Bhai onek motamot dilam. Ei dhoroner vdo dile pokkho bipokkho dol toiri hoi. Tai normal vdo diben jekhane fitna create hobe na. Ar jodi like ba income er jonno ei dhoroner vdo den tshole halal hobe na.
@@RupaliIslamicTv thank you bhaia. I did not want to hurt you. I advised you. Anybody can choose any method of sohih hadis and can practice. Many tks & take care.
"Namaz Ka Afzal waqt Kya hai mufti Tariq masood" Namaz ar awal Wakto shomporkito shokol hadees akti video te Oita search koren TH-cam a. Ai shompurno video te 2 ta hadees shudhu missing ase ja oi video te jante parben. Oi hadees 2 Tao Sahi shokol olamagon r fikh ak Mot poshon Korten.
সবার কথা এটাই বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়াটাই ভালো কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদ গুলোতে বেশিভাগ মসজিদে দেরিতে সালাত আদায় হয় বিশেষ করে আসরের এবং ফজরের সালাত আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন
"Namaz Ka Afzal waqt Kya hai mufti Tariq masood" Namaz ar awal Wakto shomporkito shokol hadees akti video te Oita search koren TH-cam a. Ai shompurno video te 2 ta hadees shudhu missing ase ja oi video te jante parben. Oi hadees 2 Tao Sahi shokol olamagon r fikh ak Mot poshon Korten.
কিভাবে সহিহ হলো?হানাফি রা কি ওয়াক্ত থেকে বের হয়ে নামাজ পড়ে?আর রাসুল (সঃ) বলছেন বাড়িতে নামাজ আদায় করতে কোন পেক্ষাপটে সেটাওতো ওনারা জানেনা আর জানলেও গাদ্দারির জন্য মানে না।
An-Nisa' ৪:১০৩ فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا Bengali - Bayaan Foundation অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয। Bengali - Tafsir Abu Bakr Zakaria অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]। [১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ] [২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে। [৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮] পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১] কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran #GreentechApps
@@sabbirsikder6401 amio apnar sathe ekmot. Unara hadish er reference diechen. Hanafira ahle hadishder chorom burodhi. Hanafira yahudi, kafirder keo etota hate korena ja ahle hadisder kore. Kaba & masjidul nabobi te awal waqt e jamat hoi all time. Hanafider moto tara deri kore na keno? Bangladesh er hanafi ra sob vua niom palon kore. Abu hanifa eto bochor age keno awal waqt bad die deri kore jamat er time dilen keno? Uni ki awal waqt er kotha janten na? Ofcourse janten. Amader hanafira bidati hanafi.
@@sabbirsikder6401 হাদীস দিয়ে কথা বলেন অন্য সবাইকি হাদীস ছাড়া কথা বলেন। ভাই আপনি একটু কষ্ট করে মুজাফফার বিন মহসিন সাহেবের রেফারেন্স দেওয়া হাদীস গুলি যাচাই করে দেখবেন অনেককিছু বুঝতে পারবেন
সকলকেই ধন্যবাদ ভালো আলোচনা করার জন্য। তবে আমি মনে করি - আমাদের পরিচয় একটাই হওয়া উচিত - মুসলিম। হানাফি - আহলে হাদিস - সুন্নি ইত্যাদি করে মুসলমানদের বিভক্ত করা উচিত না। তবে আওয়াল ওয়াক্তে পড়লে অসুবিধা তো নাই। তার পরেও এ সব নিয়ে বিতর্ক কাম্য না। আমাদের ঐক্য দরকার বেশি।
An-Nisa' ৪:১০৩ فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا Bengali - Bayaan Foundation অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয। Bengali - Tafsir Abu Bakr Zakaria অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]। [১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ] [২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে। [৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮] পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১] কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran #GreentechApps
আপনারা হানাফিদের কে বলেন, তারা পীর পুজা করে, তাহলে এবার আমার বলতে হয়, আপনারা মহসিন সাহেব আর আব্দুর রাজ্জাক সাহেব এর পুজা করেন, কারণ মহসিন সাহেব যে দলিল দিল, ১৪৯৭ নং হাদিস সহিহ মুসলিম এর, এই দলিলটা উনি ভুল দিয়েছে, সহিহ মুসলিম এর ১৪৯৭ নং হাদিস মুসাফির রিলেটেড। আর আব্দুর রাজ্জাক সাহেব তো হাদিস নং ই বলে নাই, তাহলে তাদের কথা কিভাবে বিশ্বাস করবো?
Bhaia max manush dhila fatwa like kore jekhane faki mara jai. M b muhsin & a razzak chara onnoder kotha shune onekei ek waqt er salat porer waqt e pore nileo cholbe
, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ব্যক্তিগত অভিমত হলো, কোন মসজিদে যদি আওয়াল ওয়াক্তে নামাজ হয় তাহলে ওই মসজিদে পড়া উত্তম, আর যদি আওয়াল ওক্তে মসজিদ না পাওয়া যায় তাহলে আখেরি ওয়াক্ত হলেও জামাতের গুরুত্ব অপরিসীম।
একা একা ফরয নামাজ পড়লে আমার কাছে নামাযই মনে হয় না । কোন কারণে জামায়াত মিছ হয়ে গেলে নিরুপায় হয়ে তখন পড়তে হবে । এরা আবার কোন আলেম আসছে ফিকহি মাসআলার কারণে জামাত তরক করার পরামর্শ দিচ্ছে । আল্লাহর নির্দেশ এবং রাসূল সঃ এর নির্দেশ জামায়াতে সলাত আদায় করা, এর বিকল্প কোন মুসলিম চিন্তা করতে পারে ???
ওয়াক্ত মতে সালাত আদায়ের ক্ষেত্রে মাওলানা জাকারিয়া সাহেব যে বক্তব্য দিয়েছেন তা অন্যান্য আলিমদের সাথে বিতর্কিত। তা হলে কোনটা সঠিক ? কোনটার উপর আমল করব , বুঝা মুসকিল।
Aassalamu alaikum. Pls note muzaffor bin muhsin & abdur razzak ustaj mentioned the sahih hadis. So we should accept these hadis. We should not be against them. Mind it, it is not their personal opinion. We respect nabi muhammad (sa) and his hadish, whoever quote sohih hadish. Majority holei onek somoy sothik hoi na. 2/1 jon o onek somoy sothik hoi. Actually awal waqt e salat adai korai uttom. Motiur rahman madanir ekta vdo ache dekhben. M r madanur aro ekta vdo ache - hanafira keno derite asor & fajr salat adai kore - dekhben. Thanks for your kind understanding.
Rupali channel er vai, apni je comment chaichen, apni dine/ mash e koto waqt salat jamat e adai koren? Most of the muslims, jamat e 5 waqt salat aadai kore na. Faje, isha to bad i dilam onno waqteo olpo musolli thaken. Jana valo kintu accirdinly mana ba amol kora more important.
