব উন্নমানের হয়েছে। আমি কানাডার মন্ট্রিয়াল শহর থেকে এই ভিডিওটি উপভোগ করলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ৮১ থেকে ৯৬ সাল পর্যন্ত যশোরে চাকুরীকালীন সময়ে অনেকবার সাগরদাড়ি কবির বাড়ি দেখেছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
হালকা ভাবে জানা মাইকেল মধুসুদন ও তার স্মৃতিময় কপোতাক্ষ নদ তথা জন্মভূমি দেখে বিমুগ্ধ ও ধন্যবাদ।
কবির জন্মভিটা বিশেষ সংরক্ষণ করায় বাংলাদেশ সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন।
কবিতো আমাদেরই।
Nice videos
খুব ভালো লাগল। যদি কোনদিন দেখে আসতে পারি মধুকবির জন্মভিটা,তাহলে ধন্য হতাম। দাড়াও পথিক বর,জন্ম যদি তব বঙ্গে,,,আহা চোখে জল এসে যায় এমন ভাগ্য বিড়ম্বনার কাহিনী শুনলে !
আমার পছন্দের সেরা কবি!
রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে,
মধুহীন কোর না গো তব মন কোকনদে!!🙏🙏🙏🙏🙏🙏
অনেক অনেক অনেক ধন্যবাদ
@@shomaafrozeami aponak mob number dilam othocho aponar sathea jogajog Holo na eaita boroi kostodayok
অসাধারণ।
তথ্য সংগ্রহের জন্য উপস্থাপনা আরো মনগ্রাহী হয়েছে।
আর কি সব সুন্দর নাম নদীগুলোর।
খুব সুন্দর লাগল । ওনার সমাধির সামনে দিয়ে রোজই যাই, আর দাঁড়াও পথিকবর লেখাটি দেখি ।
আপনার সমস্ত ভিডিওই খুব সুন্দর।
আপনার উপস্থাপনা অনির্বচনীয়।আপনি এমন ভাবেই আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনা দঃ,পঃ বঃ। ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
আপনার total video এক কথায় অপূর্ব। চরৈবতি। অনেক শুভেচ্ছা।।
আমার প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত ❤❤❤❤
মেডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিওটার জন্য। ইসকুলে পড়ার সময় ঊনার কবিতা পড়েছি। এই প্রথম তাঁর জীবন কাইীনি বিস্তারিত জানলাম, ধন্যবাদ।আপনার কন্ঠস্বর খুবই সুন্দর। আমার কাজে সারা সময় মনে হয়েছে যে আপনি সমস্ত ভিডিওতে কবিতা পাঠ করেছেন, চমত্কার।
ম্যাডাম,
আপনার লেখা এবং বিবরন আরেক অনেক সুন্দর যেন কথাতেই ছবি।
ধন্যবাদ।
I'm very impressed to your protibedon
ম্যাডাম আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের জন্ম বিখ্যাত মানুষ সত্যেন বোস,মেঘনাদ সাহা , ঐতিহাসিক যদুনাথ সরকার ওদের জন্মভূমি এবং বসতভিটার উপরে যদি ভিডিও করেন। অপেক্ষায় রইলাম। পশ্চিমবঙ্গ ভারত
আপনার বাংলা ভাষার শব্দ ভান্ডার অনেক উন্নত এবং সমৃদ্ধ। বাচনশৈলীও চমৎকার। শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ
আপু আপনাকে কি বলবো সেই ভাষা আমার নাই।এত সুন্দর উপস্থাপনা। যা সত্যিই অনেক সুন্দর। ভালো থাকবেন আপু
অনেক অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভালো থাকবেন
বাংলার এক কৃতি সন্তানের বিষয়ে সুন্দর উপস্থাপনা।
অনেক অনেক ধন্যবাদ।
সত্যিই খুব ভালো লাগলো, ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
বোন তোমার সুন্দর সুললিত কন্ঠে এবং সুন্দর বাচন ভঙ্গিতে চোখের সামনে সেই যুগ ভেসে উঠে । তাই এবার আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম।🎉 ভালো থেকো বোন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এই ভেবে গর্বিত হই যে আমার পূর্বপুরুষদের ভিটা এই যশোহর জেলার মাগুরাতে।🙏🙏🙏
আপু, আপনার চমৎকার উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আপনার শব্দচয়ন, বচনভঙ্গি, দৃশ্য ধারণ এবং তথ্যবহুল উপস্থাপনা অন্যান্য ব্লগারের তুলনায় আপনি সত্যিই অনন্যসাধারণ। উত্তরবঙ্গের বিভিন্ন জনপদ নিয়ে ডকুমেন্টারি তৈরীর জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
খুবই ভালো লাগলো ।
অনেক অজানা কিছু তথ্য জেনে সমৃদ্ধ হলাম ।
শোমা আফরোজ -- আপনাকে সাধুবাদ জানাচ্ছি ।
সোমা আফরোজ ! তোমায় ধন্যবাদ।
তোমার কথায় ❤️ হৃদয়ের সংবাদ।
অপূর্ব বিশ্লেষণ করলেন আপনাকে অনেক ধন্যবাদ
Very nicely depicted. Informative. You deserve accolades in your way of presentation. Keep it up.
