Golapi Ekhon Traine | Bangla Full Movie | Farooque | Bobita | Tarana Halim | ATM Shamsuzzaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Bangla Movie : Golapi Ekhon Traine
    Director : Amjad Hossain
    Starcast : Bobita, Farooque, Tarana Halim, Rawshan Jamil, Anwara, Anwar Hossain, Rosy Samad, ATM Shamsuzzaman, Tele Samad, Abdullah Al Mamun.
    Singer: Sabina Yasmin, Syed Abdul Hadi, Nina Hamid, Rabindranath Roy, Mili Choudhury.
    Music: Alauddin Ali
    Release Date: 05 September 1978
    Language: Bengali
    Label: Eagle Music
    Storyline:
    Mondol (A.T.M. Shamsuzzaman) is an influential person in the village. His son Milon (Farooque) likes the girl of a street singer (Anwar Hossain) Golapi (Bobita). In the meantime, Mondol brings a bridegroom for Golapi but they demand a cycle. Golapi's father cannot afford this so Milon pay for the cycle. But for some reason the marriage does not take place and Golapi's father commits suicide. As a result, Golapi's family fall into grief and she starts to work in different places by train. The people from the village do not take this positively and sit to desert them to work on trains.
    গোলাপি এখন ট্রেনে - কাহিনী সংক্ষেপ:
    গাঁয়ের প্রভাবশালী ব্যক্তি মণ্ডল। তাঁর ছেলে মিলন পছন্দ করে দরিদ্র গায়েনের মেয়ে গোলাপীকে। একদিন মণ্ডলই গোলাপীর বিয়ের জন্য খোঁজ দেয় এক পাত্রের। কিন্তু বিয়েতে সাইকেল দিতে হবে। নিজের মনকে বশ করে গোপনে সাইকেলের টাকাটা দেয় মিলন। তবে শেষ পর্যন্ত ভেঙে যায় বিয়েটা। এ কারণে আত্মহত্যা করে গোলাপীর বাবা। দারুণ অভাবের মধ্যে পড়ে সংসার। এর হাল ধরতেই ট্রেনে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে গোলাপী। গাঁয়ের মোড়লরা ভালো চোখে দেখে না গোলাপীর এ কাজ। যারা ট্রেনে কাজ করে গ্রাম থেকে তাদের বের করে দেওয়ার জন্য সালিস বসে।
    Hope you love it !!
    Enjoy and stay connected with us!!
    Enjoy & stay connected with us!
    ► Subscribe US #EagleMovies : goo.gl/aLbMHX
    ► Like us on Facebook: / eaglemusicbd
    ► Follow us on Instagram: / eagle.music

ความคิดเห็น • 1.7K

  • @rashedulhasan6406
    @rashedulhasan6406 ปีที่แล้ว +17

    আমজাদ হোসেন চলচ্চিত্র মানেই অন্যরকম কিছু সাথে আলাউদ্দিন অসাধারণ সংগীত ❤️

  • @anamulclassic5280
    @anamulclassic5280 10 หลายเดือนก่อน +76

    🌹🌹🌹🌹 গোলাপি এখন ট্রেইনে। তখন আমি অনেক ছোট ছিলাম। মানুষের মুখে মুখে শুনেছি গোলাপি এখন ট্রেইনে। 2024 সালে কে কে এই ছবিটি দেখতেছেন সবাই একটা করে লাইক রিয়েক্ট দিয়ে যাবেন ❤❤❤❤❤

  • @sabrinaalam1717
    @sabrinaalam1717 ปีที่แล้ว +13

    ছোটবেলায় দেখেছিলাম আর আজ৪২ বছর বয়সে এসে আবার দেখছি,কি সুন্দর ছবি,সোনালি যুগের ছবি,এখন আর এই রকম ছবি হয়না বাংলাদেশে, সকলের অভিনয় কি প্রানবন্ত।

    • @shahalamsikder5540
      @shahalamsikder5540 11 หลายเดือนก่อน +1

      আগের স্মৃতি গুলাই কাদায়

  • @ikmedia3619
    @ikmedia3619 3 ปีที่แล้ว +62

    আমি হয়তো একা যে এ যুগের হয়েও পুরনো দিনের ছবি গুলা খুঁজে দেখে।
    পুরানো মুভি গুলা দেখার মত। বাস্তব জীবনের গল্প ফুটে উঠে।

  • @promaakter1353
    @promaakter1353 ปีที่แล้ว +51

    এখন ২০২৩সাল হিসাবের খাতায় রেখে গেলাম
    ২০৩০ সালে এসে দেখব কে কে দেখেছে এই ছবিটা