জামায়াতে সলাত হলো ফরয।শায়েখ শায়খ মোজাফফর বিন মোহসীন হাদিস উল্লেখ করে আওয়াল ওয়াক্তের সলাহকে ফরয বলেছেন। অন্য কেহই কোন হাদিস উল্লেখ করেন নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও হাদিস বলেছেন। শায়খ আবদুল্লাহ জাহাঙ্গীর জামায়াতে সলাহ না পড়লে মোনাফিক হয়ে যাবে বলেছেন।মোনাফিক এর সংগায় বা হাদিসে একথা নেই।
কোরআন বলছে, "৪:১০৩. নিশ্চয়ই সালাত বিশ্বাসীগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত।" এই নির্দ্দিষ্ট সময় কোনটা? রাতে সালাতে দাঁড়ান [সূরাঃ ৭৩/মুযযাম্মিল, ২] নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা [সূরাঃ ৭৩/মুযযাম্মিল, ৭]। আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই । তাছাড়া কোরআনে যা স্পষ্ট করা হয়নি, তাতে বাধ্যবাধকতা নেই। আল্লাহ নাকি মানুষকে বানাইছে তার ইবাদতের জন্য। গুরুত্বপূর্ণ নামাজ কয়েক ওয়াক্ত, কিভাবে পড়তে হবে তার কোনটাই কোরানে নাই। এগুলি হাদিসেও নাই। কোরআনে না থাকলে তা ফরজ হয় কিভাবে? কোরআনে ৮২ বার সালাতের কথা রয়েছে, তবে তার বেশীরভাগের অর্থই কিন্তু ‘আল্লাহর বিধি-বিধান’, প্রচলিত নামাজ নয়। নামাজ বেহেস্তের চাবি, এ ধরনের ফালতু কথা কোরআনে নেই। মনুষ্য রচিত হাদিছে আছে। ৬০০ ডানাওয়ালা জিব্রাইলের সাথে নবী মেরাজের রাতে আসমানের দরজা (আসমানের দারোয়ানও আছে) খুলে আল্লাহর কাছে যাওয়া, ৫০ ওয়াক্ত সালাতের নির্দেশ দেয়া, মুসা নবীর পরামর্শে বারবার দৌড়াদৌড়ি করে তা ৫ ওয়াক্তে কমিয়ে আনা, এসবই আসলে বুখারি গং-এর গল্পকথা, যা ঠাকুরমার ঝুলিকেও হার মানায়। অথচ এই গল্পের ভিত্তিতে ইমামেরা চালু করলেন সারাদিনের সালাত। মুসলিম সমাজকে পিছিয়ে রাখতে এ এক দারুন টেকনিক বটে। সালাত যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে তো আল্লাহ কোরআনে আদায় করতে বলতেন! আর আদায়ের নিয়মও বলতেন! এক মিথ্যা ঢাকতে কত মিথ্যা লাগে দেখুন। আমরা যারা সালাত কায়েমের অর্থ বুঝি তারা এই ভন্ডামি ধরতে পারি। কারন আমরা হাদিস দিয়ে কুরআন যাচাই করি না ,কুরআন দিয়ে হাদিস যাচাই করি। এমন কোন সহিহ হাদিস নেই যেখানে প্রতিদিন পাচ ওয়াক্র নামাজ পড়ার আদেশ আছে! এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে সম্পূর্ন নামাজ পড়ার নিয়ম আছে! মসজিদে ইমামের পেছনে দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে নেই, হাদিসেও নেই ! কোন নামাজ কয় রাকাত তা হাদিসেও নেই ! সব ইমামদের গোজামিল !
@@homayunkabir3720 বুখারি গং-এর তথাকাথিত সহিহ হাদীছগুলোতে ইনিয়ে বিনিয়ে যা বলা হয়েছে, তা পুরো হাদিছ পড়লেই আপনারা বুঝে যাবেন। সারাংশ এবং হাদিছ নং নীচে দেয়া হলো- রাসুল গণহত্যাকারী ছিলেন [সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) (বনু কুরাইজা) ৬৪/ মাগাযী [যুদ্ধ] পরিচ্ছেদঃ ৬৪/৩১] রাসুল গুপ্ত হত্যাকারী ছিলেন [সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নম্বরঃ ২৮২০, হাদিস নম্বরঃ ২৮১৩, সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বরঃ ৩০২২] রাসুল স্বামীকে হত্যা করে সুন্দরী সদ্য বিবাহিতা নারীকে নিজের জন্য রাখতেন [সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪৮/ জিহাদ, হাদিস নাম্বার: ২৬৯৪) ] রাসুল কামুক ছিলেন তথা রাস্তাঘাটে নারী দেখলে তিনি উত্তেজিত হয়ে পড়তেন, [সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৩৩০০, অধ্যায়ঃ ১৭, বিবাহ] আরো দেখুন, সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৩২৯৮], রাসুল দাসীর সাথে সেক্স করতেন [সূনান নাসাঈ (ইফাঃ) অধ্যায়ঃ ৩৭/ স্ত্রীর সাথে ব্যবহার, হাদিস নাম্বার: ৩৯৬১] , রাসুল শিশুকামী ছিলেন [সহীহ বুখারী (তাওহীদ) ৩৮৯৬, সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নাম্বার: ৬৫৩৯, সহি বুখারি, ভলুম-৭, বই- ৬২, হাদিস নং-১৮, হাদিছ নং ২১২১] রাসুল ধর্ষক ছিলেন [বুখারি, হাদিছ নং ৫২৫৫] (নাউজুবিল্লাহ। হে আল্লাহ, বুখারি গং-এর মিথ্যাচার থেকে আমাদের হেফাজত করুন।) কোরআন থাকতে বুখারি গং-এর গাঁজাখুরি হাদিছ মার্কেটিং করতে গিয়ে পদে পদে ধরা খাচ্ছে রাজতন্ত্রের স্পেশাল প্রোডাক্ট ঘোমটা দেয়া হুজুরের দল। বুখারি গং কোরআনের বিরুদ্ধে এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা লিখেছে। তাই তারা কোনভাবেই মুসলিম হতে পারে না। তারা কোরআনের মুসলিম নয়, তারা তাদের সৃষ্ট হাদিছের মুসলিম।
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ। সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) হাদিস নং ১৩৪১
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ। হাদিস নং ১৩৪১ (ইসলামিক ফাউন্ডেশন) সহীহ মুসলিম👍
Ashole waqt onujayee salat adai na kore jar jokhon khushi salat adai koruk eta bollei oneker subidha hoto. Aro valo hoto jodi keu bolten je 5 waqt salat eksathe adai korleu cholbe. Tahole kotoi na valo hoto. Eta Ctg er maize vandarira kore. Al quran e allahu sothik time e salat adai korte bolechen. Allah amader sothik bujh dan korun ebong alem der honour korar tawfiw dan korun. So far i know, abdur razzak & muhshin ustader moto sothik reference die hadish bornona onekei koren na. Ashole amader savab holo amar jonno jeta kothin, hadish ba quran e ta thakleo amra accept korte chai na. Jemon- mohilader porda & purushder dari rakha. Hudband porda like kore na & wife dari rakha like kore na. Tai amra oi muftir fatwa expect kori je bolbe face open rakha jabe & french cut dari o sunnoti dari. Kothin holeo actual muminah face close korbe & mumin dari chere dibe. Hope you all understood.
