Jiner Badshah | জ্বীনের বাদশা | Bapparaj, Ronjita, ATM Shamsuzzaman | Old Bangla Full Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Watch Bangla Comedy Movie Jiner Badshah | জ্বীনের বাদশা | Exclusively on Anupam Movies.
    Subscribe Now: bit.ly/anupamm...
    Welcome to Anupam Movie channel.
    Watch Popular Bangla Movies, Bangla Movie Songs,
    Anupam provide nonstop entertainment.
    Movie Name: Jiner Badshah
    Cast: Bapparaj, Ronjita, ATM Shamsuzzaman, Khalil, Khaleda Akter Kolpona, Akhtar Hossain, Alka Sarkar & Others.
    Lyricist: Gazi Mazharul Anwar & Razzak
    Music: Anwar Parvez
    Director: Nayok Raj Razzak
    Production: Razlokkhi Production
    Release Year: 1990
    Label: Anupam
    Copyright & Distributed By Anupam Recording Media
    Visit our Official site: www.anupamrm.com
    Also, Find us on Social Media:
    G+ Anupam: plus.google.co...
    Facebook Page: www. Anu...
    Twitter Official: / anupamrm
    #Jiner_Badshah
    #banglanewmovie
    #banglafilm
    #banglachobi
    #hdbanglamovie
    #Fullbanglamovie,
    #bengalimovie,
    #Banglaoldmovie
  • บันเทิง

ความคิดเห็น • 838

  • @mostafijurrobin867
    @mostafijurrobin867 ปีที่แล้ว +12

    শুক্রবারে স্কুল ছুটি। দুপুরে জুম্মার নামাজ শেষে খাওয়া দাওয়ার পর বড় চাচার ঘরে পাড়ার এক মাত্র টিভিতে জ্বিনের বাদশা সিনেমা। পাড়ার সব ছেলে মেয়ে, মা চাচিরা সবাই এক সাথে ভীর করে সিনেমা দেখা।BTV সেই সাপ্তাহিক সিনেমা।
    আহা! শৈশব। আহা নিশ্চিতের সেই দুরন্ত মাখা ছেলেবেলা। বড় মিস করি সেই দিনগুলোকে। বড় মিস করি সেই সোনালি শৈশব। #Nostalgia ❤️❤️❤️

  • @arafatislamploton9128
    @arafatislamploton9128 ปีที่แล้ว +19

    আফসোস! হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ পটভূমির ছবি নির্মাণ 😢।
    এই সমস্ত ছবি আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করে। কৃষকের কথা বলে।
    ভীষণ পছন্দের একটা ছবি।
    নস্টালজিক করে দিলো🖤

  • @kawsarhossain5840
    @kawsarhossain5840 10 หลายเดือนก่อน +37

    ২০২৪ এ যদি কেউ দেখেন তাহলে লাইক দিয়ে জানিয়ে জাবেন

    • @Mernmr
      @Mernmr หลายเดือนก่อน

      What a Village

  • @Mdsohag-ou8ig
    @Mdsohag-ou8ig 4 ปีที่แล้ว +93

    আগের ছবি গুলো দেখলে মন টা অতিতে ফিরে যায়।
    ধন্যবাদ, মুভিটা ইউটিউব এ দেওয়ার জন্য।
    মুভি টা মুক্তি পেয়েছে ১৯৮৯ সালে,(প্রায়)

    • @mdenamulhaque646
      @mdenamulhaque646 3 ปีที่แล้ว +3

      চামচা দাদুর অভিনয়টা ও দারুন হয়েছে

    • @mdenamulhaque646
      @mdenamulhaque646 3 ปีที่แล้ว +2

      দাদির মার গুলো জটিল কথায় কথায় চেয়ারম্যানের গালে চড়

    • @shishircb0153
      @shishircb0153 2 ปีที่แล้ว +1

      Location ta janen cobi ta kon jayga hoice

    • @murolcoating3135
      @murolcoating3135 2 ปีที่แล้ว +1

      আমি,দেখেছি,২০০২,সালে

    • @rabbetreders7066
      @rabbetreders7066 2 ปีที่แล้ว

      @@shishircb0153 ami o jante chai

  • @newazahmed7005
    @newazahmed7005 4 ปีที่แล้ว +67

    এক কথায় অসাধারণ ছবি
    ধন্যবাদ অনুপম
    জিনের বাদশা পুরানো ছবিটাকে HD করে আপলোড করার জন্য

  • @srriyad2450
    @srriyad2450 2 ปีที่แล้ว +15

    আহা কি সোনালী অতীত,
    কি সুন্দর সিনেমা মন চায় ফিরে যাই নব্বই দশকে, ২৭.১.২২

  • @habiburrahman-ew7eh
    @habiburrahman-ew7eh 3 ปีที่แล้ว +30

    ছবিটার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিষয়টা যে,,পুরো ছবিটা পিউর গ্রামে ধারণকৃত।। গ্রামের দৃশ্যগুলো খুব ভালো লাগে,,,শহরের কোন আবেশ নাই,,এটাই আমার কাছে বেশি ভালো লাগলো,,,ছোট বেলার এই ছবিটা আবার দেখলাম আজ ২৬/০৩/২০২১.... সেই ২৫/২৬ বছর আগে প্রথম দেখেছিলাম

