ইহুদি থেকে মুসলিম হওয়ার পথ | রকমারি বইকথা | রোড টু মক্কা | মুহাম্মদ আসাদ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024

ความคิดเห็น • 183

  • @RokomariOfficial
    @RokomariOfficial  11 ชั่วโมงที่ผ่านมา

    আপনি যদি রকমারি আয়োজিত পডকাস্টগুলোর নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং রিভিউ/কমেন্ট লিখে সেরা কমেন্টকারী হতে চান, তাহলে এই ফর্মটি ফিল-আপ করুন।
    docs.google.com/forms/d/e/1FAIpQLSe2GNm_bZ5bEIVKBpWlNl978l_BLlFlg8CRUsOAMCEl-PoFNA/viewform

  • @abalnonechannel4041
    @abalnonechannel4041 19 ชั่วโมงที่ผ่านมา +12

    মূলকথা হলো,,,মানুষ যদি তার চিন্তার লেভেলকে বাড়িয়ে দেয়,,তাহলে সে সত্যের এবং সফলতার চাবি পেয়ে যায়।

  • @Nazmussadat-d6f
    @Nazmussadat-d6f 20 ชั่วโมงที่ผ่านมา +13

    চিন্তা সংক্রমিত হয় অর্থাৎ চিন্তাশীল মানুষের সাথে থাকলে সেই চিন্তা ব্যাক্তির মধ্যে প্রবেশ করে।
    ভিডিওটি দেখে চিন্তার জগৎকে সমৃদ্ধ করার প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ।

  • @AbdullahAlAmin-sd3ov
    @AbdullahAlAmin-sd3ov วันที่ผ่านมา +4

    দুইজন প্রিয় ভালোবাসার মানুষ একসাথে আজকে, যাদের ইসলামের স্বার্থে আল্লাহর জন্য ভালোবাসি

  • @fokhrulislam4108
    @fokhrulislam4108 20 ชั่วโมงที่ผ่านมา +5

    আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রানপ্রিয় হুজুর মুসা আল হাফিজ(হাফিঃ) এই মুসলিম উম্মাহর গর্ব।আমি গর্বিত যে আমিও উনাএ মত সিলেটি।

  • @travelbooksbd577
    @travelbooksbd577 วันที่ผ่านมา +9

    অতীতের তৈরি ডায়াসে দাঁড়িয়ে বর্তমানে আমরা ভবিষ্যতের কথা বলবো। আমাদের ব্যর্থতা আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ইসলাম থেকে আমরা দূরে। যার কারনে আমরা উন্নতি,সমৃদ্ধি এবং জ্ঞান অর্জন থেকে দূরে। ইসলামের উপর আমরা যতদিন ছিলাম ততদিন আমরা বিশ্বে শ্রেষ্ঠত্বের জায়গায় ছিলাম। যত আমরা ইসলাম থেকে দূরে সরে এসেছি ততই আমাদের অধঃপতন হয়েছে। আবার ইসলামের কাছে ফিরে যাওয়াতেই আমাদের আসল উন্নতি দুনিয়া ও আখিরাতের।
    জাযাকাল্লাহ ❤

  • @MdRashed-r2v
    @MdRashed-r2v 18 ชั่วโมงที่ผ่านมา +4

    মানুষ যদি আবেগ দিয়ে নয়,বরং বিবেগ দিয়ে কাজ করে তাহলে মানুষ শান্তি খুঁজে পাবে ইনশাআল্লাহ।

  • @MdHimal-hm1hy
    @MdHimal-hm1hy วันที่ผ่านมา +5

    মুসা আল হাফিজ একজন অসাধারণ আলেম বুদ্ধিজীবী❤

  • @AlKarimStudentWelfareCouncil
    @AlKarimStudentWelfareCouncil 22 ชั่วโมงที่ผ่านมา +7

    মুসা আল হাফিজ কে যত শুনি ততই মুগ্ধ হই! অসাধারণ প্রতিভা❤️ আল্লাহ তায়ালা ওনার হায়াতে বারাকাহ্ দান করুন আমীন।

  • @mahabubhossainmasud2926
    @mahabubhossainmasud2926 17 ชั่วโมงที่ผ่านมา +2

    মূসা আল হাফিজ বর্তমানে বাংলা ভাষাভাষী ইসলামী গবেষকদের মধ্যে প্রণিধানযোগ্য ব্যাক্তিত্ব।

  • @S1H5U3V8O0
    @S1H5U3V8O0 15 ชั่วโมงที่ผ่านมา +5

    তন্ময় হয়ে শুনলাম। অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা!!

  • @qna.channel
    @qna.channel วันที่ผ่านมา +5

    এত এত এত এত খুশি হয়েছি যে বেশ উপভোগ করেছি। ধন্যবাদ সোহাগ ভাই জ্ঞানীদেরকে আপনার প্ল্যাটফর্মে আনার জন্য।

  • @TamiraAkter
    @TamiraAkter วันที่ผ่านมา +6

    মাশা-আল্লাহ, খুবই জ্ঞানগর্ভ আলোচনা। মাহমুদুল হাসান সোহাগ স্যারের প্রশ্ন এবং মুসা আল হাফিজ স্যারের আলোচনা খুবই অর্থবহ ছিল।আলহামদুলিল্লাহ, সময় বৃথা যায়নি।

  • @RakibulHasan01-d4p
    @RakibulHasan01-d4p 18 ชั่วโมงที่ผ่านมา +5

    ১.সত্য ও তার বাস্তব জীবনে প্রয়োগ ই মানুষের আত্মাকে প্রশান্ত করতে পারে। পৃথিবীর সব ভোগের উৎস পেয়ে ও কেউ সুখি নয়। আবার খুব কম ভোগে ও কেউ ভীষণ সুখি।
    ২. যুক্তির সীমানা আছে, কতদূর পৌঁছে থামবো তা তো জানা নেই। যুক্তি দিয়ে বিচার করবো তবে থামতে হবে কোরআনের আলোকে।
    সবচেয়ে ভালো লেগেছে যে, পশ্চিমারা ধর্মকে ত্যাগ করে সফল হয়েছে আমরা ইসলাম কে যত আকঁড়ে ধরবো তত সফল হবো, এই কথা টা।