    • @jowel8430
      @jowel8430 11 หลายเดือนก่อน

      হুম তবে এতো দিন বেঁচে থাকবেন কিনা তার তো কোন গেরান্টি নেই

    • @MohammadhossainbinaliTek
      @MohammadhossainbinaliTek 11 หลายเดือนก่อน +1

      আমি আজকে দেকলাম

    • @ButiHejla-ph4ry
      @ButiHejla-ph4ry 10 หลายเดือนก่อน +1

      😊😊😊

      ্্
      ্ঋ্্

      ্্

    • @ButiHejla-ph4ry
      @ButiHejla-ph4ry 10 หลายเดือนก่อน

      নন্তন্তন্তনধ্যধধধধ্যধধধধধধধধধধধধধধধ্যধধধ্ধধদ্ধধ্য্ধশ্্্্্ধধশধ্ধঝঝ্ধদশশধশদদদশধ্শ্ব নন নন ন্যধধধধশধধধধধধধ্য নন ধ্যধধধধ্ধধধধ্য্শ্বধধ্যধধধধ্য না শ্ব নন নন ধ্যধধধধ্ধধধধ্য্শ্বধধ্যধধধধ্য ধধধধধ নন ধ্যধ্য্্দ ধধধধধ ধ্্শশশধঔশ্ধ্ধ্ধ্ধঝধ্য্ধঝশধধশশধধশশধধধধধ্যধধধধ্ঝ্্শশধশশ্শশধ্শশ্ঝঝশশ্বধধধধ্ধ ধধধধধ শধ ধধধধধ নন শধ্যশ্ঝ্ঝ্্্শ্্্দ্্্্্্দ্্্্্ ্ঝদধধঝ্ঝ্জঝ্্ঝ্্ঝ্ঝঝ্ঝঝ্্ঝ্ঝ্্্ ্ঝঝ্শশ জন্য জ্্ধশদ্ধ্যধধ্যধধধ্যধ্যননন্যশধ্শশশধদধ্দ্্্দ্জধ ধধধধধ ্ধ্্ধধশধধধ্ঝ্দদ ধধধধধ ধধশ্ধধ্্শ্্্
      ধশদশ্শশ্ শধ শ🐰 ্্্ ্জ্্্শ্্্দ্্্দ্দশশদ্ধশশ ধধধধধ ধ্্্্শোশশশধ্্্্শজধদ্্্্জ্জ্ধশশশশশশধশশ্্্শশশ্দশশ্্শদ্দ্দ্্দদ্শশ্্শদ্্্্্দ্্্জঝ্জধশধ ধ ধধধধধ ধধধধধ জদ্দশ্জদশদ্্ দ্শশদ্্্্শ জন্য ধ ধধশ্ধধ্্শ্্্ শ্্্দদ ্ধ্্শ্্দশশ্্ জন ধ্দ্দদ্্দ্্দদ ্্দ শধ ধধশ্ধধ্্শ্্্ ধ ্জ্্্্দ শ্ ্শ্্শধদশ্দদশদ শশ্্্্শশদ্্জ দশ শ ্ধ্্শ্্দশশ্্ ধধধশধশশঝ্শ্জশধ ধধধধধ ধধধধধ ধধধধধধঝ্যঞ ওগো ওগো😊😊

    • @ayshalima4704
      @ayshalima4704 หลายเดือนก่อน

      ২০২৪ ডিসেম্বর ❤

  • @উদাসীবাউল-দ৪ঘ
    @উদাসীবাউল-দ৪ঘ 3 ปีที่แล้ว +686

    ২০০০ সাল থেকে ২০৯৯ সালের ভিতরে কেউ যদি এই মুভি টি দেখে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন

    • @ArifulIslam-zj4ow
      @ArifulIslam-zj4ow 2 ปีที่แล้ว +16

      উপস্থিত

    • @abumusa7254
      @abumusa7254 2 ปีที่แล้ว +7

      Labbaik

    • @cutepuppies1012
      @cutepuppies1012 2 ปีที่แล้ว +5

      ভাই ২০৯৯ কবে আসবে বইলেন।

    • @mdrefazuddin6629
      @mdrefazuddin6629 2 ปีที่แล้ว +8

      ২০৯৯ সাল পর্যন্ত আপনি কি বাঁচবেন

    • @musahossain6996
      @musahossain6996 2 ปีที่แล้ว +5

      এই সব ছবি এখন আর হবেনা

  • @MaishaMoni-hs5qm
    @MaishaMoni-hs5qm 10 หลายเดือนก่อน +11

    সত্যি আগের ছবির কোন তুলনা হয় না ❤❤২০২৪ মাইশা

  • @rohankhanjoy3087
    @rohankhanjoy3087 3 ปีที่แล้ว +78

    আগের দিন এত সুযোগ সুবিধা ছিলো না। তারপরও আগের সবকিছুই কত সুন্দর কত প্রাণবন্ত।
    একেই বলে ওল্ড ইজ গোল্ড।

  • @smritysvlogs
    @smritysvlogs 7 หลายเดือนก่อน +31

    কিসের তুফান আর কিসের প্রিয়তমা,রাজকুমার...কি সুন্দর সামাজিক ছবি,সাবলীল অভিনয়❤

    • @ugsronh
      @ugsronh หลายเดือนก่อน +1

      রাইট

    • @Boratsorker-yh4up
      @Boratsorker-yh4up หลายเดือนก่อน

      সঠিক কথা বলছেন

    • @sujanmia2960
      @sujanmia2960 25 วันที่ผ่านมา

      Right. Brother

  • @MdSohelRana-rs1ys
    @MdSohelRana-rs1ys 11 หลายเดือนก่อน +104

    ২০২৪ সালে কে কে দেখছেন

  • @antorshakhawat4126
    @antorshakhawat4126 11 หลายเดือนก่อน +4

    আমাদের একজন আনোয়ার হোসেন ছিলেন.... কি অসীম শক্তিমান অভিনেতা.. নবাব চরিত্রে যেমন মানিয়ে গেছেন, তেমনি গ্রামের হত-দরিদ্র চরিত্রেও অসাধারন ছিলেন। পরপারে ভাল থাকুন। শ্রদ্ধা....

