শুক্রবারের ঘটনা : গতকাল একটা অত্যন্ত দু:খজনক ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমাদের সকল প্রোগ্রাম ও লেকচারের ভিডিও রেকর্ড, এডিট করেন একজনই। সে একজন হিসেবে আমি লিখছি ঘটনাটা। পূর্বেকার মত গতকালও আমি ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হলাম। রেকর্ড শুরু হল। আজ আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের আরেক টিম মেম্বার ছিল। ড. সরোয়ার হোসেন স্যারের লেকচারের পর শায়খ মুসা আল হাফিজ উস্তাদের লেকচার রেকর্ড চলছিল। ৪০ মিনিট পর রেকর্ডের পর হঠাৎ ক্যামেরার দিকে চেয়ে দেখি টাইমার দেখাচ্ছে ৮. ২০! আমিতো শকড, ইন্না-লিল্লাহ! দেড় ঘন্টার লেকচার শেষ হওয়ার পর দেখি প্রায় ৪০ মিনিটের মত রেকর্ড হয়েছে। বাকিটা নাই। তারপর পুরো প্রোগ্রামে আমার মন খারাপ হয়ে ছিল। বাসায় এসে দেখি ঝামেলা আরো বেশী হয়েছে। উস্তাদ আব্দুল্লাহ মাসুমের ভিডিও রেকর্ড হয়েছে ৮ মিনিটের মত। হোসাইন শাকিল ভাইয়ের লেকচার রেকর্ড করেছিলাম দুই ফেজে। ক্যামেরার ব্যাটারী চেঞ্জের আগের ৪৫ মিনিটের মত অংশ নাই হয়ে গেল। কিন্তু একই প্রসিডিওরে ড. সরোয়ার স্যারের ভিডিও পুরোটা রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত আমাদের যত লেকচার রেকর্ড হয়েছে আমি এভাবেই করেছি। কিন্তু আগে কখনো এরকম হয়নি। [এটা ওয়ান অব দ্যা বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ] আসলে এই ভিডিও লেকচারগুলোর মাধ্যমে অনেক মানুষকে সচেতন করার একটা সুযোগ ছিল। কিন্তু কেন এরকম হলো আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না। যারা অনলাইনে ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাদের কর্মগুলো সঠিক করে দিন।
শুক্রবারের ঘটনা :
গতকাল একটা অত্যন্ত দু:খজনক ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত আমাদের সকল প্রোগ্রাম ও লেকচারের ভিডিও রেকর্ড, এডিট করেন একজনই। সে একজন হিসেবে আমি লিখছি ঘটনাটা।
পূর্বেকার মত গতকালও আমি ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হলাম। রেকর্ড শুরু হল। আজ আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের আরেক টিম মেম্বার ছিল।
ড. সরোয়ার হোসেন স্যারের লেকচারের পর শায়খ মুসা আল হাফিজ উস্তাদের লেকচার রেকর্ড চলছিল। ৪০ মিনিট পর রেকর্ডের পর হঠাৎ ক্যামেরার দিকে চেয়ে দেখি টাইমার দেখাচ্ছে ৮. ২০! আমিতো শকড, ইন্না-লিল্লাহ! দেড় ঘন্টার লেকচার শেষ হওয়ার পর দেখি প্রায় ৪০ মিনিটের মত রেকর্ড হয়েছে। বাকিটা নাই। তারপর পুরো প্রোগ্রামে আমার মন খারাপ হয়ে ছিল।
বাসায় এসে দেখি ঝামেলা আরো বেশী হয়েছে। উস্তাদ আব্দুল্লাহ মাসুমের ভিডিও রেকর্ড হয়েছে ৮ মিনিটের মত। হোসাইন শাকিল ভাইয়ের লেকচার রেকর্ড করেছিলাম দুই ফেজে। ক্যামেরার ব্যাটারী চেঞ্জের আগের ৪৫ মিনিটের মত অংশ নাই হয়ে গেল।
কিন্তু একই প্রসিডিওরে ড. সরোয়ার স্যারের ভিডিও পুরোটা রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত আমাদের যত লেকচার রেকর্ড হয়েছে আমি এভাবেই করেছি। কিন্তু আগে কখনো এরকম হয়নি। [এটা ওয়ান অব দ্যা বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ]
আসলে এই ভিডিও লেকচারগুলোর মাধ্যমে অনেক মানুষকে সচেতন করার একটা সুযোগ ছিল। কিন্তু কেন এরকম হলো আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না।
যারা অনলাইনে ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাদের কর্মগুলো সঠিক করে দিন।
এটা কোনো কথা???
বিকল্প অপশন না রেখে মাত্র একটা ক্যামেরার উপর ভর করে এতো গুরুত্বপূর্ণ আয়োজন করার চিন্তা করেন কেমনে আপনারা????
আলহামদুলিল্লাহ সময়োপযোগি আলোচনা।
সাউন্ড ঠিক করে এডিট করুন... নয়েজ রিমুভ করুন
সাউন্ড আসছে না
ভিডিও কি শর্টের জন্য করা হয়েছে নাকি...?
কথা বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিও দেখে ভালো লাগলো না।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ❤❤❤❤❤
ভিডিও এমন কেন?
ভাই,সাউন্ড যেমন তেমন কিন্তু ভিডিও এমন এ্যাংগেলে কেন?সোজা করে ভিডিও করতে তো পেশাদার হতে হয় না!
সাউন্ড কোয়ালিটি খুবই বাজে
ভিডিও এমন কেনেন।।। view angel...
চুরি করে করা নাকি।।