  • @aatintexpert-jp1wx
    @aatintexpert-jp1wx 21 ชั่วโมงที่ผ่านมา +5

    আমাদের সিলেটের গর্ব ❤

  • @ahmedjahin8729
    @ahmedjahin8729 วันที่ผ่านมา +1

    গঠনমূলক আলোচনা এবং অনেক কিছু নতুন করে জানা।
    ইসলামে ইতিহাস খুব গুরুত্ব বহন করে আমাদের দৈনন্দিন জীবনে। যারা বর্তমান সময় এবং ইতিহাস মিলিয়ে চিন্তা করে তারা বোঝে আমাদের কোথায়, কত জাগায়, কি কি ভুল হয়ে যাচ্ছে। এমন আলোচনা আমাদের সঠিক ভাবে ভাবাতে সাহায্য করবে বলে আমি মনে করি। ধন্যবাদ রকমারি কে এই সুন্দর একটি আলোচনা উপহার দেয়ার জন্য।

  • @robiulislam754
    @robiulislam754 วันที่ผ่านมา +2

    আপনার মন সর্বদাই অতৃপ্ত। সত্যের পিপাসায় সে কাতর। তার দরকার কেবলই সত্য আর সত্য। এই তৃষ্ণা উত্তরোত্তর আপনাকে ধাবিত করবে চুড়ান্ত সত্য বা পরম সত্যের চৌকাঠে।

  • @SajjadurRahman-t9v
    @SajjadurRahman-t9v 19 ชั่วโมงที่ผ่านมา +5

    প্রিয় গেস্ট এবং প্রিয় হোস্ট❤❤

  • @ইসলামেরমাপকাঠিতেআধুনিকতা

    মুসা আল হাফিজ চমৎকার আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে দারুণ বই না পড়েও বইয়ের সমস্ত জ্ঞান জানতে পারবেন এই আলোচনা শোনার মাধ্যমে

  • @nurmohammad8577
    @nurmohammad8577 18 ชั่วโมงที่ผ่านมา

    জনাব মুসা আল হাফিজ আমার একজন খুবই প্রিয় মানুষ.. তিনি জ্ঞানের একজন মহাসমুদ্র।. তার সব আলোচনা আমার অনেক ভালো লাগে।।

  • @jahidshakh1096
    @jahidshakh1096 14 ชั่วโมงที่ผ่านมา +1

    এই আলোচনা থেকে জা সিকলাম, ভবিষ্যৎ অতিতের ভেতরেই আছে, আমরা জদি অতিতের মহা মুল্ল্যবান দিক গুলো নিয়ে চিন্তাভাবনা করি, তাহলেই ভবিষ্যৎ উজ্জীবিত,

  • @Md.MofazzalHossain-c9r
    @Md.MofazzalHossain-c9r วันที่ผ่านมา +3

    আজকের অতিথি মুসা আল হাফিজ স্যারের "রোড টু মক্কা" বইকথা অনুষ্ঠানের অন্যতম এপিসোড ছিল। খুবই বিশ্লেষণধর্মী ও সহজ ভাষায় পুরু বইটির নির্যাস পেলাম। স্যারের আলোচনা মুগ্ধ করেছে। স্যারের সাথে বইকথা অনুষ্ঠানে আরো এপিসোড চাই।

    • @yzMDNR
      @yzMDNR 10 ชั่วโมงที่ผ่านมา

      মুনাফিক আসাদ (লিওপোল্ড ওয়েইস) এর লেখা। শয়তানটা মনে হয় ১৯৯২ সালে পটল তোলার/ অক্কা পাওয়ার পর আগুনে জ্বলছে।

  • @H.M.Hosain
    @H.M.Hosain 19 ชั่วโมงที่ผ่านมา

    রকমারি ও সোহাগ সাহেব কে অন্তর থেকে ধন্যবাদ জানাই।

  • @muniramumtahina3461
    @muniramumtahina3461 13 ชั่วโมงที่ผ่านมา

    বাংলাদেশে যে এত জ্ঞানী মানুষ আছেন তা এইমাত্র জানতে পারলাম। উনাকে শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা বানানো হোক্। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে উনাকেই দরকার।

  • @MuftiKahlilurrahman
    @MuftiKahlilurrahman 13 ชั่วโมงที่ผ่านมา

    সবই আল্লাহ তাআলার মহান পরিকল্পনা তার সাহায্যেই সকলের হেদায়েতের রাস্তা উন্মোচিত হয়

  • @JahirUddinBabar-hh9uh
    @JahirUddinBabar-hh9uh 21 ชั่วโมงที่ผ่านมา +4

    এই ধরনের আলোচনাগুলো নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করবে। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে এক অভূতপূর্ব মেলবন্ধনের আভাস পেলাম। জাযাকুমুল্লাহ।

  • @mdnayonali6829
    @mdnayonali6829 19 ชั่วโมงที่ผ่านมา +2

    অসাধারণ আলোচনা,,,
    ইসলাম যে শান্তির ধর্ম ইহুদী বুঝলেও আজ আমরা মুসলমান বুঝতেছি না😢😢

    • @yzMDNR
      @yzMDNR 9 ชั่วโมงที่ผ่านมา

      জনাব তদন্ত না করে ধোকায় পড়বেন না।

  • @ashikrahman676
    @ashikrahman676 19 ชั่วโมงที่ผ่านมา +3

    রকমারি কে ধন্যবাদ। এমন একজন মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য।

    • @aatintexpert-jp1wx
      @aatintexpert-jp1wx 19 ชั่วโมงที่ผ่านมา +1

      @@ashikrahman676 আমাদের গ্রামের মানুষ উনাকে চিনেই না অথচ তিনি কত বড় মানের গবেষক লেখক

    • @mujibultanim
      @mujibultanim 13 ชั่วโมงที่ผ่านมา

      @@aatintexpert-jp1wx etai valo, chenar jonno time dewa lage, ar oisob kaje time dile hoito unar gyan gorbo eto gobeer hoto na.

