রায়ের পর চেকের মামলায় জামিন কিভাবে পাবেন কোন আইনে কোন আদালতে?উচ্চ আদালতের সর্বোশেষ রেফারেন্স সহ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @ContentJellyFish-fu4py
    @ContentJellyFish-fu4py 15 วันที่ผ่านมา +1

    আল্লাহ আপনার মঙ্গল করুক

  • @KhanMahfuz-tp2fg
    @KhanMahfuz-tp2fg ปีที่แล้ว +1

    আপনাকে অশেষ ধন্যবাদ,,,,,,,

  • @mdrakibulislambahadur9528
    @mdrakibulislambahadur9528 7 หลายเดือนก่อน +1

    স্যার আমার ভাইয়ের নামে চারটা চেকের মামলা হয়েছে 2:00 টায় সাজা হয়েছে একটা 6 মাস একটা এক বছর আর দুইটা ওয়ারেন্ট অবস্থায় আছে এখন সে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে কিন্তু তার অর্থ-সম্পদ টাকা কড়ি কিছুই নেই এখন তার জন্য আপিল করার বিধান কি একটু জানালে উপকৃত হতাম

    • @LawCell
      @LawCell  7 หลายเดือนก่อน +1

      আপিল করার বিধান হলো চেকে উল্লিখিত টাকার ৫০% টাকা আদালতে জমা দিয়ে আপিল করতে হবে। এখন যেহেতু আপনার ভাই এর টাকা নাই আর মামলাও চার টা তাই যে কোনো একটা মামলাতে আত্মসমর্পণ করিয়ে অন্যান্য মামলার পি/ডাব্লিউ লাগিয়ে দিন তাহলে ঐ মামলাতে সাজা খাটতে থাকবে উপরন্তু ঐ মামলা গুলতেও সাজা কাউন্ট হয়ে থাকবে সাজা হলে ঐ সাজা বাদ দিলেই সাজার মেয়াদ শেষ হয়ে যাবে।

    • @mdrakibulislambahadur9528
      @mdrakibulislambahadur9528 7 หลายเดือนก่อน +1

      @@LawCell স্যার পি ডব্লিউ লাগানোর সিস্টেম কিভাবে, আপনার নাম্বারটা দিলে যোগাযোগ করতাম

    • @LawCell
      @LawCell  7 หลายเดือนก่อน

      @mdrakibulislambahadur9528 বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

  • @Mdraju-u8y5w
    @Mdraju-u8y5w ปีที่แล้ว

    ভাই 2020 সালের মামলা তেইশ সাল পর্যন্ত মামলা কোন রায় হয় নাই শুধু ওয়ারেন্ট হয়ে আছে তাহলে কি এ মামলা এখন কি হতে পারে

  • @MdMukulSardar-k8c
    @MdMukulSardar-k8c ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম স্যার। চেকের মামলার আসামে একজন মামলা তিন-চারটা সাজাও হয়েছে বিভিন্ন মেয়াদে সেই ক্ষেত্রে একইসঙ্গে সাজাগুলো খাটানোর কোন বিধান আছে

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      এটার বিষয়ে আদালতে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এক সাথে সাজার আদেশ দিতে পারেন।

    • @mdrakibulislambahadur9528
      @mdrakibulislambahadur9528 7 หลายเดือนก่อน +1

      স্যার কমেন্টের আনসারটা দিলে উপকৃত হতাম

    • @LawCell
      @LawCell  7 หลายเดือนก่อน

      কোনটা??আবার প্রশ্ন করুন! আমি চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়ার

  • @MiaMia-cz9yy
    @MiaMia-cz9yy 7 หลายเดือนก่อน +1

    চেকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আসামী জেল হাজতে।এখন কি হাইকোর্ট থেকে আপিলের শর্তে মাসের জামিন নেওয়া যাবে?এবং আসামি কি জেল হাজত থেকে বেরোতে পারবে ? এবং দুই মাসের ভেতর ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপিল করতে হবে তাই ত??. বিষয়টা একটু ভালো করে বললে উপকৃত হতাম।

