অসাধারণ উপস্থাপনা,,, দেখতে দেখতে যেন গোপালের খিদে টা অনুভব করতে পারছিলাম আর শেষে গোপাল সপ্নে যখন পেট পুড়ে খাচ্ছিল তখন আমারও যেনো যেন পেট ভরে যাচ্ছিল,,, অসাধারণ অভিনয় গোপাল এবং অন্যান্য সবার🙏🏻😇🐈🐈👻
এই গল্পটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে,এখন আমার বয়স ৫৪ তখন আমি ক্লাস ফোর এ পরি,আমি যেই প্রাইভেট মাস্টারের কাছে পরতাম সেই মাস্টারের বিয়ে ঠিক হয়,আমি তো খুব আনন্দে আছি যে নিমন্ত্রণ করবে,কিন্তু বিয়ে হয়ে গেলো নিমন্ত্রণ করলো না,তখন খুব কষ্ট পেয়েছিলাম,পারে শুনলাম ভুলে গিয়ে ছিল নিমন্ত্রণ করতে।আজ
অনেক মানুষের বাস্তব জীবনের ঘটনা নিয়ে সুন্দর গল্পগুলি আমাদের উপহার দিয়ে গেছেন, বিভূতিভূষণ বাবু। আপনার জীবনের একটা ঘটনা এই গল্পের সাথে অনেকটাই মিলে গেছে, এবং আপনি কমেন্টের মাধ্যমে তা সুন্দর ভাবে বলে ফেললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন। 🙏❤️
ঈশ্বরের কাছে আপনার বার্ধক্য জীবনের সুসাস্থ্য কামনা করি। ছোটবেলার আনন্দময় স্মৃতি গুলো মনের মধ্যে জাগরিত করে মনকে শান্তিময় করে তুলুন। ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে🙏❤️🥰
আমার ছোট্ট বেলাকার কথা মনে পড়লো। যারা নিতান্ত দরিদ্র হয় তাদের জীবনগুলো এইভাবেই বিপন্ন হয়। আমিও প্রায় রোজ দিন স্বপ্ন দেখতাম খুব ভালো ভালো খাবার দাবার খাচ্ছি। কিন্তু জুটতো ওই যা যা কপালে ছিল। গরিব বলে কম অপমানও সহ্য করতে হয়নি। তাই যারা আজও হত দরিদ্র তাদের মারমা বুঝতে পারি। পুরো গল্পটার উপস্থাপনা অসাধারণ। নাহলে হয়ত নিজেদের শৈশব ও কৈশোর এত ভালো ভাবে relate করতে পারতাম না।
প্রণম্য সাহিত্যিক বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় মহাশয়ের এমন একটি গল্পের ভিডিও ফুটেজ টি দেখে, মনে পড়ে গেল, রবিঠাকুরের গানের কথার মাধ্যমে বলে শেষ করছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় সেত চোখের দেখা প্রাণের কথা সেই কি ভালো যায়। এমন সব ঘটনা যা সেই সময় কালের সত্য ঘটনা। অথচ হঠাৎ করে এমন সেই সময় কালের এমন প্রাণবন্ত সময় কাল উধাও হয়ে গেল, অথচো ঐ যে বললাম রবিঠাকুরের সৃষ্টির মাধ্যমে এবং বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় মহাশয়ের এমন সব ঘটনা যা একেবারেই সত্য ঘটনা,যা ধরা আছে এই মুহূর্তে শুধু পুস্তকের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। সেই সময় কালীন সময়ে এমন সব ঘটনা যা একেবারেই সত্য, সময়ের সাথে সাথে হঠাৎ এমন সময় এই মূহুর্ত শুধু সময়ের সাথে সাথে হারিয়ে গেল। ছোট বেলায় গ্ৰামের এমন সব ঘটনার কথা মনে পড়ে। সোঁদা মাটির গন্ধ, গাছের আড়াল থেকে একটা পখির অদ্ভুত ডাক,আর সন্ধে হলেই ঝিঁঝিঁ পোকার ডাক,সব মিলিয়ে গা ছমছম করা একটা অনুভুতি, তবুও কি অসাধারণ মনের মধ্যে শান্তি বিরাজ করতো। তবে এই মুহূর্তে এমন সব পাড়াগাঁয়ের দেখা মিললেও তখনকার দিনের সেই গ্ৰামের গ্ৰাম্য পরিবেশের অনেক তফাৎ ঘটে গেছে। বললে অক্তুত্তি হবে না সবের জন্য ঐ যে জঘন্য রাজনীতির উত্থানের পেছনে এর ঐ বর্তমানের জমি হাঙর দের জন্য। সৃষ্টির সৃষ্টির মাধ্যমে ঐ সময় কালীন পরিবেশ টাই একেবারে শেষ হয়ে গেছে। মানুষ কেমন যেন বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে, কবেই তিনি অর্থাৎ রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে বলেছিলেন।