    • @ShaheDlxix
      @ShaheDlxix 13 ชั่วโมงที่ผ่านมา

      জ্বি ভাই, বিশ্বনাথেও খুব কম সংখ্যক মানুষ ওনাকে জানে। সর্বদা প্রচারবিমুখ ছিলেন বলেই হয়তো।
      ​@@aatintexpert-jp1wx

  • @eshanif548
    @eshanif548 16 ชั่วโมงที่ผ่านมา

    উনার যে চিন্তাশক্তি, মনন নিয়ে যে কাজগুলো চর্চা করে যাচ্ছেন, সেটা অসাধারণ।
    রোড টু মক্কা বইটির আলোচনাকে কেন্দ্র করে, যে তথ্য দিয়েছেন। সেটা আমাকে প্রভাবিত করেছে, নতুন কিছু শেখার তা বাস্তব আর পূর্বের দৃষ্টি ভঙ্গিতে শেখার।
    ধন্যবাদ

  • @যাযাবর-রাশেদ
    @যাযাবর-রাশেদ วันที่ผ่านมา +7

    প্রায় রকমারির সকল বই কথা শুনি কিন্তু আজকের বই কথা সেরার মধ্যে অন্যতম হয়ে থাকবে। পুরো এপিসোড শুনে অনেক কিছু শিখলাম বিশেষ করে আমার জীবনে যেটা আজ থেকে এপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছি তা হলো "ব্যক্তি জীবনে সমাজে যে বিদ্যমান চিন্তা আছে তার হাতে নিজেকে তুলে না দেয়া এবং নিজস্ব চিন্তার নির্মাণ করা"

  • @Thewildstuffbuilder
    @Thewildstuffbuilder 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ইসলাম ছাড়া পৃথিবীর প্রতিটি ধর্মই সন্দেহজনক কারণ তাতে সন্দেহ করার পর্যাপ্ত কারণ আছে।

    • @Soul79600
      @Soul79600 23 ชั่วโมงที่ผ่านมา

      আজাইরা কমেন্ট

    • @mujibultanim
      @mujibultanim 13 ชั่วโมงที่ผ่านมา

      @@Soul79600 ken bhai apni ki confused ? islam chara ar kothai eto crystal clear deen paben, seta hok secularism ba christianity, ar murti pujarider toh bad e dilam?

  • @DailyNews245-v8w
    @DailyNews245-v8w 18 ชั่วโมงที่ผ่านมา

    মাশ আল্লাহ অসাধারণ আলোচনা ছিলো l এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা এতক্ষন শুনছিলাম মনে হচ্ছিলো যেন আল্লামা আসাদ এর পুরো জীবনটাই ভিডিও দেখলাম। ধন্যবাদ রকমারি বই কথা, ধন্যবাদ আপনাদেরকে ইসলামের টানে মনকে আবারো আন্দোলিত করার জন্য ❤❤

  • @de_doc
    @de_doc 13 ชั่วโมงที่ผ่านมา

    এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে বলে আমার মনে হয় তা হলো, যুক্তিবাদ এর সীমাবদ্ধতা।
    অল্প কিছুদিন আগেই আমার মাঝে পশ্চিমা যুক্তিবাদ এর আংশিক প্রভাব ছিল। মনে রাখা জরুরী যুক্তিবিদ্যা মানুষের তৈরি।
    আর এটি বলার অপেক্ষা রাখেনা অসাধারণ একটি আলোচনা ছিল।

  • @bdmridha4533
    @bdmridha4533 11 ชั่วโมงที่ผ่านมา

    চিন্তার মাধ্যমে নিজের দর্শনকে প্রকৃতির সহযোগী নিয়মকে সহযাত্রী করে মহান সৃষ্টিকর্তার নিয়মে নিজেকে সৃষ্টির সেরা হিসাবে তুলে ধরায় মানুষের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ।

  • @riazafafat
    @riazafafat 18 ชั่วโมงที่ผ่านมา

    আলোচনার সারসংক্ষেপ -
    ১)আত্মার প্রশান্তি তৃষ্ণা ও সত্য গ্রহণের মানসিকতা মানুষকে অসাধারণ করে গড়ে তুলে।
    ২)সাংস্কৃতিক ও চেতনাগত দিক মুসলিমেরকে অনেক বেশি পরিবর্তন সাধন করতে হবে যুগের সাথে তাল মিলাতে। অবশ্যই সেটা হতে হবে ইসলামের আলোকে ব্যাপক ইসতিহাদের মাধ্যমে।

  • @eaheaahmed801
    @eaheaahmed801 17 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ আলোচনা। তন্ময় হয়ে শুনলাম। একজন আল্লামা আসাদের ইহুদিদের সবোর্চ্চ ধর্মীয় মর্যাদাসম্পন্ন পরিবার থেকে উঠে এসেও ইসলাম ধর্মকে দেখার তার যে অন্তর্দৃষ্টি, পরিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়; সত্যিই অবাক করার মত ব্যাপার।
    শিক্ষনীয় বিষয় হলো, মুসলিমরা যদি তাদের প্রকৃত আদর্শে ফিরে যায়, যে আদর্শ দিয়ে গেছেন আল্লাহর রাসূল (সা:), যা দিয়ে মুসলিমরা তৎকালীন সময়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল,
    আজকে ও আমাদেরকে ঐ জায়গায় ফিরে যেতে হবে।
    তবেই আমারা আল্লাহর সন্তুষ্টি লাভ, বর্তমান জাগতিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব, আর যেটা হবে সমগ্র বিশ্বের অমুসলিমদের প্রতি বড় দাওয়াহ।

  • @tapu017
    @tapu017 วันที่ผ่านมา +1

    আসাধারণ! অসাধারণ আলোচনা!
    মাশাল্লাহ।

  • @shafikulrahman2834
    @shafikulrahman2834 วันที่ผ่านมา +1

    নিজেকে প্রশ্ন করার সাহস বা আকাঙ্ক্ষা তৈরী করাটাই সবচেয়ে বড় শিক্ষা।
    The Road to Makkah বই এ যে ইহুদি নিজেকে প্রশ্ন করার মাধ্যমেই জানতে পেরেছে যে তার কাছে তার স্রষ্টার সম্পর্কে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে, ঠিক একই জিনিস যদি কোন মুসলিম ফলো না করে,প্রশ্ন করার আকাঙ্ক্ষা তৈরী না করে সেক্ষেত্রে তার সামনে কোন ব্যাক্তি,বর্গ বা গোষ্ঠির দ্বারা তার রব কে বিকৃত ভাবে উপস্থাপন করতে সময় লাগবে না। আর এজন্য মুসলিম হওয়া সত্তেও শিরক এর মতো কাজেও তাকে involve করা কঠিন কিছু হবে না।
    আল্লাহ সবাইকে হেফাজত করুক।

  • @fazlerabbimiah2550
    @fazlerabbimiah2550 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Excellent discussion.