    • @LawCell
      @LawCell  7 หลายเดือนก่อน

      জি আপনি যা ভেবেছেন তাই সঠিক

    • @MiaMia-cz9yy
      @MiaMia-cz9yy 7 หลายเดือนก่อน +1

      @@LawCell স্যার তাহলে দুই মাসের জন্য হাই কোর্ট জামিন দিলে আসামি জেল হাজত থেকে বেরোতে পারবে তাই তো??

    • @LawCell
      @LawCell  7 หลายเดือนก่อน +1

      @@MiaMia-cz9yy বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

  • @Mdraju-u8y5w
    @Mdraju-u8y5w ปีที่แล้ว +1

    ভাই চেকের মামলা 2018 সালে রায় হয়েছে কিন্তু এখন বাদীপক্ষ বিবাদীপক্ষ মীমাংসা করতে আগ্রহী তাহলে কি আপিল করতে হবে

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      জি অবশ্যই আপিল করতে হবে এবং তার পরেই আপোষ করা যাবে। ধন্যবাদ

  • @anjumanaira2822
    @anjumanaira2822 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম স্যার সাজা হয়ে যাবার পর আসামি যদি পলাতক থাকে এবং সাজা শেষে যদি ফিরে আসে তখন কি আসামির কোন সমস্যা হবে কি জানতে চাই

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      আপনার প্রশ্ন সঠিক হয় নাই। পলাতক থাকলে সাজা শেষ হবে কি করে??

    • @anjumanaira2822
      @anjumanaira2822 ปีที่แล้ว +1

      স্যার আমার প্রশ্নটা হলো আসামির প্রদানকৃত সাজার মেয়াদ শেষ আসামি পলাতক ছিল এখন ফিরে এসেছে এখন আসামির কি এরেস্ট হয়ে যাবে

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว

      @anjumanaira2822 আপনাকে মনে হয় আমি বুঝাতে পারি নাই। আসামি যদি সাজা না খাটে তাহলে সাজার মেয়াদ কিভাবে শেষ হবে। রায় হওয়ার পরপলাতক থেকে ১০০ পর ও যদি বের হয় তাহলেও এরেস্ট করবে এবং সাজা কার্যকর করা হবে।

  • @Mdraju-u8y5w
    @Mdraju-u8y5w ปีที่แล้ว +1

    2018 সালের রায় হয়েছে 23 সালে মীমাংসা করতে গেলে কি আদালতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      আপিল করতে হবে আগে তারপর আপোষ

  • @Mdraju-u8y5w
    @Mdraju-u8y5w ปีที่แล้ว +1

    আপিল করলে 50% টাকা দিতে হবে তারপর কি জেলাতে প্রেরণ করবে আদালত

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      আপিল করার শর্ত হলো ৫০% টাকা জমা দিতে হবে। ৫০% টাকা জমা না দিলে আপিল করা যাবে না। আর জামিন দেওয়া টা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আদালত সন্তুষ্ট হলে জামিন দিতে পারেন আবার জেল হাজতে ও প্রেরণ করতে পারেন।

  • @KhanMahfuz-tp2fg
    @KhanMahfuz-tp2fg ปีที่แล้ว +1

    পতিকার কেউ কি পেয়েছে

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +2

      প্রতিকার পেতে হলে চেষ্টা করতে হবে। আর আমরা তো চেষ্টা করার আগেই প্রতিকার খুঁজি তাই প্রতিকার পাই না।

  • @mdbayzidislam3946
    @mdbayzidislam3946 ปีที่แล้ว +2

    Sir apner no den

    • @LawCell
      @LawCell  ปีที่แล้ว +1

      বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

    • @MdMukulSardar-k8c
      @MdMukulSardar-k8c ปีที่แล้ว +1

      ওকে স্যার