Thanks a lot 😊
আসসালামুআলাইকুম দিদি!
কপোতাক্ষ নদটি দেখে প্রাণ জুড়িয়ে গেলো, সত্যি অসাধারণ সুন্দর। এখন বুঝতে পারছি কবি মাইকেল মধুসূদন দত্ত কেন বিদেশে থাকাকালীন বাংলার প্রথম সোনেটটি লিখেছিলেন। আপনার উপস্থাপনায় অসাধারণ লেগেছে এই পর্বটি। আমার এখন কবির সমাধিস্থল দেখা হয়নি, তবে এবার যাবো। আরো এই রকম সুন্দর পর্বের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন আপনারা সবাই। 😊☺😊☺😊☺
আল্লাহ হাফেজ!
দাদাভাই অনেক অনেক ধন্যবাদ
আপনার প্রতিটি উপস্থাপনা অত্যন্ত সুন্দর হয়, কিন্তু আপনি কবি শ্রী মধুসূদনের এই আলোচনায় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উল্লেখ করলেন না, ওনার অবদান কিন্তু কবির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত
অপূর্ব অসাধারণ দারুণ একটি প্রতিবেদন।
আপনার এই ভ্রমণ কাহিনী ও ইতিহাস নিয়ে ভিডিও গুলো খব ভালো লাগে। আমি একজন ভারতীয় বাঙালি। আপনি দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও স্নেহধন্যা। আপনি কোন সময় পশ্চিম বাংলায় এলে যানাবেন। আমি ঢাকাতে অনেক দিন ছিলাম খুব ভালো লেগেছে।
তাই আমার দেশে আসুন এবং সেই সঙ্গে আপনার নতুন ভিডিওর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
অবাক দেখলাম সাধারণ তোমার পরিবেশনার গুণ তোমার কণ্ঠস্বরের গুণে চোখে জল এসে গেল।
Excellent presentation. Go ahead sister. Bangladeshi from USA.
🙏🙏🙏 কবি মাইকেল মধুসূদন দত্ত ❤❤❤💐💐💐
ভীষণ সুন্দর নিবেদন । সব মিলিয়ে অপূর্ব ! 👌👌👌💗
খুব ভাল লাগল উপস্থাপনা, যাবার রাস্তার দৃশ্য ও সাগরদাঁড়ি গ্রামের দৃশ্যাবলি অপূর্ব...খুব উপভোগ করলাম।
আপনার narration চমৎকার...ধন্যবাদ 🙏🙏🙏
সত্যি অসাধারণ একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও গুলো আমি নিয়মিত দেখি। আপনার কথা বলার ধরন,উপস্থাপন সত্যি প্রশংশনীয়। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসাধারণ উপস্থাপনার মাধ্যমে বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি মাইকেল মধুসূদন দত্তের জীবনী ও সাহিত্যকর্ম তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ বোন আপনাকে, কারন কত সুন্দর ভাবে বাংলার এই অসাধরন রন্ত আমাদের অন্তরে উপহার দিলেন।
ভালোবাসা রইলো বোন আপনার প্রতি।
নমস্কার ভগবান আপনার মঙ্গল করুন।
ভিডিওগ্রাফি ও তথ্যবহুল বর্ণনা খুবই ভালো লেগেছে। এতে অনেক কিছু জানার ও শেখার আছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ
অপূর্ব। জানলাম অনেক কিছু। ভালো থাকবেন।
সতত হে নদ তুমি পর মোর মনে,,
সতত তুমারি কথা ভাবি এ বিরলে।। অসাধারণ দেশপ্রেমের কথা ফুটে উঠেছে কবির এ অমূল্য সৃষ্টিতে।।
শুভ কামনা আপু।। 💜💜🤎🤎🙏🏻🙏🏻
ম্যাডাম আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি। আজকেরটা আমার কাছে অনন্য সাধারণ মনে হল। মূর্ছনা ময় কণ্ঠস্বরের মধ্যে নিয়ে অত্যন্ত সাবলীল ভাবে যেভাবে মাইকেল পরিক্রমা করলেন, তা অত্যন্ত আকর্ষণীয়। আপনি যেভাবে মাইকেল কে তুলে ধরেছেন এই শব্দগুলি আখরে বন্দি করুন। সেই লেখাটি প্রকাশ করুন। আপনার মোহময়ী কণ্ঠস্বরের সঙ্গে মাইকেল আত্ম প্রকাশ করুক। প্রতিনিয়ত চলুক আপনার এরকম কাব্যিক পথ পরিক্রমা। ভালো থাকুন পশ্চিমবঙ্গ ভারত
খুব ভালো লাগলো... অসাধারণ উপস্থাপনা!