  • @nayeemislam9140
    @nayeemislam9140 วันที่ผ่านมา +1

    মাশা আল্লাহ অসাধারণ আলোচনা ❤

  • @AhsanHabib-rw3tn
    @AhsanHabib-rw3tn 20 ชั่วโมงที่ผ่านมา +1

    ما أحسن! ما شاء الله ❤ جزاكم الله احسن الجزاء ❤ حياكم الله حياة طيبة مباركة في الدارين ❤

  • @rashikshakur2604
    @rashikshakur2604 17 ชั่วโมงที่ผ่านมา

    মনোমুগ্ধকর অনুষ্ঠান❤️

  • @shahariarayon1163
    @shahariarayon1163 13 ชั่วโมงที่ผ่านมา

    অনেক ভালো লাগলো আজকের আয়োজন।এরকম আরও আয়োজন করবেন আশা করি।

  • @golzarhossain9929
    @golzarhossain9929 18 ชั่วโมงที่ผ่านมา

    আলহামদুলিল্লাহ। বইটি আমি ৩ বছর আগে পড়েছিলাম কিন্তু তখন অনেক কিছুই বুঝতে পারি নাই । আলহামদুলিল্লাহ ওনার আলোচনায় অনেক কিছুই পরিষ্কার হইল। মুহাম্মদ আসাদ রহিমাহুল্লাহ জীবনীতে রসুল (সা:) স্বপ্নে দেখার ঘটনাটি আমাকে বেশি প্রভাবিত করে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়াত দানকারী।

    • @yzMDNR
      @yzMDNR 9 ชั่วโมงที่ผ่านมา

      মুনাফিক আসাদ (লিওপোল্ড ওয়েইস) এর লেখা। শয়তানটা মনে হয় ১৯৯২ সালে পটল তোলার/ অক্কা পাওয়ার পর আগুনে জ্বলছে।-

  • @SajjadurRahman-t9v
    @SajjadurRahman-t9v 17 ชั่วโมงที่ผ่านมา +1

    মাশায়াল্লাহ জ্ঞানগর্ভ আলোচনা, এই বইয়ের আলোচনা থেকে আমি যতটুকু বুঝলাম আল্লামা আসাদ ইউরোপের একমুখী জীবন অর্থাৎ, যারা স্রষ্টার সন্তুষ্টি পেতে চায় তারা সমাজ সংসার বাদ দিয়ে সন্নাসি হয়ে শুধু স্রষ্টার ইবাদত করবে। স্রষ্টা এবং দুনিয়া এক সাথে পাওয়া যায় না। এই মতবাদ কে চ্যালেঞ্জ করে জীবনের আসল মর্ম বুঝার জন্য বিভিন্ন জায়গায় খুজে ফিরেছেন যা সত্যিই অনুপ্রেরণার। ইউরোপিয়ানরা ধর্মকে বাদ দিয়ে সফলতার পিছনে ছুটেছেন এবং তারা দুনিয়াবি সফলতা পেয়েছেন অপরদিকে মুসলিমরা ধর্মকে শক্তভাবে ধারন করার মাধ্যমে দুনিয়াবি সফলতার শিখরে পৌছেছেন এবং আত্মিক সন্তুষ্টিও পেয়েছেন। তারা ধর্মকে ত্যাগ করার মাধ্যমে প্রকৃতির রিরুদ্ধে গিয়ে প্রবৃতির গোলামে পরিণত হচ্ছে এবং দিন দিন তারা ধ্বংস্বের দিকে এগুচ্ছে।
    এবং এই খুজার মধ্য দিয়ে তিনি ইসলামের মহান জীবন বিধান কে পেয়েছেন, যার মাধ্যমে উনার দুনিয়াবি এবং আত্মিক চাহিদা পূরন হয়েছে।
    এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আল্লামা আসাদ যেভাবে ১০০ বছর আগের ইসলামকে গ্রহণ করতে পেরেছিলেন আজকের পশ্চিমা কেউ কি সেভাবে ইসলামকে পেতে পারেন?
    উত্তর হলো থিউরিটিক্যালি পাবেন কিন্তু বাস্তব জীবনে সমাজে প্রাকটিসিং অবস্থায় হয়তো পাবেন না। যা আমাদের মুসলিমদের সব থেকে বড় ব্যার্থতা।
    এছাড়া আলোচক আল্লামা আসাদের চিন্তার কিছু বিষয়ের সাথেও দ্বিমত পোষণ করেছেন, যেমন- দাজ্জাল প্রসঙ্গে আল্লামা আসাদ বলেছেন, দাজ্জাল হলো ইউরোপের এক চোখা জীবন ব্যাবস্থা, ইব্রাহিম (আঃ) এর আগুনের নিক্ষেপকে উনি ততকালিন সমাজের অন্যায় ঝুলুমকে বুঝিয়েছেন ইত্যাদি।
    পরিশেষে, এই বই থেকে আমাদের নেয়ার মতো অনেক কিছুই আছে কিন্তু, সমালোচনা বা বাদ দেয়ারও মতোও কিছু আছে।

    • @evetorres4511
      @evetorres4511 14 ชั่วโมงที่ผ่านมา

      🫡

  • @HammadSafwan
    @HammadSafwan 11 ชั่วโมงที่ผ่านมา

    মাশা আল্লাহ,,,
    বারাকাল্লাহু ফি হায়াতিকুম

  • @ashanoorhashi5797
    @ashanoorhashi5797 15 ชั่วโมงที่ผ่านมา

    ১.জ্ঞান অর্জনের তাগিদে গভীর থেকে গভীরে সন্ধান করতে হবে
    ২.কোন প্রশ্ন মনে আসলে সেটা নিয়া ইসলামের দৃষ্টিকোন কি বলে আর দার্শনিক চিন্তা কি বলে তা নিয়ে একাদিক রির্চাস করা
    ৩.দিনশেষে সত্যের সন্ধান করে এই দুনিয়ার সকল উচু,নিচু,ভঙ্গুর প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং এতে মিলে আত্নপরিতৃপ্ত।

  • @numanahmed7590
    @numanahmed7590 23 ชั่วโมงที่ผ่านมา

    রত্নদ্বয়ের সুবাস বারবার প্লাবিত করুক আমাদের সু্ৃৃহৃদ গুলোকে।

  • @mahbubamonowar8440
    @mahbubamonowar8440 17 ชั่วโมงที่ผ่านมา

    alhamdulliah, rokomari ke donobad arokom gani manusher sathe amader porichoi koriye deyar jonno.

