"মোনালিসাকে" নিয়ে চমৎকার বিশুদ্ধ বাংলা ভাষায়,জরতাহীন ভাবে উচ্চারিত প্রতিটি শব্দের সুন্দর ভাবে সংমিশ্রণ ঘটিতে, গভীর বিশ্লেষণ এই প্রথম শুনলাম। শুভকামনা রইল।
পিনাকি দাদা, কোন ভাষায় যে আপনাকে সাধুবাদ জানাবো তা ভেবেই পাচ্ছিনা। শুধু এটুকুই আশা ও প্রার্থনা করি যে- আপনার জ্ঞানগর্ভ আলোচনা আর দেশ প্রেম যেন আপনার মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকে। " অর্থ " আর "চোখ রাঙ্গানো" র কাছে যেনো আপনি কোনদিন পরাজিত না হ'ন। মঙ্গলময় জীবন যাপন করুন।
আপনি যে ভাবে চিত্রকর্মটি বিশ্লেষণ করলেন তাতে মনে হয় এবিষয়ে আপনি গভীরভাবে চর্চা করে থাকেন। মোনালিসা সম্পর্কে এত সূক্ষ্ম বিশ্লেষণ এর আগে পাইনি। এটাও বুঝলাম মোনালিসা কেন এত আলোচিত। আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আপনার লেখার ফ্যান এবং হেটার্স দুটিই। আপনার প্রতিটি ভিডিও অথবা পোস্ট সময় পেলে দেখার চেস্টা করি। আপনার মোনালিসা কে নিয়ে এই ধরনের বিশ্লেষণ এবং আপনার বাচনভঙ্গি তে আমি মুগ্ধ। এরকম অসাধারণ ভিডিও দিয়ে আমাদের জ্ঞানের পরিধি কে বিস্তৃত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা আপনার অসাধারণ বাচন ভঙ্গি আমাকে মুগ্ধ করে। আপনি অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন। আর আপনার কথাগুলো যতই শুনি ততোই আপনার প্রতি সম্মান বেড়ে যায়।আপনার প্রত্যেকটা কথার মধ্যেই যৌক্তিকতা আছে। যে যুক্তি কতার কারণে আপনার কথাগুলো মানুষের মনে দাগ কাঁটে। ভালো থাকবেন। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।
আল্লাহু আকবার ! এমন শক্তিশালী চিন্তাশক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন । তিনি কতো মহান যিনি এই ক্ষুদ্র মহাবিশ্বের এবং মানুষের স্রষ্টা ! আল্লাহু আকবার । দোয়া করি আল্লাহ আমাদের মেধা কে তার পথে চালিত করুন । আসুন আমরা অমুখাপেক্ষী , জন্ম মৃত্যুর উর্ধ্বে , আমাদের চিন্তা যাকে গ্রাস করতে পারে না , সবচেয়ে বড় গায়েব সেই অথরিটির কাছে আত্মসমর্পণ করি । অথরিটি এতো মেধা বেহুদা দেননি । কোরআনে বারবার তিনি কারণ উল্লেখ করেছেন । দাদা ভাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি কোরআনের শৈল্পিক কৌশল এবং ভঙ্গি নিয়ে স্টাডি করবেন ।
ভিডিওটা দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেলো টের পেলামনা। শেষ হওয়ার পরও অনেক্ষণ ফোন স্ক্রিনে হা করে তাকিয়ে ছিলাম। আহা! কি অপূর্ব বিশ্লেষ! অসাধারণ দাদা! অনেক অনেক শুভ কামনা।
@@sadekulalam6940 you might have phd on Monalisa by reading Dan Brown’s book, to me it’s an excellent analysis on Leonardo’s design inspiration, and post renaissance design inspiration. Be positive
