প্রথম প্রেম কোনভাবেই শ্রেষ্ঠ প্রেম হতে পারে না। কারন যে প্রেম সারা জীবন পাশে থাকলো না সে আবার শ্রেষ্ঠ প্রেম হয় কিভাবে ? আমার মতে পরের প্রেমই শ্রেষ্ঠ প্রেম। কারন, পরের প্রেম ই জীবনের শেষ পর্যন্ত পাশে থাকে। জীবনের দুঃখ কষ্ট গুলো ভাগ করে নেয়। প্রথম প্রেম তো আর থাকে না, থাকে শুধু পরের প্রেমই, তাই পরের প্রেমকেই শ্রেষ্ঠ প্রেম বলা যায় ❤❤
মণ কী চায় বলো যারে দেখি লাগে ভালো নয়, বরং আমি তোমার ও সঙ্গে বেধেছি আমার ও প্রাণ বলে প্রথম বার দুজনে হাতে হাত রেখে, প্রনয়ের প্রথম ধাপ গুলো এক সঈে পার হতে থাকা।কপতি কপতি দের প্রেম বুজাছি।
আমি মনে করি প্রথম প্রেম অনেক কিছুই শিখিয়ে দেয় কিন্তু জীবনের শেষ পর্যন্ত যে প্রেম রইয়ে যায় সেই প্রেমেই শ্রেষ্ঠত্ব অর্জন করে।
প্রথম প্রেম কখনো ভোলা যায় না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যত বার প্রেম আসুক না কেন, ঐ প্রথম প্রেম এর অনুভূতি টা কখনো বাকি প্রেমের ক্ষেত্রে হয় না।
আপনি যতবার প্রেমে পড়বেন কোন প্রেমকে ভুলতে পারবেন না সেটা দ্বিতীয় হোক আর প্রথম হোক আর শেষ হোক
প্রথমো প্রেমের ছোঁয়া গেলেছে এই মনে।
প্রথম প্রেম কোনভাবেই শ্রেষ্ঠ প্রেম হতে পারে না। কারন
যে প্রেম সারা জীবন পাশে থাকলো না সে আবার শ্রেষ্ঠ প্রেম হয় কিভাবে ?
আমার মতে পরের প্রেমই শ্রেষ্ঠ প্রেম। কারন, পরের প্রেম ই জীবনের শেষ পর্যন্ত পাশে থাকে। জীবনের দুঃখ কষ্ট গুলো ভাগ করে নেয়।
প্রথম প্রেম তো আর থাকে না, থাকে শুধু পরের প্রেমই, তাই পরের প্রেমকেই শ্রেষ্ঠ প্রেম বলা যায় ❤❤
মন থেকে ভালোবাসা,আপনি আসলেই সত্যি বলেছেন।
Right 😊
হাজার কবিতা কিন্তু বেকার স্রাবিতা এবং তার কথা কেউ বলেনা,সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।
প্রেম প্রথম হোক দ্বিতীয় হোক প্রেম করেই যান করেই যান😅😂
মণ কী চায় বলো যারে দেখি লাগে ভালো নয়, বরং আমি তোমার ও সঙ্গে বেধেছি আমার ও প্রাণ বলে প্রথম বার দুজনে হাতে হাত রেখে, প্রনয়ের প্রথম ধাপ গুলো এক সঈে পার হতে থাকা।কপতি কপতি দের প্রেম বুজাছি।