আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কেন কিভাবে পড়তে আসবেন?॥ আইভি লিগ ভার্সিটিতে পড়লে কী সুবিধা?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কেন কিভাবে পড়তে আসবেন?॥ আইভি লিগ ভার্সিটিতে পড়লে কী সুবিধা?॥ Columbia University, New York, America
    ৮টি আইভি লিগ বিশ্ববিদ্যালয় হলো
    ব্রাউন ইউনিভার্সিটি (Brown University)
    কলাম্বিয়া ইউনিভার্সিটি (Columbia University)
    কর্নেল ইউনিভার্সিটি (Cornell University)
    ডার্টমাউথ কলেজ (Dartmouth College)
    হার্ভার্ড ইউনিভার্সিটি (Harvard University)
    রিন্সটন ইউনিভার্সিটি (Princeton University)
    ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া (University of Pennsylvania)
    ইয়েল ইউনিভার্সিটি (Yale University)
    কেন পড়বেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে?
    আইভি লীগের সদস্য হওয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
    এ ছাড়া কলম্বিয়া ইউনিভার্সিটিতে মানসম্মত একাডেমিক প্রোগ্রাম, উদ্ভাবনী গবেষণা এবং বিখ্যাত অনুষদের জন্য শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে যেমন সহজে পৌঁছাতে পারে, তেমনি বিশ্ব নেতৃত্বেও জায়গা করে নিতে পারে। যার প্রমাণ পাওয়া যায় প্রাক্তন শিক্ষার্থীদের নোবেল বিজয়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী নেতাদের তালিকায়। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সমীক্ষায় শীর্ষে স্থান পেয়েছে।
    এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেলে শিক্ষার্থীদের মধ্যে জটিল চিন্তন দক্ষতা, সমস্যা সমাধান, সৃজনশীলতা ও বাস্তবিক জ্ঞানের স্পৃহা প্রকাশ পায়। যার ফলে প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রেও এখানকার শিক্ষার্থীদের প্রাধান্য দেন নিয়োগকর্তারা।
    এক নজরে কলম্বিয়া ইউনিভার্সিটি
    কলম্বিয়া ইউনিভার্সিটির একাডেমিক পাঠ্যক্রমে পশ্চিমা চিন্তাধারা এবং সংস্কৃতির সঙ্গে পরিচয়ের মাধ্যমে যেন শিক্ষার্থীদের জটিল চিন্তন দক্ষতা, বুদ্ধিবৃত্তিক কৌতূহল এবং সাংস্কৃতিক সাক্ষরতা বৃদ্ধির প্রতি নজর দেওয়া হয়। এখানে রয়েছে ৫০০টিরও বেশি ছাত্র সংগঠন ও ক্লাব। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বৈচিত্র্যময় কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে।
    কলম্বিয়া ইউনিভার্সিটিতে ২০টি স্কুল এবং অধিভুক্ত প্রতিষ্ঠানের আওতায় আন্ডারগ্র‍্যাজুয়েট, গ্র‍্যাজুয়েট ও প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য রয়েছে বিস্তৃত সুযোগ। স্কুলগুলোর মধ্যে কলম্বিয়া বিজনেস স্কুল; কলম্বিয়া ক্লাইমেট স্কুল; কলম্বিয়া কলেজ; কলম্বিয়া জার্নালিজম স্কুল; কলম্বিয়া ল' স্কুল; ডেন্টাল মেডিসিন; কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স; স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স; স্কুল অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস; ভ্যাগেলোস কলেজ অব প্রফেশনাল স্টাডিজ বিশেষভাবে পরিচিত।
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মেজর হিসেবে মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল ও সাংবাদিকতা উল্লেখযো
    আবেদনের যোগ্যতা