আমি মরিয়া হয়ে এই প্রতিকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজছিলাম এবং আমি অনেক ডকুমেন্টারি দেখেছি এবং অনেক গবেষণা দেখেছি কিন্তু সেগুলি আমাকে এই ভিডিও পর্যন্ত বিশ্বাস করতে পারেনি।আপনি 14 মিনিটের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ প্রতিকৃতির সম্পূর্ণ তথ্য সংক্ষিপ্ত করেছেন
মোনালিসার হাসি ও ছবি নিয়ে বেশ কিছু লেখা ও ভিডিও বিশ্লেষণ দেখেছি। কিন্তু আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণ একেবারে ইউনিক। এভাবে আগে কেউ মোনালিসা ছবি ও শিল্পীর দক্ষতা নিয়ে এত পরিচ্ছন্ন ও লজিক্যাল ব্যাখ্যা করেছে কিনা আমার জানা নেই। একদম মুগ্ধ।
অদ্ভুত রহস্যময় ও অপূর্ব এবং চমৎকার এক আজব ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যা আগে কেউই এ ভাবে ফুটিয়ে তুলতে পারে নি । ধন্যবাদ সহ আন্তরিক ভালবাসা ও শুভকামনা রইলো আপনার জন্য।
অসাধারণ। মোনালিসা নিয়ে ইংরেজি ও বাংলায় অনেক দুর্বোধ্য লেখা পড়েছি। এই প্রথম বুঝলাম এটা একটা ক্লাসিক এমনিতেই হয় নি। সুপ্রিয়। গ্রামীনব্যাংকের একই ক্যাম্পাসে থেকেও কেন দেখা ও কথা হল না?
I was desperately looking for detailed information about this portrait and i have watched so many documentaries and red so many researches but those never had me convinced until this video. You summed up the whole information of this greatest portrait in 14 minutes👏 Amazing work!
সবই বুঝলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বেশিরভাগ মানুষের মতো পিনাকি আপনিও মিস করে গেলেন কিছুই বললেননা প্রচন্ড হতাশ হলাম সেটা হলো আপনি মোনালিসার ভ্রু সম্পর্কে কিছুই বললেননা
আমি বেশ কয়েকদিন আপনার এই চ্যানেলের ভিডিও গুলো দেখতে ছিলাম । আজ হঠাৎ এসে মোনালিসার এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো । সেটা ভাষায় প্রকাশ করার মতো না । আমি আশা করব এই চ্যানেলে আমি অনুসরণ করতে থাকলে আরো বেশ কিছু ভালো ভিডিও দেখতে পাবো।
আমরা আপনার মাধ্যমে খুব সহজেই জানতে পারি যে জ্ঞান আপনি এত মেধা এবং অসংখ্য সময় দিয়ে অর্জন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ. আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি
What an analysis! I have learned so many things, absolutely joy to learn about this. Thank you so much for making the time to create such a great content.
Thank you for this lecture touring through the psychology of the artist trough decades, impression of renaissance, analysis of the painting and your own insight in art, history and political psychology. It is really a treat listening to you.