  • @sabir_chowdhury
    @sabir_chowdhury 10 หลายเดือนก่อน +8

    গোলাপি এখন ট্রেনে বইটা এক পুরোন বইয়ের দোকান হতে কিনেছিলাম | এরপর আব্বার কাছে এইটার সিনেমার কথা শুনে এলাম, বইটা শেষ করে দেখতে সিনেমাটি I
    আসলে আগেকার সময়ের বই/ লেখক/ সিনেমা/ অভিনয়/ অভিনেতা/ অভিনেত্রী এঁদের কারোর তুলনা আর মিলবে নাহ! সত্যিই অসাধারণ
    __১০.০৪.২০২৪

  • @KrishiUp
    @KrishiUp 2 ปีที่แล้ว +13

    ধন্যবাদ বিশিষ্ট পরিচালক আমজান হোসেন কে এমন একটা মুভি উপহার দেয়ার জন্য। মিলনরা যুগে যুগে কালে কালে আসে।

  • @রোদেলাআকাশ-ন১ব
    @রোদেলাআকাশ-ন১ব ปีที่แล้ว +12

    আগের চবি গুলা দেখলে চোঁখে পানি আসতো। আর এখন দুধওয়ালী আর পাচাওয়ালী নায়িকাদের চবি দেখলে, নিচে পানি আসে। আর বেশী কিছু বলবো না।কমেন্টটা ভালো লাগলে, একটা লাইক দিয়েন।

  • @wahiduzzamankhan5131
    @wahiduzzamankhan5131 4 ปีที่แล้ว +140

    দেখেতেছি ছায়াছবি "গোলাপী এখন Train-এ" - এইমাত্র চমৎকার একটা সংলাপ শুনলাম - "বাঙলাদেশে কোনো Class নাই গো , আমরা হগলেই এক Class-এর মানুষ !!"

  • @MdBadshaMollah
    @MdBadshaMollah ปีที่แล้ว +35

    এই মুভিটা ১৯৮২/৮৩ সাদাকালো টিভিতে দেখেছি, তখন ছবির কাহিনি বুঝতাম না ক্লাস টু অথবা থ্রির ছাত্র ছিলাম।
    ইউটিউবে পূনরায় দেখার সুযোগ পেয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না, ছবিতে অভিনয় অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার বাবা মা ও চলে গেছেন একদিন আমিও চলে যাবো থেকে যাবে সৃতি,
    ইউটিউবে আজিবন থাকবে আগের বাংলার সাংস্কৃতি, পূনরায় দেখতে পেয়ে আপনাকে ধন্যবাদ। পেয়ে আপনাকে ধন্যবাদ

    • @sharifsumon-yg5dl
      @sharifsumon-yg5dl หลายเดือนก่อน

      এটা কতসালের ছবি

    • @FarhanaakterLubna
      @FarhanaakterLubna หลายเดือนก่อน

      1978​@@sharifsumon-yg5dl

  • @arafatsunnyaraf4202
    @arafatsunnyaraf4202 2 ปีที่แล้ว +13

    সব লিজেন্ড অভিনেতা অভিনেত্রী একসাথে
    তারপরেও আনোয়ারার কথা বলবো
    বাংলা সিনেমার মহীয়সী মা তিনি।
    পুরো সিনেমায় আনোয়ারার অভিনয় ছিল অন্যরকম।
    আনোয়ারার কথাবার্তা, বেশভূষা, এক্সপ্রেশন সব ছিল এক কথায় নিখুঁত।
    রওশন জামিল, ববিতা তাদের সেরাটা দিয়েছে
    তারা আসলেই লিজেন্ড

  • @nymphaeanauchali7529
    @nymphaeanauchali7529 10 หลายเดือนก่อน +17

    বাংলাদেশের ইতিহাস দুঃখ কষ্ট, দুর্ভিক্ষ আর শোষণ বঞ্চনার ইতিহাস। আর লোকজন বলে অতীত ভালো ছিলো। অতীত প্রাকৃতিকভাবে ভালো ছিলো। মানুষের জীবনমান খুবই নিম্নমানের ছিলো।

    • @nusratjahan4415
      @nusratjahan4415 5 วันที่ผ่านมา

      ঠিক বলছেন

  • @BiswasBibhuti-bx2yo
    @BiswasBibhuti-bx2yo ปีที่แล้ว +4

    আহা অভিনয়, আহা অভিনেত্রী, আহা কাহিনী, আহা সোনালি অতীত,সোনালি বাংলা, আবার চাই ❤❤
    চমৎকার 🥰

  • @جاهدهالحربي
    @جاهدهالحربي 11 หลายเดือนก่อน +7

    গোলাপি এখন বিলাতে
    দেখা শেষ করে এখন দেখতেছি
    গোলাপি এখন ট্রেনে।
    28.2.2024,,,

  • @Achine.2776
    @Achine.2776 5 ปีที่แล้ว +71

    প্রায়ত আমজাদ হোসেনের "গোলাপী এখন ট্রেনে " চমৎকার একটা ছবি।আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল ছবিটি।প্রতিটি অভিনেতাই নিখুঁত অভিনয় করেছেন।

  • @jahidbhuiyan9212
    @jahidbhuiyan9212 25 วันที่ผ่านมา +9

    2025 ami dekhi

  • @0702romelamin
    @0702romelamin ปีที่แล้ว +12

    চোখের পানি আটকে রাখতে পারিনি,,কি সুন্দর সিনেমা তৈরি হতো আমাদের দেশে!! What a creation of Amjad Hossain!

  • @Tawba25january
    @Tawba25january ปีที่แล้ว +7

    ২০২৪ সালে এসে কে কে দেখেছেন ❤❤

  • @saddamhossainarif2651
    @saddamhossainarif2651 3 ปีที่แล้ว +119

    2022-2-2- এ সালে এসে কে দেখেন এই ছবি। যারা এই ছবি দেখতে পারবেন এই ছবির কাহিনী অনুভব করতে পারবেন তারাই অরজিনাল বাঙালি।

  • @jewelrana8868
    @jewelrana8868 2 ปีที่แล้ว +65

    এই মুভি গুলো ই আমাদের সংস্কৃতি। এই মুভি গুলো কখনোই পুরানো হবেনা।

  • @3.md.sharifuzzamanpiyes969
    @3.md.sharifuzzamanpiyes969 3 ปีที่แล้ว +93

    চোখের পানি আটকে রাখতে পারিনি,,কি সুন্দর সিনেমা তৈরি হতো আমাদের দেশে!!