    • @JamilAhmed-ot1pn
      @JamilAhmed-ot1pn 3 ปีที่แล้ว

      ভাই, আপনার বয়স কত? আইডিতে আপনার ছবি দেখেতো সেটা মনে হচ্ছে না! দুঃখিত, কিছু মনে করবেন না।

    • @habiburrahman-ew7eh
      @habiburrahman-ew7eh 3 ปีที่แล้ว +1

      @@JamilAhmed-ot1pn আমার জন্ম,,১৯৮৯,, আমি বুঝাতে চেয়েছি যে, ছোট বেলায় এই ছবিটা প্রথম দেখেছি,,,,,

    • @JamilAhmed-ot1pn
      @JamilAhmed-ot1pn 3 ปีที่แล้ว

      @@habiburrahman-ew7eh ওয়াও! কাকতালীয় ভাবে আমার জন্মও ১৯৮৯ সালে।

    • @kuwaitcit9452
      @kuwaitcit9452 2 ปีที่แล้ว +1

      @@JamilAhmed-ot1pn তার চেয়ে বরো কথা এই ছবিটা ১৯৮৯ এ রিলিজ দেয় পরিচালক নায়ক রাজ রাজ্জাক স্যার।

  • @MdAtik-vp8tk
    @MdAtik-vp8tk 3 ปีที่แล้ว +78

    নায়করাজ রাজ্জাক আজ হয়তোবা বেচে নেই। কিন্তু তার রেখে যাওয়া সম্পদ আমাদের মাজে চিরকালই বেঁচে থাকবে..

  • @abdullahalwaheed2527
    @abdullahalwaheed2527 3 ปีที่แล้ว +99

    আমার পচ্ছন্দের ছায়াছবি, ছোটবেলার কথা মনে পড়ে গেল BTV সেই দিনগুলো নস্টালজিক... সব বাঘা বাঘা অভিনেতা সব একসাথে.... সেই সোনালী দিনগুলি 😞💙

    • @SaddamKhan-bw5tv
      @SaddamKhan-bw5tv 2 ปีที่แล้ว +4

      কতদিন পরে দেখলাম
      ছবিটা খুবই অসাধারণ

  • @im-the-remittance-fighter.4478
    @im-the-remittance-fighter.4478 ปีที่แล้ว +14

    ৯০-দশকের ছবিগুলো আসলেই অনেক রোমাঞ্চকর......
    শৈশবের দিন গুলি খুব মনে পড়ে গেলো......
    বিশেষ করে--(এ টি এম)--দাদুকে খুব মনে পড়ছে......

  • @yahyatalukdar1197
    @yahyatalukdar1197 4 ปีที่แล้ว +100

    ছবিটা মাঝেমধ্যে এখনো দেখি,,,, খুব ভালো লাগে🥰

  • @nazimrumel686
    @nazimrumel686 3 ปีที่แล้ว +178

    আমার মতো ২০২১ এ আর কে কে দেখছেন।সেই ছোটবেলা বিটিভিতে দেখেছিলাম সেই দিন গুলো মনে পড়ে গেলো।২৩/৮/২০২১

  • @mdkobir3484
    @mdkobir3484 3 ปีที่แล้ว +34

    বাপ্পারাজ ভাই যে খুব গুণী অভিনেতা তার প্রমান দিয়েছেন তিনি এই ছবিতে

  • @akashahsan5146
    @akashahsan5146 ปีที่แล้ว +40

    ছোট বেলায় দেখেছিলাম ছবিটা..অনেক আনেন্দ কেটেছিল শৈশবকাল গ্রামীণ জিবন এ..সত্যি আমাদের দেশের সিনেমা নিয়ে গরব হয়💜

  • @asadjaman2987
    @asadjaman2987 ปีที่แล้ว +141

    ১৯৮৪- ৮৫ সালের দিকে আমার বড় চাচা আমাদের গ্রামের ইউপি চেয়ারম্যান হয়েছিলেন। সেই সময় চাচা মাত্র একজন চৌকিদার নিয়ে বিভিন্ন গ্রামে বিচার শালিশ করতে যেতেন ঠিক এই সিনেমার মতো। পুরো পাঁচ বছর চাচা একজন চৌকিদার নিয়ে সময় কাটিয়েছেন। কিন্তু বর্তমানে যে ইউপি চেয়ারম্যান আছেন তার গাড়ির আগে পিছে ২৫ - ৩০টি মোটর সাইকেলের বহর নিয়ে চলে । দেখে মনে হয় যেন একজন মাফিয়া ডন গ্রামে ঘুরে বেড়াচ্ছে।

    • @irazsaan2130
      @irazsaan2130 ปีที่แล้ว

      বর্তমানে যারা ইউপি চেয়ারম্যান হয় তারা সবাই এক একটা ডাকাত হয়
      বিনা ভোটের চেয়ারম্যান তো এখন এই জন্য এমন হয়

    • @RahadIslam-gr8lm
      @RahadIslam-gr8lm ปีที่แล้ว +3

      হুম এখন রাজনীতি নেই টাকার নিতী নিয়ে চলে সব খাওয়ার ধান্দা

    • @mdnasirkhan3098
      @mdnasirkhan3098 ปีที่แล้ว +3

      Etai Amar Sonar Bangla.!