@@AbdullahSohel100 ১৩৪১। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ। এখানে স্পষ্টভাবে শাসক এর কথা উল্লেখ আছে, তো ভাই আমি জানতে চাচ্ছি বর্তমানে আমাদের দেশের কোন শাসক সালাত বা সালাতের সময় কে মেরে ফেলেছে, দয়া করে একটু জানাবেন।
@@saifuddinmahmudsami9712 এই যে হানাফি ওয়ালারা🤣🤣🤣 বছরে ৩৬৫ দিন সপ্তাহে ৭ দিন যোহরের সালাত ১.৩০ টায়🤣 আর ফজর পরে ওয়াক্ত শেষ হবার ২০ থেকে ১৫ মিনিট আগে🤣 আর যোহর টা নাই বললাম শরম করে😂
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ। সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন) হাদিস নং ১৩৪১
Mujaffor bin muhsin & abdur razzak personsl opinion den nai. Unara sohih hadish er reference diechen. Unara vul bolle hadish vul tai na? Hadish milie dekhen. Hadish means nabi (sa) er kotha ba kaj. Tai kauke vul bolte hole tar ba tader reference jachai korte hobe. Unader dewa hadishke obomanona kora gunaher kaj. Thanks for your kind understanding.
An-Nisa' ৪:১০৩ فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا Bengali - Bayaan Foundation অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয। Bengali - Tafsir Abu Bakr Zakaria অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]। [১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ] [২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে। [৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮] পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১] কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran #GreentechApps
Kaba & masjid e nobobite awal waqt e salat hoi. Awal waqt e salat adai kora uttom. Eta jidi 1500 year pore amra jante pari hadish dara tahole abu hanifa 1000 year age eta janten na? Uni keno deri kore jamat kirte bolben? Uni ki nzbu (sa):er birodhi chilen? Na. Asole amader desher bidati hanafira abu hanifar name onek mittha chalie den. Allah unader maf korun & hidayat dan korun. Ameen.
Deri kore jamat na kore sobai awal waqt e jamat korle ki probkem? Karon awal waqt e salat adai kora uttom. Amra keno gpa5 na nie a- ba gpa2/3nite chai?
I am agree with you. Ashole amader desher hanafira bidati. Nijeder subidhar jonno onek mittha abu hanifar nam e chalie den. Bidatira ahle hadis musollider enemy mone kore. Tara yahudi, mushrik , kafurderkeo otota enemy mone kite na jotota ahle hadisder kore.
@@shompanaznin8813 indeed we must follow hukum of Kuranhadis but it is not possible on a murkho to find out the hukum of Kuranhadis so he is bound to follow a guide who has vast knowledge of Kuranhadis so we must follow majhab jemon hanafi majhab Safi hamboli maleki majhab who guided us as per Kuranhadis as far as they could collect in th eir age of course we shall not follow their instructions verdict fatwa comments opinion if that are against kuran and sohih hadis and this is not their instructions if you please go through the comments of the imams ***ahale hadis Ra o ekti majhab jemon hanafi majhab*** imams and alem of ahale hadis do not have full knowledge of Kuranhadis ( mukhosto)
@@shompanaznin8813 listen to I am not following majhab'''s verdict fatwa comments opinion in Toto as I have some knowledge of Kuranhadis**** United we stand divide we fall rukukarider Sathe ruku koro taguter biruddhe action nin ekmumin r ek muminer ayna sorup hasimukhe Kotha bola ekti sadaka feed the neighbors and hungers invest in food not inwar punnyo papke muce fele imaner sathe amole Saleh korle jannat Paoa Jabe watch unique banking channel to know about banking details orders of Allah SWT subject wise discussion on islamiic ideology if you do have any questions on my opinion comments verdict fatwa, you may feel free to contact me at the you tube***jhagra bibad bahas kore lav nai may Allah SWT bless you and your family members and friends around the globe and imander male and female and place them in the jannatul ferdaus insha'Allah Amin summa amin mondoke dur koro Valo diye
@@uniquebanking3151 thanks for your comments. We must be practicing muslim as per quran and sunnah. We should respect everybody who can give us perfect reference of quran & hadis. May be he is hanafi, ahle hadis, shafi e or any other mazhab but his reference to be authentic, we must follow him.
►►আমাদের ভিডিও ভাল লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না | প্রচারের স্বার্থে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে শরীক হবেন আশাকরি | জাযাকাল্লাহ ।◀️◀️
Bhai onek motamot dilam. Ei dhoroner vdo dile pokkho bipokkho dol toiri hoi. Tai normal vdo diben jekhane fitna create hobe na. Ar jodi like ba income er jonno ei dhoroner vdo den tshole halal hobe na.
@@shompanaznin8813 apu kono income kora hoyna . Deao ei karonei je onek mot sune jeno apnara bivranto ne hon je amar namaj sothik na.
@@RupaliIslamicTv thank you bhaia. I did not want to hurt you. I advised you. Anybody can choose any method of sohih hadis and can practice. Many tks & take care.
পক্ষে বা বিপক্ষে কেন সঠিকটাই বলবে এবং মানতেই হবে।
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতামত অনেক সুন্দর।
জাহাঙ্গীর স্যার ভালো ব্যাখ্যা করেছেন। ফজর আর এশা জামাতে পড়লেই..। আল্লাহ যেন আমাদের সবাইকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন ।
অবশ্যই ওয়াজিব আগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বিজ্ঞ আলেমদের মতামতকে একথাতে এক ভিডিও প্রকাশ করেছেন। জাযাকাল্লাহু খাইর।
Jajakallahu Khairan Dr. Jakaria shaheb o Dr. Munjure Elahi shaber er MOT Amar Valo legecha
মাশাআল্লাহ জাজা কাল লাহু খাইরান
ইয়া রব্বুল আলামিন, সারাটা জীবন যেন জামাতে নামাজ আদায় করতে পারি তার তৌফিক দান করুন।
"Namaz Ka Afzal waqt Kya hai mufti Tariq masood"
Namaz ar awal Wakto shomporkito shokol hadees akti video te Oita search koren TH-cam a. Ai shompurno video te 2 ta hadees shudhu missing ase ja oi video te jante parben. Oi hadees 2 Tao Sahi shokol olamagon r fikh ak Mot poshon Korten.
সবার কথা এটাই বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়াটাই ভালো কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদ গুলোতে বেশিভাগ মসজিদে দেরিতে সালাত আদায় হয় বিশেষ করে আসরের এবং ফজরের সালাত আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন
আমাদের উচিত আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে ফেলা
বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর মত হতো। তাহলে বাংলাদেশের সকল মানুষই আওয়াল ওয়াক্তে পড়ার সুযোগ পেতো ।
আল্লাহ আমাদের সঠিক ও সরল পথে হেদায়েত করুন আমিন
জাজাকাল্লাহ খাইরান
আমিন
আমিন
শায়েখ আহমাদুল্লাহ সুন্দর কথা বলেছেন....
Hmm ekdom ai jonno to onake ami onek valo basi
"Namaz Ka Afzal waqt Kya hai mufti Tariq masood"
Namaz ar awal Wakto shomporkito shokol hadees akti video te Oita search koren TH-cam a. Ai shompurno video te 2 ta hadees shudhu missing ase ja oi video te jante parben. Oi hadees 2 Tao Sahi shokol olamagon r fikh ak Mot poshon Korten.