  • @talhakhaled3030
    @talhakhaled3030 5 ปีที่แล้ว +74

    বাস্তব আর অভিনয়! এই দুটোকে আলাদা করবে কারো সাধ্য নেই, অসামান্য অভিনয় করেছেনে একেকজন, এমন অভিনয় শিল্পী দের জন্ম আর হবে না।

    • @abdullahal-amin1584
      @abdullahal-amin1584 5 ปีที่แล้ว +4

      অসাধারণ অভিনয়!!!মরহুম আঃ আল মামুন,আনোয়ার হোসেন,রোজী সামাদ,টেলিসামাদ,রওশন জামিল এর আত্মার মাগফেরাত কামনা করছি।তারানা আপা এই ছবিতে আছে জানতাম না।খুব ভাল লাগলো।এটিএম চাচার সুস্থতা কামনা করি।

    • @jannatulislammoumita9945
      @jannatulislammoumita9945 3 ปีที่แล้ว +1

      ঠিক তাই!একদম ঠিক!👍

    • @tomasarkar3161
      @tomasarkar3161 2 ปีที่แล้ว +1

      সত্যি

    • @shopnoislam2566
      @shopnoislam2566 หลายเดือนก่อน

      ​@@abdullahal-amin1584তারানা আপা কোন জন?

  • @jahidabintynoor4431
    @jahidabintynoor4431 2 ปีที่แล้ว +17

    আহ!!!পুরনো বাংলার পুরনো জীবন,,সেই আবহমান বাংলার প্রতিচ্ছবি!!!

  • @amanpurmohonpur7528
    @amanpurmohonpur7528 ปีที่แล้ว +6

    এই ২০২৩ সালে ও একজন আধুনিক ছেলে হয়েও এই সব মুভি আমার অসাধারণ লাগে।আমি জানি না কেন এত ভালো লাগে তার মানে আমি কি আধুনিক হতে পারি নি নাকি সত্যিই আমি লিজেন্ড এই দ্বিধায় আছি।।

    • @sagorhossainashik1503
      @sagorhossainashik1503 ปีที่แล้ว

      সেম আমিও খুঁজে খুঁজে আগের পুরুনো মভি গুলি দেখি.... এ প্রজন্মে জন্ম হয়েও আগের ছবির প্রতি কেন জানি আমার টান বেশি

  • @sukhurAli-ol5et
    @sukhurAli-ol5et 2 วันที่ผ่านมา +1

    2025 সালে কেউ যদি দেখে থাকেন একটা করে লাইক দেয়া যাবেনা লাইটটা তোলা থাকবে আমরা থাকবো না

  • @mahfuzakhatun7638
    @mahfuzakhatun7638 2 ปีที่แล้ว +10

    অনেক শুনেছিলাম এই ছায়াছবির কথা কিন্ত দেখা হয়নি কোনদিন। আজ দেখলাম, মন ভরে গেলো। অসাধারন কালজয়ী ছায়াছবি।যেমন কাহিনী তেমন অভিনয়, আর অসাধারন পরিচালনা।

  • @rasheduzzaman2519
    @rasheduzzaman2519 ปีที่แล้ว +24

    ২২/০৮/২০২৩ আজ সিনেমা টা দেখলাম ❤সেই পুরনো দিনের কথা খুব খুব মনে পড়ছে 😭😭😭 কতো সুন্দর ছিল সেই ছোট্ট কালের সময় টা

  • @ferdusreza9200
    @ferdusreza9200 3 ปีที่แล้ว +22

    শুনেন গোলাপীর বাপ গো ওওও মাইয়া গো সামনে আর লজ্জা দিয়েন না।আগের দিন গুলি কত মজার ছিল দুই বেলা না খাইয়া থাকলেও কত মজার ছিল।

  • @asikurakash6066
    @asikurakash6066 3 ปีที่แล้ว +37

    অসাধারণ কাহিনি ❤️❤️ একদিকে জমিদার-জোতদারের অত্যাচার অন্যদিকে গ্রাম্য নিরন্ন,অসহায় মানুষের বেঁচে থাকার লড়ায় সবার মনে সাড়া দিয়েছে 😢😢
    বেঁচে থাকার জন্য অসহায় মহিলাদের জীবন-সংগ্রাম এর অন্যতম উপজীব্য ❤️❤️

  • @jonyislam6246
    @jonyislam6246 18 วันที่ผ่านมา +3

    ২০২৫ সালের কেউ কি দেখতে এসেছেন..?

  • @fazlerabbi520
    @fazlerabbi520 11 หลายเดือนก่อน +2

    ইন্দ্রপুরি সিনেমা রাঙামাটি তে ১৯৮১ সালে প্রথম দেখা হয়,,,,খুবই চমৎকার একটা ছবি,,, ক্লাস এইটে পড়ার সময় ক্লাস ফাঁকি দিয়ে গিয়েছিলাম,,,,,

  • @misjoba4753
    @misjoba4753 5 ปีที่แล้ว +32

    বাস্তবতাকেও হার মানিয়ে দিছে অসাধারণ

  • @rahmatulladaliminek9300
    @rahmatulladaliminek9300 2 ปีที่แล้ว +4

    👌 আমাদের বাংলার বুকে এমন গুণী শিল্পী আর এমন গ্রাম বাংলার অপর চিত্র অভিনয় এর শিল্পী কলা কৌশলী আর কখনো আসবেনা আগের সিনেমা থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নিয়েছে আর এখন সিনেমা দেখলে মানুষের বমি আসে 🙋‍♂️