লিওনার্দো দ্যা ভিঞ্চির শিল্পরূপ নারী চিত্র "মোনালিসা" কে নিয়ে মানবশারীরিক চিন্তাশক্তি ও দৃষ্টিশক্তির জ্যামিতিক এবং শরীরতাত্ত্বিক জ্ঞান কৌশল ঐ চিত্ররূপের উপর এতো সুন্দর অথচ ছন্দময় বিশ্লেষনী বর্ণনা সত্যই দারুন অনুভবের ও রসময় উপভোগ্য হয়ছে !!! আপনার ইন্টার-ইন্টেনশন্যাল ক্ষতার প্রাবল্য সত্যিই সূক্ষ্মতম, গোছালো তাই অসাধারণ।👍👌🌷🌷🌷🌷🌷🌷🌷সমর।
"মোনালিসাকে" নিয়ে চমৎকার বিশুদ্ধ বাংলা ভাষায়,জরতাহীন ভাবে উচ্চারিত প্রতিটি শব্দের সুন্দর ভাবে সংমিশ্রণ ঘটিতে, গভীর বিশ্লেষণ এই প্রথম শুনলাম। শুভকামনা রইল।
App pp
Apnake salam
মোনালিসা কে নিয়ে আমার দেখা সেরা বিশ্লেষণ, এমন নিপূণ ভাবে ব্যাক্ষা কেউ করেনি, অভূতপূর্ব ভিডিও যা সেরার সেরা।🙏🔥
আমি একজন ডাক্তার হিসেবে আপনার শিল্প, সাহিত্য-সংস্কৃতি বিষয়ে জ্ঞান দেখে অবাক হই!😑
পিনাকি ভাই ও একজন ডাক্তার
পিনাকি দাদা, কোন ভাষায় যে আপনাকে সাধুবাদ জানাবো তা ভেবেই পাচ্ছিনা। শুধু এটুকুই আশা ও প্রার্থনা করি যে- আপনার জ্ঞানগর্ভ আলোচনা আর দেশ প্রেম যেন আপনার মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকে। " অর্থ " আর "চোখ রাঙ্গানো" র কাছে যেনো আপনি কোনদিন পরাজিত না হ'ন। মঙ্গলময় জীবন যাপন করুন।
আপনি যে ভাবে চিত্রকর্মটি বিশ্লেষণ করলেন তাতে মনে হয় এবিষয়ে আপনি গভীরভাবে চর্চা করে থাকেন। মোনালিসা সম্পর্কে এত সূক্ষ্ম বিশ্লেষণ এর আগে পাইনি। এটাও বুঝলাম মোনালিসা কেন এত আলোচিত। আপনাকে অনেক ধন্যবাদ।
অসামান্য বিশ্লেষণ। মোনালিসার ছবি এমন বিশ্লেষণ এর আগে কোথাও পাই নাই। ছবিটা যেমন নিপুণ হাতে আঁকা, বিশ্লেষণও ঠিক একই যত্নে বলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি আপনার লেখার ফ্যান এবং হেটার্স দুটিই। আপনার প্রতিটি ভিডিও অথবা পোস্ট সময় পেলে দেখার চেস্টা করি। আপনার মোনালিসা কে নিয়ে এই ধরনের বিশ্লেষণ এবং আপনার বাচনভঙ্গি তে আমি মুগ্ধ। এরকম অসাধারণ ভিডিও দিয়ে আমাদের জ্ঞানের পরিধি কে বিস্তৃত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারণ!!!
কবিতা আবৃত্তির স্টাইলে কথা বলার ধরণ টা বেশ ভাল লেগেছে।আর এই ছবি সম্পর্কে এত সব তথ্য প্রথম জানতে পারলাম।
সামনে আরো ভাল কিছু আশা করছি।
থ্যানক্স
দাদা আপনার অসাধারণ বাচন ভঙ্গি আমাকে মুগ্ধ করে। আপনি অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন। আর আপনার কথাগুলো যতই শুনি ততোই আপনার প্রতি সম্মান বেড়ে যায়।আপনার প্রত্যেকটা কথার মধ্যেই যৌক্তিকতা আছে। যে যুক্তি কতার কারণে আপনার কথাগুলো মানুষের মনে দাগ কাঁটে। ভালো থাকবেন। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।
অসাধারণ বিশ্লেষণ, গুরু
এই ভাবে কখনো কাউকে বিশ্লেষণ করতে দেখিনি
আল্লাহু আকবার ! এমন শক্তিশালী চিন্তাশক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন । তিনি কতো মহান যিনি এই ক্ষুদ্র মহাবিশ্বের এবং মানুষের স্রষ্টা ! আল্লাহু আকবার । দোয়া করি আল্লাহ আমাদের মেধা কে তার পথে চালিত করুন । আসুন আমরা অমুখাপেক্ষী , জন্ম মৃত্যুর উর্ধ্বে , আমাদের চিন্তা যাকে গ্রাস করতে পারে না , সবচেয়ে বড় গায়েব সেই অথরিটির কাছে আত্মসমর্পণ করি । অথরিটি এতো মেধা বেহুদা দেননি । কোরআনে বারবার তিনি কারণ উল্লেখ করেছেন । দাদা ভাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি কোরআনের শৈল্পিক কৌশল এবং ভঙ্গি নিয়ে স্টাডি করবেন ।
জিবনে এই প্রথম এত সুন্দর বিবরণ শুনলা। আপনার fan হয়ে গেলাম।
আর্লি রেনেসা আর হাই রেনেসার ব্যাপারটা দারুন লেগেছে! জানতে পারলাম অনেক কিছুই।
এই চিত্রশিল্পী লিওনার্দো কে যে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তায়ালার মহিমা কত সুন্দর। নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাজ্ঞানী।
জ্ঞানীরা দেশপ্রেমিক হয়।
স্যার,আপনাকে স্যালুট।।
অসাধারণ! অদ্ভুত সুন্দর!