Alhamdulillah Sheikh Ahmed ullah ❤ very nice understanding
আঃ রাজ্জাক বিন ইউসুফ ও মুজাফফর বিন মহসিন একটু কঠিন করে বলেছেন কিন্তু ওনারা সহিটাই বলছেন।
এরা হলো ফেতনাবাজ।
Nirvejal sotti asolei ektu tita hoi.
রাইট
কিভাবে সহিহ হলো?হানাফি রা কি ওয়াক্ত থেকে বের হয়ে নামাজ পড়ে?আর রাসুল (সঃ) বলছেন বাড়িতে নামাজ আদায় করতে কোন পেক্ষাপটে সেটাওতো ওনারা জানেনা আর জানলেও গাদ্দারির জন্য মানে না।
না সহি বলেনি
মুনজুরে এলাহি ও জাহাংগীর ও জাকারিয়া হুজুরের মতটা সুন্দর লাগলো
ইয়া নফসি! কে কি করলো, বল্লো কি আসে যায়! সহীহ হাদিসে যা আছে সেটাই করবো ইন শা আল্লাহ!
সুবিধা
An-Nisa' ৪:১০৩
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
Bengali - Bayaan Foundation
অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয।
Bengali - Tafsir Abu Bakr Zakaria
অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]।
[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ]
[২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে।
[৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮]
পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১]
কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran
#GreentechApps
জাকারিয়া হুজুরের কাথা রাইট
আঃ রাজ্জাক / মহসিন হল পৃথিবীর আলাদা আলেম সকল বিষয়ে বেশি ভারা ভারি। মহান আল্লাহ সকল মুসলিম কে সহি বুজদান করুন। আমিন
তারা দুজনেই হাদীস দিয়ে কথা বলল,,, তাহলে বাড়াবাড়িটা কিসের,,, তাদের নিজেদের মত প্রকাশ করেনি
@@sabbirsikder6401 amio apnar sathe ekmot. Unara hadish er reference diechen. Hanafira ahle hadishder chorom burodhi. Hanafira yahudi, kafirder keo etota hate korena ja ahle hadisder kore. Kaba & masjidul nabobi te awal waqt e jamat hoi all time. Hanafider moto tara deri kore na keno? Bangladesh er hanafi ra sob vua niom palon kore. Abu hanifa eto bochor age keno awal waqt bad die deri kore jamat er time dilen keno? Uni ki awal waqt er kotha janten na? Ofcourse janten. Amader hanafira bidati hanafi.
@@sabbirsikder6401 হাদীস দিয়ে কথা বলেন অন্য সবাইকি হাদীস ছাড়া কথা বলেন। ভাই আপনি একটু কষ্ট করে মুজাফফার বিন মহসিন সাহেবের রেফারেন্স দেওয়া হাদীস গুলি যাচাই করে দেখবেন অনেককিছু বুঝতে পারবেন
@@sulaiman8516 দেখেছি,,,,, আপনি হয়তো দেখেননি,,,,,,
অন্ধ ভক্ত
আহমাদুল্লাহ হুজুর সঠিক বলেছেন
জামায়াতের সাথেই নামাজ আদায় করা আমাকে বেশি আনন্দিত করে।
Right
Jajak Allah khair nurul absar burichar ctg bd
আ;রাজ্জাক ও মহসীন সাহেব যে ভাবে ফিতনা করিতেছেন তাতে মানুষ নামাজ ছেড়ে দিবে,
নামাজ ধরলে বুঝে শুনে নামাজ আদায় করতে হবে
বেয়াদব,,,,দলিল দেখেন।
😂😂
হক কথা শুনতে হবে হকের উপর থাকা অনেক কষ্ট হকের মধ্যে থাকতে হলে ধরজো ধরতে হবে
আপনি ভালো ভাবে জেনে বলবেন প্লিজ
জাযাকাল্লাহ খাইরান
সবার মতটাই ভালো,, তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর ও জাকারিয়া সাহেবের মতটাই সব চেয়ে ভালো মনে হয়,, বাকিটা আল্লাহ এবং আল্লাহর রাসুল সাঃ ভালো জানেন
একবারও কি আপনি বলতে পারলেন না আসরের নামাজ ওয়াক্তের প্রথমে চালু করার জন্য।
Alhamdulilha ❤
Jajakallahu Khairan
আলহামদুলিল্লাহ
Thanks
ভালো লাগলো
আলহামদুলিল্লাহ
সকলকেই ধন্যবাদ ভালো আলোচনা করার জন্য। তবে আমি মনে করি - আমাদের পরিচয় একটাই হওয়া উচিত - মুসলিম। হানাফি - আহলে হাদিস - সুন্নি ইত্যাদি করে মুসলমানদের বিভক্ত করা উচিত না। তবে আওয়াল ওয়াক্তে পড়লে অসুবিধা তো নাই। তার পরেও এ সব নিয়ে বিতর্ক কাম্য না। আমাদের ঐক্য দরকার বেশি।
An-Nisa' ৪:১০৩
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
Bengali - Bayaan Foundation
অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয।
Bengali - Tafsir Abu Bakr Zakaria
অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]।
[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ]
[২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে।
[৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮]
পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১]
কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran
#GreentechApps
আওয়াল ওয়াক্তে জামাতে নামাজ হয় এমন মসজিদে নামাজ পড়তে হবে। ☝️
আমাদের দেশের সব মসজিদে দেরী করে নামাজ আদায় করে এটা কি ঠিক হবে???
আমরা প্রবাসী,কাজের মধ্যে নামাজ পড়তে পারি না, একা একা পড়ি, তাহলে কি আমার নামাজ হবে
ফরজ আদায় হয়ে যাবে
আসলামুআলাইকুম আমাদের দেশে শুধু আছরই নয় এখন জহুরের ওয়াক্ত ১১.৪২ কিন্তু জামাত হয় ১.৩০ টায় এব্যাপারে কি বলিবেন?
পবিত্র মক্কা, মদিনা সহ Arober প্রায় সব গুলো দেশে নামাজ আদায় করেছি, দেখেছি ওই সব দেশ গুলোতে নামাজ আদায় করে আওয়াal Uakte,
শাসকরা যখন সালাত আউয়াল ওয়াক্তে পড়তে নিষেধ না করেন তাহলে আপনারা কেন দেরী করে নামাজ আদায় করতেছেন মসজিদে জামাত করত।
Ami jante chai oi zamater agai jodi musallir intekal hoi to seii waqt kaza hobe kina
❤
সালাম সবাই বলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো একটা আয়াতেরও কার্যক্রম চলে না সংসদ ভবন থেকে আমার ঘর পর্যন্ত
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন। জামায়াতে নামাজের গুরুত্ব বেশি যদি জায়েজ ওয়াক্তে হয়। আওয়াল ওয়াক্তের জন্য একাকী পড়বো না।
আমাদেরও একমত।।
বেশখ
যদি তাই হয় তাহলে কেন আমাদের দেশের মসজিদে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হয় না??? তার দায় কে নিবেন?
জায়েজ ওয়াক্তে ও জামায়াত ছাড়ার কথা মহসীন নামক ওলামায়ে ছূ,,গণ কে বয়কট করা উচিত
মতিউর রহমান মাদানী উস্তাদ❤
Liked Mujaffor bin Mohsin and Abdur Razzak bin Yusuf as they referred Bukhari and Muslim. But others not.