    • @kamalhossain1604
      @kamalhossain1604 2 ปีที่แล้ว

      aAaaaaAaaaaqaa

    • @kamalhossain1604
      @kamalhossain1604 2 ปีที่แล้ว

      aaaaAaaaaAaaaaqaa

    • @kamalhossain1604
      @kamalhossain1604 2 ปีที่แล้ว

      questions

    • @kamalhossain1604
      @kamalhossain1604 2 ปีที่แล้ว

      Able Rana aaa aaa aaa aaa aaa aaa aaaaaaaaaaaaaaaaaaaaa aaa aaa aaa aaa aaa aaa aaa aaa a ringtone fuck aa a

  • @obaidulalamin7874
    @obaidulalamin7874 4 ปีที่แล้ว +16

    চোখের জলে ছবিটি দেখলাম, কি অসাধারণ! আমজাদ হোসেন সত্যি এষ অসাধারণ সৃষ্টি করে গেছেন, মহান আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন, আমীন।

    • @tarikulalam2208
      @tarikulalam2208 3 ปีที่แล้ว

      অসাধারণ একটি ছবি । আর আজকাল যে সকল ছবি তৈরী হচ্ছে , সেগুলোর কথা আর কি বলবো ?

  • @ItsMe_Anwar
    @ItsMe_Anwar ปีที่แล้ว +25

    আমি শুধু অঝোরে কেঁদে ই গেলাম , কি সুন্দর ছবি ছিলো 😢 , রওশন জামিল, আনোয়ারা, ববিতা কালজয়ী অভিনেত্রী , সারাজীবন মনে থাকবে উনাদের অভিনয়.

  • @kaidhk4457
    @kaidhk4457 2 ปีที่แล้ว +11

    আগামী ১০০ বছরে এমন ছবি আর বাংলাদেশে আসবে না, আমাদের ইতিহাস সংস্কৃতি সংমিশ্রণে বাংলার সরল সবলা নর-নারীর এক ঐতিহাসিক ছবি।

  • @Penguin17108
    @Penguin17108 3 ปีที่แล้ว +51

    ২১সালে এসেও বাংলা সিনেমা দেখে চোখে পানি এসে গেলো 😢😢একেকটা মাস্টারপিস ❤️

  • @salmarahman2718
    @salmarahman2718 ปีที่แล้ว +6

    ছোট বেলাই আব্বুর মুখে গল্পটা শুনতাম.. এর পর মুভিটা দেখা.. আবার ২৪.১.২৪ এ দেখলাম।

  • @dmrakibhossain5535
    @dmrakibhossain5535 6 ปีที่แล้ว +218

    এই মুভির অনেক কলাকুশলী আজ আমাদের মাঝে বেচে নেই যেমন রোজী সামাদ, আনোয়ার হোসেন, রওশন জামিল, পরিচালক আমজাদ হোসেন সহ অনেকেই। আল্লাহ তাদের বে্হেস্ত নসীব করুক

    • @nayeemahmed2050
      @nayeemahmed2050 6 ปีที่แล้ว +8

      আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মতি, সাইফুদ্দিন সহ আরও অনেকেই বেঁচে নেই। ২৬-০২-২০১৯ ইং

    • @nayeemahmed2050
      @nayeemahmed2050 5 ปีที่แล้ว +5

      অবশেষ টেলি সামাদও মারা গেলেন

    • @MdRhmn-un5wg
      @MdRhmn-un5wg 5 ปีที่แล้ว +5

      Ameen

    • @Pppp-oe8rl
      @Pppp-oe8rl 4 ปีที่แล้ว +2

      J

    • @tahsinsarwar4161
      @tahsinsarwar4161 4 ปีที่แล้ว +1

      @@nayeemahmed2050 ik8
      K

  • @MdMamun-zw7nk
    @MdMamun-zw7nk 3 ปีที่แล้ว +11

    গোলাপি এখন ট্রেনে,
    ছবি টি কাইটা কুইটা গোলাপি রে তুইলা দিছেন প্লেনে, পরবর্তী প্রজন্ম দেখার আগ্রহ হারিয়ে ফেলবে।

    • @farukhossain00
      @farukhossain00 2 ปีที่แล้ว

      কথা সত্য ভাই।

  • @anamulhq402
    @anamulhq402 4 ปีที่แล้ว +13

    কত সুন্দর এবং সাবলীল,,,দেখলে মন জুরিয়ে যায়,,,আমি ভাগ্যবান এমন একটি চবি দেখত পেরে,,,,আমার জানাই ছিলনা বাংলা সিনেমা ভান্ডারে এমন একটি চবি ছিল,,,,ধন্যবাদ পরিচালক এবং সকক কলাকৌশলিকে!!!!!

  • @kazialemran
    @kazialemran 2 ปีที่แล้ว +8

    গ্রাম বাংলার সাধারণ মানুষের গল্প নিয়ে অসাধারণ একটি চলচ্চিত্র এটি। এমন চলচ্চিত্র বাঙালি সংস্কৃতির গর্ব।

  • @dulallikon5574
    @dulallikon5574 5 ปีที่แล้ว +21

    অসাধারণ ছবি দেখলে মন ভরে যায়,, গ্রামের পটভূমিতে ফারুক অতুলনীয় নায়ক

  • @JalaontoreJala
    @JalaontoreJala 5 หลายเดือนก่อน +3

    সালটা দিয়ে 2024, প্রিয় মানুষের সাজেশন, মুভিটা দেখতে আসলো, ভালো থাকুক সকল মুভি প্রেমিক❤