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সিজিপিএ স্কোরের তেমন বাধ্যবাধকতা নেই। তবে কমপক্ষে ৩.৫০ থাকলে ভালো হয়। কেন না এখানকার ৯০ শতাংশ শিক্ষার্থীদের সিজিপিএ ৩.৭০ থেকে ৩.৯০ হয়ে থাকে।
    মাতৃভাষা ইংরেজি না হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কলম্বিয়া ইউনিভার্সিটিতেও আবেদনের সময় ইংরেজি ভাষা দক্ষতার স্কোর প্রয়োজন হয়। এ ক্ষেত্রে টোফেল স্কোর ন্যূনতম ১০৫ (ইন্টারনেট ভিত্তিক টেস্ট), আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭.৫ বা ডুয়োলিংগো স্কোর ন্যূনতম ১৩৫ হতে হবে। জিআরই এবং জিম্যাট বাধ্যতামূলক নয়।
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো গ্র‍্যাজুয়েট স্কুল ইংরেজি ভাষার সক্ষমতার প্রমাণ হিসেবে ইনিশিয়ালভিউ বা ভেরিক্যান্ট ভিডিও পাঠানোর জন্য বলতে পারে। সে ক্ষেত্রে আর্লি ডিসিশনের জন্য ১৫ নভেম্ভর এবং রেগুলার ডিসিশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে কনভারসেশনাল ভিডিও জমা দিতে হবে।
    আবেদন করবেন যেভাবে
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহ থাকায় প্রোগ্রামের সার্কুলার দেওয়ার পর যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে।
    প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে অনলাইনে আবেদনপত্রের তথ্য পূরণ করে ১৫০ মার্কিন ডলার আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্র পর্যালোচনা করার জন্য ভিডিও, রে ভেরা অথরাইজেশন ফর্ম, ট্রান্সক্রিপ্ট, লেটার অব রেকমেন্ডেশনসহ যাবতীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ট্রান্সক্রিপ্ট এবং লেটার অব রেকমেন্ডেশন ইংরেজি ভাষায় হতে হবে। আবেদন গ্রহণযোগ্য হলে সেগুলোর মূলকপি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
    ভর্তি গ্রহণযোগ্য হলে একটি ই-মেইল পাঠানো হবে। তারপর এনরোল করে টিউশন ফি জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ইলেকট্রনিক ট্রান্সক্রিপ্ট বা ডব্লিউইএস ইভাল্যুয়েশন জমা দিতে হবে।
    ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হলে কলম্বিয়া ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলারস অফিস (আইএসএসও)-এর মাধ্যমে আই-টুয়েন্টি বা ডিএস-টুয়েন্টিনাইন্টিন এর আবেদন করতে হবে।
    ফাইনান্সিয়াল এইড পেতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর্থিক পরিষেবার ওয়েবসাইটে আর্থিক সহায়তার জন্য স্টার্ট-আপ গাইড পর্যালোচনা করতে হবে।
    খরচ ও আর্থিক সাহায্য
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বছরে ৬৬ হাজার ১৩৯ মার্কিন ডলার এবং স্নাতকোত্তর পর্যায়ে টিউশন ফি বছরে ৫৪ হাজার ৬২৭ মার্কিন ডলার।
    তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৬০ শতাংশ পর্যন্ত অনুদান বা স্কলারশিপ অফার করে। আবেদনপত্র পর্যালোচনা করার সময় ভর্তি কমিটি শিক্ষার্থীদের কী পরিমাণ আর্থিক সাহায্য প্রয়োজন তা বিবেচনা করে। পারিবারিক আয় বছরে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিচে হলে ফাইন্যান্সিয়াল এইডের জন্য আবেদন করা যাবে। এখানকার আর্থিক সহায়তা প্রয়োজন-ভিত্তিক হওয়ায়, শিক্ষাগত যোগ্যতা, খেলাধুলা বা অন্য কোনো যোগ্যতার জন্য স্কলারশিপ দেওয়া হয় না।
    #columbia_university #কলম্বিয়া_বিশ্ববিদ্যালয় #arifurrahman #ivy_league_university #harvard_university #princton_university #new_york