প্রাণ হরিয়ে দিশা ছাড়িয়ে আরো আরো দাও প্রভু আরো আরো দাও প্রাণ---- তিনি অর্থাৎ রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে সকল কথাই,সুর তাল ছন্দ ভাষা মিশ্রিত রূপকার।তার রূপ ফুটে ওঠে রবিঠাকুরের গানের মাধ্যমে, আগের দিনের পুরাতন গানের মাধ্যমে ও সাহিত্য ও গল্পের মাধ্যমে, একটি গানের মাধ্যমে বলে শেষ করছি। শোনা বন্ধু শোন এই প্রাণ হীন শহরের ইতি কথা (গ্ৰাম থেকে শহরের ইতি কথা) হবে, লোহার প্রাচীরে-------কতোই মর্ম কথা ----। এ আমার নিজস্ব উপলব্ধির কথা বললাম কাউকে হার্ট করার জন্য বলছি না। পরিবর্তন ভালো কিন্তু প্রাণ হীন পরিবর্তন তাই মানুষের জীবনের ক্ষেত্রে এক অস্থিরতায় ভরে গেছে। কে জানে ক ঘন্টা পাবেরে জীবন টা,জা দেখি মনে পড়ে মনে ধরে হিং টিং ছট----।
অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্পের অপূর্ব রূপায়ণ । অসাধারণ দৃশ্যায়ন ও আবহ সঙ্গীত । আমি অভিভূত । এখন বাজারী আজগুবি সিনেমায় দেশের রমরমা বাজার । মানুষকে সাহিত্য ভুলিয়ে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে সাহিত্যকে ধ্বংশ করে । সেই সময় সাহিত্যকে নিয়ে চিত্রায়ণ করা ভীষণ দুঃসাহসিক কাজ । ধন্যবাদের ভাষা নাই ।
প্রিয় অশোক বাবু, আপনাকে সাময়িক ভাবে কাজে লাগাতে না পারার কারণে আমরা খুব দুঃখিত। তবে আরও ভালো উপস্থাপনা করার জন্য আমাদের আপনাকে খুবই প্রয়োজন। প্রত্যেক দৃশ্যে সঠিক আবহসঙ্গীত নির্বাচন করার জন্য ভিডিও এডিটিং এর সময় আপনাকে পাশে পাওয়া খুবই দরকার। শুধু কিছু অসুবিধার কারনে আমরা আপনাকে ডাকতে পারছি না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। 🙏 আশাকরি আমরা সব সমস্যা কাটিয়ে উঠলে হাত বাড়ালেই আপনাকে পাসে পাবো এই আশারাখি। এভাবেই আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ 🙏
আমি 1979 সালে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় স্থাণ পেয়ে বিভূতিভূষণ এর লেখা গল্প সঙ্কলন বাঘের মন্তর পেয়েছিলাম। তাল নবমী গল্প তি4 আই বই তে অন্তত শতবার পড়েছি। তারপর সেই বই আর খুজে পাইনি। আজ 56 বয়সে সেই হারানোর বেদনা বুকে বাজে। আজ গল্পটির চিত্র রূপ দেখে নস্টালজিক হয়ে পড়েছিলাম। এ যে আমাদের ই বাল্য কালের প্রতিরূপ।
Tal nabami amar vastav life er sthe ekti udaharan ache tai ami eta bandohopdhay ke salute kori...r emon choti pisima anek chilo aj hytoo town a achi tbe asadharon..
মোটামুটি সব ঠিকই আছে তবে বর্ষাকালে মাটি একটু কাদা দেখালে পারতেন আর ছেলেগুলো বর্ষায় বেরোচ্ছে কিন্তু গায়ে মাথায় একটুও জল নেই এটা একটু চোখে পড়লো। আরও এগিয়ে যান এই শুভ প্রার্থণা রইলো। ❤
সোমা দি ভাল অভিনয় করেছেন,এটা বলা আমার ধৃষ্টতা। কিন্তু কচিকাচারা যে তাদের অভিষেকেই সেনচুরি মারল তারজন্য সমগ্র 'অলোড়ন" পরিবার তথা পরিচালক মহাশয়কে আমার আন্তরিক কুর্নিশ জানাই।😊😮❤
আমার ছোটো বেলা খুব কষ্টে কেটেছে.. মাত্র 5 বছর বয়সে বাবা মারা যান.. আমাদের পাড়াতে সবার খুব সুন্দর বড় বড় বাড়ি ছিল আর একমাত্র ভাঙা বাড়িটি আমাদের.. এই বড়ো বড়ো বাড়ি গুলোতে আমাদের ঢোকা বারণ ছিল .. গল্পের মতো এমন অজস্র ঘটনা ঘটেছে ছোটো বেলাতে..