আপনারা হানাফিদের কে বলেন, তারা পীর পুজা করে, তাহলে এবার আমার বলতে হয়, আপনারা মহসিন সাহেব আর আব্দুর রাজ্জাক সাহেব এর পুজা করেন, কারণ মহসিন সাহেব যে দলিল দিল, ১৪৯৭ নং হাদিস সহিহ মুসলিম এর, এই দলিলটা উনি ভুল দিয়েছে, সহিহ মুসলিম এর ১৪৯৭ নং হাদিস মুসাফির রিলেটেড। আর আব্দুর রাজ্জাক সাহেব তো হাদিস নং ই বলে নাই, তাহলে তাদের কথা কিভাবে বিশ্বাস করবো?
Bhaia max manush dhila fatwa like kore jekhane faki mara jai. M b muhsin & a razzak chara onnoder kotha shune onekei ek waqt er salat porer waqt e pore nileo cholbe
, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ব্যক্তিগত অভিমত হলো, কোন মসজিদে যদি আওয়াল ওয়াক্তে নামাজ হয় তাহলে ওই মসজিদে পড়া উত্তম, আর যদি আওয়াল ওক্তে মসজিদ না পাওয়া যায় তাহলে আখেরি ওয়াক্ত হলেও জামাতের গুরুত্ব অপরিসীম।
মানুষের মতামতকে উপেক্ষা করে কুরআন ও সুন্নাহর আমল করাই মুমিনদের কাজ
ederke desh serar certificate kon board/university dise?
আওয়ালওয়াকত শুরুর টাইম দিলেন ক্যালেনডারে শেষের টাইম দিলে বুজতে সুবিদা হত।
Kokhon jamate salat na aday kora Jabe ki karone?
#mohammad
হুজুর হানাফি ফেকাহ মানতে কে বলেছে? এই অর্ডার কোথা থেকে পেলেন???
মুয়াত্তা ইমাম মালেক ৯,১২
আট জন দেশ সেরা মুর্খ জাহিলে মুরক্কব আলেেেেমমম।
পথ ভ্রষ্ট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও মুজাফফর বিন মোহসিন ছাড়া বাকি সবার মত ঠিক আছে
Unara sothiktai bolen. Amrai asole subidhamoto fatowa chai. Jodi unara bolten - jar jokhon and jemon khushi salat adai korte paren- tahole oneker subidha hoto.
ঠিক
ফালতু কথা বলেন কেনো? পথভ্রষ্ট আবার কি?উনারা তো হাদিস দিয়ে যুক্তি দিয়েছেন বাকি আলমেরা বিষয়টি হাদিস দিয়ে ক্লিয়ার করেননি?এখানে ইচ্ছাকৃত নামাজ ছাড়ার কথা আসেনি, এসেছে আউয়াল ওয়াক্তের গুরুত্ব। রাসুল সাঃ তো সারাজীবন আউয়াল ওয়াক্তে সলাত আদায় করছেন মাত্র ২:দিন ব্যাতীত কিন্তু আপনি?
@@peacetune2274 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জামায়াত বাদ দিয়ে একা একা আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করতে বলেছেন?
মোজাফফর বিন মুহসিন সঠিক ❤
সালাম যে বিষয়ে কোরআনে নাই সেই বিষয় নিয়ে তর্ক করা দরকার কি
Abdur Razzak and Muzaffar bin Mahsin Mis interpreted the Hadith. That was about the rulers.
Jamate salat adae kora foroj aita mone rakhben
yap bruh.
একা একা ফরয নামাজ পড়লে আমার কাছে নামাযই মনে হয় না । কোন কারণে জামায়াত মিছ হয়ে গেলে নিরুপায় হয়ে তখন পড়তে হবে ।
এরা আবার কোন আলেম আসছে ফিকহি মাসআলার কারণে জামাত তরক করার পরামর্শ দিচ্ছে ।
আল্লাহর নির্দেশ এবং রাসূল সঃ এর নির্দেশ জামায়াতে সলাত আদায় করা, এর বিকল্প কোন মুসলিম চিন্তা করতে পারে ???
আব্দুর রাজ্জাক ও মোজাফ্ফর বিন মোহসিন সাহেব হাদিসের উদ্ধৃতি দিলেন। বাঁকিরা কেউই হাদিসের উদ্ধৃতি দিলেন না। তাঁরা কি নিজের মতামত জাহির করলেন?
মুজাফফর সাহেবের হাদিস নং মিল পাইলামনা!!!
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَ يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ - قَالَ - وَفِيهِ نَزَلَتْ { فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ}
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা থেকে মাদীনায় আসার পথে যে দিকেই তাঁর মুখ হোক না কেন সওয়ারীতে বসে সলাত আদায় করতেন। এ ব্যাপারেই আয়াত (অর্থ) “তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেটিই আল্লাহ্র দিক” - (সূরাহ আল বাক্বারাহ ২ : ১১৫) অবতীর্ণ হয়। (ই.ফা. ১৪৮২, ই.সে. ১৪৯০)
সহিহ মুসলিম, হাদিস নং ১৪৯৭
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@@ainurrahmanmoinur9027 এদের মুখে যা আসে তাই বলে ফেলে
ভালো ভাবে বুঝেন তাঁর পর মন্তব্য করেন,
এটা সত্য যে ওনারা হাদিস বলেছেন, কিন্তু এটাও সত্য যে তারা হাদিস কে নিজের মত ব্যাখা করেছেন
@@saifuddinmahmudsami9712 hmm
ডঃ খন্দকার মুহাম্মাদ আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদ উল্লাহ এবং ডঃ জাকারিয়ার বক্তব্যই যথার্থ। রাজ্জাক বিন ইউসুফ ভুল বলেছেন।
ভুল নয়।
উনার মতের পক্ষেও শক্ত দলিল আছে।
ঠিক
আল্লাহ তো নামাজ পড়তে বলেননি, বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে। আপনারা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে নামাজ পড়ার মধ্যে নিলেন কেনো?
ভাই এ জন্যই এরকম সমাজের এ অবস্থা।
ওয়াক্ত মতে সালাত আদায়ের ক্ষেত্রে মাওলানা জাকারিয়া সাহেব যে বক্তব্য দিয়েছেন তা অন্যান্য আলিমদের সাথে বিতর্কিত। তা হলে কোনটা সঠিক ? কোনটার উপর আমল করব , বুঝা মুসকিল।
যে যায়গায় পুরা মসজিদটাই ফেৎনা সেখানকার মানুষের করনিও কি বলবেন
দুজনের হিসাব বাদ।বাকি সবাই একই কথা বোঝাতে চেষ্টা করছে।
Aassalamu alaikum. Pls note muzaffor bin muhsin & abdur razzak ustaj mentioned the sahih hadis. So we should accept these hadis. We should not be against them. Mind it, it is not their personal opinion. We respect nabi muhammad (sa) and his hadish, whoever quote sohih hadish. Majority holei onek somoy sothik hoi na. 2/1 jon o onek somoy sothik hoi. Actually awal waqt e salat adai korai uttom. Motiur rahman madanir ekta vdo ache dekhben. M r madanur aro ekta vdo ache - hanafira keno derite asor & fajr salat adai kore - dekhben. Thanks for your kind understanding.