খুব সুন্দর ভাবে বর্ণনা দিলেন কবি মাইকেল মধুসূদন দত্তের ,ধন্যবাদ
খুব সুন্দর বর্ননা। ভাষ্য পাঠ ও খুব ভাল। 🎉
ধন্যবাদ জানাই। নমস্কার।
খুব ভালো লাগলো আপনার পরিবেশন ধন্যবাদ। অবনীন্দ্র নন্দী তেজপুর আসাম।
Thanks for good presentation on Great Kavi , Madhusudan Dutta .
Thank you so much
Ki sundor sangrokhhon kora kobir sob kichu, tar songe durdanto dharabhashyo ebong video sob miliye ek asadharan blog. Thank you
Mone holo ekta documentary film dekhlum. Fantastic presentation.
অনেক ধন্যবাদ। ভিডিও শেয়ার করার অনুরোধ রইলো।
আপনার উপস্হাপনা চমৎকার। নিয়মিত দেখি আপনার ভিডিও। এককথায় চমৎকার চমৎকার চমৎকার।
To showing us poet Mikel Modhusodons birth place ,his own birth home & biday- ghat many many thank you Shoma Afroze apu. May Allah bless you.
আমি মুগ্ধ হয়ে তোমার এই ভিডিওিটি এবং গভীর মনোযোগী হয়ে তোমার উপস্থাপনা উপভোগ করলাম।
তোমার এই উদ্যোগের প্রশংসা না
করে পারা যায় না।
আগামীতে তুমি তোমার সকল প্রচেষ্টায় সফলকাম হও, এই আশীর্বাদ করি।
সুন্দর কমেন্টস এর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।দারুন দারুন সুন্দর করে উপস্থাপন করলেন।প্রান ভরে গেল।আমি কিছুদিন আগে অনুরোধ করেছিলাম কেশবপুর মাইকেলের উপর এসে ভ্লগ করতে।সুন্দর করে তথ্যমুলক যা বললেন, নিশ্চয়ই সকলে উপভোগ করবেন।
আশাকরি কেশবপুর এর প্রত্নতাত্ত্বিক ভরত ভায়েনা বা ভরতের দেউলের উপর ভল্গ উপস্থাপন করবেন।
যশোরের বারোবাজারে প্রত্নতাত্ত্বিক সুলতানী সময়ের অনেক মসজিদ যা কালের বিবর্তনে মাটিচাপা পড়ে লোকচক্ষুর অন্তরালে হারিয়ে গেছিল যা আবার মাটিখুড়ে উদ্ধার হয়। এখন দর্শনীয় ও প্রার্থনার বস্তু হিসাবে জনসম্মুখে হাজির হয়েছে সেগুলো।ওগুলো নিয়ে একটা ভ্লগ করলে খুব ভাল হবে।সব্বাই জানবে ও খুশী হবে।
আপনাকেও অনেক ধন্যবাদ। যশোরের বারোবাজার অঞ্চলের সুলতানি আমল নিয়ে ভিডিও শীঘ্রই আসবে।
Khoob khoob bhalo laglo. Hats off to you mam
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
খুব ভাল উপস্থাপনা, ভালো লাগলো, তাই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট করলাম, ধন্যবাদ
Nostalgic hoye gelam. My family is originated from jashore. Greatful to u and many many thanks.