আপনার শৈশবের ঘটনা শুনে খুব কষ্ট লাগছে, তবে ঈশ্বরের কাছে কামনা করি, আপনি সমস্ত কষ্ট উপেক্ষা করে আপনার ভবিষ্যৎ যেনো উজ্জ্বল হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
আপনার মানবিকতা দেখে মনে হয়, আপনি একজন প্রকৃত শিক্ষিত ও প্রকৃত শিক্ষক। আশাকরি আপনার শিক্ষার ভিত্তিতে আগামীদিনে আপনার ছাত্রগণ প্রকৃত শিক্ষা অর্জন করবে এই আশারাখি। এবং তারা জাতি, ধর্ম, বর্ণ সব কিছুকেই পিছনে ফেলে নিজেরা প্রকৃত মানুষ হয়ে এই পৃথিবীতে মনুষ্য জাতির উন্নতির লক্ষ্যে নিজেদের প্রকাশ করবে। ধন্যবাদ 🙏❤️
এ গল্প দেখে মনে পড়ে গেল আমার এক বান্ধবীর কথা ৫ বছর ধরে বান্ধবী তার বিয়ে হবে আন্টি পড়িয়েছে জানতাম বিয়ের দিন ও জানতাম টাকা ও জমিয়ে ছিলাম হাত খরচ হতে তাকে উপহার দিবো বলে। কিন্ত সে আমায় নিমন্ত্রিত করে নি। আমি হিন্দু ছিলাম এ জন্য । ২০১৭ সাল এর পর হতে আর কোনো বান্ধবী বানায় নি
Sattita holo goriber kache gota somaj tai satru, r ami etai amar santan ke sekhai . Kivabe somajer manuser goyay lathi marte hoy setao sekhai😊 goriber jibone emon hazar hazar talnobami jay
প্রথম থেকেই তোমাদের প্রত্যেকটি কাজের প্রশংসা আমি করেছি। আজও তার অন্যথা হবেনা আগের থেকে অনেক বেশী পরিণত হয়েছ তোমরা। আর আজকের এই তালনবমী গল্প টি দেখে ছোটবেলাকার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেলো 😊😊😊😊 বর্ষার সময় ভোরবেলা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে আম জাম কাঁঠাল তাল কোড়াতে যেতাম । সেই সব দিনের কথা আবার মনে পড়ে গেল পরবর্তীকালে অন্যান্য লেখকদের লেখা নিয়ে কাজ করলে ভালো লাগবে। আমাদের বাংলা লেখক এর তো অভাব নেই
আপনার মত বন্ধুদের জন্য আমরা উন্নতির পথে এগিয়ে চলেছি। আমাদের উন্নতির কান্ডারী একমাত্র আপনাদের মত বন্ধুরা। আর হ্যাঁ আপনি যে request আগের গল্পেও করেছেন, মানে অন্য লেখকের গল্প, তাই আপনাদের মত বন্ধুদের কথা মাথায় রেখেই, হয়তো আগামী গল্প অন্য কোনো প্রিয় লেখকের হতে চলেছে, তবে সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অসাধারণ উপস্থাপনা,,, দেখতে দেখতে যেন গোপালের খিদে টা অনুভব করতে পারছিলাম আর শেষে গোপাল সপ্নে যখন পেট পুড়ে খাচ্ছিল তখন আমারও যেনো যেন পেট ভরে যাচ্ছিল,,, অসাধারণ অভিনয় গোপাল এবং অন্যান্য সবার🙏🏻😇🐈🐈👻
আপনি যেভাবে আলোড়ন এর প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে আমাদের উৎসাহিত করছেন তাতে কিভাবে আমরা আপনাকে ধন্যবাদ জানাবো তা, জানানেই। তবুও জানাই অসংখ্য ধন্যবাদ। 🙏
Chokhe jol ese gelo gopal er khideta
খুধারত কে খা ওয়ানো সবচেয়ে বড় পুণ্য। নমস্কার
@@nibeditamukherjee3965 ঠিক বলেছেন,,,শুধু মানুষই নয়,,, আস পাশের কুকুর,বিড়াল, কাক পক্ষী এদেরকেও রোজ খাওয়ানো আমাদের সকলের কর্তব্য🙏😺🐈🐕🎉
@@nibeditamukherjee3965 আপনি ঠিক বলেছেন,,, শুধু মানুষই নয় আস পাশের কুকুর বিড়াল কাক পক্ষী এদেরকেও রোজ খাওয়ানো আমাদের সকলের কর্তব্য 🙏😺🐈🐕🎉
এই গল্পটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে,এখন আমার বয়স ৫৪ তখন আমি ক্লাস ফোর এ পরি,আমি যেই প্রাইভেট মাস্টারের কাছে পরতাম সেই মাস্টারের বিয়ে ঠিক হয়,আমি তো খুব আনন্দে আছি যে নিমন্ত্রণ করবে,কিন্তু বিয়ে হয়ে গেলো নিমন্ত্রণ করলো না,তখন খুব কষ্ট পেয়েছিলাম,পারে শুনলাম ভুলে গিয়ে ছিল নিমন্ত্রণ করতে।আজ
অনেক মানুষের বাস্তব জীবনের ঘটনা নিয়ে সুন্দর গল্পগুলি আমাদের উপহার দিয়ে গেছেন, বিভূতিভূষণ বাবু। আপনার জীবনের একটা ঘটনা এই গল্পের সাথে অনেকটাই মিলে গেছে, এবং আপনি কমেন্টের মাধ্যমে তা সুন্দর ভাবে বলে ফেললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন। 🙏❤️
অসাধারণ অভিনয় করেছেন সবাই। খুব সুন্দর একটি গল্প। খুভ ভালো লাগলো দেখে👍
অসংখ্য ধন্যবাদ 🙏
এই গল্পে আপনি গোপালকে নিমন্তন্ন করলেন না কেন করে দিতে পারতেন লাস্ট মোমেন্টে খুব ভালো লাগতো
Great Initiative Guy's 😊 keep going 🤗 Keep Growing
Eyi cheshta choliye rakho ..amra achi shobai sathe ..