গায়ে কাঁটা দেওয়ার মতো
একটা বিশ্লেষণ শুনলাম!
মানুষের জ্ঞানের শ্রেষ্ঠ শিল্পিত বহিঃপ্রকাশ মোনালিসা! ❤️
এত সুন্দর করে ডিটেইল করে কারও ব্যাখ্যা শোনা হয়নি মোনালিসা নিয়ে। খুব ভালো লাগলো তাই শেয়ারও করলাম। অনেক ধন্যবাদ।
কোনোদিনও এভাবে জানতে পারতাম না আপনি না থাকলে ।
আহা... কি অসাধারণ বিশ্লেষণ । 💕
😊😊👑👑
ভীষণ ভীষণ ভালো বিশ্লেষণ। এমন বিষয়ভিত্তিক বিশ্লেষণ অবশ্যই অনেকবেশি ভাবতে ও জানতে শেখায়। মি. পিনাকী ভট্টাচার্য আপনার এ-সব কর্ম টিকে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
অপূর্ব অধ্যয়ন এবং অনুধাবনের বিচ্ছুরণ। সাবাশ পিনাকী ভাই। 🌷🌿Simply Wonderful !
ভিডিওটা দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেলো টের পেলামনা। শেষ হওয়ার পরও অনেক্ষণ ফোন স্ক্রিনে হা করে তাকিয়ে ছিলাম। আহা! কি অপূর্ব বিশ্লেষ! অসাধারণ দাদা! অনেক অনেক শুভ কামনা।
Hello
আপনি অনন্য ।
শিল্প ,সাহিত্য, রাজনীতি, ইতিহাস
সর্বত্র সাবলীল বিচরণ আপনার ।
আপনি বেঁচে থাকুন হাজার বছর ।
স্যারের কথা গুলো খুব ভালো লাগে❤❤❤
অসাধারন বিশ্লেষণ । শুভেচ্ছা দাদা
Nope,not at all.He wasn't close enough about munalisa.Plz read the vinchi code by Dan Brown
@@sadekulalam6940 you might have phd on Monalisa by reading Dan Brown’s book, to me it’s an excellent analysis on Leonardo’s design inspiration, and post renaissance design inspiration. Be positive
full copy but banglate khub valo explain koresen
@@Tom-nu5ix তোদের কট্টর হিন্দুদের জ্বলে উনি সত্য কথা বলাতে ।
মোনালিসা যেমন আমাদের দৃষ্টিতে মুগ্ধতা ছড়ায় তেমনি আপনার বিশ্লেষণ আমাদের মগজের প্রতিটা নিউরনকে জাগ্রত করে।
❤️❤️❤️❤️
💙
অসাধারন!! অসাধারন!! এরকম ডিটেইল বিশ্লেষন এর আগে কখনো শুনিনি। আপনি একজন অসাধারন মানুষ, অসাধারন আপনার বিশ্লেষন। ধন্যবাদ
অসাধারণ ও অতীব সুন্দর আলোচনা
বিশ্লেষণ আর পটভূমির আলোচনা দিয়ে অসামান্যকে আরও অসামান্য করে তুললেন! ধন্যবাদ!