  • @mdazizulhakim6697
    @mdazizulhakim6697 16 ชั่วโมงที่ผ่านมา

    আমি বইটি পড়েছি অত্যন্ত চমৎকার একটি বই

  • @riajulislam6237
    @riajulislam6237 วันที่ผ่านมา +1

    অপেক্ষায় ছিলাম ❤

  • @mrchowdhury09
    @mrchowdhury09 11 ชั่วโมงที่ผ่านมา

    Musa Al Hafiz emphasized how the book is not just about his conversion but also a deep exploration of Islam, its values, and the cultural richness of the Muslim world.
    One thing that stuck with me from their discussion is the idea that faith is often a journey of seeking truth, and for Asad, it was a profound realization of spiritual clarity that led him to Islam. They also mentioned how The Road to Mecca offers unique insights into Islamic history, the Arabian Peninsula, and how one can find peace through faith and purpose.
    Their conversation made me curious about the book and how it can be a source of inspiration for readers, especially those on their own personal journey

  • @mehedurrahman1346
    @mehedurrahman1346 วันที่ผ่านมา +1

    বইকথা এর বেশিবেশি পর্ব চাই

  • @RakibRakib1994-l7y
    @RakibRakib1994-l7y 15 ชั่วโมงที่ผ่านมา

    দু'জনকেই আল্লাহর জন্যে ভালোবাসি । আমাদের সামনের প্রজন্ম আপনাদের চিন্তাভাবনা লালন করেই গড়ে উঠুক ।

  • @ShajidurRahaman-y7f
    @ShajidurRahaman-y7f วันที่ผ่านมา

    Allma Muhammad Asad was the Salman farsi of last century... He started learning classical Arabic at the age of 26 and contemplating the Quran throughout his life ..He bring together mordan social science and Quran And wrote the beautiful tafseer ( the message of the Quran ) and dadicated his work to the people who think. He was a lion of Islam and top most influentian Person to present Islam to the west and Europe

    • @yzMDNR
      @yzMDNR 9 ชั่วโมงที่ผ่านมา

      মুনাফিক আসাদ (লিওপোল্ড ওয়েইস) এর লেখা। শয়তানটা মনে হয় ১৯৯২ সালে পটল তোলার/ অক্কা পাওয়ার পর আগুনে জ্বলছে।

  • @মানচিত্র
    @মানচিত্র วันที่ผ่านมา

    WOW ALHAMDULILLAH! prio 2jon manush

  • @sabirh5046
    @sabirh5046 วันที่ผ่านมา

    শুধুমাত্র সোহাগ ভাইর কথা শোনার জন্য আসলাম

  • @TAHIABINTENUR
    @TAHIABINTENUR วันที่ผ่านมา +16

    Acca shohag vaiyake question kora jbe erokom upay ace ki?? Online a

    • @MainulIslamRizve
      @MainulIslamRizve วันที่ผ่านมา +1

      Hae parben question korte

    • @ShihabToma-v4s
      @ShihabToma-v4s 23 ชั่วโมงที่ผ่านมา

      ভাই আমি কি জানয়ে পারি কি প্রশ্ন?

    • @TAHIABINTENUR
      @TAHIABINTENUR 20 ชั่วโมงที่ผ่านมา

      @@MainulIslamRizve Kivabe??

  • @mrmahfuzsarder
    @mrmahfuzsarder 22 ชั่วโมงที่ผ่านมา +3

    ইঞ্জিনিয়ার মুহাম্মদ এনামুল হক স্যারের ‘রোড টু মেক্কা’র উপরে ডিটেইল্ড আলোচনা আছে।
    এনামুল হক স্যারকে ইনভাইট করার আহ্বান জানাচ্ছি।

  • @Mehedihasan-x7g
    @Mehedihasan-x7g วันที่ผ่านมา

    Sohag vaiar vidior opekkhay silam onekdin theke.❤❤

  • @rr-hl7zk
    @rr-hl7zk วันที่ผ่านมา

    প্রিয় দুজন ব্যক্তিত্ব❤

  • @Sylheti_uk
    @Sylheti_uk วันที่ผ่านมา

    I'm super excited to see M.H. Suhag Bhai's Video ❤❤❤🥺

  • @comicsarts
    @comicsarts วันที่ผ่านมา +1

    Great podcast

  • @alimran146
    @alimran146 วันที่ผ่านมา

    Sune mone hoilo khub interesting akta boi jodi hate thakto nissoi boita pore feltam tobe allah toufik dan korle khub sigroi boita pore ses korbo insallah

  • @mdsaymun2430
    @mdsaymun2430 วันที่ผ่านมา

    2nd comment. Alhamdulilah valo alochona...jaja kallah khairan

  • @mymunaaktersriti6651
    @mymunaaktersriti6651 วันที่ผ่านมา +2

    সোহাগ ভাইয়ের নিয়মিত ভিডিও চাই..এটা সেইভ কটে রাখলাম,ফ্রী হয়ে দেখবো,ইনশাআল্লাহ

  • @mahmud167
    @mahmud167 วันที่ผ่านมา

    উত্তম আলোচনা

  • @tawhidulIslam-xf1gy
    @tawhidulIslam-xf1gy วันที่ผ่านมา

    Alhamdulillah ❤

  • @Nahyanhassan123
    @Nahyanhassan123 11 ชั่วโมงที่ผ่านมา

    আমরা প্রতিদিন আধুনিক হতে হতে শেষ পর্যন্ত নোড হয়ে গেলাম!
    আপনি প্রকৃতি থেকে পালাবেন।তখন আপনি কার দিকে যাবেন?
    তখন অবধারিতভাবে প্রবৃত্তির দিকেই যাবেন!!