Khub khub dhonnobaad aro niye asho 😊
Many many thank you 🙏
অসাধারণ একটি গল্প। শৈশবের দিনগুলো মনে পড়ে যায়। এখন আমি ৭২ বছরের।
ঈশ্বরের কাছে আপনার বার্ধক্য জীবনের সুসাস্থ্য কামনা করি। ছোটবেলার আনন্দময় স্মৃতি গুলো মনের মধ্যে জাগরিত করে মনকে শান্তিময় করে তুলুন। ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে🙏❤️🥰
সবাইকার অভিনয় ভাল হয়েছে ।কিন্তুু গোপাল অনবদ্য ।অসম্ভব ভাল করেছে।চোখের চাউনি দিয়ে অনেক জায়গায় অভিনয় টা বোঝাবার চেষ্টা করেছে।
।
সময়ে- অসময়ে সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏
সত্যি মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে এরকম সাহিত্য উপন্যাস গুলি ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ 🙏❤️
আজও এটা দেখে ভীষণ কাদঁছি। অনেক ধন্যবাদ এই গল্পটা এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।❤❤🎉
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
আমার ছোট্ট বেলাকার কথা মনে পড়লো। যারা নিতান্ত দরিদ্র হয় তাদের জীবনগুলো এইভাবেই বিপন্ন হয়। আমিও প্রায় রোজ দিন স্বপ্ন দেখতাম খুব ভালো ভালো খাবার দাবার খাচ্ছি। কিন্তু জুটতো ওই যা যা কপালে ছিল। গরিব বলে কম অপমানও সহ্য করতে হয়নি। তাই যারা আজও হত দরিদ্র তাদের মারমা বুঝতে পারি।
পুরো গল্পটার উপস্থাপনা অসাধারণ। নাহলে হয়ত নিজেদের শৈশব ও কৈশোর এত ভালো ভাবে relate করতে পারতাম না।
*মর্ম
আপনার শৈশবের কষ্টের কথা শুনে খুব কষ্ট হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত কষ্ট উপেক্ষা করে আপনার ভবিষ্যত যেনো উজ্জ্বল হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে 🙏❤️
দারুন লাগছে মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে এরকম সাহিত্য উপন্যাস গুলো যদি আবার দেখা যায় ছোট ছোট গল্প টেলি সিরিয়াল থেকে উঠে গেছে তো সমস্ত জিনিস
খুব ভালো লাগলো। এধরনের আরও উপস্থাপনা চাই।
চেষ্টায় আছি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
প্রণম্য সাহিত্যিক বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় মহাশয়ের এমন একটি গল্পের ভিডিও ফুটেজ টি দেখে, মনে পড়ে গেল, রবিঠাকুরের গানের কথার মাধ্যমে বলে শেষ করছি।
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় সেত চোখের দেখা প্রাণের কথা সেই কি ভালো যায়।
এমন সব ঘটনা যা সেই সময় কালের সত্য ঘটনা। অথচ হঠাৎ করে এমন সেই সময় কালের এমন
প্রাণবন্ত সময় কাল উধাও হয়ে গেল,
অথচো ঐ যে বললাম রবিঠাকুরের সৃষ্টির মাধ্যমে এবং বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় মহাশয়ের এমন সব ঘটনা যা একেবারেই সত্য ঘটনা,যা ধরা আছে এই মুহূর্তে শুধু পুস্তকের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ।