Saik ahmadulla prosno roilo emam abu hanifa o tar dui satro khokhon salat aday korse
সবাই সকলের বুঝ অনুযায়ী সঠিক।আর রাসুলের স:এর বুঝ অনুযায়ী সঠিক কে নির্বাচন করুন। দেখি পারেন কিনা।
Rupali channel er vai, apni je comment chaichen, apni dine/ mash e koto waqt salat jamat e adai koren? Most of the muslims, jamat e 5 waqt salat aadai kore na. Faje, isha to bad i dilam onno waqteo olpo musolli thaken. Jana valo kintu accirdinly mana ba amol kora more important.
নামাজ নিয়ে এত মসলা সব মনগড়া।আমার মনে হ য় নামাজ যে ভাবেই পড়েন আললাহ কবুল করবেন।
মনগড়া কথা চলবে না সঠিকভাবে নামাজ আদায় করতে হবে
নামাজ ঠিক সময়েই পড়তে হবে
সূরা নিসা ১০৩
যখন তখন নামাজ আদায় করার পরিনাম জেনে নিন। জামাতে নামাজ আদায় করতে হবে।
সালাম যে বিষয় নিয়ে কথা বলে তারা সবাই লাহুল হাদিসের অনুসারী কথা বলেন কোরআন থেকে আয়াত নিয়ে
Amader dashar mosjid gulota ojotha dari kore ajan o namajer jamat hoy ata akjon janua alem ba valo muslim daitto nia imamar shathe kotha bola uchit.
যেহেতু হাদিস আছে তাই এদের মতো দেশ শেরা আলেমের দরকার নাই ৷
Zakaria sir apnar khata poris kar na
মুজাফফর সাবের ব্যাখ্যা ঠিক হলো কি??!!
আওয়াল ওয়াক্ত ও শেষ ওয়াক্ত নামাজ এর সময় নিয়ে আপনারা যে ভাবে বিতর্ক সৃসঠি করিতেছেন তাতে মানুষ নামাজ ছেড়ে দিবে,তাই অনুরোধ ফিতনা বাদ দিবেন,
All are scholars on the subjects, they must talk on the issues.
জামায়াতে সলাত হলো ফরয।শায়েখ শায়খ মোজাফফর বিন মোহসীন হাদিস উল্লেখ করে আওয়াল ওয়াক্তের সলাহকে ফরয বলেছেন। অন্য কেহই কোন হাদিস উল্লেখ করেন নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও হাদিস বলেছেন।
শায়খ আবদুল্লাহ জাহাঙ্গীর জামায়াতে সলাহ না পড়লে মোনাফিক হয়ে যাবে বলেছেন।মোনাফিক এর সংগায় বা হাদিসে একথা নেই।
মোযাফফর আর আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনা কারোর জন্যই ঠিক হবেনা বলে আমি মনে করি
কোরআন বলছে, "৪:১০৩. নিশ্চয়ই সালাত বিশ্বাসীগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত।" এই নির্দ্দিষ্ট সময় কোনটা? রাতে সালাতে দাঁড়ান [সূরাঃ ৭৩/মুযযাম্মিল, ২] নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা [সূরাঃ ৭৩/মুযযাম্মিল, ৭]। আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই । তাছাড়া কোরআনে যা স্পষ্ট করা হয়নি, তাতে বাধ্যবাধকতা নেই।
আল্লাহ নাকি মানুষকে বানাইছে তার ইবাদতের জন্য। গুরুত্বপূর্ণ নামাজ কয়েক ওয়াক্ত, কিভাবে পড়তে হবে তার কোনটাই কোরানে নাই। এগুলি হাদিসেও নাই। কোরআনে না থাকলে তা ফরজ হয় কিভাবে? কোরআনে ৮২ বার সালাতের কথা রয়েছে, তবে তার বেশীরভাগের অর্থই কিন্তু ‘আল্লাহর বিধি-বিধান’, প্রচলিত নামাজ নয়। নামাজ বেহেস্তের চাবি, এ ধরনের ফালতু কথা কোরআনে নেই। মনুষ্য রচিত হাদিছে আছে।
৬০০ ডানাওয়ালা জিব্রাইলের সাথে নবী মেরাজের রাতে আসমানের দরজা (আসমানের দারোয়ানও আছে) খুলে আল্লাহর কাছে যাওয়া, ৫০ ওয়াক্ত সালাতের নির্দেশ দেয়া, মুসা নবীর পরামর্শে বারবার দৌড়াদৌড়ি করে তা ৫ ওয়াক্তে কমিয়ে আনা, এসবই আসলে বুখারি গং-এর গল্পকথা, যা ঠাকুরমার ঝুলিকেও হার মানায়। অথচ এই গল্পের ভিত্তিতে ইমামেরা চালু করলেন সারাদিনের সালাত। মুসলিম সমাজকে পিছিয়ে রাখতে এ এক দারুন টেকনিক বটে। সালাত যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে তো আল্লাহ কোরআনে আদায় করতে বলতেন! আর আদায়ের নিয়মও বলতেন! এক মিথ্যা ঢাকতে কত মিথ্যা লাগে দেখুন। আমরা যারা সালাত কায়েমের অর্থ বুঝি তারা এই ভন্ডামি ধরতে পারি। কারন আমরা হাদিস দিয়ে কুরআন যাচাই করি না ,কুরআন দিয়ে হাদিস যাচাই করি। এমন কোন সহিহ হাদিস নেই যেখানে প্রতিদিন পাচ ওয়াক্র নামাজ পড়ার আদেশ আছে! এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে সম্পূর্ন নামাজ পড়ার নিয়ম আছে!
মসজিদে ইমামের পেছনে দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে নেই, হাদিসেও নেই ! কোন নামাজ কয় রাকাত তা হাদিসেও নেই ! সব ইমামদের গোজামিল !
আপনি কোরআন ও হাদিস মানেননা।আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।
@@homayunkabir3720 ফালতু বকা বকলেন।
@@homayunkabir3720 বুখারি গং-এর তথাকাথিত সহিহ হাদীছগুলোতে ইনিয়ে বিনিয়ে যা বলা হয়েছে, তা পুরো হাদিছ পড়লেই আপনারা বুঝে যাবেন। সারাংশ এবং হাদিছ নং নীচে দেয়া হলো-
রাসুল গণহত্যাকারী ছিলেন [সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) (বনু কুরাইজা) ৬৪/ মাগাযী [যুদ্ধ] পরিচ্ছেদঃ ৬৪/৩১] রাসুল গুপ্ত হত্যাকারী ছিলেন [সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নম্বরঃ ২৮২০, হাদিস নম্বরঃ ২৮১৩, সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বরঃ ৩০২২] রাসুল স্বামীকে হত্যা করে সুন্দরী সদ্য বিবাহিতা নারীকে নিজের জন্য রাখতেন [সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪৮/ জিহাদ, হাদিস নাম্বার: ২৬৯৪) ] রাসুল কামুক ছিলেন তথা রাস্তাঘাটে নারী দেখলে তিনি উত্তেজিত হয়ে পড়তেন, [সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৩৩০০, অধ্যায়ঃ ১৭, বিবাহ] আরো দেখুন, সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৩২৯৮], রাসুল দাসীর সাথে সেক্স করতেন [সূনান নাসাঈ (ইফাঃ) অধ্যায়ঃ ৩৭/ স্ত্রীর সাথে ব্যবহার, হাদিস নাম্বার: ৩৯৬১] , রাসুল শিশুকামী ছিলেন [সহীহ বুখারী (তাওহীদ) ৩৮৯৬, সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নাম্বার: ৬৫৩৯, সহি বুখারি, ভলুম-৭, বই- ৬২, হাদিস নং-১৮, হাদিছ নং ২১২১] রাসুল ধর্ষক ছিলেন [বুখারি, হাদিছ নং ৫২৫৫] (নাউজুবিল্লাহ। হে আল্লাহ, বুখারি গং-এর মিথ্যাচার থেকে আমাদের হেফাজত করুন।)
কোরআন থাকতে বুখারি গং-এর গাঁজাখুরি হাদিছ মার্কেটিং করতে গিয়ে পদে পদে ধরা খাচ্ছে রাজতন্ত্রের স্পেশাল প্রোডাক্ট ঘোমটা দেয়া হুজুরের দল।
বুখারি গং কোরআনের বিরুদ্ধে এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা লিখেছে। তাই তারা কোনভাবেই মুসলিম হতে পারে না। তারা কোরআনের মুসলিম নয়, তারা তাদের সৃষ্ট হাদিছের মুসলিম।
Samayer katha tomar koyta prove lagbe amake bolo
th-cam.com/video/7ZWP-1xCJjc/w-d-xo.html
আঃ রাজ্জাক / মহসিন???????????????