আসলেই ! জবাব ছাড়া !
আমি মরিয়া হয়ে এই প্রতিকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজছিলাম এবং আমি অনেক ডকুমেন্টারি দেখেছি এবং অনেক গবেষণা দেখেছি কিন্তু সেগুলি আমাকে এই ভিডিও পর্যন্ত বিশ্বাস করতে পারেনি।আপনি 14 মিনিটের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ প্রতিকৃতির সম্পূর্ণ তথ্য সংক্ষিপ্ত করেছেন
মোনালিসার হাসি ও ছবি নিয়ে বেশ কিছু লেখা ও ভিডিও বিশ্লেষণ দেখেছি। কিন্তু আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণ একেবারে ইউনিক। এভাবে আগে কেউ মোনালিসা ছবি ও শিল্পীর দক্ষতা নিয়ে এত পরিচ্ছন্ন ও লজিক্যাল ব্যাখ্যা করেছে কিনা আমার জানা নেই। একদম মুগ্ধ।
মাশাআল্লাহ অসাধারণ মনোমুগ্ধকর বিশ্লেষণ
অসম্ভব সুন্দর বিশ্লেষণ। ধন্যবাদ
অদ্ভুত রহস্যময় ও অপূর্ব এবং চমৎকার এক আজব ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যা আগে কেউই এ ভাবে ফুটিয়ে তুলতে পারে নি । ধন্যবাদ সহ আন্তরিক ভালবাসা ও শুভকামনা রইলো আপনার জন্য।
Very nice video 👍
অজস্র ধন্যবাদ.. আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
অসাধারণ বর্ণনা, অনেক ধন্যবাদ
অসাধারন উপস্থাপনা এবং বক্তব্য
এক অসাধারণ ব্যাখ্যা। এত সহজ বিশ্লেষণ , এত sensuous , এত নির্ভার শব্দচয়ন বিস্মিত করে। ধন্যবাদ।
এর থেকে আসাধারন গবেষনা আর কি করে হতে পারে সেটাই ভাবনার বিষয় ।।।। চমৎকার 👏👏👏👏👏👏
লিওনার্দো যত বিচক্ষনতার সাথে ছবিটা একেছেন ঠিক ততটাই বিচক্ষণতার সাথে আপনি এটির রহস্য মানুষের কাছে তুলে ধরেছেন!সাবাস দাদা
অপূর্ব ভাইয়া। কোনদিন জানতাম না এত ডিটেইলস্। আপনার প্রেজেন্টেশন, ভয়েস হল আউটস্ট্যান্ডিং। সবশেষে গানটা ছিল নস্টালজিক। শুভ কামনা রইল
খুবই সুন্দর উপস্হাপনা জবাব বিহিন দাদাকে আল্লাহ (ছুঃ) তালা ঈমান সহকারে হেদায়েত দান করুন।
অসাধারণ।
মোনালিসা নিয়ে ইংরেজি ও বাংলায় অনেক দুর্বোধ্য লেখা পড়েছি। এই প্রথম বুঝলাম এটা একটা ক্লাসিক এমনিতেই হয় নি। সুপ্রিয়। গ্রামীনব্যাংকের একই ক্যাম্পাসে থেকেও কেন দেখা ও কথা হল না?
ওয়াও!! বর্ননা, ভিডিও মেকিং সবগুলো বিষয় মিলে অসাধারণ দাদা...❤️
আপনার স্মরন শক্তি অসাধারণ, অসাধারণ আপনার উপস্হাপন শৈলী,, আপনি আমাদের অহংকার, আমাদের গব'।
জে কোন বিষয়ে আপনার আলোচনায় মুগ্দ হই ধন্যবাদ
এটাই বিস্তারিত শুনলাম
মোনালিসা নিয়ে আমার জীবনে।
স্যালুট স্যার ।💝
মোনালিসার পোর্টরেইট নতুন ও সঠিক আংগিকে অনুভব করার একটি শিল্পিত উপস্থাপনা । দারুণ শিহরণ জাগানো চুল চেরা বিশ্লেষণ।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রিয় দাদা ।
I was desperately looking for detailed information about this portrait and i have watched so many documentaries and red so many researches but those never had me convinced until this video.