সেই সময় কালীন সময়ে এমন সব ঘটনা যা একেবারেই সত্য, সময়ের সাথে সাথে হঠাৎ এমন সময় এই মূহুর্ত শুধু সময়ের সাথে সাথে হারিয়ে গেল।
ছোট বেলায় গ্ৰামের এমন সব ঘটনার কথা মনে পড়ে।
সোঁদা মাটির গন্ধ, গাছের আড়াল থেকে একটা পখির অদ্ভুত ডাক,আর সন্ধে হলেই ঝিঁঝিঁ পোকার ডাক,সব মিলিয়ে গা ছমছম করা একটা অনুভুতি, তবুও কি অসাধারণ মনের মধ্যে শান্তি বিরাজ করতো। তবে এই মুহূর্তে এমন সব পাড়াগাঁয়ের দেখা মিললেও তখনকার দিনের সেই গ্ৰামের গ্ৰাম্য পরিবেশের অনেক তফাৎ ঘটে গেছে।
বললে অক্তুত্তি হবে না সবের জন্য ঐ যে জঘন্য রাজনীতির উত্থানের পেছনে এর ঐ বর্তমানের জমি হাঙর দের জন্য।
সৃষ্টির সৃষ্টির মাধ্যমে ঐ সময় কালীন পরিবেশ টাই একেবারে শেষ হয়ে গেছে।
মানুষ কেমন যেন বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে,
কবেই তিনি অর্থাৎ রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে বলেছিলেন।প্রাণ হরিয়ে দিশা ছাড়িয়ে আরো আরো দাও প্রভু আরো আরো দাও প্রাণ----
তিনি অর্থাৎ রবিঠাকুর সঙ্গীতের মাধ্যমে সকল কথাই,সুর তাল ছন্দ ভাষা মিশ্রিত রূপকার।তার রূপ ফুটে ওঠে রবিঠাকুরের গানের মাধ্যমে, আগের দিনের পুরাতন গানের মাধ্যমে ও সাহিত্য ও গল্পের মাধ্যমে,
একটি গানের মাধ্যমে বলে শেষ করছি। শোনা বন্ধু শোন এই প্রাণ হীন শহরের ইতি কথা (গ্ৰাম থেকে শহরের ইতি কথা) হবে, লোহার প্রাচীরে-------কতোই মর্ম কথা ----।
এ আমার নিজস্ব উপলব্ধির কথা বললাম কাউকে হার্ট করার জন্য বলছি না।
পরিবর্তন ভালো কিন্তু প্রাণ হীন পরিবর্তন তাই মানুষের জীবনের ক্ষেত্রে এক অস্থিরতায় ভরে গেছে।
কে জানে ক ঘন্টা পাবেরে জীবন টা,জা দেখি মনে পড়ে মনে ধরে
হিং টিং ছট----।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্পের অপূর্ব রূপায়ণ । অসাধারণ দৃশ্যায়ন ও আবহ সঙ্গীত । আমি অভিভূত । এখন বাজারী আজগুবি সিনেমায় দেশের রমরমা বাজার । মানুষকে সাহিত্য ভুলিয়ে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে সাহিত্যকে ধ্বংশ করে । সেই সময় সাহিত্যকে নিয়ে চিত্রায়ণ করা ভীষণ দুঃসাহসিক কাজ । ধন্যবাদের ভাষা নাই ।
প্রিয় অশোক বাবু, আপনাকে সাময়িক ভাবে কাজে লাগাতে না পারার কারণে আমরা খুব দুঃখিত। তবে আরও ভালো উপস্থাপনা করার জন্য আমাদের আপনাকে খুবই প্রয়োজন। প্রত্যেক দৃশ্যে সঠিক আবহসঙ্গীত নির্বাচন করার জন্য ভিডিও এডিটিং এর সময় আপনাকে পাশে পাওয়া খুবই দরকার। শুধু কিছু অসুবিধার কারনে আমরা আপনাকে ডাকতে পারছি না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। 🙏 আশাকরি আমরা সব সমস্যা কাটিয়ে উঠলে হাত বাড়ালেই আপনাকে পাসে পাবো এই আশারাখি। এভাবেই আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ 🙏
1st time ami ei "Talnabami" series ta dekhlam. Khub Nastaljia fill korlam. Thank you this Channel owner. I'm with you 💟..... For lifetime....