আপনাকেও অনেক ধন্যবাদ
মাতৃভাষা বাংলা ভাষা আমার প্রাণের ভাষা। কবি মাইকেল মধুসূদন দত্ত একসময় বাংলা ভাষাকে জেলের ভাষা বলেছিল। তিনি ইংরেজি ভাষার চর্চা করেছিলেন এবং কবি হতে চেয়েছিলেন এবং যশস্বী হতে চেয়েছেন কিন্তু বিধিবাম মাতৃভাষায় ওনাকে আবার ফিরে আসতে হলো। যার প্রমান আমরা পাই। বাংলা ভাষা রচনার মাধ্যমে তিনি আবার খ্যাতিমান হয়ে ওঠেন। ধন্য আমি বাংলার বুকে আমার জন্য আমার মাতৃভাষা বাংলা❤❤❤
অসাধারণ তথ্য বহুল এক ভিডিও। খুবই ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ
খুউব সুন্দর উপস্থাপনা করেছেন ।কিন্তু দুঃখ লাগছে যে তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হল না ।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গা ও জীবন চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এদেশের আপামর জনসাধারণ তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। যিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তার অগনিত কবিতা, গল্প, উপন্যাস আর মহাকাব্য দ্বারা। তার স্মৃতি বিজড়িত সে কপোতাক্ষ নদ, আর তার প্রভাবশালী জমিদার বাড়ি দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়লাম । তার অনেক কবিতা, গল্প, উপন্যাস পড়েছি ।যেগুলোর মধ্যে বাস্তবতা খুঁজে পাওয়া যায়। আজ আপনার মাধ্যমে সে বাস্তবতার অনেক স্মৃতি স্বচক্ষে অবলোকন করলাম । খুব ভালো লাগলো। আপনাকে আবারও ধন্যবাদ, অনেক , অনেক ধন্যবাদ।🎉🎉❤❤
Mind blowing presentation. I am presently 68 yrs. old and your way of expression gave me a very deep emotion about the life of poet as well as Gram Bangla. Go ahead. I wish you every success in your life.
আপনার ভিডিও এর সাহায্যে কবির জন্মভিটা দেখে মন খুশিতে মন ভরে গেল । ধন্যবাদ আপনাকে বোন সোমা আফরোজা ।❤️🌹🙏 ।
আপনাকে অনেক ধন্যবাদ মহাকবিকে প্রামান্ন চিত্র তৈরি করায়
This is very informative video. Congratulations to this nice information.
History comes alive by virtue of beautiful video presentations made by explorer Ms Shoma Afroze. Perhaps this episode on the greatest Bengali poet Michael Madhusudan Dutta will become the masterpiece. Great endeavour,
Thank you so much
Didi,
I am very glad to see your excellent blogs. West Bengal, Kolkata.
Didi your fantastic description impress me. Thank you very much.
অপূর্ব জায়গা , কিছুদিন আগে ঘুরে আসলাম, ধন্যবাদ আপনার ভিডিওটির জন্য, শিলাইদহ কুটিবাড়ূী নিয়ে একটা প্রমান্যচিত্র বানাবেন দয়া করে
অনেক সুন্দর উপস্হাপনা আমাদের এলাকায় আপনাকে আসার জন্য ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
Ashadharan..Eai Rokomer Ro Video Dekhar Asha Thaklo
Many many thanks for your good representation on Madhusadan Dutta. A great poet of Bengal.
খুব সুন্দর ভিডিও। আমি মাইকেল মধুসূদন দত্তের অন্ধ সমর্থক।আমি এই রকম একটি সুন্দর গ্রামেই থাকি।
আমি নিজেকে পোর্টেবল মাইকেল ভাবি।
আপনাকে অনেক ধন্যবাদ।খুব সুন্দর উপস্থাপনা করলেন।আপনাকে খুব সুন্দর লাগছে। আপনি এই রকমই থাকুন।
মঙ্গলময় আপনাকে আশীর্বাদ করুন আপনাদের ভালো রাখুন।
BUDDHADEV ROY. ADVOCATE. DISTRICT JUDGE'S COURT .❤❤❤❤❤ PURBO BURDWAN. W.B. INDIA.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য
Onek valo laglo. Kobir itihas ponory dhaky. Aponaky abaro dnnobad. Valo takben. Allah haphej.