    • @ArifulAhmed-qu7ge
      @ArifulAhmed-qu7ge ปีที่แล้ว +2

      সঠিক

    • @riaz8197
      @riaz8197 11 หลายเดือนก่อน +1

      😮😮

  • @asgorali5042
    @asgorali5042 2 ปีที่แล้ว +11

    এই ছবি গুলো দেখলে ইচ্ছা করে সেই ছোট বেলায় ফিরে যায়।
    শুক্রবার আসলে ছবি আর আলিফ লায়লা দেখার সেই পাগলামী।

    • @mdjahidakon3757
      @mdjahidakon3757 ปีที่แล้ว +1

      সত্যি বলছেন ভাই এখনকার জেনারেশন এসব কখনও বুঝবে না

  • @zahirmasum-904
    @zahirmasum-904 4 ปีที่แล้ว +36

    মানুষ বাধ্য হয়ে/ ভালোবেসে এখন আবার এই ধরনের ছবি গুলো দেখছে।সামাজিক ছবি। দূর্নীতিবাজ চেয়ারম্যান এর বিরুদ্ধে প্রতিবাদ
    ।এখন সব নারী শরীর সর্বস্ব ছবি

  • @asadjaman2987
    @asadjaman2987 3 ปีที่แล้ว +28

    সিনেমাটিতে সেই সময়ের গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষের জীবন প্রনালী খুব সুন্দর এবং নিখূত ভাবে তুলে ধরা হয়েছে, সত্যি সিনেমাটা দেখলে খুব নস্টালজিক হয়ে যাই।

    • @skkajal5606
      @skkajal5606 3 ปีที่แล้ว

      ছবিটা দেখে মাষ্টারের বাড়ির কথা মনে পড়ে গেছে ***ছোট বেলায় ওনার বাড়ি গিয়ে টিভি দেখতাম *** সবচেয়ে বড় কথা হল এডভ্যেডেস হলে টিভি বন্ধ করত না

  • @mkasmar8862
    @mkasmar8862 3 ปีที่แล้ว +134

    বিটির সাপ্তাহিক ছবির সে দিনগুলা মনে থাকবে সারাজীবন।।।

    • @user-11995
      @user-11995 3 ปีที่แล้ว +1

      কোন বিটির ভাই...?

    • @ferdousrahman1108
      @ferdousrahman1108 3 ปีที่แล้ว +2

      বিটিভি

    • @forhadchy5956
      @forhadchy5956 3 ปีที่แล้ว +3

      হ্যাঁ খাঁটি কথা কিন্তু তুমি বানান টা ঠিক কর😁

    • @aliasgor933
      @aliasgor933 2 ปีที่แล้ว +3

      মধু ভরা ছোট বেলা ছিলো সেই দিন গুলো।

  • @sakibmahmud5747
    @sakibmahmud5747 2 ปีที่แล้ว +38

    ২০২২ এ এসে দেখলাম মুভিটা। সেই ছোটবেলার সৃতি মনে পড়ে গেলো। এখনকার মুভি দেখলে খালি লজ্জা পাই আর বমি আসে। আগেকার ছবি গুলা কতই না প্রাণবন্ত ছিল❤️। শুরু থেকে শেষ দেখলাম ২ বার💗

  • @MdSujon-by5il
    @MdSujon-by5il 2 ปีที่แล้ว +23

    জিনের বাদশা পুরো ছবি টাই মানিকগঞ্জ জেলায় হয়েছে কৌড়ীগ্রামে

    • @mdmasudUd
      @mdmasudUd 10 หลายเดือนก่อน

      সুজন সখি ফারুকের সিনেমা সেই অভিনয় টাও মানিকগঞ্জ এই দোকানে কই গ্রামের

    • @mdrashidulislam8462
      @mdrashidulislam8462 5 หลายเดือนก่อน

      আমার খুব ইচ্ছে এই গ্রাম গুলো ঘুরে দেখার ইচ্ছে করে

    • @Nonstop12343
      @Nonstop12343 5 หลายเดือนก่อน

      ekhn ar ei gram emn royeche?mone hoy? giye dekhben khali building​@@mdrashidulislam8462

    • @MijanurRahman-ii9ib
      @MijanurRahman-ii9ib 4 หลายเดือนก่อน

      গ্রাম আর আগের মত নেই। আমার বারিও মানিকগঞ্জ। সাটুরিয়া থানা

  • @mohammadfahadbinali5334
    @mohammadfahadbinali5334 3 ปีที่แล้ว +44

    ছোট বেলার কতা,মনে পড়লও, কত কান্না করছি এরকম ছবি দেখে,,কোতায় যে হারিয়ে গেলও সোনালী দিন গুলো

  • @MEHEDI-KU
    @MEHEDI-KU ปีที่แล้ว +4

    ২০২৩ সালে এসেও এই মুভির মূল্য একবিন্দুও কমেনি।
    বাংলাদেশের গ্রামের সহজ সরল জীবন ব্যবস্থা চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে এই মুভিতে। ৩৩ বছর চলে গেছে ভাবতেই অবাক লাগে❤❤

  • @hridoymizi9504
    @hridoymizi9504 2 ปีที่แล้ว +22

    90 দশকের দিন গুলু খুব ভালো ছিলো, খুব আনন্দময় ছিলো,

    • @kuwaitcit9452
      @kuwaitcit9452 2 ปีที่แล้ว +2

      ৯০ না ৮০ দশকের ছবি ১৯৮৯ জিনের বাদশা নায়ক রাজ রাজ্জাক প্ররিচালিত মুভি

    • @hridoymizi9504
      @hridoymizi9504 2 ปีที่แล้ว

      তাতে কি হইসে, আমি ৯০ তে দেখছি

  • @shakibkhan5740
    @shakibkhan5740 2 ปีที่แล้ว +5

    এই ছবিটা আর সন্তান যখন শত্রু এই মুভিটা বাপ্পারাজের সেই হইছে আমি অনেক বার দেখছি....?