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
অভিশাপ।
দারিদ্রতা মানব জাতির জন্য এক টি অভিশপ্ত জীবন। স্বপ্ন দেখাও দরিদ্র মানুষ দের জন্য অভিশাপ।
সুন্দর তবে ভয়ংকর সুন্দর
পৃথিবীতে ক্ষুধার জ্বালা খুব কস্টের
মন ছুঁয়ে গেলো, ছোটবেলার কথা মনে পড়ে গেলো। নমস্য লেখকের অন্তরদর্শন চিত্রায়িত করার জন্য অকুন্ঠ ধন্যবাদ জানাই 🙏
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏❤️
সুন্দর উপস্থাপনা বইয়ে পড়েছিলাম এখানে ঠিক তেমন ই করে দেখানো হয়েছে
এভাবেই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইলো। ধন্যবাদ আপনাকে 🙏❤️
Apurba sab kichhui asadharan ai dharaner chhoto gslper aro natyarup dile samaj upukrita habe dhanyabad
আমরা চেষ্টায় আছি, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার কারণে, সমাজের উন্নতির জন্য আরো অনেক গল্প আপনাদের উপহার দিতে সক্রিয় আছি। ধন্যবাদ আপনাকে 🙏❤️🥰
Very Nice story.....Vibhutivushan Bannerjee is a great writer....❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Many many thanks 🙏❤️
খুব ভালো লাগলো।অসাধারণ চোখে জল এসে গেল
ধন্যবাদ আপনাকে 🙏❤️
আমি 1979 সালে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় স্থাণ পেয়ে বিভূতিভূষণ এর লেখা গল্প সঙ্কলন বাঘের মন্তর পেয়েছিলাম। তাল নবমী গল্প তি4 আই বই তে অন্তত শতবার পড়েছি। তারপর সেই বই আর খুজে পাইনি। আজ 56 বয়সে সেই হারানোর বেদনা বুকে বাজে। আজ গল্পটির চিত্র রূপ দেখে নস্টালজিক হয়ে পড়েছিলাম। এ যে আমাদের ই বাল্য কালের প্রতিরূপ।
খুব সুন্দর মন্তব্য করেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে 🙏❤️
তদানীন্তন গ্রাম বাংলার এক প্রচলিত ছবি । সুন্দর উপস্থাপনা, আরও সুন্দর করার চেষ্টা করুন ।
অনেক ধন্যবাদ 🙏
PeeKay,HKD,ASSAM
12Nov.2024
আপনাদের আশীর্বাদে আরো ভালো উপস্থাপনা নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
ছেলে দুটোকে দেখে খুব কষ্ট হচ্ছিল আর আমার নিজের ছোট বেলার কথা মনে পড়ে যাচ্ছিল ❤️❤️ আমি ছোট বেলায় ভাইকে নিয়ে যেতাম
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khub sundor mon chuyea gelo ❤❤❤❤❤❤
ধন্যবাদ আপনাকে 🙏❤️
জিবনের অনেক টা কেটে গেল। তবুও মনে ্ হয় এই সেদিন বাস্তব জিবনের সাথে অনেক মিল
সত্যিই বলেছেন, ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khub sundor hoyeche ❤️
Dhonyobad 🙏
Khoob valo. R o chai.
অপেক্ষায় থাকার অনুরোধ রইলো 🙏❤️
Tal nabami amar vastav life er sthe ekti udaharan ache tai ami eta bandohopdhay ke salute kori...r emon choti pisima anek chilo aj hytoo town a achi tbe asadharon..
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Mon vore dheklam
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
এই 😊টা আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল ওদের বাড়ি থেকে নেমন্তন্ন করে কিন্তু করলো না হায়রে ছোট বেলা
কয়েক মুহূর্তের জন্য আপনার ছোটো বেলার স্মৃতি উপহার দিতে পেরে আমরাও খুব উৎসাহিত। ভালো থাকুন ধন্যবাদ, 🙏❤️
এটা সমাজের চিত্র,টাকা না থাকলে মূল্য থাকেনা ......
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khubsurat esha muve dalo,dil CHUGAYA
Apko bhi bahut dhanyawad 🙏❤️
পরিচালকের আরও নজর দিতে হবে । ঢালাই রাস্তা, স্টিলের রেলিং, ডাইনিং টেবিলের উঁকি বড়ই দৃষ্টিকটু ।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Darun,,,,😇😇😇😇🥳🥳🥳
Dhonyobad 🙏
খুব সুন্দর হয়েছে ।
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Lovely Oshom
Thank you 🙏
গোপাল এর সাথে যা হয়েছে আমার সাথেও তাই হয়েছে ছোটবেলায় 😢
😢🙏 আশাকরি এত কষ্ট উপেক্ষা করে আপনার ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে 🙏❤️
2 দিন আগেই 5 এর বাচ্চা দের পড়িয়েছি ...আজ দেখে মন ছুঁয়ে গেলো😢❤
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Bhalo hoyeche....
হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পাচ্ছি,ধন্যবাদ সকল কলা কুশলী দের।❤
অসংখ্য ধন্যবাদ আপনাকেও 🙏❤️
অমানবিক
সমাজ চিত্ৰ৷
খুব কষ্ট পেলাম |
সবাই মানুষ হোক |
একদম ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে 🙏❤️
Ami o kub valobasi bivutivuson k.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
মনটা ছুঁয়ে গেল।
ধন্যবাদ আপনাকে 🙏❤️
অতীব সুন্দর উপস্থাপনা
ধন্যবাদ আপনাকে 🙏❤️
কষ্টের দিন গুলো খুব ভালো ছিলো
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
খুব সুন্দর অভিনয়,মন ছুঁয়ে গেলো, অসাধারণ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏❤️🥰
মোটামুটি সব ঠিকই আছে তবে বর্ষাকালে মাটি একটু কাদা দেখালে পারতেন আর ছেলেগুলো বর্ষায় বেরোচ্ছে কিন্তু গায়ে মাথায় একটুও জল নেই এটা একটু চোখে পড়লো। আরও এগিয়ে যান এই শুভ প্রার্থণা রইলো। ❤
আপনার শুভকামনার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশাকরি আগামী দিনে নিখুঁত অভিনয় দেখতে পাবেন। 🙏❤️
Apurba.. Sunder❤❤❤🎉🎉🎉😅😅🦐🦐🦐🦐🐋🐋🐋🐋👍👍👍👍👍
ধন্যবাদ আপনাকে 🙏❤️
এই গল্প টা খুব ভালো
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khuub sundar laglo, bachha duto ke dekhe khub mon ta kharap hoe gelo😢😢
ধন্যবাদ আপনাকে, এভাবেই আমাদের সঙ্গে থাকুন 🙏❤️🥰
Namasya lekhak, namasya chitranatya, darun avinoy
অসংখ্য ধন্যবাদ আপনাকে🙏❤️
খুব কষ্ট হলো গোপালের জন্য চোখে জল এসে গেল 😢😢😢
আপনার চোখের জল, আপনার মানসিকতার পরিচয় দেয়। ধন্যবাদ আপনাকে 🙏❤️
A very saddy natok very nice
Sohoj pather goppo dekhechi... Osadharon movie...