  • @jahangir-no4ei
    @jahangir-no4ei วันที่ผ่านมา +1

    আল হামদুলিলাহ

  • @MdMustahasinKarim
    @MdMustahasinKarim 19 ชั่วโมงที่ผ่านมา

    মুহাম্মদ আসাদকে আর-রব্বি বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে নিয়ে গিয়ে ইসলামে প্রবেশের জন্য মেচুরিটি করেন। তার পথ চলাতে আল-ওহাব থেকে শ্রেষ্ঠ উপাহার- হিদায়া পেয়েছেন। আর সাকিনা(প্রশান্তি) এক মাত্র আস-সালাম থেকেই আসে এবং ইসলামের মধ্যেই পাওয়া যায়।

  • @ibarhimsikder2670
    @ibarhimsikder2670 วันที่ผ่านมา

    আলহামদুলিল্লাহ

  • @saeedislammiah6623
    @saeedislammiah6623 22 ชั่วโมงที่ผ่านมา

    As-Salam.
    I am originally from Sylhet but have been living in the USA for a long time. Unfortunately, I didn't have the opportunity to learn much about him during my teenage years. However, during a visit to Bangladesh last year, I was introduced to his work. I read one of his book (আমেরিকা মুসলিমদের আবিস্কার) and found it to be one of the best book I have ever read❤🫡

  • @Abdul-Mutalib
    @Abdul-Mutalib วันที่ผ่านมา +1

    নোট: 'The Road to Macca - রোড টু মক্কা' মুহাম্মদ আসাদ।
    এই বইটি ইসলামি ছাত্র শিবিরের সদস্য সিলেবাসে অন্তর্ভুক্ত।

  • @rafiquelislam4212
    @rafiquelislam4212 วันที่ผ่านมา

    সোহাগ স্যার বিশেষ সেই সংস্থা সম্পর্কে আপনি আসলে কি জানেন আমার মনে হয় আপনি কিছু জানেন❤❤❤

  • @মানচিত্র
    @মানচিত্র วันที่ผ่านมา

    road to mecca lekhok musa al hafij vai er kach thekei prothom jaani.boita aamar kache ase Alhamdulillah

  • @AzrofAshik
    @AzrofAshik วันที่ผ่านมา

    আমরা যদি জ্ঞানের বা দর্শনের গভীরে প্রবেশ করে নিজের সাথে এটাকে মিলাতে না পারি, শুধুমাত্র উপরিকাঠামো বা বাহ্যিক অংশে বিচরণ করি তাহলে তার মতো সৃজনশীল হওয়া এবং নিজেদের পরিবর্তন করা সম্ভব হবে না।

  • @MdMonsurrahman-f5y
    @MdMonsurrahman-f5y 18 ชั่วโมงที่ผ่านมา

    আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হিয়া বারকাতুহ,,,,
    শায়েখ আপনার কাছে এবং সোহাগ ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন যা আমি জানতে চাই,,,দয়া করে আমাকে জানাবেন,,,কীভাবে খুব সহজে আমি আমার রবের জান্নাতের সকল দরজা দিয়ে ঢুকতে পারি,,,

  • @MojahidulIslam-f4g
    @MojahidulIslam-f4g วันที่ผ่านมา

    প্রিয় ❤

  • @SantoAhmed-r5r
    @SantoAhmed-r5r วันที่ผ่านมา

    আল্লামা ইকবাল এর প্রতি ভালোবাসা জন্মালো..।

  • @travelersview5903
    @travelersview5903 วันที่ผ่านมา

    The Road To Mecca বইটা ( ইংলিশ ) অল্প অল্প করে পড়ার চেষ্টা করছি লাস্ট ২/৩ মাস ধরে।