ความคิดเห็น • 26

  • @MDWazed-u7f
    @MDWazed-u7f 10 วันที่ผ่านมา +2

    এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে নিউজগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @jobaidasultana9156
    @jobaidasultana9156 8 วันที่ผ่านมา +1

    আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে।আমি একজন বিধবা মা সন্তানদের নিয়ে কত স্বপ্ন দেখি। আমাদের তো স্কলারশীপ না পেলে কোন উপায় নেই। একবার আমার ছেলেকে নিয়ে লিখেছিলাম । আপনার এসব তথ্য জেনে এবার মেয়েকে নিয়ে ভাবছি যদি মাস্টার্স কোর্স আমেরিকা থেকে স্কলারশীপ পাওয়া যায় সে আইবিএ র ছাত্রী। দেখা যাক আল্লাহ যদি রহমত করেন ।

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  8 วันที่ผ่านมา +1

      আপনি আপনার মেয়েকে বলবেন US Embassy তে Higher Study of USA related যে workshop গুলো হয় সেগুলোতে যোগ দিতে, সে নিজেই Scholarship ম্যানেজ করতে পারবে…. Best wishes

    • @mostafizurrahman2928
      @mostafizurrahman2928 8 วันที่ผ่านมา

      ইনশাআল্লাহ 🤲🤲 আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন আন্টি ইনশাআল্লাহ।

    • @jobaidasultana9156
      @jobaidasultana9156 7 วันที่ผ่านมา

      @@DrMdArifurRahmanUSA অনেক ধন্যবাদ।

  • @tarekchowdhury9287
    @tarekchowdhury9287 10 วันที่ผ่านมา

    I am a big fan of your videos. Lots of support from Sylhet, Bangladesh 🇧🇩

  • @AsifKhan-xn7cp
    @AsifKhan-xn7cp 7 วันที่ผ่านมา

    Vaiya subject relatives job gulate exparianc thakle America job pawya sohoj habe naki hart subject ta holo IT software engineer

  • @facts5552
    @facts5552 6 วันที่ผ่านมา

    Sir ami SAT preparation nibo. Ekhon Usa tae ei type er top University gulu te apply korar jonno SAT er pashapashi ar ki ki korte hobe?

  • @HasmatAra-b1e
    @HasmatAra-b1e 3 วันที่ผ่านมา

    Purdue university কেমন।

  • @FerozaKhatun-r8n
    @FerozaKhatun-r8n 4 วันที่ผ่านมา

    akanay ki digital market niay pora jay Master’s program a

  • @NAZMAAkter-w2y
    @NAZMAAkter-w2y 9 วันที่ผ่านมา

    Onak valo bolasen

  • @kaisersiddique1
    @kaisersiddique1 10 วันที่ผ่านมา

    vaiya, akta Go pro Camera kenar affordability nichoy ache apnar, 4K video clear dekte chai.. ato informative video gola gola dekte valo lagena.. 4K te video dekte chai.

  • @SaifRahman-wo2yc
    @SaifRahman-wo2yc 3 วันที่ผ่านมา

    Automobile Department niya porar সুযোগ আছে কি?

  • @AlaminIslam-bl4gt
    @AlaminIslam-bl4gt 10 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @nadimurrahman3420
    @nadimurrahman3420 10 วันที่ผ่านมา

    Law Subject ya LLM kora jaba?

  • @AlaminSheikh-y2h
    @AlaminSheikh-y2h 10 วันที่ผ่านมา

    এখানে কি সমাজকর্ম সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ আছে?

  • @kinggemar1137
    @kinggemar1137 10 วันที่ผ่านมา

    Assa vaiya usa te f1 visa pawa ki onek hard 🥺

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  10 วันที่ผ่านมา +1

      না, চেস্টা করলে পাওয়া যায়…

    • @kinggemar1137
      @kinggemar1137 10 วันที่ผ่านมา

      @@DrMdArifurRahmanUSA hsc er por lege thakle ekbar na ekbar to visa hobei nki?

  • @jobayerrakib2519
    @jobayerrakib2519 9 วันที่ผ่านมา

    Bioinformatics er scope kamon ? BAU 23 Bioinformatics batch , amader dept matro 2020 te suru tai onek kisoi jana nei

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  3 วันที่ผ่านมา

      th-cam.com/video/E5Ud72evJPk/w-d-xo.htmlsi=FnDUtv2M4vbNZsGy