Where Allah says in quran to perform congregational prayer ?
Pls quote quranic verse to perform congregation prayer.
মুজাফফর সাহেবের হাদিস নং মিল পাইলামনা!!!
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَ يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ - قَالَ - وَفِيهِ نَزَلَتْ { فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ}
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা থেকে মাদীনায় আসার পথে যে দিকেই তাঁর মুখ হোক না কেন সওয়ারীতে বসে সলাত আদায় করতেন। এ ব্যাপারেই আয়াত (অর্থ) “তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেটিই আল্লাহ্র দিক” - (সূরাহ আল বাক্বারাহ ২ : ১১৫) অবতীর্ণ হয়। (ই.ফা. ১৪৮২, ই.সে. ১৪৯০)
সহিহ মুসলিম, হাদিস নং ১৪৯৭
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
আপনার আ্যপের সমস্যা
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ।
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
হাদিস নং ১৩৪১
Mohsin sir
Wakto manei awal wakto na sir
Sorry
মোজাফফর দেশসেরা কিভাবে???
মসজিদেরও আক্বীদা থাকে??
Shaekh mujaffar je hadis ta bolechhe seta vul bekhha diwachhe hadis holo dehser aien kanun nia r tini akhane solat somporke bolechh
অনেক প্রকাশনীর হাদিস নং আলাদা আলাদা Bro. So ভুল বুঝবেন না ।
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ।
হাদিস নং ১৩৪১ (ইসলামিক ফাউন্ডেশন)
সহীহ মুসলিম👍
আমরা জামাতে দেরী করি কেন?
দেখুন নামাজ ফরজ হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্য , তাই কেও কিন্তু সময়ের বাহিরে গিয়ে নামাজ পরেনা। আর সুন্নত এর জন্য ফরজ ছেড়ে দেওয়া মোটেও উচিত না।
ভাই আসল প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর কোন আলেম দিবেনা।
আব্দুর রাজ্জাক যেই হাদিস ত বললো সেটা কেউ দিতে পারবে
Ashole waqt onujayee salat adai na kore jar jokhon khushi salat adai koruk eta bollei oneker subidha hoto. Aro valo hoto jodi keu bolten je 5 waqt salat eksathe adai korleu cholbe. Tahole kotoi na valo hoto. Eta Ctg er maize vandarira kore. Al quran e allahu sothik time e salat adai korte bolechen. Allah amader sothik bujh dan korun ebong alem der honour korar tawfiw dan korun. So far i know, abdur razzak & muhshin ustader moto sothik reference die hadish bornona onekei koren na. Ashole amader savab holo amar jonno jeta kothin, hadish ba quran e ta thakleo amra accept korte chai na. Jemon- mohilader porda & purushder dari rakha. Hudband porda like kore na & wife dari rakha like kore na. Tai amra oi muftir fatwa expect kori je bolbe face open rakha jabe & french cut dari o sunnoti dari. Kothin holeo actual muminah face close korbe & mumin dari chere dibe. Hope you all understood.
আব্দুর রাজ্জাক আর মুজাফফর সাহেব কোন বুখারি পড়েন?
ওনারা দুই জনই আসল বুখারী পরে?না আর কেউ পরে?
আমার মত গুনাহগার যদি কুরআন সুন্নাহ আকড়ে ধরতে চায়,এত সহি আকিদার আলেম কেন ধরবে না!!
এটা তাদের সমস্যা।
বুঝি নাই ভাই
@Sevinho আলহামদুলিল্লাহ্, আমিও তাদের
মত
ইনারা দেশবরেন্য!!
মুসলিম 1497 হাদীসের সাথে তো মেলে না কেন?
বিভিন্ন প্রকাশনীর হাদিস ভিন্ন নং হয়
Check ইসলামিক ফাউন্ডেশন ১৩৪১ নং হাদিস পেয়ে যাবেন মুযাফফর বিন মহসিনের হাদিসের রেফারেন্স 🤟
@@AbdullahSohel100 ১৩৪১। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ।
এখানে স্পষ্টভাবে শাসক এর কথা উল্লেখ আছে, তো ভাই আমি জানতে চাচ্ছি বর্তমানে আমাদের দেশের কোন শাসক সালাত বা সালাতের সময় কে মেরে ফেলেছে, দয়া করে একটু জানাবেন।
@@saifuddinmahmudsami9712 এই যে হানাফি ওয়ালারা🤣🤣🤣
বছরে ৩৬৫ দিন সপ্তাহে ৭ দিন যোহরের সালাত ১.৩০ টায়🤣
আর ফজর পরে ওয়াক্ত শেষ হবার ২০ থেকে ১৫ মিনিট আগে🤣
আর যোহর টা নাই বললাম শরম করে😂
মোজাফফর বিন মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কথাই সঠিক মনে হয়েছে। কারণ তারা হাদিসের দলিল দিয়েছে
মুজাফফর মহসিন,,,, অতি পাকনা আলেম😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবূ যার! আমার পরে এমন সব শাসক আসবে, যারা সালাতকে মেরে ফেলবে। তখন তুমি তোমার সালাত যথাসময়ে আদায় করে নিবে। আর সময়মত যদি তাদের সঙ্গে পড়তে পার, তবে তা হবে তোমার জন্য নফল। নতুবা তুমি তো তোমার সালাত হিফাযত করেই ফেলেছ।
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
হাদিস নং ১৩৪১
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন
উনারা ছাড়া বাকি সব আলেমদের মতামত প্রায় এক
আর এই দুজন আলেম নিজেদের সব ভুলের উর্দে মনে করেন বলেই মনে করি
Mujaffor bin muhsin & abdur razzak personsl opinion den nai. Unara sohih hadish er reference diechen. Unara vul bolle hadish vul tai na? Hadish milie dekhen. Hadish means nabi (sa) er kotha ba kaj. Tai kauke vul bolte hole tar ba tader reference jachai korte hobe. Unader dewa hadishke obomanona kora gunaher kaj. Thanks for your kind understanding.