  • @KsaKsa-ik2rw
    @KsaKsa-ik2rw 3 ปีที่แล้ว +18

    এই ছবি টা ছোট্ট বেলায় ,,Btv,,তে দেখেছিলাম,,ছবি টা খুবই সুন্দর,,

  • @md.hussein7133
    @md.hussein7133 2 ปีที่แล้ว +14

    ২৮ বছর আগে ছবি টা সাদা কালো ১৪" টিবি তে দেখেছিলাম খবই মজা পেয়েছিলাম।
    আজ আবার দেখলাম। এই মুভি গুলো কখন ও পুরান হয় না।

  • @fmmamun7750
    @fmmamun7750 3 ปีที่แล้ว +17

    অসাধারণ ছিলো বাপ্পারাজ ভাই এবং শ্রদ্ধেয় খলিলুর রহমান,এ টি এম শামসুজ্জামান সহ সবার।।।।

  • @mdImran-vs9lx
    @mdImran-vs9lx ปีที่แล้ว +18

    অাসলেই অনেক সুন্দর একটি সিনেমা বার বার দেখলেও মন ভরে না যারা ২০২৩ সালে এসে ছবিটি দেখেছেন অথবা তারপর দেখেছেন শুধুমাত্র তারাই লাইক দিয়ে যান।

  • @foysalmotivational9353
    @foysalmotivational9353 ปีที่แล้ว +5

    আমাদের এলাকাই তখন হাতে গোনা ২/৩ টা টেলিভিশন ছিল তার মধ্যে একটা ছিল আমার চাচার বাসাই.....শুক্রুবার হলেই সেই দুপুর থেকে সিনেমা দেখার জন্য গ্রামের মানুষের ভির জমে যেতো আমাদের বাড়ি......।।
    আহা কোথায় হারিয়ে গেলো সেই সব সোনালী দিন গুলা.....!!!

  • @abdullamohammad3468
    @abdullamohammad3468 2 ปีที่แล้ว +31

    ছবি গুলো দেখলে গ্রাম বাংলার ঐতিহ্য দেখা যায় ❤️❤️❤️❤️ অনেক ভালো লাগে সোনালি দিনের সেই ছবি গুলো দেখতে ❤️❤️❤️❤️

  • @তোমারিনামে
    @তোমারিনামে 3 ปีที่แล้ว +55

    আহ!! এই মুভিটা দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায় কত স্নতি কত কিছু🥰🥰🥰 অনেক সুন্দর একটা মুভি

    • @farukkhan2570
      @farukkhan2570 3 ปีที่แล้ว +1

      Hmmm..onek miss kori shaidin gulo😭😭

    • @taheraaktar269
      @taheraaktar269 3 ปีที่แล้ว +2

      আমিও

  • @JSHATIBANDHA84
    @JSHATIBANDHA84 4 ปีที่แล้ว +65

    ছবিটা আমি অনেকবারই দেখছি,আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন যে ছবি বানায়,দেখার রুচি হয়না।

  • @MdSumon-oi2sh
    @MdSumon-oi2sh 2 ปีที่แล้ว +8

    আমার বয়স তখন নয় দশ হবে তখন এই ছবি টা ফিতা ক্যাসেটে সাদা কালো টিভিতে দুই বার দেখেছি। বিশেষ করে দেশের গ্রাম গঞ্জের আগের ছবি দেখলে আমার দেশের বারো মাসের ছয়টি ঋতু আবহাওয়া অনুভব করি আবেগ টা আরও বেরে যায়

  • @mdsamsul7880
    @mdsamsul7880 ปีที่แล้ว +19

    সত্যি ছোট বেলা কথা মনে পড়ে গেল ❤️যখন সাদা কালা টিভি দেখতাম💝💝৷ সত্যি চমৎকার দিন ছিল ☺️☺️

  • @nilphamaribinodonmedia
    @nilphamaribinodonmedia 3 ปีที่แล้ว +21

    ছোটো বেলায় ব্যাটারি দিয়ে সাদাকালো টিভিতে দেখেছিলাম। এখন ও দেখি। আমার মতো কে কে আছো......