  • @rafikkw7526
    @rafikkw7526 4 ปีที่แล้ว +32

    এখনকার ছবি দেখলে বমি আসে।কত ভালো ছিলো আগের ছবি।

    • @suniltambuly6155
      @suniltambuly6155 2 ปีที่แล้ว

      বমির সাথে পাকস্থলীও বেরিয়ে আসতে চায়। থু থু থু দিতেও ঘৃনা হয়।

  • @HamidKhan-tz7hy
    @HamidKhan-tz7hy ปีที่แล้ว +9

    আমাদের জামালপুরের সন্তান ওনার ছোটবেলার জীবন একটি ইতিহাস আমজাদ হোসেন আমাদের জামালপুরের গর্ব ❤❤❤

  • @udjfjifigi350
    @udjfjifigi350 5 ปีที่แล้ว +127

    ২০২০ সালে কে কে এই মুভিটা দেখছো

  • @jannatulislammoumita9945
    @jannatulislammoumita9945 3 ปีที่แล้ว +5

    পুরোনো এই বাংলাদেশের ছবিগুলো মহামূল্যবান!
    নায়িকা ববিতা সম্পর্কে জানতে চাইলে আম্মু এই ছবিটি দেখতে বললেন এবং পুরনো ছবি সম্পর্কে আমার ধারণা ও সবার মতবাদ আসলেও সত্য!

  • @kazirana5430
    @kazirana5430 5 ปีที่แล้ว +17

    Allah...ato shondor acting akdom real...They all deserve national Award...respect for all

  • @MDSalim-yo6zt
    @MDSalim-yo6zt 2 ปีที่แล้ว +9

    ছেলেবেলায় অনেক শখ ছিলো এ ছবিটি দেখে আজ মনের আশা পূর্ণ হলো। ৪০ বছর পর।

    • @monniaktar3975
      @monniaktar3975 ปีที่แล้ว

      কত সালে হয়েছিল ছবিটা

    • @samsukvlog7451
      @samsukvlog7451 ปีที่แล้ว

      Same here.

  • @sorifulislam5559
    @sorifulislam5559 9 หลายเดือนก่อน +3

    কমেন্ট না করে আর থাকতে পারলাম না শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক খাওয়াচ্ছে অনেক পড়াচ্ছে অতীতের পূর্বপুরুষ এবং মানুষের কষ্ট দেখলে মনে হয় সেই হিসাবে আমাদের কোন কষ্টই নেই

  • @jebadr4345
    @jebadr4345 3 ปีที่แล้ว +14

    ভাত দে"
    গোলাপী এখন train এ সহ অনেক জীবনধর্মী ছবির জনক আমজাদ হোসেন....কি অনবদ্য সৃষ্টি

  • @তিব্রশাহরিয়ার
    @তিব্রশাহরিয়ার 6 ปีที่แล้ว +130

    এই ছবি গুলো বেচে থাকুক হাজার বছর!!

  • @MdIfran-b8v
    @MdIfran-b8v ปีที่แล้ว +4

    ২০২৩ সালে আইসাও ছবিটা দেখলাম🥰

  • @munsemunse1723
    @munsemunse1723 4 ปีที่แล้ว +11

    গোলাপি এখন ট্রেনের পর মুক্তি পেয়েছে আমজাদ হোসেনের গোলাপি এখন ঢাকা

  • @rupapatwary8447
    @rupapatwary8447 3 หลายเดือนก่อน +1

    ফেইসবুক ও অসহ্য লাগে এই মুভিগুলা যত দেখি ততই মুগ্ধ হই এত সাবলীল অভিনয়... মানুষের জীবন যাত্রা এতো কঠিন ছিলো এই মুভি দেখে ফিল করি, ভাত দে, সূর্য দীঘল বাড়ি এই মুভি গুলা বার বার দেখি❤

  • @saidurraham4661
    @saidurraham4661 6 ปีที่แล้ว +167

    আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনের মত ছবি বাংলাদেশে আর হবে না । ছবির পরিচালক আমজাদ হোসেন আজ ১৪ ডিসেম্বর-২০১৮ইং শুক্রবার সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

  • @atiqurrahman-jn6og
    @atiqurrahman-jn6og ปีที่แล้ว +1

    অসাধারণ এক ডায়লগ মানুষের কোন ক্লাস নেই, অসাধারণ চিত্রনাট্য, বাস্তবতার নিরিখে অসামান্য সামাজিক চিত্রায়ন, জীবন ও সমাজের বাস্তবতা যার হাত ধরেই আমাদের পথ চলা।

  • @mohrahman5818
    @mohrahman5818 4 ปีที่แล้ว +7

    এতো সুন্দর পরিবেশ বাংলা কে ভুলে বসেছি ।আর কোন দিন হবে কিনা জানি না ।
    সাবেক সাংবাদিক আনিস কায়সার আমেরিকা

  • @ahmedeliash4983
    @ahmedeliash4983 2 ปีที่แล้ว +16

    আমি হযরত মোহাম্মদ সাঃ এর উম্মত ❤️❤️❤️❤️

    • @asmaaktar6591
      @asmaaktar6591 ปีที่แล้ว

    • @MizaanMiza
      @MizaanMiza ปีที่แล้ว

    • @MizaanMiza
      @MizaanMiza ปีที่แล้ว

      আমিও

    • @SaberiZami
      @SaberiZami 10 หลายเดือนก่อน

      তা উম্মত ভাল কথা, তা এইহানে কি করস এই চোদনা???