You summed up the whole information of this greatest portrait in 14 minutes👏
Amazing work!
অনেক ধন্যবাদ
Excellent go ahed
Copy..copy...
th-cam.com/video/T9JvUDrrXmY/w-d-xo.html
@@PinakiBhattacharya আপনি একজন জীবন্ত কিংবদন্তি, আপনার জ্ঞানের আলোয় আলোকিত হোক সমাজের দীর্ঘ অন্ধকার, দীর্ঘজীবী হউন, স্যার।
মোনালিসা নিয়ে এতো চমৎকার আলোচনা আগে শুনি নাই - অনেক কিছু জানলাম। ধন্যবাদ দাদা
ভাষা হারিয়ে গেছে আপনার বর্ণনায় দাদা।।ভালো থাকবেন।।
এই ভিডিও দেখার আগে মোনালিসা সম্পর্কে এতকিছু জানতাম না।
ধন্যবাদ প্রিয় পিনাকি ভাইকে।
আর একটা কথা ; ভাইয়ার গোছানো কথা এবং এন্ডিংটা সব ভিডিওতেই অসাধারণ।
Osadharon...onk kichu janlam..but camerar dike takia kotha gulo bolle valo lagto❤️❤️
অনবদ্য বিশ্লেষণ! প্রতিটা তথ্য শুনেছি আর অন্যরকম অনুভূত হয়েছে।
মোনালিসা আর্ট নিয়ে এটা পৃথিবীর সেরা এক্সপ্লেইন!!
এতো সাবলীল, এতো সহজে এতো সুন্দর ভাষা!!
সবই বুঝলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বেশিরভাগ মানুষের মতো পিনাকি আপনিও মিস করে গেলেন কিছুই বললেননা প্রচন্ড হতাশ হলাম সেটা হলো আপনি মোনালিসার ভ্রু সম্পর্কে কিছুই বললেননা
এই একটা ছবির কাহিনী কিছুই বুঝতাম না, আজকে যাই বুঝলাম। অসাধারণ
অসাধারণ! এক কথায় চমৎকার!
আমি বেশ কয়েকদিন আপনার এই চ্যানেলের ভিডিও গুলো দেখতে ছিলাম । আজ হঠাৎ এসে মোনালিসার এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো । সেটা ভাষায় প্রকাশ করার মতো না । আমি আশা করব এই চ্যানেলে আমি অনুসরণ করতে থাকলে আরো বেশ কিছু ভালো ভিডিও দেখতে পাবো।
স্যার মনে হয় আগে সাংবাদিক ছিলেন কথায় চমৎকার পান্জলতা ও মাধুর্যপূর্ন
আমরা আপনার মাধ্যমে খুব সহজেই জানতে পারি যে জ্ঞান আপনি এত মেধা এবং অসংখ্য সময় দিয়ে অর্জন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ. আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি
অসাধারণ আলোচনা।
আমি এটার ব্যাখ্যা খুঁজছিলাম...
আপনাকেযে কি ভাবে ধন্যবাদ যে দেই...❤️❤️❤️❤️
আহা... কি অসাধারণ বিশ্লেষণ । আপনাকে অনেক ধন্যবাদ।
দারুন এক আলোচনা! সম্প্রতি আমার মেয়ে লুভ মিউজিয়ামে গেছে , মোনালিসা দেখে সে একটু ডিসএপয়েন্টেট, প্রথম দেখায় অন্য সবার মতো। মেয়েকে এই ভিডিও টা দেখতে বলবো।
অমায়িক বিশ্লেষণ, আগে এত সুন্দর বিশ্লেষণ কোনদিন শোনাহয়নি
ছবির মত আপনার অভিব্যক্তি প্রকাশ বিশিষ্ট অনিন্দ্য সুন্দর। ধন্যবাদ।
কি অদ্ভুদ এই পিনাকিদা।অসাধারন বর্ননা।
ইনশাআল্লাহ দোয়া করি ডাঃ পিনাকী ভট্টাচার্য স্যার জন্য ♥️♥️♥️♥️♥️🌹♥️
অসাধারণ পান্ডিত্যপূর্ণ বিশ্লেষণ।
What an analysis! I have learned so many things, absolutely joy to learn about this. Thank you so much for making the time to create such a great content.