An-Nisa' ৪:১০৩
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
Bengali - Bayaan Foundation
অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয।
Bengali - Tafsir Abu Bakr Zakaria
অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে [১], অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে [২]; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য [৩]।
[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ্ তা’আলা যখনই কোনো ফরয তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারপর যারা সেটা করতে সক্ষম হবে না তাদেরকে ভিন্ন পথ বাতলে দিয়েছেন। এর ব্যতিক্রম হচ্ছে, ‘আল্লাহর যিকর’। এই যিকর এর ব্যাপারে যতক্ষণ কেউ সুস্থ বিবেকসম্পন্ন থাকে, ততক্ষণ আল্লাহ তা’আলা কাউকে ওযর আপত্তি পেশ করার সুযোগ দেন নি । সর্বাবস্থায় তাকে যিকর করতে হবে। রাত-দিন, জল-স্থল, সফর-মুকীম, ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, গোপন-প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর যিকর চালিয়ে যেতে হবে। এ আয়াতের এটাই ভাষ্য। [তাবারী, আত-তাফসীরুস সহীহ]
[২] মুজাহিদ বলেন, এর অর্থ যখন তোমরা নিরাপদ হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, তখন পূর্ণরূপ সালাত আদায় করবে। [তাবারী] অর্থাৎ কেউ যেন মনে না করে বসে যে, তাদের সালাত কমে গেছে বা কম পড়লেও চলবে।
[৩] এখানে নির্ধারিত সময় বলে, সালাতের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যেক সালাতের জন্য নির্ধারিত ওয়াক্তসমূহকে বোঝানো হয়েছে। এখানে সে ওয়াক্তসমূহ বলে দেয়া হয়নি। পক্ষান্তরে অন্য আয়াতে সেগুলোর বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ বলেন, “সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়।” [সূরা আল-ইসরা ৭৮]
পাশাপাশি হাদীসে সালাতের ওয়াক্তের বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সালাতের প্রথম ও শেষ সময় রয়েছে। যোহরের সালাতের প্রথম সময় হচ্ছে যখন সূর্য হেলে যাবে। আর শেষ সময় হচ্ছে, আসরের ওয়াক্ত প্রবেশ করা পর্যন্ত। অনুরূপভাবে আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন এর ওয়াক্ত হবে। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তদ্রূপ মাগরিবের প্রথম সময় হচ্ছে যখন সূর্য ডুবে যায়। তার শেষ সময় হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর এশার প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন দিগন্ত রেখা চলে যায়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, মধ্য রাত পর্যন্ত। ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে, যখন সুবহে সাদিক উদিত হয়। আর শেষ ওয়াক্ত হচ্ছে, যখন সূর্য উদিত হয়। [তিরমিযী: ১৫১]
কুরআন অ্যাপ পেতে: gtaf.org/apps/quran
#GreentechApps
ভুলের উর্ধে তারা মানুষ হতে পারে না,
Akonkar jamanar alemra boro jalem sasok
এ ব্যাপারে আরবের সম্মানিত শায়েখ গান কি বলেন
Kaba & masjid e nobobite awal waqt e salat hoi. Awal waqt e salat adai kora uttom. Eta jidi 1500 year pore amra jante pari hadish dara tahole abu hanifa 1000 year age eta janten na? Uni keno deri kore jamat kirte bolben? Uni ki nzbu (sa):er birodhi chilen? Na. Asole amader desher bidati hanafira abu hanifar name onek mittha chalie den. Allah unader maf korun & hidayat dan korun. Ameen.
Oukto থাকলে জামাত উত্তম
Deri kore jamat na kore sobai awal waqt e jamat korle ki probkem? Karon awal waqt e salat adai kora uttom. Amra keno gpa5 na nie a- ba gpa2/3nite chai?
Awwal wakte namaj porbo
I am agree with you. Ashole amader desher hanafira bidati. Nijeder subidhar jonno onek mittha abu hanifar nam e chalie den. Bidatira ahle hadis musollider enemy mone kore. Tara yahudi, mushrik , kafurderkeo otota enemy mone kite na jotota ahle hadisder kore.
@@shompanaznin8813 indeed we must follow hukum of Kuranhadis but it is not possible on a murkho to find out the hukum of Kuranhadis so he is bound to follow a guide who has vast knowledge of Kuranhadis so we must follow majhab jemon hanafi majhab Safi hamboli maleki majhab who guided us as per Kuranhadis as far as they could collect in th
eir age of course we shall not follow their instructions verdict fatwa comments opinion if that are against kuran and sohih hadis and this is not their instructions if you please go through the comments of the imams ***ahale hadis Ra o ekti majhab jemon hanafi majhab*** imams and alem of ahale hadis do not have full knowledge of Kuranhadis ( mukhosto)
@@shompanaznin8813 listen to I am not following majhab'''s verdict fatwa comments opinion in Toto as I have some knowledge of Kuranhadis**** United we stand divide we fall rukukarider Sathe ruku koro taguter biruddhe action nin ekmumin r ek muminer ayna sorup hasimukhe Kotha bola ekti sadaka feed the neighbors and hungers invest in food not inwar punnyo papke muce fele imaner sathe amole Saleh korle jannat Paoa Jabe watch unique banking channel to know about banking details orders of Allah SWT subject wise discussion on islamiic ideology if you do have any questions on my opinion comments verdict fatwa, you may feel free to contact me at the you tube***jhagra bibad bahas kore lav nai may Allah SWT bless you and your family members and friends around the globe and imander male and female and place them in the jannatul ferdaus insha'Allah Amin summa amin mondoke dur koro Valo diye
@@shompanaznin8813 koi Kicu bollen na to
@@uniquebanking3151 thanks for your comments. We must be practicing muslim as per quran and sunnah. We should respect everybody who can give us perfect reference of quran & hadis. May be he is hanafi, ahle hadis, shafi e or any other mazhab but his reference to be authentic, we must follow him.
এখানে সবাই তো আগলা হাদিসের লোক এদের বেপারে আর কি বলবো
Akidagoto vabe sobai ahle hadis. But masalate iktilaf thaktei pare. Karon nabu (sa) ekta amol uttom, jaej onek vabe dekhiechen ummoter subudhar jonno. Ekhon amra gpa5 nibo na a- nibo? Jar jeta khushi. Sobar masalai sothik. Karon nabi (sa) er hadish. You can choose the grade.
মহিলারা কোন সময়ে পড়বে?
যেহেতু মহিলাদের জামায়াত এ সালাত পড়তে হয় না, তাই মহিলারা অবশ্যই আওয়াল ওয়াক্তে পড়বে, এটাই উত্তম।
ভাই আপনারা ইসলামিক ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম থেকে বিরত থাকুন।
ফালতু এড আসে।
ভাই ইউটিউব এখন সব ভিডিওতে অ্যাড দেই, আর এই চ্যানেল থেকে কোন টাকা ইনকাম করিনা, এইটা ফ্রি ভাইয়া, আশা করি বুঝেছেন।।
এই৪ জন আলেম বদ আকিদার
Akhun masjid chale sasoker mote
আবু বকর জাকারিয়ার ব্যখ্যা কিছুটা ভুল
এখানে অধিকাংশ ফিতনা বাজ