  • @mangoflowermukul403
    @mangoflowermukul403 ปีที่แล้ว +3

    শতবারের বেশি দেখা হয়েছে এই সিনেমা টি।
    সবচেয়ে বেশি বার দেখা সিনেমা "জ্বিনের বাদশা "।।

  • @arifafridi190
    @arifafridi190 ปีที่แล้ว +10

    আমার মতো ২০২৩ ই আর কে কে দেখছেন? সেই ছোট বেলায় বিটিভে দেখেছিলাম সেই দিন গুলো খুব মনে পড়ে। আহা আবার যদি ফিরে পেতাম

  • @shakibahmed6605
    @shakibahmed6605 3 ปีที่แล้ว +10

    ছবিটা দেকছিলাম ২০০০ সালে তখন আমার বয়স ছিল ৮ বছর আর এর পর অনেক বার দেকছিলাম আর আজকে আবার দেকলাম ৯/০৯/২০২১

    • @zohiruddin6486
      @zohiruddin6486 3 ปีที่แล้ว

      কি বলেন ভাই ৯ / ০৯/ ২০২১ এখনো অনেক দেরি আছে

  • @rayanahammedrafi2798
    @rayanahammedrafi2798 3 ปีที่แล้ว +13

    সেদিনের কথা মনে হয় এই ছবিটি দেখতে গেছিলাম আমাদের পাশের বাড়ি।ওই দিন আমাদের বাড়ি ধান কাটছিলো খর শুকাতে দিছিলো আমার দাদা আমাকে অনেক বকা দিছিলো

  • @rajibsekh7281
    @rajibsekh7281 2 ปีที่แล้ว +32

    এ সকল আগের ছবিগুলো মানুষের বাড়ি দেখতে গিয়ে কতই না অপমান হয়েছি মারও খেয়েছি গালি গালাজও সুনেছি খুব মনে পরে সেই দিন গুলি😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰

  • @samimahsan4104
    @samimahsan4104 2 ปีที่แล้ว +8

    পুরোনো দিনগুলো কতই না সুন্দর ছিলো
    ৯০ দশক সোনালী অতীত
    ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম
    তখন কার প্রজন্ম মুভিটা দেখলে বুঝবে অতীত কেমন ছিল!

  • @mdasadayub6980
    @mdasadayub6980 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা ছবি চমৎকার অভিনয় করেছেন বাপ্পারাজ জীনের বাদশাহ চরিত্রে নায়ক রাজ রাজ্জাক এর পরিচালনায় খুব সুন্দর কাহিনী ও সংলাপ গল্পের ছবি জীনের বাদশাহ। সোনালী যুগের এই পুরোনা ছবি টা দেখে অনেক ভালো লেগেছে। 👍👍👍👍

  • @noorceramics527
    @noorceramics527 3 ปีที่แล้ว +49

    আমাদের দেশের আগের কালের ছবি গুলা সামাজিক ছিল পরিবারের সবাইকে এক সাতে নিয়ে দেখা যেত এবং খুব সুন্দর ছিল👌😘😍

  • @abdullahrobin1122
    @abdullahrobin1122 ปีที่แล้ว +3

    আরো আপডেট ০৮-০৮-২০২৩😊
    গ্রাম নেই, গ্রামীণ মানুষের সরলতাও নেই; আছে এই সিনেমাখানি।যা আকড়ে ধরে অনুভব করি আমার শৈশব❣️❣️

  • @akhtarujjamanhaque7208
    @akhtarujjamanhaque7208 2 ปีที่แล้ว +28

    সেই সময়কার মেট্ৰিক পাশের সম্মান এখনকার পিএইডির সমান

    • @mdemrul2134
      @mdemrul2134 2 ปีที่แล้ว

      তখন মেট্রিক পাশ করলে নামের আগে কি ডাঃ বসানো হত

  • @iam_maruf
    @iam_maruf 3 ปีที่แล้ว +38

    আমার ছেলেবেলার অনেক পছন্দের একটি ছবি ছিল। ছবিটির নাম জানতাম না। আজকে প্রায় ১৫ বছর পর ছবিটি পেয়েছি ❤️❤️❤️

    • @FoodVillageBDdailylife
      @FoodVillageBDdailylife 7 หลายเดือนก่อน

      ছাগল একটা তোর বয়স কয়দিন।

  • @aminulbadhon7659
    @aminulbadhon7659 3 ปีที่แล้ว +18

    'শোনো শোনো হে দেশবাসী'- গানটি শুনতে চাইলে সিনেমার ২ ঘন্টা ১৩ মিনিট ৫০ সেকেন্ডে প্লে করুন।
    আমার খুবই পছন্দের গান..ইউটিউবে আলাদাভাবে আপলোড করে নেই তাই মুভিতেই এসে শুনে গেলাম।

  • @rajibdhali7939
    @rajibdhali7939 3 ปีที่แล้ว +11

    জিনের শ্বশুর চলে গেছে। বাপ্পারাজের ডায়লগটা সেই লাগছে।

  • @suvroalamin6676
    @suvroalamin6676 2 ปีที่แล้ว +7

    কত সুন্দর ছিল সোনালি দিনের সেই ছবিগুলি। আজ এই ২০২১ সালেও এদের আকষন একটুও কমেনি। সে দিন আর ফিরে আসবেনা জানি তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কমেন্ট রেখে গেলাম।

  • @kamalhosin6361
    @kamalhosin6361 2 ปีที่แล้ว +14

    সেই সাপ্তাহিক দিন গুলির কথা মনে পড়ে গেছে দুই চোখের পানি ধরে রাখতে পারলামনা আর কি সেই দিন কি আর আসবে,,, না

  • @zaimurrahmanzaimzaimurrahm3926
    @zaimurrahmanzaimzaimurrahm3926 3 ปีที่แล้ว +8

    ছবির সবটুকু আজকে আবার দেখলাম আজকে থেকে বিশ বছর আগের সব সৃতি মনে পরে গেল এই ছবি বন্ধুদের সাথে দেখতে যাওয়ার জন্য নিজের বাড়িতে ফসল চুরি ও পরে বাবার হাতে ধরাপরা ভাবতেই অনেক ভালো লাগে সেই দিন গুলো।

  • @mahujulhassan2549
    @mahujulhassan2549 ปีที่แล้ว +7

    এই সিনেমা গুলো তে গ্রামের সত্যিকারের ছবি ফুটে ওঠে.. এখনকার ছবির মধ্যে তো সব এডিট এর খেলা...