থ্যানক্স
@@PinakiBhattacharya ভালোবাসা নিবেন স্যার ।
Thank you for this lecture touring through the psychology of the artist trough decades, impression of renaissance, analysis of the painting and your own insight in art, history and political psychology. It is really a treat listening to you.
DADA, it is your analytical discussion. and psychologcal, classic painting of Monalisa🖌️
Such an in-depth review!!! To analyze the Monalisa someone has to know art in-depth and you know it. Great explanation.
You are positioned no 1 (One) for analysis current issues including History, Religion, Geo-Politics, Culture and Investigation and many more....
অসাধারণ বর্ণনা আর উপস্থাপন।
অসাধারন বিশ্লেষণ, Thank u so much.
লিওনার্দো দ্যা ভিঞ্চির শিল্পরূপ নারী চিত্র "মোনালিসা" কে নিয়ে মানবশারীরিক চিন্তাশক্তি ও দৃষ্টিশক্তির জ্যামিতিক এবং শরীরতাত্ত্বিক জ্ঞান কৌশল ঐ চিত্ররূপের উপর এতো সুন্দর অথচ ছন্দময় বিশ্লেষনী বর্ণনা সত্যই দারুন অনুভবের ও রসময় উপভোগ্য হয়ছে !!! আপনার ইন্টার-ইন্টেনশন্যাল ক্ষতার প্রাবল্য সত্যিই সূক্ষ্মতম, গোছালো তাই অসাধারণ।👍👌🌷🌷🌷🌷🌷🌷🌷সমর।
বিশ্লেষণ ভালো লাগলো। ধন্যবাদ।
আমার বগুড়া। অসাধারণ দাদা!
অসাধারণ অসাধারণ আপনার আলোচনা যতই শুনছি মুগ্ধ হচ্ছি
অসাধারণ বিশ্লেষণ।
এরকম কনসেপ্ট নিয়ে আরো ভিডিও করবেন,আশা করি।
এতো অসাধারন বর্ননা দিলেন স্যার। অনেক ধন্যবাদ।
আপনার অসাধারণ বিশ্লেষণ অনেক কিছু শিক্ষা দেয়।
অসাধারণ বিশ্লেষণ। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিল্পালাপটি মুগ্ধতা ছড়ালো আমার মনন ও চৈতন্য জুড়ে। ধন্যবাদ।
দাদা অনেক তথ্যবহুল। ধন্যবাদ
Khub e sundor bexlesion....
I didn't know we needed this 🙌🏼❤️ from CTG
স্যার, ইলুমিনাতি-ফ্রিম্যাসনারী নিয়ে আলোচনা করবেন।
অসাধারণ অস্থির বর্ণনা 👌
এক কথায় অনবদ্য!
অসাধারন বিশ্লেষণ ।ধন্যবাদ ।
ক্ষুর ধারালো বিশ্লেষণ, ভালো লেগেছে দাদা।
দারুণ একটা এপিসোড। অসাধারণ।
অসাধারণ, অনেক কিছু জানলাম
Sir, apner new videor ashay boshe achi.
Thanks.
সুন্দর উপস্থাপনা।
গভীর বিশ্লেষণ।
Extraordinary! that's what we want from you. Can you make a video on Michelangelo's painting The Creation of Adam?
.. No
...
দারুণ বিশ্লেষণ। অসাধারণ!