স্যার আমার ভাইয়ের নামে চারটা চেকের মামলা হয়েছে 2:00 টায় সাজা হয়েছে একটা 6 মাস একটা এক বছর আর দুইটা ওয়ারেন্ট অবস্থায় আছে এখন সে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে কিন্তু তার অর্থ-সম্পদ টাকা কড়ি কিছুই নেই এখন তার জন্য আপিল করার বিধান কি একটু জানালে উপকৃত হতাম
আপিল করার বিধান হলো চেকে উল্লিখিত টাকার ৫০% টাকা আদালতে জমা দিয়ে আপিল করতে হবে। এখন যেহেতু আপনার ভাই এর টাকা নাই আর মামলাও চার টা তাই যে কোনো একটা মামলাতে আত্মসমর্পণ করিয়ে অন্যান্য মামলার পি/ডাব্লিউ লাগিয়ে দিন তাহলে ঐ মামলাতে সাজা খাটতে থাকবে উপরন্তু ঐ মামলা গুলতেও সাজা কাউন্ট হয়ে থাকবে সাজা হলে ঐ সাজা বাদ দিলেই সাজার মেয়াদ শেষ হয়ে যাবে।
চেকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আসামী জেল হাজতে।এখন কি হাইকোর্ট থেকে আপিলের শর্তে মাসের জামিন নেওয়া যাবে?এবং আসামি কি জেল হাজত থেকে বেরোতে পারবে ? এবং দুই মাসের ভেতর ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপিল করতে হবে তাই ত??. বিষয়টা একটু ভালো করে বললে উপকৃত হতাম।
@anjumanaira2822 আপনাকে মনে হয় আমি বুঝাতে পারি নাই। আসামি যদি সাজা না খাটে তাহলে সাজার মেয়াদ কিভাবে শেষ হবে। রায় হওয়ার পরপলাতক থেকে ১০০ পর ও যদি বের হয় তাহলেও এরেস্ট করবে এবং সাজা কার্যকর করা হবে।
আপিল করার শর্ত হলো ৫০% টাকা জমা দিতে হবে। ৫০% টাকা জমা না দিলে আপিল করা যাবে না। আর জামিন দেওয়া টা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আদালত সন্তুষ্ট হলে জামিন দিতে পারেন আবার জেল হাজতে ও প্রেরণ করতে পারেন।
আল্লাহ আপনার মঙ্গল করুক
আপনাকে অশেষ ধন্যবাদ,,,,,,,
স্যার আমার ভাইয়ের নামে চারটা চেকের মামলা হয়েছে 2:00 টায় সাজা হয়েছে একটা 6 মাস একটা এক বছর আর দুইটা ওয়ারেন্ট অবস্থায় আছে এখন সে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে কিন্তু তার অর্থ-সম্পদ টাকা কড়ি কিছুই নেই এখন তার জন্য আপিল করার বিধান কি একটু জানালে উপকৃত হতাম
আপিল করার বিধান হলো চেকে উল্লিখিত টাকার ৫০% টাকা আদালতে জমা দিয়ে আপিল করতে হবে। এখন যেহেতু আপনার ভাই এর টাকা নাই আর মামলাও চার টা তাই যে কোনো একটা মামলাতে আত্মসমর্পণ করিয়ে অন্যান্য মামলার পি/ডাব্লিউ লাগিয়ে দিন তাহলে ঐ মামলাতে সাজা খাটতে থাকবে উপরন্তু ঐ মামলা গুলতেও সাজা কাউন্ট হয়ে থাকবে সাজা হলে ঐ সাজা বাদ দিলেই সাজার মেয়াদ শেষ হয়ে যাবে।
@@LawCell স্যার পি ডব্লিউ লাগানোর সিস্টেম কিভাবে, আপনার নাম্বারটা দিলে যোগাযোগ করতাম
@mdrakibulislambahadur9528 বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
ভাই 2020 সালের মামলা তেইশ সাল পর্যন্ত মামলা কোন রায় হয় নাই শুধু ওয়ারেন্ট হয়ে আছে তাহলে কি এ মামলা এখন কি হতে পারে
আসসালামু আলাইকুম স্যার। চেকের মামলার আসামে একজন মামলা তিন-চারটা সাজাও হয়েছে বিভিন্ন মেয়াদে সেই ক্ষেত্রে একইসঙ্গে সাজাগুলো খাটানোর কোন বিধান আছে
এটার বিষয়ে আদালতে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এক সাথে সাজার আদেশ দিতে পারেন।
স্যার কমেন্টের আনসারটা দিলে উপকৃত হতাম
কোনটা??আবার প্রশ্ন করুন! আমি চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়ার
চেকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আসামী জেল হাজতে।এখন কি হাইকোর্ট থেকে আপিলের শর্তে মাসের জামিন নেওয়া যাবে?এবং আসামি কি জেল হাজত থেকে বেরোতে পারবে ? এবং দুই মাসের ভেতর ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপিল করতে হবে তাই ত??. বিষয়টা একটু ভালো করে বললে উপকৃত হতাম।
জি আপনি যা ভেবেছেন তাই সঠিক
@@LawCell স্যার তাহলে দুই মাসের জন্য হাই কোর্ট জামিন দিলে আসামি জেল হাজত থেকে বেরোতে পারবে তাই তো??
@@MiaMia-cz9yy বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
ভাই চেকের মামলা 2018 সালে রায় হয়েছে কিন্তু এখন বাদীপক্ষ বিবাদীপক্ষ মীমাংসা করতে আগ্রহী তাহলে কি আপিল করতে হবে
জি অবশ্যই আপিল করতে হবে এবং তার পরেই আপোষ করা যাবে। ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম স্যার সাজা হয়ে যাবার পর আসামি যদি পলাতক থাকে এবং সাজা শেষে যদি ফিরে আসে তখন কি আসামির কোন সমস্যা হবে কি জানতে চাই
আপনার প্রশ্ন সঠিক হয় নাই। পলাতক থাকলে সাজা শেষ হবে কি করে??
স্যার আমার প্রশ্নটা হলো আসামির প্রদানকৃত সাজার মেয়াদ শেষ আসামি পলাতক ছিল এখন ফিরে এসেছে এখন আসামির কি এরেস্ট হয়ে যাবে
@anjumanaira2822 আপনাকে মনে হয় আমি বুঝাতে পারি নাই। আসামি যদি সাজা না খাটে তাহলে সাজার মেয়াদ কিভাবে শেষ হবে। রায় হওয়ার পরপলাতক থেকে ১০০ পর ও যদি বের হয় তাহলেও এরেস্ট করবে এবং সাজা কার্যকর করা হবে।
2018 সালের রায় হয়েছে 23 সালে মীমাংসা করতে গেলে কি আদালতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে
আপিল করতে হবে আগে তারপর আপোষ
আপিল করলে 50% টাকা দিতে হবে তারপর কি জেলাতে প্রেরণ করবে আদালত
আপিল করার শর্ত হলো ৫০% টাকা জমা দিতে হবে। ৫০% টাকা জমা না দিলে আপিল করা যাবে না। আর জামিন দেওয়া টা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আদালত সন্তুষ্ট হলে জামিন দিতে পারেন আবার জেল হাজতে ও প্রেরণ করতে পারেন।
পতিকার কেউ কি পেয়েছে
প্রতিকার পেতে হলে চেষ্টা করতে হবে। আর আমরা তো চেষ্টা করার আগেই প্রতিকার খুঁজি তাই প্রতিকার পাই না।
Sir apner no den
বিস্তারিত পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ ০১৩০৭৯৩৯৭১৭ এ যোগাযোগ করুন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
ওকে স্যার