  • @moqmdasadullah9416
    @moqmdasadullah9416 13 ชั่วโมงที่ผ่านมา

    SMART ওরকমই একটা ধাপ

  • @miramirulislamshuvo4638
    @miramirulislamshuvo4638 21 ชั่วโมงที่ผ่านมา

    Aro video chai 😍 💖

  • @RiazHossainJuel
    @RiazHossainJuel วันที่ผ่านมา

    জ্ঞানকোষ প্রকাশনী থেকে অনুবাদটি বের হয়,,,আমার কাছে আছে।

  • @miramirulislamshuvo4638
    @miramirulislamshuvo4638 22 ชั่วโมงที่ผ่านมา

    Good job ❤

  • @leaveisrail5861
    @leaveisrail5861 10 ชั่วโมงที่ผ่านมา

    Mashallah

  • @wasifaraf
    @wasifaraf วันที่ผ่านมา

    "আপনার ১৩ কে ৩১ ধরতে হবে।"
    মা শা আল্লাহ। বারাকাল্লাহু ফীকুম।

    • @yzMDNR
      @yzMDNR 9 ชั่วโมงที่ผ่านมา

      মারওয়ার,(জালোর, পালি , বারমের , যোধপুর, নাগাওর ),রাজাস্থান, ভারত-এর লোকজন >
      কেনো মারওয়ারী অনেক বেশি ধনী হয় ! < th-cam.com/video/iOg2bgJAjK8/w-d-xo.html >
      - টাকা/অর্থ, মিডিয়া এদের টার্গেট। ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না, আবার সুদে জনগণকে টাকা দেয় ও আদায় করে। কাগজের মুদ্রার দাম কমে যায়, ফলে শরীরে স্বর্ণ- অলঙ্কার পরে। ব্রিয়িশ ভারতের অনেক ধর্মীয়/ গুশঠিগয়/ আঞ্চলিক দাঙ্গায়, ১৯৪৬ সালের ডাইরেক্ট একশন ডে- উপলক্ষে রায়ট/দাঙ্গায়,; ১৯৯৬ সালে ঢাকা শেয়ার মারকেট বিপর্যয়, ২০০২ সালে গুজারাট দাঙ্গা/ রায়ট -মারওারীদের খারাপ ভ্যমিকা আছে- বলে অনেকেই বিশ্বাস করেন। তারা ১৯৪৩-৪৪ সালে বঙ্গ প্রদেশের দুর্ভিক্ষের জন্য দান করে না,// বরং- লোক দেখানো- নামের জন্য ডোনেশন দেয়। এরা ধর্ম পালন করে রেওয়াজ/ রসম/ সামাজিক প্রথা হিসেবে, বিশ্বাস গত নয়।
      গুজরাট (রাজধানী- গান্ধী নগর) ->
      বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বিদেশি শিক্ষার্থীদের ওপর - হামল-Gujarat-Desh TV
      < th-cam.com/video/Us1cEhIzRME/w-d-xo.html >
      মহারাষ্ট্র (রাজ- বোম্বে/মুম্বাই)
      Mumbai Woman Killed -for-skipping-neighbours-funeral-cops , , , , ,
      মহারাষ্ট্র,ভারতে স্কুলে ২ শিশুকে যৌন হয়রানি;উত্তপ্ত মহারাষ্ট্র -JTV
      রাজাস্থান (রাজ- জয়পুর)
      ৩শ টাকার ইমিটেশন মার্কিনীর কাছে স্বর্ণ বলে ৬ কোটিতে বিক্রি!-Rtv
      করাচী(সিন্ধু-র রাজধানী) ও নিকটঞ্চল→ (১) shia কায়েদ ই আযম জিন্নাহ- পাকিস্তানের জাতির পিতা ধরা হয়। তার দাদা ছিলেন হিন্দু রাজপুত, পরে শিয়া ইসমাইলী খোজা ধর্মে দীক্ষিত হয়। শিয়াদের 10Faith< th-cam.com/video/j5okdwb1ypQ/w-d-xo.html >
      (2) শিয়া জুলফিকার আলি Bhutto, জন্ম- রাতদের,সিন্ধু প্রদেশ পাকিস্তান, পরে করাচীতে অবস্থান (বেলুচিস্তানে অপারেশন)[After dissolving provincial feudal governments in Balochistan was met with unrest, Bhutto also ordered an army operation in the province in 1973, causing thousands of civilian casualties ], (3) শিয়া বেনজির Bhutto- প্রাক্তন প্রধান মন্ত্রী ,তাঁর ভাই পুলিশ এর গুলিতে নিহত হয়, সে ক্ষমতায় থাকাকালে (www.latimes.com/archives/la-xpm-1996-09-21-mn-46037-story.html )- হায় রে ক্ষমতার লড়াই! (4)Aga Khan III - Imam Sultan Mohammed Shah - 48th Imam of Shia Imami Ismaili Muslims, President League of Nations, President All India Muslim League and GCSI, GCMG ( মোঙ্গল দের ভয়ানক ইতিহাস আমরা জানি। কিন্তু ইসমায়েলি/ইসমায়েলি শিয়া সম্প্রদায়-এর কত ভয়ানক ইতিহাস আছে-আমরা কি জানি?
      -Holy Terror: The Rise of the Order of Assassins / Hashashins/ old man of alamut castle- ;
      The Assassins: ancestors of modern Muslim suicide bombers?
      আগা খানরা কত নৃশংস গুপ্তহত্যাকারীদের বংশধর !
      HISTORY-ISMAILIS< www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?historyid=ab17#1275 >)
      Hashashins: Origins of the Order of Assassins< th-cam.com/video/vG8qmlKdRjs/w-d-xo.html>
      আজ তাদের আমরা উচু বলি। আফসুস। এই ধরনের হত্যা ইসলামের বাইরে। ; সন্ত্রাসী গেম assassin Crede নিশিধ্ব হউয়া উচিত।
      Fraud With Foreign Vloggers At Karachi Beach
      @
      - Gen.Parvez মোশাররফ, Army chief President of Pakistan- decreased the Honour of Pakistan
      - গোলাম আহমেদ পারভেজ-ছিলো জিন্নাহর রাজনৈতিক সহকারী। উনি কোরানিষ্ট, শুধু কোরান মানেন, হাদীস মানেন না। আবার উনি হাইব্রিড-ইসলামো-কম্যুনিষ্ট/সোস্যালিষ্ট নামক এক হাইব্রিড অক্সিমোরোন তত্বের উদ্ভাবক।
      মুহাম্মাদ জাফুরুল্লাহ খান- পাকিস্তানের ফাউন্ডিং ফাদারদের একজন এবং পাকিস্তান রেস্যুলুশানদের একজন। ধর্মে উনি আহমাদিয়া কাদিয়ানি এবং পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী।
      লিয়াকত আলী খান-পাকিস্তানের ফাউন্ডিং ফাদার। ধর্মে শিয়া এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।
      ইস্কান্দার মির্যা-লোকটা কুখ্যাত মীর জাফরের আপন নাতি। ব্রিটিশদের সেনাবাহিনীতে মেজরের / পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট /তাঁর ধর্ম শিয়া ।
      Munafik, ভণ্ড, Muhammad Asad (প্রাক্তন Jew Leopold Weiss ) (জন্ম-Lviv, তৎকালীন Austria,বর্তমানে-Ukraine, ১৯০০ সালে/ মৃত্যু ১৯৯২ সালে -খুব সম্ভব আগুনে ঢুকেন) E, , , What is Quran? , , Who are Muslims? তিনি আনাদের মুসলিম নাম এবং আল-কুরআন কে আসমানি কিতাব মানতে নারাজ); sura-22(Hajj) -78 পরুন।
      #
      -Kolkata তথা West Bengal-
      Calcutta Riot, 1946< en.banglapedia.org/index.php?title=Calcutta_Riot,_1946>
      কলিকাতা হিন্দুরা বাংলাদেশ এর হিন্দুদের উপর কতটা নিষ্ঠুর দেখুনঃ Marichjhapi Massacre : यह
      The forgotten Marichjhapi massacre(HinduPost) < th-cam.com/video/gUnr1CY0Z38/w-d-xo.html >
      BIJON SETU 1982_Part-II
      - Nellie, আসাম/Assam massacre of more than 2000 Muslims in 1983: The Untold Story < th-cam.com/video/yMx7J6r0MuY/w-d-xo.html
      . ১৯০৫-১৯১১-"বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন" > ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় এবং বঙ্গ প্রদেশের রাজধানী হওয়ায় সকল অফিস/ দপ্তর- এর কেন্দ্রীয় অফিস কলিকাতায়-ফলে চুরি, ডাকাটি, ঘুষ, প্রতারণা- এর বড় বানিজ্য গড়ে উঠেছিল → তা টিকিয়ে রাখতে কলিকাতা ও এর নিকটবর্তী লোকজন যে আন্দোলন” করে।
      সযত্নে মীর জাফর, অযত্নে সিরাজউদ্দৌলা(Salahuddin)
      অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন
      ৳#৳ #

  • @vivophone6485
    @vivophone6485 วันที่ผ่านมา +1

  • @mdikbalbiswas2432
    @mdikbalbiswas2432 14 ชั่วโมงที่ผ่านมา

    জ্ঞানগর্ভ আলোচনা

  • @mdnuruzzaman5140
    @mdnuruzzaman5140 17 ชั่วโมงที่ผ่านมา

    মুহাম্মদ আসাদের Islam at the crossroads এর বাংলা অনুবাদ আছে কিনা?

