স্যার, আস্ সালামু আলাইকুম | আমি আপনার প্রতি দাবি রাখছি, আপনি যে ভাবে সরলীকরণ করে কোরান এর মাতৃভাষায় শিক্ষা দিচ্ছেন। দয়া করে যদি এই সরলীকরণ ভাষায় কোরান এর বই আকারে প্রকাশ করেন তাহলে খুবই ভালো হোতো |
সালামুন আলাইকুম السلام عليكم এর একটু চিন্তার খোরাক দিলাম السلام عليكم /Hello / Peace be upon you তোমার উপর শান্তি হোক - এটা শিরক আপনি বলতে পারেন লামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ - একটু মাথা খাটান এবং বুঝুন আপনি কি সালাম (শান্তির) এর ডিলার -- সুতারাং এটা শিরক হবেই-- ( তাছাড়া এটার দ্বারা সত্যিকারের সালাম কামনা হয় না, আপনি সালাম কামনা করেন আল্লাহর সাহায্য ছাড়া) এটা কি হয়? এবং সালাম এর উত্তর দিচ্ছেন السلام عليكم যা মিনিং ফুল হয় না (Hello / Peace be upon you তোমার উপর শান্তি হোক), অন্য দিকে এটা কোরআনের সালামের কথা বললেও السلام عليكم আল্লাহর নির্দেশিত আয়াত না, একটি আয়াতে নবীকে শান্তির বার্তা দিয়েছেন মাত্র। এই মুর্খ বর্ণনাকারীগন বলতে চাই এটা কোরআনের সালাম, এ রকম কোন আয়াত নাই , থাকলে আমায় দিলে উপকৃত হব। আর এটা যারা বুঝানোর চেষ্টা করছেন তারা প্রত্যেকে নিজে নিজে টিচার হবার চেষ্টা করছেন (মুহাম্মাদুর রাসুলুল্লাহ্এক বাদ দিয়ে) অন্য দিকে السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ May Allah’s peace, mercy, and blessings be upon you আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক (এটা মিনিং ফুল এবং অর্থ বহ) যাহা রাসুলুল্লাহ্ সঃ মাধ্যেমে শিক্ষা দিয়াছেন যা সর্বদায় আল্লাহর রহমতের দিকে ইঙ্গিত করেন। ) মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , "এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক" মোটকথা আপনার উপর ও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।" (এটা মিনিং ফুল এবং অর্থ বহ) যাহা রাসুলুল্লাহ্ সঃ মাধ্যেমে শিক্ষা দিয়াছেন যা সর্বদায় আল্লাহর রহমতের দিকে ইঙ্গিত করেন। ) ভাই আমি আপনার হেদায়াত চাই--- চাই আল কোরআন ভাল করে বুঝুন-- কারো (ইহুদী/খৃষ্টান/হিন্দু/কাফের) দালালি করেন না---
বিশ্ব বাসির প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হোক।হে আমার রব আমাদের জ্ঞান বাড়িয়ে দিন।
বিশ্ব বাসীর প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আমি হাসান শুনছি রহমতপুর বরিশাল থেকে, ধন্যবাদ আপনাকে,,,,,
Alhamdulillah
আমি আপনার সবগুলো সালাত
আদায়ের ক্লাশ গুলো অনুসরণ করার চেষ্টায়------
স্যার, আস্ সালামু আলাইকুম |
আমি আপনার প্রতি দাবি রাখছি,
আপনি যে ভাবে সরলীকরণ করে কোরান এর মাতৃভাষায় শিক্ষা দিচ্ছেন। দয়া করে যদি এই সরলীকরণ ভাষায় কোরান এর বই আকারে প্রকাশ করেন তাহলে খুবই ভালো হোতো |
সালামুন আলাইকুম। সাথে সাথে পড়লে কুরআন পড়লে চুপ থাকতে হবে সে আয়াতের আমল বাদ যায় কিনা?
সালামুন আলাইকুম।
জানি এই লেখার কোন মূল্য নাই তারপরও দায়িত্ব পালন করছি। হাদিসের নাউজুবিল্লাহ হবে না ,আল্লাহ শিখিয়েছেন মাহাজআল্লাহ।
সমস্যাহ্ হইলো আপনাদের চেতনা বহির্ভূত পরকাল, এই টাই হইলো সময়ের সপতের বড় কাল অথচ আল্লাহ অনন্তকালের ইঙ্গিত পূর্ণ তাকভীর এহো পরগা রানা মহকাল সেই হইলো মহরানুন দ্বাল
৩৩:৬৬ یَوۡمَ تُقَلَّبُ وُجُوۡهُهُمۡ فِی النَّارِ یَقُوۡلُوۡنَ یٰلَیۡتَنَاۤ اَطَعۡنَا اللّٰهَ وَ اَطَعۡنَا الرَّسُوۡلَا ﴿۶۶﴾یوم تقلب وجوههم فی النار یقولون یلیتنا اطعنا الله و اطعنا الرسولا ﴿۶۶﴾
যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, ‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম’!
সালামুন আলাইকুম السلام عليكم এর একটু চিন্তার খোরাক দিলাম
السلام عليكم /Hello / Peace be upon you তোমার উপর শান্তি হোক - এটা শিরক
আপনি বলতে পারেন লামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ - একটু মাথা খাটান এবং বুঝুন
আপনি কি সালাম (শান্তির) এর ডিলার -- সুতারাং এটা শিরক হবেই--
( তাছাড়া এটার দ্বারা সত্যিকারের সালাম কামনা হয় না, আপনি সালাম কামনা করেন আল্লাহর সাহায্য ছাড়া) এটা কি হয়?
এবং সালাম এর উত্তর দিচ্ছেন السلام عليكم যা মিনিং ফুল হয় না (Hello / Peace be upon you তোমার উপর শান্তি হোক),
অন্য দিকে এটা কোরআনের সালামের কথা বললেও السلام عليكم আল্লাহর নির্দেশিত আয়াত না, একটি আয়াতে নবীকে শান্তির বার্তা দিয়েছেন মাত্র।
এই মুর্খ বর্ণনাকারীগন বলতে চাই এটা কোরআনের সালাম, এ রকম কোন আয়াত নাই , থাকলে আমায় দিলে উপকৃত হব।
আর এটা যারা বুঝানোর চেষ্টা করছেন তারা প্রত্যেকে নিজে নিজে টিচার হবার চেষ্টা করছেন (মুহাম্মাদুর রাসুলুল্লাহ্এক বাদ দিয়ে)
অন্য দিকে
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ May Allah’s peace, mercy, and blessings be upon you আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক (এটা মিনিং ফুল এবং অর্থ বহ) যাহা রাসুলুল্লাহ্ সঃ মাধ্যেমে শিক্ষা দিয়াছেন যা সর্বদায় আল্লাহর রহমতের দিকে ইঙ্গিত করেন। ) মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , "এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক" মোটকথা আপনার উপর ও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।"
(এটা মিনিং ফুল এবং অর্থ বহ) যাহা রাসুলুল্লাহ্ সঃ মাধ্যেমে শিক্ষা দিয়াছেন যা সর্বদায় আল্লাহর রহমতের দিকে ইঙ্গিত করেন। )
ভাই আমি আপনার হেদায়াত চাই--- চাই আল কোরআন ভাল করে বুঝুন-- কারো (ইহুদী/খৃষ্টান/হিন্দু/কাফের) দালালি করেন না---