  • @MdManus-on1xg
    @MdManus-on1xg ปีที่แล้ว +4

    রেজাউল করিম বাপ্পা ভাইএর অভিনয় দেখলে মনটা ভরে যায়,, অসাধারণ তার অভিনয়, বাংলাদেশ এর মাটিতে বাপ্পারাজের মত এমন অভিনেতা আর তৈরি হবে না

    • @limonfarid9224
      @limonfarid9224 5 หลายเดือนก่อน

      সত্যি বলেছেন৷ বাপ্পারাজের অভিনেতা খুব আছে এই দেশে। নব্বই দশকের পরে বাপ্পারাজ জাত অভিনেতা।

  • @MasudRana-bp1wz
    @MasudRana-bp1wz 3 ปีที่แล้ว +15

    কি সুন্দর গল্প। অভিনয় অভিনেতা ডাইরেকশন বাবার ছেলে বাবার মান রেখেছে কিন্ত আফসোস এই দেশে না জন্মালে বাপ্লারাজ হয়তো এখনো নিজের পজিশন সম্মান টাকা পয়সা সবই থাকতো।

  • @mahtimmasud
    @mahtimmasud 2 ปีที่แล้ว +1

    আহারে ছবি, মাষ্টরপিস ছবি!!! আমার ছেলেবেলার অনেক অনেক পছন্দের একটি ছবি ছিল। কতই না ভালো ছিল এই সমস্ত ছবি এবং সেই সমস্ত দিনগুলি, আবার যদি সেই সময়টাতে ফিরে যেতে পারতাম। নতুন করে এই সমস্ত ছবির মত যদি আরও ছবি পেতাম....❤❤❤😥😥😥

  • @raihannasir507
    @raihannasir507 2 ปีที่แล้ว +15

    যদিও আমার বয়স কম
    তবু্ও বলবো সেই সময় যদি চলে
    যেতে পারতাম😔

  • @mdenamulhaque646
    @mdenamulhaque646 3 ปีที่แล้ว +17

    শ্রদ্ধাভাজন অভিনেতা এটিএম সামসুজ্জামান আংকেল, বাপ্পা ভাই এদের তুলোনা সুধুই এরা

  • @ArifulIslam-tu6ko
    @ArifulIslam-tu6ko 3 ปีที่แล้ว +14

    বাপ্পারাজ ভাই এর অভীনয় অনেক সুন্দর

  • @mrashraful6994
    @mrashraful6994 2 ปีที่แล้ว +6

    ছবিটা যেমন সুন্দর লোকেশনটা আরও সুন্দর।
    বিশেষ করে গ্রামের খেজুরগাছ ওয়ালা রাস্তাটা।

  • @mahdulhasan8612
    @mahdulhasan8612 3 ปีที่แล้ว +21

    শুক্রবার শনিবারের আবেগ কেউ ফিরিয়ে দিতে পারবে না!!

    • @suboldas6882
      @suboldas6882 3 ปีที่แล้ว +1

      ঠিক কথা

  • @rajuahmmed2365
    @rajuahmmed2365 2 ปีที่แล้ว +2

    নায়ক রাজরাজাক পরিচালিত জিনের বাদশা ছবি গ্রাম বাংলার অতি-জনপ্রিয় এক টা ছবি বিটিবি তে শুক্রবার মাঝে মাঝে ছারতো। এখনো সেটালাইট চেনেলেও ছারি আমার খুব পছন্দের একটি ছবি পরিবার নিয়ে দেখার মতো ছবি। এখনার জুগে ৫০০ হাজার বছরের এই ছবি হবেনা আমি আশা বাদি। নায়ক রাজ্জাক আজ আমাদের মাঝে নেই। কিন্তুু তার সৃতি গুলো আমাদের মাঝে সারাজীবনে থাকবে😊😇

  • @polashhossain6159
    @polashhossain6159 4 ปีที่แล้ว +31

    ছবি টা বার বার দেখলেও ভালো লাগে খুব সুন্দর একটা ছবি

  • @rajuahamed7160
    @rajuahamed7160 3 ปีที่แล้ว +16

    এটিএম শামসুজ্জামানের অভিনয় অসাধারণ।

  • @blackfame7968
    @blackfame7968 3 ปีที่แล้ว +22

    সোনালী অতীতের সোনালী মানুষগুলো আজ আর নেই। কিংবদন্তিরা একেএকে চলে গেলেন, সেই সাথে বাংলা সিনেমার সোনার সময়গুলোও চলে গেল। কিংবদন্তী এটি,এম, শামসুজ্জামানও চলে গেলেন। আর আগের মতই কোন কিছুই নেই।আল্লাহ উনাদের মাফ করে দেন।

  • @yasirahmedalshaibani7733
    @yasirahmedalshaibani7733 2 ปีที่แล้ว +12

    মুরব্বীরা অনেক কথাই বলে ঐ সবে কান দিতে নেই, ম্যানেজারের অভিনয়ে অনেক ভালো হয়েছে।

  • @intekhabalam6028
    @intekhabalam6028 2 ปีที่แล้ว +3

    বাপ্পারাজের সাবলীল অভিনয়ে ভিষন মুগ্ধ হলাম !!