তালনবমীর গোপাল পথের পাঁচালীর অপুর কথা মনে করিয়ে দেয়।
ধন্যবাদ আপনাকে 🙏❤️
সোমা দি ভাল অভিনয় করেছেন,এটা বলা আমার ধৃষ্টতা। কিন্তু কচিকাচারা যে তাদের অভিষেকেই সেনচুরি মারল তারজন্য সমগ্র 'অলোড়ন" পরিবার তথা পরিচালক মহাশয়কে আমার আন্তরিক কুর্নিশ জানাই।😊😮❤
টিম আলোড়ন এর পক্ষ থেকে আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন 🙏
খুব ভাল লেগেছে
ধন্যবাদ আপনাকে 🙏❤️
আমার ছোটো বেলা খুব কষ্টে কেটেছে.. মাত্র 5 বছর বয়সে বাবা মারা যান.. আমাদের পাড়াতে সবার খুব সুন্দর বড় বড় বাড়ি ছিল আর একমাত্র ভাঙা বাড়িটি আমাদের.. এই বড়ো বড়ো বাড়ি গুলোতে আমাদের ঢোকা বারণ ছিল .. গল্পের মতো এমন অজস্র ঘটনা ঘটেছে ছোটো বেলাতে..
আপনার শৈশবের ঘটনা শুনে খুব কষ্ট লাগছে, তবে ঈশ্বরের কাছে কামনা করি, আপনি সমস্ত কষ্ট উপেক্ষা করে আপনার ভবিষ্যৎ যেনো উজ্জ্বল হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
গল্পটা কয়েকদিন আগে আমি স্কুলে স্টুডেন্টদের পড়াচ্ছিলাম আমার চোখে জল চলে এসেছিলো
আপনার মানবিকতা দেখে মনে হয়, আপনি একজন প্রকৃত শিক্ষিত ও প্রকৃত শিক্ষক। আশাকরি আপনার শিক্ষার ভিত্তিতে আগামীদিনে আপনার ছাত্রগণ প্রকৃত শিক্ষা অর্জন করবে এই আশারাখি। এবং তারা জাতি, ধর্ম, বর্ণ সব কিছুকেই পিছনে ফেলে নিজেরা প্রকৃত মানুষ হয়ে এই পৃথিবীতে মনুষ্য জাতির উন্নতির লক্ষ্যে নিজেদের প্রকাশ করবে। ধন্যবাদ 🙏❤️
স্টুডেন্টদের পড়ানোর ফাঁকে কখন যেন চোখে জল চলে এসছিল
@@arijitmishra4411 হম
Kano jol Alo ?
@@sovanpatra3387 গল্পটা পড়ার সময় অনুভব করো আশাকরি তোমার একটা সুন্দর মন আছে গল্পটা পড়লেই বুঝবে কেনো জল এলো.
তাল নবমী বই তে পড়েছি। চোখে জল এসে ছিল।জানি আজও এই ভিডিও টা দেখলে কান্না পাবে । তাই দেখলাম না
good video
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khub sundor hoya6a.
Dhonyabad 🙏
Money is the main power in this eternal world😢😢😢😢😢😢
Thank you 🙏❤️
খুব ভালো লাগলো দেখে
ধন্যবাদ আপনাকে 🙏
এ গল্প দেখে মনে পড়ে গেল আমার এক বান্ধবীর কথা ৫ বছর ধরে বান্ধবী তার বিয়ে হবে আন্টি পড়িয়েছে জানতাম বিয়ের দিন ও জানতাম টাকা ও জমিয়ে ছিলাম হাত খরচ হতে তাকে উপহার দিবো বলে। কিন্ত সে আমায় নিমন্ত্রিত করে নি। আমি হিন্দু ছিলাম এ জন্য । ২০১৭ সাল এর পর হতে আর কোনো বান্ধবী বানায় নি
আহ ! বানধবী হয়তো invite করতো হয়তো তার বাবা-মা নিষেধ করেছে !