  • @mayaranimaya9958
    @mayaranimaya9958 2 ปีที่แล้ว +4

    মানুষের জীবনের বাস্তবতা এ-ই ছবিটা। জীবন টা বড়ই কঠিন। এই ছবির একটা ডায়লগ আছে যা আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে। সেটা হলো, বুবু খারাপ সবাই বলবে কিন্তু কেউ মুখে ভাত দেবে না। আসলে সত্যি এক শ্রেণীর মানুষ আছে যারা নিন্দা করে উপকারে আসে না। সত্যি জীবনটা বড়ই কঠিন। এই ধরনের কিছু ছবিতে মানুষের জীবনের বাস্তবতা দেখা যায়। একটা সময় মানুষ কি পরিমাণ যুদ্ধ করে জীবনের সাথে বাচে তা বুঝাগেলো। ভালো লাগলো ছবিটা

  • @jahangirhossain533
    @jahangirhossain533 3 ปีที่แล้ว +22

    অভিনয় এত নিখুঁত হয় কি করে।♥

  • @riazulhaque6639
    @riazulhaque6639 5 ปีที่แล้ว +49

    এত বিখ্যাত একটা ছবির আপলোড এত এলোমেলো কেন?

  • @rubinarubisdaily
    @rubinarubisdaily หลายเดือนก่อน

    ছোট থেকেই শুনেছি "গোলাপী এখন ট্রেনে"। সিসিমপুরে ও নাম শুনেছি টিকটিকির মুখে। কিন্তু ইউটিউবেই দেখেছি ছবিটা। আমজাদ হোসেনের অনবদ্য সৃষ্টি। গুনি অভিনেত্রীদের অসাধারণ অভিনয় ❤️

  • @mahmudasultana2402
    @mahmudasultana2402 3 ปีที่แล้ว +2

    এতো সুন্দর এতো অসাধারন ছবি , পরিবারের সবাই কে নিয়ে ছোট দের নিয়ে দেখার মতো ছবি , কত সুন্দর গল্প , কত সুন্দর অভিনয় সবার , যত দেখি ততই দেখতে ইচ্ছে করে দেখিও , কত সুন্দর গানের কথা সুর অসাধারন অসাধারন আর এখন কার ছবি !

  • @mdsurujsuruj702
    @mdsurujsuruj702 ปีที่แล้ว

    আগের ছবি গুলো অনেক সুন্দর লাগে ❤❤❤

  • @hiramia5770
    @hiramia5770 4 ปีที่แล้ว +6

    আমজাদ হোসেনের এটি একটি কালজয়ী সিনেমা, যার প্রতি দৃশ্য এক এক টি জীবন্ত কাহিনি। যার কোন তুলনা হয় না।

  • @fatamabegom9866
    @fatamabegom9866 ปีที่แล้ว +1

    আনেক কাটছাঁট করে দিয়েছে আনেক সুন্দর ছিলো ছবিটা গানগুলো ও পুরাপুরি দেয়নাই

  • @mahfuzulalammithu6352
    @mahfuzulalammithu6352 9 หลายเดือนก่อน +5

    এমন নিখুঁত অভিনয় অনেক দিন পর দেখলাম ২০২৪❤

  • @youtuberrasel9216
    @youtuberrasel9216 3 ปีที่แล้ว +2

    সে কালেও যে এতো সুন্দর ক্যামেরা ছিলো সত্যি অসাধারণ। নেই কোনো ব্যাকগ্রাউন্ড বাজে সাউন্ড, ঝিনঝিন অনেক সুন্দর লাগলো
    একটা যুদ্ধবিধ্বস্ত দেশে এরকম ছবি অনেক সুন্দর সবকিছু ফুটিয়ে তুলেছে।

  • @debuchowdhury9734
    @debuchowdhury9734 3 ปีที่แล้ว +16

    কি বাস্তব সম্মত অভিনয়। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণ যুগের স্বাক্ষর।

  • @sanjoybarmansanju6671
    @sanjoybarmansanju6671 3 หลายเดือนก่อน +1

    আমজাদ হোসেন স্যারের সিনেমা আমাদের বাস্তবতা নিয়ে তৈরি। উনার সিনেমা দেখে অনেক কিছু শিখেছি

  • @shimulparvej2100
    @shimulparvej2100 6 ปีที่แล้ว +173

    কত সুন্দর ছবি, এখন যত সব আজেবাজে ছবি, নাই কোন কাহিনী, শুধু অশ্লীল দিয়ে ভোরা

  • @nasrinakter7237
    @nasrinakter7237 ปีที่แล้ว

    অসাধারণ ছায়াছবি। আমজাদ হোসেন যা বানিয়েছে, এটা গ্রাম বাংলার চিরাচরিত কাহিনী।যুগ যুগ ধরে চলে আসছে এমন সমাজ ব্যাবস্থা।এসবের শেষ কোথায়?

  • @miahmohammadjoyel801
    @miahmohammadjoyel801 4 ปีที่แล้ว +14

    ছবিটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমজাদ হোসেন স‍্যার এর অসাধারণ প্রতিভা ছিলো আল্লাহ্ তাকে যেনো জান্নাত নসিব করেন

  • @aiasaakter1226
    @aiasaakter1226 2 ปีที่แล้ว +2

    অসাধারন অসাধারণ অসাধারণ।ভাষা পাইনা কী বলবো।চোখ থেকে পানি পরে গেছে

  • @PokemonHoraizonS
    @PokemonHoraizonS 2 ปีที่แล้ว +8

    এসব সিনেমা হচ্ছে বাংলাদেশের সিনেমার দলিল যে বাংলাদেশেও অনেক উন্নত সিনেমা তৈরি হতো মানুষের জীবন যাত্রা পরিবর্তন করার সিনেমা দেখলে চোখে পানি এসে যায়

  • @MDMILON-vk3wk
    @MDMILON-vk3wk ปีที่แล้ว +1

    23 সালে ছবিটা দেখলাম অনেক ভালো লাগলো বাস্তব ঘটনা তুলে ধরছে ছবির ভিতরে অসাধারণ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @ranamiah3274
    @ranamiah3274 5 ปีที่แล้ว +16

