ওয়াশিংমেশিন যত্নের A to Z || Washing Machine Use in Bangla || Our Notebook BD ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • ওয়াশিং মেশিনের যত্ন
    যে যন্ত্রটি আমাদের কাপড়ের যত্ন নেয় নিয়মিত, সেই যন্ত্রটিরও প্রয়োজন যত্নের। ওয়াশিং মেশিনের যত্ন কীভাবে নেব? নিয়মিত ওয়াশিং মেশিন পরিস্কার করতে হবে। ডিটারজেন্ট সাবান জমে অনেক সময় মেশিনের ভেতরের অংশ ব্লক হয়ে যায়। তাই ধোয়ার কাজ শেষ হলে ভালোভাবে মেশিনের ভেতরটা ধুয়ে পরিস্কার করে রাখুন।
    ওয়াশিং মেশিনে একসঙ্গে বেশি কাপড় দেবেন না। ধারণ ক্ষমতার চেয়ে এক বা দুই কেজি কম দিন। বেশি জামাকাপড় একসঙ্গে দিলে মেশিন দুর্বল হয়ে পড়ে। জামাকাপড়ও ভালো পরিস্কার হয় না।
    ওয়াশিং মেশিনে অতিরিক্ত কাপড় দিয়ে ওভারলোড করবেন না। মেশিনের ব্যালেন্স নষ্ট হতে পারে। কাপড় শুকানোর সময় ড্রয়ারের স্পিনারেও সমস্যা হতে পারে।
    অতিরিক্ত সাবান ব্যবহার করবেন না। পাউডার ডিটারজেন্টের পরিবর্তে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে।
    ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হলে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু অন্য ধরনের মেশিনে পানি দেওয়ার সময় খেয়াল রাখুন কাপড় যেন পানির মধ্যে ডুবে থাকে। না হলে পুরো সার্কুলেট করবে না, পরিস্কারও হবে না।
    কাপড়ে সেফটি পিন বা আর্টিফিসিয়াল বোতাম থাকলে মেশিনে দেওয়ার আগে তা খুলে নিন। নয়তো মেশিনে দাগ পড়ে যাবে। কাপড়ও ছিঁড়ে যাওয়ার আশাঙ্কা থাকে।
    মেশিনে দুর্গন্ধ হলে পানিতে দুই কাপ লেবুর রস বা ভিনেগার মিশিয়ে মেশিন পরিস্কার করুন।
    ওয়াশিং মেশিন ব্যবহার করার পর বিদ্যুতের সংযোগ বন্ধ রাখুন।
    ওয়াশিং মেশিন কয়েকবার ব্যবহারের পর পরিস্কার করতে হবে। জামাকাপড়ের ময়লা সামান্য হলেও মেশিনের মধ্যে জমে থাকে।
    তিন মাস পরপর খালি মেশিনে ঈষদুষ্ণ পানিতে দুই কাপ লেবুর রস বা ভিনেগার মিশিয়ে মেশিন চালান। সাবানের ফেনা ও ময়লা ধুয়ে বেরিয়ে যাবে, গন্ধও থাকবে না।
    মেশিনে কোনো কাপড় না দিয়ে খালি মেশিনে গরম পানি, বেকিং সোডা দিয়ে একবার চালান। মেশিনের ভেতর পরিস্কার হয়ে যাবে।
    ওয়াশিং মেশিন পরিস্কার করতে অ্যামোনিয়া ব্লিচ বা অ্যাসিড এড়িয়ে চলুন। কারণ ওয়াশার টপ ও ওয়াশার কেবিনেটের সামনের ও পাশের অংশ পোর্সেলিন এনামেল দিয়ে তৈরি, তাই জং ধরতে পারে।
    কাপড় কাচতে দেওয়ার আগে সেফটি ফিনের মতো জিনিস বের করে নিন। মেশিন নষ্ট হতে পারে। স্টেনলেস স্টিলের ওয়াশিং টব সাধারণত মরচে ধরে না। আবার সেফটি ফিনের মতো জিনিস দীর্ঘদিন টবে পড়ে থাকলে মরচে ধরতে পারে।
    মেশিন সমতল জায়গায় রাখুন। কাপড় কাচার সময় নড়বে না।
    কাপড়ের তৈলাক্ত দাগ দূর করতে ওয়শিং মেশিনে ঈষদুষ্ণ পানি ব্যবহার করতে হবে। অন্য দাগের জন্য ঠান্ডা পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর একবার মেশিনে ধোয়াই যথেষ্ট।
    মেশিনের সঙ্গে পানির পাইপের সংযোগ যেখানে, সেই জায়গায় নিয়মিত পরিস্কার করতে হবে। ময়লা জমে থাকলে কাপড় পরিস্কারের পর অপরিস্কার পানি পাইপ দিয়ে বের হতে পারবে না।
    ওয়াশিং মেশিন বাথরুমে রাখলে ইলেকট্রিক কানেকশনের দিকে খেয়াল রাখুন।
    #washingmachine
    #cleaningcloths
    #landry
    #washingmachinecleaning
    #ournotebookbd

ความคิดเห็น • 7

  • @mdrahatislamkhan9966
    @mdrahatislamkhan9966 2 ปีที่แล้ว

    8 nice sharing apu)

  • @bangladeshibloggermeherunnesa
    @bangladeshibloggermeherunnesa 2 ปีที่แล้ว +1

    লাইক ১০ আর ফুলওয়াচ

  • @mec6953
    @mec6953 2 ปีที่แล้ว +1

    আপু আমরা মানুষ ৩/৪ জন। বোকার মত ফ্রন্ট লোড ১০.৫ কেজি কিনে ফেলেছি। বুঝতে পারছি না, বেশি বড় নিয়ে ফেললাম কিনা😞

    • @ournotebookbd
      @ournotebookbd  2 ปีที่แล้ว +1

      Thik ase. Winter time onk katha kombol hoy tokhon r problem hobe na. Choto nile sob kapor dewa jay na. Boro nile sob dewa jay. Always songsar jinis boro kina e valo ami mon kori.

    • @mec6953
      @mec6953 2 ปีที่แล้ว

      @@ournotebookbd আপু রিপ্লাই দিবার জন্য ধন্যবাদ। আসলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে শার্প ফ্রন্ট লোডার এনেছি বাসার জন্য। এখন বাসার মানুষ উল্টাপাল্টা বলে মনটা বিষিয়ে দিচ্ছে। তাদের নাকি প্রতিবেশীরা বলেছে ২/৩ দিন পর পর ওয়াশ করলে বিল বেশি টানবে। তোমাদের এত কাপড় তো নেই, ৭ দিন জমিয়ে ধুতে গেলে তোমরা গায়ে দিবে কি!
      এই মেশিন তোমাদের অনর্থক পরে থাকবে। তাই আপনার কাছে নিজের সমস্যা খুলে বললাম।

    • @ournotebookbd
      @ournotebookbd  2 ปีที่แล้ว +1

      Apni machine start korle bill utbe. Aita kono kotha j 3/4 din por start korle bill keno besi asbe. Ajob manus ajob chinta vabna. Apni use korte thaken bill jkhon tokhon apni to bujben. Manus kotha te kan diben na. Quick wash korben regular kapor gula bill kom asbe.