জাতি, ধর্মকে পিছনে ফেলে মানবিকতার উন্নতি ঘটানোই আমাদের একমাত্র লক্ষ্য। ভালো থাকুন, ধন্যবাদ 🙏❤️
খুবই দুঃখজনক
খুব সুন্দর,,❤
ধন্যবাদ আপনাকে 🙏❤️
😢😢😢😢😢খুব ভালো😢😢
ধন্যবাদ আপনাকে 🙏❤️🥰
Excllent👍
Thank you 🙏
অতুলনীয়
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Very beautiful story.
Thank you! 🙂🙏❤️
ভালো লাগলো ❤❤
ধন্যবাদ 🙏❤️
খুব ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে 🙏❤️
দারুণ হয়েছে।
ধন্যবাদ 🙏❤️
@@aloron123 ভালো কে ভালো বলতে হবেই।
রবীন্দ্রনাথের ছুটি গল্পটার উপস্থাপনা করলে ভালো লাগবে। এখন কাশফুলের সময়।
চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে 🙏❤️
অসাধারণ ❤
ধন্যবাদ 🙏❤️
Sattita holo goriber kache gota somaj tai satru, r ami etai amar santan ke sekhai . Kivabe somajer manuser goyay lathi marte hoy setao sekhai😊 goriber jibone emon hazar hazar talnobami jay
গ্রামের ঐ দিনগুলো মনে করিয়ে দেয়।
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Khub sundor
Thanks 🙏❤️
এই গল্পের শেষে এত কষ্ট হতো😢😢😢
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
আমি একটি সিনেমা র অনুরোধ করেছিলাম ভূলবশত নামটা সপতপদবীর জায়গায় সপ্তপদী হবে
Ok
Asadharan, kono tulona nei
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
❤
যখন নিমন্ত্রণ হয় না আমার দেখতে খুব কষ্ট হয়।
একদম ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
Darun
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏❤️
গ্রামের কথা মনে পড়ে গেল😢
ধন্যবাদ আপনাকে 🙏❤️
Beautifull actors
ধন্যবাদ আপনাকে 🙏❤️
অসাধারণ ❤
ধন্যবাদ 🙏❤️
তোমরা সহজ পাঠের গল্প মুভিটা দেখো এত ভালো মুভি আমি তো কেঁদে ছিলাম
ধন্যবাদ আপনাকে 🙏❤️
এঢা আমার ক্লাস ৬ এর বই আছে
ধন্যবাদ আপনাকে 🙏❤️
খুব সুন্দর
ধন্যবাদ 🙏
এখনকার দিনের ছেলে মেয়েরা খিদে কি জিনিস জানে না। আর নিমন্ত্রণ যদি পাওয়া যায় কি ভালো লাগে। আমার বয়স যে ৭৩ বছর ।
একদম ঠিক বলেছেন। ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ আপনাকে 🙏❤️
Darun darun. Next Vedio kobe pabo
jata taratari sombhob
😭😭
Class v
Bah
ধন্যবাদ 🙏❤️
খুব দুঃখ পেলাম।
ধন্যবাদ আপনাকে 🙏❤️
এটা তো আমাদের ছোট বেলার গল্প। সেই দিন গুলি কত কষঠ ছিল সে যারা পেয়েছে সুধু তারাই জানে। সে এক সময় ছিল ভাবলে খুব কষ্ট হয়। আপন লোকেরা খেতে দিত না
ধন্যবাদ আপনাকে 🙏❤️
তালনবমী দ্বিতীয় পাঠ বের করবেন
দ্বিতীয় পাঠ! কোথায় পাবো? যদি একটু বলেন। 🙏❤️
❤❤❤❤❤❤❤
🙏❤️🥰
প্রথম থেকেই তোমাদের প্রত্যেকটি কাজের প্রশংসা আমি করেছি।
আজও তার অন্যথা হবেনা
আগের থেকে অনেক বেশী পরিণত হয়েছ তোমরা।
আর আজকের এই তালনবমী গল্প টি দেখে ছোটবেলাকার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেলো 😊😊😊😊
বর্ষার সময় ভোরবেলা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে আম জাম কাঁঠাল তাল কোড়াতে যেতাম । সেই সব দিনের কথা আবার মনে পড়ে গেল
পরবর্তীকালে অন্যান্য লেখকদের লেখা নিয়ে কাজ করলে ভালো লাগবে।
আমাদের বাংলা লেখক এর তো অভাব নেই
আপনার মত বন্ধুদের জন্য আমরা উন্নতির পথে এগিয়ে চলেছি। আমাদের উন্নতির কান্ডারী একমাত্র আপনাদের মত বন্ধুরা। আর হ্যাঁ আপনি যে request আগের গল্পেও করেছেন, মানে অন্য লেখকের গল্প, তাই আপনাদের মত বন্ধুদের কথা মাথায় রেখেই, হয়তো আগামী গল্প অন্য কোনো প্রিয় লেখকের হতে চলেছে, তবে সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