    মনের তৃপ্তি ভরেনা যত দেখি ততই ভাল লাগে

  • @EntertainingSS740
    @EntertainingSS740 2 ปีที่แล้ว +3

    আমজাদ হোসেনের তুলনা হয় না। এমন সিনেমা আর কেউ বানাতে পারবে না।অসাধারণ সিনেমা।

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 4 ปีที่แล้ว +47

    বিষের যন্ত্রণা বোধহয় অভিনয়ের মাধ্যমে পৃথিবীর আর কোনো অভিনেতা ফুটিয়ে তুলতে পারবেনা। ববিতা, আনোয়ারা, রওশন জামিল, এটি এম শামসুজ্জামান উনাদের মতো অভিনয় আর কেউ করতে পারবেনা

    • @ancononkon2042
      @ancononkon2042 3 ปีที่แล้ว +2

      rousan jamil er ovinoy khali ami dui cokh diye dekhi

  • @lamsworld6265
    @lamsworld6265 3 ปีที่แล้ว +1

    21:10 mnt......ami hase thamai rakte parclm nA.....[ jode o monta karap clo.... Bt dialog sune na hase prlm nah ]......osadaron👍

  • @momenkhan835
    @momenkhan835 2 ปีที่แล้ว +3

    চিরায়ত বাংলার বাস্তব জীবন কাহিনী ফুটে উঠেছে এই সিনেমায়। শ্রদ্ধেয় পরিচালক আমজাদ হোসেন, অভিনেতা এবং অভিনেত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন বাস্তব গ্রাম বাংলার সিনেমা উপহার দেয়ার জন্য।

  • @premapiya4971
    @premapiya4971 7 หลายเดือนก่อน

    এই ছবি গুলো আমি আমার নানীর বাড়ি বড় মিলের বড় পর্দায় দেখতাম। সেই অনেক বছর হয়ে গেছে। তবু ও এই মানুষের অভিনয় গুলো হৃদয়ে গেঁথে আছে ❤❤❤❤

  • @mdjony4374
    @mdjony4374 4 ปีที่แล้ว +26

    2020 কেউ আছে 🇧🇩🇧🇩🇧🇩

  • @ShafiulAzmiRupok-i8k
    @ShafiulAzmiRupok-i8k 6 วันที่ผ่านมา

    আহ ,,,,একটা কালজয়ী ছবি,,,,,
    যতবার দেখি ততবারই চোখে পানি আসে ❤❤❤

  • @NasirAhmedhemal
    @NasirAhmedhemal 7 หลายเดือนก่อน +1

    আজ ২৬-৬-২০২৪ মুভিটা দেখলাম কি প্রাণবন্ত অভিনয়। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমজাদ হোসেন এর মত পরিচালক আর আরবেনা। আর এমন মুভি ও আর আমরা পাবোনা।

  • @hungergemar7323
    @hungergemar7323 4 ปีที่แล้ว +7

    ববিতা ম্যাম কে দেখলে আমার অন্যরকম রোমান্টিক অনুভূতি হয়।

  • @masumaakter2022
    @masumaakter2022 ปีที่แล้ว +1

    আপনাদের কাছে অনুরোধ করছি ফারুক সাহেবের ও ববিতা ম্যামের লায়লা আমার লায়লা ছবি দিয়ার অনুরোধ করছি

  • @abdulquddus9431
    @abdulquddus9431 2 ปีที่แล้ว +7

    এই ছবিতে হাদী স্যার যে গান গেয়েছেন সেটা বাংলাদেশের আর কারও পক্ষে সম্ভব হবে না।

  • @Saidurrahman-mu3vw
    @Saidurrahman-mu3vw ปีที่แล้ว +1

    মরহুম আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনে সিনেমাকে আমি সিনেমা বলবো না। এটা বাংলাদেশের সম্পদ। সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে ছবিটি। এক লাখ বছর টিকে থাকবে গোলাপী এখন ট্রেনে।

  • @mdalamgirhossain9582
    @mdalamgirhossain9582 2 ปีที่แล้ว +4

    আনোয়ার, আনোয়ারা, রোজী আফরোজ,রওশন জামিল, ববিতা, ফারুক, তারানা হালিম, এ টি এম শামসুজ্জামান, টেলিসামাদ এর মতো শক্তিমান অভিনেতারা অভিনয় করলে ছবি বাস্তবতার কথা বলবেই।

  • @valobasa2328
    @valobasa2328 3 ปีที่แล้ว +1

    2021 সালে এই মুভি টা দেখলাম খুব ভালো লাগলো কমেন্ট করে গেলেন 1যুগ পর সবাই দেখবে

  • @shafiqulislamniloy9365
    @shafiqulislamniloy9365 3 ปีที่แล้ว +2

    ১১.০২.২০২২
    আহা! কি চমৎকার সিনেমা।
    আর এখনকার অকর্মাগুলা শিল্পি সমিতির নির্বাচন আর চেয়ার নিয়ে কারাকারি করে।
    আরো একটা অতুলনীয় সুন্দর সিনেমার স্বাক্ষী হলাম।

    • @nayeemahmed2050
      @nayeemahmed2050 ปีที่แล้ว +1

      আরও আছে - ভাত দে! লালকাজল, দুই পয়সার আলতা, মাটির ঘর, বধূবিদায়, সারেং বউ, যাদুর বাঁশি, সুন্দরী, নয়নমণি, গোলাপি এখন ঢাকায়, সূর্যদীঘল বাড়ি প্রভৃতি। এই ছবিগুলোও দেইখেন