আপনাকেও অনেক ধন্যবাদ
Well representation. Very informative. Thank you.
আজ সেই মধুসূদন দত্তের ভিডিওটি দেখলাম। আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি। কিন্তু একথা নির্দ্বি যায় বলা যায় যায়, এই ভিডিওটি করতে গিয়ে আপনার আপনার আপনার হোমওয়ার্ক, সাবলীল পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে। এখানে আপনার বক্তব্যের ক্লারিটিclarity মনমুগ্ধকর। আমি চাই আপনি আরো বিকশিত হন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ ভারত
Soma ke onek dhannabad.... Madhusudan Dutta R Janmavita R life story dekhanir janne...... Great Michael Madhusudan Dutta
আপনাকেও অনেক ধন্যবাদ
Amar ekhon ekta.dekhar sapna puron holo.
Thanks for that.
Now 82. years .
অনেক অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
অনেক ভাল লাগলো, বেশ তথ্যবহুল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমারও সৌভাগ্য হয়েছিল এই মহাপুরুষের জন্মভিটে দেখার। খুব স্বল্প সময় হাতে থাকায় এতকিছু দেখা হয়নি, আপনার দেয়া তথ্যে আরও সমৃদ্ধ হলাম।
টি এম মনোয়ার হোসেন
সভাপতি,
ধূমকেতু সাহিত্য পরিষদ, পঞ্চগড়
অনেক অনেক ধন্যবাদ। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
Thank you for this informative episode .
So nice of you
Excellent presentation.Authentic, emotional.
❤❤ good ❤❤❤❤
অসাধারণ উপস্থাপনা।ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর উপস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
মা আমি ভারতের আসাম করিমগঞ্জ থেকে বলছি তোমার ভিডিও আমি দেখি খুব খুব ভালো লাগে তুমি ভালো থাকো আর এইভাবে আমাদের সামনে নুতন নুতন ভিডিও তুলে ধর
আপনার এতো সুন্দর কমেন্টস দেখে চোখে পানি চলে এলো। আমার জন্য দোয়া করবেন, পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন।
ম্যাম,আজ কি দেখালেন আপনি। সেই ছোটবেলায় পড়া সাগরদাঁড়ি গ্রাম,কপোতাক্ষ নদ আর ক্ষনজন্মা মহাপুরুষের আদি বাড়ি। সেজন্যই তো বলি আপনি সুস্থ শরীরে আরো আরো বেশিদিন বাঁচুন আর আমাদের আরো আরো অনেক অজানা অদেখার সাথে পরিচিত করান। 🌻
অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। ভিডিও শেয়ার করবেন এবং এরকম অনুপ্রেরণামূলক কমেন্টস করবেন। অনেক অনেক ভালো থাকবেন।
@@shomaafroze সত্যি কথা বলতে কি আপনার ভাষ্যের জবাব নেই। তুলনাহীন 😃
ম্যাম,আগরতলার আন্তর্জাতিক রেল স্টেশন নিয়ে একটা ব্লগ করবেন?
Excellent video with excellent exprassion. Thanks.
খুব সুন্দর ভাষা। বাচনভঙ্গি ভালো। এভাবে চললে খুব তাড়াতাড়ি subscribe r বাড়বে। সম্ভবত MAInBengali.
সুমা আপার উপস্থাপনা আমার খুব ভাল লাগে। এই জন্য আপনার প্রতিটি ভিডিও দেখি।
অনেক অনেক ধন্যবাদ
Many many thanks for such kinds of video made again and again.
দিদি আপনাকে ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্যে।
আগামী দুইশত বৎসরে এরকম শিক্ষিত কবি জন্মাবে কিনা সন্দেহ আছে ।
অনেক অনেক ধন্যবাদ
তথ্য চিত্রটি খুব ভালো লেগেছে আপা
Sagordari gram ta onk sundor.amar khub vlo lagese ak kothai oshdhron.
Nice presentation thanks for sharing from india west bengal
So nice of you
Spell bound with your spontaneous and factual information on the life and his wonderful birthplace in Sagardanri village on the picturesque kapotakshya river....your vivid description with the historic videography moved me and anyone...
অসাধারণ সুন্দর বর্ননা।
খুব ভালো লাগলো আমার।
Nice delivery with a lot of information thanks
অনেক অনেক ধন্যবাদ। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
Outstanding presentation