  • @vivophone6485
    @vivophone6485 วันที่ผ่านมา

    আসুন আমরা বই পড়ি আর রাঙ্গাই সময়📗🌻❤

  • @azifarahman2341
    @azifarahman2341 13 ชั่วโมงที่ผ่านมา

    রোড টু মক্কা ----
    ১. আপনার আত্মার কিসে তৃপ্তি তা যদি খুঁজে পান তাহলে ই আপনি আত্মতৃপ্তি পাবেন ।
    ২.প্রতেক জিনিসের ই স্টাটিং পয়েন্ট থাকে । আমাদের সেটি খুঁজে বের করা উচিত।
    ৩. একমাত্র বিশ্বাসীরাই বিশ্বাসের ফলাফল উপলব্ধি করতে পারে ।
    ৪. প্রত্যেকটা মানুষ ই পূজারী , হয় কেউ স্যষ্টার নয় কেউ সৃষ্টির।
    ৫.আপনি সিস্টেমের পরিবর্তন করতে হয়তো পারবেন না কিন্তু নিজে পরিবর্তিত হয়ে সিস্টেমের বিরুদ্ধে ব্যরিয়ার তৈরি করতে পারবেন ।
    ৬.আর সেই সরল পথে পরিচালিত হয়ে যে সে পথের অনুসন্ধান করে । যেমন : আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে ।

  • @exampreparationeconomicsen5448
    @exampreparationeconomicsen5448 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @SkAshraful-l7g
    @SkAshraful-l7g วันที่ผ่านมา +1

    ছোটদের জন্য ইসলামি বইয়ের প্যাকেজ রকমারিতে আছে?

  • @sksaifuddin5367
    @sksaifuddin5367 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤ Assalamualaikum ❤

  • @mahmudulhasan7409
    @mahmudulhasan7409 20 ชั่วโมงที่ผ่านมา

    অসাধারণ আলোচনা। রকমারি কে ধন্যবাদ।

  • @tajulislamtaj736
    @tajulislamtaj736 วันที่ผ่านมา

    পুরো ভিডিওটাই ছিলো জ্ঞানগর্ভ আলোচনায় ভরপুর। হয়তোবা এই প্রথমবার সোহাগ ভাই প্রাসঙ্গিক প্রশ্ন কম করে একজন মনোযোগী শ্রোতার মত স্যারের কথাগুলো মনমুগ্ধকর হয়ে শুনছিলেন। 😂
    সোহাগ ভাই একটা প্রশ্ন করেন যে, যদি আল্লামা আসাদ ১৯২৬ না হয়ে বর্তমানে ২০২৪ তার প্রশ্নগুলো খুজতেন সে ক্ষেত্রে কি তিনি ইসলাম ধর্মগ্রহণ করার মত মানসিকতা তৈরি করতে পারতেন কি না?
    স্যার এই প্রশ্ন পরবর্তী খুব সুন্দরভাবে ব্যাখ্যার মাধ্যমে উত্তর দিয়েছে তদপুরী আমি এটা কোয়াট করতে চাই যে, সোহাগ ভাইয়ের এই প্রশ্নের পূর্বেই তিনি এটার উত্তর দিয়ে রেখেছিলেন। স্যার বলেছিলেন যে আল্লামা আসাদ ইসলামে প্রাক্টিসিং মানুষদের দেখে নয় বরং ইসলামের ব্যবস্থাপনা দেখে মুসলিম হওয়ার প্র‍য়াস জ্ঞাপন করেছিলেন। আর ইসলামি ব্যবস্থাপনা সর্বকালে সবার জন্য একটি শাশ্বত বিধান হোক সেটা ১৯২৬ অথবা ২০২৬। যেহেতু ইসলামের জীবনব্যবস্থা সবসময় এক ও অভিন্ন সেক্ষেত্রে আল্লামা আসাদ যদি আজ থেকে হাজার বছর পরেও গিয়ে জন্ম নিতেন তিনি সেখানেও এই একই নিয়ম-কানুনের দেখা পেতেন এবং আল্লাহর রহমতে হেদায়াতপ্রাপ্ত হতেন।
    আমরা এখান থেকে সবচেয়ে বড় যেই শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে, ইসলামকে শুধুমাত্র একটি উত্তম জীবনব্যবস্থা মেনে নয় বরং ইসলামী সকল নিয়মকানুন প্রাক্টিসের মাধ্যমে আমাদের জীবনকে সুসজ্জিত করাটা অধিক জরুরী কেননা মক্কা বিজয়ের পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্য মুসলিমদের আখলাক দেখে।

  • @mahirhoque7446
    @mahirhoque7446 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @muhibbullahh
    @muhibbullahh วันที่ผ่านมา +2

    ভেবে দেখলাম আমি নিজেও একজন কবি ও ভাবুক।
    ছোটবেলা থেকেই ভাবুক ছিলাম৷ লালন টালনও করেছি কিছুদিন। ইভেন, এখনো ক্লোজ সার্কেলে আমার ভাবালাপ সমাদৃত।
    আর আমাকে তো এটলিস্ট একজন নিন্ম-মধ্যবিত্ত মানের কবি বলাই যায়। আমার টুকটাক কবিতা তো আপনারা পড়ছেনই। ইভেন, এক সময় আমার একটা কবিতার বইও বের হইছিলো, যদিও মাত্র ৩৬ কপি(১০ কপি শ্বশুরমশাই কিনেছিলো) বিক্রি হবার হতাশায় দ্বিতীয় কাব্যগ্রন্থ আর বের হয় নাই।
    যাই হোক, সামনের কোন প্রোগ্রামে আমারে কেউ স্পিকার হিসাবে ডাকলে নামের পাশে কবি ও ভাবুক লিখবেন।

  • @mdalamin-ew5pv
    @mdalamin-ew5pv วันที่ผ่านมา

    ভা‌রি এবং গুরুত্বপূর্ণ আ‌লোচনা