  • @nabilentertain5275
    @nabilentertain5275 3 ปีที่แล้ว +17

    এ ধরনের ছবি আর কোনদিনও হবে না,,,,হলফ করে বলতে পারি।

  • @aychinmige461
    @aychinmige461 ปีที่แล้ว +3

    এক একটা জিবনত অভিনেতা কি সুন্দর সৃখ অভিনয় সব মানুষ গুলো র অভিনয় অসাধারণ

  • @hunterperson5661
    @hunterperson5661 3 ปีที่แล้ว +7

    জীবনের প্রথম বাপ্পারাজ এর ছবি দেখলাম যে ছবিতে বাপ্পারাজ ছ্যাকা খাই নাই...

  • @lipimeetu6916
    @lipimeetu6916 ปีที่แล้ว +4

    অসাধারণ মুভি ছিলো আগেকার দিনের ছোট বেলায় অনেক দেখেছি

  • @mamunmiah1896
    @mamunmiah1896 2 ปีที่แล้ว +24

    আজ থেকে 31বছর আগের ছবি দেখছি খুব সুন্দর ছবি

  • @sahriarkhan9708
    @sahriarkhan9708 2 ปีที่แล้ว +2

    আজ 19/05/2022 তারিকে বাংলা মুভি টা দেখলাম,
    সেই বিটিভির কথা মনে পরে গেল।

  • @MdMasud-qp7dw
    @MdMasud-qp7dw ปีที่แล้ว +6

    চোখের কোনে পানী চলে আসলো,শৈশবের দিন গুলো মেনে পরে যায়।১৪-১২-২০২২

  • @nurnobikondokar9566
    @nurnobikondokar9566 ปีที่แล้ว +1

    ২০২৩ সাল আজকের ডেটের বার্তা রেখে গেলাম সেই ছোট বেলায় বিটিবিতে অন্যের ঘরে মাটিতে বসে এ ছবি দেখেছিলাম তখন আমাদের ঘরে টিভি ছিলোনা।

  • @MdMohasin-u3q
    @MdMohasin-u3q 10 หลายเดือนก่อน +1

    সেই পুরনো দিনের স্মৃতিমনে পড়ে গেল। সত্যি অসাধারণ ঐ সময়কার ছবিগুলো পরিবার সকলকে নিয়ে দেখা যেত এবং খুব আনন্দ হতো

  • @rajkumardas6165
    @rajkumardas6165 ปีที่แล้ว +1

    আমার এ-ই ছবিটি খুব ভালো লাগে? সেই ১৯৯৫ সালে বি টি ভি তে দেখে ছিলাম ?

  • @iAm1Shawon
    @iAm1Shawon ปีที่แล้ว +12

    ছোটবেলায় দেখেছিলাম আজকে আবারও দেখলাম, ২০২২ পর্যন্ত সিনেমাটা তরতাজা... ❤️
    এমন সিনেমা এখন আর হয়না...😐

  • @sabbirboss17
    @sabbirboss17 2 ปีที่แล้ว +1

    আমার মতো কে কে ২০২২ সালে ছবি টা দেখছেন,,আমার দেখা শেষ্ট ছবি এটা,,, সেই ছোট বেলা ভিটিবে তে দেখতাম কত মনে পড়ে সেই দিন গুলো,,,,২৫/০৮/২০২২

  • @dmmedia.tv.
    @dmmedia.tv. ปีที่แล้ว +2

    2023 সালে আমার মত কে কে এই বিখ্যাত মুভিটা দেখছেন,,হাত তুলুন,🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🙋🙋

  • @bdkushtia96
    @bdkushtia96 2 ปีที่แล้ว +3

    21/08/2022
    আমার মত কে কে আছেন
    এই সিনেমা দেখে মজা করেন

  • @promilaoishi8392
    @promilaoishi8392 2 ปีที่แล้ว +2

    এই ছায়াছবিগুলো সব সময় দেখা উচিৎ, কারণ মৌলিক মূল‍্যবোধ শিক্ষা লাভ করতে এই ছায়াছবিগুলো অনেক অবদান রাখতে পারে।

  • @emaneman-ki7bx
    @emaneman-ki7bx 3 ปีที่แล้ว +16

    আগের ছবি দখলে চোখ দিয়া পানি আসে আর এখনে ছবিNoGood

    • @FoodVillageBDdailylife
      @FoodVillageBDdailylife 7 หลายเดือนก่อน

      তা তুই বসে বসে কান্দেক।

  • @srriyad2450
    @srriyad2450 3 ปีที่แล้ว +9

    অনেক আদরে মাখা স্মৃতি গুলো ভিষণ কস্ট দিচ্ছে আজ,

    • @srriyad2450
      @srriyad2450 3 ปีที่แล้ว

      Mime, miss u....03,03,2021

    • @FoodVillageBDdailylife
      @FoodVillageBDdailylife 7 หลายเดือนก่อน

      তোর বয়স কত রে চোকরা।

  • @nahimislam684
    @nahimislam684 ปีที่แล้ว +4

    আপসোস এমন ছবি আর তৈরি হয় না,,,আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল।

  • @jjglobal6358
    @jjglobal6358 ปีที่แล้ว +1

    ছবি টা আমি ছোটো বেলায় দেখেছি.. খুব ভালো ছবি.. আবার ও মনে পড়লো ছবিটার কথা.. তাই রাতের বেলা দেখছি... 19/05/2023

  • @rahmanmoti
    @rahmanmoti 4 ปีที่แล้ว +15

    original village politics story.
    bapparaz's one of the best movie.
    khaleda akter kolpona's national award.

  • @asifislam6818
    @asifislam6818 ปีที่แล้ว +15

    ২০২৩ সালে এসে কে কে দেখেছেন এই ছবিটা ❤

  • @zahed.ice14
    @zahed.ice14 ปีที่แล้ว +2

    অনেক ছোট বেলায় দেখেছিলাম। ২০২৩ এ আবার দেখছি।

  • @MdAtik-vp8tk
    @MdAtik-vp8tk 3 ปีที่แล้ว +7

    অসাধারণ একটা সময় ছিল তখন.?

  • @mdronyhassan1916
    @mdronyhassan1916 ปีที่แล้ว +2

    ২০২৩ এ দেখলাম। ছোট বেলায় দেখার অনুভূতি টা মনে পরে গেলো। অসাধারণ অভিনয় দেখে মন ভরে যায়।

  • @ashikrony1589
    @ashikrony1589 ปีที่แล้ว +1

    হঠাত ২৯/১০/২০২২ আজকে মুভিটা দেখতে মন চাইলো।।
    দেখতে বসে পড়লাম।।
    এই নিয়ে মনে হয় ৩০+ দেখতেছি।।
    মুভিটা অনেক ভালো লাগে

  • @fadidfarid619
    @fadidfarid619 3 ปีที่แล้ว +7

    অনেক মজা পাইলাম ছবিটা দেখে
    ..... একথায় অসাধারণ......🤣🤣🤣🤣

  • @mdlimonislam3798
    @mdlimonislam3798 ปีที่แล้ว +2

    ছোট বেলায় আপেক্ষায় থাকতাম কবে শুক্রবার কবে আসবে আর ছবি দেখবো❤❤❤

  • @shadinkumar2707
    @shadinkumar2707 3 ปีที่แล้ว +6

    বাংলাদেশ টেলিভিশনে দেখার স্মৃতি!

  • @Banglacartoon156
    @Banglacartoon156 3 ปีที่แล้ว +3

    কত চমৎকার চিন্তা নিয়ে আগের মুভিগুলো বানানো হত।
    কত সুন্দর সুন্দর বার্তা দিয়ে দিল মুভিটাতে।
    শিক্ষিত হয়েও হালচাষ করা সম্মানের
    সমবায়ের মাধ্যমে গ্রামের উন্নয়ন।
    অসৎ নেতাদের চরিত্র প্রকাশ।
    সাথে বোনাস হিসেবে আছে মানিকগঞ্জের প্রাকৃতিক দৃশ্য।

    • @helalmiah2431
      @helalmiah2431 3 ปีที่แล้ว

      আচ্ছা এই ছবিতে যে বটগাছ টি আছে সেটা কোন জেলার কোন উপজেলায় আছে বলতে পারেন ভাই

    • @joysaha1058
      @joysaha1058 2 ปีที่แล้ว

      ভাই বল‌তে পা‌র‌বেন মা‌নিকগ‌ঞ্জে‌র কোন জায়গার, জানা থাক‌লে জানা‌বেন plz...

  • @engrnuruddin3685
    @engrnuruddin3685 ปีที่แล้ว +5

    ছবিটা এত প্রাণবন্ত ছিল শৈশব বেলায় ছুটির দিনে পরিবারের সবাই মিলে দেখে কি যে ভালো লাগতো সেটা ভাষায় বুঝানো যাবে না দিনগুলো খুব মিস করি😢

  • @aslammondol2748
    @aslammondol2748 3 ปีที่แล้ว +16

    বাংলা সিনেমার সোনালী অতীত❤️

  • @hktmoodoff
    @hktmoodoff ปีที่แล้ว +1

    সিনেমাটা রিলিজ হয়েছিল ১৯৮৯ সালে। এই মুভিটা প্রথম বিটিভিতে দেখি ২০০২ বা ২০০৩ সালে৷ সেই সময় ক্লাস টু থ্রিতে পড়তাম। তখন সিনেমা দেখতাম আর মনে মনে নিজেকে বাপ্পারাজ চিন্তা করতাম। সেই সময়টা পেরিয়ে গেছে অনেক আগে আর এখন বয়সও বেড়েছে। সেই স্মৃতি গুলো চিন্তা করলে মনের মধ্যে কেমন জানি করে উঠে।

  • @sujanahmedfromksa2189
    @sujanahmedfromksa2189 4 ปีที่แล้ว +6

    ছবিটা অসাধারণ।এই ছবিটা ছোট বেলায় দেখছিলাম আর আজকে দেখলাম। ২৩/০২/২০২০